এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমেরিকায় দশ বছর।

    Monorama Biswas
    অন্যান্য | ১৫ সেপ্টেম্বর ২০১১ | ৩০৩৩৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | 122.172.252.8 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:৫৩485315
  • আর আমারও অনন্ত:কাল ধরে এই চাপান-উতোর চালিয়ে যাওয়াটা খুব লোভনীয় বলে মনে হচ্ছে না, আমিও রিটায়ার করতেই চাই। তোর নিজেকে অপ্রেসড মনে হয় নি, ভালো কথা। যাদের মনে হয়েছে, কথার জাল দিয়ে তাদের মনে হওয়াটা নিরর্থক এটা বুঝিয়ে দেওয়াটাও তো ঠিক সাম্যবাদের পরিচয় না, তাই না।
  • pi | 128.231.22.133 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:৫৫485316
  • সেটাকে নির্ঘাত আপনার গভীর প্রেম এবং আমিই তেনার পরম আশ্রয়স্থল হিসেবে চিহ্নিত করবেন?

    erakamprashnkorleuttortoasteipare:)

    chinhitokorarjanyooijantecheyechokinajanadarkarhoyechilobolejantecheyechhilam:)
  • byaang | 122.172.252.8 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০২:৫৬485317
  • এটা লিখেছি মামু লেখার পরে। তুই বলি্‌ছলিস তার আগের কথা। এবং টাইমস্ট্যাম্পও দিয়েছিলিস।
  • pi | 128.231.22.133 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০৩:১৪485318
  • এতো ভালো মুশকিল। নিজের কথা লিখতে পারবো না ?
    একটা টইতে বলা হল , একমত না হলে লিখবে না।
    এখানে বলা হচ্ছে, আমার অন্য মত থাকলে সেটা লিখলে কথার জাল দিয়ে অন্যদের মতকে নিরর্থক বুঝিয়ে দেওয়া !! :o

    আমি তো কাউকে মতামত দিতে বাধা দিই নি। আমাকে মতামত দিতে বাধা দেওয়া হচ্ছে কেন ?

    ওপেন ফোরামে পোস্ট করলে লোকে কেবল সেটা পড়বে, তাই নিয়ে তাদের নিজস্ব কোন প্রশ্ন বা মতামত থাকতে পারেনা, থাকলে সেটা দেবেনা এমন তো না।
    ব্যক্তিগত জীবন নিয়ে পোস্ট হলেও সেটা যখন ওপেন ফোরামে যথেষ্ট ওপেনলি করা হয়েছে ( আর এভাবে পোস্ট করলে এধরণের সমস্যা হতে পারার কথাটাই বোধহয় আরো অনেকে অ্যান্টিসিপেট করেছিলেন ) , তাই নিয়ে লোকে মন্তব্য ও করছে।

    আর এতই আপত্তি থাকলে মামুর পোস্টের পরই জানিয়ে দিতে পারতে এনিয়ে যেন কেউ কোন মতামত না দ্যায়। তা না করে নিজেই জানতে চাইলে ঘটনাটাকে আমার কীভাবে চিহ্নিত করবো।
    খেয়াল রেখো, প্রশ্নটা তুমি ই করেছো।

    কিন্তু এর উত্তর দিতে গিয়ে তোমার কাছে কিছু জানতে চাওয়াতে তুমি রেগে গেলে :(

    কেন জানতে চাইছি এবং আমার কথা শুনবে কেন মার্কা পোস্ট করছো। যেখানে আমি একবারও বলিনি, আমার কথা শুনে তোমাকে চলতে হবে :)

    কিন্তু এবার সিরিয়াসলি হেজে গেছি। আর এই নিয়ে কোন কথা লিখতে চাইনা।
  • byaang | 122.172.252.8 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০৩:২৭485319
  • হেজে আমিও গেছি। একই প্রশ্ন আমারও। আমি নিজের কথা লিখতে পারবো না? আমার মনে হয়েছে, আমার থেকে বাজে অ্যাডভান্টেজ চাওয়া হয়েছিল। আমি আমার খারাপ লাগাটা লিখেছি। কিন্তু অন্য একটা টইয়ে আমাকেও বলা হল এগুলো নিয়ে এখানে প্রশ্ন তোলার মানে নেই, বরং সময়বিশেষে এইধরণের ঘটনা যারা ঘটাচ্ছে, তাদের কাছে নিজের আপত্তি নথিবদ্ধ করা ভালো।
    আর হ্যাঁ ঐ প্রশ্নটা আমার খেয়ালে ছিল, বরং তোর খেয়ালে ছিল না ঐ প্রশ্নের আগের পোস্টগুলো। আর তুই তো এর উত্তর দিস নি বরং আমি আমএরিকায় পড়তে বা চাকরি করতে যেতে চাই, এটা জানাইনি কেন এই প্রশ্নটা তুলেছিলিস। যেখানে আমি প্রথম পোস্ট থেকেই লিখেছিলাম আমার নিজের চাকরি ছেড়ে আমএরিকায় যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। আর তুই তো পরিষ্কার বললি, "জানতে চায়ি্‌ন বলে জানাবে না? লোকের জানতে চাওয়ার অপেক্ষায় বসেই বা থাকবে কেন? জানতে চেয়ে দেখলে পারতে" ইত্যাদি। সুতরাং "সেখানে আমি একবারও বলি নি, আমার কথা শুনে তোমাকে চলতে হবে'' এই কথাটা আর ততটা খাটে না, বলে আমার মনে হয়েছে। আর এই রেগে যাওয়াটাও আরো একটা ট্যাগ আমার উপর চাপনো হল বলে মনে হচ্ছে।
  • Monorama Biswas | 71.167.46.249 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০৮:০৬485320
  • আমার লেখাটা দেখলাম অনেক মানুষ পড়েছেন। আমি তাঁদের মতামত পড়ে রীতিমত অভিভূত। ইতিবাচক বা নেতিবাচক-এই কমেন্ট গুলো কিন্তু আমাকে আরো লিখতে উৎসাহ যুগিয়েছে বা যোগাচ্ছে। আমি অজপাড়া গাঁয়ের এক অতি সামান্য মেয়ে। প্রতিকূলতা সত্বেও দৃঢ় মন বলের জন্যে সেখান থেকে আজ আমি আমেরিকায় বাস করছি, জাতিসংগে অতি গুরুত্ব পূর্ণ পদে কাজ করছি। আমার তো একজন গাঁয়ের বধূ হিসেবেই থাকার কথা ছিলো। আমি সব কিছুই আমার ভবিষ্‌য়্‌ৎ নাতি-নাতনীদের জন্যে লিখে রাখতে চাই। আমি একজন ডেন্টিস্ট।
  • aka | 75.76.118.96 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০৮:০৮485321
  • হ্যাঁ হ্যাঁ লিখুন দিকি বেশ বড় করে, জমিয়ে।
  • siki | 122.173.2.250 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০৯:১৯485322
  • উরিত্তারা। মনোরমা, আপনাকে লম্বা করে একটা স্যালুট।

    আরো লিখুন। প্রচুর লিখুন। খুব খুব ভালো লেগেছে আপনার প্রথম লেখা।
  • bb | 117.195.168.183 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১০:২০485323
  • মনোরমা, আপনার জাতিসংঘের ডেন্টিস্ট হওয়া টা বোধহয় গুরুত্বপুর্ন নয়, আপনার লড়াই আর স্বপ্নপুরন অনেক বেশী দামী।
    আপনার লেখাতেই জেনেছি আপনি দেশেও ভাল ছিলেন, সেখানেও আরও গুরুত্বপুর্ন কাজ ও করতে পারেতেন।
    তাই আমার ব্যক্তিগত মতে আপানার স্বাধীন ভাবে বাঁচা আর নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেওয়া অনেক বেশী দামি। আপনার মানসিকতাকে জানাই সেলাম।
  • santanu | 95.141.130.90 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১১:৪৬485325
  • এই যে সব পড়ে ফেলেছি, আমার মত টাও দিয়ে যাই।

    ছুটিতে বাড়ি গেলে দুজনেই দুজনের বাপের বাড়ি থাকা উচিত মাঝে কয়েকদিন কমন।

    আমি করেছি যখন দিল্লিতে থাকতাম, আমার শালা করছে এখন লুরু তে থাকে। আমার মা আগে করতেন এবং আমার শাশুরী এখন একটু আপত্তি করেন - সেটা আমার বাবা আর আমি মিলে আগে আর এখন আমার শ্বশুর আর বউ মিলে (আমার শালা কথা না বলাটা পছন্দ করে), ম্যানেজ করে ফেলেছে।

    আমার বিয়ে ২১ বছর আগে হয়েছিল, এখন ও এইসব অপ্রেসন এর কথা শুনলে মনে হয়, মেয়েগুলো করে কি!!
  • bb | 117.213.213.12 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১২:২০485326
  • শান্তনুর কথা সুত্রে, আমিও একই রকম করি। ছুটিতে প্রথমে আমার বাড়ী (কারণ তা কোলকাতায়)- কেনাকাটা, সিনেমা আর থিয়েটার দেখা, তারপর সস্ত্রীক শ্বশুর বাড়ী যেখানে একরাত থেকে আমি ব্যাক টু নিজের বাড়ী। এই বার দুজনে নিজেদের বাড়ীতে ল্যাদ খাই। আবার আসার সময় হলে দুদিন শ্বশুর বাড়ীতে কাটিয়ে কোলকাতায় নিজেদের বাড়ীতে আরও একবার ফাঁসির খাওয়া,শেষমূহুর্তের কেনাকাটা আর ফেরা। এই করেই কেটে গেল অনেক গুলি বছর , তাঁর দিক থেকে কোন অভিযোগ নেই এখন পর্যন্ত।
  • byaang | 122.167.90.6 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১২:২৯485327
  • ছুটিতে বাড়ি এলে দুই বাড়ির টানাপোড়েনের এক মজার সমাধান করতে দেখেছিলাম একজনকে। সে কোলকাতায় একটা থ্রি বেডরুম ফ্ল্যাট কিনে রেখেছে। যখনই তারা দেশে আসত, দুজনের বাবা-মাকেই সেই ফ্ল্যাটে এসে ওদের সঙ্গে থাকতে হত। এক মাস তারা মহানন্দে কাটিয়ে ফিরে যেত। এখন ওদের বাবা-মাদের বয়স আরো বেড়েছে, তাঁরা এখন স্বেচ্ছায় দুই পরিবার একসঙ্গে ঐ ফ্ল্যাটে থাকেন।

    তবে এটা একটা এমনিই কুইকফিক্স উদাহরণ। সবার ক্ষেত্রে এই সমাধান প্রযোজ্য নয়, সে কথাও সত্যি। তবে এমনটা যদি সবার ক্ষেত্রে হত, কতই না ভালো হত!
  • siki | 122.173.2.250 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৩:০৫485328
  • আমরা সবাই কত ভালো! তাই তো আমরা গুরুচন্ডালিতে আসি।

    ডি: ভাগ্যিস আমাদের বউরা আসে না। :)
  • Ishan | 117.194.41.115 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৪:২৭485329
  • এড়িয়ে যাবার কিছু নাই। মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে শ্বশুর বাড়িতে থাকতে বলাটা অপ্রেশনই তো। অন্যের উপরে জোর করা।
    তবে যারা প্রেম করে বিয়ে করে, এবং কে বাসন মাজবে কে ঘর মুছবে অবধি ঠিক করে ফেলে, তাদের এটাও উভয় পক্ষের কাছেই আগেই ক্লিয়ার করে দেওয়া উচিত, যে, আমি বাপু শ্বশুরবাড়িতে থাকবনা। তাহলেই কোনো গোল থাকেনা। যদি মেয়ের অর্থনৈতিক সামর্থ্য থাকে, তাহলে দেখেশুনে বে করলেও এগ্রিমেন্টটা করে ফেললেই হয়।

    কিন্তু তা তো হয়না। মেয়েরা এগ্রিমেন্টটায় এগ্রি করে। তাপ্পর দিব্ব আজ থেকে আমি অন্যের বাড়ির লোক হয়ে গেলাম বলে কাঁদতে কাঁদতে চিরবিদায় নেয়। উভয় পক্ষের বাপ-মাই সেরকম মানসিক গঠনেই প্রস্তুত থাকে। মেয়েরা সেই মানসিক গঠনে প্রত্যক্ষ ভাবে ইন্ধন জোগায়।

    চুক্তিটা আগেই পুরোটা সেটল করে ফেললেই হয় বাপু। তা না করে পরে ন্যাকামো করা কেন? ঢং।

  • byaang | 122.167.90.6 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৪:৪০485330
  • শ্বশুরবাড়িতে থাকা হবে না, সে তো আগে থেকেই ঠিক করা ছিল। তবে কিনা তখনও তিনি মাইকেল ডগলাসের মতন বিষয়-সম্পত্তি করে উঠতে পারেন নি কিনা, তাই সইসাবুদও বাহুল্য মনে হয়েছিল, এবং ""ভদ্রলোকের এক কথা'' নীতি অনুসরণ করে এগ্রি করা হয়েছিল ভার্বাল এগ্রিমেন্টটায়। তারপর যদি অন্যপক্ষ আগের নীতি থেকে সরে আসে, সেই দায়টাও মেয়েদেরই বইতে হবে? ব্রীচ অফ কনট্র্যাক্টের ফলে যদি ডীলটাই ক্যান্সেল হতে বসে, সেটাকে ব্ল্যাকমেলিং, ধরা হবে কেন?
  • Ishan | 117.194.41.115 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৪:৪৩485332
  • আমার বাপের বাড়িটিই বিবাহের পরেও "আমার' বাড়ি, অন্যটি অন্যপক্ষের -- এটাও পষ্টো করে বলা ছিল তো? এবং শ্বশুর শাশুড়ি ও মাতা-পিতার সঙ্গে সেই নিয়ে ভদ্রলোকের এক কথা হয়ে গিয়েছিল তো?
  • byaang | 122.167.90.6 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৪:৪৩485331
  • মেয়েদের অর্থনৈতিক সামর্থ্য থাকলেই বা কী আর না থাকলেই বা কী! দেখবার আর শোনবার জন্য তাদের সামনে যেন কত ধরণের অপশন সাজানো আছে!! ঐ যে নিশি কোন একটা টইয়ে বলল না, সব্বাই এক ছঁচ থেকে বেরিয়েছে। তো আলাদা করে আর কি দেখা শোনা যাবে তাদের মধ্যে!
  • byaang | 122.167.90.6 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৪:৪৮485334
  • একপক্ষের মাবাবা অন্যপক্ষের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করলে যে যার নিজের বাবা-মাকে হ্যান্ডল করবে এমনটি ছিল শর্তে।
    এবং বিবাহের পরেও মেয়েদের বাপের বাড়িটি কেন মেয়েদের থাকবে না, এই প্রশ্নের উত্তরই তো চাওয়া হচ্ছে। ছেলেটির বাপের বাড়িটি কেন মেয়েদের নিজের বাড়ি বলে ধরে নিতে হবে? দুই পক্ষের বাবামায়ের মানসিক গঠন সেটাই, তাই জন্যই কি?
  • sinfaut | 117.194.232.238 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৪:৪৮485333
  • মনোরমা দিদিকে প্রচুর অভিনন্দন। ভালো করে আরও লিখুন, পড়তে ভালো লাগছে।

    ব্যাংদিকে - লিখে ভালো করেছ। মেয়েদের এইসব 'ইন্সিগ্নিফিক্যান্ট' সমস্যা আমরা কোনদিনই বুঝবনা, থিওরিটিকাল সাম্যবাদ ও আধুনিকতা নিয়ে ভীষন ব্যস্ত থাকি কিনা, তাই।

    আমার নিজের মত, কক্ষনই কারোর শ্বশুর বাড়িতে থাকা উচিত নয়। একদিনের জন্য ঘুরতে গেলাম ঠিক আছে।
  • Ishan | 117.194.41.115 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৪:৫০485336
  • না। যে মেয়েটি বিয়ে করে তারও মানসিক গঠন এটাই। নইলে সে এটা পষ্টো করে বলে নিত। বিশেষ করে সে যখন স্বেচ্ছায় বিয়ে করছে।
  • byaang | 122.167.90.6 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৪:৫১485337
  • সিঁফো, থ্যাংকিউ রে! তবে আমার সবচেয়ে অবাক লাগল, আমার প্রথম পোস্টটায় কিন্তু আমি শুধু আমার বর বা শ্বশুরবাড়িকে ভিলেন প্রমাণ করতে চেয়েছি, এটা সবাই কেমন ধরে নিল। অথচ আমার মা যে কিরকম ষড়যন্ত্রী এবং ঘোঁট পাকাতে পারে, সেটা কারোর চোখে পড়ল না! ছেলেদের এই স্পর্শকাতরতা, এই গল্পটা এখানে না লিখলে জানতেই পারতুম না।
  • byaang | 122.167.90.6 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৪:৫৬485338
  • সে খুব পষ্ট করে বলে নিয়েছিল, সে কোনো মাবাবার সঙ্গে থাকবে না, এইটা পোষালে তবেই ছেলেটি মেয়েটির সঙ্গে থাকতে আসতে পারে। তবে তখন অব্দি একা মেয়ের বাড়ি ভাড়া পাওয়া অথবা দুটো ছেলেমেয়ের বিয়ে না করে বাড়িভাড়া পাওয়াটা এত সহজ ছিল না কিনা!
  • Ishan | 117.194.41.115 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৫:০০485339
  • সে চুক্তি তো ভঙ্গ হয়েছে বলে পড়লাম না।

    কিন্তু সে কোন "ফ্যামিলি'তে বিলং করে -- বাবার না শাশুড়ির -- এই নিয়ে কথা হয়েছে কিনা জিগিয়েছিলাম। সেটাও যদি হয়ে গিয়ে থাকে তো না গেলেই হয়। অনুমতি ফতি আবার কি।
  • byaang | 122.167.90.6 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৫:০৩485340
  • অনুমতির কথা আবার কোথায় লিখলাম?

  • Ishan | 117.194.41.115 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৫:০৬485342
  • এই আমি যেমন। খুব পরিষ্কার ভাবে কোনো বাড়িতেই বিলং করিনা। মাঝে মধ্যে বেড়ু কত্তে যাই। অসুখ-বিসুখ হলে কাজে লাগি। ব্যস।

    এবং এই নিয়ে কথা হলে পাতি কাটিয়ে দিই। কোত্থাও নিজেকে রিপ্রেসড বলে দাবী করিনা।
  • byaang | 122.167.90.6 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৫:০৬485341
  • উফ দুটো ছেলেমেয়ে একসঙ্গে থাকবে নানা কারণে, সেখানে মেয়েটি কোন ফ্যামিলিতে বিলং করে এই প্রশ্নটা আলাদা করে তোলার মানে কি? মেয়েটির ভাই যদি তার বিয়ের পরেও নিজের বাবা-মায়ের ফ্যামিলিতেই বিলং করতে পারে, তাহলে মেয়েটির ক্ষেত্রে এই প্রশ্নটা আলাদা করে তোলার মানে কি! আমার তো মনে হচ্ছে এক্ষেত্রে মেয়েটির মানসিক গঠন নিয়ে যিনি প্রশ্ন তুলছেন, তাঁর মানসিক গঠনটা এইব্যাপারে অত্যন্ত একপেশে।
  • Ishan | 117.194.41.115 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৫:০৮485343
  • লিখেছ। না পড়ে বলছি নাকি?

    তারপর বিয়ের পরে প্রথমবার কোলকাতা এসে দেখলাম, একদিনও নিজের মায়ের কাছে থাকতে পারবো না, শুধু এক-দুইবার নিজের মায়ের সঙ্গে দেখা করে আসবার অনুমতি মিলবে। তাও সেখানে ভাত খাওয়ারও অনুমতি নেই।

    Date:16Sep2011 -- 10:12AM
  • byaang | 122.167.90.6 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৫:১০485344
  • বিশ্বাস করুন, আমি ঠিক আপনার মতবাদেই বিশ্বাসী এবং আপনার মতন জীবনযাপন করতে চাই। আর করতে চাই বলেই তো কাল থেকে এরকম ধুন্ধুমার বেঁধেছে দুটো টইয়ে। কারণ আপনার মতন জীবনযাপন করতে চাইলে আমার থেকে আরেকজন হিসেব চান, এটা লেখার পর থেকেই না, আমি নতুন একটি ভিলেন সৃষ্টি করে বাজারে ছেড়ে দিলাম, এই অভিযোগটা উথল আমার প্রতি।
  • Ishan | 117.194.41.115 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৫:১৩485345
  • এই সোসাইটিতে ছেলেরা বাপের বাড়িতে এবং মেয়েরা শ্বশুর বাড়িতে বসবাস করে, এই কমন নর্মটা কি মেয়েরা জানেনা? আর কমন নর্ম ভাঙতে হলে সে নিয়ে অন্তত: কথা বলতে হয়, সেটাও তো বোঝা কঠিন কিছু না। আমি বাপু কোনো ফ্যামিলিতেই বিলং করবনা, এটা ডিক্লেয়ার না করলে যে মৌনতা সম্মতির লক্ষণ হবে, সেটাও তো সহজবোধ্য। মেয়েদের এতো বুদ্ধি এইটা বুঝতে পারেনা? ছি ছি।

    "শুধু' মেয়েটির মানসিকতা নিয়ে প্রশ্ন তুলিনি তো। বলছি মেয়েটিও এই মানসিকতা থেকে মুক্ত নয়। থাকলে সোজা জিনিস সোজা ভাবেই ট্যাকল করত।
  • Ishan | 117.194.41.115 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৫:১৬485347
  • ভিলেন টিলেন নিয়ে আমার কোনো বক্তব্য নাই। কেউ নিজের ফ্যামিলি নিয়ে কথাবার্তা টইয়ে লিখলেও আমার কোনো আপত্তি নেই। সে নিজের ম্যাও নিজে সামলে নেবে।

    আমার আপত্তি অপ্রেশন শব্দটা নিয়ে। ওটা খুবই স্ট্রং ওয়ার্ড। অগে ক্লিয়ার করে নিলেই অনুমতি-টতির ব্যাপার আসতনা। আর আগে যখন ক্লিয়ার করা হয়নি, তখন পাতি কাটিয়ে দিলেই হয়। অপ্রেশন কোদ্দিয়ে আসে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন