এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • লণ্ডন: রয়ট বিক্ষোভ বিদ্রোহ নকি ম্যনুফ্যাকচরড প্রতিবাদ ?

    pi
    অন্যান্য | ১১ আগস্ট ২০১১ | ৯০২৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Su | 109.145.63.10 | ১১ আগস্ট ২০১১ ১৯:৩৬481836
  • হয়! এই খানেই তো উত্তর খোঁজা! লাগে টাকা দেবে গৌরীসেন! গৌরীসেন এবারে এদের বলেছে ঠারেঠোরে- মুখোমুখি বলার সাহস নেই কারোরই! কনজার্ভেটিভের বডি ল্যাঙ্গোয়েজ বুঝিয়েছে এবারে মোচ্ছবের দিন শেষ! কাজ করো! নিজের টাকা নিজে কামাও!
    টিচার্স ইউনিয়ানের মিটিং এ যেতে হয় মাঝে মাঝে - এই দেশে হিউম্যান রাইটস শেষ কথা তাই এই সব আলোচনা ফিসফিসানিতেই থেকে যায়! কোনোদিন ভয়েস হয়না! একদল টিচার বলেছিল চাইল্ড বেনিফিট মাস্ট বি লিংকড উইথ বিহেভিয়ার! শুনে সব রে রে করে এসেছিল- চাইল্ডের আবার দায়িঙ্কÄ কি! তার বেনিফিটের ব্যাপারে কোনো শর্ত আরোপ করা মানে জঘন্যতম অপরাধ! এটা অবশ্য কিছু বছর আগের কথা!
    একটু আগে পার্লামেন্টের ডিসকাসনে শুনলাম ডেভিড ক্যামেরন বলছে আমরা অপরাধীর বয়স দেখবোনা তার জিনিষপত্র বাজেয়াপ্ত করা হবে! 'কনফিসকেট' কথাটা আমার সোনা দিয়ে বাঁধিয়ে রাখতে ইচ্ছে করলো। এরা লেবারের ভোটব্যাঙ্ক তবুও সাহস লাগে এই কথাগুলো বলতে। একটু স্ট্রং মেসেজ যাওয়া দরকার এই ধরনের লোকজনের কাছে!

    কে যেন বলছিলেন ইমিগ্র্যান্ট আর অ্যাসাইলাম সীকারদের কথা? ওয়েল আমি আপাতত কিছু বলিনি ওদের নিয়ে অনেক কথা বলার থাকতে পারে আছেও- কিন্তু এখনো পর্যন্ত কিছু বলিনি! সে কথাও আসবে হয়তো।
  • S | 90.200.14.201 | ১১ আগস্ট ২০১১ ১৯:৩৮481837
  • আর affluent , খবরের দেখালো পায়ে নাইকি হাতে ব্ল্যাকবেরি আর তাতে tweeter through তারা জানাচ্ছে এবার কোথায় লুট করতে যাবে।
  • kiki | 59.93.213.191 | ১১ আগস্ট ২০১১ ১৯:৪১481838
  • ব্যাস!!!

    সু,
    চাপ নিয়োনা, তুমি যেভাবে দেখেছো, বলবে।আমরা পড়ছি।

    তবে কতগুলো ব্যাপার, যদিও এব্যাপারে কোনো মিল নেই, তবু,আমার চলার রাস্তায়, তিন জায়গায়
    ১।আর্কেডিয়ায় টেলিফোন অফিসের সামনে
    ২।অজন্তা কোয়াটারের পাঁচিলের গায়ে
    ৩।তারাতলার ব্রিজের নিচটাতে

    কয়েকবছরের মধ্যে কালোপ্লাস্টিকের ঝোপড়ি গজিয়ে উঠলো। তাতে কিছু গরীব মানুষ বাসা বেঁধেছে।বলার সেটা নিয়ে নয়, একসময়ে আমার দাদু ও বাঙলা দেশ ছেড়ে এদেশে উঠেছিলেন।খুব গরিবী বাবারাও কাটিয়েছে।কিন্তু ব্যাপরটা হলো, এখানে সদস্য সঙ্খ্যা হু হা বেড়ে চলেছে,ইভেন কচি মেয়ে গুলো ও মা হয়ে চলেছে।আর এই বেড়ে যাওয়া লোকজন, প্রথম দুটো জায়গায় বাসে উঠে পড়ছে,আর তারাতলার মোরে তো আপনি দাঁড়াতে পারবেন না। ছোট্ট বাচ্চা কোলে, নয়তো ছোট বাচ্চারা এসে জড়িয়ে ধরবে। রাসবিহারির মোরেও এটা হয়।

    কিছুদিন আগে বাসেই একজন মহিলার সাথে কথা হচ্ছিলো ,একটা বাচ্চা এসে শাড়ী ধরে টানাটানি করছিলো তার, বললেন, আমি একটা এনজিওতে আছি, জানেন এদের নিয়ে যেতে চাইলেও এরা এই জায়গা ছেড়ে যাবে না,এই মহিলারা কাজ দিলেও করবেনা।

    এখন একটা মানুষ কে যখন সাহায্য করলে সে নিজেকে দাঁড় করানোর চেষ্টা করে সেটা ঠিক থাকে। কিন্তু যখন তারা দলবেঁধে ধরে নেয় তাদের সাহায্যটা ন্যায্য পাওনা, না দিলেই অত্যাচার করবে,আর সমস্যাটা বাড়তেই থাকে, হাজারটা গুন্ডা, চোর এর জন্ম দেয় তখন সেটা কি কোনো প্রবলেম নয় ত্যামন?
  • PT | 203.110.243.23 | ১১ আগস্ট ২০১১ ১৯:৪৮481839
  • থ্যাচার তো বহুদিন আগেই বলেছিল যে ""মোচ্ছবের দিন শেষ, কাজ করো, নিজের টাকা নিজে কামাও,"" নিউ লেবারও তো প্রায় থ্যাচারেরই পদাঙ্ক অনুসরণ করেছিল। এতদিন বাদেও সেই কথা ব্রিটিশদের মগজে ঢোকেনি?

    আর এটা কি সত্যি?
    A total of 333 people have died in or following police custody over the past 11 years, but no officer has ever been successfully prosecuted, according to a watchdog's report. http://www.guardian.co.uk/uk/2010/dec/03/deaths-police-custody-officers-convicted
  • pi | 72.83.100.43 | ১১ আগস্ট ২০১১ ২০:০৬481841
  • ওরকম affluent এলিমেন্ট নেই , তা তো না ?

    রায়ট, গ্যাং মেন্টালিটি আছে। কিন্তু তার সাথে অন্য কারণগুলোকে ইগনোর করে অত সাদা কালোয় দেখলে চলবে কি ?
  • ranjan roy | 122.168.211.91 | ১১ আগস্ট ২০১১ ২০:১৪481843
  • আমি খুব মন দিয়ে সুচেতনা, পিটি, পাই ও আকার বক্তব্য/লিংক পড়ছি , বোঝার চেষ্টা করছি।
    বৃহত্তর ফোকাস ছাড়া আমার একটা ক্ষুদ্র স্বার্থও আছে।
    মেয়ে মিডল্‌বরো'র টি ইউনিভার্সিটিতে অ্যানিমেশন গেমসে্‌ মাস্টার্স করছে। অক্টোবরে শেষ। তারপর ওয়ার্ক ভিসার (অন্তত: দু'বছরের) অ্যাপ্লাই করবে।
    উদ্দেশ্য স্টাডি লোন চুকিয়ে ফিরে আসা।
    আগামী বছর থেকে বৃটিশ সরকার ভারতীয় স্টুডেন্টদের এই সুযোগ দেবে না শোনা যাচ্ছে।

    পরিবর্তিত পরিস্থিতিতে কি ওকে সার্টিফিকেট পেলে ফিরে আসতে বলবো? রিটায়ার্ড বুড়ো বাপ, বুঝতে না পেরে চিন্তায় আছি। মেয়ে অবশ্যি এখনো তেমন কোন কারণ দেখছে না।
  • Su | 109.145.63.10 | ১১ আগস্ট ২০১১ ২০:২৮481844
  • পাই,
    হয়তো সার্চিং এর ব্যাপারে পুলিশ যেকোনো সন্দেহ জনক ব্যক্তিকেও খোঁজে কিন্তু ব্ল্যাকেরা রিয়্যাক্ট করে প্রয়োজনের তুলনায় অনেক বেশি! এটা ইনহেরেন্ট সমস্যা! আমার প্রচুর আফ্রোক্যারিবিয়ান স্টুডেন্ট আছে ইনফ্যাক্ট আমি যে স্কুলে পড়াই সেটা ক্যাথলিক স্কুল বলেই হয়তো ব্ল্যাকছাত্রের সংখ্যা অনেক বেশি তুলনামুলক ভাবে - আমি দেখেছি সাধারনত ব্ল্যাক ছাত্ররা ডিসিপ্লিন ব্যপারটাকে সহজ ভাবে নেয়না! তারা ভাবে হয় তুমি রেসিস্ট, নয় তুমি তাকে আননেসেসারি 'পিক অন' করছো, তারা ভাবে তুমি এখনো তাদের স্লেভ ভাবছো! এক ব্ল্যাক পেরেন্ট তো আমার এক কলিগকে বলেছিলো হু আর ইউ টু পানিশ মাই সন? আর ইউ গড? পানিশমেন্ট বলতে ডিটেনশান- সেটুকুই তো টিচাররা দিতে পারে! তার জন্যে ২৪ ঘন্টা আগে পেরেন্টকে নোটিস দিতে হয়! এর বেশি কেউ করতে চাইবেওনা দরকারও নেই - কিন্তু ছত্ররা তো বটেই পেরেন্টরাও মাঝে মাঝে সিভিয়ার ভাবে রিয়্যাক্ট করে!
    ওরা যা খুশি করতে পারবে কিন্তু ওদের ডিটেনশান দেবার কারুর ক্ষমতা নেই! অবশ্য বেশির ভাগ মা বাবাই চার্চ গোয়ার বলেই হবে হয়তো অ্যাটলিস্ট আমাদের স্কুলে খুব সাপোর্টিভ- কিন্তু কিছু ব্ল্যাক ছাত্র ও তাদের পরিবারের মধ্যে এই সাইকোলজি কাজ করে! এর পরে মনে হয় অন্যের বাচ্চাকে ডিসিপ্লিন শিখিয়ে আমি করবো কি? তাদের ডিটেনশান মানে তো আমারও ডিটেনশান! ওকে শাস্তি দেওয়া যাতে বাউন্ডারি টা কি বুঝতে পারে! সব রকম লিগ্যাল লিমিট হিউম্যান রাইতস চাইল্ড প্রোটেকশান ভেবে এইটুকুই ডিসিপ্লিনারি মেজার! এর মধ্যেও যদি রেসিস্ট বদনাম শুনতে হয় তবে যাগ্গেযাক! যে যা পারে করুক! আমরা তো টিচার! পেরেন্ট নয় পুলিশ নয় সোশাল ওয়ার্কার নয়, অথচ এই দায়গুলোর সবকটাই আমাদের পালন করতে হয়!
    আমি রাস্তাঘাটে প্রচুর সাদাকেও সার্চড হতে দেখেছি- তারাও ভায়োলেন্টলি রিয়্যাক্ট করে কিন্তু তাদের নিয়ে কাগজ টাগজ লেখেনা! ব্ল্যাক নিয়ে লিখতে একটু বেশি সল্ট আর স্পাইস দেওয়া হয় - তাই হয়তো এতো কথা তারা লেখে!
    তবে আজকাল আমার দেখায় হোয়াইট এশিয়ান কিম্বা ব্ল্যাক- সবাই 'কুল' হয়ে চায়! কালকেই একটা ডিসকাসনে বলছিলো সবাই আমেরিক্যান ব্ল্যাক হতে চায়!
  • pi | 72.83.100.43 | ১১ আগস্ট ২০১১ ২০:৪৭481846
  • সাদারাও যখন সার্চ করলে ভায়োলেন্টলি রিঅ্যাক্ট করে , তখন ব্ল্যাক দের নামে আলাদা করে এই নিয়ে অভিযোগ কেন ?

    ঐ লেখাটাতে যা পড়লাম, অমনিভাবে সর্বক্ষণ স্ক্যানারের আন্ডারে থাকলে আমাদের কেমন লাগত ? ঐ ভাবে কথায় কথায় ছুতো নাতায় সার্চ করলে আমরা ভায়োলেন্টলি রিঅ্যাক্ট করতাম না ?
  • Nina | 12.149.39.84 | ১১ আগস্ট ২০১১ ২০:৫০481847
  • আমি খুব মন দিয়ে বোঝার চেষ্টা করছি---আর সুচে, এই আমেরিকান ব্ল্যাক বলতে ওরা কি মিন করে?
    আমার নিজস্ব অভিজ্ঞতায় দেখেছি --"Roots" পড়ে যে ধারণা ছিল সেটা এদেশে এসে, থেকে, এবং সাদা ও কালোদের কাছ থেকে দেখে অনেক মডিফাইড--কালোরা এক অত্যন্ত ভিকটিম মেন্টালাটিতে ভোগে আর অন্য মাইনরটিদের নিজেদের কমপিটিটর ভাবে---অবশ্যই এটাও জায়গা বিশেষে, মানুষ বিশেষে বদল হয়---তবে সাদারা যতটা মন খুলে আমাদের সঙ্গে মেশে, কালোরা যেন ঠিক অতটা নয়--জানিনা এই গুলো এত fine line এর এদিক ওদিক--ঠিক একটা কথায় আমি কিছুতেই বোঝাতে পারিনা!

    যাকগে--ব্যাক টু রায়ট--আর এই রায়ট কি এখন যে যা পার লুটে নাও--এইবেলা ? এইরকম একটা ভাবনাও কি কাজ করছে?

    সুচে ক্রয়ডন ইজ বার্নিং -পাই এর লিংকে পড়লাম--তোরা সব সাবধানে থাকিস।
  • S | 90.200.14.201 | ১১ আগস্ট ২০১১ ২০:৫৪481848
  • সাদা কালোর মতো simple তো নয়। DARCUS HOWE এর প্রথম প্যারার সাথে কোনো দ্বিমত নেই আমার । আর এই জে সু বললেন ব্ল্যাক রা বেশী react করে তার জন্যো তো মনে হয় আমার পিছনের ইতিহাস ই দায়ী। এটাকে আমি বলি minority complex যেটা আমাদের এখানে থাকা এশিয়ান দের মধ্যে ও খানিক্টা আছে । আমার এখন crash movie র কথা মনে পড়ে যাচ্ছে
  • Su | 109.145.63.10 | ১১ আগস্ট ২০১১ ২১:০৮481849
  • হোয়াইটদেরও স্ক্যান করা হয়! হয়না তা তো নয়! আমি গ্লাসগোর কথা বলি - সেখানে তো ব্ল্যাক তখন ছিলো না কিন্তু ক্রাইম ছিলো - প্রতি কাউন্সিল হাউসে সিসিটিভি, ক্যামেরা, সিকিউরিটি গার্ড, পুলিশ- সব কিছু মোতায়েন থাকতো! তবু মাতালরা গ্লাস উইন্ডো ভাঙতো, লিফটের মধ্যে হিশু করে রাখতো কিছু গ্যাং ফাইট হতো -- তারা অভ্যস্ত এসবের মধ্যে- স্ক্যানার ফ্যানার কে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে দিব্বি সরকারী ডোলের পয়সায় কাটিয়ে দিতো জীবন! ওদের গায়ে লাগতোনা- এটা ওদের দেশ- সরকার খেতে পরতে থাকতে দিচ্ছে ব্যাস!

    ওয়ার্কিং ক্লাস ব্ল্যাক স্পেশালি ওয়েস্ট ইন্ডিয়ান
    ব্ল্যাকেদের ব্যাপারে আরেকটা ডাইমেনসান হলো তারাও এই সব সুবিধাই পায়- সব কিছুই করে তবে ওদের স্ক্যানারের নিচে রাখলে ভাবে স্লেভ ভাবছে বলে এমনি করা!
    এবারে তুমি বলতে পারো কাউন্সিল হাউসে থাকার মানেই তো গ্যাং ফাইট করা নয়, তার মানেই তো ড্রাগ ডিলিং নয় তার মানেই তো নাইফ ক্রাইম নয়! এটাও জানি যে অপরাধীরা মাইনরিটি কিন্তু তারা মিশে আছে একটা হিউজ ক্রাউদের মধ্যে!
    এদের আলাদা করবে কি করে? এটা শক্ত কাজ! তাই হয়তো যারা নির্দোষ- হার্ড ওয়ার্কিং সিটিজেন (রং মেনশান করলামনা) তাদের এই স্ক্যানারের নিচে বিরক্তি আসতেই পারে! তবে তাদের দেখাদেখি সত্যি অপরাধীরাও এই বিরক্তির ভান করতে শুরু করেছে! - এটা অবশ্যই একটা চ্যালেঞ্জ আর কিভাবে তুমি রিয়েল বদমাশ কে চিনবে সেই পরশ পাথরের সন্ধান পুলিশ কি করে পাবে - সেকথা আমার জানা নেই!
    ক্রয়ডনের এশিয়ান মেলাতে হামেশা পাকিস্তানি টিনেজারদেরই অ্যারেস্ট করে বা সার্চ করে- ইন্ডিয়ানদের তেমন করেনা বা বাংলাদেশিদেরও করেনা! সেই নিয়ে পাকিস্তানি কম্যুনিটিরও একই অভিযোগ ভাবে আমরা আমরা বলেই এই স্ক্যানার! এটা সত্যি একটা শক্ত অঙ্ক বটে!
  • bb | 117.195.166.97 | ১১ আগস্ট ২০১১ ২১:১৩481850
  • এই কালোদের রিয়্যাক্ট করা অত সহজে বোধ হয় ব্যাখা করা যাবেনা।
    নিজে সংখ্যালঘু না হলে এই ছোটখাটো ঘটনায় বুঝিয়ে দেওয়া যে তোমরা আলাদা এই ব্যাপারটা খুব খারাপ।
    যত বার ইউরোপে যাই আর নন ইউ পাসপোর্টের লম্বা লাইনে দাঁড়াতে হয় আর ইমিগ্রেসেনকে বোঝাতে হয় আমি থাকার জন্য আসি নি তত বার আমারও খুব নিজেকে হীন লাগে। বা UK ভিসার জন্য ৬ মাসের Bank Statement বা Asset details দিতে হয় তখন মনে হয় কেন এই বৈষম্য। আমি austinafro-american পরিবারের সঙ্গে থেকেছি। সব কিছু স্বাভাবিক কিন্তু তবু মনের গভীরে আছে বিশ্বাস যে আজ তারা বৈষম্যের শিকার
  • pi | 72.83.100.43 | ১১ আগস্ট ২০১১ ২১:১৮481851
  • 'রিয়েল বদমাশ' এইরকম অ্যাবসলিউট জাজমেন্ট দেওয়াটা কিন্তু আরো কঠিন, সুচেতনাদি।

    ঐ যে S বল্লেন, পিছনের ইতিহাসের কথাটা। ওটা থেকে উপড়ে এনে বিচার করলে এই সমস্যাগুলো হবেই।
  • q | 80.239.243.194 | ১১ আগস্ট ২০১১ ২১:২৯481852
  • Completelyalienatedfromhistoricalandsocialperspectives, uttertrash.Carryon...
  • Sibu | 66.102.14.1 | ১১ আগস্ট ২০১১ ২১:৩০481853
  • কালোদের পুলিস বাজে ভাবে ট্রীট করে এটা তো ঠিকই। সে সেই স্কটসবরো ট্রায়াল (http://en.wikipedia.org/wiki/Scottsboro_Boys) থেকে শুরু করে হালের ওকল্যান্ড বার্ট শুটিং (http://en.wikipedia.org/wiki/BART_Police_shooting_of_Oscar_Grant) পর্য্যন্ত হয়ে আসছে।

    আর এই কোটটা দেখুন:


    http://en.wikipedia.org/wiki/Race_and_crime_in_the_United_Kingdom

    However, research on young people published by the Home Office suggests that, once other factors have been controlled for, such as weak school discipline, liberal parenting, strong parental guidance, socioeconomic class, local drug problems, weak local control, siblings in trouble with the police, household size, gender, and family type, then ethnicity is not a reliable predictor of the propensity to commit crime.


    কলোরা রাগ তো করবেই।

    আমরা যখন পরাধীন ছিলাম তখন বৃটিশরা আমাদেরও ঐ রকম বলত - ভারতীয়রা অসৎ, স্বাধীনতার অযোগ্য, অলস ইত্যাদি। আমাদের স্বাধীনতা সংগ্রামীদের বৃটিশ টেররিস্ট বলত। দুদিন স্বাধীন হেয়েই সব ভুলে গেলে কি হয়?

    অন্য টই ভত্তি হয়ে গেছে, তাই রঞ্জনবাবুর কথাটার একটু উত্তর এখানেই দেই। কংশাল বা সিআইএ নিয়ে আলোচনায় রুচিতে বাঁধবে কেন? আর কংশাল মানে শুধু সিদ্ধার্থ রায়ের পঞ্চম বাহিনী তো নয়, যারা সিদ্ধার্থ রায়ের অপশাসনের সুযোগ নিয়ে রাজনৈতিক শোধ নিতে উঠেপড়ে লেগেছিল তারাও। আর কে কাকে আমেরিকার দালাল বলল গুরুর পাতায়? কেসটা দেখলে হয়তো কিছু বলতে পারি। অবিশ্যি আমেরিকার দালাল তো আর স্বঘোষিত হয় না। বক্তব্য শুনে বা কাজ দেখেই তাদের চিনতে হয়।
  • Su | 109.145.63.10 | ১১ আগস্ট ২০১১ ২১:৩১481854
  • ঠিক bb , ব্যাখ্যা করা যাবেনা তার মানে এটাও নয় যে তারা অপরাধ করলে সেটা অ্যাকসেপ্টেবল- এই দুই এক্সট্রিমের মাঝমধ্যিখানে কোথাও একটা সমঝোতায় আসতে হবেই!
    আফ্রিক্যান ব্ল্যাকরা কিন্তু ঠিক এই আওয়াতায় পড়েনা- তারা ভীষন স্ট্রিক্ট! ইন্ডিয়ান পেরেন্টিং আর আফ্রিক্যান পেরেন্টিং এর মাঝে কোনো তফাৎ আমি দেখিনা! জেনেরালি ডাবল পেরেন্ট ফ্যামিলি- মাসি পিসি কাকু জ্যেঠু সব্বাইকে নিয়ে সংসার! এদের বাচ্ছারাও যে বদমাশি করেনা তা নয় কিন্তু টিচার হিসেবে শুধু একটা ফোন করলেই ম্যাজিক্যাল এফেক্ট হয়! বাবা মা টিচারের সাথে একসাথে হয়ে বাচ্ছাকে বুঝিয়ে দেয় ভালো মন্দ কনসিকোয়েন্স কিন্তু প্রবলেমটা ওয়েস্ট ইন্ডিয়ান দের নিয়েই বেশি! আমি স্টিগমাটাইজ না করেই বলছি স্ট্যাটিস্টিক্স ও হয়তো বলবে জামাইক্যান পেরেন্তিং কিম্বা টিনেজ ক্রাইম অনেক বেশি তুলনামুলক ভাবে যে কোনো এথনিক গ্রুপের তুলনায়! আমি খুব ছোট্ট পার্সপেকটিভে বলছি অন্তত ক্রয়ডন বা সাউথ লন্ডনে গ্যাং ক্রাইমে জামাইক্যান রা সবার আগে! কিছু সোমালিয়ান আফ্রিক্যান গ্যাং খুব নটোরিয়াস, এশিয়ান গ্যাং এর মধ্যে আমরা ভাবি পাকিস্তানিরা এগিয়ে আছে আর তার পরে আছে শ্রীলঙ্কান কিম্বা ক্রয়ডন পাকি আর স্রীলঙ্কান রা প্রায় এক লেভেল এই বলা জায়!
    তবে এই ব্যাপারতা এক এক জায়গায় এক এক রকম! স্কতল্যান্ডে যেখানে কালো ই নেই- কিন্তু সেখানে গ্যাং আছে!
    আশ্চর্য্য এদেশে এতো চাইনিজ পপুলেশান ওরা কিন্তু এসবের কথা ভাবেনা- বা ইন্ডিয়ানরাও না! জেনের‌্যালি! তবে বিপুলা এ পৃথিবীর আমি কতোটুকুই বা জানি!
  • Sibu | 66.102.14.1 | ১১ আগস্ট ২০১১ ২১:৪৯481857
  • ইন্ডিআন গ্যাং:


    http://timesofindia.indiatimes.com/home/sunday-toi/The-pigment-of-our-imagination/articleshow/1951333.cms

    With dark clouds of racial prejudice hanging over the City, I spent a few hours with Hardeep and his friends, the lads of Punjabi-By-Nature-Boys gang who rule the streets at night. They picked me from a dark corner in Jackson Heights.

    With his mighty rib cage boasting of a huge tattoo of two swords in semicircle and his headphones screaming a hate song, Hardeep played with the gas pedal as his BMW flew on Bhangra beats.

    They rolled spliffs and smashed empty beer bottles on the road. "So, what do you think is goin' on here, this racial profiling and all," I shot a question and they all began to talk at the same time. We're tough guys, we no pansies.

    We're not black. We're not white. They all pick on us. They call us smelly Indians. We take no shit from no SOBs who call us FOBs. We ain't afraid of no White trash. We don't give no shit to no nigga. We gonna bust all Dot Busters.

  • PT | 203.110.243.21 | ১১ আগস্ট ২০১১ ২১:৫৪481858
  • এই কালো, গ্যাং ইত্যাদি শুনলে আমার অন্য সমস্যা হয়। ভারতীয়দের মত রেসিস্ট জাতি খুব কম আছে। এদেশের বেশীর ভাগ লোক যে বাদামী সেটা দেশজ বিমান সেবিকাদের (বিশেষত: প্রাইভেট এয়ারলাইন্সের) দেখলে মনে হয় না। পাত্রী চাইয়ের বিজ্ঞাপনের কথা তো বাদই দিলাম।

    আর অনাবাসী ভারতীয়রা সেদেশের কালোদের, সাদাদের থেকেও খারাপ চোখে দেখে। ভারতীয়দের সন্তানেরা সাদাদের সঙ্গে সংসার পাততে পারে কিন্তু কালোদের সঙ্গে - দূরবীন দিয়ে খুঁজতে হবে। কাজেই ভারতীয়রা যখন ওদেশের কালোদের সম্পর্কে কোন জাজমেন্ট পাস করে তখন তা নিয়ে ভাবনায় পরে যাই।

    @RR
    মেয়েকে ফেরাবেন না। লন্ডন দিল্লীর থেকে বেশী নিরাপদ।
  • I | 14.96.152.131 | ১১ আগস্ট ২০১১ ২২:১৮481859
  • পিটিকে ক।
  • aka | 168.26.215.13 | ১১ আগস্ট ২০১১ ২২:২০481860
  • বিগাইকে ক।
  • I | 14.96.152.131 | ১১ আগস্ট ২০১১ ২২:২৭481861
  • সাউথহলে একদম এই বর্ণনামাফিক (শিবুদা'র লিং পশ্য) পাঞ্জাবী মুণ্ডা দেখেছি।
    আর ভারতীয়দের এই ধারণা উইশফুলফিলমেন্ট কিনা জানিনা। সায়েবরা বোধ হয় পাকিস্তানী, বাংলাদেশী, ভারতীয় আলাদা করে দেখে না। একধারসে সকলকেই পাকি বলে।
    আমি সায়েব আমজনতা মিন করছি।
  • rimi | 168.26.205.19 | ১১ আগস্ট ২০১১ ২২:৩০481863
  • পিটির কথা যে কত সত্যি তা নিজেকে এবং চারপাশের বেশি কিছু শিক্ষিত ভারতীয়কে দেখে বুঝতে পারি। আমার মনে বহুদিন পর্যন্ত সাদাদের প্রতি এক সূক্ষ্ম দুর্বলতা ছিল। অনেক কষ্টে সেটাকে তাড়িয়েছি।
  • dri | 117.194.248.48 | ১১ আগস্ট ২০১১ ২২:৩০481862
  • নানারকম থিওরি তো হল। এবার একটা সত্যিকারের ভিডিওগ্রাফিক এভিডেন্স দেখা যাক।
    । আমার এই ধরণের আনকাট, আনএডিটেড, অ্যামেচার ভিডিও নিউজক্লিপিং এর চেয়ে বেশী ভালো লাগে। এডিটিং এর অনেক মোটিভ থাকে অনেক সময়।

    কতগুলো ব্যাপার নোটেব্‌ল। পুলিশের অ্যাবসেন্স। লুটিংএর ডায়নামিক্স। একে একে লুটারদের আসা, ভীড় বাড়া। এও লক্ষ্য করার মত, কেউ কেউ লুটিং এ ডিটারমিন্ড, কারো কারো একটু দ্বিধা আছে, কিন্তু শেষ পর্য্যন্ত লোভ সম্বরন করতে পারল না, কারো ইচ্ছে আছে, কিন্তু সাহস জোগাড় করতে পারল না, দূর থেকেই লোলুপভাবে অন্য লুটারদের দেখে গেল। লুটারদের রেস খুব ইভেনলি ডিসট্রিবিউটেড। যথেষ্ট হোয়াইট আছে। একটা বড় ফ্ল্যাটস্ক্রীন টিভি দুজন ক্যারি করে নিয়ে গেল, তাদের একজন হোয়াইট পরিষ্কার দেখা গেল। আরেকজনের মুখ হুডে ঢাকা বলে দেখা গেল না।

    অল্প কিছুজনকে দেখলাম পুরো মুখ কাভার করে এসেছে। এদের কেউ কেউ কিন্তু agent provocateur হতে পারে। এদের সনাক্ত করা যাবে না। কিন্তু যেই বোকাগুলো মেসেজ পেয়ে আর বার খেয়ে এসেছে তারা পরে ধরা পড়বে। আর কিছু লোক একদম ডিস্ট্যান্ট অবজার্ভারের মত দূরের দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়েছিল। তাদের কেউ কেউ পুলিশের ইনফর্মার হতে পারে। কতটা কেওস হচ্ছে সেসব রিপোর্ট করার জন্য।

    এটা আর যাই হোক, কোন রিভলিউশান নয়। ল অ্যান্ড অর্ডার ব্রেকডাউনের সুযোগ নেওয়া মাত্র। এবং জিনিষটা খুব ওয়েল অর্গানাইজ্‌ডও নয়।

    প্রশ্ন হল এদের মধ্যে কতজন ওয়েলফেয়ার পায় আর কত জন সিঙ্গল মাদার।
  • Sibu | 66.102.14.1 | ১১ আগস্ট ২০১১ ২২:৩১481864
  • ডাগদারের পোস্ট দেখে একটা পুরোনো ঘটনা মনে পড়ল।

    আমার এক ভারতীয় বন্ধু, একটু কৃপণ। সে শিকাগোতে ট্যক্সিওলাকে ঠিকমত টিপস দেয় নি। তাতে খচে গিয়ে "ড্যাম পাকী" বলে গাল দিয়েছে। শুনে বন্ধু কি খুশী, উসকা নাম খারাব কর দিয়া।
  • I | 14.96.152.131 | ১১ আগস্ট ২০১১ ২২:৪২481865
  • আমারো এক বন্ধু ছিল বিলেতে। সে ঝাড়খণ্ডের লোক। বাড়িশুদ্ধ সবাই সিপিআই। সে-ও আগে সিপিআই ছিল, এখন হার্ডকোর বিজেপি। পাকিদের ওপর কী রাগ ! সায়েবদের থেকেও বেশী রাগ। এখন, আমরা থাকতাম বার্নলে-তে। গিজগিজ করছে, পাকিস্তানী, আফগান। বেশ রেসিয়াল টেনশন। লণ্ডন টিউব ব্লাস্ট হয়ে গেছে। ব্লেয়ার মসজিদে নজরদারী-র মত স্ট্রিনজেন্ট মেজারস নিচ্ছে। তার সে কী আনন্দ !
    আর একদিন বাড়ি ফেরার পথে-বার্নলে বেশ নোংরা শহর ছিল- বলছে- ওরা যদি চায় এখানটা লাহোর বানিয়ে নিতে, শুওরের মত থাকতে, লেট দেম। সরকারের এত কেন মাথাব্যথা ! ওরা এটা ডিজার্ভ করে।
    কিন্তু আমি রাস্তায় দেখতাম ছোট ছোট গ্যাং, মোস্টলি সাদা। নেশা করছে, পার্কের রেলিং ভাঙছে। হতে পারে আমার দেখার চোখ বায়াস্‌ড ছিল।
  • dri | 117.194.248.48 | ১১ আগস্ট ২০১১ ২২:৪৪481866
  • আরেকটি অ্যামেচার ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি, একটি চীনে (বা ইস্ট এশিয়ান) ছেলে পথের ধারে পড়ে আছে। তাকে কেউ বা কারা মেরেছে। তার মুখে রক্ত। তাকে একটি কালো লোক এসে সাহায্য করল উঠে দাঁড়াতে। অমনি চারপাশ থেকে কিছু লোক ছুটে এল। ছেলেটির পিঠের ব্যাগে কিছু পাওয়া যায় কিনা দেখতে। সবাই হাতড়ালো, কালো লোকটিও হাতড়ালো। কিন্তু শেষে একটি সাদা লোক কি একটা জিনিষ নিয়ে পালালো। কালো লোকটিও একটা জিনিষ নেবে ভেবেছিল, কিন্তু নেওয়ার আগেই চীনে ছেলেটি হাঁটা লাগালো।



    সাদা চোর ছেলেটিকে কি টীনএজার মনে হল? আমার তো মনে হল আরেকটু বড়।
  • aka | 168.26.215.13 | ১১ আগস্ট ২০১১ ২২:৪৫481868
  • আমার এক দাদাকে লণ্ডন সাবার্বের কোন এক স্টেশন দুই সাদা পাকি টাকি বলে গাল দিয়ে ঘুঁষি মেরেছিল, চশমা ভেঙে কাঁচ চোখে ঢোকে, বছরখানেক ট্রিটমেন্ট করে ভালো হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন