এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমেরিকায় দশ বছর।

    Monorama Biswas
    অন্যান্য | ১৫ সেপ্টেম্বর ২০১১ | ৩০৪৬০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rimi | 75.76.118.96 | ১৮ সেপ্টেম্বর ২০১১ ০৩:০৮485448
  • আচ্ছা, কালকের ব্যপারে একটা কথা বলার আছে আমার। মানুষের রাগ হল এক ধরণের সিগনাল, যেটা সাধারণত ইন্ডিকেট করে যে কোথাও কিছু একটা ইনজাস্টিস হচ্ছে। (আমি এখন মানুষের বিভিন্ন সম্পর্ক, আবেগ ইত্যাদি নিয়ে পোচ্চুর পড়াশুনো করছি কি না ) এবং সেই ইনজাস্টিস সম্পর্কে একটা অসহায় কষ্টের বোধই রাগ হয়ে ফুটে বেরোয়।

    তো, ব্যাংএর এই রাগের এক্সপ্রেশন দেখে আমার মনে হয়েছে যে নিশ্চয়ই ওর মনের কোণে কোনো ইনজাস্টিসের অনুভূতি রয়েছে, সেটা এখনো হার্ট করে! এবারে সেই অনুভূতিটা লেজিটিমেট কি না, সেটা অন্য প্রশ্ন। কিন্তু সেই বিচার করার জায়গায় তো আমরা নেই, অর্থাৎ আমাদের কাছে যথেষ্ট তথ্য নেই। যেটুকু তথ্য আমার কাছে আছে, তাই দিয়ে আমি সবসময় ব্যাংকেই বেনিফিট অব ডাউট দেব, মনে করব ওর রাগ লেজিটিমেট।

    আরো একটা কথা, আমরা কেউ অন্য কারো মতন নই। আমাদের প্রত্যেকের জীবন আলাদা, যেসব মানুষের সঙ্গে আমরা ইন্টার‌্যাক্ট করি, তারাও আলাদা, আর আমরাও একেকজন আলাদা আলাদা মানুষ। সে আমরা যতই একইরকমের প্রিভিলেজড হই না কেন। তাই আমি নিজের জীবনে কি করেছি, কি ভাবে নিজের শ্বশুর শাশুড়ি বা কেরিয়ার বা ছেলে মেয়েকে সামলাচ্ছি, সেই উদাহরণ অন্যের সমস্যার সমাধান নাই হতে পারে। যেমন, ধরা যাক, আমার দুই কলিগ। দুজনেই আমার সঙ্গে একই রকমের ডিস্ক্রিমিনেটিং ব্যবহার করছে। একজন মোটামুটি র‌্যাশনাল, আমার ভিউটা বুঝিয়ে বলতেই বুঝল। সেই একই আমি অন্য কলিগকে একইভাবে বোঝাতে গেলে সে হয়ত রেগে আগুন হবে। আমার শাশুড়ীকে আমি বললাম আমি মায়ের বাড়িতে যাবো, বলে বেরিয়ে গেলাম, আর আমার বন্ধু একই পরিস্থিতে তার শাশুড়িকে একই কথা একইভাবে বলায় তাদের বাড়িতে তুলকালাম হল, বর পর্যন্ত বন্ধুর উপরে রেগে গেল, পুরো সম্পর্কটাই অন্য দিকে টার্ন নিল। এগুলো কি খুব অস্বাভাবিক অবিশ্বাস্য? আমার কাছে হয়ত আমার নিজের কোর ভ্যালুগুলো আমার সম্পর্কগুলোর থেকেও অনেক বেশি মূল্যবাণ, আমি আমার নিজের বিশ্বাসের মর্যাদা দেবার জন্যে সম্পর্ক নষ্ট করতে দ্বিধা করব না। একই সঙ্গে সম্পর্ক হারানোর যন্ত্রণাতেও কষ্ট পাবো। কিন্তু আমার বন্ধুর কাছেই হয়ত নিজের মূল্যবোধের তুলনায় সম্পর্ক অনেক বেশি দামী, সেই সম্পর্ক রাখার জন্যে সে কম্প্রোমাইজ করবে, কিন্তু ভিতরে ভিতরে সেও কষ্ট পাবে, অন্য রকম কষ্ট!!

    তাই ব্যাং কি ভাবে কি করেছে, কি করলে কি হতে পারত এই আলোচনা নিষ্ফল। আর আমাদের মতন "সাহসী' আচরণ করতে পারে নি বলেই সে দুর্বল, কিন্তু অপ্রেশনের ভিক্টিম নয় - এই কনক্লুশনগুলো ও ওর প্রতি ইনজাস্টিস নয়? আমরা ব্যাংএর যে আচরণ সমর্থনযোগ্য নয় বলে মনে করছি, অসমর্থন জানাতে গিয়ে নিজেরাই সেই আচরণ করে ফেলছি না?

    ব্যাং আমাদের কাছে সমস্যার সমাধান চায় নি, উপদেশ চায় নি, শুধু ওর জীবনের কিছু ঘটনা শেয়ার করেছে। আমাদের কাজ শুধু শোনা।
    ও অন্য কারুর উপর ইনজাস্টিস করছে কি না সেই বিচার করতে গেলে সেটা আমাদেরও অনধিকরচর্চা হয়ে যাবে, অন্তত আমার তাই মনে হয়।
  • kk | 107.3.242.43 | ১৮ সেপ্টেম্বর ২০১১ ০৪:১১485449
  • রিমি কি ক'রে প্রত্যেকবার আমার মনের কথাগুলো জেনে ফেলে লিখে দিচ্ছে !!
  • pi | 72.83.92.218 | ১৮ সেপ্টেম্বর ২০১১ ০৪:৫৬485450
  • মনোরমাদি, বাংলাদেশের একেবারে অজ পাড়া গাঁ থেকে এসে ঢাকায় ডেন্টাল ক্লিনিক করা ...এর জন্য তো আপনি প্রচুর স্ট্রাগল করেছেন। সেই গল্পটাও একটু বিস্তারিত লিখুন না।
  • Moloy | 108.5.118.242 | ১৮ সেপ্টেম্বর ২০১১ ০৫:৪৭485451
  • ব্যাংদি আবার রাগলেন কোথায় .. উনি তো নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করছিলেন শুধু ...

    তা যাহোক ... সবাই কি সুন্দর এগ্রি করছেন সবার সাথে ... আরেকবার প্রমান হলো পৃথিবী সত্যি গোল .

  • riddhiman | 108.194.169.197 | ১৮ সেপ্টেম্বর ২০১১ ০৭:২৪485452
  • পাওলির মত আলট্রা না, কিন্তু (মডার্ন লেভেল শ্রেয়া ঘোষাল পর্যন্ত ধরলে) মেয়েরা কিন্তু খুব এনজয় করছে । শ্বশুরবাড়ি । এটা বাড়ছে। ঐশ্বর্যের (যার মর্ডানিসম লেটার্ম্যান কে নাড়িয়েছে) ও দ্যঙ্গ দ্যনগ করে শ্বশুরবাড়ি করছে।
    তবে কি, আমাদের বাবা অমিতাভ নয়, গরীব। তাই তো অনেক নির্যাতন । শ্বশুরবাড়ি করব কি করব না তাই নিয়ে দিলেমা। খুব অত্যাচার চলছে চারিদিকে বুঝি? আর কে বলছে, না গ্যাঙ্গলিডার রিমি (দি), যে নিজে অনলাইন করে ছে ছেলেদের সাথে একাধিক। (হিস্ত্রি মনে করালাম , সরি) অনলাইন করা কি মেন্টাল রেপ নয়? ডিফেমিশন নয়? তাহলে কি ডিফেমিশদরা বলবে আমি আমেরিকা ছেড়ে দিয়ে ক্যারাম খেলব সারাদিন?

    পাওলি দামের ভিদিও কে কেটে দিয়েছে দু মিনিট । আনদ্রেসিঙ্গ ও প্রাথমিক চুম্বন টা দেখায় নি। সেটা নিয়ে উচবাচ্য করেছ কি রেপ চার্জে মামার বাড়ি।
    বড় বড় কথা শেকড় কোথায়? শেকড়? আমাদের সবার শিকড় কি ? ব পলাতকের অনুপ্‌কুমার আর পল এর্দস এর কিছুই ছিল মা। পাওলির শেকর অনুব্রত তাই এত ও সাহসী। প্রসেনি্‌জতের সাথে করবে না আমার বিশ্বাস।
  • riddhimaan | 108.194.169.197 | ১৮ সেপ্টেম্বর ২০১১ ০৭:৩৪485453
  • একটু কুল হতে হবে। সে অমিতাভ হোক বা ধর্মেন্দ্র। আমার বাবা সাইএন্তীফিক মতে বাড়ি চালান। আমার বউ তাই বাবাবার বাড়ি যেতেই চাই না। আমার শ্বশুর শাশুরি কেন্দে মরে। যেমন সান্ডে বা লঙ্গ ইউকেন্দে কিছু গেমস। আমাদের বারিতে একটা উত্তেজনা আছে,(যা বাড়াছে) যেটা ও ওর বাবার বাড়িতে পাবে না। নানা রকমের গেমস চলছে প্রত্যহ --চাপানের পর ছাদে সবাইকেনিয়ে এক্তু ক্রিকেট, এক রাউনড স্ক্রাবল ব্যস। ফল আমার বউ আমার শশুরির সাথে সিনেমা দেখতে যায়। আর বাপি বলে প্রথম থেকেই।
  • SRISUVRO | 66.154.119.139 | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১০:১০485454
  • 1Ý61Þ41Ý61ß81Þ41à01Þ41ß21Þ21á31Ý81Þ41á31Û71Ü71ß81Û71Ý21Ü71ß81ß01à11Ý51à11Þ21ß81Ý21á31Þ41Ü41à81Þ01ß91Û71Û71ß91Ù81Þ01ß81Þ21ß81Ý61ß21ß91Û71ß21à71Ü71ß81Þ31Ý41ß91Û51Ý61ß91Þ41á31Þ11à11Þ61Þ11ß81Þ01à71Ý61ß91Þ41á31Ý51ß81Þ41Ý61Û71Þ41ß81Þ31ß81ã11Ý61ß81Ý21Þ01à11Û51Û11Û71Ý31ß81Ý21á11ß21Ý21á31Þ31ß91Þ31à71ß21Þ21á31Ý81Þ41á31Û71à71Þ41Þ11ß91Ý21Ü71ß81Ý81á31Þ41ß81Ý31Þ21ß91Û71Þ11ß81Þ01à71Ü41à81Þ01ß91Û7! 1Û71ß81Þ41Ý11ß01ß81Þ41à01Þ41Þ01à31Ý21á31Ý21ß91Û51Þ61Û71á31ß11Ý11Û91à11Þ61ß91Ú31Ý21ß81Þ41Ý81á31Þ41Þ21ß81Ý1! 1ß21Þ21ß21á31Þ31ß81ß31Þ61á11Ú21Þ21Þ41ß81ß01Þ41à01Þ41Þ21Ý61à71Þ41Þ31Ý31ß81Þ41á31Ý31ß21Þ21Ý61á31Þ01ã11ß21ß81Ý51Ý61Û71Þ41Ý21à71Ý81ß81Þ41ß91Ý61ß8.
    1Ý81ß81Þ41Þ61à71Ü21à71Ý21Ý61ß81Þ41Ý41à31â91Ý21ß81ã11Þ01ß81Û71ß91ß21Þ21ß21á31Þ31ß81Þ41ß21Þ21ß81Ý51ß81Ý61ß31Þ01à7.
  • kd | 59.93.247.117 | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১০:৫৩485455
  • রিমি, তুমি আর তোমার বন্ধু দু'জনে একই কথা বললেও ঢোঁকটা দু'জনে একই জায়গায় দিয়েছিলো তো? :)
    (""ঢোঁক''কে লিখিত ফর্মে সাধারণত: "",'' দিয়ে বোঝানো হয়)।
  • Ishan | 117.194.32.34 | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১১:২২485456
  • বা:। চমৎকার। কিছু জিনিস না দেখতে পেলে আর ফেমিনিস্ট কিসে? :)

    আমার ফিলিম কেরিয়ার যে ভোগে চলে গেল সে হল কম বয়সের ছেলেখেলা।

    আর আমি যে বড়ো বড়ো লিখলাম, যে, বুড়ো বয়সেও এগুলো আমাকে ফেস করতে হয়, সে সব "সেন্সিটিভ' লোকজনের নজর দিব্ব এড়িয়ে গেল। ওটাও ততটা সিগনিফিক্যান্ট না।

    সাধে কি আর বলে, মেয়ে না হলে ইনজাস্টিস হয়না। তাহাদের সব পাসে্‌সানালই পলিটিকাল। আর আমি বানের জলে ভেসে এসেছি। সেন্সিটিভিটির নামে ডিসক্রিমিনেশন। ঝ্যাঁটা মারি এই "সেন্সিটিভিটি'র মুখে।
  • tatin | 117.197.70.34 | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১৯:২০485458
  • আমেরিকায় সাত বছর
    _________________

    আমেরিকায় দশবছর আমার ভাগ্যিস থাকা হয় নি। সাড়ে ছয়বছরের মতন কিছু দিন থাকতে বাধ্য হয়েছিলাম, নিজের ভুল সিদ্ধান্তের জোয়াল নিজেকেই বইতে হয় যেহেতু।
    প্রথম সেখানে পৌঁছে অনুভব করি, দুম করে বেশ গরিব হয়ে পড়েছি- রাস্তার পাশ থেকে লোকের ফেলে দেওয়া আসবাব, সেকেণ্ড হ্যান্ড খাট-বিছানা-বাসন-কোসনে জীবন চালাতে হচ্ছে। সপ্তাহে একদিন গ্রসারি বাস চলে, ভিড়ের মধ্যে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে ১৫ কিলোর চালের ব্যাগ টানতে টান্তে ঘরে এসে নিজেকে নিজের রান্না করতে হচ্ছে- এমন কী পাতি কফি-কোল্ড ড্রিংক্স খেতেও অজান্তে হিসেব করে চলছি।
    তারপর দেখলাম একটা ভয়ঙ্কর শ্যাবি জায়গা, রাস্তায় লোকজন নেই বললেই চলে আর ইউনিভার্সিটি থেকে ফেরার রাস্তায় নাকি যখন তখন ছিনতাই হয়। ইউনিভার্সিটি ক্যাম্পাসেও নাকি হয়- যাদবপুর বা আই আইটি তে থাকতে ক্যাম্পাসে অন্তত: নিরাপদ মনে করতাম।
    একচুয়ালি ক্যাম্পাসএর সঙ্গে দেশের জায়গা গুলোর কোনও তুলনা হয়না, না আছে একটা ভালো ক্যান্টিন, না একটা সুন্দর ঠেক মারার জায়গা। সাড়ে ছটা বাজলেই ক্যাম্পাস শুনশান, লোকে শুধু রেক-এ যায় তখন।

    এইসব চাপ নিতে নিতে সাড়ে ছ'বছর কেটে গ্যালো- প্রবল চাপের দিনেও নিজেকেই গাড়ি চালাতে হলো, বিছানায় ছারপোকা, ফ্ল্যাট জুড়ে আরশোলা, ক্রেডিট কার্ড জুড়ে ধার দ্যাখা দিলো- অপ্রবাসে অঋণে যাহার কাল যায় না, তার ভরসা হয় মদ-সিগারেট আর পানু-

    সাড়ে ছবছর পর দেশে যেখানে ফিরে এলাম সেখানে এইসব চাপ না নিয়েও দেশ থেকেই পড়াশুনো করে লোকে দিব্য আছেন- আমি হয়তো আলাস্কা ঘুরেছি আর এনারা গ্যাছেন রাক্ষসতাল- সাতটা পুজো, ছটা বইমেলা- দিদিদের বিয়ে এসব ও পেয়েছেন।

    আজ হিসেবের খাতা খুলে দেখি একমাত্র রান্না শেখাটাই আলাদা প্রাপ্তি
  • pi | 72.83.92.218 | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১৯:২২485459
  • ওটাও কোলকাতার বাইরে দেশেই ছ'বছর থাকলে শিখে যেতি।
  • pi | 72.83.92.218 | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১৯:২৯485460
  • পুজো , বইমেলা, বিয়ে টিয়ে তো আছেই।
    কিন্তু ঠেক মারার জায়গা, ক্যাম্পাস লাইফ এদুটো সবচে বেশি করে সত্যি। সত্যি মিস করার মত। দেশে পড়াশুনার সময় যে লাইফ কাটিয়েছি ( পড়াশুনার বাইরে), সেটা এখানে কাটালে জীবনে মস্ত বড় কিছু মিস হয়ে যেত।আমার মনে হয়।
  • rimi | 75.76.118.96 | ১৮ সেপ্টেম্বর ২০১১ ২০:১৫485461
  • আরে রিদ্ধিবাবু আমারে গ্যাংলিডার বানিয়ে দিয়েছে দেখছি! ভেরি গুড :-)

    তবে যাই বলো বাপু, তোমরা আমারে উস্কে দিতে পারবা না। আমার যতটুকু বলার ততটুকু বলবো, আর শুধু ততটুকুই বলব :-)))
  • Tim | 173.163.204.9 | ১৮ সেপ্টেম্বর ২০১১ ২২:১০485462
  • তাতিনের পোস্ট লাইকালাম। তবে সবার এত খারাপ অভিজ্ঞতা হয়না। আমরা তো প্রথম দুবছর হস্টেলে থাকার মত করে থেকেছি। উত্তাল আড্ডা ( ক্যাম্পাসে এবং ঘরেও) মেরেছি, প্রচুর সিনেমা দেখেছি। দেশে থাকলে আমি কখনও গুরুচন্ডালীতে এসে আড্ডা মারতাম না। খুঁজতামই না। সেটা বড়ো প্রাপ্তি।
    নিরাপত্তা, আর্থিক সঙ্গতি, এগুলো স্টেট টু স্টেট ভ্যারি করে। আমার ফ্র্যাঙ্কলি কোনোদিন মনে হয়নি আমি অত্যন্ত গরীব। বরং ইন্ডিপেন্ডেন্স তৈরী হয়েছে সেটার জন্য ভালো লাগে। এত দেশের মানুষের সাথে যোগাযোগ হত কোনোদিন, দেশে বসে থাকলে?

    বাকি তাতিন যা বলেছে, পার্সোনাল লস তো থাকবেই। সেসব প্রচুর আমাদের সবার। কিন্তু এখনও মনে হয়, ওয়র্থ ইট। কটা বছর বই তো নয়।
  • nyara | 122.172.214.128 | ১৮ সেপ্টেম্বর ২০১১ ২২:১৪485463
  • আমি যে ক্যাম্পাসে কাটিয়েছি (মার্কিন), খুব সেফ, ঠেক মারার জায়গাও যথেষ্ট, মেরেওছি।

    রান্না শেখার থেকেও আমার অনেক বড় প্রাপ্তি অভিজ্ঞতা আর স্বাবলম্বি হতে শেখা। প্রথম দু-চার বছরের শিক্ষা ভাঙিয়ে বিদেশের বাকি বারো-তেরো বছর কাটিয়েছি।
  • rimi | 75.76.118.96 | ১৮ সেপ্টেম্বর ২০১১ ২২:৪৬485464
  • তাতিনবাবু লুইসিয়ানার না? ঐ ক্যামপাসটা সত্যি খুব বাজে জয়গা, নিরাপত্তা কম। আমিও ওখানেই চার বছর কাটিয়েছি, তার মধ্যে শেষের দু বছর একদম একা থাকতাম, আর শেষের সাতমাস প্রেগ্ন্যান্ট ছিলাম। একাই। কিন্তু আমেরিকা বলেই কোনো অসুবিধা হয় নি। ইউনিভার্সিটির হেলথ সেন্টারে অবস্ট্রেটিক্স বিভাগ ছিল না, তাই চেকাপের জন্যে যেতে হত ১৫ মাইল দূরের উইমেন্স হস্পিটালে, একাই, গাড়ি চালিয়ে। দু তিনবার এমার্জেন্সি হওয়াতে রাত বারোটা, একটাতেও ঐ হসপিটালে গেছি, সেও একেবারে একাই, নিজেই গাড়ি চালিয়ে। পিএইচডি ডিফেন্ড করেছি, সাড়ে সাত মাস চলছে তখন। সব একাই সামলেছি। তাই বিদেশবাসে আমারো বিরাট প্রাপ্তি এই স্বাবলম্বী হবার শিক্ষা। এখন কোনো পরিস্থিতেই ঘাবড়াই না, ভয় পাই না।

    আর একা সবকিছু সাফল্যের সঙ্গে করে ফেলতে পারার যে স্যাটিসফ্যাকশন, সেটাও আমার কাছে খুব বড় পাওয়া।
  • pi | 72.83.92.218 | ১৮ সেপ্টেম্বর ২০১১ ২৩:০১485465
  • দেশে পড়াশুনা করার সময় বিদেশে যেক'বার যেতে ও থাকতে হয়েছে, স্বাবলম্বী হয়ে সব কিছু করে ফেলার কোটা তখনই খতম করে ফেলেছি :)

    আর টিম, দেশে থাকতেও আমি শেষের দিকে নেট ঠেকে চলে এসেছিলুম। আমি তো অনে্‌ক পরে, আমার আশেপাশের লোকজন আরো অনেক আগে। ইন ফ্যাক্ট রিজার্ভেশন নিয়ে সে কি তক্কো, ইন্‌স্‌টটিউটের অর্কুট ফোরামে। ইয়ুথ ফর ইকুয়ালিটির প্রোগ্রামে যাওয়া আটকানো ইত্যাদি সব ভার্চুয়াল ফোরাম থেকেই হয়েছিল। একি ল্যাবের দু'জন পাশাপি্‌স্‌শ টার্মিনালে বসে থেকে ফোরামে একে অন্যের বিরুদ্ধে তর্ক করতো। তার আগে হয়তো তাদের জানাই ছিল না, এই ইস্যুতে তারা এত ভিন্নমত। :) এই ভার্চুয়াল তর্ক গুলো তারপর ক্যান্টিনের টেবিলে ট্রান্সফার হত।

    এই নেট ঠেকগুলোর দৌলতে দেশে থাকতেও নানা দেশের মানুষের সাথে যোগাযোগ হওয়া এখন রুটিন ব্যাপার।
  • rimi | 75.76.118.96 | ১৮ সেপ্টেম্বর ২০১১ ২৩:০৩485466
  • পাই, তবে আর বিদেশে এলি কেন? :-))
  • pi | 72.83.92.218 | ১৮ সেপ্টেম্বর ২০১১ ২৩:০৭485467
  • বিদেশে এসেছি কিছু কাজ করব,এখান থেকে কিছু কাজ শিখব বলে। ট্রেনিং নেবো বলে।
    স্বাবলম্বী হতে শিখবো বলে থোড়াই এসেছি।
  • pi | 72.83.92.218 | ১৮ সেপ্টেম্বর ২০১১ ২৩:০৯485469
  • কিম্বা নেটে বসে নানা দেশের মানুষের সাথে যোগাযোগ করবো বলেও না।
    পাকেচক্রে অবশ্য তাই হয়ে চলেছে :)

    তবে সেটা দেশে থাকলেও হত। হয়ত একটু দেরিতে, একটু কম।
  • Tim | 173.163.204.9 | ১৮ সেপ্টেম্বর ২০১১ ২৩:১১485470
  • যাক্কলা, শুধুই স্বাবলম্বী হতে কে বিদেশে এসেছে? এরকম কোন ডিপারমেন আছে নাকি? ( হতবাক হবার ইমোটিকন)
  • Tim | 173.163.204.9 | ১৮ সেপ্টেম্বর ২০১১ ২৩:১২485471
  • বা স্রেফ বিভিন্ন দেশের লোকজনকে মিট করতেই বা কে বিদেশে পড়াশুনো করতে আসে! ( আরো হতবাক)
  • pi | 72.83.92.218 | ১৮ সেপ্টেম্বর ২০১১ ২৩:১৩485472
  • হ্যাঁ, আমিও তো রিমিদির প্রশ্নে অবাক ই হলাম।
    স্বাবলম্বী হওয়া আর বিদেশের মানুষের সাথে যোগাযোগ আগেই ঘটে গিয়েছিল বা দেশ থেকে হওয়া সম্ভব বলাতে তালে কেন আর এদেশে এলাম জিগালো বলে :)
  • pi | 72.83.92.218 | ১৮ সেপ্টেম্বর ২০১১ ২৩:১৪485473
  • 'তবে আর কেন' কেন এল ? এর পর আরো আরো হতবাক ইমোটিকন হবেনা ? :)
  • rimi | 75.76.118.96 | ১৮ সেপ্টেম্বর ২০১১ ২৩:১৯485474
  • আরে আমি পাতি ইয়ার্কি মারছিলাম :-)) ভালো করেই জানি তোরা কেন বিদেশে এসেছিস।
  • Tim | 173.163.204.9 | ১৮ সেপ্টেম্বর ২০১১ ২৩:২০485476
  • পাই, সবার কাছে সম্ভব না। বল্লামই তো আমি গুরুচন্ডালী, বা-লা নেট-ঠেক এসবের নামই শুনিনি। তবে এসবও বোনাস। জাস্ট এটা বোঝাতেই বলা, যে অনেক কিছু হারানোর মধ্যেও কিছু কিছু জিনিস বোনাস হিসেবে পেয়েওছি।
    এত ভালো পড়াশুনো করার পরিবেশ ও সুযোগ দেশে থাকতে পাইনি । তাই বললাম, প্রাপ্তিও অনেক, এবং একটুও রিগ্রেট করিনা।
  • ppn | 112.133.206.18 | ১৮ সেপ্টেম্বর ২০১১ ২৩:২০485475
  • দ্যাখেন, কিছু এনারাইয়ের লিখনী পড়লে মনে হয় বোস্টন থেকে বরানগর এই বাইরে যে একটা দুনিয়া আছে তার খবর তারা রাখে না।

    "দেশ' মানে কি শুধুই পারিবারিক ভদ্রাসন? বা নিজের রাজ্যের গণ্ডিটুকু?
  • nk | 151.141.84.194 | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০০:১২485477
  • আহা চোখের সামনে দেখতেও তো ইচ্ছে করে! শুধু ভার্চুয়ালে কি প্রাণ ভরে? হ্যান্ডশেক বা কোলাকুলি করতে ইচ্ছে করে, সামনাসামনি কথা কইতে ইচ্ছে করে, কোনোকিছু শুনে তাদের চোখমুখ কেমন হলো তা দেখতে ইচ্ছে করে, কোনো কিছু বুঝতে চেয়ে তাদের মন কেমন উন্মুখ হলো, বুঝতে পেরে কেমন শান্তি শান্তি হলো---এসব কি ভার্চুআলে হবে?
    এই পাশাপাশি দুধসাদা দীর্ঘকায় সুইডিশ, কৃষ্ণাঙ্গ ভীষণ কোঁক্‌ড়ানো চুল দীর্ঘ স্লিম নাইজিরিয়ান, কোমল বাদামী স্প্যানিশ, স্বর্ণসাদা ক্ষুদ্রচক্ষু খর্বনাসা অতি ছোটো ছাঁটা চুল চাইনিজ, উজ্জল শ্যাম শান্তমুখ মধ্যমদীর্ঘ উপমহাদেশীয়---এত এত ছেলেমেয়ে পাশাপাশি হাতে হাতে কাজ করছে, কথা কইছে, এ কী ভার্চুয়ালে বোঝা যাবে?

  • kd | 59.93.247.117 | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০০:১৫485478
  • ধুর! আমেরিকায় এলে স্বাবলম্বী হতে হবে কেন? আমি তো চল্লিশ বছরেও হলুম না। ইচ্ছে থাকলেই না হওয়া যায়। অবিস্যি তার জন্যে তেমন বরাত নিয়ে জন্মাতে হয়। :)

    আর কলেজ-লাইফের তুলনাটা একটু ""আম আর জাম'' এর মতো হচ্ছে। দেশের অভিজ্ঞতা মোস্টলি আন্ডারগ্র্যাড লেভেলে আর এখানে পোস্ট-গ্র্যাড লেভেলে (মনে হয় না তোমরা কেউই এখানে আন্ডারগ্র্যাড করেছো)। বয়সের সঙ্গে সঙ্গে সঙ্কোচ করাও বেড়ে যায় (একটা পাঁচ বছরের শিশু যত তাড়াতাড়ি বন্ধু পাতাতে পারে, একটি পনেরো বছরের ছেলের অনেক বেশী সময় লাগে)। তা ছাড়া গোড়ায় একদম নতুন পরিবেশ, সবসময় ইঞ্জিরি বলা, এ'সব তো আছেই।

  • tatin | 117.197.65.251 | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:৩৪485480
  • নাহ্‌, আন্ডার গ্র্যাড- পোস্ট গ্র্যাড গোলানো হচ্ছে না। যাঁরা দেশ থেকে পিএইচডি করেছেন ফারাকটা বলতে পারবেন। আমি নিজে মাস্টার্সের সময়ে যেটা দেখেছি- পিএইচডি আর এমটেকরা মোটামুটি একই রকম জীবন কাটায়- হোস্টেলের আড্ডা, মালের ঠেক, ক্যান্টিন, ভলিবল-ফুটবল-বাইরে খাওয়া মিলিয়ে। সেই ব্যাপারটা বিদেশে গ্র্যাড স্টুডেন্ট লাইফে ১% ও পাইনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন