এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • স্বামী বিবেকানন্দ-একটি নির্মোহ ব

    Biplab Pal
    অন্যান্য | ১৫ জানুয়ারি ২০১২ | ৭৫৭৮৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • তর্কচঞ্চু | 56.165.230.5 | ০৯ এপ্রিল ২০১৬ ১০:১৭516282
  • "সে হয়তো ওনার বোরখা পরা মেয়ে দেখতে ভালো লাগতো তাই যেতেন"

    এই কঞ্জেকচারটা জাস্ট টু গুড । এই টইয়ের সেরা প্রাপ্তি ।
  • PM | 59.14.153.115 | ০৯ এপ্রিল ২০১৬ ১০:২১516283
  • দে-র সাথে একমত। সে প্রসংগেই বলেছিলাম এক আধবার শুন্য রানে কোহেলী আউট হতেই পারে। তাতে কি ?
  • sch | 125.187.38.98 | ০৯ এপ্রিল ২০১৬ ১০:৪৬516284
  • ওই "ছেলেপুলে" শব্দটা শুনে আফ্রিদির কথা মনে পড়ে গেল
  • PM | 59.14.153.115 | ০৯ এপ্রিল ২০১৬ ১০:৫৪516285
  • Quora র লিন্ক টাতে খান বাহাদুরের গল্পটা নিয়ে একটা ছোটো কমেন্ট আছে। টপিকএর সাথে রিলেটেড নয় তবু--

    খান যে মুহূর্তে কনভিন্স্ড হলেন যে RK প্রফেট এর পূনর্জন্ম---সে মুহূর্ত থেকে উনি আর মুসলিম রইলেন না। ইসলামের ৫ বিশ্বাসের স্তম্ভে দুটো হলো

    ১। কোরান হলো ঈশ্বরের বানী, অপরিবর্তনীয়

    ২। মহম্মদ শেষ প্রফেট। তার পরে আর আল্লা কোনো প্রফেট পাঠাবেন না।

    ২ নং পয়েন্টটা মানেনা বলে সউদি, পাকিস্তান ইত্যাদিতে আহমেদিয়া দের মুসলিম বলে মানা হয় না। এমনকি পাসপোর্ট দেবর সময় লিখিত ভাবে নন মুসলিম বলে ডিক্লরেসন নেওয়া হয় পাকিস্তানে। আইন ও আছে আহমেদিয়া দের নন মুসলিম বলে।
  • লিং | 176.70.207.2 | ০৯ এপ্রিল ২০১৬ ১১:৫৩516286
  • কথামৃতর ডাউনলোডেবল লিংক থাকলে দেবেন তো।
  • :) | 132.177.177.108 | ০৯ এপ্রিল ২০১৬ ১২:০৪516287
  • এই তো। একে একে এত লিং পাওয়া যাচ্ছে, এইবারে ভ্যাটিক্যান, থুড়ি, রাকৃমি দিয়েই দেবে সেইন্টহুড।
  • sch | 125.187.38.98 | ০৯ এপ্রিল ২০১৬ ১২:১৯516288
  • কাকে? আপনাকে?
  • কে সি পাল | 188.20.55.18 | ০৯ এপ্রিল ২০১৬ ১২:২৫516289
  • আমাকে দিন । আমার অ্যাঙ্গেলটা নজর করুন ।
  • লিং চাই | 56.166.136.162 | ০৯ এপ্রিল ২০১৬ ১২:৩৪516290
  • 'শ্রী ম দর্শন' (১৬ খন্ড) লিংক পেলুম। এবং কন্টেন্ট যাই হোক, পরিচ্ছন্ন ফন্টের জন্য ১০ এ ৯.৫ দেব। কিন্তু কথাম্মেত কোতায়? একপিস অনলাইনে আছে। সেও বিভিন্ন পার্টে ভাঙ্গা ভাঙ্গা।
  • PM | 59.14.102.199 | ০৯ এপ্রিল ২০১৬ ১২:৪৭514915
  • আমার কাছে একটা ৪০ MB র PDF আছে কথামৃতর। ১৫০০ পাতার
  • kc | 198.71.226.215 | ০৯ এপ্রিল ২০১৬ ১২:৫৯514916
  • আমার কাছে ছোট সাইজেই কথামৃত আছে। অখন্ড। কিন্তু কোত্থেকে ডাউনলোডানো ভুলে গেছি। মেলাইডি দিলে পাঠিয়ে দিতে পারি।
  • NB | 74.233.173.177 | ০৯ এপ্রিল ২০১৬ ১৩:৪৪514920
  • হ্যাজিওগ্রাফির যে লিং দিলাম তাতে পাওয়া গেল না?
  • করঞ্জাক্ষ চাকলাদার | 203.55.36.42 | ০৯ এপ্রিল ২০১৬ ১৩:৪৪514919
  • আর বিবেকানন্দ সমগ্রে প্রথম লিঙ্কের বদলে প্রথম লিঙ্গ দেখাচ্ছে মনে হল।
  • NB | 74.233.173.185 | ০৯ এপ্রিল ২০১৬ ১৪:১৬514922
  • সেইটে আপনি সেই সাইট অ্যাডমিনকে না জানিয়ে এখানে পোস্ট করে আপনার রসবোধ না রুচী কোনটার পরিচয় দিচ্ছেন বলে মনে হল?
  • করঞ্জাক্ষ চাকলাদার | 203.55.36.42 | ০৯ এপ্রিল ২০১৬ ১৪:৩০514923
  • এর সাথে রসবোধ বা রুচির সম্পর্ক কোথায় বুঝলামনা। আমি এখান থেকে জানতে পারলাম তাই এখানে জানালাম।
  • kc | 198.71.226.215 | ০৯ এপ্রিল ২০১৬ ১৪:৩৫514924
  • যা বুঝছি, পড়াশোনা করার আগ্রহ বা ইচ্ছে থাকলে বইপত্র জোটানো টা কোনও সমস্যাই না। দুনিয়া কত এগিয়েছে, ভাবলেই মন ভালো হয়ে যায়।
  • হু | 15.199.130.188 | ০৯ এপ্রিল ২০১৬ ১৪:৫৭514926
  • হ্যাঁ, লিংক ধরে ধরে ৫২২ খানা পিডিএফ নামাও, জোড়া দিয়ে একটা পিডিএফ বানাও, তারপরে পড়তে বসো...আইটি স্যাভি bhakt রা আরেকটু ইজি করলেও তো পারে ব্যাপারটা।
  • PM | 11.187.214.241 | ০৯ এপ্রিল ২০১৬ ১৫:০৪514927
  • অমি এককালে ঐ সাইট থেকেই PDF নামিয়েছিলম। লিন্কটা এখনো আছে দেখলাম সাইটে--- কিন্তু কাজ করছে না
  • NB | 74.233.173.185 | ০৯ এপ্রিল ২০১৬ ১৫:০৮514928
  • ৭ এপ্রিল ৬।৩২ পিএম এর হ্যাজিওগ্রাফি র নিচে যে লিং ছিল সেখান থেকে পাওয়া গেল না?
    http://sudhalay.blogspot.in/2014/12/blog-post_26.html?m=1

    এখান থেকে? আইটি স্যাভি বেথেদের জন্যে তো তাইলে নতুন করে ওয়েব ডিজাইন করতে হয়।
  • NB | 74.233.173.177 | ০৯ এপ্রিল ২০১৬ ১৫:১৯514929
  • মোজিলায় ডাউনদেম অল বলে একটা অ্যাড অন আছে। কোনো একটা পেজের যাবতীয় ডাউনলোডযোগ্য ফাইল টাইপ অনুযায়ী চুজ করে ব্যাচ ডাউনলোড করা যায়।
  • সে | 198.155.168.109 | ০৯ এপ্রিল ২০১৬ ১৫:২১514930
  • রাকৃ বা বিবেকানন্দ এঁরা গে ছিলেন কিনা এই নিয়ে কোনো থিয়োরি বা রিসার্চ আছে কি? এই টইয়ের গোড়ায় বিবেকানন্দের বিবাহ ব্যাপারে বিদ্বেষ জাতীয় পোস্টগুলো পড়ে সেরকম মনে হয় না? সেইম উইথ রাকৃ। এই লাইনে রিসার্চ ডকুনেন্ট থাকলে তার লিংক চাই।
  • সে | 198.155.168.109 | ০৯ এপ্রিল ২০১৬ ১৫:৪৪514931
  • নট ওনলি রাকৃ বিবেকানন্দ, মহাবীর বা বুদ্ধের কেসও ঐরকম হতে পারে। এবং চৈতন্য। এঁদের বিয়ে দেবার পরেই সংসারত্যাগ। সন্তানলাভ হওয়া সত্ত্বেও। প্রথম থেকেই সংসারে বৈরাগ্য। বিশেষ করে কামিনীতে অনীহা। জোর করে এঁদের বিয়ে থা দেওয়া হচ্ছে কিন্তু বিয়ের পরেই এঁরা গৃহত্যাগী হচ্ছেন। একই প্যাটার্ণ প্রায়।
    বিবেকানন্দ বিয়ের নাম শুনলেই ক্ষেপে যেতেন (এই টইয়ের গোড়ার দিকে প্রয়াত অভিজিতের কিছু রেফারেন্স পশ্য)। নারীসঙ্গ ব্যাপারে ঘৃণা। এতটা কেন? এতটাইবা ঘৃণা কেন? উইমেন হেটার? কিন্তু তা তো নয়। নিজের মা কে হেট করছেন না। মা তো নারী। তারপরে সিস্টার নিবেদিতার কেসটা। প্রিয়া না হয়ে ভগিনী হও টাইপের অ্যাপ্রোচ। রাকৃ এঁকে ঈশ্বরদর্শন করালেন। এইরকম কড়া যুক্তিবাদী হাইলি এডুকেটেড বিদ্রোহীটাইপের তরুণ কী ধরণের ঈশ্বর দর্শন করেছিলেন তার কোনো বর্নণা আছে? নেই মনে হয়। বিবেকানন্দর কোনো চিঠি? জানতে চাই।ইনি তো আর নিরক্ষর নন, এঁর লেখায় পত্তরে ঈশ্বরদর্শন ব্যাপারে কিছুতো থাকা উচিৎ।
  • :ডি | 56.28.68.158 | ০৯ এপ্রিল ২০১৬ ১৬:২৬514932
  • কারণ বিবাহিতরা 'মায়াবদ্ধ জীব' । ওরা সবাই 'মুক্তজীব' হতে চেয়েছিলেন।
  • করঞ্জাক্ষ চাকলাদার | 203.55.36.42 | ০৯ এপ্রিল ২০১৬ ১৬:২৮514933
  • ঐজন্য একেবারে মিশন বানিয়ে স্টাকচারের হদ্দমুদ্দ করে ছেড়ে দিলে!
  • Ekak | 212.62.91.51 | ০৯ এপ্রিল ২০১৬ ১৯:৫৬514934
  • রামকৃষ্ণ গে ছিলেন কিনা ইত্যাদি আমাকে আকর্ষণ করেনা । অন্য কেও আলোচনা করতে চাইলে করুন ।

    আমি ওনাদের সময় এবং কার্যাবলী কে বিভিন্ন ক্যারেক্টার এর নিরিখে বোঝার চেষ্টা করছি । ক্লাস ক্যারেক্টার , জেন্ডার ক্যারেক্টার , রেস ক্যারেক্টার এই সব । ক্লাস ক্যারেক্টার নিয়ে কথা বলতে গিয়েই এতাবত কথাগুলো এসেছে । এরপর যদি কখনো সময় পাই তাহলে পুরো ভক্তি আন্দোলনের জেন্ডার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তুলব । কিন্তু সেখানেও কে গে কে লেসবিয়ান সেটা আমার কাছে বিচার্য্য নয় । যে কোনো স্পিরিচুয়াল আন্দোলন একটা অসহ্য অপর খাড়া করে । যোশুয়া যেমন খাড়া করেছিলেন বড়লোক দের । কোনভাবেই বড়লোকের মুক্তি হবেনা ইত্যাদি । রাম্ক্রিশ্নের ভক্তি আনদোলনের জেন্ডার হেট্রেদ খুব ক্লিয়ারলি অবিদ্যা রুপিনী মেয়েদের দিকে । অর্তাহ্ত যাঁরা ইস্বার্বিস্বাসী নন । ভক্তিমতি নন । অনেকেই এগুলোকে সন্যাসী ভক্তদের প্রতি নির্দেশ্মাত্র বলে চাপা দিতে চান , কেন কে জানে । রামকৃষ্ণ নিজে চাপা দেবার চেষ্টা করেন নি । আন্দোলন মানেই সে একটা হেট্রেদ বহন করবে । কথাও ক্লাস হেট্রেদ । কথাও অন্য কিছু । পরে কখনো লিখবো।
  • saikat | 126.202.215.183 | ০৯ এপ্রিল ২০১৬ ১৯:৫৯514935
  • গে ছিলেন কিনা জানা নেই, কিন্তু হোমোইরোটিক ব্যাপার-ট্যাপার ছিল রামকৃষ্ণর, সে নিয়ে তো একটা গোটা বইই আছে। https://en.wikipedia.org/wiki/Kali%27s_Child
  • Ekak | 212.62.91.51 | ০৯ এপ্রিল ২০১৬ ২০:০৮514938
  • "Name: Abhyu

    IP Address : 107.81.102.141 (*) Date:08 Apr 2016 -- 04:00 PM

    একক, তুমি ২৩ মার্চে লিখেছিলে "সন্দেহ একদম উল্টো জায়গায় । এইযে রামকৃষ্ণ মানে যত মোট ততো পথ। উনি নাকি ইসলাম -ক্রিশ্চান সব মতে আচরণ করেছিলেন ( চর্চা নয়, আচরণ , খয়াল রাখুন ) এইটা একটা বিশাল বড় ফেব্রিকেশন বলে মনে হয় ।"

    (ডিরোজিও ইত্যাদি বাদই দিলাম ওটা যে আলোচনার যোগ্য নয় সেটা তুমিও বুঝেছ আশা করি)

    আজ বলছ "অথচ যেই প্রশ্ন করা হচ্ছে কি মুসলিম বা ক্রিশ্চান ভক্তদের এরকম ... সমারোহ দেখছি না তো , ... বা রামকৃষ্ণ তমুক মাজারে গেছেন বা ফিতরা র দিনে উপস্থিত ছিলেন।"

    তো, প্রশ্ন হল, উনি ইসলাম-ক্রিশ্চান সব মতে আচরণ করলে ওনাকে মাজারে যেতে হবে কেন বা মুসলিম বা ক্রিশ্চান ভক্তদের সমারোহ দেখা যেতে হবে কেন? উনি আচরণ করেছেন নিজের জন্যে। কিন্তু উনি হিন্দু ধর্মগুরু ছিলেন। রামকৃষ্ণ মিশন হিন্দু প্রতিষ্ঠান। সুতরাং অন্য ধর্মের শিষ্য কম।
    "

    অভ্যুর প্রশ্নের উত্তর দিয়ে যাই । এর উত্তর আগের পোস্ট এও লিখেছি , তবু আলাদা করে । আমি এইখানে ধর্ম বলতে যা বুঝেছি তা আমার মিশন থেকেই প্রথম শোনা । পরে বই পড়ে :) ধারনাত ধর্ম ইত্যাহঃ , ধর্ম ধারয়ীতি প্রজা । যে ধারনাকে প্রজা ধারণ করেনি তা ধর্ম নয় । পুরো আলোচনা টাতেই এজেন্ডা বলো বা উদ্দেশ্য সেটা হলো রামকৃষ্ণ ভক্তি আন্দোলনের ক্লাস ক্যারেক্টার (সেই সময়ে দাঁড়িয়ে কি ছিল ) সেটি বোঝা । রামকৃষ্ণ হিন্দু ধর্ম সাধনা করে এবং তারপর এব্স্ত্রাক্ষণ করে সব ধর্ম এক বুঝেছিলেন এটা নিয়ে তো আমার অপতিই নেই । ফিতরা বা মাজারে যান নি , এই প্রশ্ন তা উঠছেই এইটুকু বাজিয়ে নেবার জন্যে যে ওনার এব্স্ত্রাক্ষণ থিওরি আদৌ মুসলিম জনসমাজে সম্পৃক্ত ছিল কিনা । যেমন কিনা আউলিয়া -দরবেশ দের ক্ষেত্রে অন্তত সমাজের একটা ক্লাসে ছিল । এখনো অবধি যা বুঝেছি তা হলো ছিল না । কাজেই ওই এব্স্ত্রাক্ষণ কে ধর্ম সমনবয় বলব কিকরে । যে ধারণা কে প্রজা ধারণ করেনি বা যে ধারণা প্রজাকে ধারণ করেনি ? :) উনি নিজের জন্যে গবেষণা করুন , ধারণা করুন সে নিয়ে আমার কোনো মাথাব্যথায় নেই । আমি তো ধর্মের সংজ্ঞা দিয়ে আদৌ ধর্ম সমনবয় হয়েছিল কিনা বোঝার চেষ্টা করছিলুম ।

    এইকারণেই , রামকৃষ্ণ একজন হিন্দু ধর্মগুরু যিনি বিশ্বাস করতেন অন্য ধর্মের সহাবস্থানে । থ্যাত্স অল । ধর্ম সমন্বয়ী কোনভাবেই না ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন