এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জ্যোতিষ কে কেন আমার বুজরুকি বলে মনে হয়

    aka
    অন্যান্য | ১৯ ডিসেম্বর ২০১১ | ১৫৮০৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dukhe | 122.160.114.85 | ২২ ডিসেম্বর ২০১১ ১৯:০০506731
  • ইয়ে - বিভূতি বন্দ্যোর নামটা বুজরুকের লিস্টি থেকে বাদ গেছে । উনিও প্ল্যানচেট করতেন শুনেছি ।
  • dukhe | 122.160.114.85 | ২২ ডিসেম্বর ২০১১ ১৯:১১506732
  • আরে এই দেশের হালচালই এই । বেশির ভাগ লোককে দেখবেন নিজের বাবা যে সত্যিই তার বায়োলজিকাল বাবা - সেটা সায়েন্টিফিকালি ভেরিফাই করার চেষ্টাও করে না । সেরেফ বিশ্বাস ।
  • pi | 72.83.83.28 | ২২ ডিসেম্বর ২০১১ ১৯:১২506733
  • কাল যেটা লিখবো ভেবে ঘুমিয়ে পড়েছিলুম টিম দেখি সেটা কয়ে দিয়েছে।

    আর ক'দিন ধরে যেটা বলছিলাম, সেটা মামু।

    হ্যাঁ, সিকি ? এই ডিফাইন করা, এই 'বিশ্বাস' এর কথাটাই তো বলেছিলাম, তাই না? বুঝ্রুগ বলার আগে একটা অ্যাসাম্পশান রাখার কথা ( যেটা ঋদ্ধি লাস্ট পোস্ট দুটোতে রেখেছেন)। নইলে এখানে যা যুক্তি আসছিলো, তাতে করে রবীন্দ্রনাথ রামছাগলেই পর্যবসিত হন :)

    জ্যোতিষে বিশ্বাস করার কোন কারণ আমি খুঁজে পাইনি। কিন্তু তাকে বিরোধিতার করার জন্য যা যা যুক্তি যেভাবে আসছে, তার বেশ কিছুকে ( সব নয়, বোল্ড অ্যান্ড আন্ডারলাইন)আমার মনে হয়েছে যুক্তিবাদের মৌলবাদিতা। সেটা নিয়ে আমার ব্যক্তিগত আপত্তি জানিয়েছি। এইটুকুই।

    মামু, দর্শনের র‌্যাশানালিজম আর প্রবীর ঘোষের যুক্তিবাদ নিয়ে দু' পয়সা হবে নাকি ?
  • Du | 117.194.200.149 | ২২ ডিসেম্বর ২০১১ ১৯:১৪506734
  • ইউরোপে ফোটোশপ ব্যবহার করে বিউটি প্রোডাক্ট এর কমার্শিয়াল দেওয়া বেআইনী, পড়েছিলাম কোথাও। জুলিয়া রবার্টসকে দেখিয়ে বানানো কারো একটা অ্যাড এই কারণে তুলে নিতে হয়েছিল। কোম্পানীর লোকেরা গুরু একটু পড়ে নিলে আরামসে ক্লায়েন্টকে বের করে আনতে পারতো।

    আর এটাও আমার কাছে পরিস্কার নয় যে আমার যদি একটা বিষয়ে প্রশ্ন থাকে, আমি করে থাকি, অন্যরা কেউ করে থাকেন কোন ভ্যালিড প্রশ্ন, যেগুলোর উত্তর আসে নি এখনো, তাহলে আমি কি সেই প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করবো না? চাইবো না সেই উত্তরটা আসুক। কারো 'অসহিস্নুতা' র প্রতিবাদ করতেই পারি, তাই বলে পাতা তর্ক দিয়ে সেই প্রশনটাকেই হারিয়ে যেতে দেবো? প্রায়োরিটি কোনটা?

    জ্যোতিষ তত এন্ডেঞ্জারড কিছু কি যার এত প্রোটেকশন দরকার? বরং প্রবল প্রতাপে বেড়েই চলেছে দিনে দিনে যা নিয়ে প্রসঙ্গটা শুরু হয়েছিল। যেহেতু ভবিষ্যত চিরদিন অজানা তাই মানুষ চিরদিনই এই চক্করে পড়বে। একটু সোশ্যাল ট্যাবু থাকলে যাও বা একটু কমের মধ্যে থাকতে পারে কিছু লোকের মধ্যে তা নইলে খবরের কাগজ থেকে টিভি কেউ তো আর কম 'স্পেস' দিচ্ছে না।
  • pi | 72.83.83.28 | ২২ ডিসেম্বর ২০১১ ১৯:২৪506735
  • আমি তো কালই জানতে চাইলাম, বহু প্রকারের মার্কেটিং ও বহু অ্যাডকে কেন বুজরুকি বলা হয়না ? এবং সেই নিয়ে যারা ব্যবসা করছেন, সেসব লোককে বুজরুগ ? এখানে তো বিশ্বাসের ব্যাপারটাও নেই।
  • kallol | 115.242.245.5 | ২২ ডিসেম্বর ২০১১ ২০:২৮506736
  • পিটি।
    একজনের বিশ্বাসকে সম্মান দেওয়া, আমার এটাই বলার ছিলো। কোথায় থামতে হবে সেও ঐ পোস্টেই লিখেছি।
    পূজোর লেখায় পড়েছেন বোধহয় এবছর ব্যাঙ্গালোরের একটা দূর্গা পূজোর সাথে যুক্ত হয়েছিলাম। চাঁদা তোলা, প্যান্ডেল সাজানো, বিচিত্রানুষ্ঠানের শিল্পী জোগাড় করা, রোজ খিচুরী লাবড়া ভোগ খাওয়া, সন্ধি পূজোয় রাত জেগে আড্ডা মারা, বাড়িতে বউ নবমীর ভোগ রাঁধবে বলে তার জোগাড় করে দেওয়া, ভাসানে নাচা, ভাসান দিয়ে এসে মাংস-ভাত সাঁটানো, সবই করেছি, খুব আনন্দ করে করেছি। অঞ্জলি দেই নি, ঠাকুর প্রণাম করিনি, শান্তির জল নেইনি।
    আমি উৎসবে মেতেছিলাম, কেউ পূজোয় এই যা তফাৎ।
    তাতে আমি কি বুজরুগ হলাম। কি জানি!
  • Tim | 173.163.204.9 | ২২ ডিসেম্বর ২০১১ ২১:৪৩506737
  • সত্যি বলতে কি, আমরা সবাই অল্পবিস্তর বুজরুগের লেবেল পরলে যদি জ্যোতিষ নামক পেশাটির রবরবা কিছুটা কমে, এবং কোদালকে কোদাল বলতে সুবিধে হয় তাতে আমার কোন অসুবিধে নেই।
  • pinaki | 122.174.53.114 | ২২ ডিসেম্বর ২০১১ ২২:১১506738
  • টিম, একটা গোলমাল হচ্ছে মনে হয়। সংসদ অনলাইন অভিধানে দেখলাম বুজরুগ মানে হল a. pretentious, pretending, charlatanic; quackish. ☐ n. a charlatan, a quack; an impostor. বুজরুকি n. preten sion, charlatanism, quackery.

    তুই যেটা বলছিস, সেটা মনে হয় হিপোক্রিসি। আমার মনে হল অভিধান দেখে একটা ইন্ডিভিজুয়ালের হিপোক্রিসি আর বুজরুকি ঠিক পুরোপুরি সমার্থক নয়। charlatan শব্দটা খেয়াল করতে বলব।
  • pinaki | 122.174.53.114 | ২২ ডিসেম্বর ২০১১ ২২:১৬506739
  • আমাদের সবার মধ্যে অল্পবিস্তর ভন্ডামি হিপোক্রিসি আছেই। কিন্তু আমি অন্তত: এতক্ষণ বুজরুকি বলতে ঐ Charlatan অর্থটা মীন করছিলাম। সেটা আমাদের ক্ষেত্রে খাটে না। উইকি থেকে Charlatan: A charlatan (also called swindler or mountebank) is a person practicing quackery or some similar confidence trick in order to obtain money, fame or other advantages via some form of pretense or deception.
  • pinaki | 122.174.53.114 | ২২ ডিসেম্বর ২০১১ ২২:১৮506741
  • এইভাবে দেখলে মার্কেটিং, অ্যাড, অন্যের হয়ে পুজো দেওয়া, পুরুতগিরি - এগুলো বুজরুকির আওতা থেকে বাদ হয়ে যায়।
  • pinaki | 122.174.53.114 | ২২ ডিসেম্বর ২০১১ ২২:২৪506742
  • তার মানে ওগুলো কি দারুণ ব্যাপার? তা বলছি না। কিন্তু এক একটা এক এক রকম ক্যাটেগরি।

    আমাকে পার্সোনালি জিজ্ঞেস করলে বলব, বুজরুকদের প্রতি আমার ততটা ঘৃণা নেই যতটা ওয়াল স্ট্রীট ব্যাংকারদের প্রতি আছে। কিন্তু গ্রসলি যে অভিধাটা যার প্রাপ্য, তাকে সেটাই দেওয়া উচিৎ বলে মনে হয়।
  • Tim | 173.163.204.9 | ২২ ডিসেম্বর ২০১১ ২২:৩৫506743
  • লাস্ট প্যারাটা হেব্বি। লাইকালাম।

    আর ওয়াল স্ট্রিট ব্যাঙ্কার শুনলেই আমার অ্যামেরিকান সাইকো মনে পড়ে। :-)
  • Sibu | 108.23.41.126 | ২২ ডিসেম্বর ২০১১ ২২:৪৪506745
  • মার্কেটিং অনেক সময়েই কনফিডেন্স ট্রিক। অ্যাড, জ্যোতিষ-ও তাই।
  • Bratin | 117.194.101.35 | ২২ ডিসেম্বর ২০১১ ২২:৪৪506744
  • শরদিন্দু কে ও ঢোকাতে হবে। উনি ভারী সুন্দর হাত দেখতেন।
  • dukhe | 117.194.239.237 | ২২ ডিসেম্বর ২০১১ ২২:৪৫506746
  • 'ব্যাঙ্কিং কতটা বুজরুকি' টই কি দিগন্তে উদয় হচ্ছেন ?
  • PM | 2.50.41.123 | ২২ ডিসেম্বর ২০১১ ২২:৫২506747
  • গুচ-এর পোস্টার দের থেকে ৬ টা র‌্যন্ডম জন্মদিন নাম না দিয়ে sample হিসেবে ঘনাদার কাছে পাঠালে হয় :)। sampling board এ , ISI স্ট্যম্প মারা আকা আর দুখে থাকবে। :)

    আমার মনে হয় ঘনাদার টই এর শেষ পরিনতি এই চ্যলেন্‌জ-টাই হতে চলেছে মাস দুই পরে :) IPL ফাইনাল।
  • Tim | 173.163.204.9 | ২২ ডিসেম্বর ২০১১ ২২:৫৩506748
  • হয়ে যাক হয়ে যাক। :-)
  • dukhe | 117.194.239.237 | ২২ ডিসেম্বর ২০১১ ২২:৫৬506749
  • দুখের কোন জন্মের কথা হচ্ছে ?

    কিন্তু জলপড়া কী কেউ জানেন না ? আংটি চালা ? সত্যি ? অথচ সবাই জানেন উহা বুজরুকি ?

    বিজ্ঞান, বিজ্ঞান, তোমার জ্ঞান নাই, কুসুম ?
  • aka | 75.76.118.96 | ২২ ডিসেম্বর ২০১১ ২৩:০২506750
  • পিনাকি, ওয়েট লস প্রোডাক্টের অ্যাড গুলো পাতি বুজরুকি। ওগুলো কিছু মানুষের (অনেক সময়েই টাকা দেওয়া) ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলে।

    আমি পিনাকির ১০:১৬ র সাথে মনে হয় প্রায় একমত।
  • nk | 151.141.84.194 | ২২ ডিসেম্বর ২০১১ ২৩:০৩506752
  • দুখে, জলপড়া হলো একধরণের চিকিৎসা। কারুর হয়তো কোনো অসুখ হয়েছে, ভালো হচ্ছে না, কোনো সাধুবাবা যিনি "বিশেষ" ক্ষমতার অধিকারী, তিনি একটা বাটীতে খানিকটা জল নিয়ে নানা মন্ত্র পড়ে দেবেন সেই জলে, রোগী পূর্ণ বিশ্বাসে ঢক করে সেই জল খেয়ে ফেলবে ও ভালো হয়ে যাবে, সুস্থসবল হয়ে কাজকর্ম করবে। গ্রামদেশে আজো এই চিকিৎসা অনেক জায়গায় চলে।
    মনে হয় সাইকোলজিকাল কিছু ট্রিকও এর মধ্যে আছে, "মানুষের মন" খুব রহস্যময়, তো আজো পুরোপুরি জানা যায় নি। আরে মানুষের শরীর সেই কি পুরোপুরি জানা গেছে? রহস্য হে দুখে, বড়ই রহস্য।
    :-)
  • Tim | 173.163.204.9 | ২২ ডিসেম্বর ২০১১ ২৩:০৪506753
  • জলপড়া না জানে কে? দুখেদা মাইরি ইয়ার্কি কচ্ছে। একশিশি জলে মন্ত্রপড়ে এনে এট্টু এট্টু করে ওষুধের মত খেলে সব রোগ সেরে যায়। ক্ষেত্রবিশেষে ( মানে কিনা কাস্টমাইজড জলপড়া) অন্যান্য সমস্যাও মেটে। দৈবশক্তি সম্পন্ন লোকেরা এসব পারেন। আর আংটি চালা তো চোর ধরতে লাগে মনে হয়। বাটি চালানের মত।
  • Tim | 173.163.204.9 | ২২ ডিসেম্বর ২০১১ ২৩:০৫506754
  • এইত্তো নিশি এয়েচে। গুড :-)
  • nk | 151.141.84.194 | ২২ ডিসেম্বর ২০১১ ২৩:০৬506755
  • আর দুখে, আংটি চালা, বাটি চালা এইসব হলো একধরনের চোর ধরা পদ্ধতি, পালানো চোরকে দূর থেকে ডিটেকশন, তারপরে তাকে ধরে ফেলা। এর কিছু বর্ণনা প্রাচীন গল্পে পাবেন।
    তবে যাই বলুন, শার্লক হোমসের গল্পগুলোতে কীভাবে শার্লক কী করলো তা যদি না বলতো, তাহলে ব্যাপারটা ওরকম রহস্যময়ই থাকতো না? :-)
  • PM | 2.50.41.123 | ২২ ডিসেম্বর ২০১১ ২৩:০৭506757
  • দুখের তুলনা হয় না। আমি নিজেও বেশ কবার হেটা খেয়েছি ওনার কাছে অন্য টই-এ। খুব সম্ভবত: তৃন টই-এ। ওখানে আমরা বিরোধী পক্ষ ছিলাম।

    ১০ বছর বাদে হলেও আপনি সিরিয়াসলি লেখার কথা ভাবুন । আপনার ভাবনা লেখার স্টাইল এক্কেবরে অন্যরকম। একশো গজের মধ্যে একমাত্র চন্দ্রিল আর রুপদর্শী-কে রাখা যায়।

    আমার পোস্ট-এর উত্তরে আপনি কি লিখতে পারেন চার-টে অপসন ভেবে রেখেছিলাম। একটাও মিলল না :)
  • nk | 151.141.84.194 | ২২ ডিসেম্বর ২০১১ ২৩:০৭506756
  • দেখেছো টিম, তবু লোকে মানে না, নানাবিধ রহস্য, রোমাঞ্চ, টেলিপ্যাথি কেউ মানে না। :-)
  • dukhe | 117.194.239.237 | ২২ ডিসেম্বর ২০১১ ২৩:১১506758
  • এইত্তো । আমি জানতাম যার কেউ নেই তার nk আছেন । আকুল হয়ে ডাকলে উনি সাড়া দেবেনই ।
    টিমকেও থ্যাঙ্কু । কিন্তু বাটি চালানটা আবার কী ব্যাপার ? এ তো দেখি জাল গভীর থেকে গভীরতর হয়ে চলেছে ।

  • pi | 128.231.22.133 | ২২ ডিসেম্বর ২০১১ ২৩:১৪506759
  • হিপোক্রেসি নিয়ে টিম বলেছিল কি ? আমার মনে হয়নি। আমি তো অন্তত বলিনি।
    charlatan ধরেই বলছি বেশ কিছু অ্যাড, মার্কেটিং ঐ ক্যাটেগরিতে ঢুকবে।
    আর পলিটিশিয়ানদের ইলেকশন ক্যাম্পেন?

    আর অ্যাকাডেমিক ফিল্ডে গ্রান্ট প্রোপোসালে ট্রিক করা হয়েছে, এমনকি পেপারেও ( ঠিক ডাটা ফ্রড বলছি না, কিন্তু অনেক ফুলিয়ে ফাঁপিয়ে প্রোজেক্ট করা ইত্যাদি ), এরকম মোটে বিরল নহে :)

  • nk | 151.141.84.194 | ২২ ডিসেম্বর ২০১১ ২৩:১৮506760
  • আমাদের এক স্যর নানা জায়্‌গায় সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ উল্কাবৃষ্টি এসব বিষয়ে জনসচেতনতা বাড়ানোর জন্য নানারকম প্রেজেন্টেশান দিতেন। খোলা মনের মানুষ, নানা গ্রামে গিয়ে নানারকম অভিজ্ঞতা হয়েছে, সেইসব মজার গল্পগুলো বলতেন।
    এক গ্রামে গিয়ে এক গল্প শুনেছিলেন, সেখানে এক সাধুবাবা জলে মন্ত্র পড়ে ফুঁ দিয়ে দিতেন তা খেলে লোকের অসুখ সেরে যেতো। তাই লাইন দিয়ে হিন্দু মুসলমান সবাই জল নিতে আসতো, রোগ আছে না আছে সবাই আসতো কারণ এখন অসুখ নেই, কিন্তু পরে হলে তখন? তখন রেখে দেওয়া "জলপড়া"(টেকনিকালি জলফুঁ) খেয়ে নেবে,ব্যস ফিট!
    ঘটিতে বাটিতে খুরিতে গেলাসে জল নিয়ে সব এসেছে, একজন একটা টিউবোয়েল ঘাড়ে করে এনেছে, সাধুবাবা কইলেন এ কী রে? সে বললো "বাবা, ঘটিতে বাটিতে কত জল আর আনবো, আপনি কলে মন্ত্র পড়ে দিন, এ কল লাগিয়ে পাম্প করবো আর যে জল উঠবে, তাই তো পড়া জল হবে, কোনো অসুবিধেই নেই, সবার সব সেরে যাবে।"

    ভাবুন তো দুখে! জগতের দু:খ দূর করতে এমন অভাবনীয় উপায়ের কথা কি কেউ ভেবেছে?
    :-)
  • Sibu | 108.23.41.126 | ২২ ডিসেম্বর ২০১১ ২৩:১৯506761
  • যে কটা জন্মের কথা দুখের মনে আছে তার থেকে র‌্যানডম স্যামপেল করে বেছে নিলেই হবে।
  • Tim | 173.163.204.9 | ২২ ডিসেম্বর ২০১১ ২৩:২০506763
  • রহস্য দুখেদা রহস্য। ঐ নিশি যা বল্লো। শুকনো লঙ্কা পুড়িয়েও এসব ঝাড়ফুঁক হয়। তাতে নাকি লোকে ভালোও হয়। আরো গভীর জাল। ভেবে দ্যাখো, প্রোপোজালেও জাল আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন