এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জ্যোতিষ কে কেন আমার বুজরুকি বলে মনে হয়

    aka
    অন্যান্য | ১৯ ডিসেম্বর ২০১১ | ১৫৬২০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 144.160.98.31 | ২৩ ডিসেম্বর ২০১১ ১২:০৯506831
  • আমার আরেকটি প্রেডিকশন, এবার অলমোস্ট উইথ ১০০% কনফিডেন্স :-) , যুক্তিবাদীদের কলা দেখিয়ে এবং গুপ্ত পোমো মানে আমাদের মন ভরিয়ে ঘনাদা শীগগিরি গুরু-তে একজন কাল্ট ফিগারে পরিণত হবেন।
    ২০০৯-এ তেকোনা যেমন প্রেমের বন্যায় রাজনীতির সব টই-কে ডুবিয়ে দিয়েছিল, ঘনাদাও তেমন গুপ্ত বিদ্যার গল্প/ঘটনা সমূদ্রে আমাদের অবগাহন করাবেন। গল্পের সাথে 'ঘটনা'-ও লিখলাম, বিজ্ঞানে যার ব্যাখা মেলে না এমন কিছু বস্তু যদি মেলে, সেই আশায় ;-)
  • aka | 75.76.118.96 | ২৩ ডিসেম্বর ২০১১ ১২:২৩506832
  • রঞ্জনদা, আমার কিন্তু ধনু রাশি (হয়ত নয়, কিন্তু মূল্য ধরে দেব), আর নামও আ দিয়ে শুরু। আপনাদের ওদিকে কি কারুর রিস্ট ওয়াচ হারাল?
  • pi | 72.83.83.28 | ২৩ ডিসেম্বর ২০১১ ১২:২৬506833
  • উঁহু, আমার প্রেডিকশান, বুজরুগি ধরার গপ্পোগুলো অনেক বেশি হিট হবে :)
  • aka | 75.76.118.96 | ২৩ ডিসেম্বর ২০১১ ১২:৩৩506834
  • অরণ্যদা হেবি কেলান্ত। তেকোনার সাথে ঘনাদা? বোঝো!!! এবারে লোকে কিসে আর কিসে জিগাবে।
  • Ghanada | 223.223.143.18 | ২৩ ডিসেম্বর ২০১১ ১২:৪৫506835
  • আরে আমি আদি অকৃত্রি দ্বিতীয় ঘনাদা! ঐ জি এইচ (gh) লিখে , বাকীটা লিখতে ভুলে গেছিলাম।
  • aranya | 144.160.98.31 | ২৩ ডিসেম্বর ২০১১ ১২:৪৬506836
  • আমিও বড় কেলান্ত, আর্লি নিউ ইয়ার রেজোলিউশন , নো তক্ক :-) ।

  • ppn | 202.91.136.71 | ২৩ ডিসেম্বর ২০১১ ১২:৪৮506837
  • সম্পূর্ণ অজ্ঞ এক ব্যক্তির জিজ্ঞাসা:

    বাংলা রাশির ব্যপারটা কী করে ঠিক হয়? ইংরেজি মতে যেমন জন্ম তারিখ দেখে বোঝা যায় তেমন সহজ কিছু না কি জন্ম সময় ইত্যাদি চাই?
  • aranya | 144.160.98.31 | ২৩ ডিসেম্বর ২০১১ ১২:৪৯506838
  • আরে এই যে ঘনাদা। আস্তাজ্ঞে হোক, বস্তাজ্ঞে হোক। জনতার হেবি ডিমাণ্ড, আপনার কাছে, গপ্পো/ঘটনা, ইত্যাদির জন্য।
  • rupankar sarkar | 14.99.53.47 | ২৩ ডিসেম্বর ২০১১ ১২:৫৩506839
  • ঘনাদা যখন ঢুকেছেন, তখন আমিও ঢুকি ( ওটা ঘনাদা, তাতে বিন্দুমাত্র সন্দেহ নাই)

    ঐ জলপড়া, তেলপড়ার সাথে চালপড়াও আছে, তাতে দারুণ কাজ হয়। আসলে একদল লোককে শুকনো চাল দেয়া হয়, বলা হয় জল ছাড়া গিলতে হবে। যে চোর, তার ভয়ে গলা শুকিয়ে যায়, মাসকুলার কনট্‌র্‌যাকশন হয় বোধহয়, সে জল চায়, আর ধরা পড়ে যায়।

    একটা গল্প বলি ? খুব লোভ হচ্ছে।

    আমার মা মারা যাবার কয়েক মাস আগে একজন আয়া গোছের সহায়িকা রাখতে বাধ্য হয়েছিলাম গৃহিনীর চাপে। ( সে না থাকলে মা আর কয়েক বছর বাঁচত, কিন্তু দ্যাটস অ্যানাদার স্টোরি)

    তিনি তিনতলায় থাকলেও, খাবার গরম টরম করতে দোতলায় নামতেন। একদিন হঠাৎ আমার পার্সটা উধাও হয়ে গেল। কল্যান চা খেতে এসেছিল। ধাঁ করে খানিকটা পায়েসের গোবিন্দভোগ চাল একটা সাদা কাগজে মুড়ে ওকে হাতসাফাই করলাম। করেই চেঁচিয়ে বললাম, কল্যান, তোমার সেই তান্ত্রিক বাবার কাছে একটু যাওনা ভাই। পার্সে ছ' সাতশো টাকা ছিল, কিন্তু তার চেয়েও বড় ঐ পার্স্টা আমার বড় প্রিয়, একজন প্রেজেন্ট করেছিলেঙ্ককিয়ামি নাহয় গাড়িভাড়া দিয়ে দেব। কল্যানও ট্রেন্ড মাল, বলল, নানা, গাড়িভাড়া লাগবেনা, এ আর এমনকি

    বিকেল্বেলা সেই সাদা কাগজের প্যাকেটটাতেই লাল সূতো জড়িয়ে এনে বলল, এই নিন, কাজ হয়ে গেছে। এখন লোকতো মাত্র একজন, শুধু তাকে তো চাল খেতে বলা যায়না তাই কল্যানকে ইশারয় বললাম - খাওয়ানো যাবেনা। কল্যান টপ করে বলল, হ্যাঁ রূপদা, এটা কিন্তু খাওয়ানোর নয়, শুধু বাড়িতে যে পথ দিয়ে লোক চলাচল করে, সেখানে ছড়িয়ে রাখবেন।

    বললাম, তারপর? সে বলল, তারপর আবার কি, কেউ দোষী না হলে কিস্যু হবেনা, কিন্তু যদি চোর এর ওপরে ভুলেও পা দেয়, এক বছরের মধ্যে তার ছেলে মরবে। আমি বললাম যদি ছেলে না থাকে ? (শুনেছিলাম দুটি মেয়ে) কল্যান বলল, তবে স্বামী। বড্ড ডাইরেকটেড হয়ে যাচ্ছে, কল্যানটা একেবারে ইয়ে। বললাম, আহা যদি পুরুষ হয়? কল্যান বলল, সে গুড়ে বালি। বাবা বলেছেন 'মেয়েছেলে' না হয়ে যায়না।

    পরের দিনই ছোট আলমারিটার মাথায় পার্স জ্বলজ্বল। ওটা এমন জায়গায়, যে যেতে আসতে সবার নজর প্রথম ওখানেই পড়ে। মানে পড়েছে গত তিন দিন যাব্‌ৎ।

  • Ghanada | 223.223.143.18 | ২৩ ডিসেম্বর ২০১১ ১৩:০১506841
  • আমার জীবনে মাত্র তিনটে ঘটনা ঘটেছে। একটা অন্য টইতে বলেছি।
    দ্বিতীয়টা, আমার বড় ছেলে কে নিয়ে।
    আমার বড় ছেলে রঘুনাথগঞ্জে ( মুর্শিদাবাদ) নৌকোডুবি হয়ে মারা যায়, ২২/০৪/২০০৬ এ, বেলা ২.৪৫ এ।
    ওর ছোটোবেলা থেকেই স্বভাব ছিল- বিপদে পড়লে, বাবাআআআআ! বলে চীৎকার করা।
    তো, সেই অভিশপ্ত ( আমার কাছে) ২২/০৪/২০০৬ এ, বেলা ২.৪৫ এ কোলকাতায় আমার ফ্ল্যাটে একটা চীৎকার শুনতে পাই, একদম আমার ছেলের গলায়।
    পরে, খবর টবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে, জীবিতদের কাছ থেকে শুনি, আমার ছেলে ডুবে যাবার সময় ঐ চীৎকারটা কোরেছিল।
    জানি না, এর কি ব্যাখ্যা!
    তৃতীয়টা পরে কোনো একদিন বলবো।
    ব্যস! আর কিছু নেই!
  • aranya | 144.160.98.31 | ২৩ ডিসেম্বর ২০১১ ১৩:০২506842
  • ভাল গল্প, রু-বাবু। আরও এমন গপ্পো হোক। আপনি আর ঘনাদা, দুজনই লিখুন।

    আকা, তেকোনার সাথে লেখার টপিক বা স্টাইলের মিলের কথা আমি বলছি না, জনপ্রিয়তার দিক থেকে বলছি। ঘনাদার গুলবস্তার লেখাগুলো তো পাঠকরা বেশ পছন্দ করছে। ভিমরতি টই-এর লেখাগুলো ও।
  • Ghanada | 223.223.143.18 | ২৩ ডিসেম্বর ২০১১ ১৩:০৪506843
  • সময়টা ঠিক বলার কারণ, ঐ সময়ে একটা খবর শুরু হচ্ছিল টিভিতে।
  • aranya | 144.160.98.31 | ২৩ ডিসেম্বর ২০১১ ১৩:০৯506844
  • ঘনাদা, ছেলের মৃত্যুর কথাটা আপনি অন্য টইতেও একবার মেনশন করেছিলেন বটে। কি আর বলব, এর চেয়ে শকিং , এর চেয়ে দু:খের আর কিছু বোধ হয় হয় না, সন্তান যদি কম বয়সে আগে চলে যায়। নিজের মেয়ে রয়েছে বলে বুঝতে পারি, এই শোক জাস্ট সহ্য করা যায় না।
  • aranya | 144.160.98.31 | ২৩ ডিসেম্বর ২০১১ ১৩:১২506845
  • আর ওর আর্তনাদ শোনার ঘটনাটা - আপনি শুনেছিলেন, এটা আমি বিশ্বাস করছি। ব্যাখা অফকোর্স জানি না, শেক্ষপীয়ারের সেই বিখ্যাত লাইনটা মনে পড়ল - there are more things.... ইত্যাদি।
  • aka | 75.76.118.96 | ২৩ ডিসেম্বর ২০১১ ১৩:১৫506846
  • রূপঙ্করবাবু দ্যাট শুড বি এনাফ অফ ইট। একটি লোক আপনার বাড়িতে কাজ করছিল। আপনি বিনা প্রমাণে তাকে চোর বলছেন। আমি যদি বলি আপনি আলমারির মাথায় রেখে ভুলে গিয়েছিলেন। আমি যদি বলি আপনি সেই ভুল মানতে চান না, বলে গুল্প তৈরি করছেন। আশ্চর্য্য। আপনার বাড়িতে চাকর তাই চোরও হতে হবে নাকি?
  • aranya | 144.160.98.31 | ২৩ ডিসেম্বর ২০১১ ১৩:২১506847
  • বিনা প্রমাণ - হুম। দেখি, রু বাবু কি বলেন। ওর মা মারা যাবার ব্যাপারে ঐ ভদ্রমহিলার কিছু involvement ছিল, এমন কিছু একটা বললেন না?
    তবে গল্প-ও যদি ডিফেন্ড করতে হয়, তবে একটু চাপ আছে।
  • dd | 124.247.203.12 | ২৩ ডিসেম্বর ২০১১ ১৩:২২506848
  • আকাহে,

    মায়াপাতাকে মায়াপাতা হিসেবেই নেও। এ কোনো মঞ্চ নয়। রু বাবু নিজের একটি গল্প বলছেন নেহাৎ ই আড্ডার মেজাজে। এর বেশী কিছু নয়।

    আমার গাপইপা(*) র ছবি

    (*) গায়ে পরে ইসে পাকামী
  • aka | 75.76.118.96 | ২৩ ডিসেম্বর ২০১১ ১৩:২৫506849
  • অরণ্যদা আবার একটি গুল্প আসবে। এর কোন প্রমাণ নেই, প্রমাণ হয়ও না। শুধু দাগানো হয়। কারণ আমরা কেউই সেই সময়ে গিয়ে দেখতে পারব না। কিন্তু ওপরের পোস্টে উনি যা যা বলেছেন তাতে প্রথম থেকেই ওনার সন্দেহ ছিল সেই মহিলাই চুরি করেছেন। হাউ ডিফারেন্ট ইজ দ্যাট ফ্রম রেসিস্ট কমেন্ট? হ্যাঁ?
  • aranya | 144.160.98.31 | ২৩ ডিসেম্বর ২০১১ ১৩:৩৫506850
  • আকা, calm down, please। উনি তো বলছেন না, কাজের লোকরা সবাই চোর - তা হলে রেসিস্ট কমেন্ট হোত।
    এই মহিলাকে তো তুমি চোখেও দেখ নি। রু-বাবু ওর সাথে একই বাড়ীতে বেশ কিছুদিন থেকেছেন, ওকে অবসার্ভ করেছেন, তোমার থেকে এর সম্বন্ধে রু-বাবুর অভিজ্ঞতা বেশী।
    রু-বাবুরও হয়ত জাস্ট সন্দেহ-ই আছে, উনি নিশ্চিত সেটা কোথাও লেখেন নি তো।
    তবে তুমি যদি চাও, এই টইতে এসব গল্প না লিখতে, তাহলে অন্য একটা টই-তো খোলাই যায়, আমিই খুলে দিতে পারি।
  • aranya | 144.160.98.31 | ২৩ ডিসেম্বর ২০১১ ১৩:৪৪506852
  • গুটেনাক্ট।
  • PM | 2.50.41.123 | ২৩ ডিসেম্বর ২০১১ ১৪:০৯506853
  • এই টই-টা আকাবাবু অনেক শখ করে খুলেছেন। এটাকে ছাড়ান দেন। অলৌকিক-এর জন্য আর একটা টই খোলা যাক বরং। এটা অলৌকিক আর জ্যোতিষ বিরোধী লোকেদের স্পেস হিসেবেই থাকলেই ভালো।
  • pinaki | 122.174.0.221 | ২৩ ডিসেম্বর ২০১১ ১৪:২৪506854
  • তাহলে কি খাড়াইল? জলপড়া, বাটি চালানো, চালপড়া, ঝাড়ফুঁক, বাণ মারা - এগুলো হল বুজরুকি। কারণ ওগুলো 'সব ঢপ'। (কিকরে জানা গেল জিগায়ে লজ্জা দিবেন না। অনুভব করেছি, তাই বলছি।) খালি একা স্বমহিমায় বিরাজমান আমাদের (ভারতীয় এবং ভৃগুপন্থী) জ্যোতিষ। কারণ - ১) ইহা বিজ্ঞান (মণি ভৌমিক বলেছেন), ২) ইহা আমাদের সুমহান ভারতীয় ঐতিহ্যের উত্তরাধিকার।

    মনে হচ্ছে আমার মাথা খুলছে এবারে। ঠিক লাইনে ভাবতে পারছি।

    আর কমরেড আকাজী, প্লিজ ইতনা রিঅ্যাক্ট মত কিজিয়ে। মণিমুক্তো কুড়া লিজিয়ে। ধৈর্য ধরনে সে মেওয়া মিলতা হ্যয়। ডিডিদা নে ঠিক কাঁহা। ইয়ে মায়াপাত্তা হ্যয়, উসসে জাদা ইসকো গুরুত্ব মত দিজিয়ে। :-)
  • Maganlal Meghraj | 122.177.189.106 | ২৩ ডিসেম্বর ২০১১ ১৪:২৯506855
  • জ্ঞানবাপী চিনেন? জ্ঞানবাপী? আজ রাতে উখানে চলিয়ে আসবেন মণিমুক্তা লেকর, শরবত বরবত পিবেন, আঙ্কলজীকে ভি লে আসবেন। ঘাবড়াবেন না, শরবতে ভিষ থাকবে না। :)
  • abastab | 61.95.189.252 | ২৩ ডিসেম্বর ২০১১ ১৪:৪১506856
  • রেসিস্ট নিয়ে না লিখে আর পারা যাচ্ছে না। সব চাকর থেকে একজনকে সরিয়ে রাখুন, তার পরে যারা পরে রইল তাদের গাল দিন তাহলে আর রেসিস্ট বলা যাবে না।
  • ppn | 202.91.136.71 | ২৩ ডিসেম্বর ২০১১ ১৪:৪৬506857
  • কিন্তু আমাকে কেউ বলল না বাংলা মতে নবজাতকের রাশিনির্ধারণ কী ভাবে হয়? আমি নিজের রাশি জানি না, এইজন্য লজ্জিত হব কিনা বুঝতেও পারছি না! : o
  • rupankar sarkar | 14.99.47.87 | ২৩ ডিসেম্বর ২০১১ ১৫:৪১506858
  • হ্যাঁ আমি এসেছি। akaবাবু, প্রবলেমটা কি বলুনতো ?

    ১) ঐ মহিলা তার পরও বেশ কিছুদিন আমাদের বাড়ি কজ করেছেন, আমার মায়েরর মৃত্যু পর্যন্ত।

    ২) উনি চাকর নন, আয়া ছিলেন, সোললি ফর মাই মাদার।

    ৩) উনি ছাড়াও বাড়িতে একাধিক কাজের লোক ছিল, এখনও আছে।

    ৪) যেখানে জিনিষটা পাওয়া গেল, তার পাশ দিয়ে বাড়িশুদ্ধু লোক তিনদিন ধরে হেঁটেছে এবং জায়গাটা সরাসরি চোখের সামনে।

    ৫) 'আপনি যদি বলেন, নিজেই রেখে ওনাকে চোর বলছি' ? কেন বলবেন ? কোন যুক্তিতে ?

    ৬) ওনাকে তো ঘুণাক্ষরেও কেউ চোর বলেনি, মানে আমাদের বাড়িতে। আর মহিলা নিয়ে যদি কিছু বলা হয়ে থাকে, বাড়ির আর সব কাজের লোকওতো মহিলা।

    ৬) জ্যোতিষে বিশ্বাস করি বলে বেশ কিছুদিন ধরে তালিবানাইজড হচ্ছি তা বেশ বুঝছি। "টইতে আর লিখবেননা," এই কথাটা সরাসরি বলছেননা কেন? শুনে রাখুন, টইতে না লিখেই চৌষট্টি বছর কাটিয়ে দিয়েছি। আর লিখতে বারণ করলেও জ্যোতিষে বিশ্বাস করি, করব।
  • PM | 2.50.41.123 | ২৩ ডিসেম্বর ২০১১ ১৬:০১506859
  • টই তে লিখবেননা এটা বলার অধিকার এই সাইট এর admin নিজেরাই নিজেদের দেয় নি আমরা তো কোন ছাড়।:)
  • tatin | 122.252.251.244 | ২৩ ডিসেম্বর ২০১১ ১৬:০৮506861
  • শুধু ভিকির পাক
  • tatin | 122.252.251.244 | ২৩ ডিসেম্বর ২০১১ ১৬:০৮506860
  • যাঁরা নিজের রাশি জানেননা, তাঁদের সবার চাপ
  • ppn | 204.138.240.254 | ২৩ ডিসেম্বর ২০১১ ১৬:২৭506863
  • ক্ষীসের চাপ? সেইটাই তো জানতে চাইছি। কত কিছু না জেনেই তো দিব্যি চলে যাচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন