এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জ্যোতিষ কে কেন আমার বুজরুকি বলে মনে হয়

    aka
    অন্যান্য | ১৯ ডিসেম্বর ২০১১ | ১৫৮০৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • nk | 151.141.84.194 | ২২ ডিসেম্বর ২০১১ ২৩:২৬506765
  • তবে দুখে, নিজের বাবা কিন্তু ভেরিফাইড হয়ে যান, কারণ চেহারার মিল থাকে। ফেনোটাইপ জেনোটাইপ কীসব ছিলো না?
    :-)
  • aka | 75.76.118.96 | ২২ ডিসেম্বর ২০১১ ২৩:২৬506764
  • কিন্তু স্পেস দেওয়ার খন্ডিত আইডিওলজি কি বুজরুকি?
  • Tim | 173.163.204.9 | ২২ ডিসেম্বর ২০১১ ২৩:২৭506766
  • চেহারার মিল দেখে ডিসাইড করতে হলে চাপ আছে। :-)
  • PM | 2.50.41.123 | ২২ ডিসেম্বর ২০১১ ২৩:২৯506767
  • মিল দেখতে পাওয়াটাও বিশ্বাসের ফল। মিল দেখতে চান তাই দেখতে পান :) কতো যে অমিল আছে সেগুলো তো দেখেন না :) আকা-বাবুর প্রথম দিকের পোস্ট-এর করোলারি :)
  • dukhe | 117.194.239.237 | ২২ ডিসেম্বর ২০১১ ২৩:৩০506768
  • প্রোপোজালের জাল নিয়ে আমার কোন সংশয় নাই । কত্ত ক্লায়েন্টকে ঐসব টোপ দিয়ে এট্টু এট্টু করে চোরাবালির মধ্যে এনে ফেললাম ।

    PM দুখেরে সিরিয়াসলি লিখতে কইলেন ? দুখেরে ?
    দুখের দ্বারা সিরিয়াসলি কিছু হবে এ যে কেউ কোনদিন ভাবেনি গো । দেখি একটা পান্না-টান্না পরে যদি -
  • dukhe | 117.194.239.237 | ২২ ডিসেম্বর ২০১১ ২৩:৩২506769
  • দয়াময় nk হঠাৎ ভয় দেখান ক্যান ? কন্যা আমার চেহারা পেলে তো সাড়ে সব্বোনাশ ।
  • nk | 151.141.84.194 | ২২ ডিসেম্বর ২০১১ ২৩:৩৪506770
  • আহা শুধু কি চেহারায়? চরিত্রে ও মানসিকতায়ও মিল থাকে। তবে কিনা ছেলেপিলে হোলো লিনিয়ার কম্বিনেশন অব মা অ্যান্ড বাবা, তাই মিলগুলো সেভাবেই খুঁজতে হবে।
    সবসময়েই যদি ডিএনে দিয়ে খুঁজতে হয় তাইলে খরচ কি কম? শেষে দেখা যাবে ইক্রাডোমাগ্লো হয়ে গেল! :-)
  • pi | 128.231.22.133 | ২২ ডিসেম্বর ২০১১ ২৩:৩৬506771
  • বাটি চালানো সেই আনন্দমেলার গপ্পোতে পড়তাম।
    তবে এসব আমার কিছু সিরিয়াস প্রোশ্চেন হ্যাজ।

    সেটা হল কোন এফেক্ট না হলে এগুলো দিনের পর দিন চলে কীকরে ? একরকমের কেস নিয়ে একটা ব্যাখ্যা পাই। অন্যটা নিয়ে অন্যদের কাছে জানতে চাই। দুটোই লিখি।

    এক। এই জলপড়া টড়াকে ঐ নিশি যেটা বললো, মানসিক শান্তি, আমার তাই মনে হয়। placebo effect

    এই placebo দিয়ে ট্রিটমেন্ট করা হয়, সে কথা জানা আছে ?
    :)
    In fact, data on placebos is so compelling that many American physicians (one study estimates 50 percent) secretly give placebos to unsuspecting patients. :)

    এটাকে কি বুজরুকি বলা হবে ? :)

    তবে, শুধুই পজিটিভ ইম্প্যাক্টের আশায় মানসিক শান্তি ছাড়াও অন্য ফ্যাক্টর থাকতে পারে। placebo নিয়ে হার্ভার্ডের এই স্টাডিটা খুব ইন্টারেস্টিং। একেবারে আনএক্সপেক্টেড রেজাল্ট।
    একটু তুলে দি।

    ...Because such “deception” is ethically questionable, HMS Associate Professor of Medicine Ted Kaptchuk teamed up with colleagues at BIDMC to explore whether the power of placebos can be harnessed honestly and respectfully.

    To do this, 80 patients suffering from irritable bowel syndrome (IBS) were divided into two groups: one group, the controls, received no treatment, while the other group received a regimen of placebos — honestly described as “like sugar pills” — which they were instructed to take twice daily.

    “Not only did we make it absolutely clear that these pills had no active ingredient and were made from inert substances, but we actually had ‘placebo’ printed on the bottle,” says Kaptchuk. “We told the patients that they didn’t have to even believe in the placebo effect. Just take the pills.”

    For a three-week period, the patients were monitored. By the end of the trial, nearly twice as many patients treated with the placebo reported adequate symptom relief as compared with the control group (59 percent vs. 35 percent). Also, on other outcome measures, patients taking the placebo doubled their rates of improvement to a degree roughly equivalent to the effects of the most powerful IBS medications.

    “I didn’t think it would work,” says senior author Anthony Lembo, HMS associate professor of medicine at BIDMC and an expert on IBS. “I felt awkward asking patients to literally take a placebo. But to my surprise, it seemed to work for many of them.”


    http://news.harvard.edu/gazette/story/2010/12/placebos-work-%E2%80%94-even-without-deception/

    এটা স্টাডির জন্য হার্ভার্ডে নতুন ডিপ খোলা হয়েছে।
    n July 2011, the Department of General Medicine and Primary Care invited these researchers to create the world’s first interdisciplinary center for placebo research. The Harvard-wide Program in Placebo Studies and the Therapeutic Encounter (PiPS) hosted at Beth Israel Deaconess Medical Center pursues placebo studies through interdisciplinary, translational research initiatives that bridge the basic, clinical and social sciences, as well as the humanities.

    এই তাবিজ, মাদুলি, জলপড়া টড়া নিয়ে এরা একদিন রিসার্চ করবে, এই আশায় আছি।
  • aka | 75.76.118.96 | ২২ ডিসেম্বর ২০১১ ২৩:৩৭506772
  • ছেলের চেহারার সাথে বাবার চেহারার মিল খুঁজতে গিয়ে আমরা ক্লাসের বদলে অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে পৌঁছে গিয়েছিলাম।

    একটি ছেলে আমাদের সাথে খেলত ধরা যাক তার নাম শু। তার বাবা প্রফেসর ছিলেন, তাঁকে আমরা চিনতাম না। প্রথম ক্লাসে সবাই ক্যান্টিনে চা খাচ্ছে। ফ্যাক-স্টাফ দের মধ্যে একজন ছিল একেবারে শু এর মতন দেখতে। আমরা খুব নিশ্চিত ইনিই শু এর বাবা এবং আমাদের প্রফেসর। তো আমরা ওনার পিছন পিছন ফলো করে ক্লাসে যাব ঠিক করলাম। উনি চা খাওয়া শেষ করে হাঁটা দিলেন আমরাও দিলাম, শেষে দেখা গেল উনি অ্যাকাউন্ট ডিপের মি: বে:। সেই থেকে মি: বে: হলেন শু এর বেইসিয়ান বাবা।
  • pi | 128.231.22.133 | ২২ ডিসেম্বর ২০১১ ২৩:৪৮506775
  • দুই। এই বাটিচালনো টালানো। এগুলোর তো ঐ মানসিক ব্যাখ্যা ফ্যাখ্যা কিছু হয় না।
    এগুলো কেই স্বচক্ষে দেখেছে ?
    কোন ফল না হলে নিশ্চয় চলে না। তো, বুজরুকিটা কীভাবে হয় ? ম্যাজিকের ট্রিক ?
    এখানে তো অনেকে সায়েন্স ক্লাবের লোকজন আছেন, যাঁরা এককালে এসব বুজরুকি ধরতেন। এইসব ফেকবাস্টিং কেস গুলো নিয়ে একটু শুনতে চাই।

  • nk | 151.141.84.194 | ২২ ডিসেম্বর ২০১১ ২৩:৪৮506774
  • দুখে, ভেবে দেখুন তবে কত টাকা বেঁচে গেল গড়পড়তা মোনোগ্যামি থাকার ফলে, একটা সমাজ গড়ে উঠলো যেখানে গড়ে মোটামুটি সবাই শান্তশিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক(স্বেচ্ছায় বা ঝামেলা এড়াতে) আর পত্নীরা একনিষ্ঠ (স্বেচ্ছায় বা ঝামেলা এড়াতে)।
    নইলে কে কার বাবা সেই টেস্ট করাতে গিয়েই ইক্রাডোমাগ্লো! তার উপরে আছে হেলথ কেয়ার! একা রামে রক্ষা নাই, সুগ্রীব দোসর!
    :-)
  • dukhe | 117.194.239.237 | ২২ ডিসেম্বর ২০১১ ২৩:৫১506776
  • ইয়ে ইক্রাডোমোগ্লো কেয়া হ্যায় জি ? জলপড়াকা মাস্তুতো ভাই তো নেহি ?
  • PM | 2.50.41.123 | ২২ ডিসেম্বর ২০১১ ২৩:৫৭506778
  • প্লসেবো নিয়ে এককালে অনেক চর্চা করেছি পাই।

    ডাকতার-রাও বহু ক্ষেত্রে এটা ব্যবহার করেন। যেমন Liv52 জন্ডিসের ক্ষেত্রে। আমি যখন সাংঘতিক জন্ডিসে আক্রান্ত হয়ে হাস্পাতালে, ড: আবনী রায় চৌধুরি তার MD ছাত্রদের আমার কাছে নিয়ে এসে ঝাড়া ১ ঘন্টার কেলাস নিয়েছিলেন। আমার পরিস্কার মনে আছে উনি বলেছিলেন "যদি দেখ রক্তে কন্‌জুগেটেড বিলিরুবিন এর পরিমান আনকন্‌জুগেটেড-এর থেকে কম তাহলে জানবে টাইপ-এ জন্ডিস, সেক্ষেত্রে যতো বেশী বিলিরুবিন-ই থাকুক স্রেফ বিশ্রাম নিলেই রোগী ভালো হয়ে যাবে। কিন্তু liv-52 জাতীয় ওষুধ দেবে যাতে রোগী আর তার পরিবার ভরসা পায়।"

    সাপের কামড়ের চিকিৎসায় ওঝার সাক্সেস রেট খুব হাই কারন দেশের ৮০ % সাপ নির্বিষ বা কম বিষাক্ত। সাপে কাম্রানর পরে রোগী এত ভয়ার্ত হয়ে পড়ে যে বোঝার সুযোগ থাকে না সাপ-টা বিষাক্ত না নির্বিষ।

    প্লাসেবো-র একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। রোমহর্ষক। কিন্তু আনেক লিখে্‌ত হবে। পরে বলার ইচ্ছা রইল।
  • nk | 151.141.84.194 | ২২ ডিসেম্বর ২০১১ ২৩:৫৭506777
  • না না এটা গুরুর স্পেশাল শর্ট ফর্ম। ইকোনোমি ক্রাইসিস ডোমেস্টিক মার্কিন গ্লোবাল। একটা টই আছে। :-)
  • PM | 2.50.41.123 | ২৩ ডিসেম্বর ২০১১ ০০:১১506779
  • এই বাটি চালা কেস অনেকবার ব্‌করেছিলাম আমরা। দু-একটা কেস-এ গুনীন বেধরক পাব্লিক মারের সম্মুখিন হয়। তখন আবার আমাদের-ই বাঁচাতে হয়।

    অবশ্য এক-ই কাজে পুরুলিয়ার এক প্রত্যন্ত গ্রাম-এ expose করতে গিয়ে আমরাই ব্যাকল্যাশ-এর সম্মুখিন হয়েছিলাম। ঐ গুনীন বেটা মহা চালাক ছিল আর কথা বলে মানুষকে প্রায় সম্মহিত করে রাখতো।প্রান নিয়ে টানাটানি হয়েছিল। পরে পুলিশ নিয়ে এসে ওকে গ্রেপ্তার করানো হয়।

    মধ্যমগ্রামের সর্পদ্যান-এর (এখন আছে কিনা জানি না) দীপকবাবু আমাদের ফেয়ারে একটা সাপের শো করতেন। সেই নিয়েও অনেক গলপ আছে।
  • pi | 128.231.22.133 | ২৩ ডিসেম্বর ২০১১ ০০:১৭506780
  • হুম,ইন্টারেস্টিং তো। লিখুন না আস্তে ধীরে। বাটি চালার ট্রিকটা কী ?
  • pi | 128.231.22.133 | ২৩ ডিসেম্বর ২০১১ ০০:২১506781
  • তো এক্ষেত্রে জন্ডিসের জন্য liv52 কি মালা কি গোমেদ তাহলে একই প্লাসেবো এফেক্ট আনতে পারে :)

    তাইকে একটা কূটকোশ্চেন করি। ঐ মালা বুজরুকি বললে এই liv52 দেওয়াও বুজরুকি না ? :)

    ( আমি এক্ষেত্রে আপনার পোস্ট ধরে বল্লাম। liv52 এ কোনো এফেক্ট আছে কিনা জানিনা)
  • PM | 2.50.41.123 | ২৩ ডিসেম্বর ২০১১ ০০:২৬506782
  • স্রেফ কৌশলী হাতের চাপ। সবথেকে সহজ গুপি। আগে থেকে খবর নেওয়া হয় সন্দেহভাজন দের সম্পর্কে, সেই লিস্ট-এর মধ্যে থেকে সিলেক্ট করে একজনের দিকে বাটী চালনো হয় হাতের চাপের কৌশলে। সাধরনত জনতার দাবী-ই পুরণ হয় এক্ষেত্রে

    বরং একজন-কে দেখেছিলাম ( এক্কেবারে আনপড়) সোডিয়াম-এর টুকরো জলে ফেলে জলে আগুন ধরাতে।
  • pi | 128.231.22.133 | ২৩ ডিসেম্বর ২০১১ ০০:৩২506783
  • * তাইলে

    ইন্টারেস্টিং তো। একটু বিস্তারিত লিখুন না, কোন এক্ষপেরিয়েন্স নিয়ে।
    গুণিনদের পর্দা ফাঁস করতেন কীকরে ? নিজেরা হাতের চাপে বাটি চালানো দেখিয়ে ?
  • PM | 2.50.41.123 | ২৩ ডিসেম্বর ২০১১ ০০:৪১506785
  • না, পুরো চুরিটাই সাজান হতো। মুল সন্দেহভাজন হিসেবে যাদের project করা হতো তারা বেশীর ভাগ-ই ঘটনার সময় যে spot এ ছিলো না তা প্রমান করা যেতো।

    এটা খুব সোজা ট্রিক হলেও ভুল প্রমান করা খুব শক্ত। অনেকদিন ধরে পরিকল্পনা করা হতো
  • Tim | 198.82.18.235 | ২৩ ডিসেম্বর ২০১১ ০১:১৮506786
  • নিজের চোখে দেখেছি শুধু ঝাড়ফুঁক, জলপড়া, লঙ্কা পুড়িয়ে ঝেড়ে দিতে। তাবিজ কবচও দেখেছি লোককে দিতে। শিকড়বাকড় দিয়ে তুকতাকের কথা সামান্য দেখেছি ও শুনেছি।
    ছোটবেলায় যা নিরীহ বিশ্বাস বলে ইগনোর করা যেত, এখন আর যায় না। তখন যে ফকির এসে চামর দুলিয়ে দোয়া করে যেত সে বিনিময়ে পেত পাঁচটা পয়সা, না পেলেও অমলিন হেসে লোকের ভালো চেয়ে যেত। আপিসফেরত যে লোকটি গরীবগুর্বোদের জন্য জলে মন্ত্র পড়ে দিত সে বিনিময়ে কিছু নিতনা। হ্যাঁ এতে হয়ত খানিকটা আত্মতৃপ্তি ছিলো, খানিকটা যশলোভও থাকতে পারে, কিন্তু ব্যস ঐটুকুই।
    এখন অবস্থা একেবারে আলাদা। একটা তাল পড়লেই মানুষ সেটা এনক্যাশ করে নাম করতে চায়, ব্যবসা করতে চায়। কাউকেই দোষ দেওয়া যায়না। জীবনসংগ্রাম যত জটিল হবে ততই এইসব বাড়বে।
  • pi | 128.231.22.133 | ২৩ ডিসেম্বর ২০১১ ০১:৩০506787
  • টিম, মার্কেটিং এর বেশিরভাগই কিন্তু তাই।:)

    পিএমদা, এই একবার ধরার পরে লোকজনের মধ্যে এগুলো নিয়ে কেমন ইম্প্যাক্ট হতো ? মানে, আবার চুরির ঘটনা ঘটলে বাটি চালাচালি বন্ধ থাক্তো কি ? আপনারা কি ফলো আপ করতেন ?
  • aranya | 144.160.98.31 | ২৩ ডিসেম্বর ২০১১ ০৩:৪৭506788
  • Name:pinakiMail:Country:

    IPAddress:122.174.53.114Date:22Dec2011 -- 10:16PM

    আমাদের সবার মধ্যে অল্পবিস্তর ভন্ডামি হিপোক্রিসি আছেই। কিন্তু আমি অন্তত: এতক্ষণ বুজরুকি বলতে ঐ Charlatan অর্থটা মীন করছিলাম। সেটা আমাদের ক্ষেত্রে খাটে না। উইকি থেকে Charlatan:Acharlatan (alsocalledswindlerormountebank) isapersonpracticingquackeryorsomesimilarconfidencetrickinordertoobtainmoney, fameorotheradvantagesviasomeformofpretenseordeception.
  • aranya | 144.160.98.31 | ২৩ ডিসেম্বর ২০১১ ০৩:৫১506789
  • পিনাকী-কে কূট প্রশ্ন :-) - কেউ যদি কোন form of pretense or deception ব্যবহার না করে, তাকেও কি Charlatan বলা যাবে?
    মানে নিজের বিশ্বাস থেকে যিনি জ্যোতিষ প্র্যাকটিস করছেন, তিনি তো আর কোন form of pretense or deception ব্যবহার করছেন না, তাই বলছিলাম আর কি।
  • Sibu | 108.23.41.126 | ২৩ ডিসেম্বর ২০১১ ০৫:২৮506790
  • নিজের বিশ্বাস থেকে করছে কিনা কি করে বোঝা জাবে? সবাইকে তো আর ধরে ধরে ট্রুথ সেরাম ইঞ্জেক্ট করা যাবে না।
  • ranjan roy | 115.118.237.6 | ২৩ ডিসেম্বর ২০১১ ০৬:২৬506791
  • মূল জায়গার থেকে সরে এলেও টইটা ইন্টারেস্টিং জায়গায় এসেছে।
    আমার প্রস্তাব এই বাটিচালা, মন্তরপড়া, ঝাড়ফুঁক এগুলোর বাস্তব অনুভব আর থিওরি নিয়ে আলাদা টই খোলা হোক। এতে PM, Tim এবং অন্যেরা নিজেদের প্রত্যক্ষ অভিজ্ঞতা লিখুন। দারুণ হবে।
    পাই,
    এগুলো নিয়ে আম্রিকায় নিশ্চয় অনেক কাজকম্মো হয়েছে।
    কোলকাতায় খড়দার প্রবীর ঘোষ অন্ধবিশ্বাস এর বিরুদ্ধে সমিতি বানিয়ে তিন দশক ধরে লড়ে যাচ্ছেন এবং তাঁর ঘটনা গুলো ডকুমেন্টেড। বাংলায় বই পাওয়া যায়। এতে স্বঘোষিত উইচ ঢাকুরিয়ার ঈপ্সিতার( না, না, এটাও সমাপতন মাত্র:))), মুখোমুখি হওয়ার বর্ণনা আমার দারুণ লেগেছে।

    আর এইসব তাবিজ, জলপড়ায় কেন রোগ সারে বা কি অর্থে কতাটা সারে সেটার মনস্তঙ্কÄ নিয়ে সুধীর কক্কড়ের ভালোকাজ আর প্রকাশিত কেস স্টাডি আছে।
    আচচা, আমিই নহয় শুরু করছি নতুন টই খুলে, নিজের নখদর্পণে চোর ধরার অভিজ্ঞতা শুনিয়ে।
    বুড়োরা পুরনো গল্পো শোনাতে পেলে আর----!
  • Tim | 173.163.204.9 | ২৩ ডিসেম্বর ২০১১ ০৬:৩৩506792
  • মাইরি বাটি চালাতে জানলে ব্যাপক হতো। বাটিকে বলতাম, সে ফিরিজ খুলে খাবার ভরে মাইক্রোয় গরম করে এনে হাজির হতো। খেয়ে দেয়ে আবার তাকে চালিয়ে দিতাম, সে নিজেই কলতলায় গিয়ে নিজেকে মেজেটেজে তাকে উঠে বসতো।
  • ranjan roy | 115.118.237.6 | ২৩ ডিসেম্বর ২০১১ ০৬:৩৯506794
  • পিনাকী, অরণ্য এবং শিবু,
    আমার কাছে এটা গভীর নৈতিক প্রশ্ন।
    যিনি জানেন এই অসুখ সহজে সারবে না, কিন্তু গভীর মমতায় মাথায় হাত বুলিয়ে আশ্বাস দেন-- কোন ভয় নেই, আর একটু সহ্য কর! আস্তে আস্তে ঠিক হয়ে যাবে;
    তাকে কি বলবো? ঠ্‌গ বলতে মন চায় না।কারণ তার একটাই উদ্দেশ্য , রোগীর ফাইট করার মানসিক শক্তি বাড়ানো।
    এখানে আমি মনে করি, ভদ্রলোকের উদ্দেশ্যটা দেখতে হবে। ভুল আশ্বাস দেয়ার পেছনে যদি ওনার প্রত্যক্ষ আর্থিক লাভ বা পরোক্ষ ক্ষমতা ও প্রতিপত্তি বাড়ানোটাই উদ্দেশ্য হয় তবে উনি নিশ্চয়ই প্রতারক, ভন্ড ঠগের পর্যায়ে গণ্য হবেন, নইলে নয়।
    গোর্কির "" লোয়ার ডেপথস্‌'' নাটকে লুকা চরিত্রটি দেখুন। সে সবাইকে মিথ্যে গল্পো শোনায় দু:খের অনুভূতি বা যন্ত্রণা লাঘব করতে, একধরণের প্লেসবো! যদিও মূল চরিত্র সাটিন এমন আশাবাদের বিরুদ্ধে। গোর্কি মনে করতেন যে এইধরণের ভুয়ো আশাবাদ অল্পকালীন আরাম দিলেও দীর্ঘকালীন অবসাদ ও ফ্রাস্টেশনের কারণ হয়।
    মাওবাদীদের স্বর্গরাজ্যের কল্পনাও কি এই পর্যায়ে পড়বে না? যদিও ওদের অনেকেই ওদের স্বপ্নে ও পদ্ধতিতে বিশ্বাস করে।
  • pi | 128.231.22.133 | ২৩ ডিসেম্বর ২০১১ ০৬:৪১506796
  • বাটিটা মুখের কাছে উঠে আসলে আরো ভালো হত। উফ্‌ফ, তারপর যদি চামচ গুলোও ইন্ডাকশন মেথডে চলতে শুরু করতো !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন