এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • লণ্ডন: রয়ট বিক্ষোভ বিদ্রোহ নকি ম্যনুফ্যাকচরড প্রতিবাদ ?

    pi
    অন্যান্য | ১১ আগস্ট ২০১১ | ৯০১৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • nyara | 122.172.172.183 | ১৬ আগস্ট ২০১১ ২২:৪৬481757
  • বিহভিয়েরাল অ্যা®¾থ্রাপলজি বলে না যে মানুষের ক্ষেত্রে, একমাত্র মানুষের ক্ষেত্রেই বড় হওয়ার জন্যে বাবাকে প্রয়োজন - অন্য কোন স্পিশিসের যেটা দরকার হয় না? তার কারণ মানুষের - অন্য স্পিশিসের কথা ছেড়েই দিলাম, অন্যান্য এপের তুলনাও - শৈশব দীর্ঘতম।
  • pi | 72.83.74.17 | ১৬ আগস্ট ২০১১ ২২:৫৮481758
  • হ্যাঁ, রিমিদি। মারাত্মক চাপ থাকে। একটা মেয়ের কথা বলি। বাচ্চাকাচ্চা দিব্যো ভালোবাসে সে , কিন্তু নিজের সন্তান ধারণের তাগিদ অনুভব করে নি। সে বা তার স্বামী, কেউই না। নিজেদের কাজকর্ম নিয়ে ব্যস্ততা আছে, স্যাটিসফ্যাকশন আছে, তাই নিয়ে যথেষ্ট পরিপূর্ণতা আছে, অনেক কিছু করার পরিকল্পনা আছে। মোট কথা যাই থাক না ক্যানো ( বা যাই না থাক), সন্তান এনে ভরাট করার মত কোন শূন্যতা বোধ নেই। নিজেদের জিন বহনের একটা মাধ্যম তৈরি কি নিজেদের অপূর্ণ স্বপ্ন সাকার করার কল বানানোতেও উৎসাহ নেই। ( যাদের আছে, সেটা নিয়েও তাদের তাচ্ছিল্য, আপত্তি নেই )

    সেটা কিন্তু আছে তার মা , বাবা, শ্বশুর , শাশুড়ি সহ সকল আত্মীয়স্বজনেরই। তাঁদের চাহিদাটা শুধু ঠিক শূন্যতাবোধ প্রসূত এমন ও না। ঘরে আরো নাতি নাতনী বাচ্চা কাচ্চা আছে, একাকীত্ব বোধ নেই,কাজের অভাব ও তেমন নেই।
    বাকি আত্মীয়স্বজনদের তো নেই ই ।
    তাঁদের সবার দাবী, সন্তান হতে হবে, কারণ সেটা 'নিয়ম'।
    প্রকৃতির নিয়ম।
    সংসারের নিয়ম।
    সমাজের নিয়ম।

    না, তার ও আগে একটা স্টেপ থাকে, ঐ সম্পূর্ণতা , জীবনের সার্থকতা ইত্যাদি।

    'নিয়ম' এর যুক্তি খণ্ডন করলে নিয়ে আসেন 'দায়িত্ব-কর্তব্য' এর কথা। বাবা মা কে নাতি নাতনী দেওয়াটা সন্তানের আবশ্যিক দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে।
    সেটা দিয়েও না হলে অমোঘ অস্ত্র অ্যাপ্লাই। ইমোশনাল ব্ল্যাকমেইল। এর জন্য তাঁদের মানসিক বিষদ থেকে শারীরিক অসুস্থতা তৈরি হচ্ছে। অর্থাৎ একরকম করে মা বাবার শারীরিক অসুস্থতার জন্য সন্তান দায়ী।
    এছাড়া পারিবারিক, সামাজিক কর্তব্য না পালন করার অভিযোগ তো আছেই। পাড়া প্রতিবেশী আত্মীয় বন্ধু কী বলবে। এবং, পাড়া প্রতিবেশী আত্মীয় বন্ধু বান্ধব ও সবাই এক ই কথা ই বলে। এক ই পরামর্শ। না বল্লে এক ই রকম ছিছিক্কার। একি অনসৃষ্টি কাণ্ড টাইপ।
    এবং , একটু মাইল্ড ভবে যাঁরা বলেন , তাঁদের ঐ যুক্তি, এর জন্য সারা জীবন আফশোষ করতে হবে ইত্যাদি।

    মজা হল, এর সিংহভাগই কিন্তু সেই মেয়েটিকে শুনতে হয়।

    দিবারাত্র এই শুনতে শুনতে সেই মেয়েটি যখন স্বাভাবিক ভাবেই এটাকে 'স্বাভাবিক' বলে ভাবনায় ঢুকে যেতে থাকে, তখন সেটাকে বায়োলজিক্যাল বলে নাকি সহজাত ?
  • Nina | 12.149.39.84 | ১৬ আগস্ট ২০১১ ২৩:০৪481759
  • আরে ফের তো সেই ---
    মিঁয়া বিবি রাজি
    তো ক্যা করেগা কাজী

    দুটো কান আছে--এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিক সেই মেয়ে ও তার স্বামী---তাদের জীবন তাদের ইচ্ছেমতন চলবে---বাকি শুভানুধ্যায়িরাও শুভ চিন্তা করে যাবেন বলে যাবেন---তাঁরাও ভাল চাইছেন--চান না----চাপ নহি লেনে কা
    :-)))আরে এই সব নিয়েই তো জীবনের নাটক
  • dri | 117.194.245.151 | ১৬ আগস্ট ২০১১ ২৩:১১481760
  • 'সন্তানের দায় সমাজ নিলে ...'

    এখানে সমাজ মানে কি সরকার?

    ওরে বাবারে। তাতে আমার ভীষন আপত্তি।
  • dukhe | 117.194.225.245 | ১৬ আগস্ট ২০১১ ২৩:১৩481761
  • কোথায় চাপ - এই তো দিদিই বে না করে জীবন কাটিয়ে দিচ্ছে !
  • dukhe | 117.194.225.245 | ১৬ আগস্ট ২০১১ ২৩:১৮481762
  • সরকার দায়িত্ব নিলে - "চাইল্ড কেয়ার ডিপার্টমেন্টের বারাসাত আপিসে সেকশন তিনে চার নম্বর টেবিলের সামনের লাইনে আপনার বাচ্চাকে জমা করে রসিদ নেবেন, টেবিলের লোক দশটা-পাঁচটা একে একে লাইনের বাচ্চাদের ভালবাসবেন" - মন্দ কী ?
  • dri | 117.194.227.86 | ১৬ আগস্ট ২০১১ ২৩:৪২481763
  • আবার রসিদের কী দরকার?
  • pi | 72.83.74.17 | ১৬ আগস্ট ২০১১ ২৩:৪৪481764
  • :))
  • dukhe | 117.194.225.245 | ১৬ আগস্ট ২০১১ ২৩:৪৪481765
  • তা অবিশ্যি !
  • Ishan | 117.194.33.93 | ১৬ আগস্ট ২০১১ ২৩:৫১481767
  • আঁখো দেখা হাল এর মধ্যে এক আধটা কমেন্ট করলে আমার কোনো নীতিগত আপত্তি নাই। কিন্তু কমেন্ট একবার শুরু করলে বিষয়টাই অন্য খাতে বয়ে যায়। এই এখন যেমন হচ্ছে। বিষয় হিসেবে এটাও বেশ ইন্টারেস্টিং। কিন্তু এটা আলোচনাটাকেই অন্য খাতে নিয়ে চলে গেল।

    এবং এর পরে সাধারণত যেটা হয়, যে, যিনি লিখছিলেন, তিনিও তারপর অন্য স্রোতটিতেই অংশগ্রহণ করেন। "আসলে' যেটা বলতে চাইছিলেন, সেটা আর বলা হয়না। এই আর কি।

    আমি টইয়ে খেপে খেপে অনেক লম্বা লেখা লিখেছি তো। আমি জানি ডিসট্র্যাক্টেড হয়ে যাওয়া কতো সহজ। :)
  • dri | 117.194.224.166 | ১৭ আগস্ট ২০১১ ০০:০৪481768
  • আম্রিকা টাম্রিকার মত দেশে অ্যাবিউজিভ পেরেন্টসদের থেকে পুলিশ বাচ্চাকে নিয়ে চলে যায়। তারপর কী হয়? পুলিশের কাছে বাচ্চারা কি সুখে থাকে? এসব নিয়ে কোন তথ্য আছে?
  • dri | 117.194.224.166 | ১৭ আগস্ট ২০১১ ০০:০৯481769
  • Children in the care of the state are now officially called “looked-after children”. In fact, looked-after children means children who are not looked after, owing to the incompetence of the relevant authorities, and who are far more likely than other children to be lost, prostitute, illiterate, unemployed or in jail.

    http://www.timesonline.co.uk/tol/comment/columnists/minette_marrin/article3087443.ece

    এই তথ্যটা কতটা বিশ্বাস করা যায় বুঝতে পারছি না। আর্টিক্‌লটা বেসিকালি ইয়ার্কি মেরে লেখা। কিন্তু এ বিষয়ে সিরিয়াস তথ্য পেলে খুঁটিয়ে দেখতাম।
  • Sibu | 66.102.14.1 | ১৭ আগস্ট ২০১১ ০০:১১481770
  • এইটে দ্রির জন্য ইন্টারেস্টিং হতে পারে।


    http://en.wikipedia.org/wiki/Foster_care

    Foster care has been shown in various studies to have deleterious consequences on the physical health and mental wellbeing of those who were in foster care. Many children enter foster care at a very young age, a period where the development of mental and psychological processes are at one of their critical peaks. The human brain doesn't fully develop until approximately the age of twenty, and one of the most critical periods of brain development occurs in the first 3–4 years. The processes that govern the development of personality traits, stress response and cognitive skills are formed during this period. The developing brain is directly influenced by negative environmental factors including lack of stimulation due to emotional neglect, poor nutrition, exposure to violence in the home environment and child abuse.[citation needed]
    Negative environmental influences have a direct effect on all areas of neurodevelopment: neurogenesis (creation of new neurons), apoptosis (death and reabsorption of neurons), migration (of neurons to different regions of the brain), synaptogenesis (creation of synapses), synaptic sculpturing (determining the make-up of the synapse), arborization (the growth of dendritic connections, myelinzation (protective covering of neurons), and an enlargement of the brain's ventricles, which can cause cortical atrophy.[citation needed]
    Most of the processes involved in healthy neurodevelopment are predicated upon the establishment of close nurturing relationships and environmental stimulation. Foster children have elevated levels of cortisol, a stress hormone in comparison to children raised by their biological parents. Elevated cortisol levels can compromise the immune system. (Harden BJ, 2004).[32] Negative environmental influences during this critical period of brain development can have lifelong consequences.[33][34][35][36]


    যদিও, ফস্টার কেয়ারে না দিলে কি হত সে নিয়ে কোন স্টাডি পেলাম না।
  • nk | 151.141.84.194 | ১৭ আগস্ট ২০১১ ০০:১৪481771
  • আ চাইল্ড কলড ইট, এরকম নামের এক বই আছে, কেউ পড়েছেন? এই গল্পে (দাবী করা হয় আত্মজীবনী)ছেলেটা ফস্টার কেয়ারে এসেছিলো বলে প্রাণে বেঁচে গেছিলো।
  • dri | 117.194.224.166 | ১৭ আগস্ট ২০১১ ০০:১৮481772
  • শিবুদার লিংক থেকে -

    Individuals who were in foster care experience higher rates of physical and psychiatric morbidity than the general population.[24] In a study of adults who were in foster care in Oregon and Washington state, they were found to have double the incidence of depression, 20% as compared to 10% and were found to have a higher rate of post-traumatic stress disorder (PTSD) than combat veterans with 25% of those studied having PTSD. Children in foster care have a higher probability of having Attention Deficit Hyperactivity Disorder, and deficits in executive functioning, anxiety as well other developmental problems.[25][26][27][28] These children experience higher degrees of incarceration, poverty, homelessness, and suicide. Recent studies in the U.S., suggests that, foster care placements are more detrimental to children than remaining in a troubled home.[29][30][31]
  • nk | 151.141.84.194 | ১৭ আগস্ট ২০১১ ০০:২২481773
  • তবে ঐ A Child Called "It" এর গপ্পোটা বিশ্বাস হয় না পুরোপুরি, অনেক রঙ চড়ানো। হয়তো পাবলিসিটির জন্য। কিন্তু সোশাল ওয়ার্কারেরা যারা এই ফিল্ডে সরাসরি কাজ করছেন, তাঁদের অভিজ্ঞতা কেমন? অনেক ক্ষেত্রেই তো অনেক ছেলে মেয়েকে ফস্টার কেয়ারে নিতে হয়, বাবা-মা সন্তানপালনে অসমর্থ বা অত্যাচারী হলে?
  • Sibu | 66.102.14.1 | ১৭ আগস্ট ২০১১ ০০:২৪481774
  • দ্রিকে,

    হ্যাঁ, ফস্টার কেয়ারে বাচ্চা জেনারেল পপুলেশনের বাচ্চাদের থেকে খারাপ করে এইটে ওয়েল এস্টাবলিশড। কিন্তু স্ট্যাটিসটিকালি কমপ্যারিসনটা ফস্টার কেয়ারের মেরিট ডিটারমিন করার পক্ষে ভ্যালিড নয়। ঠিক ক®¾ট্রাল গ্রুপ হবে - যে সব বাচ্চারা ফস্টার কেয়ারের জন্য কোয়ালিফাই করে, কিন্তু ফস্টার কেয়ারে যাদের কোন কারনে নেওয়া হয় নি। সহজবোধ্য কারনেই এই ক®¾ট্রাল গ্রুপ নিয়ে কোন স্তদী ণঈ।

    নিশি যে বইটার কথা বলছে সেটা একটা নাইস অ্যানেকডোট (ডি: আমি পড়ি নাই, কিন্তু শুনে মনে হচ্ছে)। যদি সেই বইয়ের কথা জেনারালাইজ করা যায় তো মনে হয় ফস্টার কেয়ার ইজ জেনারেলি বেনিফিসিয়াল - এরকম একটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।
  • dri | 117.194.225.116 | ১৭ আগস্ট ২০১১ ০০:৪২481775
  • কেন? ঠিক ক®¾ট্রাল গ্রুপ সেটা হবে কেন?

    ফস্টার কেয়ার যদি 'গুড' পেরেন্টাল কেয়ারের ইকুইভ্যালেন্ট হয়, তাহলে কোন বাচ্চা সেখানে এল সেটা মেটিরিয়াল কেন?
  • pi | 128.231.22.133 | ১৭ আগস্ট ২০১১ ০০:৫০481776
  • হিউম্যান রাইটসের মা বাপ করে রেখে দেওয়া অ্যাবিউসিভ পুলিশ, আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত মানুষজন .. এদের পেরেন্টিং নিয়ে কোন স্টাডি নেই ? :)
  • Sibu | 66.102.14.1 | ১৭ আগস্ট ২০১১ ০০:৫০481778
  • না না, ফস্টার কেয়ার গুড প্যারেন্টাল কেয়ারের ইকুইভ্যালেন্ট কেন হবে? সে কথা তো বলি নাই। আমি বলতে চাইছিলাম কারেন্ট ফস্টার প্যারেন্ট সিস্টেম সোঅইটির পক্ষে বেনিফিশিয়াল কি না। তো সেটা ডিটারমিন করতে হলে

    ১। কারেন্ট সিস্টেমে যারা ফস্টার কেয়ারের জন্য কোয়ালিফাই করে, কিন্তু ফস্টার কেয়ার পায় নাই। এবং,

    ২। যারা কোয়ালিফাই করে ও পেয়েছে, এই দু দলের তুলনা করতে হবে।

    একটা অ্যানেকডোট বলি। আমার মেয়ে একবার বকুনি খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। ঘন্টাখানেকের মধ্যেই পুলিস তাকে ধরে ও আমাদের ফোং করে। আমরা পুলিস ও সোশ্যাল ওয়ার্কারের সঙ্গে আলোচনা করে ঠিক করি এক রাত্রি সে হোমে থাকুক। বাড়ীতে থাকা কত ভাল সেই অভিজ্ঞতা হবে। হলও তাই। পরদিন গিয়ে ছাড়্যে আনলাম। তারপর থেকে হোমে নিয়ে রেখে আসব বল্লেই কাজ দিত। এত রাস্টিক খাওয়া-শোয়া, এবং নিরুত্তাপ হৃদয়হীন ট্রীতমেন্টে তেনার অভ্যাস নেই কি না।
  • pi | 128.231.22.133 | ১৭ আগস্ট ২০১১ ০০:৫১481779
  • সুচেতনাদি, লিখতে থাকো।
  • nk | 151.141.84.194 | ১৭ আগস্ট ২০১১ ০০:৫৪481780
  • এ:, শিবু, "হোমে গিয়ে রেখে আসবো"????
    "চুপ চুপ জু জু ধরে নেবে", মনে পড়ে গেল যে!
  • nk | 151.141.84.194 | ১৭ আগস্ট ২০১১ ০০:৫৭481781
  • পাই বল্লো বলে মনে পড়লো। আমাদের দেশীয় পুলিশের বাচ্চাকাচ্চাদের খবর জানতে ইচ্ছে করে। এনারা কিভাবে বাচ্চা মানুষ করেন?
  • dri | 117.194.233.12 | ১৭ আগস্ট ২০১১ ০০:৫৯481782
  • স্টেট সমস্ত বাচ্চার দেখাশোনা করবে, এটা অত্যন্ত অরওয়েলিয়ান।
  • dri | 117.194.233.12 | ১৭ আগস্ট ২০১১ ০১:০১481783
  • আর যে সব সৈন্যরা মানুষ মেরে ফিরে এসে প্রিয়জনকে জড়িয়ে ধরে তাদের মধ্যে কি ভালোবাসা কম?
  • nk | 151.141.84.194 | ১৭ আগস্ট ২০১১ ০১:০২481784
  • "ব্রেভ নিউ ওয়ার্ল্ড" মনে পড়ে। সেখানে কারুর বাবামা থাকতো না, সবাইকে ব্রীড করে বানানো হতো, আল্ফা বিটা গামা ডেল্টা ইত্যাদি ট্যাগ করে, সেই হিসাবে তাদের পরবর্তী কাজকর্মে লাগানো হতো।
  • Sibu | 66.102.14.1 | ১৭ আগস্ট ২০১১ ০১:০৩481785
  • স্টেট সমস্ত বাচ্চা-কাচ্চাদের দেখাশুনো করবে এটা মানাই যায় না। তবে স্টেট কিছু ইনফ্রাস্ট্রাকচার দেবে - যেমন সাবসিডাইজড ডে কেয়ার ইত্যাদি, সেটা ভালই মনে হয়।
  • dri | 117.194.225.141 | ১৭ আগস্ট ২০১১ ০১:০৭481786
  • ঠিক। ব্রেভ নিউ ওয়ার্ল্ড। হাক্সলি তো এসবের নাটের গুরু।
  • pi | 128.231.22.133 | ১৭ আগস্ট ২০১১ ০১:১১481787
  • একজনের অভিজ্ঞতা :

    "Ask the parents who I work with, who our non-profit organization has been involved with on the streets and in homes for over 15 years, about where they see their children in the next 10 to 15 years and many, straight-up, will answer prison.

    For those who dare to think differently and claim higher education, any further discussion lets you know they have no concept of which road will take them there. There’s only one path on their horizon - the road to the big house.

    Parents to blame? Unfortunately they only can do that which they know and Prime Minister David Cameron hasn’t helped them know any better.
    "

  • dri | 117.194.225.141 | ১৭ আগস্ট ২০১১ ০১:১১481789
  • এখন যে ফরম্যাট হয়েছে (বোথ পেরেন্টস ওয়ার্কিং) তাতে এটা প্র্যাকটিক্যাল।

    কিন্তু এই সিস্টেমে যেটা হবে, সেটা হল বাচ্চাদের ওপর মা-বাবার ইনফ্লুয়েন্স কম হবে আর স্টেটের ইনফ্লুয়েন্স বেশী হবে। যেটা ঐ ব্রেভ নিউ ওয়ার্ল্ডের পথ। রিপ্লেস ফ্যামিলি বায় স্টেট।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন