এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমেরিকায় দশ বছর।

    Monorama Biswas
    অন্যান্য | ১৫ সেপ্টেম্বর ২০১১ | ৩০৩৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | 122.167.90.6 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৫:১৮485348
  • ও ঐ প্রথম পোস্টটা! আমি ভাবছিলাম আজ আবার কখন লিখলাম। তো আমি তো ঘটা করে তাঁদের কাছে অনুমতি চাইতে যাই নি। ধরুন, আপানি বাড়ি থেকে বেরোচ্ছেন, যে কাজটায় এসেছেন শহরে, সেখানে পৌঁছতে ভয়ঙ্কর দেরি হয়ে যাচ্ছে, এদিকে আপনার মাসিশাশুড়ি আর তাঁর বৌমা এসেছেন আপনার সঙ্গে দেখা করতে। তো কথাটথা বলে আপনি যেই বেরোচ্ছেন, অমনি ঘোষণা করা হল - অফিস থেকে সোজা এই বাড়িতেই ফিরবি। রাতের ভাতের চাল নেওয়া হয়ে গেছে, আবার নিজের মায়ের কাছে খেতে চলে যেও না। তুমি এখন এই বাড়ির বৌ, আমাদের গর্ব, এটাই তোমার পরিচয়।
    অনুমতি বলতে এরকম মধুর সম্ভাষণ।
    ভাবুন দিকি নি, আপনাকে কেউ বলছে - অফিসফেরতা নিজের মায়ের কাছে খেতে চলে যেও না, তুমি এখন এই বাড়ির জামাই, এই বাড়ির গর্ব!
  • byaang | 122.167.90.6 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৫:২১485349
  • আর কতবার লিখলে পরিষ্কার হবে যে বিয়ের আগে থেকেই ঠিক করা ছিল এক শহরে থাকলে আলাদা বাড়িতে থাকা হবে। এবং অন্য শহরে থাকলে ছুটিতে বাড়ি এলে বাপের বাড়িতে যদ্দিন, শ্বশুরবাড়িতেও তদ্দিন এইটাও খুব পরিষ্কার করে বলা ছিল।
  • byaang | 122.167.90.6 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৫:২৩485351
  • এর থেকে বেশি সোজাভাবে কী করে ট্যাকল করা যায় এরকম সোজাসাপ্টা জিনিস, সেটা আমাকে শিখিয়ে দেওয়া হোক।
  • siki | 122.173.2.250 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৫:২৩485350
  • ব্যাংয়ের ২:৪৩-এর পোস্টটা অপছন্দ করে গেলাম।

    আমরা সবাই আমাদের নিজেদের নিজেদের অভিজ্ঞতার বাউণ্ডারির মধ্যে থেকে জেনেরালাইজ্‌ড থিওরি বের করে ফেলি। এর বাইরেও অভিজ্ঞতা হয়, বাঙালি সমাজেই, সেটা আমরা অনেকেই জানি না, জানতে চাইও না, জানতে পারিও না, জানাতেও চাই না, জানাতেও পারি না।

    সবাইকে এক ছাঁচে ঢেলে ফেললে হিসেবের সুবিধে হয়, এই আর কি, তবে সেই হিসেবটা পারফেক্ট হয় না।
  • Ishan | 117.194.41.115 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৫:২৫485352
  • আমাকে বললে আমি সেখানেই তৎক্ষণাৎ মিষ্টি হেসে বলব, বলব ধুর। তা কি হয় নাকি? আমি বাড়িই যাব। বলে বাড়ি চলে যাব। সিম্পল।

    সেটা না করে পরে অন্যত্র অপ্রেশনের গপ্পো শোনাবো না। আসলে তো অপ্রেশন নয়, এটা নিজের দুর্বলতার গপ্পো।
  • siki | 122.173.2.250 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৫:২৭485353
  • একটা টইতে কি সব শিখিয়ে দেওয়া যায়? এসব শিখতে হয় জীবন দিয়ে, সারা জীবন ধরে।

    কোনও সমাজব্যবস্থাই পারফেক্ট নয়। এক জেনারেশনেও পারফেক্ট হয় না। আমার দিদিমার বিয়ে হয়েছে বারো বছর বয়েসে, মা বিয়ের পরে বি এ পাস করেছে, আমার কথা বা আমার দিদির কথা না-ই বললাম।
  • byaang | 122.167.90.6 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৫:২৯485354
  • সিকির ৩:২৩য়ের বক্তব্য মেনে নিলাম, এবং সবাইকে এক ছাঁচে ফেলার জন্য ক্ষমাও চাইলাম। আমি সত্যিই বিশ্বাস করতে চাই সব্বাই ঐ ছাঁচটার থেকে বেরোয় নি।
  • byaang | 122.167.90.6 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৫:৩১485355
  • শিখে নিলাম, যখন রাগে মাথা থেকে পা অব্দি জ্বলে যাচ্ছে, তখন মিষ্টি হাসি হাসাটাই বেস্ট পন্থা।
    আমি মিষ্টি হাসতে পারি নি, খুব রেগেমেগে বলেছিলাম কেন মায়ের কাছে খেতে পারি না?
  • Ishan | 117.194.41.115 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৫:৩৩485358
  • বলে চলে গিয়েছিলে তো? তাহলে তো শোধবোধ হয়েই গেছে। একজন অন্যায় আবদার করেছিল, তুমি রাখোনি। খেলা শেষ। তুমি মোটেও অপ্রেশনের শিকার নও।
  • byaang | 122.167.90.6 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৫:৩৩485356
  • আর কেন এগুলো মেয়েটাকে বলা হবে, কেন তার থেকে এগুলো ডিম্যান্ড করা হবে সেটা অপ্রেশনের গপ্পো নয়তো কি?
  • Ishan | 117.194.41.115 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৫:৩৫485359
  • ছেলেদের কাছ থেকেও বহু কিছু ডিম্যান্ড করা হয়। সেই সব "ইনসিগনিফিক্যান্ট' জিনিসের তালিকা আর নাই বা দিলাম।
  • santanu | 95.141.130.90 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৫:৩৭485360
  • ঈশানের ৩-২৫ এর সেকেন্ড লাইন খুব ভালো লাগল।

    আমার মেয়ে আছে আর সে বিয়ের পর যদি এরকম মানসিকতা নিয়ে থাকে, তাহলে তাকে আমি আর আমার বউ দুজনে মিলেই খুব ঝাড়বো
  • S | 90.200.14.8 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৫:৪১485361
  • দেখ সেদিন থেকে এটাই বলা হয়নি। মনোরমাকে, ভীষন ভালো লাগলো আপনার লেখা পড়ে। মহৎ কিনা বলতে পারিনা তবে ভীষন inspiring। তাই স্যালুট আপনাকে।
  • byaang | 122.167.90.6 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৫:৪৫485362
  • মোটেও শোধবোধ হয়ে যায় নি ঈশান।
    আচ্ছা বরং কিছু সম্ভাবনার কথা লিখি, যেটা বেশি মনে ধরে সেটাই ধরে নেবেন, চাইলে সবকটাই ধরে নিতে পারেন।
    ১) দুপুরবেলায় রিসেপ্‌শন থেকে ফোন পেলেন - আপনার ভিজিটর আছে। বেরিয়ে দেখলেন, আরেকজন বয়স্ক মানুষ গলদঘর্ম হয়ে হাঁফাতে হাঁফাতে বলছেন, বাড়িতে আজ দুপুরে কেউ খায় নি, তুই সোজা বাড়িই ফিরিস মা কেমন? বুড়োমানুষটার এই কথাটা রাখিস।
    ২) একটা গনগনে ফোন - আমার মাকে মাসির সামনে কি বলেছ? তুমি কি অশান্তি করতে আমার বাড়িতে গেছিলে। ঘটাং এবং সুইচড অফ।
    ৩) আরেকটা ফোন - তোর জন্য কি কোথাও মুখ দেখাতে পারব না? অ্যাত্তো বছর তো এই বাড়িতে থাকলে, আবার পর্শুদিনই তো আসতে এই বাড়িতে। একটা বেলা তোমার লক্ষণের গন্ডির বাইরে বেরিয়ে ওনাদের কাছে খেলে তোমার উঁচু মাথাটা কি খুব হেঁট হয়ে যেত?
    এই গুলোর একটাও ঘটলে তখন আর চুক্তির কথা মনে থাকে না, বা মনে থাকলেও যাকে মনে করিয়ে দেওয়ার দরকার, তার লস অফ মেমরি ঘটে।
    তবে হ্যাঁ আমি ঈশানের কথা মেনে নিলাম, আমি দুর্বলচিত্ত মানুষ।
  • siki | 122.173.2.250 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৫:৪৬485363
  • ব্যাং, জিনিসটাকে জাস্ট তু-তু-ম্যায়-ম্যায় পর্যায়ে নিও না। দোষ দু তরফেই আছে, থাকে, হাজার বছরের জগদ্দলকে একটা দুটো গরম কথা বা মিষ্টি হাসিতে নাড়িয়ে ফেলা যায় না। এর কোনও ওয়ান পয়েন্ট সল্যুশনও হয় না। দরকারমত মিষ্টি হাসতে হয়, দরকারমতো চোখ রাঙাতে হয়। আমরা যে বসে এই সমস্ত ইস্যু নিয়ে খোলামেলা আলোচনা করছি, এটাও কিন্তু আজ থেকে চল্লিশ কি তিরিশ বছর আগে ভাবা যেত না।

    আমি সবসময়ে মনে করি কাউকে অ্যাকিউজ করে তার দিকে তর্জনীটা তুললে, হাতের বাকি চারটে আঙুল কিন্তু তখনও আমার দিকেই পয়েন্ট করা থাকে। সে যে-ই হোক না কেন। কিন্তু সব কিছুর বিরুদ্ধে রাতারাতি বিদ্রোহ ঘোষণা করে ফল পাওয়া যায় না।

    এটুকুই বলার ছিল। ভুল বুঝে থাকলে দু:খিত। :)
  • byaang | 122.167.90.6 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৫:৪৯485364
  • সিকি, আমি কোনো একজনকে অ্যাকিউজ করতে চাই নি। ঐ হাজারবছরের জগদ্দলটাকে ছাড়া। সিঁফোকে লেখা আমার পোস্টতা আরেকবার পড়ে দেখিস। জগদ্দলটাকে নড়ানো সহজ নয় বলেই জগদ্দলটা যে আছে সেটা চেঁচিয়ে বলা যাবে না? আমি ওটা চেঁচিয়ে বলেছি বলেই না মানসিকতার প্রশ্ন উঠছে।
  • byaang | 122.167.90.6 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৫:৫২485365
  • আমি দুর্বল বলেই আমার থেকে অন্যায় আব্দার করা যায় বুঝি! এতো সেই চিরাচরিত লুপে পড়ে গেল ব্যাপারটা।
    কোন মেয়ে অভিযোগ করলেই, আগে মেয়েটা কেমন দেখ, সে কী করত, সে কেন মেনে নিয়েছিল ইত্যাদি। অথচ আসল আপত্তির জায়গাটা নিয়ে কেউ কথা বলে না।
  • siki | 122.173.2.250 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৫:৫৪485366
  • একদম ঠিক কথা। চেঁচানো উচিত। একটা পয়েন্টে পৌঁছে সেখানে দুমদুম করে কিল মারা উচিত, ধাক্কা মারা উচিত।

    কিন্তু, খোলাপাতায়, নৈর্ব্যক্তিকভাবে করা উচিত। আশা করি আমার অস্বস্তির জায়গাটা বুঝতে পারছো।

    মেয়েকে অ্যাবাকাস ক্লাসে পৌঁছে দিয়ে ফিরে আসছি।
  • byaang | 122.167.90.6 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৫:৫৫485367
  • হুঁ, আমিও এক পাঁজা বাসন মাজতে যাই।
  • kc | 178.61.96.29 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৬:০২485369
  • ব্যাঙের গপ্পটায় তো 'অপ্রেশন'তো শুধু শ্বশুরবাড়ি থেকেই আসছেনা, আসছে তার বাপেরবাড়ি থেকেও। তাই এই ঘটনায় 'অপ্রেশন' যদি কিছু থেকেও থাকে সেটা একজন মেয়েকে তার ইচ্ছের বিরুদ্ধে অন্য কিছু করতে বাধ্য করানোয়। তা এই জগদ্দলটা তো সমাজে আছেই। তাতে শ্বশুরবাড়ি ফাড়ি স্পেশাল করে আরোপ করাটা কি ঠিক?
  • byaang | 122.167.90.6 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৬:০৬485370
  • শ্বশুরবাড়ি ফাড়ি স্পেশ্যাল করে আরোপটা কি ব্যাঙ করেছে, কেসি?
  • byaang | 122.167.90.6 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৬:০৯485371
  • আমি আমার প্রথম পোস্টটায় যা লিখেছিলাম, তাতে এটাও ছিল বাপের বাড়িতে গিয়ে নিজের ইচ্ছেমতন থেকেও আমার মায়ের আচরণে আমার বিরক্তি এসে গেছিল। কিন্তু হঠাৎ করে সবাই ইনফার করে নিল আমি বর এবং শ্বশুরবাড়িকে ভিলেন বানাচ্ছি।
  • kc | 178.61.96.29 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৬:১৩485372
  • আমার ওরকম মনে হয়েছিল। তা না যদি হয়ে থাকে, তবে ফেয়ার এনাফ। মাই ব্যাড..

    তবে এই অপ্রেশন তাড়ান সহজ নয়। আদৌ তাড়ান যাবে কিনা তাতেও সন্দেহ আছে। যে কোনও সিস্টেমেই একজন সবল আরেকজন দুব্বল থাকবেই (শারীরিক, মানসিক দুভাবেই), সে জন্য এগুলোও থাকবে।
  • byaang | 122.167.90.6 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৬:১৫485373
  • কেসিকে সত্যিটা বলার জন্য ধন্যবাদ। আর অর্পণ আর সিঁফোকেও।

  • santanu | 95.141.130.90 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৬:২৯485374
  • তাড়ানো সহজ তো নয় বটেই - তবে মানসিক ও অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী কোন মেয়ে - "কি অপ্রেসন কি অপ্রেসন" বললে মনে হয়, তাড়ানো শক্ত নয়, অসম্ভব।
  • siki | 122.173.2.250 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৬:৩০485375
  • বাপের বাড়ি এবং শ্বশুরবাড়ি, দু তরফই বিয়ের পরে মেয়েদের গুচ্ছ কাঠি করে। নো ডাউট। শ্বশুরবাড়ি যদি বা কারুর খুব ভালো জুটে যায়, বাপের বাড়িতে কিন্তু সেই আগের জীবনটা আর ফিরে আসে না, এলেও খুব কম ক্ষেত্রে আসে। বেশির ভাগ ক্ষেত্রেই বাপের বাড়ি থেকেই মেয়েকে চাপ দেওয়া হয়, এলে বাপু শ্বশুরবাড়িতেই বেশি সময়টা থাকিস, আমাদের কাছে বেলাবেলি আসিস, থাকিস, সন্ধ্যে হলে কিন্তু বাপু ওদের বাড়ি চলে যাস, এইসব ক্ষুদ্রবিশাল চাপ কিন্তু মেয়েদের নিজের বাড়ি থেকেই পেয়ে যেতে হয়।

    আর এই চাপটা কিন্তু শূন্য থেকে জেনারেট হয় না, এটা প্রোপাগেটেড হয়ে আসে, কখনও সমাজ থেকে, কখনও নিজেদের আগের জেনারেশনের কাছ থেকে পেয়ে আসা অভিজ্ঞতা থেকে। ঐ অভিজ্ঞতার পুনরাবৃত্তিই তাদের একটা কমফর্ট জোনে রাখে, বাক্সের বাইরে অন্যরকম জীবনধারা সেই কমফর্টটাকে ভেঙে দেয়, আর সেই অজানা অন্যরকমকেই ভয় পায় বেশির ভাগ লোক, যারা তেমনভাবে বাইরের জগৎটাকে দেখে না।

    (আজ হাতে কোক নেই, কী দুস্কু)

  • byaang | 122.167.90.6 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৬:৩৩485377
  • সিকিকে আবারও থ্যাংকু।
  • byaang | 122.167.90.6 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৬:৩৩485376
  • মেয়েরা ""অপ্রেশন'' বলে না চেঁচালেই বরং ভালো হত। কোনোকিছুই তাড়ানোর থাকত না।
  • Ishan | 117.194.41.115 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৬:৩৬485378
  • ওরম গুচ্ছ চাপ আমি সারাজীবন পেয়ে আসছি। "জয়েন্টে না পেলে জীবন বৃথা -- তোর তো আর বিয়ে দিয়ে দেওয়া যাবেনা' থেকে শুরু করে "আমাদের আর কে দেখবে' পর্যন্ত। অপ্রেশন অপ্রেশন বলে চিল্লাতেই পারতাম। তাতে ঘন্টা হত। না চিল্লে কাজের সময় কাজের জিনিসটা করতে হয়। বিশেষ করে কেউ যখন অপ্রেস করব বলে অপ্রেস করছেনা। ওর মধ্যে এক্সপেক্টেশন, ভালোবাসা, অনর্থক জেদ, আরও নানা হাবিজাবি জিনিস মিশে আছে।
  • santanu | 95.141.130.90 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৬:৩৭485381
  • মানসিক ও অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী মেয়েরা অপ্রেসন বলে না চেচালে সত্যি ভালো হতো, অন্য মেয়েরা দেখে শিখত, ঐ মেয়েটির জায়গায় পৌছলে আর অপ্রেস্‌ড হতে হবে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন