এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • লণ্ডন: রয়ট বিক্ষোভ বিদ্রোহ নকি ম্যনুফ্যাকচরড প্রতিবাদ ?

    pi
    অন্যান্য | ১১ আগস্ট ২০১১ | ৯০২১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ppn | 112.133.206.22 | ১২ আগস্ট ২০১১ ০৯:২২481902
  • কেন্টের যেখানে থাকতাম সেখানে সাদারা ছিল সংখ্যাগরিষ্ঠ। মোটামুটি পর্যটনকেন্দ্র হওয়ায় ভেতরের দারিদ্র তেমন চোখে পড়ত না। তবু অফিস থেকে বা বেড়িয়ে রাতের ট্রেনে ফেরার সময় এই সাদা ছেলেমেয়েদের উৎপাত ভালোই টের পেয়েছি।
  • Sibu | 68.29.240.128 | ১২ আগস্ট ২০১১ ০৯:২৩481904
  • পীটি কি দিদি স্পনসরড দাঙ্গার কথা কইলেন? সেই যাতে কংশালেরা গিয়ে মঞ্চে বসেছিল? তাইলে ক।
  • aka | 24.42.203.194 | ১২ আগস্ট ২০১১ ০৯:২৩481903
  • বোঝো! দ্রি আবার এমন কথা কবে বলল? আজকাল কেমন জানি হয়ে গেছি কিসুই বুইতে পারি না।
  • siki | 123.242.248.130 | ১২ আগস্ট ২০১১ ০৯:২৪481905
  • আবাপ থেকে:

    অভিযুক্ত লরা জনসনের কথাই ধরা যাক। দুই বন্ধুর সঙ্গে শাল্টর্ন কারিজ সুপারস্টোর থেকে পাঁচ হাজার পাউন্ডের বৈদ্যুতিন সরঞ্জাম লুঠের অভিযোগে হাইবেরির ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয়েছিল তাকে। ১৯ বছরের এই তরুণীর বাবা কোটিপতি ব্যবসায়ী এবং একটি সংস্থার অধিকর্তা। কেন্টের অরপিংটনে অভিজাত খামারবাড়িতে বাস তাঁদের। এক্সটারে ইংরেজি এবং ইতালীয় সাহিত্য নিয়ে পড়াশোনা করছে লরা। এর আগে দেশের অন্যতম ভাল স্কুল "সেন্ট অলেব্‌হ্‌স গ্রামার'-এ পড়েছে। "এ' গ্রেড পেয়েছে বরাবর। তার বাবা-মাও ছিলেন আদালত। শর্তসাপেক্ষে লরাকে জামিন দিয়েছে আদালত। সন্ধে সাতটা থেকে ভোর ছ'টা বাড়ির বাইরে যেতে পারবে না সে। ২১ সেপ্টেম্বর ফের হাজিরা। লরার দুই সঙ্গী অবশ্য জামিন পায়নি। এক জন ক্রাইস্ট দ্য কিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

    ... এতটা পচে গেছিল ভেতর থেকে একটা সো-কলড সভ্য উন্নত সমাজ?
  • Sibu | 68.29.240.128 | ১২ আগস্ট ২০১১ ০৯:২৫481906
  • @aka। দ্রি-র লেখা দেখে মনে হয়েছিল উনি এই দাঙ্গাকে গভ: স্পনসরড কইছেন। বুড়ো মানুষ, ভুল বুঝে থাকতেই পারি।
  • kallol | 220.226.209.2 | ১২ আগস্ট ২০১১ ১১:১৭481907
  • একটা জিনিস খুব পরিষ্কার, উপনিবেশ বা প্রাক্তন উপনিবেশের মাথায় কাঁঠাল ভেঙ্গে আর চলছে না। ধণতান্ত্রিক সমাজের দেউলেপনা প্রকাশ হয়ে পড়ছে এরকম নগ্নভাবে। যে সমাজ সব কিছুকেই টাকায় মাপতে শেখায়, যেখানে স্বার্থপরতা গুণ বলে বিবেচিত হয়, যেখানে শ্রেণী বৈষম্যের সাথে মিশে যায় বর্ণ-জাতি-ধর্ম বিদ্বেষ সেখানে এই দাঙ্গা হওয়ারই ছিলো। লুট যারা করছে তারা অভাব নয় স্বভাব থেকে করছে।
    একটাই কথা বলার আছে, আমাদের দেশে মূল রাস্তায় চলা দলগুলি শিল্পায়ন শিল্পায়ন করে যে হৈহৈ করে, তাদের কি কিছু শেখার আছে? দেশ শিল্পোন্নত হলেই (যেমন বৃটেন) সব সমস্যার সমাধান হয় না। বরং সমস্যা এতো জটিল হয়ে যায়, যে শেষ পর্যন্ত তা হাতের বাইরে চলে যায়।
    এই দাঙ্গা হয়তো আর কিছু দিনের মধ্যে মিটে যাবে। কিন্তু এই সব দাঙ্গাগুলি দেখিয়েই মানবাধিকার হরণ শুরু হবে। শুনলাম সৌরভ গাঙ্গুলী নাকি বলেছে, আমাদের পুলিশ হলে কবে এদের পেঁদিয়ে লাট করে দিতো - জাতীয় কিছু।
  • x | 193.200.150.137 | ১২ আগস্ট ২০১১ ১৪:১৯481908
  • আনফরচুনেটলি, সুচেতনার লেখাটা মোটামুটি দক্ষিণপন্থী রেসিস্ট প্রোপাগাণ্ডার সাথে এক আসনে বসানো যায়। পুরো ঘটনাটাকে ইতিহাস এবং সমাজ থেকে বিচ্ছিন্ন করে একমুখী করে দেখার "পুওর অ্যাটেম্পট"।

    Darcus Howe-র কথাগুলোর দিকে একটু নজর দিলে পারতেন, বা টাইম্‌স ছাড়া অন্য মিডিয়াগুলোর দিকে - কাউন্টারকারেন্টস, কাউন্টারপাণ্‌চ?

    কিছুদিন আগে একটা রেসিস্ট মন্তব্য নিয়ে ওরকম বাওয়াল হল - আর এরকম জেনারেলাইজড রেসিস্ট কথাগুলো নিয়ে সেরকম গা নেই?
  • x | 193.200.150.152 | ১২ আগস্ট ২০১১ ১৪:২১481909
  • বরং dri-র ঐ মিডিয়া কিভাবে এই angle-টা বেচতে চাইছে সেটা অনেক ঠিক লাগলো।
  • abastab | 61.95.189.252 | ১২ আগস্ট ২০১১ ১৪:৪২481910
  • একটি প্রকট হয়ত অন্যটি প্রচ্ছন্ন
  • de | 203.197.30.2 | ১২ আগস্ট ২০১১ ১৪:৫০481634
  • একটা আলোচনায় সবার মতামতটাই থাক না -- পসন্দ আপনা আপনা!
    এখান থেকে সাজেশনস নিয়ে কি ব্রিটিশ গভর্নমেন্ট কিছু ডিসাইড করবে? :))
  • x | 193.200.150.152 | ১২ আগস্ট ২০১১ ১৪:৫৭481635
  • না তাও থাকবেই, তবে ঝড়ের তেজ কিসের ওপর নির্ভর করে সেটা ভাবছিলাম আর কি।
  • x | 193.200.150.82 | ১২ আগস্ট ২০১১ ১৪:৫৮481636
  • সরি - "তাতো"
  • aka | 24.42.203.194 | ১২ আগস্ট ২০১১ ১৬:০৮481637
  • ইংরেজরা বরাবরই একটু গ্যাং কালচারে বিশ্বাসী, ফুটবল খেলা হলে ইংরেজ গুণ্ডাদের সামলানোর জন্য আলাদা স্ট্র্যাটেজি থাকে।

    saa যা লিখেছেন ইংলণ্ডের ক্যামেরনও তাই বলেছে, আবপতে দেখলাম, ঘর সামলান, কড়া শাসনে রাখলে সব ঠিক ঠাক থাকবে।
  • dd | 124.247.203.12 | ১২ আগস্ট ২০১১ ১৬:৪১481638
  • বোধয় ১৯৬৮।
    তখন সাম্রাজ্যবাদ পাড়া কাঁপাচ্ছে,ডলার আর পৌন্ড ছাড়া ভুবন অন্ধকার।

    সে সময়ে ন্যু ইয়োর্ক সিটিতে এগারো ঘন্টা আলো ছিলো না, হঠাৎ করে। আর অল্প সময়ের মধ্যেই শুরু হয়ে গেলো একটানা লুঠ তরাজ। প্রথমে কালো অঞ্চলে তারপর অন্য যায়গায়। লুঠেরাদের সকলেই গরীব মানুষ নয়। চ্যাংড়া ছোরাও নয়। গুলি ও চলেছিলো। আগুন জ্বলছিলো শহরের অনেক যায়গায়।

    সুধু ইকনোমিক্স দিয়ে বোধয় এই গ্যাংবাজি আর লুঠের ব্যাখ্যা সম্ভব নয়।

    গোটা তিনেক উৎকৃষ্ট থিওরী আছে(আমার), আপনেদের আলোকিত করবো 'খনে কোনো শুভদিনে।
  • siki | 123.242.248.130 | ১২ আগস্ট ২০১১ ১৬:৪৪481639
  • আম্রিগার এই কেসটা বোধ হয় এখনও আছে, পোস্ট নাইন ইলেভেন শুনেছিলাম, কোন একটা শপিং মলে লাইট চলে গেছিল, লোকে প্যানিক্‌ড হয়ে গিয়ে ভেবেছিল আবার টেররিস্ট অ্যাটাক হয়েছে।

    ওরা লোডশেডিং দ্যাখে নি।
  • dd | 124.247.203.12 | ১২ আগস্ট ২০১১ ১৬:৫২481640
  • কি মনে হোলো গুগুল কাকুরে জিগালাম। তিনি তো হেসেই খুন। কইলেন আরে আরে ওটা ১৯৬৮ নয় রে ভাইটু, তখন তো সারা আম্রিগা জুড়ে রেস রায়ট হোলো আর ঐ লোডশিডিং লুঠ হোলো ১৯৭৭এ।

    কেন্দ্রগতং নির্বিশেষম। সবই এক।
  • ppn | 204.138.240.254 | ১২ আগস্ট ২০১১ ১৬:৫৩481641
  • ডিডিদা, এই সিনিমাটা দেখেসেন?

    http://www.imdb.com/title/tt0162677/
  • aka | 168.26.215.13 | ১২ আগস্ট ২০১১ ১৮:৪২481642
  • ডিডিদা, আজ শুক্কুরবার আজই করে ফেলেন। শুভ কাজে দেরি করতে নেই।
  • kd | 59.93.247.87 | ১২ আগস্ট ২০১১ ১৯:০৯481643
  • '৬৮তে রায়ট হয়েছিলো ড: কিং জুনিয়রের খুন হওয়ার পর, এপ্রিল মাসে।
    '৭৭ সালে নিউইয়র্ক শহরে ব্ল্যাকআউটে হেবি রায়ট লুটপাট হয়েছিলো তবে বেশীর ভাগই 120th St. এর উত্তরে (মানে টিভিতে যা দেখিয়েছিলো আর কি)। আর একটা হয়েছিলো ২০০৩ না ২০০৪এ - তখন আমি এদেশে - বৌএর কাছে শুনেছি - তবে আমাদের এরিয়ায় পাওয়ার ছিলো।
    আমার যাওয়ার আগে ১৯৬৫তে একটা বড় ব্ল্যাকআউট হয়েছিলো। এই নিয়ে একটা মজার সিনেমা দেখেছি - Where were you when the lights went out? রিলেটেড খবর - '৬৬ সালের আগস্ট মাসে নাকি বেবি বুম।
  • nk | 151.141.84.194 | ১২ আগস্ট ২০১১ ২২:১৫481645
  • আমি এদিকে থিওরিটা শুনবো বলে অপেক্ষা করছি।
  • ranjan roy | 122.168.174.197 | ১২ আগস্ট ২০১১ ২৩:১০481646
  • সুচেতনার রিপোর্ট ও সে নিয়ে কিছু মন্তব্য নিয়ে আমার দু'পয়সা:

    উনি অকুস্থলে আছেন, আমরা নেই। উনি ওনার দেখা কিছু টুকরো ছবি ও অনুভবের কোলাজ আমাদের দিয়েছেন। ওনার নিজস্ব বোধবুদ্ধি মত কারণ
    অনুসন্ধান করেছেন। তাতে অনেকে, এবং আমি নিজে নিজেদের নিজস্ব লালিত বিশ্বাসের ভূমিতে দাঁড়িয়ে অস্বস্তি বোধ করছি। বিশেষ করে ক্যামেরনের বক্তব্যের সাথে কোন কোন কমেন্ট মিলে যাওয়ায়।
    আমার কথা হল: এমন জটিল সিন্ড্রোম নিয়ে একমাত্রিক লিনিয়ার কারণ
    অনুসন্ধান ঠিক নয়। অবশ্যই সু'এর অনুসিদ্ধান্তগুলোকে অন্য অভিজ্ঞতার আলোকে মিলিয়ে দেখার প্রয়োজন আছে।
    কিন্তু সু'কে আপ-টূ-ডেট রিপোর্ট পাঠাতে উৎসাহ দেয়া হোক, সঙ্গে থাকুক অন্যসুরের প্রতিবেদন/ বিশ্লেষণ।
    কেমন মনে হচ্ছে অন্য সুর শুনে সুচেতনা লিখতে আর উৎসাহ পাচ্ছেন না। অবশ্য আমার বোঝার ভুল হতে পারে।
  • aka | 168.26.215.13 | ১২ আগস্ট ২০১১ ২৩:২১481647
  • রঞ্জন দা হয়ত আমার বোঝার ভুল হচ্ছে। পাব্লিক ডোমেনে লিখলে সমালোচনার জন্য প্রস্তুত থাকতে হবে। সে আমি, আপনি বা অন্য যেই হোন অবশ্যই বেসিক শালীনতা বজায় রেখে। আমার আপত্তি থাকলে জানাব, সাপোর্ট করার হলে করব। কিন্তু অন্য সুর হলে লেখা হচ্ছে না বলে অন্য সুরই থাকবে না তাতে নীতিগত ভাবে তীব্র আপত্তি।
  • pi | 128.231.22.133 | ১২ আগস্ট ২০১১ ২৩:৩৫481648
  • ক।
    আপত্তি তোলা নিয়ে আপত্তি থাকলে তাতেও আপত্তি আছে।
    যেমন যা মনে হয়, তা নিয়ে লেখা অবশ্যই আসুক, তা নিয়ে অন্যদের যা মনে হবে সেসুলোও আসুক।
  • nk | 151.141.84.194 | ১২ আগস্ট ২০১১ ২৩:৩৮481649
  • আমিং :ঁ দিলাম। :-)
  • dri | 117.194.225.88 | ১২ আগস্ট ২০১১ ২৩:৫৪481650
  • কনসেন্সাস বিল্ডিং এর সময় অনেক সময়ই দেখা যায় টিভি ভিউয়ার এবং টিভি অ্যাঙ্কারের বক্তব্য মিলে যায়। ওপিনিয়ান ফর্মেশানের একটা ফীডব্যাক লুপ আছে। ৯১১ এর পর যেমন আম্রিকায় সবাইকেই বলতে শোনা যেত, উই মাস্ট গিভ আপ সাম অফ আওয়ার সিভিল লিবার্টি টু এনশিওর আওয়ার সিকিউরিটি। কিংবা ইরাক ওয়ারের সময় সকলেই বলত, উই সাপোর্ট আওয়ার ট্রুপ্‌স। এটা খুব কমন।

    সুচেতনার স্কুলে সিঙ্গল মাদার এবং ওয়েস্ট ইন্ডিয়ান ব্ল্যাকদের কিছু সমস্যা আছে। এই নিয়ে আমার বলার কিছু নেই। ওনার প্রত্যক্ষ অভিজ্ঞতা। সত্যি হতেই পারে। আমি প্রাইমা ফেসি বিশ্বাসই করব। যদি বলেন এটা সারা ইউকেতে সমস্যা, আমি স্ট্যাটস দেখতে চাইব। কিন্তু যদি বলেন এইটেই হল এই রায়টের কারণ, আমি এভিডেন্স দেখতে চাইব। ইন্টারনেটে যত ফুটেজ দেখছি বড়, ছোট, সাদা, কালো, ছেলে, মেয়ে সব্বাই মিলে মিশে লুটিং করল, আর দোষ হয়ে গেল শুধু ওয়েস্ট ইন্ডিয়ান ব্ল্যাক আর সিঙ্গল মাদারদের?

    কিন্তু এটা ফীল করছি বৃটিশ প্রেসে এখন ইয়ং জেনারেশানকে ক্রিমিনালাইজ করার একটা চেষ্টা চলছে ভীষণভাবেই। এই মুহুর্তে এই ইয়ং জেনারেশান নানা ভাবে খুব চাপে। ইউকেতে পড়ার খরচ ভীষণ বেড়ে গেছে। চারগুণ হয়ে গেছে। অথচ যারা গ্র্যাজুয়েশান করে বেরোচ্ছে তারা সবাই চাকরী পাচ্ছে না। আম্রিকায় এখন গ্র্যাজুয়েশানের পর প্রতি ৪ জনে ১ জন বেকার থাকছে। ইউকে তেও মনে হয় এই স্ট্যাটটা খুব আলাদা হবে না। এরকম সিচুয়েশানে ইয়ং জেনারেশান খুবই চাপে। কারণ যারা গ্র্যাজুয়েট করতে ঢুকছে তারা বুঝতে পারছে না এত লোন নিয়ে তার রিটার্নস পাওয়া যাবে কিনা। অথরিটি এদের থেকে একটা ব্যাকল্যাশ এক্সপেক্টই করছে। সেইজন্যই এই ধরণের ডিসক্রেডিটিং ক্যাপপেন এত ইউজফুল। এরপর যাতে কোন জেনুইন প্রোটেস্টের আর কোন জায়গা না থাকে।
  • Sibu | 66.102.14.1 | ১২ আগস্ট ২০১১ ২৩:৫৭481651
  • দ্রি-কে ক্ক।
  • Nina | 12.149.39.84 | ১২ আগস্ট ২০১১ ২৩:৫৮481652
  • আমি কাউক্ষে ক্ক দিচ্ছিনা !
    কথায় বলে আঁখো দেখা হাল--কোন চ্যানেল আগে শুনিয়ে দেবে বলে ক্কি মারামারি ই না করে --তা এখানে আমি শুধু শুনছি --এক্ষ্‌জক্টলি কি ঘটছে --কতটা ঘটছে ---আর সুচের লেখা দেখছি না বলে শুধু চিন্তা করছি--সব ঠিক আছে তো--আরও ক্রয়ডনে গোলমাল বাড়ল না তো?
  • Nina | 12.149.39.84 | ১৩ আগস্ট ২০১১ ০০:০০481653
  • দ্রি কে ক!
  • dri | 117.194.225.88 | ১৩ আগস্ট ২০১১ ০০:০৯481654
  • স্পীকিং অফ লুটিং, এটার কোন তুলনা হয় না।

    http://www.telegraph.co.uk/finance/personalfinance/insurance/8690876/UK-riots-insurers-will-pay-claims-then-recover-money-from-the-police.html

    এই আর্সনে যত ড্যামেজ হয়েছে তার ক্ষতিপূরণ ইন্সুরেন্স কোম্পানীরা দেবে না। সেই বিল পে করতে হবে পুলিশ ডিপার্টমেন্টকে! কেন? কারণ হিসেবে ১৮৮৬ সালের একটি অ্যাক্টের শরণাপন্ন হয়েছে তারা।

    পুলিশ ডিপার্টমেন্টকে পে করতে হবে মানে কী? মানে হল, ঘুরিয়ে ট্যাক্স পেয়ারকেই পে করতে হবে এই বিল।

    কোন মোটিভ পাওয়া যাচ্ছে কী?

    তবে এই ব্যবস্থাটা আমার বেশ লেগেছে। মাসে মাসে প্রিমিয়াম নিয়ে যাও, আর পয়সা দেওয়ার বেলায় ১৮৮৬ সালের আইন দেখাও। এই রকম একটা ব্যাবসা আমিও করতে চাই।

    একবার চোখ বন্ধ করে ভাবা দরকার লুটিং কাকে বলে।

    তবে ২০০৮ এর পর সবই চোখ সয়ে গেছে। সব লস ট্যাক্সপেয়ারের ঘাড়ে চাপিয়ে দেওয়া, সেও এক রেভেলেশান।
  • pi | 128.231.22.133 | ১৩ আগস্ট ২০১১ ০০:১৩481656
  • দ্রি র বক্তব্যে ক দিয়ে সাথে এইটা জুড়তে চাই।
    জ্যামাইকানরা যদি কোন এক জায়গার ক্রাইমেও বেশি যুক্ত হয়ে থাকেন, সেখানেও কি দারিদ্র্যের ইস্যু নেই ? কাল তেহেলকার লেখাটা ঐ জন্যই দিলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন