এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • স্বামী বিবেকানন্দ-একটি নির্মোহ ব

    Biplab Pal
    অন্যান্য | ১৫ জানুয়ারি ২০১২ | ৭৪৬০০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PM | 233.223.155.251 | ০৯ এপ্রিল ২০১৬ ২৩:৫৬515004
  • Name: সে

    IP Address : 198.155.168.109 (*) Date:09 Apr 2016 -- 11:16 PM
    "সন্ন্যাসীর সেল্ফ কন্ট্রোলের ওপরে মিশন বিশ্বাস করবে না কেন? সন্ন্যাসী নিজেও যথেষ্ট শিক্ষিত মানুষ। অথচ এই নিয়ম তিনি মেনে নিচ্ছেন, পাল্টা প্রশ্ন করছেন না, বা প্রশ্ন করবার অধিকার নেই।
    আমিতো বারবার বলছি যে, যিনি সন্ন্যাসী, ত্যাগী, তাঁর সেল্ফ কন্ট্রোলের ওপরে মিশনের আস্থা নেই কেন?"

    সে- কে তৃষাগ্নি সিনেমাটা দেখতে রেকমেন্ড করবো। আপনার করা প্রশ্ন্টা খুব ভালো ভাবে ডীল করা হয়েছে মুভী টাতে। শরদিন্দুর মূল গল্পটাও পড়তে পারেন। সিচুয়েসনটা ঠিক আপনি যা বল্লেন তাই। এক্টি মেয়ে মরু ঝড়ের মধ্যে বৌদ্ধ মন্দিয়ে আশ্রয় চাইছে-----তারপর কি হোলো ?
  • সে | 198.155.168.109 | ১০ এপ্রিল ২০১৬ ০০:০০515005
  • আরেকটা জিনিস মাথায় এলো। রাকৃ মরে যাবার পরেও বিধবা শ্রীমা শাঁখা সিঁদুর লালপাড় শাড়ি পরতেন, আমিষ খেতেন। তারপরে রাকৃর নাম করে এতবড় একটা ব্যবসা গড়ে উঠল, গাদা স্বামী মহারাজে ভরে গেল। এঁয়ারা ভক্ত দীক্ষিতদের শ্রীমার পথ অবলম্বন করতে বলেন না কেন? বিধবারা শাঁখা সিঁদুর পরুক মাছ মাংস খাক লাল শাড়ী পরুক- এসব শেখাতে পারেনা দীক্ষা দেবার সময়?
  • সে | 198.155.168.109 | ১০ এপ্রিল ২০১৬ ০০:২১515006
  • এখানে একটা মেয়ে থাকে। বছর আঠাশ বয়স। তার বাবাও ক্যাথলিক প্রীস্ট ছিলো। গ্রামের মধ্যবিত্ত পরিবারের লোক। আরো ভাইবোন ছিল। ছোটো গ্রাম ছোটো কমিউনিটি। প্রীস্ট হলে তার ফ্যামিলি সুবিধে সম্মান পাবে এই লোভে পড়ে সে প্রীস্ট হলো। ফাদার। এদিকে গোপনে গার্লফ্রেন্ড সেক্স ইত্যাদি চলছে। একদিন গার্লফ্রেন্ড প্রেগন্যান্ট হয়ে এসে বলল বিয়ে করতে। লোকটা বিপদে পড়ল। ধর্ম মেনে সেক্স করেছে কন্ডোম ছাড়া। গার্লফ্রেন্ডকে অ্যাবর্শান করতে বলতেও পারে না, সবকিছুই ধর্মের বিরুদ্ধে যাবে। এদিকে গার্লফ্রেণ্ড ভয় দেখাচ্ছে যে সব ফাঁস করে দেবে। বাধ্য হয়ে প্রীস্টহুড ছেড়ে মেয়েটিকে বিয়ে করল। পরপর আরো দুটি সন্তান হলো। তিনটি সন্তানের পিতা হয়েও সংসারটা টিঁকলো না। চার্চের নিয়ম বহির্ভূত আরেকটা কাজ করতে হলো। ডিভোর্স। এখন আরেকটা চার্চবিরোধী কাজ করেন। অ্যাডালটারি। অথচ ইনিই জীবন শুরু করেছিলেন ব্রহ্মচারী হবেন বলে।
  • sm | 53.251.91.253 | ১০ এপ্রিল ২০১৬ ০০:২৪515007
  • রাকৃর নাম করে এতবড় একটা ব্যবসা গড়ে উঠল, গাদা স্বামী মহারাজে ভরে গেল। এঁয়ারা ভক্ত দীক্ষিতদের শ্রীমার পথ অবলম্বন করতে বলেন না কেন? বিধবারা শাঁখা সিঁদুর পরুক মাছ মাংস খাক লাল শাড়ী পরুক- এসব শেখাতে পারেনা দীক্ষা দেবার সময়?
    ---------
    সে, আপনি যেমনটি বলবেন; তেমনটি করতে তো মিশন বাধ্য নয়।মিশন তো অনুদানে চলে। কাউকে তো বাধ্য করা হয়না; ডোনেট করতে। মানুষ নিশ্চয় মিশনের কাজে সন্তুষ্ট;তাই দান করে।আমি মিশন কে তার সেবা মূলক কাজের মাধ্যমে জাজ করি।ঠিক যেমন মিশনারী অফ চ্যারিটি কে করি।ওদের মত সেবা করতে কাউকে দেখিনি।এখন মিশনারির সন্যাসিনিরা ভেতরে কি করে তা জানতে চাইব কেন?
  • সে | 198.155.168.109 | ১০ এপ্রিল ২০১৬ ০০:২৬515008
  • জানতে চাইব না ই বা কেন?
  • সে | 198.155.168.109 | ১০ এপ্রিল ২০১৬ ০০:২৮515009
  • যুক্তি না থাকলে অবশ্য নানা কটু মন্তব্য আসতে থকবে। ব্যক্তিগত আক্রমন। সেগুলো ইগনোর করছি।
  • sm | 53.251.91.253 | ১০ এপ্রিল ২০১৬ ০০:৩২515010
  • আর ব্রম্হচর্য্য নিয়ে এত উতলা কেন? উতলা হবার কথা যারা এটা নিয়ে চর্চা করছে তাদের।আপনি সাধারণ লোক; আপনার কাছে কে তার সেক্স আইদেন্তিটি লোকাতে গেল বা কারো পদস্খলন হলো কিনা; তাতে কি এসে যায় ?আউট সাই ডার হিসেবে, সন্যাসী সেক্স লাইফ নিয়ে, আমার আগ্রহ হবার কি আছে? তিনি যাতে খুশি থাকেন, থাকুন না ; তাঁর কাজ ই তাঁর পরিচয়।
  • Bhagidaar | 34.49.119.28 | ১০ এপ্রিল ২০১৬ ০০:৩৩515011
  • দ্যাট ইজ ইন ইয়োর হেড
  • Abhyu | 107.81.102.141 | ১০ এপ্রিল ২০১৬ ০০:৩৮515014
  • ভাগী, তোমার 12:33এর কমেন্টটা " তাঁর কাজ ই তাঁর পরিচয়"-এর উত্তরে?
  • sm | 53.251.91.253 | ১০ এপ্রিল ২০১৬ ০০:৩৮515012
  • না না জানতে চাইবেন কেন? সত্যি বলছি; বুঝতে পারছিনা। এতো কারো প্রিভেসি তে হস্তক্ষেপ।
    যদি কেউ কোনো অন্যায় কাজ করে থাকেন; তাহলে আইন মাফিক শাস্তি যোগ্য।
    মানুষ তাঁর ব্যক্তি স্বাধীনতা টুকু এনজয় করতে পারবে না?
    আর এই যে মিশনারী বা অনুরূপ সংস্থায় শত সহস্র সন্যাসী বা সন্যাসিনী দেখি তাঁরা কি সবাই বা লার্জ প্রপর্শনে এল জি বি টি ? যদি না হয়; তাহলে মাইনরিটি কি করছে; গুরুত্ব দেব কেন?
  • সে | 198.155.168.109 | ১০ এপ্রিল ২০১৬ ০০:৪১515015
  • কাজই পরিচয় তো নিশ্চয়। সেটা নিয়ে তো কথা হতেই পারে। কিন্তু কাজের পথেও ব্রহ্মচর্য বাধা দেয়। সেটাই।
  • sm | 53.251.91.253 | ১০ এপ্রিল ২০১৬ ০০:৪৭515016
  • বাঁধা দিতেই পারে ।সো হআট ? ব্রমহ চর্য্য একটা পরীক্ষা। যার অনেক ধাপ আছে। কেউ ফেল করতেই পারে।
  • bhagidaar | 34.49.119.28 | ১০ এপ্রিল ২০১৬ ০০:৪৮515017
  • অভ্যু, না! ;)
  • NB | 127.194.202.234 | ১০ এপ্রিল ২০১৬ ০০:৪৯515018
  • আমি এই টই থেকে অবসর নিলাম। কারণ, অলরেডি দুবার হয়ে গেছে।
    ১) Date:09 Apr 2016 -- 08:18 PM -- রাকৃ বা বিবেকানন্দ গে ছিলেন কিনা সেটা এই নির্মোহ ব এ আনইম্পর্ট্যান্ট কেন হবে। ..... তা বলে গে কি বাইসেক্সুয়াল ছিলেন কিনা সেই আলোচনাই বা বাদ দেয়া হবে কেন? .... আলোচনা ঢেকে দিতে চাইলেই বরং মনে হবে আমরা মুখে যতটা আধুনিক কাজের ব্যালায় তার উল্টো।

    ২) Date:09 Apr 2016 -- 10:45 PM -- সবরকম আলোচনাই তো হচ্ছে। টইয়ের নামই তো নির্মোহ ব। তাহলে ক্রিটিসিজম করতে বাধা কোথায়?

    যদিও কোথাও কেউ এখনো আনইমপর্টেন্ট বলে নি বা বাদ দিতে বলে নি বা আলোচনা ঢেকে দিতে চায়নি বা ক্রিটিসিজম করতে বাধা দেয় নি। এর পরের স্টেপগুলোও জানা। আর তারপরে অন্য কোথাও অন্য কোনোখানে কিভাবে গুরুচন্ডালির শিক্ষিত বড়লোক তথাকথিত লিবেরালরা উনার বক্তব্য থামিয়ে দিয়েছেন, উনাকে বলতে দেন নি, দলবেঁধে আক্রমণ করেছেন - এই লুপ থেকে নিজেকে দূরে রাখতেই চাই।

    তাছাড়া, ছোটোবেলা থেকেই রাকৃ - বিবে সব হোমো ছিল, মিশনের মহারাজেরা সব হোমো - এই শুনে আর আলোচনা করেই বড় হয়েছি। তাই এর থেকে নতুন কিছুই আর শেখার নেই। ১৮৮০ সালে রামচন্দ্র দত্তের বইতে লেখা রাকৃ ও মাথুরের মধ্যেকার সম্পর্ক নিয়ে ইঙ্গিত থেকে ইদানীং কৃপালের হোমোইরোটিক, ১৩৬ বছর বয়স হল এই আলোচনার।

    টেক্সট বা রেফারেন্স বাদ দিয়ে স্রেফ ব্যক্তিগত অভিজ্ঞতানির্ভর অপ্রমাণসম্ভব গল্পগুচ্ছে বা তার ব্যক্তিমাত্রিক ইন্টারপ্রিটেশনেও উৎসাহ নেই - যার লেভেল শৈশবস্মৃতির গল্পধারণা মনে রাখা "রামকৃষ্ণ নাকি পরপর কয়েকদিন একটার পর একটা ধর্ম গ্রহন করেছিলেন, একদিন খ্রীষ্টান ধর্ম নিলেন, পরেরদিন ইসলাম, তারপরেরদিন হয়ত আরেকটা। এইরকম করে করে শেষে আবার হিন্দু হলেন।" থেকে "মিশন ধরে নিচ্ছে রাত দশটার আগে নারীপুরুষের সেক্স হয় না।" --- অবধি বিস্তৃত।

    এককের জ্বালায় কিছু বই পড়া হল, যেগুলো, নতুবা, রেফারেন্স হিসেবে যেমন কেনা হয়েছিল তেমনি থেকেই যেত বইয়ের তাকে। অভ্যু বলল বলেই জানা লীলাপ্রসঙ্গে ইসলামসাধন বা ক্রীশ্চানসাধন সম্পর্কে আদৌ কিছু লেখা রয়েছে। সেই তালে লীলামৃত ও খুঁজে পড়া হল। রাকৃপুঁথির কথা জানতামই না, কেশীর কথায় জানা হল, পড়া হল। বাদবাকি যা পড়াশোনা সবই এই ক'দিনে।

    সকলকে ধন্যবাদ।
  • সে | 198.155.168.109 | ১০ এপ্রিল ২০১৬ ০০:৫১515020
  • যাইহোক, যুক্তির অভাব থাকলে জিনিসটা নিয়ে আলোচনা ব্যক্তি আক্রমনে চলে যাবে।
    প্রশ্ন করবার অধিকার প্রত্যেকের আছে। একটা ক্লোজড অর্গ্যানাইজেশন হলেই তারা তাদের বাউন্ডারীর মধ্যে যে নিয়মাবলী রেখেছে তা নিয়ে আউটসাইডার কোনো আলোচনা করতে পারবে না, এটা আমি মনে করি না।
    বেআইনী কিছু করছে, তাও একবারো বলিনি। হোমোসেক্স বা হেটারোসেক্স কোনোটাকেই বেআইনী বলিনি, বলবার প্রশ্নই ওঠে না।
    যেটা বলেছি সেটা হচ্ছে যে ব্রহ্মচর্যের যে প্যারামিটার স্থির করা আছে সেখানে প্রশ্ন উঠেছে। আমি এদের ভক্ত নই, এদের ইন্টিটিউশানে সাবস্ক্রাইব ও করি না। তাই বলে প্রশ্ন করা থেকে বিরত থাকব কেন?
  • sm | 53.251.91.253 | ১০ এপ্রিল ২০১৬ ০০:৫১515019
  • এতক্ষণ তো কয়েকটা ঘটনায় পার্টিকুলার কোনো কোনো ব্যক্তির পদস্খলন নিয়ে আলোচনা হলো। তা, এনারা তাঁদের প্রাইভেট লাইফ এর প্রাইভেসি মেন্টেন করার যোগ্য তো, নাকি? উন্নত দেশ তো এসব নিয়েই সরব।
  • সে | 198.155.168.109 | ১০ এপ্রিল ২০১৬ ০০:৫৫515021
  • এখন আর লিখছি না। আপনারা আলোচনা করুন।
  • NB | 127.194.202.234 | ১০ এপ্রিল ২০১৬ ০০:৫৭515022
  • যথারীতি পরের স্টেপঃ
    ৩) Date:10 Apr 2016 -- 12:28 AM -- যুক্তি না থাকলে অবশ্য নানা কটু মন্তব্য আসতে থকবে। ব্যক্তিগত আক্রমন।

    ৪) Date:10 Apr 2016 -- 12:51 AM -- যাইহোক, যুক্তির অভাব থাকলে জিনিসটা নিয়ে আলোচনা ব্যক্তি আক্রমনে চলে যাবে।

    গুড নাইট। :)
  • sm | 53.251.91.253 | ১০ এপ্রিল ২০১৬ ০১:০০515023
  • আহ হা! প্রাইভেসি বলে একটা জিনিস আছে তো? আমি তো বুঝছিনা ব্রম্হ চর্য্য কে এত গুরুত্ব দেওয়া হচ্ছে কেন? যদি অন্যায় না করে কেউ, তাঁর ব্যক্তি গত সেক্স লাইফ নির্বাহ করে; তাহলে, "সবার জন্য সেক্স", এই মতবাদে বিশ্বাসী লোকজন দের তো খুশি হবার কথা! স্ট্রেঞ্জ !
  • Abhyu | 107.81.102.141 | ১০ এপ্রিল ২০১৬ ০১:০৬515026
  • টই বেলাইন হচ্ছে - কিন্তু "সবার জন্য সেক্স" মতবাদটা কি বাপু?
  • sm | 53.251.91.253 | ১০ এপ্রিল ২০১৬ ০১:১০515027
  • সব কিসু কি লিংক দিয়ে z আনতি হয়? এগুলো হইলো গিয়ে রিয়ালায়জেশন।বুইলে কিনা।
  • sosen | 184.64.4.97 | ১০ এপ্রিল ২০১৬ ০১:১৩515028
  • ইসলাম ধর্মের সাধনা থেকে সেক্সুয়ালিটি, আইটি, কান্নাকাটি আহত ও অবসৃত?
    ;)
  • Abhyu | 107.81.102.141 | ১০ এপ্রিল ২০১৬ ০১:১৭515029
  • একেবারে যাও সবে নিজ কাজ কর মন দিয়া? সে হবে না!
  • saikat | 126.202.215.183 | ১০ এপ্রিল ২০১৬ ০১:৩৩515030
  • হুঁ, সিপিএম-ই শুধু আসেনি। এনে ফেলাই যেত।
  • pi | 24.139.209.3 | ১০ এপ্রিল ২০১৬ ০১:৩৪515031
  • আমার রাকৃমি নিয়ে খুব কিছু ভিতরের ব্যাপার জানারও নেই, কোন আপত্তিকর ব্যাপার হয়না, বা হতে পারেনা, এমন কোন বক্তব্যও নাই। বলারও নেই, কিন্তু একটা পোস্ট পড়ে চোখ আটকে গেল। রঙীন কাপড় পরা, মাছ মাংস খাওয়া বিধবাদের দীক্ষা নিতে দেখেছি বা দীক্ষা নেবার পরেও এসব করতে দেখেছি। আনেকডোট হিসেবে জানিয়ে গেলাম। এবার সেসব ব্যতিক্রম কিনা জানিনা। ফ্যাক্ট কী জানার ইচ্ছে রইলো। অবশ্য এখানে তো জেনেরালি প্রচুর ভুলভাল তথ্যের উপর প্রচুর বক্কাবাজির প্রাসাদ তৈরি হওয়াটাই নর্ম, সেখানে তথ্যের সত্যাসত্য বা তার যাচাইয়ে কিবা এসে যায়। টাইমপাস করতে পারলেই হল।
  • Atoz | 161.141.85.8 | ১০ এপ্রিল ২০১৬ ০৪:১৭515032
  • ঐরকম রাত্রিবেলা অচেনা লোক যার পিছনে আরো চারটি গুন্ডাগোছের লোক --এরা দরজা ধাক্কালে সাধু হোন কি অসাধু হোন সবারই তো উচিত পুলিশে ফোন করা!!!! বা অন্য কোনো উপায়ে নিরাপত্তাবিভাগের লোকেদের খবর দেওয়া।
    ডাকাত গুন্ডা মাফিয়া মাতাল দাঁতাল কী না হতে পারে?
  • Abhyu | 107.81.102.141 | ১০ এপ্রিল ২০১৬ ০৫:১৪515033
  • আমি জানি না তবে এটা হতে পারে পুলিশে ফোন করলে ভদ্রমহিলাকেই জেলে নিয়ে যেত। সেক্ষেত্রে ফোন না করাটাই হয় তো ওনাকে সাহায্য করা, ইন সাম সেন্স
  • Atoz | 161.141.85.8 | ১০ এপ্রিল ২০১৬ ০৫:২৬515034
  • সিকিউরিটির লোকেরা নিশ্চয় গুন্ডাগুলোকেও ধরে নিয়ে যেত।
  • Abhyu | 107.81.102.141 | ১০ এপ্রিল ২০১৬ ০৫:৩৭515035
  • পুলিশ আসছে দেখলেই গুণ্ডা পালাতো
  • Bhagidaar | 106.2.247.250 | ১০ এপ্রিল ২০১৬ ০৫:৫৪515037
  • ওরে তোরা থাম! পুলিশ গুন্ডা দিয়ে পুরো হিন্দি সিনেমা বানিয়ে দিল!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন