এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • লণ্ডন: রয়ট বিক্ষোভ বিদ্রোহ নকি ম্যনুফ্যাকচরড প্রতিবাদ ?

    pi
    অন্যান্য | ১১ আগস্ট ২০১১ | ৯০২২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 72.83.100.43 | ১১ আগস্ট ২০১১ ০৩:০৪481632
  • *রায়ট
    নাকি

    এদিক ওদিক টুকটাক সব লেখা হচ্ছে। এক জায়গাতেই আলোচনা হোক না ।
  • pi | 72.83.100.43 | ১১ আগস্ট ২০১১ ০৩:১০481743
  • Name:piMail:Country:

    IPAddress:72.83.100.43Date:09Aug2011 -- 04:44AM

    লণ্ডনের কী অবস্থা !

    http://www.guardian.co.uk/uk/2011/aug/08/london-riots-tottenham-duggan
    -blog

    http://www.guardian.co.uk/uk/2011/aug/08/london-riots-spread-second-ni
    ght

    Name:driMail:Country:

    IPAddress:117.194.227.145Date:09Aug2011 -- 10:49PM

    কত ক্ষোভ ছিল জনতার মনে? সামান্য একটু গ্লিম্‌স পাওয়া যাবে এই ইন্টারভিউতে।

    http://www.youtube.com/watch?v=WoFak7MRBJw

    Name:driMail:Country:

    IPAddress:117.194.227.145Date:09Aug2011 -- 11:02PM

    তবে, জনতার মনে ক্ষোভ ছিল ঠিকই। কিন্তু আমার আবার মনে হচ্ছে এই গোলমালটাও ইঞ্জিনিয়ার্ড। মানে, গোলমাল হোক এটা প্রশাসন চেয়েছিল। আর গোলমালের সব ইনগ্রেডিয়েন্টই সোসাইটির মধ্যে ছিলো। এটা আমার ফুটেজগুলো দেখে মনে হয়েছে। বাড়িতে আগুন ধরে গেছে, কিন্তু আসেপাশে কোন পুলিশের দেখা নেই। এরকম প্রমটনেসের অভাব ফাস্ট ওয়ার্ল্ডে দেখিনি। এরকম রিপোর্টও পড়েছি যে সামনে লুটিং হচ্ছে, পুলিশ বিশেষ কিছু করছে না।

    ওরা চেয়েছিল বড়সড় গোলমাল বাধুক। তারপর সেটাকে এক্সকিউজ করে একটা মার্শাল ল টাইপের হেভি পুলিশ নামিয়ে দেবে। এখন মোটামুটি কেস সেইদিকেই যাচ্ছে। ডেভিড ক্যামেরন ছুটি কাটাতে ইটালী না কোথায় গেছিলেন। তিনদিন কেওসের পর উনি ছুটি থেকে ফিরেছেন। পুলিশ চীফ স্টেটমেন্ট দিয়েছে জনগন এবার যেন 'ফুল ফোর্স অফ ল' এর জন্য প্রস্তুত থাকে।

    Name:driMail:Country:

    IPAddress:117.194.227.145Date:09Aug2011 -- 11:44PM

    আজ রাতে ১৬০০০ পুলিশ লন্ডন পুনর্দখল করবে। ক্যামেরন প্লাস্টিক বুলেটের ব্যবহার অ্যাপ্র¦ভ করেছেন। আম্রিকানদের একটু অবাক লাগতে পারে। ইউকেতে পুলিশরা নর্মালি আম্রিকান পুলিশের মত গুলি চালাতে পারে না, টেজারের ব্যবহার করতে পারে না।

    http://www.dailymail.co.uk/news/article-2023874/London-riots-Cameron-o
    rders-16k-officers-regain-control-police-use-plastic-bullets.html

    name:Smail:country:

    IPAddress:90.200.14.201Date:10Aug2011 -- 12:38AM

    ক্ষোভ কি করে বলি? মানছি unemployment, benifitcut, 3timesuniversityfeeshike , বেশ বাজে অবস্থা। এটা এক্টা contributoryfactor হতে পারে, কিন্তু সাধারন লোকজন কে কেন লুট করবে ? সেদিন একজন communityleader বললেন কিছু youth যখন বাড়ীতে বসে TV তে দেখছে অন্য দের loot করতে আর তাদের কিছুই হছে না তখন তারাও আবার engaged হয়ে যাচ্ছে। universityfeeshike এর সময় ও protest হয়ে ছিলো, কিছু ভাঙ্গচুর ও, কিন্তু এভাবে লুট তো হয়নি। দশ এগারো বছরের বাচ্চারা ও আছে এরমধ্যে। তাদের কিসের ক্ষোভ? তাই ক্ষানিকটা মনে হয় justgangculture

    Name:driMail:Country:

    IPAddress:117.194.236.71Date:10Aug2011 -- 10:44PM

    বৃটিশ রায়ট: এক ব্ল্যাক অ্যাক্টিভিস্টের বক্তব্য

    http://www.youtube.com/watch?v=e5oEhOBmG9w

    Name:driMail:Country:

    IPAddress:117.194.236.71Date:10Aug2011 -- 10:56PM

    টুইটারে কেউ কেউ জানিয়েছে, রায়ট শুরু করতে তাদের পয়সা অফার করা হয়েছিল।

    http://theglobalawakening.wordpress.com/2011/08/10/jounalists-have-off
    ered-money-to-young-people-to-riot/

    Name:driMail:Country:

    IPAddress:117.194.236.71Date:11Aug2011 -- 12:02AM

    Policewereorderedto 'standandobserve' riotersastheylaidwastetoLondon'sstreetsinsteadofconfrontingthem, itwasclaimedtoday.

    http://www.dailymail.co.uk/news/article-2024412/London-riots-Police-so
    ft-looters-ordered-stand-observe.html
  • pi | 72.83.100.43 | ১১ আগস্ট ২০১১ ০৩:১৩481834
  • Name:suddhasatyaMail:Country:India

    IPAddress:117.194.224.91Date:11Aug2011 -- 01:11AM

    এলোমেলো ভাবনা:
    ক্যামেরুন এর স্পর্ধা দেখে অবাক হচ্ছিলাম। একটি রাজতান্ত্রিক দেশকে এরা চিরকাল গণতান্ত্রিক বলে গণতন্ত্রের পরিহাস করে এল। এখন যখন মানুষ সইছেন না ভন্ডামি শাস্তির ভয় দেখাচ্ছেন। ইতিহাস এদের আস্তাকুড়ে নিক্ষেপ করবেই করবে। এসব তারই লক্ষণ।
    http://www.youtube.com/watch ? v=WoFak7MRBJw

    মুখোসগুলো সব খুলে পড়ছে।আবোধহয় ওরাই শুধু ভাবে যে ওদের মুখোশটা এখনো আছে। নইলে চেম্বারলিন-চার্চিল কি অ্যাটলী, সবই তো এক গোয়ালের গরু!
    যে কোনো বিক্ষোভের ক্ষেত্রেই একটা সংগঠিত আরেকটা অসংগঠিত চেহারা থাকে। প্যারী কম্যুনের সময় কম্যুনের লোকদের বলতে হয়েছিল 'লুটবাজদের শাস্তি খতম'!এখানেও আছে। তবে বিক্ষোভটা ইরাক, আফঘানিস্তান দিয়ে দমানো গেল না এই যা। ভেবেছিল হয়ে যাবে। ওদের সামাজিক বেনিফিট সিস্টেমটাও তো আসলে চলে অনুন্নত দেশগুলোর থেকে নতুন অর্থনৈতিক ঔপনিবেশিক শোষণের মাধ্যমে। সেটায় টান পড়ছে, কারণ বড়লোকরা মুনাফা কমাতে রাজী না। ক্ষতি তাদের হয় না। কিন্তু মুনাফার ক্ষতিকে তারা ক্ষতি বলে দেখায়। এবারে এটা বৃটেনের ইতিহাসের খেলা। এই বিক্ষোভ খুব দূর অবধি দৌড়বেনা। কিন্তু দেখবেন এর ফল ফলবে ঐ সব কাট বন্ধ হবে। আমেরিকাতে বা ফ্রান্সেও ব্যাতিক্রম হবেনা খুব। এইটা দেখিয়েই অতি লোভীদের ওদের শাসকরা সামাল দেবে।আবলবে কিছু ছাড় না দিলে মাৎসন্যায় হবে। এ সব কিন্তু খেলার অঙ্গ। সুতো কিন্তু এখনো বিক্ষোভকারীদের হাতে নেই।আযা আছে তা হল অ্যানার্কি, আর সেটা কোনো পরিণত রাজনৈতিক অবস্থান না।
    তিনটে কাজ একসঙ্গে হচ্ছে। এক, ক্ষোভকে বের করে দিয়ে প্রেসার রিলিজ করতে সাহায্য করা। দুই, সেইটা দিয়ে অতি লোভী ধনীদের সামাল দেওয়া। তিন, এদের ঠেঙিয়ে আবার জনতাকে বুঝিয়ে দেওয়া যে বাড়াবাড়ি করলে বিপদ। আমেরিকার মতন দেশে এটা করা বিপদ, কালো প্রেসিডেন্ট। ফ্রান্স এত জঙ্গী, যে উস্কে দিয়ে সামলানো খুব মুশকিল। আর সারকোজী একেবারে ঘোষিত জাতি-বর্ণবিদ্বেষী। কাজেই ক্যামেরনের পালা।

    me:ranjanroyMail:Country:

    IPAddress:122.168.207.133Date:11Aug2011 -- 01:17AM

    শুদ্ধসঙ্কÄকে ক'।
  • pi | 72.83.100.43 | ১১ আগস্ট ২০১১ ০৩:২১481845
  • গুরুর ফেসবুকের গ্রুপ থেকে :

    #
    MoumitaGhosh যতদূর জানি, এই বিদ্রোহর সূত্রপাত ঘটে একজনকে পুলিশ গুলি করে মেরেছিল, তা থেকে। পরে স্বত:স্ফূর্ত রূপ ধারণ করে। আমাদের দেশে কত যে পুলিশের গুলিতে মরে, আমরা কেউ "উফ" পর্যন্ত করিনা।

    #
    SushantaKar পুলিশের গুলিতে ওরাও স্বত:স্ফুর্ত প্রতিবাদ করত না, এখন ধর্য্যের বাঁধ ভেঙ্গে গেছে। এখনো সব স্পষ্ট নয়। কিন্তু বোঝাই যাচ্ছে এটা শ্রেণি সংঘাত। ছোটলোকেরা বড়লোকেদের অট্টালিকা, দোকানে প্রাসাদে হামলা চালাচ্ছে। কিন্তু এর থেকে সংগঠিত প্রতিবাদ গড়ে উঠবার বদলে জাতি বিদ্বেষী মোড় না নেয়...। শুদ্ধসত্য বাবু, ঠিকই বলেছেন গণতন্ত্রের মুখোস খসে পড়ছে। আরো দেখুন:http://www.deccanchronicle​.com/channels/world/europe​/uk-riots-fightback-has-st​arted-says-cameron-855

    AbulKhayer ট্যাকে টান পড়েছে। বিগত এক দশক থেকেই পাশ্চাত্যের দেশগুলোয় প্রবৃদ্ধি ১-১.৫এর উপরে উঠছে না।

    SushantaKar: দুপুরে বিবিসি দেখবার চেষ্টা করেছিলাম। মিশরের বেলা যারতা দিনে রাতে দেখাচ্ছিল, নিজেদের বেলা তারা গুণ্ডাদের বিরুদ্ধে দুই এক সংলাপ বলেই সিরিয়াতে চলে যাচ্ছিল। ইস্রায়েলও ভালো করে বলছে না। কিছু একটা হচ্ছে। কেউ কেউতো বিপ্লবও বলছে:http://www.dailymail.co.uk​/debate/article-2023675/To​ttenham-riot-The-revolutio​n-televised-Tweeted.html

    AzadAbulKalam আলোচনাটা ছড়াক বিলাতের জ্বলে উঠা লেলিহান শিখার সাথে পাল্লা দিয়ে। তথাকথিত সভ্যতার স্বর্গরাজ্যের আধিপত্য দিয়ে যে সব কারণে ওরা আমাদের সারাজীবন অসভ্য বলে অমর্যাদা করেছে সেই অসভ্যতা আজ আগুন হয়ে জ্বলে উঠেছে ওদের পথ-ঘাটে, বাড়িতে, বাজারে, তা ম্যানুফ্যাকচারড হোক আর টেম্পারড হোক..চোখ রাখছি, এই আগুনও হয়তো নিভে যাবে কিন্তু এর উত্তাপটা ওদের মাটিকে কতটা বদলে দেয় তাই দেখার...

    SimantoShahjahan
    বিশিষ্ট গণতন্ত্র ও মানবতা আর সভ্যতা রপ্তানীকারক বৃটেনের সাম্প্র্রতিক প্রটেস্ট আর লুটতরাজের ব্যাপারে কেবল বৃটেনের শাসক গোষ্ঠীকে বলতে চাই কান্দাহার বা কাবুলে শান্তি রপ্তানীর চেয়ে নিজ দেশেই তা কাজে লাগান। মৃত সৈনিকদের লাইন আর লম্ব না করে, এতিম... আর বিধবাদের সংখ্যা না বাড়িয়ে নিজেদের দিকে মনযোগ দিন। নিজ জণগণের মেন্টালিটি আর চাহিদা গুলোর প্রতি নজর দিন। তাতে দুটো উপকার হবে, এক. বৃটেনে আমাদের প্রিয়জনরা শংকামুক্ত থাকবে, দুই. কাবুলে আর নতুন কবর খোড়াও বন্ধ হবে।
  • saa | 109.145.63.10 | ১১ আগস্ট ২০১১ ০৪:১৪481856
  • http://www.anandabazar.in/11bdesh2.html

    অনেকদিন পরে গুরুতে- আজ অনেক রাত। কাল লিখবো।
  • lcm | 128.48.44.141 | ১১ আগস্ট ২০১১ ০৪:৪৪481867
  • অনেকের মতে এ হল বিদ্রোহ, পুঞ্জীভূত ক্ষোভের বহি:প্রকাশ, ফ্রেঞ্চ রিভোলিউশনের সাথে তুলনা টানা হচ্ছে।

    কারো মতে বিদ্রোহ না ছাই, বৃটেনে অপেক্ষাকৃত গরীবরা বড়লোকদের দোকান ভেঙ্গে ঢুকে এলসিডি টিভি, ব্লু রে প্লেয়ার নিয়ে যাচ্ছে। ফাইট ফর হাই ডেফিনিশন লাইফ।

    কেউ বলছে পুরোটাই সাজানো, ছক কষা। দোকানের মালিকদের টাকা দেওয়া আছে, পুড়ে যাওয়া ঘরবাড়ির ইন্সিওরেন্সকে বলা আছে। ম্যানুফ্যাকচার্ড ক্যাওস।

    মধ্যবিত্ত খচে গেছে। পুলিশ, প্রশাসন-কে গাল দিছে, অপদার্থ বলছে। পুলিশ ঢাল হাতে ইঁট, পাথর ডজ করছে। আগুন নিভে গেলে দমকল আসছে।
  • Nina | 68.45.76.170 | ১১ আগস্ট ২০১১ ০৮:১১481878
  • সু, তোর আরও লেখার আশায় রইলাম----কেন যে মনুষে মানুষে এত বিদ্বেষ!
    তোর কলমে ঠিক কি হচ্ছে জানতে পারব।
  • saa | 109.145.63.10 | ১১ আগস্ট ২০১১ ১৬:১৭481889
  • কোথা দিয়ে শুরু করি সেটাই বুঝতে পারছিনা। প্রবলেমের গোড়ায় পৌঁছতে হলে দায়ী করতে হয় সমাজ ব্যবস্থা কে। ভাঙা সংসারকে। 'ভালোবাসা' শব্দটা হারিয়ে গেছে এখানকার সমাজ থেকে। তাই জেগে উঠছে ক্রিমিন্যাল বিহেভিয়ার- সেটা হয়তো সব মানুষেরই অল্প বিস্তর থাকে। কিন্তু ভালোবাসা দিয়ে তাকে ঢেকে রাখা যায়!
    তিনটি জিনিষ আলোচনায় আসা উচিৎ এই প্রসঙ্গে
    ১। ক্রিমিন্যল বিহেভিয়ার অথবা অপরাধ প্রবণতা
    ২। গ্যাং কালচার
    ৩। কনজার্ভেটিভ গভর্নমেন্ট এর পলিসি।
    অনেক কিছু বলার আছে এই নিয়ে! প্রথম দুটি আমার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স - পেশাগত সূত্রে- টিনেজারদের সাথে আমার দিনরাত কাটে- তাই ওদের খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা হয়েছে - দ্বিতীয়টিও তাই - লন্ডনের গ্যাং কালচার আজকের নয় রবার্ট ক্লাইভের জমানা থেকে চলে আসছে
    তৃতীয় পয়েন্টটি বিতর্কিত বিষয়।
    অনেক লেখার আছে এই সব নিয়ে- কিন্তু লোকজন কে বোর না করলেই হল :)
  • de | 59.163.30.4 | ১১ আগস্ট ২০১১ ১৬:১৮481900
  • লেখো সু-দি -- তোমার খোঁজ কচ্ছিলাম কদিন আগে! মন দিয়ে পড়বো!
  • saa | 109.145.63.10 | ১১ আগস্ট ২০১১ ১৬:৩৮481633
  • থ্যাংকু দেবু, আমরা ভালো আছি রে।

    ঘর ভাঙলে সমাজ ভাঙে , আর সমাজ ভাঙলে দেশ! আজকের বৃটেনে এখন শুধু ভাঙার খেলা। একের পর এক ঘর ভেঙেছে - মা বাবার ভূমিকায় দাঁড়িয়েছে সরকার! এর শুরুর দিকটা অবশ্যই ভালো। সরকারের এই ভূমিকা ক্রমে ক্রমে যেন বাবা মার দায়িঙ্কÄ লঘু করতে করতে এখন শূন্যে এসে দাঁড়িয়েছে। এখানের ভাষায় সেন্স অফ এনটাইটেলমেন্ট। অবশ্যই সরকারের দায় থাকবে কিন্তু তাই বলে তার কোনো লিমিট থাকবেনা এ কেমন করে হতে পারে?
    আমি শুধু ওয়ার্কিং ক্লাসের কথাই বলছি এখানে- - একটি গার্লস স্কুলে পড়াতাম কিছু বছর আগে - সেখানে দেখেছি বেশিরভাগ মেয়ে ১৫-১৬ বছর বয়সে - অর্থাৎ ফাইন্যাল ইয়ারে গিয়েই প্রেগন্যান্ট হয়ে যায়! ইচ্ছাকৃত ভাবে - বাই চয়েস! কারন সরকার থেকে তাকে একটা ফ্ল্যাট দেওয়া হবে, চাইল্ড বেনিফিট দেওয়া হবে, দেওয়া হবে আরো অনেক অনেক কিছু!
    বেশিরভাগ ক্ষেত্রেই ১৬ বছরের মেয়ে নিজে বাচ্ছার দেখভাল করতে পারেনা - সে মায়ের সাথেই থাকে- কিন্তু সেই বাড়িতে হয় বেআইনী কোনো কাজ কর্ম হয়, অথবা ভাড়া দেয় সাবলেট হিসেবে অথবা অন্য কিছু!
    কিন্তু এই জে এনটাইতেলমেন্ট! আমার ১৬ বছর বয়স , বচ্ছা করবো- সরকারী পয়সায় খাবো দাবো ঘুরবো- কিন্তু কোনো কাজ করবোনা পড়াশোনা করবোনা! এটাও তো একধরনের অপরাধ প্রবণতা! লেবার স্রকার এতোদিন তোল্লা দিয়ে এসেছে নিজেদের ভোটব্যাঙ্ক বাঁচানোর জন্যে! কিন্তু কনজার্ভেটিভ তাদের এখনো সেরকম কিছুই কাট করেনি কিন্তু এই মেসেজ টা দিয়েছে নিজেরটা নিজে দেখতে শেখো! অর কতো জন্ম ট্যাক্স পেয়ারের তাকায় মোচ্ছব করবে!
    দু:খ এই এরকম একতা ইউটোপিয়া যদি দিনের পর দিন চলতে পারে মন্দ হয়না- কিন্তু তার কোথাও একটা শেষ হতেই হয়! যেখানে সরকারের আদর দেওয়া বন্ধ সেখানে অপরাধ প্রবণতা মেটিরিয়ালাইজ করা শুরু!
  • S | 90.200.14.201 | ১১ আগস্ট ২০১১ ১৬:৫৯481644
  • true. য়ুরোপের মধ্যে ব্রিটেনে সবচেয়ে বেশী teenage pregnancy। তারপর different partner different বাচ্চা ।obviously lack of proper parenting. নাহোলে এগারো বারো বছরের বাচ্চার এতরাতে বাড়ীর বাইরে যায় কি করে? তারওপর এই বেনিফিট। struggle করতেই তো ভুলে গেছে। এখন তো কাট হলে হল্লা মাচাবেই। এই জন্যো এখানে যারা পড়াশুনো করে কিছু একটা করে আমার ভারী respect করতে ইছে করে তাদের।
  • de | 59.163.30.6 | ১১ আগস্ট ২০১১ ১৭:০৭481655
  • সু-দি, ভালো আছো জেনে ভালো লাগলো -- আরো লেখো, ভারতবর্ষে এখনো ভালো ছাত্রছাত্রীরা অনেকেই ব্রিটেনে পড়তে যেতে চায়, তাদের ড্রীম ওয়ার্ল্ডের যে এই দশা সেই ব্যাপারটা সামনে আসা খুব দরকার!
  • kiki | 59.93.213.191 | ১১ আগস্ট ২০১১ ১৭:৩৪481666
  • যাব্বাবা! সা আসলে সু, আর বিগেসকে লোকে সু বলে ভাবলো, আর ডাকলো, আর আমিও বিশ্বেস কল্লেম।তবে কি আমার কালেজবেলা পেরোলো না?মানে নিষ্পাপ ই রয়ে গেলাম।

    যাগ্গে সু,তোমায় দেখে দারুন লাগছে,ঠিক আছো জেনেও , আনন্দবাজারের লেখাটা ও পড়েছি। আর আরো পড়বো তোমার লেখা নানা বিষয়ে এই আশা নিয়ে রইলাম।বিশেষ করে টিনেজার দের নিয়ে, আরেকটা টিনে টেনে টুনে ঢুকেই পড়লো। চাপ আর কাকে বলে।:)
  • su | 109.145.63.10 | ১১ আগস্ট ২০১১ ১৭:৪৪481677
  • আচ্ছা তবে সু লিখি কেমন?
    চাপ নিওনা - এই সময়ে শুধু ওদের অনেক ভালোবাসা দরকার :) থ্যাংকু তোমাকে অনেক অনেক
  • aka | 168.26.215.13 | ১১ আগস্ট ২০১১ ১৮:২১481699
  • লেখা চলুক কিন্তু একটা কথা বলি শুধু, টীন এজ প্রেগনেন্সি সারা পৃথিবীর সমস্যা। পরিসংখ্যান মাথায় নেই, কিন্তু ইউএসএ তে টীন এজ প্রেগনেন্সি সব থেকে বেশি। এবং অধিকাংশ ক্ষেত্রেই এইসব সোশাল বেনিফিটসের কথা তারা আগে থেকে জানত না।

    "There was no evidence to suggest that women became pregnant to get council housing or social security benefits. Most of them had known little or nothing about housing policy or benefits before becoming pregnant and the little they had known was usually wrong" -

    http://www.psi.org.uk/news/pressrelease.asp?news_item_id=37
  • kiki | 59.93.213.191 | ১১ আগস্ট ২০১১ ১৮:২১481688
  • হাঁ, হাঁ, তাতেই সুবিধা, তবে এস টা ক্যাপিটালিয়ে দিও।আরেকটা কচিমতন সু ও আছে।
  • PT | 203.110.243.23 | ১১ আগস্ট ২০১১ ১৮:২৭481710
  • ব্রিটেনে সাম্প্রতিক দাঙ্গা প্রসঙ্গে এই teenage pregnancy -র তত্বটা বেশ interesting। ইউরোপের সব টিনেজাররাই কম-বেশী মুক্ত জীবন যাপন করে। তাহলে ব্রিটেনের এই সমস্যা কেন?

    The teenage pregnancy rate in Holland is only one-fifth as high as that of the UK – ......Its abortion rate per teenage head of the population is also one of the lowest in Europe.

    As Siebe Heutzepeter, headteacher of De Burght school in Amsterdam, puts it: "The English are embarrassed to talk about sex. They are too squeamish. Here adults and children are better educated. It would be unthinkable for a Dutch parent to withdraw their child from sex education...." He added: "There is no point in telling children just to say 'no' – this is a liberal country: you need to tell them why they are saying 'no' and when to say 'yes'.
    http://www.independent.co.uk/extras/big-question/the-big-question-why-are-teenage-pregnancy-rates-so-high-and-what-can-be-done-about-it-1623828.html

  • Sibu | 99.203.105.188 | ১১ আগস্ট ২০১১ ১৮:৩০481721
  • একটা সময়ে আমি ছাত্তর পড়াতাম। টীন এজ আনওয়েড মাদার (সাদা-কালো দুই-ই) দেখতাম। অবশ্যই খুব বেশী না, কেন না টিনএজ মা-দের পক্ষে ইউনিতে আসার চান্স খুব কম।

    তাদের সাথে কথা বলে আমার যেটা মনে হত যে পয়সার থেকেও বড় কারন হল,

    - বাড়ীর সমস্যা এড়ানোর জন্য একটি বয়ফ্রেন্ড (অনেক সময়েই অ্যাবিউসিভ)। মিশি্‌ট কথা, ফিজিক্যাল ইন্টিমেসী ইত্যাদি।

    - ইন্টিমেসির অভব বাচ্চা-কে দিয়ে মেটানো যাবে এই ভাবনা।

    - রোল মডেলের অভাব। কেরিয়ার তৈরী গরীবের মেয়ে আবার করবে কি?

    এটা অবিশ্যি ইউএসের কথা।
  • Su | 109.145.63.10 | ১১ আগস্ট ২০১১ ১৮:৩৯481732
  • সিস্টেম অ্যাবিউজ করার উদাহরণ হিসেবে এসেছে টিন এজ প্রেগন্যান্সীর কথা- আর কোনো দেশে কতোটা সুবিধে দেওয়া হয় আমি ঠিক জানিনা তবে এদেশে এটা একটা শর্টকাট! এখানে একটা ফ্ল্যাট বা বাড়ি কিনতে হলে বহু কাঠখড় পোড়াতে হয়- সেখানে ১৫, ১৬, ১৭ এই বয়সের একা একটা মেয়ে পড়াশোনার বালাই নেই , চাকরি খোঁজার ঝকমারি নেই- সরকারের ঘাড়ে সব চলবে- এটা আমার মনে হয় একটা অপরাধ প্রবণতা কিম্বা বলা যেতে পারে বেফালতু সুযোগ নেওয়া।
    আর মজার কথা হল এটা একটা সাইকল- টিনেজ মায়েদের মা ও টিনেজ মা ছিলো তার মা ও তাই! এভাবে একটা চক্রাকারে চলছিলো সিস্টেম টা- তবে লেবারের আমলে সেটা চুড়ান্ত আকার ধারণ করে।
    সব কিছু সরকার করবে আর না হলেই সব জ্বালিয়ে দেবো এই বুদ্ধিটা যুগিয়েছিলো লেবার এতোদিন ধরে সব কিছুকে ভর্তুকি দিয়ে- ভর্তুকি শুধু টাকা পয়সায় নয়- এডুকেশান সিস্টেম কে সহজ থেকে সহজ তর করে - ইনক্লুশান ইনক্লুশান - আওয়াজ তুলে! আইডিয়া ভালো কিন্তু অ্যাবিউজ ভালো না!
    একজন মোটা লোক মানে এখানকার সিরিয়াস ওবেজ লোক সরকার কে স্যু করে দিয়েছিলো কাউন্সিল নাকি ওকে বড়ো ঘর দেয়নি- বড়ো দরজা না থাকায় ও বাড়ির বাইরে বেরোতে পারেনি তাই এক্সারসাইজ করতে পারেনি তাই আরো মোটা হয়ে যাচ্ছে! এটাও এক ধরনের অপরাধ প্রবণতা! নিজের দোষ গভর্নমেন্টের ঘাড়ে দেবার চেষ্টা! নিজের কোনো দায়িঙ্কÄই নেই- শুধু পাওনা আছে- এই বোধ টা রায়টের অন্যতম প্রধান কারন
  • x | 193.200.150.152 | ১১ আগস্ট ২০১১ ১৮:৪৭481755
  • চেনা চেনা যুক্তি। এর পর immigrant/asylum seeker দের ঘাড়ে চাপিয়ে দিলেই গোল্লাটা পুরো হয়।

    Darcus Howe-এর ঘটনাটা দেখেছেন কেউ?
  • aka | 168.26.215.13 | ১১ আগস্ট ২০১১ ১৮:৪৭481744
  • এই খবরটি বলছে ইউকে তে টীন এজ প্রেগনেন্সির রেট কমেছে।

    http://news.bbc.co.uk/2/hi/uk_news/education/8531227.stm
    আর এটা ১৯৯৮ এর স্টাডি ইউকেতেই।

    "There was no evidence to suggest that women became pregnant to get council housing or social security benefits. Most of them had known little or nothing about housing policy or benefits before becoming pregnant and the little they had known was usually wrong"

    http://www.psi.org.uk/news/pressrelease.asp?news_item_id=37

    এমিওয়ে এটা হয়ত মূল লেখার কিয়দংশ, তবে রায়টের প্রথমেই এটা এল তো, পড়ে মনে হচ্ছে এটা খুব বড় কারণ। তাই লিখলাম।

  • PT | 203.110.243.23 | ১১ আগস্ট ২০১১ ১৯:০২481777
  • ""থ্যাচার দ্য মিল্ক স্ন্যাচার"" এর অর্থনীতির পথ ধরে সরকারের দায়িত্ব ঝেড়ে ফেলার যে প্রথা চালু হয়েছিল, টনি BLiar -এর নিউ লেবারের ধাপ্পাবাজ সরকারের হাত ধরে নতুন কন্সারভেটিভ সরকারের আমলে তার বৃত্ত সম্পুর্ণ হয়েছে। টিনেজ প্রেগনান্সির তত্বের ফিগ লিফ দিয়ে সেই লজ্জা ঢাকা যাবে নাকি? কালকের তারানন্দের আলোচনাতে নতুন তৃণমুলী বুদ্ধিজীবি দীপঙ্কর দে এইরকম লাইনেই লন্ডণের সমস্যার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছিলেন।
  • dukhe | 122.160.114.85 | ১১ আগস্ট ২০১১ ১৯:১০481788
  • ল্লে: - এখানেও তিনোমুল এসে হাজির !
  • Su | 109.145.63.10 | ১১ আগস্ট ২০১১ ১৯:১৯481799
  • এই রায়টের মূল কারন কিন্তু ডিপ্রাইভেশান হতে পারেনা। গ্যাং কালচার একটা অন্যতম কারণ। স্কুল পড়ুয়ারা গ্যাং এ জয়েন করে কিছুটা নভেলটির কারন, কিছুটা নিজেকে মাচো প্রতিপন্ন করা , কিছুটা থাকে 'ফিট ইন' করানোর জন্যে - বন্ধুরা করছে অতয়েব আমিও করি- এদের কোনো ক্ষোভ নেই, কোনো প্ল্যান নেই, কোনো দিশা নেই! এরা খুব তাৎক্ষণিক স্টিমুলি তে চলে। এদের সবার হাতে ব্ল্যাকবেরি তাতে সব সময় একটা আপাত বিজি নেট ওয়ার্কিং চলচে। কে কতোটা মাগিং করেছে, কে কতোটা খারাপ কাজ করেছে তাই নিয়ে গ্লোরিফাই করা চলে- চলতে থাকে। ইনার লন্ডনের বহু স্কুলে ছুটির পর দুই গ্যাং এর মধ্যে, দুই স্কুলের মধ্যে , ছেলে মেয়ের মধ্যে এমন মরামারি হয় তার জন্যে রেগুলার পুলিশ মোতায়েন করা থাকে। আর সেই সব টিনেজার পুলিশের সাথে এমন ব্যবহার করে সেটা না দেখলে বিশ্বাস করার নয়। তাদের কোনো মতে স্কুলের সামনের বাসস্টপ থেকে তাড়িয়ে দেওয়া টাই পুলিশের কাজ! পুলিশকে তারা বিন্দুমাত্র ভয় পায়না! ভয় পায়না কারোকেই - মা আছে মাকে তুড়ি মেরে উড়িয়ে দেয়, কখোনো মা নিজেও এরকম ই - বাবা অধিকাংশ ক্ষেত্রেই নেই - তাই নেই কোনো রোল মডেল! আর থাকলেও তোয়াক্কা নেই- তার কাছে প্লে স্টেশান, ভায়োলেন্ট ভিডিও গেমস বা দোকানে লুটপাট করার মধ্যে অনেক বেশি সেন্স অফ অ্যাচিভমেন্ট আছে!
    কেনো? এই প্রশ্নের উত্তর দিতে হবে বাপ মা কেই - এটা আপাতত সাধারন মানুষের বক্তব্য।
  • PT | 203.110.243.23 | ১১ আগস্ট ২০১১ ১৯:২০481810
  • আমি আনিনি। দীপঙ্কর দে এনেছিলেন - লন্ডণের পুলিশ (কত ভাল!) আর প:বঙ্গের আগের সরকারের পুলিশের (কত খারাপ!) সঙ্গে তুলনা করে। তাতে তাঁর ঐ জাতীয় সামাজিক ব্যাখ্যার কারণ পরিষ্কার হল।

    সব বিষয়ে আগে ফুট না কেটে অরিজিনাল প্রোগ্রাম গুলো দেখে ফুট কাটলে ভাল হয়।
  • pi | 72.83.100.43 | ১১ আগস্ট ২০১১ ১৯:২৩481821
  • টিনেজ মা, বাবা নেই, এরকম সন্তানেরা এত affluent হয় ?
  • PT | 203.110.243.23 | ১১ আগস্ট ২০১১ ১৯:২৪481832
  • থ্যাচার একটা তত্বের অবতারণা করেছিলেন: ফ্যামিলি আর তার পরেই কাϾট্র - মানে সোসাইটি বলে কিছু বা তার কোন কϾট্রবিউশন নেই। এখন সেটা আবার কাজে লাগবে।
  • pi | 72.83.100.43 | ১১ আগস্ট ২০১১ ১৯:৩১481833
  • সুচেতনাদি, এটা নিয়ে কী বক্তব্য ?

    DARCUS HOWE: There is a mass insurrection. And I’m not talking about rioting; I’m talking about an insurrection that comes from the depths of society, from the consciousness, collectively, of the young blacks and whites, but overwhelmingly black, as a result of the consistent stopping and searching young blacks without cause. They changed the law. Before, you had to provide evidence that you were looking at this character, doing this and bouncing ladies and pushing his hand in a handbag, before they stop and search you. They moved that clean out and replaced it with anti-terror legislation, that you could stop and search anybody, anytime, anywhere. And my grandson is 14 years old, and I asked him, I said, "Nathan, how many times have you been stopped and searched?" He said, "Papa, I can’t count, it’s so many." And that anger has been simmering beneath the surface, because when you have hundreds of thousands of young people acting simultaneously, the issue has to be simultaneously experienced. And so, when Mark Duggan was executed, they all had empathy with it and issues in their minds about what life is and what it is not.

    ......
  • pi | 72.83.100.43 | ১১ আগস্ট ২০১১ ১৯:৩২481835
  • বা , এটা ?

    Secondly, they’re very poor now. I have never known young people to be poor as they are now, in the midst of an avalanche of advertisements and celebrity, with the latest sneakers and top, and bouncing around with their little hats on their head. And they cannot get the money to buy it, so they rip off the front of the stores and steal it.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন