এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • স্বামী বিবেকানন্দ-একটি নির্মোহ ব

    Biplab Pal
    অন্যান্য | ১৫ জানুয়ারি ২০১২ | ৭৪৬১৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • করঞ্জাক্ষ চাকলাদার | 203.55.36.42 | ০৯ এপ্রিল ২০১৬ ২২:০৭514972
  • ইদানীং নাহয় মিশনের সাথে খটমট নইলে সে ভদ্রলোক কদিন আগেও মিশনেই তো ছিলেন। সকলেরই দুচারজন চেনাজানা আছে। ওখানে কি পচা খাওয়ায়?
  • সে | 198.155.168.109 | ০৯ এপ্রিল ২০১৬ ২২:০৭514971
  • আমার চেনা একটি মেয়ে কয়েকমাসের জন্য মস্কোর রাকৃমি তে গেছল। তখন সবে মস্কোয় রাকৃমি খোলা হচ্ছে; কোনো এক "মহারাজ" যাঁর নামের শেষে নন্দ (এটাই রাকৃমির রুল কিনা জানিনা) তিনি তখন ইনিশিয়াল সেটাপ করছেন। ১৯৯৫ নাগাদ। তা হয়েছে কি, ঐ মেয়েটির গোটা ফ্যামিলি রাকৃমির লোকেশ্বরানন্দ ( এই নামটা মনে আছে, কারণ আমার এক বন্ধুর নাম ছিল লোকেশ, কাজেই মনে রাখতে সুবিধা হয়েছ) দ্বারা দীক্ষিত। মেয়েটি মস্কো গিয়েই ঐ মহারাজ এর সঙ্গে যোগাযোগ করল। রোজ তাঁর অ্যাপার্টমেন্টে গিয়ে রাতের বিছানাটা পরিপাটি করে বিছিয়ে চাদর টাদর টান টান করে দিয়ে আসত। এইটে করতে তার (মেয়েটির) খুব ভালো লাগত। মহারাজের সেবা করছে টাইপ ফীলিং হতো তা সে নিজেই স্বীকার করেছে। এছাড়া দিনের বেলাও দেখা করত। খুবই ধর্মপ্রাণা ভক্তিমতী মেয়ে সে।
    একদিন প্রভাতে মহারাজ দর্শনে গিয়ে দেখে মহারাজ গজগজ করছেন, বেশ রেগে আছেন, কারণ শুধোতে জানা গেল গতরাতে মহারাজের নিদ্রা হয়নি, ব্যাঘাত হয়েছে। কী ব্যাপার? কেন এমন হলো? জানা গেল, গতরাতে তিনি সবে ঘুমোতে গেছেন, দরজায় দুমদুম ধাক্কা। অ্যাপার্টমেন্টের বাইরে এক রাশিয়ান তরুণী, স্লাইট মাতাল, হয়ত বেশ্যা, ঠিক বোঝা যাচ্ছে না। তার পেছনে তাড়া করেছে কিছু বদলোক, ধরতে পারলে ছিঁড়ে খাবে। মেয়েটির জামা কাপড় কিছুটা ছেঁড়া। সে শরণাগত। আশ্রয় চায়। সে জানে যে এখানে এক ভারতীয় সন্ন্যাসী মহারাজ থাকেন, যিনি ব্রহ্মচারী, তাই সে সে রাতের জন্য আশ্রয় চাইতে এসেছে।
    মহারাজ আশ্রয় দেবেন না, মেয়েটিও যাবে না। এই দরাদরি করতে করতেই শেষরাতে বিপদ কেটেছে বুঝতে পেরে মেয়েটি চলে যায়। মহারাজ শরণাগতকে আশ্রয় দেন নি, চাকরী হারাবার ভয়ে। মিশনে কোনোক্রমে যদি খবর চলে যায় যে মহারাজ নারীর সঙ্গে সারারাত একই অ্যাপার্টমেন্টে ছিলেন তাহলে তাঁর বিচার হবে, সন্ন্যাসিত্ব নট হতেও পারে। কিন্তু অন্য বাঙালী মেয়েটি ওঁর ফ্ল্যাটে রোজ রাত দশটা অবধি কাটিয়ে বেডরুমে পেতে পেতে চেনে চেনে বিছানা করে দিয়ে আধ্যাত্মিক শান্তিলাভ করছে, সেটা অ্যালাউড। মিশন ধরে নিচ্ছে রাত দশটার আগে নারীপুরুষের সেক্স হয় না।
  • Abhyu | 138.192.7.51 | ০৯ এপ্রিল ২০১৬ ২২:১০514974
  • মা বাবা থাকতে সাধু হতে পারবেন না একন একেবারেই নয়। আমি যতদূর জানি নরেন্দ্রপুরের সত্যদা (এখন কালচারে) ওনার মা বেঁচে থাকতেই সাধু হয়েছিলেন আর উনি একমাত্র সন্তান ছিলেন। আর জয়েন করেই তো সাধু হওয়া যায় না, বছর বারো ব্রহ্মচারী থাকতে হয়। কষ্ট সহ্য করে টিঁকে থাকতে পারলে তবে সাধু হওয়া। অনেকেই সেটা না পেরে বাড়ি ফিরে যায়। (বাবা মার কাছে, জয়েন করার সময় বেশির ভাগ লোকের মা বাবা থাকেন)
  • করঞ্জাক্ষ চাকলাদার | 203.55.36.42 | ০৯ এপ্রিল ২০১৬ ২২:১০514973
  • এই তো বিছানার পারিপাট্য ও আছে, বেশ, বেশ।
  • সে | 198.155.168.109 | ০৯ এপ্রিল ২০১৬ ২২:১১514975
  • চেনে চেনে নয় টেনে টেনে, টাইপো
  • সে | 198.155.168.109 | ০৯ এপ্রিল ২০১৬ ২২:১৪514976
  • বারো বছর অপোজিট সেক্সের সংগে সেক্স করা চলবে না। এইটাই তো লিটমাস টেস্ট। হেটারোদের পক্ষে এই পরীক্ষায় থার্ড ডিভিশানে পাশ করাও টাফ।
  • Abhyu | 138.192.7.51 | ০৯ এপ্রিল ২০১৬ ২২:১৬514977
  • স্বামী লোকেশ্বরানন্দ শরণাগতকে আশ্রয় দেন নি, চাকরী হারাবার ভয়ে এটা কিভাবে জানা গেল? লোকেশ্বরানন্দ্জীর মুখ থেকে, না ঐ রাশিয়ান ভদ্রমহিলার মুখ থেকে না বিশ্বস্ত সূত্রে?
  • Abhyu | 138.192.7.51 | ০৯ এপ্রিল ২০১৬ ২২:১৮514978
  • শুধু বারো বছর নয়, সারা জীবন হোমো হেটেরো কোনো রকম সেক্স করা চলবে না - এটাই নিয়ম।
  • kc | 198.71.226.215 | ০৯ এপ্রিল ২০১৬ ২২:২০514979
  • লোকেশ্বরানন্দজির কাছে দীক্ষিত। গল্পটা লোকেশ্বরানন্দজিকে নিয়ে নয়।
  • Abhyu | 138.192.7.51 | ০৯ এপ্রিল ২০১৬ ২২:২১514981
  • সে | 198.155.168.109 | ০৯ এপ্রিল ২০১৬ ২২:২৬514982
  • অর্থাৎ উঁচুপদে উঠতে হলে, সন্ন্যাসী হতে হলে চুন চুন কে বাছাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া। সেই লবিতে যাতে মেম্বাররা ফুল প্রুফ থাকে।
    বাইদ্যওয়ে এইসব মহারাজেরা বেশ ভালো ডায়েট মেনটেইন করতেন। ননভেজ। মাছ মাংস ডিম, ভালো চালের ভাত।
    তবে হায়ারার্খিতে লোগ্রেড সাধুদের ডায়েট ব্যাপারে আমি কিছুই জানি না।
    সিল্কের পোশাক পরা সাধুও আছে, গোলপার্কেই ছিলেন।
    বদমেজাজী, এম্প্লয়ীদের গালে চড় মারা, এরকম ও নাকি করেছেন লোকেশবাবু, ঐ মেয়েটি দেখেছে কোলকাতায়। সে নিজে তখন গোলপার্কে চাকরি করত। যাকে চড় মারা হয়েছিল, সে পরে অস্বীকার করে যে চড় খেয়েছে। সে বলেছিল, না না, মারবার জন্যে উনি হাত তুলেছিলেন, গালে মারেন নি চড়টা।

    এর নাম জব ইনসিকিওরিটি। লোকেশবাবুর এমনি দাপট ছিল। ভক্তরা ওঁকে ঘিরে তোয়াজ করত, আপনি আমাদের স্বামীজী, আপনি আমাদের বিবেকানন্দ, উনি সেসব চুপচাপ শুনতেন, কখনো বাধা দেন নি। প্রচুর পাওয়ার ছিল হাতে। ভাল করবার বা ক্ষতি করে দেবার।
  • সে | 198.155.168.109 | ০৯ এপ্রিল ২০১৬ ২২:২৭514983
  • মস্কোর মহারাজের অন্য নাম। মুখে কথা বসাচ্ছো কেন?
  • করঞ্জাক্ষ চাকলাদার | 203.55.36.42 | ০৯ এপ্রিল ২০১৬ ২২:২৮514984
  • না না মা বাবা বেঁচে থাকতে আমি সাধু হতে চাইনে। পরে কোন রাস্তা বের করতে হবে। অভেদানন্দের জায়গায় খোঁজ নিতে হবে।
  • Abhyu | 138.192.7.51 | ০৯ এপ্রিল ২০১৬ ২২:৩১514985
  • তো, মিশনকে গাল দেওয়ার আরো টই আছে - তবে এটাও একটা ইম্পর্ট্যান্ট টই
  • Abhyu | 138.192.7.51 | ০৯ এপ্রিল ২০১৬ ২২:৩৫514986
  • সে @10:27 PM
    ভুল হয়েছিল। সেটা 10:21 PM পোস্টেও স্বীকার করেছিলাম।
    সরি।
  • kc | 198.71.226.215 | ০৯ এপ্রিল ২০১৬ ২২:৩৬514987
  • মিশনতো রঙ্গনাথানন্দজিকেও সেন্সর করেছিল, লোকেশ্বরানন্দজিকেও করেছিল। তাতে কি হল? হোয়াট ইস দ্য পয়েন্ট?
  • সে | 198.155.168.109 | ০৯ এপ্রিল ২০১৬ ২২:৪৫514988
  • সবরকম আলোচনাই তো হচ্ছে। টইয়ের নামই তো নির্মোহ ব। তাহলে ক্রিটিসিজম করতে বাধা কোথায়?
    মিশন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান কিনা জানিনা কিন্তু হায়ারার্খকাল স্ট্রাকচারে পাওয়ার গেম রয়েছে তার উদাহরণ আছে। ভক্তকুল মহারাজের স্তুতি করে যাচ্ছে, তাদের মধ্যে সবাই কিন্তু শুধু ভক্তিরসেই আপ্লুত নয়। কারো হয়ত কোনো রেকমেন্ডেশান চাই, একটা চিঠি পেলে সেই চিঠি দেখিয়ে অন্য কোথাও সুবিধে মিলবে।
    সবই শোনা কথা। নিজের চোখে তো দেখিনি। যারা দেখেছে তারা বলেছে।
  • kc | 198.71.226.215 | ০৯ এপ্রিল ২০১৬ ২২:৪৯514989
  • হায়ার্কিতে পাওয়ার গেমতো থাকবেই। স্বাভাবিকই। তাতে কী হল?
  • Abhyu | 138.192.7.51 | ০৯ এপ্রিল ২০১৬ ২২:৫১514990
  • অবিশ্বাস করছি না, হওয়াই সম্ভব, তবে ঐ স্বামী শরণাগতকে আশ্রয় দেন নি, চাকরী হারাবার ভয়ে এটা কিভাবে জানা গেল? ঐ সন্ন্যাসীর মুখ থেকে, না ঐ রাশিয়ান ভদ্রমহিলার মুখ থেকে না বিশ্বস্ত সূত্রে?

    (মানে আমিও লোকেশ্বরানন্দজীর প্রতিষ্ঠিত একটি আশ্রমের এক সাধুকে নিয়েও ঐ লাইনেরই কিছু গল্প শুনেছি তো, তাই আর কি)
  • সে | 198.155.168.109 | ০৯ এপ্রিল ২০১৬ ২৩:০৪514993
  • হোমো ও হেটারো দুরকমের সেক্সই যদি নিষিদ্ধ হয় ব্রহ্মচারী হতে গেলে, তাহলে মেয়েদের জন্য আলাদা সারদা মিশন কেন? এটা তো ঘি আগুন ব্যাপার নয়। সাধন/ সাধনা করেই যদি সেক্স কে জয় করা হচ্ছে তাহলে মহিলাদের আলাদা করে রাখার যৌক্তিকতা কোথায়?
    ক্যাথলিক চার্চ, বৌদ্ধধর্ম, জৈন শ্রমন, ইঃ সবক্ষেত্রেই তো একই ব্যাপার দেখা যায়। ক্যাথলিক চার্চে হোমোসেক্সুয়ালিটি ব্যাপারটা অনেকক্ষেত্রেই জানা গেছে।
    আমার এক প্রাক্তন কোলীগ ক্যাথলিক চার্চের ফাদার ছিল। খুব গরীব পরিবারের ছেলে। খাবার দাবার ভালো লেখাপড়া পরিবারকে সাহায্য করা এইসব কারণে সে সন্ন্যাসী হয়ে যায়। তার নিজের মুখেই শোনা। ব্রাদার থাকা অবস্থায় একটি সুন্দরী মেয়ের প্রেমে পড়ে। চেন্নাইয়ে। মেয়েটি তাকে বিয়ে করতে চায়। ছেলেটি পারে না। তার তখনো রিসার্চ, পড়াশুনো বাকী। চার্চ খরচ দিচ্ছে। তারপরে ছেলেটি রোমে যায়। অনেক চ্যানেল করতে হয় ফরেম ট্রিপের জন্য। সেখান থেকে সুইটজারল্যান্ড। পিএইচডি কম্প্লিট। ফাদার হয়ে গেছে। পার্ট চাইম চাকরি করছে। সাইকোলজিস্টের চাকরি খুঁজছে, ছেলেটি। আমার চেয়ে বড়ো। তখন তার বয়স ছিলো চল্লিশ। একটি রোমানিয়ান মেয়ের সঙ্গে থাকত। বান্ধবী। এবার ঠিক করে মেয়েটিকে বিয়ে করবে। ভাটিকানে চিঠি লেখে। অনেক ঝামেলা হয়, কিন্তু ছেলেটা ফাইনালি ছাড়া পায়। বান্ধবী তখন প্রেগন্যান্ট। নোয়েল বলে, এতদিনে নিজের সন্তানের ফাদার হচ্ছি। সে অনেক কিছু বলেছিল। প্রিস্ট হতে গেলে হেটারোদের জন্য বড্ড কঠিন জীবন।
  • Arpan | 233.227.113.57 | ০৯ এপ্রিল ২০১৬ ২৩:০৪514992
  • (বলেছিলাম কিনা আইটি হল মন্দিরের ঘন্টা, আসা যাওয়ার পথে লোকে একবার বাজিয়ে যাবেই)
  • Abhyu | 138.192.7.51 | ০৯ এপ্রিল ২০১৬ ২৩:১০514994
  • সব কিছু ত্যাগ করে সন্ন্যাসী হতে হয়। চাকরিও করব, বাচ্চাও হবে, সংসার হবে আর সেই সঙ্গে সন্ন্যাসীও হব, এটা তো হয় না। কঠিন জীবন তো বটেই।
  • সে | 198.155.168.109 | ০৯ এপ্রিল ২০১৬ ২৩:১৬514995
  • আমি ঘটনাস্থলে ছিলাম না। যে মেয়েটি বিছানা করে দিত সে আমায় পুরো ঘটনাটা বলেছিল কোলকাতায় বসে। লেখাটা পড়ে বোঝা যাচ্ছে না?
    মেয়েটি অবশ্য এটার মধ্যে কোনো অস্বাভাবিক কিছু পায় নি। আমি পেয়েছি। তর্ক করেছি। জানতে চেয়েছি কোনটা বড়ো? শরণাগতকে আশ্রয় দেয়া, না শরণাগত স্ত্রীলোক কি না সেটা দ্যাখা? উত্তরে সেই মেয়েটি বলে, মিশন সবার আগে দেখবে ব্রহ্মচর্য। একজন সন্ন্যাসীর কাছে সেটা সবার আগে। তারপরে তার অন্যান্য সমাজধর্ম। এটুকু শুনেই আমার নিজের যুক্তিতে মানবধর্মে জিনিসটা অ্যাকসেপ্ট করতে পারিনি। রাত দশটার পর থেকে ভোর হওয়া অবধি সময়টুকু সন্ন্যাসীর সেল্ফ কন্ট্রোলের ওপরে মিশন বিশ্বাস করবে না কেন? সন্ন্যাসী নিজেও যথেষ্ট শিক্ষিত মানুষ। অথচ এই নিয়ম তিনি মেনে নিচ্ছেন, পাল্টা প্রশ্ন করছেন না, বা প্রশ্ন করবার অধিকার নেই।
    আমিতো বারবার বলছি যে, যিনি সন্ন্যাসী, ত্যাগী, তাঁর সেল্ফ কন্ট্রোলের ওপরে মিশনের আস্থা নেই কেন?
    যদি আস্থা না থাকে, তবে শুধু হেটারোসেক্সের ক্ষেত্রেই তা বলবৎ কেন?
  • করঞ্জাক্ষ চাকলাদার | 203.55.36.42 | ০৯ এপ্রিল ২০১৬ ২৩:১৮514996
  • সন্ন্যাসী সংসার ত্যাগ করেছেন, মিশন নয়।
  • Abhyu | 138.192.7.51 | ০৯ এপ্রিল ২০১৬ ২৩:২০514997
  • জিজ্ঞাসা এই জন্যেই লোকেশ্বরানন্দজীর প্রতিষ্ঠিত একটি আশ্রমের এক সাধুকে নিয়েও ঐ রকম গল্প লোকে বানায়, স্রেফ বদনাম করার জন্যে। যাক ধরে নিলাম সের গল্পটা সত্যি। মিশনের আইন কেন এতো কড়া? কড়া আইন দরকার বড় ইন্সটিটিউশন ধরে রাখার জন্যে। তাতে ভালো মন্দ দুটো দিকই আছে। শুধু একটা দিক নেওয়া সম্ভব নয়।
  • সে | 198.155.168.109 | ০৯ এপ্রিল ২০১৬ ২৩:২৩514998
  • সন্ন্যাসীরা চাকরি করেন না কে বলল? ইস্কুলে কলেজে পড়াচ্ছেন। মাইনে কীরকম পান জানি না।
    আমার বন্ধু নোয়েল তো ওষুধের কোম্পানীতে চাকরি করত। পার্ট টাইম। হাজার চারেক নির্ঘাৎ পেত কম করেও মাস গেলে। সে তখনো ফাদার। কথা চলছে ফাদারহুড ছেড়ে দেবে কিনা।
    কার্সিয়াং এর স্কুল টিচার ফাদার ডেভিডকে চিনি। ক্যাশ টাকা নিয়ে আসতেন কোলকাতায়, সেন্ট জেভিয়ার্সে উঠতেন। সেকেন্ড হ্যান্ড মোটোরগাড়ী কিনে ড্রাইভ করে কার্সিয়াং চলে গেলেন। ব্লুবুক ওঁর নামেই হল।
  • সে | 198.155.168.109 | ০৯ এপ্রিল ২০১৬ ২৩:২৬514999
  • প্রোটেস্ট্যান্ট চার্চের প্রীস্টরা বিবাহ করতে পারেন। ঘর সংসার করেন। ওদের মধ্যে সংসারত্যাগের ব্যাপারটা আছে কিনা ঠিক জানিনা।
  • Abhyu | 138.192.7.51 | ০৯ এপ্রিল ২০১৬ ২৩:২৭515000
  • এই রে - আমি সন্ন্যাসী বলতে হিন্দু সন্ন্যাসী বুঝিয়েছি।
    আর তেমন বিরক্ত হলে কেউ কেউ মিশনও ত্যাগ করেন :)
  • PM | 233.223.155.251 | ০৯ এপ্রিল ২০১৬ ২৩:৩৯515001
  • সে, আপনার প্রশ্নটা অযৌক্তিক নয়। মিশনের সব সন্ন্যাসী একই রকম ভালো বা খারাপ নন। আমি একবার আমাদের স্পিরিচুআল হেরিটেজ ক্লাসে অত্মপ্রিয়ানন্দ ( এখন বিকেকানন্দ ইউনি র VC) কে জিগিয়েছিলাম। উদাহরন দিয়ে। উনি বলেছিলেন-- দেখো মিশনে যারা সন্ন্যাসী হয় তারা তো স্বর্গ থেকে তো আসে না। লোকে যদিও তাই ভাবে। আসলে তারা তোমার আমার পশের বড়িতেই বড় হয়েছে। স্বাভাবিক পরিবেশ থেকে যা -Ve আসার কথা সবই এসেছে তাদের মধ্যে--- তারই মধ্যে ্চেক হলো-

    i) যখন সব কিছু ছেড়ে সন্ন্যাসী হতে চাইছে তাহলে একটা লেভেল এর কমিটমেন্ট আছে।
    ii) অনেকেই প্রেমে ঝাড় খেয়ে বা অন্য কোনো সাময়িক ধাক্কায় তাৎক্ষনিক সিদ্ধন্ত নেয় । তাদের জন্য ১২ বছরের কৃচ্ছ সাধন। ঐ সময় Kঅমন টয়্লেট-ও নিজে হতে পালা করে পরিস্কার করতে হয়। বেশীর ভাগ ট্রেনী , যাদের ফোকাস আর কমিটমেন্ট স্ট্রং নয় তারা এই ১২ বছরের বিভিন্ন স্টেজে কেটে যায়। নেউ নিজে, কেউ ফোর্স ফুলি।
    iii) শেষে যারা পড়ে থাকে, ধরে নেওয়া হয় তারা যোগ্য

    iv) তার পরেও সমস্যা হয় না তা নয়। কিন্তু এতোগুলো স্টেজ পেড়োনোর পড়ে খারাপ হবার প্রব্যাবিলিটি বাইরের থেকে অনেক কম--এইটুকুই

    আত্মপ্রিয়ানন্দ নিজে ক্যালিফোর্নিয়া র DSc, আমাদের হস্টেল সুপার বিশ্বদেব মহারজ IIT-KGP, আনন্দ মহারাজ প্রেসি থেকে ইকো, তাছাড়াও অজস্র ব্রহ্মচারী দেখেছি যাদের তুলনা নেই।

    অন্য দিকে এরকম-ও দেখেছি--আর কিছু হবার নয় তাই সন্ন্যাসী। এমন সন্ন্যসী-ও দেখেছি, ঐ সময় মারুতি জিপসী ছাড়া একপা নড়তেন না , 555 ছাড়া সিগারেট খেতো না ঃ)
  • সে | 198.155.168.109 | ০৯ এপ্রিল ২০১৬ ২৩:৪৩515003
  • শুধু হিন্দু সন্ন্যাসী কেন? সব সন্ন্যাসীদের ক্ষেত্রেই তো দেখছি হেটারোসেক্স নট অ্যালাওড।
    শুধু তাইই নয়, বিকৃত মানসিকতার পিডোফাইলরাও থাকে। ক্যাথলিক চার্চের যুগ যুগের ইতিহাসে এই কলঙ্কময় ব্যাপার ঘটে চলেছে।
    ( এর সঙ্গে হোমো বা হেটারোসেক্সের কোনো সম্বন্ধ নেই, প্রথমেই ডিসক্লেইমার, যাতে পরে এরকম কথা না বলা হয় যে আমি হোমোসেক্সুয়ালদের পিডোফাইল বলেছি। একবারও বলিনি। কারণ এদুটো আলাদা জিনিস)।
    ক্যাথলিক সন্ন্যাসীরা এইরকম দুষ্কর্ম করে বহু শিশুর ক্ষতি করেছে। তাদের বিচারও হয় না। বজ্র আঁটুনি ফস্কা গেরো।
    রাকৃর ব্যাপারে এরকম কিছু শুনিনি। তবে যেকথা আগেও বলেছি আবারো বলছি, ব্রহ্মচর্যের নামে ফাঁক গলে হোমোসেক্সের ওপরে নিষেধাজ্ঞা নেই।
    সারদা মিশন স্কুলের হোস্টেলে থেকে পড়াশুনো করেছে এক বন্ধু, সম্ভবর রিষড়ায়, বা অন্য কোথাও হুগলী জেলায়, সেখানেও অনুরূপ ব্যাপার। সবটাই শোনা। সত্যাসত্য জানিনা। সবকিছুই গুজব বলে উড়িয়ে দিতে আমার আপত্তি আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন