এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • লণ্ডন: রয়ট বিক্ষোভ বিদ্রোহ নকি ম্যনুফ্যাকচরড প্রতিবাদ ?

    pi
    অন্যান্য | ১১ আগস্ট ২০১১ | ৯০২৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | 14.96.182.227 | ১১ আগস্ট ২০১১ ২২:৪৮481869
  • আমার এক টেক্সান বন্ধু হিন্দী সিনেমা সম্পর্কে বলেছিল - এক্সট্রীমলি গুড লুকিঙ হিরো হিরোয়িনস থাকে। তার আগে আমার খেয়াল হয়নি আমরাই বোধ হয় এক জাতি যাদের সাথে তাদের সিনেমার অভিনেতারা একেবারেই অন্যরকম দেখতে।
  • pi | 72.83.100.43 | ১১ আগস্ট ২০১১ ২২:৫২481870
  • এইরকম স্যাম্পল সেট এখানে আমার শুধু বন্ধু না, আত্মীয়স্বজন দের মধ্যেই আছে :)

    তবে প্রথমবার চমলেছিলা এদেশে পা দিয়েই। এয়ারপোর্টে এক বাঙালী দেখে নিজেই যেচে আলাপ করতে এলেন। আর কিছুক্ষণ পর ই শুরু হল কাল্লু (শব্দটার এই প্রয়োগ সেই প্রথম শুনি) নিন্দা। কীভাবে হন্যে হয়ে তাঁরা জায়গা খুঁজছেন, যেখানে একটিও কাল্লু থাকবেনা। ছেলের ক্লাসে যেন একটিও কাল্লু না থাকে ইত্যাদি।

    জাস্ট দুদিন আগে বাসস্ট্যাণ্ডে অপেক্ষার সময় এমনি এক 'কাল্লু' এসে মশামেসোর সাথে যেচে অনেক কথা বলে গেছিলেন। তিনি আপাতত প্যারোলে আছেন :)। তাঁর 'অপরাধ' এর কাহিনী। দেখি, পারলে লিখবো কথাগুলো।
  • dri | 117.194.248.48 | ১১ আগস্ট ২০১১ ২২:৫৫481871
  • আর প্রথম স্পার্ক, টটেনহ্যামে মার্ক ডুগানের হত্যার আই উইটনেসের বক্তব্য।


  • Su | 109.145.63.10 | ১১ আগস্ট ২০১১ ২২:৫৬481872
  • এই রায়ট টা শুরুর দিকে যাই থাক এখন কালো সাদা এমনকি বহু এশিয়ানকেও দেখা গেছে লুটেরাদের মধ্যে। প্রচুর মেয়ে আছে। এমনকি এখন বলছে এজ গ্রুপটাও ডিফাইনড নয়! একজন স্কুল টিচিং অ্যাসিস্ট্যান্ট ছিলো, একজন বড়ো বিজনেসম্যানের মেয়ের কথা শোনা যাচ্ছে! শুরুর রায়ট আর ৩ দিন পরের রায়ট অনেক আলাদা! তবুও বলা যায় এটা তেমন অর্গ্যানাইজড ক্রাইম নয় হয়তো- হুইমসের বশেই করা কিছুটা!
    পুলিশের অনেক বেশি স্ট্রিক্ট হওয়া উচিৎ ছিলো।
    আফ্রিক্যান বিশেষ করে যারা ফার্স্ট জেনারেশান তাদের তুলনা হয়না! নাইজেরিয়া ঘানা কিম্বা উগান্ডার প্রচুর ছাত্র আছে আমার তারা এবং তাদের পরিবার বেশির ভাগ ই অসম্ভব পরিশ্রমী, তারা পড়াশুনা করতে চায়, তারা ডিসিপ্লিনডও! একদম আমাদের মত ছেলেপুলেদের শাসন করে সোহাগ করে সবই করে!
    কালোদের মধ্যে সমস্যা জামাইক্যানদের নিয়ে- এটা আফ্রিক্যানরাও বলে সব সময়ই!
    যাইহোক বাবা এবারে হেব্বি টায়ার্ড লাগছে! আজকের মত এটাই লাস্ট পোস্ট - আবার ইচ্ছে হলে এসে বোর করে যাবো।

    রঞ্জনদা,
    মিডলসবরোর কাছেই আমাদের অনেক বন্ধু আছে কোনো রকম দরকার হলে বলবেন , তাছাড়াও আমরা তো আছি ই - নিনার কাছে আমার ফোন নম্বর রয়েছে।যে কোনো দরকার বা অদরকার , কোনো দ্বিধা করবেন না! যোগাযোগ করলে খুশি হবো
  • Nina | 12.149.39.84 | ১১ আগস্ট ২০১১ ২২:৫৮481874
  • @ শিবু :-)))

    সবার কথায় পয়েন্ট আছে--যখন যে পিঠে কয়েনটা হাতে এসেছে---ঐ অন্ধের হস্তি দর্শনও খানিকটা।

    ঠিকই , আমরা ভারতীয়রা বলি কালোদের কালুয়া--কিন্তু সে তো আমরা মেড়ো , নেড়ে, খোট্টাও বলি---আমরা রেসিস্ট তাই বলাই যায়!

    এবারে এখানে দুটি বিয়ে হল
    ১) কালো জামাই---মেয়ের বাবা মা, বাঙালী কম্যুনিটি সবাই হৈ চৈ করে বিয়ে দিল--অন্যদিক কিন্তু খুব ঠান্ডা--এখনও তেমনভাবে ওয়েলকাম করেনা --তাদের অমন ভাল কালো ছেলে হাতছাড়া হয়েছে--কিন্তু সাদারা অনেক বেশি মিশে যায়---(এক্ষে্‌সপ্‌শন আছে!)

    ২) মুস্লিম জামাই---আবার সেই এক ব্যাপার--বাঙালী দিক সব করল সুন্দর করে--ছেলের দিক থেকে একজনও এলনা--এক বন্ধু ও তার স্ত্রী ছেলের দিকে দাঁড়াল।

    আমরা যদি রেসিস্ট তো অন্যরা বেশি বই কম নয়--প্রবলেমটা সবাই জানি--সল্যুশানটা কি?

    সুচে, নিজের আঁখো দেখা হাল ডিটেলসে জানা- --ঠিক কি হচ্ছে--অপেক্ষায় থাকব।

  • pi | 72.83.100.43 | ১১ আগস্ট ২০১১ ২৩:০১481875
  • নীনাদি, মুসলিম জামাই বাঙালী নন?
  • PT | 203.110.243.21 | ১১ আগস্ট ২০১১ ২৩:০৪481876
  • এক বাংলাদেশী বন্ধুর বাড়িতে গল্প করছি। দরজায় ঘন্টা বাজল। বন্ধুর ছোট ছেলে, বছর দশেকের, দরজা খুলে ঘরে এসে জানাল, "আব্বু, কাল্লুটা আপনেরে ডাকতাসে!!"
    ""কাল্লু"" তার বাবার বন্ধুস্থানীয়।
  • Sibu | 66.102.14.1 | ১১ আগস্ট ২০১১ ২৩:০৯481877
  • নীনা লাস ভেগাসে আসবে নাকি সামনের বছর?
  • I | 14.96.152.131 | ১১ আগস্ট ২০১১ ২৩:১৪481879
  • আচ্ছা, ইউ কে -তে এই যে দ্বিতীয় প্রজন্ম বাদামীদের "কোকো' বলা হয়, সেটা কি আম্রিগাতেও চালু?
  • aka | 168.26.215.13 | ১১ আগস্ট ২০১১ ২৩:২২481880
  • ভদ্র সমাজে কোনদিন ফেস করি নি। আমার পুত্রের রিলেটিভলি কমপ্লিকেটেড নাম যত্ন করে শিখে সঠিক (ওয়েল প্রায়) উচ্চারণে বলার চেষ্টা করে। আড়ালে কি বলে জানি না।
  • bb | 117.195.166.97 | ১১ আগস্ট ২০১১ ২৩:৩৪481882
  • উফ "এই তুমি মুসলিম, আমি তো ভাবলাম বাঙালী" এইটা এত এখনও অবাক করে আমাকে।
    আমাদের নিজেদের মনের এইগুলি যতক্ষণ না দুর করতে পারবো, আমাদের অন্যদের রেসিস্ট বলার কোন অধিকার নেই বলে মনে হয় :(
  • dri | 117.194.248.48 | ১১ আগস্ট ২০১১ ২৩:৩৪481881
  • আসলে এটা হওয়ারই ছিল।

    মিডিয়া এই স্টোরিটাই সেল করতে চাইছে। দেশটা স্পয়েল্‌ট কিড্‌সে ভরে গেছে। এরা কোন কাজ করবে না। কিন্তু বেনিফিট পাবে। গাঁজা খাবে। ফুর্তি করবে। গ্যাংবাজি করবে। (কাটো এদের বেনিফিট)

    ফিন্যানশিয়াল ক্রাইসিসে কাট অবশ্যম্ভাবী। এটা একটা এরিথমেটিক ইনেভিটেবিলিটি। কিচ্ছু করার নেই। প্রশ্ন হল কার ঘাড়ে কোপটা পড়বে।

    উপরের মিডিয়ার গল্পটা ভালো চাকরী করা মিড্‌ল ক্লাসের পছন্দ হয়েছে। কারণ কাটটা তাহলে লোয়ার ক্লাসের ওপর দিয়ে যায়।

    এমন কাট যদি প্রোপোজ করা হত যাতে মিড্‌ল ক্লাস অ্যাফেক্টেড হয় (পেনশান বা হেল্‌থ সার্ভিস) , তারা হৈচৈ বাধিয়ে দিত।

    money --
    it's a crime
    share it fairly,
    but don't take a pie from my slice

    (pink floyd)


    রিসেশান বড় নিষ্টুর। কত সহজে ক্লাস ওয়ারফেয়ার বাধিয়ে দিতে পারে। মিড্‌ল ক্লাস আর লোয়ার মিড্‌ল ক্লাসে ঝগড়া বাধিয়ে দিয়ে আপার ক্লাস মজা দেখছে। নট সারপ্রাইজিংলি, সিটি অফ লন্ডনের ফাইনান্সিয়াল ডিসট্রিক্টে, কিংবা বাকিংহাম প্যালেসের কাছে কোন রায়ট হয়নি। (হলে পুলিশ এইরকম চুপ করে মজা দেখত না)
  • Nina | 12.149.39.84 | ১১ আগস্ট ২০১১ ২৩:৩৯481883
  • এবাবা --খুব অন্যায় করছি--এখন একেবারে নেটে আসা নো নো :-((
    তবু
    পাই, হ্যাঁ বাঙালী-মুসলমান--
    জানিস তো আমরাই bongs হলাম সবচেয়ে খারপ ;-)) লোকের খুঁত ধরতে ওস্তাদ---সে বাওয়া কি কাল্লু, কি পাঁইয়া, কি নিনা কি যেই হও!

    সেই যে বলেছিলেন "what bengal thinks today , india thinks tomorrow ত আমরা বাঙালীরা নিজেদের মধ্যে
    what i think today, you think tomorrow

    শিবু আসছি নেক্সট বঙ্গতে, কি সব খাওয়াবি বলেছিলি তো :-০

    ইন্দোডাগদার, এখানে পটেটো বলে শুনেছি--ওপরে ব্রাউন, ভেতরে সাদা :-))

    নাহ! আমার চাগরিটি খোয়ালে চলবেক নাই--পলাইলাম :-))
  • ppn | 112.133.206.22 | ১১ আগস্ট ২০১১ ২৩:৪০481884
  • আমাকে অবাক করে না। আমাদের এক কলিগ একবার মীরাক্কেল দেখতে দেখতে বলেছিল "মীরের বউটা শুনেছি বাঙালি'।
  • Nina | 12.149.39.84 | ১১ আগস্ট ২০১১ ২৩:৪৩481886
  • উফ! 'S গুলো হবেনা think
  • ppn | 112.133.206.22 | ১১ আগস্ট ২০১১ ২৩:৪৩481885
  • পটেটো নামটা বেশ ইনোভেটিভ। তরমুজের মতন। :)

    তবে শুনেছি বুশসাহেব বানাম লিখতে গিয়ে ছড়িয়ে একাকার করেছিলেন।
  • dri | 117.194.248.48 | ১১ আগস্ট ২০১১ ২৩:৪৯481887
  • যে কোন ইভেন্টের পরই একটা প্রশ্ন করতে হয়। que bono? হু বেনিফিট্‌স?

    কোথায় কোথায় কাট হবে সেই প্রোপোজালে পুলিশ বাজেটে কাট হওয়ার অপশানও ছিল। কিন্তু পুলিশ অলরেডি চেঁচামেচি জুড়ে দিয়েছে। আমরা আন্ডারস্টাফ্‌ড, এই স্কেলে রায়ট হ্যান্ডল করতে পারব না। মিডিয়াতে একটা জনমত গঠন অলরেডি শুরু হয়ে গেছে যে পুলিশ বাজেটে কাট করা, এই অবস্থায় একেবারেই সঙ্গত নয়।

    আর লাভ হয়েছে ইন্সুরেন্স কোম্পানীর। সিটিগুলোতে প্রপার্টি ইন্সুরেন্সের প্রিমিয়াম এক লাফে অনেক বাড়িয়ে দিয়েছে কোম্পানীগুলো।

    কিছু মাল্টিন্যাশানাল চেনের ওপর হামলা হলেও, খুব বেশী পরিমাণ হামলা হয়েছে ছোট ফ্যামিলি বিজনেসের ওপর, মম অ্যান্ড পপ স্টোরের ওপর। যেটা খুব কিউরিয়াস। একটা অর্গানাইজ্‌ড রিভলিউশান হলে উল্টোটাই হওয়া উচিত। এই স্টোরগুলো বড় মাল্টিন্যাশানালের কম্পিটিটার ছিল। এগুলোর ডেস্ট্রাকশানে মোটিভের গন্ধ পাওয়া যায়।
  • dri | 117.194.248.48 | ১১ আগস্ট ২০১১ ২৩:৫৬481888
  • ইন্ডিপেন্ডেন্ট পোলিস কমপ্লেন্ট্‌স কমিশনের রিপোর্ট অনুযায়ী মার্ক ডুগান পুলিশকে লক্ষ্য করে কোন গুলি চালায় নি, যেটা পুলিশের বক্তব্য ছিল গুলি করার জাস্টিফিকেশান হিসেবে।

    http://news.sky.com/home/uk-news/article/16046775
  • S | 90.200.14.201 | ১১ আগস্ট ২০১১ ২৩:৫৮481890
  • বাহ মুস্লিম জামাইকে এভাবে বাঙালী কমুনিটি মেনে নিলো আদর করে । এখানে অন্য ঘটনা শুনলাম, আমার পাড়াতেই একজন আছেন আমি মাসি বলে ডাকি, ওনার ছেলে doctor একটি pakistani doctor কে বিয়ে করেছে। তো মাসি আমায় বলছিলেন যে দেখ আমরা বাঙালীরা বেশি racist ওনার ছেলের এই বিয়ের জন্য ওনাকে শুন্তে হয়েছে যে উনি নাকি ছেলেকে মানুষ করতেই পারেন নি, কেউ বলেছেন এটা এত লজ্জর কথা উনি কাউকে যেন না বলেন, আর এগুলো বলেছেন এখানে থাকা socalled শিক্ষিত ওনার বন্ধুবান্ধব রা।

    আর এদিকে এখানে সারারত ধরে court চলেছে। শুধু ম্যানচেস্টার ১৮৭ জন কে ধরে ছিলো, তার মধ্যে ১০০জন কে court এ তুলে ৮০ জন আজ থেকে prision এ চলে যাছে।so quick. just unbelievable
  • S | 90.200.14.201 | ১২ আগস্ট ২০১১ ০০:০৮481891
  • ঊপস বাঙালী বলতে বাঙালী হিন্দু ।
  • Sibu | 66.102.14.1 | ১২ আগস্ট ২০১১ ০০:২৫481892
  • @Nina

    সেই জন্যেই তো খোঁজ নিলাম। খাবার তৈরী রাখতে হবে তো।
  • ranjan roy | 122.168.211.3 | ১২ আগস্ট ২০১১ ০১:১৭481893
  • সুচেতনা,
    অসংখ্য ধন্যবাদ।
    পিটি , আপনাকেও ধন্যবাদ।
    আই/পিটি/বিবি/ শিবু সবাই নীনা যেমন বলেছেন , সমস্যার বিভিন্ন দিক নিয়ে আলোক[পাত করেছেন।
    শিবু,
    টইয়ে নতুন জায়গা হয়েচে, দেখে নেবেন।
    যিনি সিআইএ/অমেরিকার বেতনভূক বলে সন্দেহ প্রকাশ করেছিলেন, তিনি আমার বিশেষ প্রিয় ব্যক্তিত্ব যে!
    প্রথমদিকে কয়েকটি পোস্টে ওনার নাম ও স্পেসিফিক পোস্টের উল্লেখ করেছিলাম। তার পরে নাম দিচ্ছি না, মনে হল ঠিক হবে না। নানান বিষয়ে ওনার বক্তব্য আমার পছন্দ। ওনাকে কেউ below the belt কিছু বল্লে আমি প্রতিবাদ করে থাকি। উনিও আমাকে একটু প্রশ্রয়ের চোখে দেখেন।
    কিন্তু কথা হচ্ছে আপনার আমার( বা অন্য কারো) পোস্ট পড়ে মনে হতেই পারে এই লোকটি ইডিওলজিক্যালি কংশাল/ সি আইয়ের পেইড্‌ এজেন্ট।
    আমার কথা হচ্ছে আপনার ওরকম মনে হলেও ওপেন ফোরামে আমাকে (বা অন্য কাউকে) ওরকম অভিধা দেয়ার অধিকার আপনার বর্তায় না,(আমারো না)। আমার বক্তব্যের তথ্য এবং
    যুক্তিভিত্তিক প্রতিবাদ করাই যথেষ্ট।

  • suddhasatya | 117.194.227.69 | ১২ আগস্ট ২০১১ ০২:৫৭481894
  • কয়েকটা কথা না লিখে পারলাম না। এলোমেলো কিছুটা লেখা হচ্ছে। কিন্তু আপাতত রেখে গেলাম এটাই আপনাদের জন্য। ব্রিটিশ টেলিকম (নাকি টেলিফোন)-এর কল সেন্টারটা সল্ট লেক, পশ্চিমবঙ্গ। আর ওদের সাম্প্রতিক সংখ্যাতঙ্কÄ বলছে কর্মহীন যুবকের সংখ্যা ৮,৩৮,০০০ (বয়স ১৫ থেকে ২৪ এর মধ্যে)। ব্রিটেনের জনসংখ্যা এখন ২০০৯-এর ৬,১৭,৯২,০০০ জন ছাড়িয়ে বেড়ে চলেছে। ছোটদের থেকে ক্রমশ বেড়ে গ্যাছে পেনশনভোগীদের সংখ্যা। বেড়ে চলেছে ওদের তঙ্কেÄ দরিদ্রের সংখ্যা।
    মূলত তিনধরনের দারিদ্র ওদের হিসেবে।
    এক,সম্পুর্ণ দারিদ্র। মানে যাদের বেঁচে থাকাই দায় হয়ে গ্যাছে।
    দুই, আপেক্ষিক দারিদ্র। অর্থাৎ ওদের হিসেব মত ওদের মধ্যবিত্ত উপার্জনের (Medianincome) সীমা থেকে কম। এই প্রসঙ্গে একটু লিখে রাখি,
    ২০০৪/২০০৫ এর হিসেব বলছে এক সপ্তাহে দুজন প্রাপ্তবয়স্কের সংসারের উপার্জন গড়ে ১৮৩ পাউন্ড, একজনের ১০০ পাউন্ড,দুজন প্রাপ্তবয়স্ক দুটি বাচ্চাকে নিয়ে থাকলে তার খরচ ২৬৮ পাউন্ড, একজন দুটো বাচ্চাকে নিয়ে থাকলে ১৬৮ পাউন্ড। আয়কর, জাতীয় বিমার টাকা বাদ দেবার পরে এই হিসেব। এছাড়াও বাদ পড়বে কাউন্সিল কর, ভাড়া, বন্ধকী খরচ, জলকর। তবে এই হিসেব। এর নীচে হল একধরণের দারিদ্র যা আপেক্ষিক। (এই ঝামেলায় যারা আছে তাদের একাংশ এই আপেক্ষিক দরিদ্র অংশ থেকে আসছে দেখা যাচ্ছে।]

    তিন, সামাজিক ভাবে বাদ- দের (Sociallyexcluded) দারিদ্র। সেটা সম্পর্কে বলা হচ্ছে প্রধানমন্ত্রীর তরফে,"…ashorthandlabelforwhatcanhappenwhenindividualsorareassufferfromacombinationoflinkedproblemssuchasunemployment, poorskills, lowincomes, poorhousing, highcrimeenvironments, badhealthandfamilybreakdown". (হাউস অব কমন্সের স্কটিশ অ্যাফেয়ার্স কমিটি-তে)।

    এছাড়াও আছে জল দারিদ্র, পেট্রোল দারিদ্র ইত্যাদি। কিন্তু সে সবের চেয়েও অনেক বেশী গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই দরিদে্‌র্‌দরকে এদের দেখতে হচ্ছে কেন? কেন শিল্পোন্নত দেশ এবং শিল্প বিপ্লবের বিজ্ঞাপণ এতকাল দেওয়ার পরেও এখন এদের এমন হাল হচ্ছে? কারণটা হল সম্পদ সৃষ্টির পিছনে যে উপনিবেশ লুটের টাকা আছে তা এরা জানতো খুব ভাল করেই। ঐ টাকা ছাড়া হতেই পারতো না এই সব বুলির বিপ্লব। সেই জন্যেই এদের ন অর্থনৈতিক উপনিবেশ বানানোর খেলা চলেছে এতকাল। তাতেও লাভ হয় নি। সে খেলাতেও এখন আর সামলানো যাচ্ছেনা। আসলে এদের লুটের অনুপাতে জনগণকে দিতে হয়েছে তার ঘুষ। এককালে এদের জনগণের থেকেই শেয়ার ব্যবস্থা করে (ব্রিটেনে প্রথম) টাকা তুলে ইষ্ট ইন্ডিয়া এবং আমেরিকা কোম্পানি আমেরিকা, চীন আর ভারতে এসেছিল। লাভ বা লোকসান তখন জানা ছিল না যারা টাকা দিয়েছিল তাদের। কিন্তু যখন জেনেছে তখন ছাড়েনি লাভ নিতে। কোম্পানির বোর্ড অব ডিরেক্টরদের লুট নিয়ে অনেক কথা হয়, এদের কথা কমই হয়েছে কিন্তু। আজকের এই সামাজিক বেনিফিট তারই উত্তরসূরী (সঙ্গে এককালে সোভিয়েত রাশিয়া বা চীনের বদৌলত, ওদের মধ্যে কম্যুনিজমের প্রসার ঠেকানোর জন্য অ্যাটলিদের কেইনজিয় তঙ্কেÄর সমাজতন্ত্র (?) গড়ার কথা ভুলছি না এখানে, বেনিফিট-এর চালুর আরেকটা কারণ হিসেবে)। আজকের ব্রিটিশ পার্লামেন্টারি ব্যবস্থার শুরুতে ব্রিটেনের বুর্জোয়ারা এই দরিদ্রদের জোরের উপর ভর করেই অভিজাত,সামন্ত আর রাজার সঙ্গে দরাদরিটা করেছিল। দরিদ্রদের কোনো রকমে ঠেকিয়ে রেখে তিনদল ভাগ করে নেবে সব, এই ছিল এদের আসল গণতন্ত্রের লড়াই এর স্বরূপ। (মার্ক্স-এর লন্ডনের রবিবার দোকান বন্ধ নিয়ে শ্রমিক বিক্ষোভের কথাগুলো মনে পড়ে যাচ্ছে লিখতে লিখতে। মনে হচ্ছে বেশ কিছু মিল আছে, চার্লসের গাড়ি আক্রমণ কি আজকের লুটে।) সেই কাজ করতে গিয়ে লেবার কি টোরি কেউই কম যায়নি।
    যতটুকু জানি টোরিদের মুখে কাটের কথা বলেও ভোটের জন্য পেছোতে হয়েছে অনেকবারই। বড়লোকদের উপর কর আমেরিকাতেও বাড়েনি, এরাতো পারবেই না বাড়াতে। এবারে তারই মূল্য দিতে হচ্ছে বিশ্ববাজারের দীর্ঘ্যকালীন ধুঁকে চলার প্রেক্ষিতে। আর একটা কথাও মনে রাখার মতন, তা হল ষোড়শ শতকে উপনিবেশ আর সাম্রাজ্য গড়ার যুগে এদের জনসংখ্যা ছিল ৪ মিলিয়ন। মানে ৪০ লক্ষ। সতেরো শতকে হয়েছে ৫০ লক্ষ। ১৯৫১ তে ৫ কোটি (৫০ মিলিয়ন)। আজকে এই আকার নেবে এবং তা বোধহয় সামলানোর রাস্তা পাওয়া যাবে না এটা সূর্যাস্তহীন সাম্রাজ্যের শাসকরা ভাবতেই পারেনি। অগোছালো লেখা হল জানি। কিন্তু উপায় নেই সময় কম বলে। আপনাদের কথার জন্য কিছু জুগিয়ে দেওয়ার চেষ্টা করলাম আর কি!
  • pi | 128.231.22.133 | ১২ আগস্ট ২০১১ ০৮:১২481895
  • জ্যামাইক্যানরা তো রীতিমতন deprived বলা হচ্ছে।

    ...BRITISH SOCIAL scientist and author Ron Boyd-Macmillan, who arrived in India even as London was burning, said there was no doubt that ‘inner city deprivation had led to the violence. In the economic policies followed by a succession of governments, the people living in the inner cities – people of Caribbean origin as much as poor among the Whites – were totally ignored. There was no investment in their education. They felt they had been disowned by society, if partly by their own choice. A lot of the urban youth were angry that they did not belong to society’. Boyd-MacMillan said elements of these subclasses had been criminalised in recent times. It speaks for the real quality of the police that they had little intelligence on these developments, focussed as they were on the political watch on Islam.

    There is emerging evidence that the riots were very well organised, either in deliberate outside organisation or through contemporary social networks. The immediate political and physical response of the government has been politically naïve and mechanically brutal. The police will eventually quench the fires in the shops and the tenements, but it is a moot question how the Cameron government will restore confidence, and bring in the much needed development and injecting of resources in the inner cities of England now crowded with the deprived and the angry.

    At the end of the day, the physical poverty in the bylanes and tenements remains a tinderbox. The poverty in Great Britain’s politics provides the short fuse. And there are no indications that the government, long on rabblerousing rhetoric and short on political acumen, will be able to set up policies and structures to not just defuse the tension, but provide that long-term growth and human dignity that the people, in their twin identities as arsonists and victims, are seeking.tp://


  • Sibu | 68.29.240.128 | ১২ আগস্ট ২০১১ ০৯:১১481896
  • শুদ্ধ বোধহয় একটি বিচ্ছিন্ন দাঙ্গার মধ্যে খুব বেশী আশা দেখছে। আমি কিন্তু দ্রি-এর অ্যানালিসিসের সাথে বেশী একমত। অর্থাৎ এই দাঙ্গাকে অজুহাত করে গন-আন্দোলনের মেরুদন্ড ভেঙে দেবার ব্যবস্থা করা হচ্ছে।

    খেয়াল রাখবেন, পশ্চিমী জগতে শাসকেরা মিডিয়াকে হাত করে জনতার মগজ ধোলাইয়ের বন্দোবস্ত প্রায় সম্পূর্ণ করে এনেছে। অন্তত: আম্রিকায় তথাকথিত জঙ্গী দক্ষিণপন্থীদের একটা বড় অংশই সাধারন মানুষ। এ নিয়ে লেল্‌হালিখিও হচ্ছে। এই বইটা দেখুন http://en.wikipedia.org/wiki/What's_the_Matter_with_Kansas%3F

    মোটের উপর ক্লাসিকাল মার্ক্সিস্ট অ্যানালিসিস মনে করুন। বিপ্লবী পার্টির অভাবে নিপীড়ন থেকে ফ্যাসিবাদী শক্তির উত্থান হয়।
  • bb | 125.16.17.151 | ১২ আগস্ট ২০১১ ০৯:১৪481897
  • BTW এখন TV প্রচুর দেখান হচ্ছে যে মৃণাল চৌধুরীকে যিনি হ্যারোর মেয়র , তিনি আবার আমার পরিচিত, গত বছর সপরিবার লন্ডনে তার বাড়ীতে ডিনার করে এসেছি। বিশিষ্ট ভদ্রলোক মানুষ।
    তার কাছে তখনই অনেক কিছু শুনেছিলাম এই জীবনযাত্রা সম্পর্কে।
  • aka | 24.42.203.194 | ১২ আগস্ট ২০১১ ০৯:১৬481898
  • ১১ বছরের ছেলে নাকি লুট করেছে। কেমন জানি সব গুলিয়ে গেছে।
  • PT | 203.110.243.21 | ১২ আগস্ট ২০১১ ০৯:১৮481899
  • কেমন যেন মিলে যাচ্ছে আমাদের চেনা কোন জায়গার সঙ্গে।
  • PT | 203.110.243.21 | ১২ আগস্ট ২০১১ ০৯:২০481901
  • আমার মন্তব্যটা শিবুর 09:11 AM-র পোস্টিং সম্পর্কে।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন