এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কুস্বাস্থ্য

    pi
    অন্যান্য | ০২ নভেম্বর ২০১১ | ৯৫৫৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 24.97.72.91 | ২৪ মার্চ ২০১৩ ১৯:২২504657
  • আবার ভর্তি!! পাগল!, আমি তাড়াতাড়ি বাড়ী চলে এলাম। বাড়ী এসে প্রথমে তো ঘন্টা কয়েক অঘোরে ঘুমোলাম। অফিসের ডাক্তার বলেই দিয়েছিলেন বিকেলের ওষুধটা অন্তত আজকে না খেতে। সন্ধ্যের দিকে প্রথমে সেই ডাক্তারবন্ধুকে ফোন করলাম, সেও ওষুধের নাম শুনে বলল যে ওটা নার্ভ সুদিং ট্যাবলেট, প্রচুর ঘুম পাবে। ও পরামর্শ দিল কোথাও কাউকে না দেখানো পর্যন্ত এই ওষুধ যেন দিনে একটা করে খাই, তাও রাতেরটা শুধু, যাতে খাওয়ার পর পর্যাপ্ত ঘুম হয়। আর সামান্য অসুবিধে বুঝলেও যেন ওষুধ বন্ধ করে কোথাও দেখাই।

    এইবারে ডাক্তার বলেই বন্ধুদের বিরক্ত করতে খুব কিন্তু কিন্তু লাগে। তাই দুই একদিন দেখে খুব ইতস্তত করে ইন্ডোকে ফোন করলাম। এর মধ্যে ওষুদে কিছুটা ধাতস্থ হয়েছি। অতটা অসুবিধে আর হচ্ছে না। তাই ইন্ডোকে এইটুকু নিয়ে আর কিছু না বলে অপারএশান ইত্যাদি নিয়ে জিজ্ঞাসা করলাম। ইন্দোও বলল আরেকজন কাউকে দেখাতে। ইন্দো খুব সম্ভবতঃ একজন নিউরোলজিস্ট কনসাল্ট করতে বলেছিল (ভুল বললে ঠিক করে দিস ইন্ডো) আর বলল ফটাং করে অপারেশান না করিয়ে কিছিদ্ন মন দিয়ে স্প্লিন্ট বেঁধে ঘুমোতে। বলল ঐটে খুব উপকারী জিনিষ, ঐটে যেন যতটা সম্ভব ব্যবহার করি।

    এইবারে খোঁজ শুরু করলাম কোথায় কোথায় স্প্লিন্ট পাওয়া যায় আর কেমন দাম তার। একজন বলল বনহুগলীতে অর্থোপেডিক হাসপাতালে খবর নিতে। সেখানে দেখা গেল ওঁরা ওখানকার ডাক্তার দেখে প্রেসক্রাইব করলে তবেই বিক্রি করেন। আর সকালে গিয়ে নাম লেখাতে হয়। বেশ লম্বা লাইন পড়ে, তাতে যখন দেখানো হবে তখন। সেটা তখন আমার পক্ষে সম্ভব ছিল না, ফলে আবার খোঁজ খোঁজ।

    এইবারে আমার যে ছোট্টবেলার প্রাণের বন্ধু, সে প্যাথোলজিস্ট হিসেবে কাজ করেছে কিছুদিন (সে আরেক কাহিনী, পরে লিখব)। তা সে বলল মেডিকেল কলেজের উল্টোদিকে যে সব মেডিকেল ইক্যুইপমেন্টের দোকানগুলো আছে সেখানে পাওয়া যাবে। গেলাম সেখানে। আর কি আস্চর্য্য! এক্কেবারে নিজের হাতের মাপে পেয়ে গেলাম। দাম নিল একেকটার ২০০ টাকা করে মোট ৪০০ টাকা। সেই স্প্লিন্ট দুইহাতে লাগিয়ে লাগিয়ে দিন পনেরোর মধ্যেই উন্নতি টের পেলাম, মাস দুইয়ের মধ্যে পুরো ঠিক হয়ে গেল।

    ঐ হতচ্ছাড়া ওষুধটা কোনো কম্মের নয়। এরপরে যখনই একটু সমস্যা দেখা দিয়েছে, প্রথমদিকে ওষুধ খেয়ে দেখেছি, কোনো কাজ হয় না। কিন্তু স্প্লিন্টে কাজ হয়। কিছুদিন ব্যবহার করলেই কাজ হয়।
  • sch | 126.203.217.154 | ২৪ মার্চ ২০১৩ ১৯:২৭504658
  • তারপর ওই আপোলোর ডাক্তারটিকে চেপে ধরলেন না? শয়তান লোক -
  • | 24.97.72.91 | ২৪ মার্চ ২০১৩ ১৯:৩২504659
  • নাঃ আমি আর অ্যাপোলোর ধার মাড়াই নি। এটা তো নিতান্ত সামান্য বলা যায়, আশে পাশে যা শুনি তার তুলনায়।
  • Blank | 69.93.245.29 | ২৪ মার্চ ২০১৩ ১৯:৪০504660
  • আমার সেই ঠ্যাঙ ভাঙার দিন, টালিগঞ্জের সেই নার্সিং হোমে যেতে হলো এক্স রে করাতে (রোব্বার গড়িয়া থেকে টালিগঞ্জ সমস্ত ক্লিনিক বন্ধ)।
    তো সেখানে এক্স রে করে বল্লো এতো অপারেশান করতে হবে। ভর্তি হয়ে যান আজ, দিন দুই এর মধ্যে সার্জারি হয়ে যাবে।
    সোজা এক্স রে রিপোর্ট নিয়ে আমি আর আমার বন্ধুরা বাড়ি চলে এলাম। পরের দিন পরিচিত এক হাড়ের ডাক্তার এলেন। এক্স রে রিপোর্ট দেখে বল্লেন, যে অপারেশানের কিস্যু দরকার নেই। ৬ উইক প্লাস্টার বেঁধে থাকলে একদম জুড়ে যাবে। আর তারপর ঠিক মতন ব্যায়াম করলে এক বছরের মধ্যে ট্রেকিং এও যেতে পারবো।
    এখন তেমন কোনো সমস্যা নেই। খালি মাঝে মাঝে মাসল স্টীফ হয়ে যায়।
  • sosen | 125.242.214.196 | ২৪ মার্চ ২০১৩ ১৯:৫৫504661
  • আমারও কারপাল টানেল এ স্প্লিন্ট দিয়েই ফল দেয়। মাঝে মাঝেই বাড়ে কিন্তু অকুপেশনাল হ্যাজার্ড তো থাকবেই। স্প্লিন্ট ওদেশে থাকতে নিয়েছিলাম।
  • a x | 109.45.100.61 | ২৪ মার্চ ২০১৩ ২০:১৬504662
  • কনুই অবধি হাত ডেস্কে রেস্ট করলে কি কার্পাল টানেলের সম্ভাবনা কম?
  • | 24.97.182.95 | ২৪ মার্চ ২০১৩ ২০:৩৭504663
  • ডঃ সুমিত মিত্র তাই বলেছিলেন। সাথে সাথে এটাও বলেছিলেন হাইপো থাইরয়েড থাকলে আবার একে কিছুতেই সেভাবে দমিয়ে রাখা যায় না। ঘুরেফিরে ফেরত আসে।
  • sosen | 125.242.214.196 | ২৪ মার্চ ২০১৩ ২১:০৩504664
  • আমার ও তাই। সেজন্যই কি কমে না? আমি অবশ্য রান্না বন্ধ করে অনেক সুফল পেয়েছি, খুন্তি নাড়া, পাইপেটিং কমে গিয়ে অনেক ভালো আছি। ল্যাপিতে রিস্ট সাপোর্ট রেখে টাইপ করা প্র্যাকটিস করেছি দায়ে পড়ে। তাও, মাঝে মধ্যেই সম্পূর্ণ অচল হয়ে যায় হাত। তখন কাজ তো বন্ধই হয়ে যায়, স্প্লিন্ট লাগাই, আঙ্গুলগুলো ও ফুলে স্টিফ হয়ে থাকে।
  • | 24.97.205.141 | ২৪ মার্চ ২০১৩ ২১:৩১504666
  • হুঁ খুন্তি নাড়া, ছুরি দিয়ে তরকারী কাটা এইসব অতিরিক্ত হলেই ক্যাঁক করে চেপে ধরে।

    ডঃ মিত্র আরো বলেছিলেন রোগা হলে নাকি ব্যথা বা ঝিঁঝি ধরা কমে যাবে। যত ফ্যাট জমে তত নাকি টানেলটা সরু হয়ে আসে আর সমস্যা বাড়ে। তবে এইগুলো কোনও ডাক্তার একটু কনফার্ম করলে ভাল হত।

    আমি তো প্রথমে স্প্লিন্ট জিনিষটাকে গুরুত্ব দিয়ে ভাবিই নি। ইন্দো জোর দিয়ে বলল দেখে উথেপড়ে খুঁজলাম। আরেকটা জিনিষ ভাবতে এখন বেশ ভয় হয়, সেদিন ঐ ওষুধের ঘোর ঘোর অবস্থায় যদি এমর্জেন্সিতে ভর্তি করে দিত, তাহলে কী কী হতে পারত? আমার তৎকালীন গ্রুপ হেড খুব করে বলেছিল রিস্ক নিয়ে দরকার নেই, এমর্জেন্সিতে ভর্তি করে দিয়ে আসি। ভাগ্যিস তেড়েফুঁড়ে বাড়ী চলে এসেছিলাম।
  • pipi | 183.161.6.201 | ২৪ মার্চ ২০১৩ ২২:৩১504667
  • আমার ডান হাতের কনুইয়ে ঝনঝনিয়ে ব্যথা হয়। হাত উপরে তুলতে পারি না। বেশি খুন্তী নাড়তে গেলে মাঝেমাঝেই যন্ত্রণায় হাত অবশ হয়ে আসে। বেশি পাইপেটিং করলে তো কথাই নেই। যখ্ন ভারী যন্ত্রপাতি টনাটানি করি না তখন একটু ভাল থাকি কিন্তু ঐ সোসেন যা বলল অকুপেশনাল হ্যাজার্ড্স!

    বনহুগলীর ঐ অর্থোপেডিক হাসপাতাল নিয়ে আমার বাবার ভাল মতন এক্সপি আছে। অস্টিও-আর্থারাইটিসে বাবার দুই হাঁটুই প্রায় অকেজো। একটা তো একেবারেই গেছে। নেহাত বয়েস বেশী, হাই ব্লাড প্রেসার আর ডায়াবেটিক তাই অপারেশনের ঝুঁকি নিতে বাবা রাজী না। ফলে ঐ যন্ত্রণা আর পেনকিলার নিয়েই ঘর করছে। আর লাঠি নিয়ে যেটুকু হাঁটাহাঁটি। ট্রেনে বাসে সিট না পেলে দাঁড়িয়ে যাওয়া প্রায় অসম্ভব। কিন্তু কেই বা আর সিট ছাড়ে। তা যে ডাক্তার বাবাকে দেখেন তিনি বললেন যে আপনার হাঁটুর যা অবস্থা তাতে আপনাকে হ্যাণ্ডিক্যাপ সার্টিফিকেট দেওয়া যায় (একটা কিছু লেভেলের কথা বলেছিলেন, লেভেল টু না কি যেন)। তাতে করে অ্যাটলিস্ট বাসে বসে যেতে পারেন। লোকাল কাউন্সিলারকে জিজ্ঞাসা করে জানা গেল যে এর জন্য সরকারী হসপাতালের অর্থোর কাছ থেকে সার্টিফিকেট আনতে হবে এবং তিনি বনহুগলীর কথা বললেন। সেখানেও ঐ দমদি যেমন বলল লাইন দিয়ে দাঁড়িয়ে টিকিট নিয়ে.... লাঠিতে ভর দিয়ে বেশীক্ষণ দাঁড়িয়ে থাকতে বাবা পারে না তাও লাইন দিয়ে টিকিট কাট হল। নতুন করে এক্সরে, টেস্ট এসব হল। ক'দিন হাঁটাহাঁটির পরে ডাক্তারের দেখা মিলল। তা তিনি সব টেস্ট রেজাল্ট দেখে টেখে অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দিলেন। হাঁটু রিপ্লেসমেন্টের জন্য সাজেস্ট করলেন। বাবার বাইরে বেরিয়ে আসতে দু জন এসে ঘিরে ধরল। বক্তব্য খুব সিম্পুল - হাতে গরম সাট্টিফিকেট পেয়ে যাবেন উইথ ডাক্তারবাবুর সই, কত দেবেন বলুনঃ-) বাকীটা আর বলার দরকার নেইঃ-)
    বলা বাহুল্য বাবা এখনো খুঁড়িয়ে হাঁটে। বাসে ট্রেনে ঐ নিয়েই দাঁড়িয়ে যায়।
  • Treebeard | 131.241.218.132 | ২৯ মার্চ ২০১৩ ১০:১৭504668
  • হাসপাতালে যে ট্যুরিজমের মত প্যাকেজ হয় সেইটা রিসেন্টলি জানলাম।

    বাইপাস - দশ দিনের প্যাকেজ - দেড় লাখ।
    এর সাথে অ্যাড-অন পাম্প - আরো চল্লিশ হাজার।

    (মানে গ্যাংটক থেকে জিরো পয়েন্ট গেলে এত টাকা, সাথে কাটাও গেলে আরো এত টাকা এক্সট্রা)

    বেলভিউতে কার্ডিয়াক সার্জন সেকেন্ড কোশ্চেনটা করলেন - কোন প্যাকেজে করাবেন।
  • pi | 78.48.231.217 | ২৯ মার্চ ২০১৩ ১১:০৯504669
  • হয়ই তো। মেডিক্যাল ট্যুরিজমের কথা শোনোনি ?

    makemytrip এর মতন mymeditrip রয়েছে ঃ)
  • sch | 132.160.114.140 | ২৯ মার্চ ২০১৩ ১১:১৭504670
  • mymeditrip.com
  • Treebeard | 131.241.218.132 | ২৯ মার্চ ২০১৩ ১১:১৯504671
  • একমাত্র শ্রী স্যাটা বোস (ডঃ সত্যজিত বোস, দুর্গাপুর মিশন) বল্লেন যে মিশন হাসপাতালে এরকম দশ-বারো দিনের ব্যাপার নেই - যতদিন না রোগী সুস্থ হচ্ছে, প্যাকেজ ততদিনের।

    তবে সেই প্যাকেজই।
  • S | 138.231.155.50 | ২৯ মার্চ ২০১৩ ১৯:২৮504672
  • পিপি,
    আপনি টেনিস এলবো ব্যান্ড ব্যাবহার করে দেখতে পারেন। আমিও কনুই এর ব্যাথায় ভুগেছি বেশ কিছুদিন। কিন্তু ঐ ব্যান্ড খুব কাজে লেগেছিল। ওয়ালগ্রিন বা সিভিএস এ পেয়ে যাবেন।
    এই লিংকটা দেখতে পারেন -
    http://www.walgreens.com/q/tennis-elbow-strap
  • pi | 78.48.231.217 | ৩০ মার্চ ২০১৩ ০৯:১০504673
  • এই টইতেও থাক।
    বাইপাস ইঃ নিয়ে ডঃ গৌতম মিস্ত্রির লেখা, উৎসমানুষে প্রকাশিত হয়েছিল। লেখকের অনুমতিক্রমে দেওয়া হল।

    https://docs.google.com/viewer?a=v&pid=sites&srcid=ZGVmYXVsdGRvbWFpbnx
    ndXJ1Y2hhYW5kYWxpfGd4OjM3ZDkxNmQ2NTU0ODlkYzA
  • bb | 127.221.49.46 | ৩০ মার্চ ২০১৩ ১৬:০২504674
  • পিপি -
    বাবার বয়্স কত? আর ডায়াবেটিস কত?
    আজকাল হাঁটু বদ্লান বেশ সোজা, আমার শ্বশুর মশাইয়ের দুটি হাঁটুই বদল করিয়েছি 1.75 এর প্যাকেজে। দুর্গাপুরের মিশন হাসাপাতলেও ভাল হয়। আপনি খোঁজ নিতে পারেন - এই অপারেশন দেশে আকচার হচ্ছে।
  • pi | 78.48.231.217 | ২৬ এপ্রিল ২০১৩ ১৯:৪৬504675
  • As many as 2,644 people, called subjects, died during the clinical trials of 475 new drugs on human beings in last seven years and only 17 of the medicines were approved for marketing in India, the Centre has informed the Supreme Court.

    Responding to allegations by NGO, Swasthya Adhikar Manch, in its PIL that Indians were used as guinea pigs by foreign pharmaceutical majors for human trial of their new drugs, the Union health and family welfare ministry said of the 57,303 enrolled subjects, 39,022 completed the clinical trials.

    "Serious adverse events of deaths during the clinical trials during the said period were 2,644, out of which 80 deaths were found to be attributable to the clinical trials," health secretary Keshav Desiraju said in an affidavit on behalf of the ministry of health and family welfare.

    "Around 11,972 serious adverse events (excluding death) were reported during the period from January 1, 2005 to June 30, 2012, out of which 506 events were found to be related to clinical trials," he said.

    Clinical trial of two drugs - Bayer's Rivaroxaban and Novartis's Aliskiren vs. Enalapril - accounted for maximum number of deaths.

    Bayer's Rivaroxaban was first used for human trials in 2008 resulting in death of 21 of which it claimed that only five were related to clinical trial but it has till date paid compensation to kin of only two. Two years later, the same drug was again put on human trial and this time 125 deaths were reported, of which it was stated that five were related to clinical trial.

    Novartis used the investigational product listed as Aliskiren vs. Enalapril last year and it resulted in death of 47 of which only one has been attributed to clinical trial of the new drug. Only another clinical trial of new drug on humans, Sun Pharma's Paclitaxel injection concentrate for nano-dispersion, registered a double-digit death figure (12) during the last seven years. Majority of the pharmaceutical companies, whose drugs were permitted for clinical trial on human beings, were of foreign origin.........

    http://www.coastaldigest.com/index.php/news/india/52993-2644-died-during-clinical-trial-of-drugs-in-7-years-govt-to-sc
  • পুণ্যব্রত গুণ | 151.0.8.142 | ১০ মে ২০১৩ ২১:২৬504677
  • সন্দীপ্তাকে মনে রেখে
    An women's health awareness campaign is being launched in memory of tv-journalist Sandipta Chatterjee.
    An organising meeting took place today at Health Service Association office. Friends of Snadipta, representatives of HSA, Drug Action Forum, Shramajibi Swasthya Udyog, Swasthyer Britte Patrika, Sundarban Sramajibi Hospital, Sundarban Comprehensive Area Welfare & Environmental Research Centre, Sundarban Nature & Social Welfare Society, Santipur Marami, Bharatiya Bijnan o Juktibadi Samiti, Manas, Halisahar Bijnan Parishad were present.
    Initially camps will be held at Santipur, Sarberia and Bainan from June, 2013.
    4-8 pages of every issue of Swasthyer Britte will be dedicated to women's health issues from June, 2013.
  • pi | 118.22.237.164 | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৫০504680
  • ধুত !

  • π | ০১ নভেম্বর ২০১৩ ২২:৫০504682
  • একজন ডাক্তারের পাঠানো মেইল। অনুমতিক্রমে শেয়ার করলাম।

    ' Last Saturday when I was on my way to Basanti, I had a call from my hospital that that a communication has been sent from the local police outpost in the afternoon directing me to depose before them at 10 in the Monday morning in relation to a criminal case failing which they might arrest me. (Please see the notice!) No denying that I had a chill down the spine and had to rush back. . . Then I found this complaint. Please look at the complaint also.

    Now some facts. It has been alleged that the baby died as I had refused to refer. But actually baby became suddenly ill in the morning of 22.09.13 most probably due to accidental aspiration and he was immediately referred and the baby died in a private the next day. Certainly father of the baby knows all these. He also knows that 22.09.13 was a Sunday and they had no scope of requesting me. Police also knows all these because they came on 23.09.13 when there was a mob violence in hospital. But the father has deliberately lied cautiously omitting the fact that the baby was treated for a whole day in a private hospital and police became so proactive.

    Perhaps I need not to tell that there is method in this madness. . . After Kolkata, Durgapur is the next destination for corporate health business. ESI has multiple tie up with private hospitals. ESI covers more that 1.2 lakh families in this region and the number is growing constantly. . . So you know there are wonderful prospects! And some fools in ESI hospital are rationalizing referrals. By now we have developed series of protocols for critical care, neuro surgery, uro surgery and so on. . .

    Had I a scope to tell this story to Arundhati Roy perhaps she have would smile and quip, had I not told you, real resistance has real consequences!'

    প্রসঙ্গত ঃ এই লেখাটাও রইলোঃ
    http://www.guruchandali.com/default/2012/05/28/1338225296234.html#.UnPifvnUBGQ
  • pi | 24.139.209.3 | ০৭ মে ২০১৪ ০৭:০১504683
  • pi | 24.139.209.3 | ০৭ মে ২০১৪ ০৭:০৩504684
  • mila | 190.255.29.126 | ০৭ মে ২০১৪ ০৯:২১504685
  • আগে লিখেছি কিনা মনে পরছেনা তাই আবার লিখে যাই
    আমার শশুর সিভিয়ার COPD তে ভুগছেন আজ বছর দশেক হলো, কলকাতায় অ্যাপোলো তে দেখানো হয়, খুব নাম করা ডাক্তার এবং শুনেছি খুব ভালো চিকিত্সা করেন, কিন্তু হলে কি হবে খুব খারাপ ব্যবহার, রোগী কোনো প্রশ্ন করলেই বলেন, আপনাকে যে বাঁচিয়ে রেখেছি সেটা আপনার ভাগ্য জানবেন, ফলত উনি কিছুতেই যেতে চাননা ওই ডাক্তার এর কাছে, আমরা তাও জোর করে নিয়ে যাই, চিকিত্সায় ভালো ছিলেন বলে
    গতবছর পুজোর সময় খুব বাড়াবাড়ি হয়েছিল, জ্বর, সর্দি প্রভৃতি, সেই সময় অ্যাপোলোতেই একটা হোল বডি চেক আপ করানো হয়, তার পরেই শুরু হলো একের পর এক, ওনারা বললেন যে গল ব্লাডার এ পাথর আছে, এখুনি অপারেশন না করলে মৃত্যু সম্ভাবনা, এদিকে সিভিয়ার COPD পেশেন্ট কে নাকি অজ্ঞান করলে জ্ঞান ফিরে নাও আসতে পারে, আমাদের বলা হলো আপনারা বাইরে থাকেন, হঠাত করে এটাক হলে কি করবেন, অপারেশন তা করিয়ে ফেলুন তাড়াতাড়ি, আমরা বললাম কিন্তু অজ্ঞান করা যাবেনা বলছেন যে? ওনারা বললেন যে হান মৃত্যুর সম্ভাবনা তো আছেই, তবু আমরা চেষ্টা করব
    একটা আপাত সুস্থ মানুষ কে অপারেশন করাতে পাঠাব কিনা এটাই খালি ভাবছিলাম যখন অপারেশন এর ধকলেই তার মৃত্যু সম্ভাবনা আছে, এই ভেবে 2nd অপিনিয়ন এর জন্যে কলকাতার আরেকজন বিখ্যাত সার্জন (গল স্টোন অপারেশন এ এনার নাম ডাক আছে) কাছে নিয়ে গেলাম, তিনিও বললেন অপারেশন মাস্ট আর করলে মৃত্যু সম্ভাবনা প্রবল, আর বারবার বলতে থাকলেন, aapnader তো ইন্সুরেন্স কাভারেজ আছে, পুরো প্যাকেজ এ হয়ে যাবে, বলুন কবে বুক করব? রোগীর samne বারবার এমন ভাবে মৃত্যুর কথা বলতে লাগলেন যে যেদিন আমি একা ফিরে এলাম সেদিন বাবা আমায় বললেন 'আমি কি আর বাচবনা? '
  • pi | 24.139.209.3 | ০৭ মে ২০১৪ ০৯:২৪504686
  • এখন কী অবস্থা ?
  • mila | 190.255.42.179 | ০৭ মে ২০১৪ ০৯:২৭504689
  • কি করা উচিত ভাবতে ভাবতে সব ডকুমেন্ট স্ক্যান করে ভেলোর এ পাঠালাম, উত্তর এলো রোগী কে নিয়ে আসুন, ফোন করে এপয়েন্টমেন্ট নিলাম, যতবার ফোন করেছি ভালো ব্যবহার পেয়েছি (জানিনা ইটা সবাই পায় না আমরা ভাগ্যবান), তারপর ভেলোর এ নিয়ে গিয় ১৫ দিন ছিলাম, সব রেলেভান্ট ডিপার্টমেন্ট এ ওনারা চেক করে বললেন যে অপারেশন করার দরকার নেই, অপারেশন এ যা রিস্ক তার চেয়ে গল্ stone এর রিস্ক এই muhurte kom, aar ৬ মাস pore চেক up এ নিয়ে jete বললেন, সামনের soptahe এ আবার নিয়ে যাওয়া হবে, এই ৬ মাসে uni COPD পেশেন্ট এর যতটা ভালো থাকা সম্ভব ভালো আছেন, শুধু ভাবি ভাগ্গিস ৬ মাস আগে ভয় পেয়ে অপারেশন তা করাতে যাইনি
  • mila | 190.255.42.179 | ০৭ মে ২০১৪ ০৯:২৭504690
  • বানান গুলো দেখে নিজেকে চড়াতে ইচ্ছে করছে :(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন