এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমেরিকায় দশ বছর।

    Monorama Biswas
    অন্যান্য | ১৫ সেপ্টেম্বর ২০১১ | ৩০৪৬৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 117.194.41.115 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২২:০৫485415
  • রিমি কি টিয়াপাখি নিয়ে বসছে এখন? :)
  • siki | 122.173.2.250 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২২:০৮485417
  • :)
  • m | 117.194.41.115 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২২:০৮485416
  • সারসত্য বুঝতে অনেকখানি সময় লেগেছে এই যা:)
  • Ishan | 117.194.41.115 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২২:১২485419
  • রিমি ব্যাঙের ঐ পোস্টের উত্তরে লিখেছিল:

    ব্যাং জাস্ট লক্ষ্য করে যা। সবাই মনে মনে স্বীকার না করে পারছে না যে এটা আনফেয়ার, কিন্তু সেটা মুখে স্বীকার করার ধক নেই। এরই এক নাম মেল ইগো, আর অন্য নাম কাপুরুষতা :-))))

    তখন গুলিয়ে ফেলাটা নজরে পড়েনি। :)
  • m | 117.194.41.115 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২২:১২485418
  • সিকি হাসল কেন!
  • siki | 122.173.2.250 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২২:১৫485421
  • তদুপরি আজ হাতে কোক নেই। সারাদিন ইন্টারভিউ নিয়ে নিয়ে ডগ টায়ার্ড। আজ রাতে গ্যালারিতে থাকতে পারব না। :(

    কাল আবার পুজোর চাঁদা তুলতে বেরোতে হবে।
  • siki | 122.173.2.250 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২২:১৫485420
  • হাসিটা ইশেনের পোস্তোর উত্তরে।
  • pi | 72.83.92.218 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২২:১৮485422
  • কিন্তু আমি অপ্রেশন শব্দটা ব্যবহার করবই করবো। ব্যাং দি আমাকে অপ্রেস করেছে। আমার প্রশ্ন করা আর আমার নিজের কথা বলা নিয়ে বকা দিয়েছে।
    আমকে দাবায়ে রেখেছে !
    ঘোরতর অপ্রেশন !
    x-(
  • Ishan | 117.194.41.115 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২২:১৯485423
  • মেয়েদের শাশুড়ির সঙ্গে ঝামেলা কেন হয়?

    সোজা কারণ, একই আকাশে দুইটি মহিলা একসঙ্গে থাকতে পারেন্না। কাজেই দুইজনকে দুইটি আকাশ দেওয়াই বাঞ্ছনীয়। তাইলেই সব বিন্দাস। :)
  • siki | 122.173.2.250 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২২:২৩485425
  • এত সহজ ইকোয়েশন নয় ইশান। দুটি আকাশ দিলেও সমস্যা বাড়ে বই কমে না। ছেলের বিয়ের পর গড়েপিটে সেবাকার্যে উপযোগী করে নেবার জন্য একটা পরের মেয়ে না পাওয়া গেলেও শাশুড়ি অনেক সময়ে অপ্রেসড ফীল করেন।

    অনেক ফ্যাকড়া, অনেক ফ্যাক্ট, অনেক ফিগার। কোনওটাই সেক্সি ফিগার নয়।

    এচ্চেয়ে কোক খাওয়া ভালো। :(
  • aka | 75.76.118.96 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২২:২৯485426
  • ডায়েট খাচ্ছো না তো?
  • Ishan | 117.194.41.115 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২২:৩০485427
  • হ্যাঁ, আমার লাস্ট পোস্টটি নেহাৎই ফাজলামি। :)
  • siki | 122.173.2.250 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২২:৩২485428
  • এই চেহারায় ডায়েট খাবো? করিনা কাপুর হয়ে যাবো তো!

    ডায়েট বিচ্ছিরি খেতে। একবারই খেয়েছিলাম, তিন বছর আগে।
  • Nina | 68.45.76.170 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২২:৫৬485429
  • Su এর পোস্তটা মিস হয়ে গেছিল। খুব সুন্দর লিখেছে ---মনটা ভাল হয়ে হেল রে সু।
  • pi | 72.83.92.218 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:০৩485430
  • সিকি, ফ্যাক্ট , ফিগার নানারকমেরই হয়।
    এই দেশে গিয়ে থাকা নিয়ে আমাকেও বিস্তর ঝামেলা পোহাতে হয়। কিন্তু সেটা একেবারে উল্টো কেস। শ্বশুরবাড়িতে থাকতে হওয়া নিয়ে নয়, বরম উল্টোটা।
  • v | 168.244.164.244 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:৪০485431
  • দুটো টৈতেই একই বিষয়ে আলোচনা হচ্ছে। কোনটাতে লিখব? এটাতেই লিখি। লিখতে হবে এমন কোনো কথা নেই। এসব কথা গল্প উপন্যাস সিনেমা সিরিয়ালে নিত্যদিন বলা হচ্ছে। শোনা হচ্ছে। নতুন করে কিছু বলার নেই। তবু লেখা পাচ্ছে যখন লিখি।

    জীবনে সব কিছু লজিক্যালি চলে না। মেয়েদের ক্ষেত্রে তো নাই-ই। মানুষের সুক্ষ অনুভূতিগুলো আছে, আবেগ আছে। মেয়েদের কিছু বেশীই আছে। তাই তাদের ভাললাগা, ভালবাসা, মন খারাপ হওয়া ঠিক যৌক্তিক ইক্যুয়েশনে ধরা যায় না। কোনো কথায় তারা আনন্দ পায়। কোনো কথায় তারা ভালবাসার ঝিলিক ধরে ফেলে। কোনো কথায় তারা আবার কষ্ট পায়। হয়ত কোনো না বলা একপেক্টেশন পূরণ হলো না বলে যন্ত্রনা পায়। এই বিশেষ অনুভূতির জন্যে তারা আলাদা। তারা স্পেশ্যাল। নিউইয়র্ক থেকে নিউটাউন, মেয়েরা সবসময় স্পেশ্যাল।

    আর স্পেশ্যাল বলেই টিয়া কিম্বা টিনা, রিচা কিম্বা রুচিরা সবার একদম আলাদা নিজস্বতা আছে। আর এই নিজস্বতার জন্য কোন মেয়েকে অন্য কোন মেয়ের সঙ্গে চরিত্রগত ভাবে তুলনা করা যায় না। রামের সঙ্গে সীতার বিয়ে না হয়ে ঊর্মিলার বিয়ে হলে, নায়ক নায়িকা এবং অন্য কলাকুশলীদের জীবনে যে পরিমান পরিবর্তন হত, তা হয়ত হত না সীতার সঙ্গে রামের বিয়ে না হয়ে লক্ষণের বিয়ে হলে।

    বহিরবিশ্বের সঙ্গে আদানপ্রদানে সেই বিভিন্নতা অনেকটাই দেখা যায়, কিন্তু অন্তরের সেই নিজস্বতা খুব কাছের মানুষও অনেকসময় দেখতে পায় না। তা দেখতে হলে দেখতে চাইতে হবে। মেয়েটির জুতোয় পা গলাতে হবে। নিজের যুক্তি বুদ্ধি বিদ্যা সংস্কারের গন্ডী থেকে বেরিয়ে সেই মেয়েটির অনুভূতিগুলো বুঝতে হবে। সে বড় সহজ কাজ না। তার জন্য সময় চাই। অভ্যাস চাই। চেষ্টা চাই। সে বিদ্যা আয়ত্ত হলে তবেই হয়ত ভালোবাসা থেকে প্রেমে উত্তীর্ণ হওয়া যায়। সাধারণ মানুষ আমরা। অন্ন বস্ত্র লোভ লালসার পিছনে প্রতিদিন ছুটতে হয়, যুদ্ধ করতে হয়। তাই আমরা সবাই প্রেম পর্যায়ে উঠতে পারি না। তাই শুধু যার সর্বস্ব আছে সেই রাজা কিম্বা যার কিছুই নেই সেই ভিখারি, কাব্যে উপন্যাসে বা বাস্তবে প্রেমিক হতে পারে।

    মেয়েদের উপর পুরুষের ও সমাজের অনাচার ও অত্যাচারের শত সহস্র বছরের ইতিহাস অস্বীকার করার কোন উপায় নেই। মেয়েদের ভাত কাপড়ের জন্য পুরুষের ওপর নির্ভরতা দিয়ে যে পুরুষতন্ত্রের জন্ম ও লালন পালন, জনৈক লেখকের কথা ১০০% খাঁটি যে সে জগদ্দল আজও আমরা বয়ে বেরাচ্ছি আমাদের মানসিকতায়। ছেলেরা বইছে। মেয়েরাও বইছে। তার হয়ত অবয়ব বদলেছে ১০০ বছর আগের থেকে। হয়ত একটু ফিকে হয়েছে। কিন্তু সে আছে। ভীষণ রকম ভাবেই আছে। আর সেই আমাদের এক্সপেক্টেশন তৈরি করছে। উচিৎ অনুচিৎ-এর সঙ্ঘা ঠিক করছে। ছেলে মেয়ে তাদের মা বাবা আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী সবার অধিকার, অনুরোধ, উপরোধ, নৈতিকতা, সিদ্ধান্ত, সঙ্ঘাত সব কটি বিষয়ের মূলে তার উপস্থিতি। আমরা কেউই বলতে পারব না যে আমার সংসারে আমি যে পদ্ধতিতে চলি বা আমার প্রিয়জনদের সঙ্গে যে সম্পর্ক বজায় রাখি সেটাই ঠিক রাস্তা, সেটাই শ্রেষ্ঠ পথ। কেননা আমার মধ্যেও সে আছে, যার সঙ্গে সম্পর্ক তার মধ্যেও সে আছে। তাই যতক্ষণ না দুটো মানুষের মধ্যে সেই অব্যক্ত অনুভূতিগুলোর আদানপ্রদান হচ্ছে, বোঝাবুঝি হচ্ছে, না বলা এক্সপেক্টেশনগুলো তৈরি হচ্ছে, এবং পুরো ব্যপারটা একটা কন্টিনিউয়াস প্রসেসের মতো ঘটেই যাচ্ছে আর নিত্যনতুন আবিষ্কারের মধ্য দিয়ে দুটো সম্পর্ককে ঋদ্ধ করছে, ততক্ষণ আমি যা করছি তা হলো ভাবের ঘরে চুরি করছি। আমার ঘরে হয়ত আগুন লাগবে লাগবে করছে আর আমি নিশ্চিন্ত হয়ে বসে আছি। বা পালিয়ে বেরাচ্ছি। দুটো মানুষের মধ্যে কোন সম্পর্ককেই দৃঢ় করতে সময় দেওয়া দরকার। দরকার সহমর্মিতার। দরকার অনুভবের। না হলে সেই সম্পর্ক শুধু খাতায়কলমেই থাকবে, আত্মিক বন্ধনে বাঁধা হয়ে থাকবে না।
    আর একবার সম্পর্কে সেই দৃঢ়তা এলে হয়ত দেখা যাবে কোনো সিদ্ধান্ত নিতেই সমস্যা হচ্ছে না। যে সিদ্ধান্ত নিচ্ছে বা যাঁদের জড়িয়ে নিচ্ছে তারা সবাই একে অপরকে স্পষ্ট বুঝতে পারে, তাই নো কনফিউশন, নো অ্যাম্বিগুইটি, নো এক্সপেক্টেশন আনাটেইন্ড।
    তবে ঐ যে সময় দিতে হবে।
  • byaang | 122.167.228.82 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:৪৬485432
  • Name:akaMail:Country:

    IPAddress:168.26.215.13Date:16Sep2011 -- 11:06PM

    ওরেবাবা পাল্টানোটা একটু ভালো ব্যবহার করে অনেক বেশি করা যায়।

    এই সবেতেই যারা একটু প্রাচীন ধ্যান ধারণা নিয়ে থাকেন তাদের ভিলেনের আসনে বসানোটা বিরক্তিকর। নাকি পুরনো একটা ধারণা থাকা মানেই একটা মানুষ সম্পূর্ণ খারাপ হয়ে গেল? কোনটাই নয়। খুব ওপর থেকে দেখলে এটা একটা সামাজিক বিবর্তনের প্রস, আর যার নিজের ক্ষেত্রে হচ্ছে তাহলে বেশি এক্সপোজড মানুষজনের কাছে একটু বেশি সহনশীলতা,মানবিক আচরণ অনেক বেশি এক্সপেক্টেড।

    ধরুন ছেলেটি বোঝে যে হয়ত যা হচ্ছে তা ঠিক নয়, কিন্তু তারও বাবা মা, ভালোবাসা আছে দায়বদ্ধতা আছে, সব সময়ে পারফেক্ট স্বামী হয়ে উঠে গর্জে উঠবে এমন এক্সপেক্ট করাই ভুল। কিন্তু তারও তো খারাপ লাগতে পারে যে তার জীবনের দুই প্রিয়জন বিভিন্ন কারণে লড়ে যাচ্ছে। একটু প্রিভিলেজড ক্লাসে, একটু সহনশীল হলেই অনেক সমস্যা এড়ানো সম্ভব।

    আর একটা কথা হল প্রিভিলেজড মহিলাদের এই সবেতেই অপ্রেসনের ভুত দেখা তারা নিজেরা না ছাড়লে কেউ ছাড়াতে পারবে না। উদাহরণ লাগলে দিতে পারি। পরেই দেব। কিন্তু না ছাড়তে পারলে পৃথিবীর সমস্ত কিছুতে এই অপ্রেশনের ভুত দেখবে এবং দেখতে দেখতে কখন যে সেই ভুতে বিশ্বাস করে বসবে বুঝতেও পারবে না।
  • byaang | 122.167.228.82 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫০485433
  • ঈশান, এই পোস্টটায় আকা প্রথম অপ্রেশন শব্দটা ব্যবহার করেছিল। তারপর রিমি আকার মত মেনে নিয়ে আকার দেওয়া অপ্রেশনের ডেফিনিশন অনুযায়ী কোনো বিশেষ ঘটনাকে অপ্রেশন বলা যায় কিনা জানতে চেয়েছিল, তারপার আমিও অর্পণ এবং আপনাকে ইহাকে অপ্রেশন বলা হয় নাকি হয় না, এই প্রশ্ন করেছিলাম। সব ব্যাটাকে ছেড়ে ব্যাঙ ব্যাটাকে ধর টাইপের মত্‌লব কেন রে বাপু!!
  • byaang | 122.167.228.82 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫৩485434
  • আর পাই, আমাকে আজ ব্যাঁকা ব্যাঁকা প্রশ্ন করে হাড় জ্বালালে অপ্রেস-সাপ্রেস তো ছেড়েই দে, হাইড্রলিক প্রেসে পুরব। আগে থেকে থ্রেট দিয়ে রাখলুম। মাথা হেব্বি গরম। প্লাম্বার রান্নাঘরের সিঙ্কের পাইপ খুলে রেখে এক্ষুনি আসছি বলে ভাগলবা হয়েছে, এখন ফোন করলেও ধরছে না। :-(
  • byaang | 122.167.228.82 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫৫485436
  • আবার ঈশানকেই বলি ঐ যা যা কিছু লিখব বলে আমি বিকালে বলেছিলাম, সেই সব কথা সিকি লিখে দিয়েছে ক্যামোন করে থট রিডিং করেছে জানি না। আমার আর সিকির কথার উপরে নতুন কিছু বলার নাই।
  • bibek | 146.234.64.7 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫৮485437
  • এই byaang দিদিকে আর জ্বালিও না, frankfurt air port এর মুফতের টর্মিনাল থেকেও দেখছি খাসা লেখা যাচ্ছে। রেকর্ড হইল কি না

    কি বোর্ডটা একটু অদ্ভুত
  • ppn | 122.252.231.10 | ১৮ সেপ্টেম্বর ২০১১ ০০:০১485438
  • আমিও অপ্রেশন ইউজ করিনি উত্তর দেবার সময়। লিখেছি বৈষম্য।
  • ppn | 122.252.231.10 | ১৮ সেপ্টেম্বর ২০১১ ০০:০৪485439
  • আর সিকির কথায় আমিও প্রায় পুরোটাই এগ্রি করি। প্রায় লিখলাম কারণ লেখাটা এখন পুরোটা অক্ষরে অক্ষরে মনে নেই। :)
  • siki | 122.173.2.250 | ১৮ সেপ্টেম্বর ২০১১ ০০:১৩485440
  • :)
  • byaang | 122.167.228.82 | ১৮ সেপ্টেম্বর ২০১১ ০০:২৭485441
  • ঈশান, আকা, পাই, এদের সব্বাইকে আমি অনুরোধ করছি, এরা এদের পোস্টে যেসব ছেলেদের কথা লিখছে, আমার তাদের কথা পড়েই তাদেরকে খুব পছন্দ হয়ে গেছে। কিন্তু ওরকম কাউকে আমি আজ অব্দি দেখি নি। প্লিজ, ওরকম একটা ছেলে খুঁজে দিয়ে তার সঙ্গে আমার বিয়ে দিয়ে দে তোরা। আমার মোটেই অপ্রেশন অপ্রেশন বলে চেঁচাতে ভালো লাগে না।
  • pi | 72.83.92.218 | ১৮ সেপ্টেম্বর ২০১১ ০০:২৮485442
  • আমি সিকির সাথে পুরো একমত নই।

    Name:sikiMail:Country:

    IPAddress:122.173.2.250Date:17Sep2011 -- 09:43PM
    ...
    মামুকে পুরোপুরি ক দিতে পারছি না। কারণ "ছেলেদের' ওপর চাপিয়ে দেওয়া অপ্রেসন আর "মেয়েদের' ওপর চাপিয়ে দেওয়া অপ্রেসন এক জিনিস নয়।

    মামু যে উদাহরণগুলো দিল, সেগুলো হয় মোটামুটি অপরিণতবয়স্ক ছেলেদের ক্ষেত্রে। বা সদ্য আঠেরো পার করা ছেলেদের ক্ষেত্রে। যে, জয়েন্টে চান্স না পেলে তোর জীবন বৃথা। তুই একটা ভালো চাকরি না পেলে আমাদের কে দেখবে।

    "ঘরের বৌ হিসেবে তোমাকে এই করতে হবে, ঐ করতে নেই, সে তুমি ছাই যত বড়ই চাকরি করো না কেন, ঘরের বৌ হচ্ছে ঘরের লক্ষ্মীশ্রী, সে যদি ঐভাবে চলে, তমুক ড্রেস পরে, অমুকের সঙ্গে পাড়ার মোড়ে হেসে হেসে কথা বলে, তা হলে বদনাম আমাদের হয়।

    ভাবা যায় কি, একটা ছেলেকে এই ধরণের কোনও অপ্রেসনের শিকার হতে হচ্ছে চব্বিশ পঁচিশ বছর বয়েসে, বা তার পরবর্তী বয়েসেও? হ্যাঁ, নিজের বাবামায়ের কাছ থেকে একটা সাইলেন্ট বা সোচ্চার দাবি থেকেই যায়, আমরা বুড়ো হচ্ছি। আমাদের তুই না দেখলে কে দেখবে। সেটা অপ্রেসন বা দায়বদ্ধতা, যে যেভাবে দেখে। "

    সিকি, ঐসব কথা শুনতে হয় ঠিক ই। সবাইকে নয়, কিন্তু অনেককে। এব্যাপারে একমত।

    কিন্তু তুমি যেসব মেয়েদের কথা লিখেছ, যারা ঘরে বাইরে নানা চাপ সামলাচ্ছে, তারা এগুলো শুনে মেনে নেবার চাপ হিসেবে কেন নেবে ? 'অনুমতি' পায় না বলে চাপ কেন নেবে ? এই হাস্যকর যুক্তিহীন কথাগুলোর যথাযথ জায়গায় যথাযথ প্রত্যুত্তর না দিয়ে মেনে নেওয়াটাকে আমি দুর্বলতাই মনে করি। অপ্রেশন না।

    আর অর্থনৈতিক দায়িত্ব নেবার সামাজিক চাপ ছেলেদের উপর বেশি থাকে, সব বয়সেই।
  • siki | 80.239.242.181 | ১৮ সেপ্টেম্বর ২০১১ ০০:৩৬485443
  • পাই পুউরো বিপ পালের স্টাইলে ব্লককোট করে লিখছে।

    আমি ইংরেজি ভালো বুঝি না, তাইই হয় তো হবে :-)
  • pi | 72.83.92.218 | ১৮ সেপ্টেম্বর ২০১১ ০০:৪০485444
  • বুঝলাম না :(
  • byaang | 122.167.228.82 | ১৮ সেপ্টেম্বর ২০১১ ০০:৪৩485445
  • আমার রাত পোহাবে শারদপ্রাতে
    আমার রাত পোহাবে
    ব্যাটন তোমায় দিয়ে গেলাম সিকির হাতে
  • pi | 72.83.92.218 | ১৮ সেপ্টেম্বর ২০১১ ০০:৪৭485447
  • আমি সিকির ৩:৫৪ অব্দি সব পোস্টের সাথে ভীষণভাবে একমত তো :)

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন