এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • লণ্ডন: রয়ট বিক্ষোভ বিদ্রোহ নকি ম্যনুফ্যাকচরড প্রতিবাদ ?

    pi
    অন্যান্য | ১১ আগস্ট ২০১১ | ৯০২৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dukhe | 117.194.241.196 | ১৫ আগস্ট ২০১১ ১১:৫৫481690
  • শিবুদা, ইউ কের সরকার বা সামাজিক রাজনৈতিক অবস্থা সম্পর্কে আমার কোন ধারণা নেই । তবে যদি লুঠেরাদের একটা বড় অংশ ওয়েলফেয়ার রেসিপিয়েন্ট হয়ে থাকে, তবে ঐ স্টিরিওটাইপ হয়তো পুনরায় মান্যতা পাবে । যদি দেখা যায় বেশিরভাগই প্রিভিলেজড ছেলেপুলে, তখন উলটো স্টিরিওটাইপ গড়ে ওঠার সম্ভাবনা ।
    সু ওনার অভিজ্ঞতার কথা লিখতেই পারেন । আপনার প্রত্যক্ষ অভিজ্ঞতার সঙ্গে সেটা নাও মিলতে পারে । এতে অসহিষ্ণুতার কী আছে ?
  • Sibu | 71.103.149.170 | ১৫ আগস্ট ২০১১ ১২:০৮481691
  • দুখে, অসহিষ্ণুতার কিছু আছে বই কি। দুটো কারন।

    ১। এই ধর পশ্চিমী জগতে ভারতীয়দের সম্পর্কে এক সময় অলস, অকর্মণ্য, অসৎ বলে একটা স্টিরিওটাইপ ছিল। সেটা কেউ তার প্রত্যক্ষ অভিজ্ঞতা দিয়ে জাস্টিফাই করতে চাইলে আমরা অসহিষ্ণু হতাম। আজকে গরীবদের নিয়ে একই ধরনের স্টিরিওটাইপ যখন দেখি একই ভাবে অসহিষ্ণু হই।

    ২। এই স্টিরিওটাইপ দেখিয়ে পশ্চিমী সরকারগুলো সামাজিক খাতে ব্যায়বরাদ্দ কাটে। তাতে মোটের ওপর আমাদের ক্ষতি। প্রথমত: আমাদের ট্যাক্সোর অনেক বেশী টাকা ঐ ইরাক যুদ্ধ, ব্যাংকার বেইলআউট, এই সবে অপব্যয় হয়, আমরা সে দিকে নজর না দিয়ে ওয়েলফেয়ার রেসিপিয়েন্টদের নিয়ে ব্যস্ত থাকি। দ্বিতীয়ত:, এর পরের ধাপ হল সোশ্যাল-সিকিউরিটি, মেডিকয়ার কাটা। সেটা যখন হবে (খানিক এখনই হচ্ছে), তখন আমাদের (মিডল ক্লাস) হয়ে প্রতিবাদ করার কেউ থাকবে না।

    তাই এই সব মিডিয়া স্টিরিওটাইপ বাই-ইন করা আমার কাছে একরকম সুইসাইডাল মূর্খতা বলে মনে হয়।
  • Sibu | 71.103.149.170 | ১৫ আগস্ট ২০১১ ১২:১০481692
  • ও হ্যাঁ, সু লিখতেই পারেন। সে নিয়ে আমার কোন বক্তব্য নাই। তবে সু-এর কথা বে্‌য়্‌ঙ্‌গর উপযুক্ত মনে হলে কেউ সেটাও করতে পারেন। তাই নিয়েও কারো কোন বক্তব্য না থাকা উচিৎ।
  • dukhe | 117.194.241.196 | ১৫ আগস্ট ২০১১ ১২:৩৪481693
  • স্টিরিওটাইপ গড়ে ওঠে অভিজ্ঞতার ভিত্তিতে । ধরেন কোন সাহেব আমাকে দেখল, তার ঐ ভারতীয় স্টিরিওটাইপ ধারণা শক্তপোক্ত হবে । আবার আপনাকে দেখলে সেটা চিড় খাবে । তা বলে কি আমি মিথ্যে, না আপনি ?
    লার্জ স্কেলে অভিজ্ঞতা পাল্টালে স্টিরিওটাইপও পাল্টাবে । যেমন কবিরা আগে লালিমা পাল (পুং) ছিলেন, তাপ্পর মাতাল গেঁজেল গোছের ইমেজে প্রতিভাত হলেন ।
  • dukhe | 117.194.241.196 | ১৫ আগস্ট ২০১১ ১২:৪০481694
  • পুন: - ইরাক যুদ্ধ বা ব্যাংকার বেইলআউট নিয়ে শিবুদাকে পূর্ণ সমর্থন ।
  • Sibu | 71.103.149.170 | ১৫ আগস্ট ২০১১ ১২:৪৬481695
  • :))

    স্টিরিওটাইপ গড়ে ওঠে অভিজ্ঞতার ভিত্তিতে? পুরোটা মানা গেল না। স্টিরিওটাইপ ম্যানুফ্যাকচার করা হয়। তার পিছনে স্মাজের এলিটদের/মিডিয়ার ইন্টারেস্ট থাকে। এই যেমন হিটলার ইহুদীদের সম্পর্কে একটা স্টিরিওটাইপ ম্যানুফ্যাকচার করেছিলেন। বা পশ্চিমী মিডিয়া মুসলমানদের একটা ইমেজ ম্যানুফ্যাকচার করেছে।

    কাউকে যদি আমি দেখি গরীবদের নিয়ে এই স্টিরিওটাইপ প্রোপাগেট করতে দেখি তো তাকে দুটো প্রশ্ন করি

    ১। আপনি কটি ওয়েলফেয়ার কুইন দেখেছেন?
    ২। অন্যদিকে কটি উদাহরণ (বড়লোকের বখা ছেলে, ইনক্লুডি১ম বুশ) দেখলে আপনি মত বদলাবেন।

    খানিক তক্কের পর দেখা যায় যতদিন সিএনএন/ফক্স তাদের মত না বদলাবে ততদিন এঁরা কেউই মত বদলাবেন না। সুতরাং ব্যাঙ্গ।
  • Su | 86.145.156.234 | ১৫ আগস্ট ২০১১ ১৩:০২481696
  • আমি রাজনৈতিক কলামনিস্ট নই, পলিটিক্যাল প্রীচিং ও আমার কাজ নয়। আমি সমাজ তাত্বিক নই, মনস্তত্ববিদ নই। শুধু মাত্র শিক্ষক- কে যেন অনেকদিন আগে অন্যপাতায় আমাকে হেয় করার জন্যেই বলেছিলো ইস্কুল মাস্টার! কমনার! আমি একজন কমনারই- ইন অল সেন্স। সাধারন স্কুল টিচার রা ব্যাঙ্কারও হয়না কিম্বা মাল্টি মিলিয়ন্যার বিজনেসম্যান অথবা বড়োলোক ডাক্তার কনসাল্ট্যান্ট ও হয়না। তাই দক্ষিণপন্থী বা রেসিস্ট বলে ছাপ দিয়ে দেওয়াটাও খুবই স্টিরিওটাইপ বলে মনে হচ্ছে। পেশাগত সুত্রে সমাজের একেবারে নীচের স্তরটাকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে যেটা হয়তো কোনো লিঙ্ক থেকে বোঝা মুশকিল। আচ্ছা গপ্পো করার আগে এই দুটো স্কুলের ওয়েবসাইট দিয়ে দি- ইউনিটি সিটি অ্যাকাডেমি- মিডলসবরোতে যেটার গপ্পো করেছি আগে, আর হামারস্নটেরও- ওয়েবসাইট দেখে কিন্তু আমার এই ব্যক্তিগত অভিজ্ঞতা মেলানো যাবেনা মনে হয়- কারন অফিশিয়াল লিংকে পাতাতে এই সব ব্যক্তিগত অ্যাবারেশান থাকেনা। http://www.unityacademy.org.uk/
    http://www.hummersknott.org.uk/

    কিন্তু একটু নিজের গপ্পোটা বলি? প্লিজ? গরমের ছুটি কিনা তাই তো এই অলস সময় আর তার অপব্যবহার। স্কুল খুললে আমি আবার হার্ড ওয়ার্কিং ট্যাক্স পেয়ার :P! আমি এতো জ্ঞানী গুণীও নই, আমার কথার এতো সিরিয়াস অপোজিশান করলেও যা না করলেও তাই! আমার মধ্যেও প্রচুর কনট্র্যাডিকশান, এক এক বার লেবারকে তুলোধোনা করি এক এক বার কনজার্ভেটিভ কে আর নিক ক্লেগটাকে তো সহ্যই করতে পারিনা।

    শিবুর দু নম্বর পয়েন্টটা খুব ভ্যালিড মনে হচ্ছে আমারও।
  • Sibu | 71.103.149.170 | ১৫ আগস্ট ২০১১ ১৩:৩৫481697
  • নিক ক্লেগ-কে আম্মো সহ্য কত্তে পারি না। :))

    ঘুম আসছে না। ঐ অপ্পনের থেকে আমারও ইনফেকশন হল বোধ হয়। হাত পা ঠান্ডা, মাথায় যন্তন্না। যতক্ষণ জ্বর পুরো না উঠবে ততক্ষণ শান্তি নাই।
  • Sibu | 184.195.128.224 | ১৫ আগস্ট ২০১১ ১৪:০১481698
  • ও, একটা কথা। সু-কে দক্ষিণপন্থী রেসিস্ট বলা হয় নি। বলা হয়েছে যে সু গরীবদের নিয়ে মিডিয়া (প্রায়ই দক্ষিণপন্থী) ক্রিয়েটেড স্টিরিওটাইপ মেনে নিয়েছে।
  • Surojit Sen | 117.194.0.170 | ১৫ আগস্ট ২০১১ ১৪:১৬481700
  • সু,
    আপনার লেখাটা ভালো লাগলো। ওয়েলফেয়ার স্টেটের বাঁদরদের কথা সবিস্তারে লিখুন।
  • Sibu | 71.103.149.170 | ১৫ আগস্ট ২০১১ ১৪:২৭481701
  • সুরজিৎ-রে ক্‌ক্‌ক্‌ক। লেখেন তো, কর্পোরেট ওয়েলফেয়ার কুইনদের কথা ভাল করে লেখেন। এই একটা শুরুর লিং দিয়ে দেই।


    http://www.progress.org/banneker/cw.html

  • Update | 117.194.37.44 | ১৫ আগস্ট ২০১১ ১৯:৪৭481702
  • Name:SibuMail:Country:

    IPAddress:71.103.149.170Date:15Aug2011 -- 02:27PM

    সুরজিৎ-রে ক্‌ক্‌ক্‌ক। লেখেন তো, কর্পোরেট ওয়েলফেয়ার কুইনদের কথা ভাল করে লেখেন। এই একটা শুরুর লিং দিয়ে দেই।

    http://www.progress.org/banneker/cw.html

    ---------------------------------------------------------------

    Name:PMMail:Country:

    IPAddress:2.50.15.121Date:15Aug2011 -- 04:49PM

    দুখেকে seriously আলোচনায় participate করতে দেখে ভলো লাগছে। নিজের stereotype ভাঙছে :)।

    শিবু , লিঙ্ক-টার জন্য ধন্যবাদ।

  • dri | 117.194.225.175 | ১৫ আগস্ট ২০১১ ২১:৩৪481703
  • সাবসিডি কাট শুরু হয়ে গেল।

    A suspected looter in this week’s riots and his mother are being thrown out of their council home.

    In the first case of its kind, Daniel Sartain-Clarke, 18, and his mother have been served with an eviction notice as council bosses seek to turf them out of their £225,000 taxpayer-subsidised flat.

    Sartain-Clarke is charged with violent disorder and attempting to steal electronic goods from the Currys store at Clapham Junction, South London, on Monday night.

    কোর্টে প্রমাণ হওয়ার আগেই, শুধু সন্দেহের ভিত্তিতে বাড়ি ছাড়া হতে হচ্ছে ছেলেটিকে এবং মা ও বোনকেও। অথচ পুলিশ মার্ক ডুগানকে খুন করেছে বলাতে হাঁ হাঁ করে তেড়ে এসেছিলেন বিবিসি অ্যাঙ্কার। বলেছিলেন দা ম্যাটার ইজ আন্ডার ইনভেস্টিগেশান।

    Bosses at Manchester City Council said they are preparing to evict the family of a 12-year-old boy photographed stealing a £7.49 bottle of wine from a Sainsbury’s store.

    The boy was charged with burglary and was given a nine-month referral order on Thursday, which means he must see a probation officer once a fortnight. His 33-year-old mother, who has a 14-year-old daughter and a husband soon to be released from prison, said losing their home was her ‘biggest fear’ but admitted there was no excuse for his behaviour.

    বারো বছরের ছেলের সাড়ে সাত পাউন্ডের চুরির পেনাল্টি দিতে হচ্ছে মাকে। ব্যাড পেরেন্টিং এর শাস্তি।

    রিসেশানের বাজারে যটা টাকা বাঁচানো যায়।

    http://www.dailymail.co.uk/news/article-2024605/UK-riots-Daniel-Sartain-Clarkes-family-evicted-Wandsworth-Council.html

    স্বচ্ছল পরিবারের ছেলেমেয়েদের শাস্তির কথা লেখেনি।
  • aka | 168.26.215.13 | ১৫ আগস্ট ২০১১ ২৩:১১481704
  • তবে এই যে আবাপতে সেদিন দেখলাম কে একজন চুরি করেছে তার বাবা মাল্টাই মিলিয়নার।
  • ranjan roy | 122.168.175.248 | ১৬ আগস্ট ২০১১ ০০:৫৯481705
  • কিন্তু তার বাবার কি শাস্তি হল ল্যাকে নাই।
  • Su | 86.145.156.234 | ১৬ আগস্ট ২০১১ ০১:৪৬481706
  • আজ বাজার বসেছে ক্রয়ডনে আবার আগের মত কিন্তু কিছুই আগের মত নয়- সাধারন দোকানিরা খুব ভয়ে ভয়ে আছে। এখানে প্রচুর শ্রীলঙ্কান সোনার দোকান আছে সেগুলো সব লুট হয়ে গেছে - ৭৫০ তোলা সোনা একটি দোকান থেকে গেছে। গুজরাতি দোকানি খুব মন খারাপ করে বসেছিলো বলছিল বেচারীরা সব খুইয়েছে। এই শ্রীলঙ্কান দোকানগুলো সব এককালের অ্যাসাইলাম সীকারদের। শ্রীলঙ্কান মানুষগুলো সব খুইয়ে এসেছিলো- কিন্তু হার্ড ওয়ার্কিং , বুদ্ধিমান এই কমিউনিটি খুব তাড়াতাড়ি - বৃটেনের ইকনমিক মানচিত্রে নিজেদের জায়গা করে নিয়েছে। প্রায় সব কর্নার শপ, নিউস এজেন্ট, পেট্রোল পাম্প, বহু সোনার দোকান ছাড়াও শ্রীলঙ্কান ছাত্রছাত্রীরা অসম্ভব হাইলি পারফর্মিং গ্রুপের মধ্যে পড়ে। - ইয়েস ক্রয়ডনে তামিল বয়েজ বলে শ্রীলঙ্কান গ্যাং ও আছে শুনেছি কিন্তু সেটা সত্যি ই বলার মত কিছু নয়! তাদের এই হার্ড ওয়ার্ক- নিজেরা কিছু করে দেখানোর ইচ্ছেটুকুই তাদের নিয়ে গিয়েছে এই উচ্চতায়। শ্রীলঙ্কান তামিলদের এখানে একটা স্যালুট না দিয়ে উপায় নেই। ওদের কথা ইন্টারন্যাশন্যাল মিডিয়াও কভার করেনি- হিউম্যান রাইটসের লঙ্ঘনের চূড়ান্ত হয়েছে শ্রীলঙ্কান তামিলদের ওপরে। কিন্তু তবুও মিডিয়ার দক্ষিণ্য ওরা পায়নি। শ্রীলঙ্কান কমিউনিটি অন্যদের কাছে একটা রোল মডেল হতে পারতো -- কিন্তু হয়নি
    জুয়েলার্সের দোকান লুঠ হওয়া ছাড়াও প্রচুর এশিয়ান দোকানও মেরে ধরে লুট পাট করে নিয়ে গেছে- তারা এখনো শক কাটিয়ে উঠতে পারেনি।
    লুটপাটের কারণ যাই হোক এই সব স্ট্রাগল করা ছোটো ছোটো বিজনেস চালানো মানুষগুলোকে দেখলে কষ্‌ত হবেই
  • Su | 86.145.156.234 | ১৬ আগস্ট ২০১১ ০২:৩৯481707
  • ভাঙা সংসার ছাড়া সবই প্রায় জুড়ে দেবে -- সে ছিলো ডেনকল! কিন্তু ভাঙা সংসার জুড়বে কে? ক্যামেরন বলছে যে এই ব্রোকেন সোসাইটিকে মেন্ড করাই নাকি এখন পলিটিক্যাল প্রায়োরিটি! এতোদিন সরকার থেকে ফ্যামিলি ভ্যালুজ , একটু স্বার্থত্যাগ, মানিয়ে নেওয়া এসব ওল্ডফ্যাশন গুণগুলোর পাঠ পড়ানো হয়নি। কনজার্ভেটিভও ক্কতোটা কি পারবে জানা নেই! তবে সরকারী পলিসি হলে কিছু তো অ্যাকশান দেখা যাবে? সরকার মর‌্যাল পোলিসের কাজ করবে এ কেমন কথা?? কিন্তু বহু পেরেন্টকে আমি দেখেছি - হেড টিচারের কাছে বা হেড অফ ইয়ারের কাছে কেঁদে পড়েছে! ছেলে আউট অফ কনট্রোল! আপনি হেল্প করুন! অসহায় হয়ে অনেক সময়ে তো পুলিশের কাছেও নিয়ে গেছে পেরেন্টরা! প্রয়োজন হলে কিছু দায় সরকার নেবে। তাতে কারুর কিছু বলার থাকেনা। চীনের ওয়ান চালিড পলিসি যদি তাদের নাগরিকের কাছে অ্যাকসেপ্টেবল হয়, তখন ফ্যামিলি ভ্যালু শেখানোটাও কাজে দেবে বলে মনে হয়।
    আমি দুই এক্সট্রিম দেখেছি। আমাদের দেশের মেয়েরা অন্তত একটা সময় অবধি হয়তো এখনো মুখ বুজে সব সয়ে যায় শুধু সংসার সুখের যাতে হয় তার জন্যে। সেটা অবশ্যই একটা এক্সট্রিম- আর এখানে আরেক এক্সট্রিম হল মানুষের বিন্দুমাত্র সহনশীলতা নেই- কোনো রকম কমিটমেন্ট নেই, ধৈর্য্য ত্যাগ দায় দায়িঙ্কÄ কিছুই নাই। এ আরেক এক্সট্রিম।
    আজ এই ছেলেপুলেদের দোষ দিয়ে কি লাভ? এদের বাবা মায়েরাও তো এরকমই! তাদেরো কোনো পেরেন্টিং হয়নি। আজ টিভিতে বার বার বলছে সকলেই হোয়ার আর দ্য ফাদার্স? সবাই হয়তো সিঙ্গল মাদার নয় কিন্তু বায়োলজিক্যাল পেরেন্ট- বোথ পেরেন্টের সাথে থাকে এমন শিশুর পার্সেন্টেজ কতো? স্টেপ মাম স্টেপ ড্যাড হাফ ব্রাদার হাফ সিস্টার- এই সবের চক্করে পড়ে ভালোবাসা শব্দটাই হারিয়ে গেছে। এই সব বাচ্ছারা প্রাইমারী স্কুল থেকে ড্রাগের নেশা সলভেন্টের নেশায় বুঁদ হয়ে যায়- ভালোবাসা খুঁজে বেড়ায়- অ্যাটেনশান চায় - অ্যাটেনশান চাইতে চাইতে সেলফ হার্মিং , ওভার ডোজ, কিম্বা গ্যাং এ জয়েন করা।
    ক্লাসে এমনি ছেলেকে বকুনি দিলে ওরা সেটাকে অ্যাপ্রিশিয়েট করে। ১২, ১৩, ১৪, ১৫ কতো ই বা বয়স, ওরা চায় কেউ ওদের শাসন করুক। তাতে অনেক বেশি সিকিওরড ফীল করে এই ছেলেগুলো।
    ভালোবাসা ফিরিয়ে আনতে হবে- হবেই! এটা হয়তো পুরো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেরই সমস্যা। তাই লায়ন কিং বা ফাইন্ডিং নিমোর সে¾ট্রাল ক্যারেক্টার বাবাকেই ঘিরে। তবে আমার বর ক্যামেরনের ওপরে হেব্বি চটে যাচ্ছে এই সব মর‌্যাল গার্ডিয়ান টাইপের কথা শুনলে। জাতির পিতার একটা লিং দিয়ে দিলাম- যদিও কথাগুলো খুব একটা ভুল নয়। অন্তত আমি এগ্রি করি। আপনিও শুনুন না! http://www.bbc.co.uk/news/uk-politics-14524834

    ফাইনের কথায় আসি? পার্কিং এ একটু এদিক ওদিক হলে ক্রয়ডন কাউন্সিল থেকে হেভি ফাইন ধরিয়ে দেয় গাড়িতে, বাস লেন এ উঠে গেলে অন স্পট ৪০ পাউন্ড ফাইন, রেড লাইট জাম্প তো ছেড়েই দিলাম। এগুলো হেলথ অ্যান্ড সেফটির রিস্ক নয়। সেন্সবেরিতে চুরি টা বড়ো না, দরজা জানলা ভাঙা (না ভাঙলে ঢুকবেই বা কি করে?) আগুন লাগালো, এই গুলো ক্রিমিন্যাল বিহেভিয়ার- এগুলোর জন্যে কি শাস্তি হবেনা? আন্ডার এজ বলে পার পেয়ে জাবে এটা জানতে পারলে- তো এই লুটেরাদের কাছে কোনো মেসেজই পাঠানো যাবেনা।
  • Sibu | 71.103.149.170 | ১৬ আগস্ট ২০১১ ০২:৫০481708
  • লুটেরাদের শাস্তি হওয়া নিয়ে কোন দ্বিমত নেই। কিন্তু ছেলে অপরাধ করেছে এই অজুহাতে যদি পুরো পরিবারের সাবসিডি কাটা হয় তখন সেটার পিছনে সরকারী দুরভিসন্ধি আছে বলেই ধরতে হবে।

    আর এই বায়োলজিক্যাল ফাদারের উপস্থিতি নিয়ে যে প্রশ্ন উঠেছে সেটা নিয়ে আমার দেখা একটি ঘটনার কথা বলি। মেয়ে কিছুতেই বায়োলজিক্যাল বাবার কাছে থাকবে না। আমাদের চেয়ে একটু ছোট বয়েসে। এই মেয়েটি আমাকে চার্চের বেসমেন্টে ভিখিরিদের স্যুপ-কিচেনের খোঁজ দিয়েছিল। আমি একদিন জানতে চাইলাম বাবার কাছে যাবে না কেন মেয়ে। একটু চুপ করে থেকে যা বলল তার অর্থ হল সে শারীরিক ভাবে বাবার কাছে ভায়োলেটেড হতে চায় না।

    এই বাবা বাবার অনুপস্থিতি নিয়ে বাড়াবাড়ি একেবারেই পিতৃতান্ত্রিক সমাজের ব্যাপার। এমন ঘটনা খুব কমই দেখেছি যে স্ত্রী বা ছেলেমেয়ে শখ করে বাবার সাথে থাকতে চায় না। বাবা অত্যাচারী বলেই এরকম ঘটনা ঘটে। তবু কনজার্ভেটিভরা বলবে বাবার কাছে ফিরে যাও। এর মধ্যে বড্ড দুরভিসন্ধির গন্ধ পাই।
  • Su | 86.145.156.234 | ১৬ আগস্ট ২০১১ ০৩:২১481709
  • স্টেপ ফাদার বা মাম'স বয়ফ্রেন্ড মেয়েদের হামেশাই মলেস্ট করে শুনি। আর সেই সব দেখেশুনেও মায়েরা চুপ থাকে। বয়ফ্রেন্ড খোয়ানোর ভয়ে। বায়োলজিক্যাল ফাদারের মাত্র একটা ইনসিডেন্ট দেখেছি আমি এক বাংলাদেশি মেয়ের।
    আমি একটা বয়েজ স্কুলে পড়াই বাবার অভাব কিন্তু ছেলেরা পদে পদে অনুভব করে। ছোটোবেলায় শিশু অবস্থায় বাবারা ছেড়ে চলে গেছে যখন তাদের সবচেয়ে বেশি দরকার ছিলো। বাবারা তাদের রোল মডেল হতে পারতো। এই অভিমানে তারা আরো রাফ অ্যান্ড টাফ। এই অভিমানেই তার ধরাকে সরাজ্ঞান করে-
    কে জানে বিশ্বাস করাতে পারবো কিনা- তবে একটা ছেলের কথা বলি এখনো মনে আছে তার নাম রায়ান ড্যাশ! আমাদের স্কুল থেকে পরে তাকে পারমানেন্টলি এক্সক্লুড করা হয়েছিল কোনো এক টিচারকে ফিজ্যিক্যালি অ্যাসাল্ট করেছিলো সে। মিক্সড রেস এর এই ছেলেটির মা ব্ল্যাক বাবা হোয়াইট! বাবার সাথে সিমিলারিটি আছে এমন চেহারার লোক দেখলেই সে তেলেবেগুনে জ্বলে যেতো। অ্যাঙ্গার ম্যানেজমেন্ট কাউন্সেলিং হল- কিছুতেই কিছু হয়না! শেষমেষ টিচারকে গায়ে হাত দেওয়ার অপরাধে তাকে পারমানেন্টলি চলে যেতে বলা হল। শুনেছি রায়ান যখন ছোট তখন ওর মা অসুস্থ হতে থাকে -- প্রাইমারি 4 এ পড়ার সময় মার multiple sclerosis হয় তখন বাবাও ছেড়ে চলে যায়! রিজেকশান এর প্রতিশোধ নিতেই রায়ান এতো ভায়োলেন্ট। কিন্তু তাকে মায়ের কথা মনে করিয়ে দিলেই যেন জোঁকের মুখে নুন পড়ার মত। রায়ান ভাবো তোমার মা কতো কষ্‌ত পাবে তুমি এরকম কএছো জানতে পারএ! ব্যাস রায়ান চুপ! স্কুল থেকে বার করে দেবার পরে আর ওর খবর জানিনা! আশাকরি ও ভালো আছে! বাবাকে ক্ষমা করতে পেরেছে বড় হয়ে!
  • Sibu | 71.103.149.170 | ১৬ আগস্ট ২০১১ ০৩:২৭481711
  • এই রায়ানের মাকে মানিয়ে নিয়ে রায়ানের বাবার সাথে থাকার পরামর্শ দিলে কি কাজ হত?
  • Su | 86.145.156.234 | ১৬ আগস্ট ২০১১ ০৩:২৮481712
  • শিবু
    আপনার জ্বর হয়েছিলোনা? এখন ভালো আছেন?
  • Sibu | 71.103.149.170 | ১৬ আগস্ট ২০১১ ০৩:৩৭481713
  • শুয়ে আছি। প্রার্থনা ফলেছে। :)
  • Su | 86.145.156.234 | ১৬ আগস্ট ২০১১ ০৩:৪০481714
  • হতোনা ! কিন্তু বাবার দায়টাও লঘু করে দেখা যায়কি? বাবারাই বা ছেড়ে যায় কেন? কোথায় যায়? কি করে? ওদের কি অসুবিধে? কেন নিজের সন্তানের ওপর কোনো টান নেই? অন্যের সন্তানকে পালন (?) করছে তবু নিজের সন্তানকে দেখেনা কেন?
    এটা কি একটা অ্যানিম্যাল ইন্সটিংক্ট? বাবাদের কোনো দায় নেই? ইন্ডিয়ান সমাজে কিন্তু বাবারা ছেলেমেয়েদের সাথে আরো কতো কতো বেশি অ্যাটাচড! কারনটাকি?
    এতো শুধু রায়ান নয় এরকম বহু বহু বহু!!! কতো উদাহরন দেবো?
    ওদের সোসাইটিতে প্রায় সব বাবাই এমন বাবা -- আর ইন্ডিয়ান ফেনোমেনাটা আলাদা কেন? এর উত্তর জানা নেই!!!! সত্যি আমি জানিনা!!!
  • pi | 128.231.22.133 | ১৬ আগস্ট ২০১১ ০৩:৪৩481715
  • অ্যানিমাল ইন্সটিংক্টের ফলে কোন দায় যদি না থাকবে তো অন্যের সন্তানকে পালন করছে কেন !

  • pi | 128.231.22.133 | ১৬ আগস্ট ২০১১ ০৩:৪৫481716
  • আর 'ওদের সোসাইটি' মানে ঠিক কাদের ? পুরো ব্রিটেনের ?
  • Sibu | 71.103.149.170 | ১৬ আগস্ট ২০১১ ০৩:৪৬481717
  • ইন্ডিয়ান সোসাইটিতে ব্যাপারটা কি সত্যি আলাদা? আমাদের বাড়ীতে একটি মেয়ে কাজ করত, নাম পোটু। পোটুর বাবার ঐ দু'তিনটি সংসার ছিল। এক জায়গায় কিছুদিন থাকে তো অন্য জায়গায় কিছুদিন। পোটুর মার পয়সার দরকার পোটুর বাবা এলেই বেড়ে যেত। পোটুর মুখে শুনেছি ওদের পাড়ায় এরকম ঘটনা ঘরে ঘরে।

    এদেশেও আমার যারা কলীগ তাদের মধ্যে অ্যাবিউসিভ ফ্যামিলি কম। ডিভোর্স-ও কম। কিন্তু আমার স্তীর (ব্যাংকের টেলার) কলীগেরা প্রায় সবাই ডিব্‌হ্‌র্‌সী। এটা একেবারেই ইনকাম লেভেলের সাথে রিলেটেড।
  • Su | 86.145.156.234 | ১৬ আগস্ট ২০১১ ০৩:৫৩481718
  • পাই ঐ জন্যেই জিজ্ঞাসা চিহ্ন রেখেছিলাম, সেখানেও স্টেপ বাপ নিয়ে প্রচুর কমপ্লেন।

    পুরো বৃটেন বলিনিতো প্রায় শব্দটা রেখেছি- আমার দেখা মেজরিটি-

    অবশ্যই ওয়ার্কিং ক্লাসে অনেক বেশি কিন্তু এটা হয়তো ক্লাস নিরপেক্ষ।

    ইন্ডিয়ান বাবা রা গরীবদের মধ্যেও কি এমন? আবার আমার দেখা কথাটাতে জোর দিতে হচ্ছে।

    বাবাদের এই বিহেভিয়ারের কারণ টা যদি ইকনমি হয় - তবে মায়ের কোনো চেঞ্জ নেই কেন? আবার বলি ইন জেনেরল আমার দেখা (এক হপ্তায় ক্লাসের হিসেবে সে বটে কম নয়) মায়েরা কিন্তু প্রায় এক। তারা সন্তানকে ছেড়ে দেবার কথা ভাবেনা- এক্সেপশান আছে আর তার জন্যেই নিয়মটা প্রমাণ হয়
  • Sibu | 71.103.149.170 | ১৬ আগস্ট ২০১১ ০৩:৫৮481719
  • আমার একটা থিওরী আছে এই বাবা-মার ব্যাপারটা নিয়ে। মাতৃস্নেহ বায়োলজিক্যাল। পিতৃস্নেহ অ্যাকোয়ার্ড ট্রেইট। অন্তত: আমার বেলায় তাই ছিল।
  • Nina | 68.45.76.170 | ১৬ আগস্ট ২০১১ ০৪:৩২481720
  • আহা শিবু তোর জ্বর হয়েছে ----কেয়ং মজাসে বাড়ী বসে গুরুগিরি করছিস, আর আমি আজ আপিশে এক ফোঁটা সময় পাইনি একটু গুছিয়ে বসে গুরুগিরি করি --
    তা তোর থিয়োরীটা বেশ ঠিকঠাক লাগছে

    "মাদারহুড ইস অ ফ্যাক্ট, আর ফাদাড়ুড ইস অ প্রবাবিলিটি' :-))

    জোকস অ্যাপার্ট মনটাই খারাপ হয়ে যাচ্ছে --দুনিয়ায় রাগ হিংসে সব এত বেড়ে গেছে ---মেশিন নির্ভর সেল্ফ-সেন্টারড হয়ে পরছি আমরা ---শেষ কোথায় কে জানে !

    সুচে, তোর কথাগুলো বেশ ভাববার মতনই--কি যে ঠিক আর কি যে ভুল কে জানে !
    তবে এমনিতেও সমাজএর নিয়ম রক্ষে আর মর‌্যালিটির দায়িত্ব তো মধ্যবিত্তরাই চিরকাল নিয়ে এসেছে---যাদের প্রচুর আছে তারাও যা ইচ্ছে তাই করে, আবার যাদের কিচ্ছু নেই তারাও থোরাই কেয়ার?!
    আমার মাঝে মাঝে মনে হয় এবার তো সব মানুষ তৈরির কারখানাও চালু হয়ে যাবে , অর্ডার দিয়ে সব বাচ্চা তৈরি করাবে--ধ্যুস! মনটাই মেঘলা হয়ে গেল!
  • Nina | 68.45.76.170 | ১৬ আগস্ট ২০১১ ০৪:৩৫481722
  • *ফাদারহুড
    উফ! :x
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন