এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমেরিকায় দশ বছর।

    Monorama Biswas
    অন্যান্য | ১৫ সেপ্টেম্বর ২০১১ | ৩০৩৩৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | 122.167.90.6 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৬:৪০485382
  • হুঁ, এবং সেই শিক্ষেটি সম্পূর্ণ মিথ্যে হত। কারণ হতে তো হতই।
  • santanu | 95.141.130.90 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৬:৪৩485383
  • ব্যাক টু ২:৪৩ এর পোস্ট
  • byaang | 122.167.90.6 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৬:৪৪485384
  • জয়েন্টে না পেলে জীবন বৃথা, সায়েন্স না পড়লে মুখ দেখাতে পারব না চাপটি মেয়েদেরও থাকে। কিন্তু মেয়েদের অন্তত: এইটুকু বোঝার ক্ষমতা থাকে যে সেটাকে অপ্রেশন বলার থেকে আরো অনেক একস্ট্রা বিষয় আছে যেগুলোকে অপ্রেশন বললে মানায়।
  • Ishan | 117.194.41.115 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৬:৪৬485385
  • ওগুলো অপ্রেশন নয় কেন? নিজের বাপ-মা করে বলে?
  • byaang | 122.167.90.6 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৬:৫০485386
  • আজ্ঞে না। বলতে চাইলাম যে মেয়েদের বড় হয়ে ওঠার সময়ে আরো অনেক একস্ট্রা চাপ থাকে যেগুলো অপ্রেশন বললে বেশি মানায় এবং সেই চাপগুলো মেয়েটার নিজের পরিবার থেকেই আসে। সেই চাপগুলোর তুলনায় এই জয়েন্টে পাওয়া, ক্লাসে ফার্স্ট হওয়াটওয়াগুলো খুবই নেগলিজিবল অপ্রেশন অন্তত: মেয়েদের জীবনে।
  • byaang | 122.167.90.6 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৬:৫২485387
  • আর হ্যাঁ সেই চাপগুলো নিয়ে আলোচনা করতে চাইলে রিমির খোলা অন্য টইটায় লিখব সময় করে।
  • santanu | 95.141.130.90 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৬:৫৩485389
  • সেই চাপ গুলো একটু জানা যাবে - তাহলে মেয়েকে কিছু বলার আগে মাথায় রাখতাম
  • Ishan | 117.194.41.115 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৬:৫৩485388
  • নেগলিজিবল? কোন হিসেবে? নিজেরা এই প্রেসারটা ফিল করতে পারেনা বলে? আমিই তো এই "অপ্রেশন' না থাকলে ফিলিম ইন্সটুটে পড়তে যেতাম। জীবনই বদলে যেত। তা না করে এখানে কোড পিষছি। সেটা আমার কাছে মোটেও নেগলিজিবল নয়।

    আর "আমাদের তো দেখার কেউ নেই' টা কেমন অপ্রেশন? সেটাও নেগলিজিবল? কোন হিসেবে?
  • byaang | 122.167.90.6 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৬:৫৭485390
  • শান্তনু বললাম তো সেগুলো নিয়েও লিখব। সময় দিন।
  • Ishan | 117.194.41.115 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৭:০১485392
  • আমরা যারা স্বচ্ছল মধ্যবিত্ত ব্যাকগ্রাউন্ডের, তারা সাধারণভাবে একটা পাজির-পা-ঝাড়া সোসাইটিতে বড়ো হয়েছি। আমাদের বাপ-মারা কিছু কম সংকীর্ণ নয় এবং আমরাও কিছু কম বদের-ধাড়ি নই। কেউই ধোয়া তুলসি পাতা নয়। প্রত্যেকেই কমবেশি ম্যানিপুলেটিভ এবং প্রত্যেকেই নানাবিধ গেমে পোক্ত। আবার প্রত্যেকেই অন্যকে একটু আধটু ভালো টালোও বাসি। এখানে একতরফা কেউই ঠিক অপ্রেসড নয়। প্রত্যেকেইরই স্বার্থ আছে। ইকুয়েশন আছে। আবার ভালোবাসার ইচ্ছেও আছে। কেউই তার বাইরে নয়।
  • santanu | 95.141.130.90 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৭:০২485393
  • হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনার পরের পোস্টের আগেই আমি লিখে ফেলেছিলাম।

    তবে ঐ চাপ গুলো জানা দরকার (আজ হয়ত মেয়ে কিছু বলছে না কিন্তু মনে মনে ভাবছে)
  • Ishan | 117.194.41.115 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৭:০৩485394
  • আম্মো আমার Date:17 Sep 2011 -- 04:53 PM এর কোচ্চেনের উত্তরগুলো চাইছি।
  • byaang | 122.167.90.6 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৭:১১485395
  • দেওয়া হচ্ছে, সবুর করুন। নয়তো ডিশওয়াশার কেনার জন্য টাকা ধার দিন আর হ্যাঁ একটা প্লাম্বারও দেখে দিন।

  • santanu | 95.141.130.90 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৭:১৩485396
  • আমিও তখন থেকে ভাবছি - এক পাঁজা বাসনগুলোর কি হলো?
  • Su | 86.160.9.208 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৭:১৪485397
  • আসলে অন্ধের হস্তীদর্শন! একটা জীবনে কতো দর্শন ই যে পাল্টায়! প্রথম প্রথম চাপ মনে হবে- পরে ধীরে ধীরে শাশুড়ি অসুস্থ হতে থাকলে যখন আর চাপ দেবার কেউ থাকবেনা তখন সেটা আরো চাপ। এখন উনি নেই তাই আর ডাকারো কেউ নেই -
    কেউ যদি ভালোবেসে ডাকে- বলে তুমি তো এ বাড়ির বৌ - তুমি যাবে কোথায় সেটা বড় আপন করা মনে হয়! আত্মীয় বন্ধু শিকড় বাকড় যাদের হারিয়ে যায় তারা এই আপন করা চাপটুকুর জন্যেই হাপিত্যেশ করে চেয়ে বসে থাকে।
    তাই তো যৌথপরিবার ভেঙ্গে গিয়ে আবার বিদেশেও কমিউনিটির মধ্যে একরকম একরকম যৌথ পরিবার গড়ে ওঠে। মান অভিমান ভালোবাসার কতো রং কতো রঙ্গ! এইগুলো না থাকলে তখন এসবের দাম বোঝা যায়!
    পাশের বাড়ির জেঠিমা প্রশ্নে প্রশ্নে অস্থির করে দিতো নিরীহ নির্বিবাদী সব কৌতুহল - মারা গেছেন দু তিন বছর - এখন যেন মনে হয় ওরা ফিরে এলেই বেশ হয়! স্বার্থপর দুনিয়ায় কে কার খবর রাখে? এর চেয়ে তবু কেউ তো ডাকতো? কেউ তো খবর নিতো? এই সব ট্রিভিয়াল কথাও শুনতে কেউ চায়, আমি ভাত খাবো বলে কেউ যদি একমুঠো ভাত হাঁড়িতে ফেলে দেয় তবে সেই ভালোবাসার জন্যে আমি সাত সাগর সাঁতার কেটে আসতে রাজি আছি।
    শুধু কেরিয়ার টাকা গাড়ি আর নিজের জেদ অহঙ্কার - এই আত্মসর্বস্ব দুনিয়ার বাইরে কেউ যদি শুধু আমাকে আমি বলেই ভালোবাসে সেটা কেন সেই সময়ে মাথা পেতে নিতে পারিনা কে জানে ! এখন মনে হয় মা যদি বেঁচে থাকতো বলতো হয়তো এতোদিন পরে ইন্ডিয়ায় আসছো এবাড়ির বৌ তো তুমি এখানেই এসে উঠো - মনটা তো সেই ডাকের আশাতেও বসে থাকে! একসময় যেটা হয়তো চাপ লাগতো সেই চাপটা হঠাৎ চলে গেলে তো পাথর বলে মনে হয়!

    একটু নিজের কথাও বলে যেতে ইচ্ছে করছে নিজের ছেলে হবার পরে শাশুড়ি কে যেন অনেকটা বুঝতে পেরেছিলাম- এখন পোলাপানটা ইস্কুলের ট্রিপে কদিন গেলে আমার কেমন অস্থির অস্থির লাগে - তখন আবার আরেকটা মায়ের কথা মনে পড়ে! শাশুড়ির ছেলের মা। কি জানি আমি হয়তো একাই- তবু আজও পরের ছেলেটার মায়ের কথা ভাবলে চোখটা জলে ভরে ওঠে! তবে এটা একান্তই নিজের অভিজ্ঞতা! সবার ই ব্যথা আছে নিজের ব্যথা নিজের মতন করে। কারুকে আঘাত দেবার জন্যে নয় শুধু নিজের কথাটুকুই বলার ছিলো!
    আমি অপেক্ষা করে থাকি ডাকের জন্যে- যে ডাকবে আমাকে ওখানে থাকার জন্যে - শুধু আমি ও বাড়ির বৌ বলে নয় - আমার সন্তান ওবাড়ির পরিচয় বহন করে বলেও নয় - ওবাড়ির ছেলেটাকে ভালোবাসি বলে

  • byaang | 122.167.90.6 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৭:২৩485398
  • সু, তোমার পোস্টটা খুব ভালো লাগল।
  • kd | 59.93.243.62 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৭:৩২485399
  • বা:।
  • pi | 72.83.92.218 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৯:৩০485400
  • আমারো কিছু লেখার ছিল। কিন্তু কাল একটু লিখতেই ব্যাংদি যা ঝাড় দিয়ে দিল, যে লিখতে ভয় পাচ্ছি ! :(

    যাই হোক, মামু, সিকির বেশ কিচু পোস্টে ক।
    আর বাকি অনেক রেলেভ্যান্ট আলোচনা যখন এখানে হয়েছে, তো এটাও এখানে থাক ।

    http://www.guruchandali.com/guruchandali.Controller?portletId=8&porletPage=2&contentType=content&uri=content1316194186795
  • arindam | 14.99.229.5 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৯:৩৬485401
  • নিজের মেরুদন্ডহীনতাকে opression বলে চালানোর স্বভাব মেয়েদের মজ্জাগত।
  • dukhe | 117.194.236.195 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৯:৪২485403
  • অরিন্দম পটকায় আগুন দিয়ে গেলেন কিন্তু ।
  • Du | 117.194.203.122 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৯:৫০485404
  • অপ্রেশন কিছুই নয়। এই, শুধু গত কয়েকদশকে মেয়েদের বড় করাতে একটা বিরাট পরিবর্তন হয়ে গিয়েছে, যেটা তাদের চালু সেটাপে অকারনেই অপ্রেসড ফীল করাচ্ছে । এই সময় ছেলে মেয়ের বাইরে 'বৌমা' নামক একটা ক্লোনড প্রজাতি উদ্ভাবন করা আমাদের সমাজের পক্ষে খুবই দরকারী।
  • pit | 14.96.190.76 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২১:০৮485405
  • একবার বরের সংগে লেগে গেলে বাপের বাড়ীর আসল চেহারটি দেখা যায়। শ্বশুর বাড়ীর বাদরামি থেকে কোন অংশে কম নয়।অআশপাশের কথা তো বলেই লাভ নেই।অতবে মেয়েরাও কম যাচ্ছে না বাপু ।অহে হাএ শোধ তুলছে। উল্টো দিকের ফ্লাএর আমেরিকাবসী বৌমা দেশে ১৫ দিনের জন্য বেড়াতে ঈস একদিনের জন্যও শ্বশুর শ্বাশুড়ীর মুখ দর্শন করেন না।অবাচ্চাদুটো একবার এবাড়ীতে একবার ওবাড়ীতে দোল এখল। বাবা মা ঠাকুর্দা ঠাকুমার সংগে একদিন ও থাকা হল । হায় রে দুর্ভাগা সময়। হায়রে দর্ভাগা অর্থের শাসন।
  • siki | 122.173.2.250 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২১:৪৩485406
  • মামুকে পুরোপুরি ক দিতে পারছি না। কারণ "ছেলেদের' ওপর চাপিয়ে দেওয়া অপ্রেসন আর "মেয়েদের' ওপর চাপিয়ে দেওয়া অপ্রেসন এক জিনিস নয়।

    মামু যে উদাহরণগুলো দিল, সেগুলো হয় মোটামুটি অপরিণতবয়স্ক ছেলেদের ক্ষেত্রে। বা সদ্য আঠেরো পার করা ছেলেদের ক্ষেত্রে। যে, জয়েন্টে চান্স না পেলে তোর জীবন বৃথা। তুই একটা ভালো চাকরি না পেলে আমাদের কে দেখবে।

    পরিণতবয়স্ক, বিবাহযোগ্য বা সদ্যবিবাহিত ছেলেকে কি কোনও অপ্রেসনের মুখোমুখি হতে হয়, যেটা একটা পরিণতবয়স্ক, বিবাহযোগ্যা বা সদ্যবিবাহিতা মেয়েকে হতে হয় প্রতিনিয়ত? নিজের বাড়ির নাম হয়ে যায় "বাপের বাড়ি', পরের বাড়ির নাম হয়ে যায় "নিজের বাড়ি'? ঘরের বৌ হিসেবে তোমাকে এই করতে হবে, ঐ করতে নেই, সে তুমি ছাই যত বড়ই চাকরি করো না কেন, ঘরের বৌ হচ্ছে ঘরের লক্ষ্মীশ্রী, সে যদি ঐভাবে চলে, তমুক ড্রেস পরে, অমুকের সঙ্গে পাড়ার মোড়ে হেসে হেসে কথা বলে, তা হলে বদনাম আমাদের হয়।

    ভাবা যায় কি, একটা ছেলেকে এই ধরণের কোনও অপ্রেসনের শিকার হতে হচ্ছে চব্বিশ পঁচিশ বছর বয়েসে, বা তার পরবর্তী বয়েসেও? হ্যাঁ, নিজের বাবামায়ের কাছ থেকে একটা সাইলেন্ট বা সোচ্চার দাবি থেকেই যায়, আমরা বুড়ো হচ্ছি। আমাদের তুই না দেখলে কে দেখবে। সেটা অপ্রেসন বা দায়বদ্ধতা, যে যেভাবে দেখে।

    সামাজিক চাপ অবশ্যই থাকে ছেলেদের জন্য। চাকরি। টাকা। অনসাইট। ফোর্ড আইকন। দক্ষিণ কলিকাতায় কি দক্ষিণ দিল্লিতে নিজস্ব গৃহ। ব্যাঙ্ক ব্যালেন্স। কিন্তু এই চাপগুলো কতখানি ঘরের ভেতর থেকে আসে? বাইরে এইসব চাপ প্রায় সবাইকেই সইতে হয়, আজকের দিনে প্রচুর মেয়েকেও সইতে হয়। কিন্তু উপরি যে ঘরোয়া চাপগুলো, এগুলো শুধুমাত্র মেয়েদেরই রয়ে গেছে। আমাদের মত যারা দু তরফেই ঘর ছেড়ে এসেছি, তারা আলাদা প্রজাতি, কিন্তু যাদের নিজেদের বাড়িতে থাকার সৌভাগ্য বা দুর্ভাগ্য থেকে গেছে এখনও, তাদের কেসটা কতটা কম্পেয়ারেবল, ছেলে আর মেয়ের ক্ষেত্রে?
  • rimi | 75.76.118.96 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২১:৪৫485407
  • এতক্ষণে সব পড়ে উঠলাম। ইশান, অপ্রেশন শব্দটা আমি বা ব্যাং কেউই ব্যবহার করি নি। এই অপকম্মোটি আকার। বুঝলে???
  • rimi | 75.76.118.96 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২১:৫২485408
  • সিকিরে বিরাট ক।
  • Ishan | 117.194.41.115 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২২:০০485409
  • ব্যাং এর পোস্ট কপি পেস্ট:

    ইশানবাবু, তালে আপনিই বলে দিন - ইহাকে কী অপ্রেশন কয় নাকি কয় না? যদি না কয়, তাহলে কী কয়? সাম্যবাদ?

    -------------------------

    সিকিকে:
    কে কইল অপরিণত বয়সী ছেলেদের শুনতে হয়? দুই বাড়ি থেকে সমদূরত্ব বজায় রাখাটা একবার প্র্যাকটিস করে দেখোনা বাপুরা। এখনও এই এই মাসেও আমার বাপমাকে "দেখার কেউ নেই'। আমি তো কাছে থাকিইনা।
    এসব অবশ্য মেয়েদের বলে কোনো লাভ নেই। তারা এসব "ইনসিগনিফিকেন্ট' ব্যাপার বুঝবেনা। :)
  • Nina | 68.45.76.170 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২২:০১485410
  • সিকি, একেবারে চাট্টে সিকি একসঙ্গে--একটাকা :-) বলেছ!
  • siki | 122.173.2.250 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২২:০২485411
  • সমদূরত্ব রাখার প্র্যাকটিস করি না কে কইল? নয় নয় করে নয় বছর তো হল। :)
  • rimi | 75.76.118.96 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২২:০৪485414
  • আরে তালেগোলে ব্যাংএর গুলিয়ে গেছে। ব্যাং এখানে ডিস্ক্রিমিনেশন বলতে চেয়েছিল। সব দোষ আকার,আকাকে পেটানো হোক।
  • Ishan | 117.194.41.115 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২২:০৪485412
  • সেতো ভাই দিল্লিতে থাকো বলে। কলকেতায় থেকে দেখো। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন