এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • লণ্ডন: রয়ট বিক্ষোভ বিদ্রোহ নকি ম্যনুফ্যাকচরড প্রতিবাদ ?

    pi
    অন্যান্য | ১১ আগস্ট ২০১১ | ৯০২০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Nina | 12.149.39.84 | ১৩ আগস্ট ২০১১ ০০:২৪481658
  • পাই---আমিও এট্টুস অন্যদিকে যাচ্ছি--
    এই এখানে জুরি ডিউটি তে ডাক পড়ে তো---নানা রকম অভিযুক্তদের দেখি-কিন্তু বাপরে খুনের কেসে --অভিযুক্ত দুবার দুটি জ্যামাইকন কালো --দেখে কেমন ভয় করেছিলো---বেশি ডিটেলসে যাবনা--কেমন যেন অন্য কালোদের তুলনায় ভয়ঙ্কর দৃষ্টি--সব মিলিয়ে বেশ ভয় করেছিল।

    (ডি: -এটা সম্পূর্ণ আমার নিজের ডাল-ভাত খাওয়া ভীতু বাঙালীপানা--কোনো লিং বা ডেটা দিওনি)
  • ranjan roy | 122.168.174.197 | ১৩ আগস্ট ২০১১ ০০:৩০481661
  • আকা এবং দ্রি কে ক'। আসলে আমার সুচেতনার লেখা বন্ধ হওয়ায় একটু অস্বস্তি লেগেছে।
    ক্যালিডোস্কোপ আসুক।
    হ্যাঁ, পাইয়ের বক্তব্য খুঁটিয়ে পড়লাম এবং ক'।
  • dri | 117.194.225.88 | ১৩ আগস্ট ২০১১ ০০:৩০481660
  • আসলে সবাই বুঝতে পারছে, নানারকম প্রোটেস্ট হবে যত ইকনমি ঝুলবে। তাই দমনের সব ব্যবস্থাগুলোকে ইন প্লেস করা হচ্ছে।
  • pi | 128.231.22.133 | ১৩ আগস্ট ২০১১ ০০:৫৭481663
  • তবে সুচেতনাদি তো শেষ পোস্টে লিখেছে যে রায়টে সবাই আছে।

  • pingo | 173.253.129.81 | ১৩ আগস্ট ২০১১ ০১:৪৬481664
  • থ্রেড টাই একবার চোখ বোলালাম। সুচেতনা দি মানে Su, তাই তো?
  • Nina | 12.149.39.84 | ১৩ আগস্ট ২০১১ ০১:৫১481665
  • সু মানে ? ;-)
  • pingo | 173.253.129.81 | ১৩ আগস্ট ২০১১ ০১:৫৭481667
  • এখানে প্রোফাইল এর নাম। যিনি ব্রিটেন থেকে বড় বড় পোস্ট লিখছেন তিনিই সুচেতনা দি, তাই তো?
  • pi | 128.231.22.133 | ১৩ আগস্ট ২০১১ ০২:০১481668
  • pingo, হুঁ।
  • Azad | 116.212.105.254 | ১৩ আগস্ট ২০১১ ১১:৫১481669
  • http://unmochon.com/node/711
    অতএব 'আগুন' তুমি সিগারেটে নও ছাইভস্ম*
    লিখেছেন: আজাদ • প্রকাশকাল:12 আগস্ট 2011 - 8:06অপরাহ্ন

    জ্বলতেছে। তথাকথিত সভ্যতার স্বর্গরাজ্য জ্বলতেছে, সত্যিকারের আগুনে। রাস্তায়-রাস্তায়, মোড়ে-মোড়ে, গাড়িতে, বাড়িতে, বাজারে(সুপার শপ) দাউ দাউ জ্বলতেছে আগুন। লুট হয়ে যাচ্ছে বাজারের(সুপার সপ) দামি দামি পণ্য। স্বর্গরাজ্যের শাসকদের অবকাশকালীন ঘুম হারাম। মাতালের মত ধমকাচ্ছেন, জেলে ভরে রাখব, গুলি করে মারব, কোন মানবাধিকারের ধোয়া তুলে তোমাদের রক্ষা করা যাবে না। কোন কাজ হচ্ছে না। দ্বিগুন তেজে আগুনের লেলিহান শিখা ছড়ায়ে পড়তেছে স্বর্গরাজ্যের রাজধানী লন্ডন থেকে বার্মিংহ্যাম, ব্রিস্টল, লিভারপুল ও নটিংহ্যামের মত শহরগুলোতে। স্বর্গরাজ্যের দিকে দিকে আজ এক আওয়াজ- জ্বালোঙ্কÄ¡লো। আগুন জ্বালো। আগুন জ্বালো। আগুন জ্বালো।অ।

    রাষ্ট্র প্রথমে বলেছে এটা রায়ট মানে দাঙ্গা। দাঙ্গা? কার সাথে কার দাঙ্গা? সর্বশেষ বলেছে, ‘এই সহিংসতা কোনো রাজনীতি বা প্রতিবাদ নয়, এটা চুরি ও লুটপাট।‘ কেন? স্বর্গরাজ্যের অধিবাসীরা এমন চোর এবং লুটপাটকারী হয়ে উঠলো কেন? এইসব দাঙ্গা, চুরি, লুটপাটের ধোয়া তুলে ওরা আমাদের মূঢ়, অসভ্য, নিচ বলে গালি দিয়েছে বহুকাল, পান থেকে চূন খসলেই দেয় এখনও। আমাদের উপর চাপিয়েছে দীর্ঘ শাসন-আধিপত্যের জোয়াল। অথচ ভারতীয়রা(বাংলাদেশসহ) কোনদিনই কারও পাকা ধানে মই দিতে যায় নাই। আগ্রাসী আরব-মধ্য এশিয়ান আর বৃটিশ-ইউরোপিয়ানরাই আমাদের শিখিয়েছে লুটপাট, চুরিচোট্টামি আর দাঙ্গাবাজী। তাও সীমাবদ্ধ, তাদের মধ্যেই যারা আগ্রাসীদের ঔরস ধারণ করে মহাগর্বে চিত্‌কার করে অথবা সুখ-সুবিধার লালচে ওদের তল্পিবাহক ক্ষুদ্র শাসকগোষ্ঠির মধ্যেই। ওরা ওদের এইসব মূঢ়তা, অসভ্যতা বৈধ করার জন্য সদা তত্‌পর সাধারণ ভারতীয়(বাংলাদেশের সাধারণ বাঙ্গালীসহ)দের মধ্যে তা ছড়িয়ে দিতে।

    যাইহোক, স্বর্গরাজ্যের শাসকরা সমানে চিত্‌কার করতেছে, এইসব চোর এবং লুটপাটকারীদের বিরুদ্ধে চরম ব্যবস্থা নেয়া হবে। নেয়া শুরু হয়ে গেছে, হাজারের অধিক গ্রেফতার করা হয়েছে। সারারাত আদালত চালিয়ে তাদের বিচার করা হচ্ছে, জেলে পাঠানো হচ্ছে।

    এদিকে বাংলাদেশে মিলনকে চোর-ডাকাত বলে পুলিশ হত্যা করাচ্ছে উন্মত্ত জনতাকে দিয়ে, উন্মত্ত জনতা পুলিশের উস্কানীতে মধ্যযুগীয় বর্বরতায় পিটিয়ে মারছে সাধারণ ছাত্রদের ডাকাত বলে রাতের অন্ধকারে। ক্রসফায়ারের নবতর সংস্করণ কিনা জানি না!! উতি্‌ক্‌ষপ্ত-বিক্ষিপ্ত জনতাকে দিয়েই জনতাকে হত্যা করাও। কালো পোশাকের রাষ্ট্র তাতে জবাবদিহীতা থেকে বাঁচে। যদিও জবাবদিহীতাকে ওরা থোরাই কেয়ার করে। এইসব হত্যাকান্ডের মোটিভ খুঁজে পায়না, তাই কলম চালায় না আমাদের বুদ্ধজীবিগণ। এইসব কলমজীবি-কুলাঙ্গার, পরজীবি-উচ্ছিষ্টভোগীর দল প্রমাণ করতে দাপিয়ে বেড়ায় একটা সম্পূর্ণ জীবনের চাইতে একটা পা মহামূল্যবান! (লিমনের একটা পা অবশ্যই মহামূল্যবান এবং কোন সন্দেহ নাই তা কালো রাষ্ট্রেরই থাবা)। মামলা হালকা করার ফপরদালালী আর কাকে বলে!

    প্রশ্ন হল, পৃথিবীর দেশে দেশে জনতা আজ এত উতি্‌ক্‌ষপ্ত-বিক্ষিপ্ত-উন্মত্ত-হিংস্র-বর্বর হয়ে উঠছে কেন? আমিন বাজার, কোম্পানীগঞ্জের সাথে কি লন্ডনের কোন সম্পর্ক নাই? আজ যদি বাংলাদেশে আগুন জ্বলে তবে কি দ্বিগুন তেজে ছড়িয়ে পড়বে না?

    সারা পৃথিবীর সাধারণ মানুষ গণতন্ত্রের নামে মুক্তবাজার তথা পুঁজিবাদের প্রতারণায় নি:স্ব-রিক্ত। শাসকগোষ্ঠির বিত্ত-বৈভব আর রাষ্ট্র ক্ষমতার দম্ভ জনতার কাছে এক নিমর্ম সার্কাস। যা তাকে প্রতিদিন দেখতে হয়, সহ্য করতে হয়। যখন তার দৈনন্দিন জীবনের অনিশ্চয়তা আর হতাশা জনিত ক্ষোভের কোন আশ্রয় নাই, প্রশ্রয় নাই। রাজনীতি নাই। বি-রাজনীতিকীকরণ প্রক্রিয়ায় তাকে করা হয়েছে রাজনীতি এবং ক্ষমতা বিচ্ছিন্ন।

    ফলে তার সামনে আজ নৈরাশ্য আর নৈরাজ্য। যেখানে যতটুকু প্রকাশের পথ পায় তা কৃত-বিকৃতরূপে ফেটে পড়ে, পড়বেই। শত্রু-শাসকগোষ্ঠিকে যখন আঘাত করতে পারে না, তখন নিজেকেই আঘাত করে, আত্মমর্ষে লিপ্ত হয়। তো চলুক এই আত্মমর্ষতা। ধ্বংশই যখন নির্মানের ভ্রুণ।

    অতএব আগুন তুমি সিগারেটে নও ছাইভস্ম। আগুন হয়ে উঠুক গেরিলার বুকে সঙ্গোপনে লুকিয়ে থাকা গ্রেনেড।

    ১২.০৮.১১

    *কফিল আহমেদ-এর গান থেকে।

    http://www.youtube.com/watch?v=CJQHWwEpwAY&feature=related

  • ranjan roy | 122.168.174.197 | ১৩ আগস্ট ২০১১ ১২:৫৮481670
  • আহা! আজাদের লেখার স্পিরিট দেখে আমি একটু দাড়িদাদুর কাছে না গিয়ে থাকতে পারলাম না।:
    উপর আকাশে সাজানো তড়িৎ আলো,
    নিম্নে নিবিড় অতি বর্বর কালো।
    ভূমিকম্পের রাতে,
    তৃষাতুর আর ভুরিভোজীদের নিদারুণ সংঘাতে,
    ব্যাপ্ত হয়েছে পাপের দুর্দহন,
    সভ্যনামিক পাতালে যেথায় জমেছে লুঠের ধন।
    দু:সহ তেজে গর্জি উঠিল ভূমিকম্পের লোর,
    জয়তোরণের ভিত্তিভূমিতে লাগিল ভীষণ দোল,
    বিদীর্ণ হল ধনভান্ডার তল,
    পাতাল গুহায় উঠেছে জাগিয়া কালীনাগিনীর দল;
    বিষনি:শ্বাসে দুলিছে ভীষণ ফণা,

    -------- ----- ----
    নিরর্থ হাহাকারে
    দিওনা দিওনা অভিশাপ বিধাতারে,
    পাপের এ সঞ্চয়,
    সর্বনাশের পাগলের হাতে আজি হয়ে যাক ক্ষয়।
    বিষম দু:খে ব্রণের পিন্ড বিদীর্ণ হয়ে তার,
    কলুষপুঞ্জ করে দিক উদ্‌গার।
    ধরার বক্ষ চিরিয়া চলুক বিজ্ঞানী হাড়গিলা,
    রক্তসিক্ত লুব্ধ নখর একদিন হবে ঢিলা।

    ( স্মৃতিতে কিঞ্চিৎ ভুলভাল আছে)
  • Jay | 90.200.14.201 | ১৩ আগস্ট ২০১১ ১৩:৪৯481671
  • আমাদের নটিংহ্যামে গোল্মাল হয়েছে- তবে আমরা কিছু টের পাইনি। আমাদের পাড়াটা এমনিতে শান্ত। কিছু শেডি পকেট এখানে আছে, যেখানে গান ক্রাইম, নাইফ ক্রাইম, মাগিং আকচার- সেতো বচ্ছরভর।
    দুটো জিনিস মনে হচ্ছে-
    ১। গদ্দাফি ভাবছে- বেড়ে হল, গোল্মাল আট্টু বাড়লে ন্যাটোর ঝামেলা এট্টু কমে! ক্যামেরন সেনা নামবার প্ল্যান কর্ছিল। এবার প্যারিসে হলে হয়!

    ২। কেউ এই টইতেই লিখেছেন:
    গরীব/ মধ্যবিত্যের লেজিটিমেট আন্দোলনের জায়গাটা কিছুদিনের জন্য হারিয়ে গেল। সব্বাই বিস্তর চাপে, পেটে মরে আছে !

    ৩। ক্যামেরনের 'ব্রোকেন সোসাইটি/ বিগ সোসাইটি' প্রোপাগান্ডাটা কি কিছুটা হাওয়া পেয়ে গেল? আমরা - ওরা?
  • Su | 109.145.63.10 | ১৩ আগস্ট ২০১১ ১৫:০৪481672
  • রঞ্জনদা আছি।
    অনেক কথা বলার আছে অবশ্যই তার বেশির ভাগ আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা - লিঙ্ক খুঁজে নিজের বক্তব্য কে প্রতিপন্ন করা নয়- আর তার জন্যে কিছু ব্যক্তিগত ইনফারেন্স তো আসবেই- মতে না মিলতেই পারে - আর তার জন্যে সমালোচনাও থাকবেই।
    লন্ডন আর লন্ডনের বাইরের ইংল্যান্ডের জনবসতিতে অনেকটা তফাৎ। স্কুল শিক্ষকতার সুবাদে সমাজের একেবারে গ্রাসরূট লেভেল টা কে চেনা যায়, ছাত্রছাত্রী বা তাদের পরিবার এবং সেইসূত্রে এই সমাজ টা চোখের সামনে ধরা পড়ে। আবার বলছি এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা লিংক দিয়ে প্রমাণ করতে পারবোনা।

    শ্বেতাঙ্গ এলাকার কথা প্রথমে বলি!
    প্রথমে চলুন নিয়ে যাই মিডলসবরো। কাছেই ডার্লিংটন শহরে আমরা থাকতাম। নর্থ ইস্ট ইংল্যান্ডের মধ্যে কিছু শহর বাদ দিলে বেশিরভাগই ডিপ্রাইভড বলে ধরা হয়। প্রিডমিন্যান্টলি হোয়াইট জনতা। লন্ডন ছেড়ে এসেছি ডার্লিংটনে একটা কনট্র্যাক্ট জবে, পারমানেন্ট চাকরী খুঁজছি। মিডলসবরোর একটা স্কুল থেকে ফোন করেছিলো এখনো নামটা মনে আছে ইউনিটি সিটি অ্যাকাডেমি। পারলে এখুনি দিয়েই দেয় চাকরীটা। অপূর্ব বিল্ডিং, অপুর্ব ফেসিলিটি কিন্তু অফস্টেড ইন্সপেকশান ফেল করেছে স্পেশাল মেজারে আছে। ইন্টারভিউ দিলাম চাকরীটা হয়েও গেলো - কিন্তু মন খুঁতখুঁত করছে তাই আমি সময় চেয়েছি কিছুটা। পরে খবর নিয়ে দেখলাম প্রায়ই টিচরদের গাড়িতে আগুন দিয়ে দেয়, এতো বড়ো নতুন টোনি ব্লেয়ারের স্বপ্নের অ্যাকাডেমির ক্লাসরুমেও আগুন দিয়েছে কয়েকবার, কম্পিউটার রুম ভাঙচুর করেচে। তাই ওখানে কোনো টিচার একটা টার্মের বেশি টেঁকেনা! এমনকি হেডটিচার ও টেঁকেনা।
    মিডলসবরো মেনেই নিলাম ডিপ্রাইভড এলাকা- কিন্তু প্রতিটা লোক খেতে পায়, থাকার জায়গা আছে, টোনি ব্লেয়ার এতো টাকা খরচ করে মোস্ট মডার্ন স্কুল বানিয়ে দিয়েছে- তবু সব কিছু টেকন ফর গ্র্যান্টেড নিয়ে নেওয়া কেন?
    এতো কম সেন্স অফ বিলঙ্গিং কেন? ধ্বংসকে এতো গ্লোরিফাই করা কেন? কেন এই ক্রিমিন্যাল বিহেভিয়ার! ট্যাক্স পেয়ারদের ওপর রাগ? জানে আজ ভাঙলে কাল আবার রিপ্লেস করা হবে? আবার ভাঙা হবে? টিচারদের গাড়িতে আগুন লাগানো জাস্ট ফর ফান? কেন? কেন? কেন? এদের বাবা মার কি কোনো শিক্ষা নেই?
    এই সমস্যা আজকের নয় বহু আগের থেকেই! আমি এতাকে ডিপ্রাইভেশান বলতে পারিনা আমার মনে এটা প্রবলেম অফ ওয়েলথ। চাকরি করার দায় নেই, সরকারি সম্পত্তি রক্ষা করার দায় নেই, রোগ হলে (যেকোনো লেভেল এর) এন এইচ এস আছে, পড়াশোনার দায় নেই, চাকরী খোঁজার দায় নেই, রোল মডেল নেই, এমনকি ড্রাগ অ্যাডিক্ট হলে তাদের জন্যে হেরোঈনের সাবস্টিটুট হিসেবে সরকার থেকে মেথাডোন দেওয়া হচ্ছে- যাতে তারা ড্রাগের জন্যে ভাঙচুর না করে, জ্ঞানীগুণী ড্রাগখোর রা দুটো ই নিয়ে নিচ্ছে। গভর্নমেন্টের একের পর এক স্ট্র্যাটেজি কিভাবে এদের বেসিক নীড টা অন্তত দেওয়া যায়! শিক্ষা স্বাস্থ্য বাসস্থান সব ট্যাক্স পেয়ারের টাকায়। তাদের সুযোগ আছে, ভালো করতে চাইলে তারা পারে-
    কিন্তু তবুও এই হামলাবাজির কালচার! তবুও ধ্বংসকে গ্লোরিফাই করা! তবুও কোনো সেন্স অফ বিলঙ্গিং নেই! এটাই হোয়াইট ওয়ার্কিং ক্লাস!
    অফকোর্স আমর দেখা মিডলসবরো।এই খানে আরো দুটি স্কুলে কাজ করেছি সেই অভিজ্ঞতার কথাও বলবো - অবশ্য বলতে দিলে :)
  • PM | 2.50.15.121 | ১৩ আগস্ট ২০১১ ১৫:৩৫481673
  • কিছু সাধারন myth আছে UK নিয়ে। এই টই-এর কিছু পাঠক-ও মনে হচ্ছে তার শিকার।

    শিল্পবিপ্লব প্রথম ওখানে হলেও এখানে manufacturing এখন leading industry নয়। এখন UK -র ৭০% GDP আসে serice industry থেকে। "Manufacturing is currently the third largest sector in the UK economy, after business services and wholesale/retail in terms of share of UK GDP."

    এখন UK-তে manufacturing এ এশিয়ান, ব্রাজিলিয়ান কোম্পানি গুলো invest করছে। টাটা-র investment এর ব্যপারে তো জানেন সকলে... এখন থাই কোম্পানি-ও invest করছে। একটা থাই কোম্পানি (ঘটনা চক্রে আমার client) Teesside & Redcar এ একটা বড় steel plant কিনেছে। তাই নিয়ে থাইল্যন্ড-এ বেশ একটা জাতীয়তাবাদী হওয়া চলছে।UK-র স্থানীয় কাগজ-ও বেশ গুরুত্ত দিয়ে খবর-টা প্রচার করেছে। নিচের খবরটা uk-র ঐ প্রান্তে (লন্ডন থেকে অনেক দুরে) কাজের বাজার সম্পর্কে-ও একটু ধারনাও দেবে-

    7 August 2011 Last Updated at 12.26 GMT
    "Steel firm SSI begins the search for 1,000 workers

    Up to 10,000 people are expected to apply for 1,000 posts which go on offer at the former Corus steel plant in Redcar from Monday.The plant was mothballed in February 2010 when a contract fell through, with the loss of 1,600 jobs.

    Thai firm Sahaviriya Steel Industries (SSI) bought it six months later and has said up to 1,000 new jobs will be created.The firm is accepting online applications for a range of jobs.

    The blast furnace at the plant is expected to be fired up again before the end of the year.

    A company spokesman said: "All of the vacancies will be added gradually over the coming weeks to our website and all external applicants must apply directly via our website.

    'Important step'

    "To help deal with the anticipated number of applicants we have also recruited additional HR resource. "Job Centre Plus have also provided us with a team to be based in Steel House. "We expect that our first interviews will commence in early September.

    "This is a very exciting time for us at SSI as we take an important step towards the start up of the steel making operations.

    "We are expecting a great deal of interest from potential applicants for the variety of positions we require."

  • dukhe | 117.194.227.228 | ১৩ আগস্ট ২০১১ ১৬:১৫481674
  • PM কোন মিথের কথা বললেন বুঝি নাই ।
    সু-এর অভিজ্ঞতা মন দিয়ে পড়ছি । লিখতে থাকুন ।
  • Su | 109.145.63.10 | ১৩ আগস্ট ২০১১ ১৮:৩৭481675
  • থ্যাংকিউ দুখে।

    নর্থ ইস্টের খুব নাম করা শহর ডার্লিংটন। শহরটায় সবাই সাদা বলা যেতে পারে। অতি সামান্য ইন্ডিয়ান পপুলেশান আছে। ইন্ডিয়ান দেখলে জিগ্গেস করে কোন হসপিটালে এসেছো? ইন্ডিয়ান মানেই ডাক্তার এই একটা মিথ কাজ করে! যেখানে যখন শুনেছে আমার পদবী সরকার- জিগ্গেস করেছে ওহো তুমি বুঝি ডাক্তার সরকারের আত্মীয়? ড:টি তো ডক্টর বটে কিন্তু ডাক্তার নয় -- আমি হেঁ হেঁ করে হেসেছি-
    শহরের সেরা স্কুল হামারস্নট। হোয়াইট মিডলক্লাস মেজরিটি। কিন্তু শহরের একটা শেডি পকেট হলো স্কার্নপার্ক - স্কার্ন নদীর ব্রিজের গায়ে এই জনবসতি। অপূর্ব নিসর্গশোভা এই শহরের- শুধু শহর কেন পুরো নর্থ ইস্টেরই। আমার আবার কাব্যি করার চান্স এলে একদম গুলিয়ে গুবলেট হয়ে যায় - তাই শোভা টোভা ছেড়ে কাজের কথা বলি। হামারস্নট মিডলক্লাস স্কুল বলেই হয়তো সরকারী অনুদান তেমন পেতোনা। লেবারের স্ট্র্যাটেজি এরকম ছিলো কিনা জানিনা তবে অন্তত এটা যে ফ্যাক্ট তাতে সন্দেহ নেই। তাই তখনকার হেড টিচার সরকারের সাথে নতুন চুক্তি করলেন যে শুধু মধ্যবিত্ত ক্যাচমেন্ট এরিয়াই নয় হামারস্নট ৩০ শতাংশ (?) ছাত্র স্কার্ন পার্ক এরিয়া থেকে নেবে। তার বদলে স্কুলে আসবে সরকারী অনুদান, নতুন কম্পিউটার রুম, আরো টিচিং অ্যাসিস্ট্যান্ট, টেক্সট বুক, ল্যাব ইকুইপমেন্ট। টোনি ব্লেয়ারের লেবারের এডুকেশন্যাল স্ট্র্যাটেজি ইনক্লুশান।
    আমরা - ওরা কে মিশিয়ে দেওয়া হল- এই নতুন পন্থায় হামারস্নটের মত হাই অ্যাচিভিং স্কুল সরকারী অনুদানে কিছুটা ভাগ বসাতে পারলো-
    এর পরের গপ্পো? আমি ফ্যাক্টটা বলতে একটু ভয় খাচ্ছি- কিন্তু তাই বলে অবজার্ভেশানটা বলা যাবেনা এটাও তো ঠিক নয়! হামারস্নটের মান্ধাতার আমলের ট্র্যাডিশন্যাল কাঠের বেঞ্চি গুলো বদলে নীল স্পঞ্জের চেয়ার হল, প্লাস্টিকের হোয়াইট বোর্ড বদলে ইন্টার অ্যাক্টিভ ইলেকট্রনিক বোর্ড এলো, স্কুলকে বলা হলো যদি ভালো ইনক্লুশান করে দেখাতে পারো তবে তোমাকে নতুন বিল্ডিং করে দেওয়া হবে। স্কার্ন পার্কের ছেলেমেয়েরা এলো - অনেকেই ফস্টার পেরেন্টের কাছে থাকে - অর্থাৎ মা বাবা কেউই নেই বা থাকলেও বাড়িতে শাসন নেই- রাত অবধি ঘুরে বেড়ায় রাস্তায়, হোম ওয়ার্ক শব্দটা ডিকশনারী তে নেই।স্কুলের ডায়নামিক্স বদলাতে লাগলো। বাকি ৭০ শতাংশ ছেলেপুলে ফলো করতে লাগলো এই মজার কালচার! এখানে ডিসক্লেমার- ৩০ বা ৭০ কোনোটাই ইনক্লুসিভ নয় এটা একদম জেনেরাল কমেন্ট। নতুন রঙ করা দেওয়ালে গ্র্যাফিটির হাঁচোড় পাঁচোড়, চেয়ার ভাঙছে, দরজা ভাঙছে। টিচাররা পালাতে শুরু করলো একে একে। লাঞ্চ টাইমে ছেলেপুলেকে আনসুপারভাইজড ছেড়ে দেওয়া যাচ্ছেনা তাই টিচারদের লাঞ্চ ডিউটি দেওয়া হল- টিচাররা অলরেডি স্ট্রেসড! তারাও আর অতিরিক্ত দায়িঙ্কÄ নিতে রাজী নয়। একে একে বহু টিচার অসুস্থ হতে লাগলো ডিপ্রেশান, আর্লি রিটায়ারমেন্ট এমনকি নার্ভাস ব্রেকডাউন। টিচাররা পুলিশ নয়! পেরেন্টসও নয়! মি: হাওয়ার্থ ছিলেন হেড মাস্টার - শেষ মেষ উনিও ডিপ্রেশানে চলে গেলেন- বৃত্ত সম্পুর্ণ হল- স্থানীয় লোকেরা বলতো প্রাইভেট স্কুল ছাড়া একটা ভালো স্কুল সেটাকেও নাকি লেবার গভর্নমেন্ট খারাপ করে দিলো।
    এই ছাত্ররা আগে অ্যারোগ্যান্ট ছিলো ভাবটা এমন তুমি কে হে? আমার বাবা তোমাকে কিনে নিতে পারে! কিন্তু ধ্বংসাত্মক ছিলোনা! এখন একটা ভাঙচুরের কালচার , মারপিটের কালচার , নো ওয়ার্ক কালচার জন্ম নিলো।
    ডানপন্থী বা বামপন্থী সাইড না নিয়ে শুধু অবজার্ভেশান টা বলার চেষ্টা করছি।
    এখানে কালোর ডায়মেনশান টা নেই - দু পক্ষই সাদা। একদল বিনা খাটুনিতে সব পায়। আরেকদল হার্ড ওয়ার্কিং ট্যাক্স পেয়ার। 40 পারসেন্ট ট্যাক্স দেয়, কাউন্সিল ট্যাক্স, টিভি লাইসেন্স এর ট্যাক্স, জলের ট্যাক্স, আলোর ট্যাক্স, গ্যাসের ট্যাক্স, এর ওপরে আরে ভ্যালু অ্যাডেড ট্যাক্স সব জিনিষের ওপরে। এরা কিন্তু ধনী নয়- বেশ চেঁচেপুঁছেই সংসার চালাতে হয় তাদেরও।
    বাবা মায়ের ভূমিকা সরকার পালন করতে লাগলো আরো বেশি করে। স্কুলের কারিকুলামে আরো বেশি করে অ্যাড করা হল পার্সোন্যাল মর‌্যাল হেলথ এডুকেশান (PSHE)। শেখানো হবে রেসিজম, সেক্স এজুকেশান, নাগরিক দায়িঙ্কÄ। তবে সবচেয়ে যেটা ক্ষতিকর হলো আমরা ওরা কে এক করতে গিয়ে ইংলিশ ম্যাথস সায়েন্স এর কারিকুলাম সহজ থেকে সহজ তর করা শুরু হল। ১০ বছর আগেও স্কুল লেভেলের যা সায়েন্স কারিকুলাম ছিলো লেবার গভর্নমেন্টের স্ট্র্যাটেজি তাকে অনেক গুন নামিয়ে দিলো। এ লেভেল ফিজিক্সের প্রশ্নপত্র ক্লাস সেভেনের ছেলেরা ইচ্ছে করলে সলভ করে ফেলতে পারে এমনই ব্যাপার!
    এর পরের চাকরী বিশপ অকল্যান্ড বলে একটা ছোট্ট শহরে। পাহাড়ের কোলে ট্যিপিক্যাল ইংলিশ টাউন। ছবিতে আঁকা যেন- বাড়িতে বাড়িতে ঘোড়ার আস্তবল দেখা যায়, বিশাল সবুজ মেডোতে ভেড়ার পাল, তাদের গায়ে লাল নীল দাগ - বোধহয় মালিকের ঠিকানা লেখা। আইসিআই কম্পানী বন্ধ হবার পরে এই এলাকায় প্রায় সবাই বেকার হয়ে গিয়েছিল একটা সময়। এখানে আরেকটা ডায়মেনশান হল জিপসী ছাত্ররা! তাদের কথা বলবো- এট্টু জিরিয়ে নিয়ে
    সবাই ভালো থেকো।
  • pi | 72.83.100.43 | ১৩ আগস্ট ২০১১ ১৮:৪৯481676
  • সুচেতনাদি, একদিকের ঐ আমার বাবা তোমাকে কিনে নিতে পারে হে মার্কা অ্যারোগেন্ট অ্যাটিচুডকে কাউন্টার করতে গিয়ে অন্য দিক অমন ধ্বংসাত্মক নয় তো ?
  • Pritam Kumar Roy | 117.254.225.44 | ১৩ আগস্ট ২০১১ ১৯:১০481678
  • প্রথম বিশ্বের দেশগুলো সবসময়ই 'Onewayfreeflow'-নীতি নিয়ে চলে। ব্রিটিশ সাম্রাজ্যবাদ শুধু যে ব্রিটেন-কে সমস্ত ভালো জিনিশ গুলোর আকরে পরিণত করেছে তা-ই নয়, তাদেরকে ভাবতে বাধ্য করেছে যে দেশের সব রকম ব্যবস্থাই ন্যূনতম গুণমানের চেয়ে অনেক উঁচুতারে বাঁধা! ফলস্বরূপ সমস্যা এসে দাঁড়ায় যখন যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারনে বহির্বিশ্ব খুব সহযেই গুণমানের বিচ্যুতিগুলোকে চিহ্নিত করতে পারে। তখন মুখরক্ষার উদারতায় ঐ সমস্ত কাল্পনিক স্বীকারোক্তির সাহায্য নিতে হয়।
    তবে রাজার জাত অনেক রক্ষনশীল, ফরাসীদের মত বিদ্রোহী মনোভাব ওদের কতটা রয়েছে তা কালে কালে দমন কৌশলে টের পাওয়া যাবে। আপাতত তৃতীয় বিশ্ব থেকে হাঁ-করে চেয়ে থাকি, বিদ্রোহের নতুন কোনো দিক উন্মোচনের আশায়।
  • Nina | 68.45.76.170 | ১৩ আগস্ট ২০১১ ২০:৪৪481679
  • খুব মন দিয়ে পড়ছি, সুচে।
    এ এক এমন অস্থিরতা, যার বিশ্লেষণ খুব শক্ত --এক কথায় ! এই টই a food for thought.
    ভাবাচ্ছে আজকের দুনিয়াকে---কোন পথে চলেছি আমরা--কিসের আশায়---কি চাই আমরা--নাকি এই "আমরা আর ওরা "
    ই আজকের কঠিন প্রশ্ন?!
    পরের কিস্তিএ জন্য অপেক্ষায়----

  • pi | 72.83.74.17 | ১৫ আগস্ট ২০১১ ০৮:১০481680
  • লিখতে থাকুন, পড়তে থাকুন টইপত্তর

    ইউনিকোডে মতামত দিন।
    এই সুতোর পাতাগুলি: [1][2][3] এই পাতায় আছে: 47--77

    বিষয় : সোমবারের বুলবুলভাজা (৩)
    বিভাগ : অন্যান্য
    বিষয়টি শুরু করেছেন : Guruchandali
    IPAddress:123.242.248.130Date:01Jul2011 -- 11:24AM

    Name:ddMail:Country:

    IPAddress:122.167.5.191Date:18Jul2011 -- 11:37PM

    শুদ্ধসঙ্কÄ লিখলেন দেবমন্দিরের কথা।
    মহাভারতের যুগে দেবমন্দির এসেগেছিলো? মনে তো হয় না। মাংগলিক আচার টাচার ছিলো। পুণ্য দ্রব্য স্পর্শ ও দর্শন করা হতো। মন্দিরের খবর শুনি নি।

    Name:SushantaKarMail:[email protected]Country:2477249424802468

    IPAddress:117.198.64.137Date:19Jul2011 -- 10:47AM

    " O®llj®dÉL£ljO®llnœ¤Ïhi£oZh¡Ïe®u®cJu¡k¡®h , i¡®h¡Lh£lz " এইটাই হয়। কাশ্মির থেকে মণিপুর সর্বত্র। মনে পড়ে? কমলাকান্ত বলেছিল," প্রসন্ন কাল এক বাটি ছানা দিয়ে যাবে বলেছিল, আজ আর কারো হাড়ি ভাঙতে যেও না।" সাম-দান -দণ্ড-ভেদ এখনো মোক্ষম হাতিয়ার শাসকদের।

    Name:bokalomeMail:Country:

    IPAddress:123.242.248.130Date:19Jul2011 -- 11:04AM

    "ঘরের মধ্যে কীরম ঘরের শত্রু বিভীষণ বানিয়ে দেওয়া যাবে, ভাবো কবীর' ...

    Name:suddhasatyaMail:Country:India

    IPAddress:117.194.227.113Date:19Jul2011 -- 02:57PM

    ডিডি,এক বিস্তৃত সময়কালকে বাঁধছি। গল্পকথার সংকলনকে গাঁথছি। কাজেই ইতিহাস বলতে যা বোঝায় তা এটা না। তবে উপাদান আসছে তার থেকেই। মহাভারত কোনো একটা যুগে রচনা হয়নি। সেই জন্যেই এ নিয়ে অনেক বেশী সমস্যা। আমার কাছে মহাভারতের সময়কালের শেষ সীমা ঐতিহাসিক সময়কালের মধ্যেই। চন্দ্রগুপ্তের সময়ে আজকের মহাভারত পাঠের মূল রূপটি নির্ধারিত হয়েছিল কিছুকাল সেটা চলে। আবার ভেঙেও যায়। পাঠান্তর ঘটতে থাকে। যেমন ধরুণ বার্বারিকের গল্প। মহাভারতের উপকাহিনী। ঘটোৎকচের ছেলে কখনো, কখনো ভীমেরই ছেলে বলে তার পরিচয়। তার মা বা ঠাকুমা হিডিম্বার জীবনকালের মধ্যেই কুলুর হিডিম্বা মন্দির হয়েছে বলে কথিত। যদিও তাতে প্যাগোডা স্টাইল আসার কোনো কারণ নেই তাহলে, কিন্তু প্রবাদ এই। এবারে এমন বেশ কিছু গল্প, উত্তরের বা দক্ষিণের ভারত উপমহাদেশ জুড়ে ছড়িয়ে আছে। যারা বলছে মহাভারতের কালের মন্দিরের কথা। পান্ডব প্রতিষ্ঠিত মন্দিরের কথাও। আমি একটু অন্য ভাবে দেখতে চাইছি বিষয়টাকে। মহাভারতের সংশোধিত পাঠ, যা মূল ধারার, আর এই লোকগল্পগুলি যা প্রান্তিক, তাদের একটি আন্তসম্পর্ক আছে। সেটা এখনি প্রতিষ্ঠা করতে পারবো না। কাহিনীর অগ্রগতিতে এর একরকম প্রতিষ্ঠা আছে। একটু কিছুকাল অপেক্ষা করতে হবে। নইলে এখনি বলে দিলে মজা মাটি। আপাতত একে কাহিনীকারের স্বাধীনতা দিয়েই ছাড়পত্র দিয়ে রাখুন না হয়। সত্যিই এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর থাকবে মহাভারতেই।

    Name:sikiMail:Country:

    IPAddress:123.242.248.130Date:19Jul2011 -- 03:13PM

    দারুণ উপভোগ করছি মহাভারত। জমিয়ে রেখেছে একদম।

    চলুক।

    Name:paromitachatterjeeMail:[email protected]Country:India

    IPAddress:113.21.72.125Date:21Jul2011 -- 12:20AM

    সব লেখাই যে খুব উল্লেখ যগ্য তা নয় তবে অধিকাংশ লেখাই নজ্র কারে।

    Name:SibuMail:Country:

    IPAddress:66.102.14.1Date:21Jul2011 -- 12:41AM

    হিড়িম্বার মন্দিরে প্যাগোডা স্টাইল আসার কারণ নেই কেন? মহাভারতে যতদূর মনে পড়ছে, ভীম হল মাকুন্দ। এছাড়া আরো চৈনিক লক্ষ্মণ ভীমের চেহারায় আছে বলে মনে পড়ছে। সেক্ষেত্রে, ভীমের পিতা কোন পাহাড়ী জাতির মানুষ হতেই পারেন। চৈনিক প্রভাব সেক্ষেত্রে ভীমের স্ত্রীর মন্দিরে আসাটা কি একেবারে অসম্ভব?

    Name:suddhasatyaMail:Country:India

    IPAddress:117.194.235.128Date:22Jul2011 -- 07:40PM

    শিবুদা,
    সম্ভব বটেই। তবে সেটা যে কোনো পান্ডবের ক্ষেত্রেই সম্ভব, কর্ণ বাদে। বাকী সকলেরই পাহাড়ে জন্ম। কিন্তু প্যাগোডা স্টাইলটা কি শুধু পাহাড়ি বিষয়? তাছাড়া ভীমের শক্তিমত্তা যা এবং গায়ের কালো রঙ এদের সকলেরই, তাও কিন্তু অন্য দিকে ইঙ্গিত করতে পারে। যেমন আমার বাল্যকালে দেখেছিলাম রেল লাইনের ধার থেকে খোলা একটা গোটা ৪৬ ফুটের রেল কাঁধে তুলে নিয়ে রেলইয়ার্ড থেকে পালাচ্ছেন এক লোধা জনজাতীর লোক। ঐ রেলকে কাঁধে তুলতে সাধারণভাবে আমাদের আম বাঙালিদের মধ্যে অন্তত পাঁচজন লাগে। এবারে এ দেখে মনে হওয়া সম্ভব ভীম যেভাবে গাছ-টাছ কথায় কথায় তুলে নিতেন তাতে বোধহয় এমন কোনো আরণ্যক জাতীয় মানুষের সন্তান হবেন। হিডিম্বার আকর্ষণও একই কারণে হতেই পারে না কি, একই জাতীয় জনগোষ্ঠীর চেহারাসূত্রে সংযোজিত বলে? আসলে এ ধরণের টেক্সটের অনেক ব্যাখ্যা হবে। এটাই স্বাভাবিক। কাজেই আমার কাছে সবটাই দেখার। তারমধ্যে কোনো একটাকে আমার যুক্তি-বুদ্ধি দিয়ে বাছবো। তারপরে দেখা যাক।

    Name:AtanuBanerjeeMail:Country:

    IPAddress:14.98.141.249Date:23Jul2011 -- 02:24AM

    #২৪৭৮;#২৪৯৬;#২৪৮০;#২৪৮৮;#২৪৯৪;#২৪৮৯;#২৫০৩;#২৪৭৬;#২৫০৩;#২৪৮০;#২৪৭৪;#২৫০৯;#২৪৮০;#২৪৭৬;#২৪৭২;#২৫০৯;#২৪৭১;#২৪৬৩;#২৪৯৫;#২৪৫৮;#২৪৭৮;#২৪৬৮;#২৪৫৩;#২৪৯৪;#২৪৮০;#২৪০৪;#২৪৮২;#২৪৯৪;#২৪৮৯;#২৫০৭;#২৪৮০;#২৫০৩;#২৪৭৬;#২৪৮৮;#২৫০৩;#২৪৪৭;#২৪৭৮;#২৪৭২;#২৪৮২;#২৫০৩;#২৪৫৪;#২৪৯৪; -#২৪৪৭;#২৪৭৮;#২৪৭২;#২৪৮৮;#২৪৫৮;#২৫০৩;#২৪৬৮;#২৪৭২;#২৪৭৪;#২৫০৯;#২৪৮০;#২৪৫৩;#২৪৯৪;#২৪৮৬;#২৪৭৯;#২৪৬৮;#২৪৭৬;#২৫০৩;#২৪৮৬;#২৪৯৬;#২৪৪১;#২৪৬৪;#২৫০৩;#২৪৩৮;#২৪৮৮;#২৪৭৬;#২৫০৩;#২৪৪১;#২৪৭৪;#২৪৭৮;#২৪৮৯;#২৪৯৪;#২৪৭০;#২৫০৩;#২৪৮৬;#২৪৫১;#২৪৭৬;#২৪৯৫;#২৪৮৬;#২৫০৯;#২৪৭৬;#২৫০৩;#২৪৮০;#২৪৪৭;#২৪৩৯;#২৪৭৭;#২৫২৭;#২৪৫৭;#২৫০৯;#২৪৫৩;#২৪৮০;#২৪৮৮;#২৪৭৮;#২৪৮৮;#২৫০৯;#২৪৭৯;#২৪৯৪;#২৪৬৩;#২৪৯৫;#২৪৮০;#২৪৮৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৭১;#২৪৯৪;#২৪৭২;#২৫০৩;#২৪৮০;#২৪৭০;#২৪৯৫;#২৪৫৩;#২৫০৩;#২৪৪৭;#২৪৫৩;#২৪৬৩;#২৪৯৭;#২৪৮৯;#২৪৮২;#২৫০৩;#২৪৫১;#২৪৪৭;#২৪৫৫;#২৫০৭;#২৪৬৮;#২৫০৩;#২৪৭৪;#২৪৯৪;#২৪৮০;#২৪৭৬;#২৫০৭;!

    Name:AtanuBanerjeeMail:Country:

    IPAddress:14.98.141.249Date:23Jul2011 -- 02:34AM

    মির সাহেবের লেখা পড়ে মন ভালো হয়ে গেলো।অএমন লেখা যত আসে ততই ভালো।

    Name:AtanuBanerjeeMail:Country:

    IPAddress:14.98.141.249Date:23Jul2011 -- 03:22AM

    মকবুল যতই অবাক হোক এটাই কিন্তু হবার, এবং হবার ছিলো।আএকটা সূক্ষ্ম সমীকরন তো ছিলৈ।আযতই বিদ্বানেরা আকাশের কাছাকাছি স্বপ্ন দেখুক।আএই আঁধারেও।আইতিহাস , রাজ্যের রাজনীতির ইতিহাস এমন গপ্পৈ কিন্তু বলে, ঘাটের কাছে, ছলাৎ ছল ছলাৎ ছল। ঘুঁটি রা চিরদিনই ব্যবহৃত হবার জন্যই জন্মায়।আযাদের কাজ সাপলুডোর শেষ সিড়ি অব্ধি।আসিড়িতে উঠলেই ঘুঁটি এক্কেবারে বড্ড নীচুতে বাঁচা ! আর সালভা জুদুম কি শুধু একটা ভাষা? মিডিয়ার চকচকে পর্দায় সিনেম্যাটিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে, নাকি আধুনিক কোনো সমাজতঙ্কেÄর কচকচানি! এই বস্তুটি তো সেই আদি অকৃত্রিম কাল থেকেই চলে আসছে।অআতয়েব গানওয়ালা, গান গাওয়া ছাড়া আর কিইবা আছে বলো তোমার?মহাকাশ কিন্তু আগুনে পুড়ে গেছে!

    Name:GuruchandaliMail:Country:

    IPAddress:72.83.102.200Date:25Jul2011 -- 09:02PM

    ---------------------------------------------------
    সাইটের কাজের জন্য বুলবুলভাজা কিছুদিন বন্ধ থাকবে।
    ---------------------------------------------------

    Name:AnirbanRoyChoudhuryMail:[email protected]Country:UnitedStates

    IPAddress:173.20.237.89Date:01Aug2011 -- 02:37AM

    প্রবীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখার পাখা হয়ে গেছি ।
    অনেক তথ্যবহুল আর লেখার গঠণও অনবদ্য ।
    পাঠককে আকৃষ্ট করে রাখার ক্ষমতা ওনার অসাধরণ ।

    Name:KuladaRoyMail:[email protected]Country:UnitedStates

    IPAddress:74.72.54.134Date:03Aug2011 -- 07:18AM

    ওয়াক্কাস মীরের এই লেখাটি খুবই গুরুত্বপূর্ণ। এই লেখাটি অনুবাদ এবং প্রকাশের জন্য গুরুচণ্ডালীকে ধন্যবাদ জানাচ্ছি। এ বিষয়ে কিছু কথা বলতে আগ্রহ প্রকাশ করছি। কিন্তু সমস্যা হল--বুলবুল ভাজাতে মন্তব্যের পরম্পরা থাকে না। অসংখ্য লেখার মন্তব্য ঢুকে পড়ে। হাতড়ে খুজে বের করতে হয়। ফলে এখানে মন্তব্য করতে আগ্রহ হারিয়ে ফেলি। টইয়ের মন্তব্য পদ্ধতি ভাল। ওখানে লেখাটি নিলে ভাল হয়।

    Name:GuruchandaliMail:Country:

    IPAddress:117.194.37.143Date:08Aug2011 -- 07:54PM

    -------------------------------------------
    ২২ শে শ্রাবণ এসে গেলে গুরু কি আর চুপচাপ থাকতে পারে? তাই এক ঝাঁকে প্রকাশিত হল পাঁচটি লেখা:

    রবিঠাকুর আমাদের বাড়িতে নিষিদ্ধ ছিলেন -- মলয় রায়চৌধুরি

    রবীন্দ্রনাথের ভাষাতত্ব -- সুশান্ত কর

    বাংলাদেশে রবীন্দ্রবিরোধিতার স্বরূপ: ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা এবং অন্যান্য মিথ্যা মিথ -- কুলদা রায় ও এম এম আর জালান

    স্মৃতিতে শিলাইদহ -- মেঘ অদিতি

    রবীন্দ্রনাথের শিলাইদহ -- সুমিত রায়

    এতেই ঝুলি শেষ নয়, আসতে পারে আরও লেখা।

    -------------------------------------------

    Name:SushantaKarMail:[email protected]Country:2477249424802468

    IPAddress:117.198.63.243Date:09Aug2011 -- 01:17PM

    মলয় রায় চৌধুরী পড়লাম, তাঁর জবরদস্ত নিষেদ ভাঙার কারণটি আরো একটু ভালো রকম বুঝলাম। এই মন্তব্যটি দারুণ!:""বামুনরা "বেমমো'দের গানকে অশ্রাব্য করে রেখেছে, তা বোধহয় টের পেয়ে শান্তিনিকেতনের কত্তারা উঁচুজাতগিরি ফলাচ্ছে।''

    Name:SushantaKarMail:[email protected]Country:2477249424802468

    IPAddress:117.198.63.243Date:09Aug2011 -- 01:34PM

    কুলদা রায়ের লেখাটিও ভালো লাগল। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের মুসলমান প্রসঙ্গে কিছু সদর্থক উক্তি, এবং সাম্প্রদায়িককাত সম্পর্কে রবীন্দ্রনাথের প্রচলিত মতের বিল্প ধারণাগুলোর উল্লেখ থাকলে জোর আরো বাড়ত।

    Name:SushantaKarMail:[email protected]Country:India

    IPAddress:117.198.63.243Date:09Aug2011 -- 01:44PM

    #২৪৮০;#২৪৭৬;#২৪৯৬;#২৪৭২;#২৫০৯;#২৪৭০;#২৫০৯;#২৪৮০;#২৪৭২;#২৪৯৪;#২৪৬৯;#২৫০৩;#২৪৮০;#২৪৮৬;#২৪৯৫;#২৪৮২;#২৪৯৪;#২৪৩৯;#২৪৭০;#২৪৮৯;#২৪৭০;#২৫০৩;#২৪৫৪;#২৫০৩;#২৪৩৮;#২৪৮৮;#২৪৭৬;#২৪৯৪;#২৪৮০;#২৪৮৮;#২৪৯৭;#২৪৭৯;#২৫০৭;#২৪৫৫;#২৪৬০;#২৪৯৭;#২৪৬৩;#২৪৭৬;#২৫০৩;#২৪৩৮;#২৪৮০;#২৪৫৩;#২৪৬৮;#২৪৬০;#২৪৭২;#২৫০৩;#২৪৮০;? #২৪৭৮;#২৫০৩;#২৪৫৬;#২৪৩৭;#২৪৭০;#২৪৯৫;#২৪৬৮;#২৪৯৫;#২৪৮০;#২৪৪৭;#২৪৩৯;#২৪৮২;#২৫০৩;#২৪৫৪;#২৪৯৪;#২৪৭৪;#২৫২৪;#২৫০৩;#২৪৮৮;#২৪৯৪;#২৪৭১;#২৪৭৮;#২৪৯৫;#২৪৬৩;#২৫০৩;#২৪৭৯;#২৪৯৪;#২৫২৭;#২৪৩৭;#২৪৭২;#২৫০৩;#২৪৫৩;#২৪৬৩;#২৪৯৪;#২৪৩৯;#২৪০৪;#২৪৭৬;#২৫০৩;#২৪৮৬;#২৪৭০;#২৪৯৪;#২৪৮০;#২৪৯৭;#২৪৬৭;#২৪৫৩;#২৪৯৫;#২৪৫৯;#২৪৯৭;#২৪৫৯;#২৪৭৬;#২৪৯৫;#২৪৭০;#২৫০৩;#২৪৫৪;#২৪৯৪;#২৪৫৫;#২৫০৩;#২৪৮২;#২৪০৪;#২৪৪৭;#২৪৭৭;#২৪৯৪;#২৪৭৬;#২৫০৩;#২৪৭৯;#২৪৭০;#২৪৯৫;#২৪৫৯;#২৪৭৬;#২৪৯৫;#২৪৭০;#২৫০৩;#২৫২৭;#২৪৯৪;#২৪৭৯;#২৪৯৪;#২৫২৭;, #২৪৬৮;#২৪৭৬;#২৫০৩;#২৪৮৮;#২৪৭৬;#২৪৫৩;'#২৪৬৩;#২৪৯৪;#২৪৮০;#২৪৮৮;#২৪৫৭;#২৫০৯;#২৪৫৫;#২৫০৩;#২৪৭০;#২৪৯৫;#২৪৭২;#২৪৭২;#২৪৯৪;#২৪০৪;#২৪৮৮;#২৪৯৪;#২৪৩৯;#২৪৬৩;#২৪৬৩;#২৪৯৪;#২৪৩৮;#২৪৫৩;#২৪৮০;#২৫০৯;#২৪৮৭;#২৪৬৭;#২৪৯৬;#২৫২৭;#২৪৮৯;#২৫২৭;#২৫০৩;#২৪৪১;#২৪৬৪;#২৪৭৬;#২৫০৩;#২৪০৪;

    Name:ranaMail:Country:

    IPAddress:108.194.169.197Date:10Aug2011 -- 05:37AM

    মলয় বাবুর লেখা খুব ইন্টারেস্টিং লাগলো | ওনার কবিতাটা আগে শুনেছি , নিজের আবৃত্তি-
    http://www.youtube.com/watch ? v=X8P72hBrWI8
    একটা তারিখে গন্ডগোল মনে হলো |
    রামমোহন রায় ১৮৩৩ সালে মারা যান | প্রবন্ধে ১৮৮৩ লেখা |

    Name:NinaMail:Country:

    IPAddress:12.149.39.84Date:10Aug2011 -- 09:08PM

    মলয়দা, বলতে ইচ্ছে করছে যে ! একে তো পাটনা শুনলেই মনটা বড্ড নাচানাচি করে-- born&broughtup যে ঐ শহরে--তাহলে তো বিহারের মতে ' গাঁও ভরকা ভাই-বহেন " আমরা :-))মলয় রায়চৌধুরি পাটানার লেজেন্ড নাম, পাটনার গর্ব।

    খুব ভাল লাগল, মলয়দার লেখা---অনেক কিছু চোখে ওপর ভেসে উঠল, আবার অনেক কিছু ঝাপসা---সেইসঙ্গে কিছু নাম , যাঁদের খুব কাছ থেকে দেখার জানার সৌভাগ্য হয়েছে--লেখাটি যেন কোথায় টেনে নিয়ে চল্ল আমার মনটাকে।
    মলয়দা, পাটনার এলিট পরিবার নিয়ে আরও কিছু সময় পেলে লিখবেন, প্লিজ। রবীন্দ্রনাথ কে প্রথম পাব্লিক সন্মানপত্র শুনেছি দিয়েছিলেন মজ:ফরপুরের বাঙালীরা। আর ওনার প্রথমা কন্যা বেলা দেবী ও বিহারে, মজ:অফরপুরেই বিহারীলাল চক্রবর্তীর ছেলের শর্ৎ চক্রবর্তীর স্ত্রী।
    আরও অনেক কিছু শোনার আগ্রহ রইল।

    প্রত্যেকটি লেখাই খুব সুন্দর--কবি যেখানে বিষয় --অন্যথা হবে কেমন করে!
    সবাইকে অভিনন্দন--এমন সুন্দর লেখাগুলির জন্য।
    জয়গুরু:-))

    Name:GuruchandaliMail:Country:

    IPAddress:122.162.75.20Date:10Aug2011 -- 09:20PM

    প্রকাশিত হল আরও দুটি লেখা।

    মকবুল বললেন : কবীর সুমন
    ২২শে শ্রাবণ: রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে: তাতিন বিশ্বাস

    Name:SalilBiswasMail:[email protected]Country:

    IPAddress:223.29.193.221Date:11Aug2011 -- 12:26AM

    প্রদর্শণীর জন্য রোজ জোড়াসাঁকো-তে বসে থাকছি। ঘুরছি কখনো বিচিত্রায়, কখনো ঠাকুরদালানে, কখনো বা রামভবনের নিচে, আবার কখনো বারান্দায় বারান্দায়। ছবি তোলার সময় এমনই ঘুরতাম। কেমন লাগে? বলা মুশকিল। একদিন বসে দেখে যাবেন?

    Name:suddhasatyaMail:Country:India

    IPAddress:117.194.224.91Date:11Aug2011 -- 01:11AM

    এলোমেলো ভাবনা:
    ক্যামেরুন এর স্পর্ধা দেখে অবাক হচ্ছিলাম। একটি রাজতান্ত্রিক দেশকে এরা চিরকাল গণতান্ত্রিক বলে গণতন্ত্রের পরিহাস করে এল। এখন যখন মানুষ সইছেন না ভন্ডামি শাস্তির ভয় দেখাচ্ছেন। ইতিহাস এদের আস্তাকুড়ে নিক্ষেপ করবেই করবে। এসব তারই লক্ষণ।

    http://www.guruchandali.co​m/guruchandali.Controller ? ​font=unicode&portletId=8&p​orletPage=2&contentType=co​ntent&uri=content130418909​6841
    মুখোসগুলো সব খুলে পড়ছে।আবোধহয় ওরাই শুধু ভাবে যে ওদের মুখোশটা এখনো আছে। নইলে চেম্বারলিন-চার্চিল কি অ্যাটলী, সবই তো এক গোয়ালের গরু!
    যে কোনো বিক্ষোভের ক্ষেত্রেই একটা সংগঠিত আরেকটা অসংগঠিত চেহারা থাকে। প্যারী কম্যুনের সময় কম্যুনের লোকদের বলতে হয়েছিল 'লুটবাজদের শাস্তি খতম'!এখানেও আছে। তবে বিক্ষোভটা ইরাক, আফঘানিস্তান দিয়ে দমানো গেল না এই যা। ভেবেছিল হয়ে যাবে। ওদের সামাজিক বেনিফিট সিস্টেমটাও তো আসলে চলে অনুন্নত দেশগুলোর থেকে নতুন অর্থনৈতিক ঔপনিবেশিক শোষণের মাধ্যমে। সেটায় টান পড়ছে, কারণ বড়লোকরা মুনাফা কমাতে রাজী না। ক্ষতি তাদের হয় না। কিন্তু মুনাফার ক্ষতিকে তারা ক্ষতি বলে দেখায়। এবারে এটা বৃটেনের ইতিহাসের খেলা। এই বিক্ষোভ খুব দূর অবধি দৌড়বেনা। কিন্তু দেখবেন এর ফল ফলবে ঐ সব কাট বন্ধ হবে। আমেরিকাতে বা ফ্রান্সেও ব্যাতিক্রম হবেনা খুব। এইটা দেখিয়েই অতি লোভীদের ওদের শাসকরা সামাল দেবে।আবলবে কিছু ছাড় না দিলে মাৎসন্যায় হবে। এ সব কিন্তু খেলার অঙ্গ। সুতো কিন্তু এখনো বিক্ষোভকারীদের হাতে নেই।আযা আছে তা হল অ্যানার্কি, আর সেটা কোনো পরিণত রাজনৈতিক অবস্থান না।
    তিনটে কাজ একসঙ্গে হচ্ছে। এক, ক্ষোভকে বের করে দিয়ে প্রেসার রিলিজ করতে সাহায্য করা। দুই, সেইটা দিয়ে অতি লোভী ধনীদের সামাল দেওয়া। তিন, এদের ঠেঙিয়ে আবার জনতাকে বুঝিয়ে দেওয়া যে বাড়াবাড়ি করলে বিপদ। আমেরিকার মতন দেশে এটা করা বিপদ, কালো প্রেসিডেন্ট। ফ্রান্স এত জঙ্গী, যে উস্কে দিয়ে সামলানো খুব মুশকিল। আর সারকোজী একেবারে ঘোষিত জাতি-বর্ণবিদ্বেষী। কাজেই ক্যামেরনের পালা।

    Name:suddhasatyaMail:Country:India

    IPAddress:117.194.224.91Date:11Aug2011 -- 01:13AM

    http://www.youtube.com/watch ? v=WoFak7MRBJw

    এইটা ফুটেজ। আগেরটা ভুল করে দিয়েছিলাম। দু:খিত।

    Name:suddhasatyaMail:Country:

    IPAddress:117.194.224.91Date:11Aug2011 -- 01:14AM

    http://www.youtube.com/watch ? v=WoFak7MRBJw

    Name:suddhasatyaMail:Country:

    IPAddress:117.194.224.91Date:11Aug2011 -- 01:16AM

    সবকটা লিঙ্ক-ই গন্ডগোলের হল।আএকটাও ঠিক না। দ করে কর্তৃপক্ষ মুছে দিলে বাধিত হব।

    Name:ranjanroyMail:Country:

    IPAddress:122.168.207.133Date:11Aug2011 -- 01:17AM

    শুদ্ধসঙ্কÄকে ক'।

    Name:chandrabaliMail:Country:

    IPAddress:113.21.75.8Date:11Aug2011 -- 11:49PM

    মোলোয় ববুর লেখতি খুব উপোভোগ কোর্লম

    Name:PabitraSenMail:[email protected]Country:USA

    IPAddress:74.242.205.165Date:14Aug2011 -- 06:59PM

    ভলো খবর --অধিক অংশ আপেলে এ পোরতে পারলাম

    পিদিফ এ ছ বি নেই

    অনেক ধন্যবাদ

    Name:piMail:Country:

    IPAddress:72.83.74.17Date:15Aug2011 -- 08:07AM

    এগুলো এই সুতোতেই থাক বরং।

    Name:piMail:Country:

    IPAddress:72.83.100.43Date:13Aug2011 -- 10:03PM

    দ্রি, এটা পড়েছেন ?

    http://www.guardian.co.uk/uk/2011/aug/13/bill - bratton - advice - uk - police

    আম্রিগান চিফের উপদেশগুলো শুনতে তো ভাল,কিন্তু এসব করে আম্রিগায় সমস্যা কতটা কমেছে জানিনা।

    Name:driMail:Country:

    IPAddress:117.194.239.54Date:13Aug2011 -- 10:17PM

    কে জানে।

    গ্যাং ব্যাপারটা ভালো বুঝিনা। ঠিক ধরতে পারি এর পেছনের কারণগুলো। এগুলো কি নিজে নিজে গজিয়ে ওঠে? আমার তো মনে হয় এর পেছনে স্টেট সাপোর্টও থাকতে পারে। জানা নেই। ব্যাপারটা অত সহজ নয়।

    Name:driMail:Country:

    IPAddress:117.194.239.54Date:13Aug2011 -- 10:36PM

    কিন্তু সুচেতনা এর পেছনে যে কারণগুলো বলছেন সেগুলো নিয়ে আমার খুব সন্দেহ আছে। ওনার মুলত দুটো পয়েন্ট। এক, সরকারী ওয়েলফেয়ার। দুই পেরেন্টিং।

    এখন পেরেন্টিং ব্যাপারটা অনেকটা সেল্ফ ফুলফিলিং প্রফেসির মত। বাচ্চা ভালো হলেই পেরেন্টিং ভালো। বাচ্চা ভালো হল কি হল না না জেনে কি ধরণের পেরেন্টিং ভালো এ বলা খুব শক্ত।

    আর ওয়েলফেয়ার নিয়ে আমার খুব ডাউট আছে। স্ক্যান্ডিনেভিয়ায় ওয়েলফেয়ার সিস্টেম খুব স্ট্রং। কিন্তু সেখানে তো গ্যাং কলচারের প্রবলেম নেই। জার্মানীতেও ওয়েলফেয়ার ভালৈ। ওখানে কি এত গ্যাং আছে?

    Name:driMail:Country:

    IPAddress:117.194.239.54Date:13Aug2011 -- 10:45PM

    বৃটেনে এখন যেটা হল সেটাকে প্রোটেস্ট বলা চলে না। ম্যাক্সিমাম মার্ক ডুগানকে খুনের পরই টটেনহ্যামে যেটা হয়েছে সেটাকে একটা ভায়োলেন্ট রিয়্যাকশান বলা যেতে পারে। তারপর যা হয়েছে সেটা মূলত লুটিং।

    কিন্তু কিছুদিন আগে ওখানে জেনুইন স্টুডেন্ট প্রোটেস্ট হয়েছিল। তাতে পার্টিসিপেশানও প্রচুর ছিল।

    কিন্তু শুধু বৃটেন নয়, স্টুডেন্ট প্রোটেস্ট এখন চিলিতেও হচ্ছে। সব জায়গায় কাট। এবং প্রথম কাটের ভিক্টিম অনেক জায়গায়ই হচ্ছে ছাত্ররা। দেখুন চিলির স্টুডেন্ট প্রোটেস্ট ভিডিও। উঁচু বাড়ির মাথা থেকে প্যানোরামিক ভিউ। কেম যেন ভিডিও গেমেসর এফেক্ট আছে।

    http://www.youtube.com/watch ? v=g8zAfn_EGcY

    Name:ddMail:Country:

    IPAddress:122.167.44.128Date:13Aug2011 -- 10:47PM

    আমার তিন মেয়ে। তিনটেই পাজীর পা ঝাড়া, অথচ পেরেন্টিং স্পেসালি বাবার দিক থেকে একেবারে পারফেক্ট।

    সত্যের পথ থেকে বিচ্যুত হতে পারবো না, যদ্যপি বিনয়ে কম্প্রোমাইস হয়ে গ্যালো। তাও, জানিয়ে গ্যালাম।

    Name:SibuMail:Country:

    IPAddress:174.145.241.156Date:14Aug2011 -- 11:16AM

    স্ক্যান্ডিনেভিয়াতে গ্যাং সমস্যা, অনেক কম, তবু আছে।

    http://en.wikipedia.org/wiki/Great_Nordic_Biker_War

    তবে স্ক্যান্ডিনেভিয়াতে গ্যাং বোধহয় মোস্টলি হোয়াইট গ্যাং। মাইনরিটি গ্যাং মনে পড়ছে না।

    Name:driMail:Country:

    IPAddress:117.194.225.191Date:14Aug2011 -- 11:47PM

    ইন ফ্যাক্ট আমিও শুরুতে ভেবেছিলাম সুচেতনা মাইনরিটি গ্যাংআএর কথা বলছেন। কিন্তু পরের লেখাগুলো পড়ে মনে হল হোয়াইট ওয়ার্কিং ক্লাসও ইমপ্লিকেটেড। অর্থাৎ, যেকোন গরীব রান ডাউন এলাকার লোকেদের মধ্যে গ্যাংবাজি দেখা যায়। এখানে পেরেন্টিং ভালো না। সরকারের ঘাড়ে বসে সবাই খায়। অলস। বড়লোকেরা, অন দা আদার হ্যান্ড, তোমায় কিনে নিতে পারি ভাব দেখালেও মারামারি করে না। খুবই শান্তশিষ্ট। থিসিসটা মোটামুটি এইদিকে যাচ্ছে।

    এখন এর সত্যতা যাচাই করতে গেলে গ্যাং নিয়ে রিসার্চ করতে হবে, যেটা আমি করার উৎসাহ পাচ্ছি না। প্রথমে একটু ফ্যাক্ট ফাইন্ডিং দরকার। এল এ তে তো গ্যাং আছে। এদের মেম্বাররা কি ওয়েলফেয়ার বেনিফিট পায়? ইভেন লন্ডনেও কত জন গ্যাং মেম্বার ওয়েলফেয়ার পায়। এই ডেটাগুলো চাই। বিভিন্ন ওয়েলফেয়ার স্টেটে গ্যাং এর প্রাদুর্ভাবের কম্প্যার‌্যাটিভ স্টাডি চাই।

    অন্য কোন কারণ থাকতে পারে কিনা সেটাও খুঁটিয়ে দেখতে হবে। একটা পসিব্ল এরিয়া অফ ইনভেস্টিগেশান হল ড্রাগ বিজনেস। আমরা সকলেই জানি ওয়েস্টার্ন নেশানগুলো হল ড্রাগের বিগেস্ট কনজিউমার। এবং এই বিজনেসে জড়িয়ে আছে নট জাস্ট ড্রাগ লর্ডস, বাট বিগ ব্যাংকস। কিন্তু ড্রাগ তো শপিং মলে পাওয়া যায় না। ড্রাগের রিটেলের জন্য প্রতি শহরেই কিছু শেডি জায়গা বানিয়ে রাখতে হয়। ড্রাগ ডিলিং যারা করবে তাদের প্রোটেক্ট করতে হয়। তাদের অস্ত্র দিতে হয়। গ্যাংরা কিন্তু খুব ওয়েল ইকুইপ্‌ড হয়, ইভেন পুলিশদের সাথে লড়াই করারও ক্ষমতা রাখে। পাওয়ারফুল ব্যাকিং না থাকলে সেটা সম্ভব নয়। আর এই ধরণের বিজনেসে এমন ছেলেপুলে ধরাই ভালো যারা হয়ত পড়াশোনায় তেমন ভালো না, যাদের গতানুগতিক কেরিয়ারের সম্ভাবনা নেই।

    এনিওয়ে, জাস্ট অ্যানাদার হাইপথেসিস।

    Name:driMail:Country:

    IPAddress:117.194.225.191Date:14Aug2011 -- 11:59PM

    জর্জিয়ার ক্লেইটন কাউন্টিতে হঠাৎই ফুড স্ট্যাম্প কার্ড কাজ করছিল না। দেখুন তাতেই কি বিপত্তি।

    http://www.youtube.com/watch ? v=nyrDlObFYoY&feature=player_embedded

    এর থেকে মোটামুটি আন্দাজ করা যেতে পারে যদি বাজেট কাটের কারণে ফুড স্ট্যাম্প প্রোগ্রাম বন্ধ করে দেওয়া কি পরিমাণ কেওস হবে। ৪৫ মিলিয়ান মানুষ ফুড স্ট্যাম্পে আছে।

    আমার তো মনে হয় এরা একটা ছোট টেস্ট কেস করে দেখে নিল এর কন্সিকুয়েন্স সামাল দিতে পারবে কিনা।

    Name:SibuMail:Country:

    IPAddress:184.195.147.151Date:15Aug2011 -- 03:09AM

    হোয়াইট সুপ্রীম্যাসিস্ট গ্যাং-গুলো মোটামুটি অ্যাফ্লুয়েন্ট এরিয়াতেও থাকে। এই লিং-টা ( http://www.lagangs.us/skinheadgangs/ ) বলছে হান্টিংটন বীচে স্কিনহেড গ্যাং-গুলোর বড় আড্ডা।p
  • pi | 72.83.74.17 | ১৫ আগস্ট ২০১১ ০৮:১৩481681
  • যাইহোক, সুচেতনাদি, লিখতে থাকো।
  • abastab | 61.95.189.252 | ১৫ আগস্ট ২০১১ ০৯:৫০481682
  • Su Date: 13 Aug 2011 -- 06:37 PM

    "একদল বিনা খাটুনিতে সব পায়। আরেকদল হার্ড ওয়ার্কিং ট্যাক্স পেয়ার।"

    সত্যি কি ভীষণ অন্যায়,
    সহ্য করা দায়!

  • kd | 59.93.255.203 | ১৫ আগস্ট ২০১১ ১০:৪৫481683
  • অবাস্তব, বিদ্রুপ করেন কেন? সুচেতনা নিজের অভিজ্ঞতায় জানা/দেখা থেকে নিজের যা উপলব্ধি তাই লিখেছেন। এখন উনি ঠিক না বেঠিক, আমরা মানে পাঠকেরা (আমার মতো দু'চারজন বাদ দিলে বাকিরা তো হাঁদাভোঁদা না) বিচার করবো'খন। আপনিও আপনার কী উপলব্ধি, তাই লিখুন না, আমরা মন দিয়ে পড়বো।

    আমার তো মনে হয় একজন যখন বিদ্রুপের সাহায্য নেয় তখন তার সেই বিষয়ে কাউন্টার করার অক্ষমতাই জাহির হয়। আপনি তো অক্ষম না, আপনি ওই রাস্তা নিচ্ছেন কেন?
  • Sibu | 71.103.149.170 | ১৫ আগস্ট ২০১১ ১১:০৬481684
  • কেডি, আমি এর মধ্যে একটুখানি নাক গলাই। আসলে থ্যাচার-রেগানের সময় থেকে সমাজের গরীবদের বিরুদ্ধে একটা প্রচার চালু আছে। এরা অলস, এরা ট্যাক্সপেয়ারের ঘাড়ে বসে খায়, ওয়েলফের বেশী করে পাবার জন্যে গাদা গাদা বাচ্চা করে এই সব। আপনি আম্রিকায় অনেকদিন থেকেছেন। সেই ব্ল্যাক ওয়েলফেয়ার কুইনের মিডিয়া ইমেজ হয়তো জানেন। সিঙ্গল টিনএজার কালো মা, একগাদা বাচ্চা, ওয়েলফেয়ারের টাকায় পার্টি করে বেরায়, দামী গাড়ী চড়ে - এই সব।

    তো আমি একসময় ওয়েলফেয়ার রেসিপিয়েন্টদের সাথে থেকেছি, চার্চের বেসমেন্টে এদের সাথে খেয়েছি। আমার বৌ WIC (গর্ভবতী গরীব মা ও বাচ্চাদের জন্যে সাপ্লিমেন্টাল নিউট্রিশন প্রোগ্রাম) প্রোগ্রামে ব্রেস্টফীড করতে শেখাতো। আমরা নিজেরাও WIC-রেসিপিয়েন্ট ছিলাম। প্রত্যক্ষ অভিজ্ঞতায় এই সব স্ট্রিওটাইপগুলোর অনেকগুলৈ মিথ্যে বলে জানি। তাই যখন দেখি ওয়েলফেয়ার রেসিপিয়েন্টদের ডেমনাইজ করা হয়, কিছু না ভেবে-চিন্তেই তখন একটা রাগের রিফ্লেক্স রিঅ্যাকশন হয়। অবাস্তবেরও তাই হয়েছে। খুব স্বাভাবিক প্রতিক্রিয়া।

    এই এক্সপেক্টেশনটাই একটু অদ্ভুত লাগে যে একটা গ্রুপ অফ পিপল সম্পর্কে যা খুশী বলা যায়, কোনরকম প্রতিবাদের (এবং পাল্টা ব্যাঙ্গের) ভয় না করে। এমনকি কোন প্রতিবাদ/পাল্টা ব্যাঙ্গ আসবে না, সেইটেই এক্সপেক্টেড! কি লজ্জা!
  • abastab | 61.95.189.252 | ১৫ আগস্ট ২০১১ ১১:০৮481685
  • দেখুন আমরা বংশ পরম্পরায় নানা সুযোগ সুবিধ পেয়ে অভ্যস্ত তাই কতগুলো জিনিস ভুলে যাই বা ভুলে যেতে চাই যাদের ভোলা উচিত নয়।
  • dukhe | 117.194.241.196 | ১৫ আগস্ট ২০১১ ১১:২৯481686
  • সবার 'প্রত্যক্ষ অভিজ্ঞতা' তো আর এক হয় না । লুঠপাট যারা করছে তারা ওয়েলফেয়ার রেসিপিয়েন্ট কিনা সেটা হয়তো কিছুদিনের মধ্যেই জানা যাবে ।
  • Sibu | 71.103.149.170 | ১৫ আগস্ট ২০১১ ১১:৩৫481689
  • কট -গ্‌ত কাটা
  • Sibu | 71.103.149.170 | ১৫ আগস্ট ২০১১ ১১:৩৫481687
  • লুঠপাট যারা করছে তারা যদি ওয়েলফেয়ার রেসিপিয়েন্ট হয় তো কি করা হবে? লেট মি টেল ইউ। ঐ অজুহাত দেখিয়ে টোরী গভর্ণমেন্টের সোশ্যাল প্রোগ্রামের কট জাস্টিফাই করা হবে।

    তো লুঠপাটে যে সব প্রিভিলেজড ফ্যামিলির ছেলেপিলে আছে বলে জানা গেছে তাদের জন্যে কি করা হয়েছে? হায়ার ইনকাম ব্র্যাকেটে ট্যাক্সো বেড়েছে? বাড়া তো উচিত, কেন না এদের জন্য ল-অঅন্ড-অর্ডার মেনটেন করার খচ্চা বেড়ে গেছে।

    একচোখোমি আর কাকে বলে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন