এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • স্বামী বিবেকানন্দ-একটি নির্মোহ ব

    Biplab Pal
    অন্যান্য | ১৫ জানুয়ারি ২০১২ | ৭৫৭৪১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | 212.62.91.51 | ০৯ এপ্রিল ২০১৬ ২০:০৮514938
  • "Name: Abhyu

    IP Address : 107.81.102.141 (*) Date:08 Apr 2016 -- 04:00 PM

    একক, তুমি ২৩ মার্চে লিখেছিলে "সন্দেহ একদম উল্টো জায়গায় । এইযে রামকৃষ্ণ মানে যত মোট ততো পথ। উনি নাকি ইসলাম -ক্রিশ্চান সব মতে আচরণ করেছিলেন ( চর্চা নয়, আচরণ , খয়াল রাখুন ) এইটা একটা বিশাল বড় ফেব্রিকেশন বলে মনে হয় ।"

    (ডিরোজিও ইত্যাদি বাদই দিলাম ওটা যে আলোচনার যোগ্য নয় সেটা তুমিও বুঝেছ আশা করি)

    আজ বলছ "অথচ যেই প্রশ্ন করা হচ্ছে কি মুসলিম বা ক্রিশ্চান ভক্তদের এরকম ... সমারোহ দেখছি না তো , ... বা রামকৃষ্ণ তমুক মাজারে গেছেন বা ফিতরা র দিনে উপস্থিত ছিলেন।"

    তো, প্রশ্ন হল, উনি ইসলাম-ক্রিশ্চান সব মতে আচরণ করলে ওনাকে মাজারে যেতে হবে কেন বা মুসলিম বা ক্রিশ্চান ভক্তদের সমারোহ দেখা যেতে হবে কেন? উনি আচরণ করেছেন নিজের জন্যে। কিন্তু উনি হিন্দু ধর্মগুরু ছিলেন। রামকৃষ্ণ মিশন হিন্দু প্রতিষ্ঠান। সুতরাং অন্য ধর্মের শিষ্য কম।
    "

    অভ্যুর প্রশ্নের উত্তর দিয়ে যাই । এর উত্তর আগের পোস্ট এও লিখেছি , তবু আলাদা করে । আমি এইখানে ধর্ম বলতে যা বুঝেছি তা আমার মিশন থেকেই প্রথম শোনা । পরে বই পড়ে :) ধারনাত ধর্ম ইত্যাহঃ , ধর্ম ধারয়ীতি প্রজা । যে ধারনাকে প্রজা ধারণ করেনি তা ধর্ম নয় । পুরো আলোচনা টাতেই এজেন্ডা বলো বা উদ্দেশ্য সেটা হলো রামকৃষ্ণ ভক্তি আন্দোলনের ক্লাস ক্যারেক্টার (সেই সময়ে দাঁড়িয়ে কি ছিল ) সেটি বোঝা । রামকৃষ্ণ হিন্দু ধর্ম সাধনা করে এবং তারপর এব্স্ত্রাক্ষণ করে সব ধর্ম এক বুঝেছিলেন এটা নিয়ে তো আমার অপতিই নেই । ফিতরা বা মাজারে যান নি , এই প্রশ্ন তা উঠছেই এইটুকু বাজিয়ে নেবার জন্যে যে ওনার এব্স্ত্রাক্ষণ থিওরি আদৌ মুসলিম জনসমাজে সম্পৃক্ত ছিল কিনা । যেমন কিনা আউলিয়া -দরবেশ দের ক্ষেত্রে অন্তত সমাজের একটা ক্লাসে ছিল । এখনো অবধি যা বুঝেছি তা হলো ছিল না । কাজেই ওই এব্স্ত্রাক্ষণ কে ধর্ম সমনবয় বলব কিকরে । যে ধারণা কে প্রজা ধারণ করেনি বা যে ধারণা প্রজাকে ধারণ করেনি ? :) উনি নিজের জন্যে গবেষণা করুন , ধারণা করুন সে নিয়ে আমার কোনো মাথাব্যথায় নেই । আমি তো ধর্মের সংজ্ঞা দিয়ে আদৌ ধর্ম সমনবয় হয়েছিল কিনা বোঝার চেষ্টা করছিলুম ।

    এইকারণেই , রামকৃষ্ণ একজন হিন্দু ধর্মগুরু যিনি বিশ্বাস করতেন অন্য ধর্মের সহাবস্থানে । থ্যাত্স অল । ধর্ম সমন্বয়ী কোনভাবেই না ।
  • NB | 74.233.173.181 | ০৯ এপ্রিল ২০১৬ ২০:১১514939
  • সৈকত কালিস চাইল্ড রিভিজিটেড পড়ুন। সেখানে জেফ্রি কৃপাল কে ধুয়ে দেওয়া হয়েছে।
  • সে | 198.155.168.109 | ০৯ এপ্রিল ২০১৬ ২০:১৮514940
  • বইটা পড়ে দেখতে হবে।

    রাকৃ বা বিবেকানন্দ গে ছিলেন কিনা সেটা এই নির্মোহ ব এ আনইম্পর্ট্যান্ট কেন হবে। এটাও একটা দিক। এলজিবিটি নিয়ে আন্দোলন, সমানাধিকারের লড়াই এখন চলছে, তিরিশ বছর আগেও তো এসব নিয়ে খোলাখুলি কথা বলা যেত না। আশাকরি মিশন ও উদার মনোভাবাপন্ন। অন্ততঃ এধরণের আলোচনা হলে চাপাতি হাতে কোপাতে ছুটে আসবে না। এইসমস্ত ধর্মগুরুরা কেন গার্হস্থ্য ছেড়ে নারীসঙ্গ বর্জনে এতটা গুরুত্ব দিতেন সেটা নিয়ে রাখ রাখ ঢাক ঢাক করবার স্টেজ তো পেরিয়ে গেছে। ক্লাস বড়োলোক মেয়েদের হেট করা, এসব আলোচনা হোক না, হচ্ছেও তো, তা বলে গে কি বাইসেক্সুয়াল ছিলেন কিনা সেই আলোচনাই বা বাদ দেয়া হবে কেন? এলজিবিটি হওয়া কি অপরাধ? আলোচনা ঢেকে দিতে চাইলেই বরং মনে হবে আমরা মুখে যতটা আধুনিক কাজের ব্যালায় তার উল্টো।
  • Abhyu | 107.81.102.141 | ০৯ এপ্রিল ২০১৬ ২০:৩৯514941
  • আমার আবার মিশনের শিক্ষা হল এই যে ধর্ম হল ঈশ্বরলাভ। সেটা এককের ধারণার সাথে মিলছে না। সুতরাং আমার ডেফিনেশনে উনি ধর্মসমন্বয় করেছিলেন যেটা এককের ডেফিনেশনে করেন নি। সে হতেই পারে।

    একক এখনো লড়ে যাচ্ছে তার থিওরি নিয়ে, দরকার মতো গোলপোস্ট বদলে, যেটা গুরুতে হয়েই থাকে। কিন্তু ডিরোজিও নিয়ে এক্কেবারে চুপ কেন? চেষ্টা করলে ওটাকে ফিট করানোর মতো ডেফিনেশন এবং গোলও পাওয়া সম্ভব মনে হয়।

    ভালো কথা, আপনারা কেউ নরসিংহ প্রসাদ শীলের বইটা পড়েন নি? অন্তত ব্লার্বখানি - আমি তো সাধারণভাবে সেই টুকুই পড়ি। (পরে অবশ্য ওনাকে অনেকেই ধুইয়েছেন, কিন্তু সেটা না হয় বাদ দিলাম)
  • Abhyu | 107.81.102.141 | ০৯ এপ্রিল ২০১৬ ২০:৪৪514942
  • আপনি কাউকে প্রার্থনা করতে শুনেছেন হে ভগবান আমার যেন ল্যাজ না গজায়? কারণ সাধারণভাবে আপনার ল্যাজ গজাবার কোনো সম্ভাবনা নেই। কিন্তু নারীর প্রতি কাম না আসার জন্যে রামকৃষ্ণ বিবেকানন্দের সাধনা ওয়েল ডকুমেন্টেড। সাধনাটা করতে হয়েছে ওনারা গে ছিলেন না বলে।
  • Ekak | 212.62.91.51 | ০৯ এপ্রিল ২০১৬ ২০:৪৭514943
  • মিশন কোনদিন হমসেক্সুয়ালিতি স্বীকার করবে বলে মনে হয়না । কারণ টা বুঝতেই পারছেন , "ব্রহ্মচর্জ্যের " যা স্ট্রাকচার সেটা দাঁড়িয়েই আছে একটা সাদা কালো নারী-পুরুষ বিভেদের ওপর । নারী সঙ্গ বা পুরুষ সঙ্গ করেনি মানে ঠিকাছে । সমাজের মানুষ ও এইভাবেই ব্রহ্মচারী কে দেখে অভ্যস্ত । এবার যদি হঠাত বলা হয় নারী সঙ্গ করেনি তো কি হয়েছে এই মঠের ছেলেগুলো তো নিজেদের মধ্যে সেক্স করতেই পারে বা ওই মঠের মেয়েগুলো .....তাহলে সেই ইন্ফাইনাইত্লি ওপেন পটেনশিয়াল এর সামনে দাঁড়িয়ে ব্রহ্মচর্জ্যের স্ট্রাকচার টাই ভেঙ্গে পর্বে। কেও আর ব্রহ্মচারী বলে বিশ্বাস করবেনা কাওকে ।

    অথচ এটা ঘটনা যে পৃথিবী জুড়ে ব্রহ্মচারী দের মধ্যেই প্রচুর হমসেক্সুয়ালিতির নিদর্শন পাওয়া গ্যাছে। স্বাভাবিক । যে বিপরীত জেন্ডার ছেড়ে আসছে সে তো সেম জেন্ডারে আকর্ষিত কিনা সেই পরীক্ষা টাও দিয়ে আসছেনা ।

    এগুলো ভেঙ্গে পড়বে ।মাল্টিপল জেন্ডার এক্সেপ্টেন্স এমন একটা জিনিস যার সামনে আমাদের প্রচলিত সমাজের আইন , জেন্ডার রুলস , প্রচলিত ধর্ম সবই ভেঙ্গে পরবে। পুরনো ধর্ম থেকে সাক্ষী খুঁজে এই আন্দোলনে কোনো সাহায্য হবে বলে মনে হয়না । তবে আলোচনায় আমার কোনো আপত্তি নাই।
  • Abhyu | 107.81.102.141 | ০৯ এপ্রিল ২০১৬ ২০:৫২514944
  • আরে সেক্সুয়ালিটি থাকলে হেটেরো না পেলে হোমো হবে। এক জেন্ডারের হোস্টেলে টিনেজারদের রাখলে (এবং বিপরীত জেন্ডারের সাথে মেলামেশা জোর করে আটকালে) পৃথিবীর সব জায়গায় এটা হবে।
  • Ekak | 212.62.91.51 | ০৯ এপ্রিল ২০১৬ ২০:৫৩514945
  • ধর্মের উদ্দেশ্য ইস্বার্লাভ কথাটা বিদ্যালয়ের উদ্দেশ্য চাকরি দেওয়ার মত শোনায় । ধর্ম একটা ধারণা যা কালেকটিভ ধারণ করে । এবার কে ইস্বার্লাভ করবে , কে জনক রাজা হবে কেই বা শুধু দুবেলা সালিখ্প্রনাম এ তাদের উপরেই ছেড়ে দেওয়া ভালো ।
  • Ekak | 212.62.91.51 | ০৯ এপ্রিল ২০১৬ ২০:৫৫514946
  • হোমো ব্যাপার তা ওরকম মনোলিথ নয় তো :)

    হোমো ওয়ান হোমো টু হোমো থ্রি এরা আলাদা আলাদা ব্যান্ড এ থাকতে পারে এবং পতেন্শিয়ালি প্ররস্পরকে এত্রাক্ত করতে পারে নাও পারে । মাল্টিপল জেন্ডার এক্সেপ্টেন্স একটা ওপেন মডেল যা কোনো বাইনারি কন্ত্রলেই বাঁধা সম্ভব না । মানে যারা বাঁধতে চায় আর কি ।
  • Abhyu | 107.81.102.141 | ০৯ এপ্রিল ২০১৬ ২০:৫৬514948
  • ঐ সবাইকে ধরতে গিয়েই হিন্দু পাড়ায় মাইক চালিয়ে সৎ সঙ্গ হয়। সেখান থেকে ট্রেনে করে গোধরা যাওয়াও বিচিত্র নয়। নিজে ঘরে বসে ঈশ্বরাধনা করলে অন্যকে বদার করতে হয় না।
  • Abhyu | 107.81.102.141 | ০৯ এপ্রিল ২০১৬ ২১:০২514949
  • ঐ হোমো ওয়ান, হোমো টু শুনে কেমন সেপিয়েন্স, হোমো ইরেক্টাস মনে পড়ল। :) মানুষ তো বিজ্ঞানসম্মত ভাবেই হোমো :)

    আচ্ছা ছেলে মেয়েদের তৃতীয়লিঙ্গের লোকের প্রতি আকর্ষণ (অ্যাণ্ড ভাইসি ভার্সা) নিয়ে ভালো স্টাডি আছে? এটা বেশ মেনি টু মেনি ম্যাপিং হওয়া উচিত। (ছেলে/মেয়ে/তৃতীয় লিঙ্গ/ দেহে ছেলে মনে অল্প মেয়ে/দেহে ছেলে মনে বেশি মেয়ে/রূপান্তরকামী/... )
  • করঞ্জাক্ষ চাকলাদার | 203.55.36.75 | ০৯ এপ্রিল ২০১৬ ২১:১২514950
  • শ্রেণীচরিত্র নিয়ে আলোচনায় ঘোষিত ভাবে সরে গেলেই হয়। তখন এবং আজও ওটি বড়লোকের ধর্মচর্চার জায়গা।
  • দ্রঢ়িষ্ঠ | 159.202.47.181 | ০৯ এপ্রিল ২০১৬ ২১:১৮514951
  • এককের এই তথ্যের তোয়াক্কা না করে পূর্বনির্ধারিত সিদ্ধান্তে অটল থাকার বলিষ্ঠ মনোভাবকে কুর্নিশ । আমাদের দেশে হবে সেই ছেলে কবে - এ কি আর এমনি এমনি লেখা হয়েছিল ?
  • Abhyu | 138.192.7.51 | ০৯ এপ্রিল ২০১৬ ২১:৩৪514952
  • এই জন্যেই আমার একককে ভালো লাগে। অরিজিনালিটি আছে, লেগে থাকার দম আছে
  • সে | 198.155.168.109 | ০৯ এপ্রিল ২০১৬ ২১:৩৫514953
  • সেক্সুয়ালিটি থাকলে হেটারো না পেলেই লোকে হোমো হয়ে যায় না। যে হোমো, সে হোমো হয়েই জন্মায়। সে নারী না পেয়ে চারপাশে শুধু পুরুষ পেয়ে হোমো হয়ে গেছে, এটা সেরকম চয়েসের ব্যাপার নয়। বাই হলেও হতে পারে।
    ব্রহ্মচর্যের ব্যাপারেও সেমসেক্স রিলেশানশিপটা নিয়ে কোন কিছু বলা হয় না। এরকম মনে হয়না কি যে ব্রহ্মচারী ধর্মগুরুরা তাঁদের সেক্সুয়ালিটি গোপন করবার জন্যই ব্রহ্মচর্য বেছেছেন? অ্যাটলিস্ট ওইভাবেই তাঁরা তাঁদের চারপাশে একটা সেফটি শীল্ড তৈরী করে রাখলেন, যাতে "সমাজ" কোনো ঝামেলা না করে। নির্বিঘ্নে নিরাপদে বাঁচা যায় এতে। কারণ সমাজ সেমসেক্স রিলেশানশিপকে মেনে নেয় না, পানিশ করে। শুধু তাইই নয়, এলজিবিটি দেখলে তাকে একঘরে করে, সমাজচ্যুত করে, আঘাত করে। এক্ষেত্রে এঁরা ধর্মপ্রচার করেছেন, ঐক্য সাম্য ভালোবাসার বাণী শুনিয়েছেন, মানুষজনকে দীক্ষা দিয়েছেন, মন্ত্র দিয়েছেন; সবই ভালো কথা। কিন্তু সন্ন্যাসী হতে গেলেই ব্রহ্মচর্যটা নেসেসারি কন্ডিশান। যারা সন্ন্যাসী হতে যাচ্ছে, সব জেনেশুনেই যাচ্ছে যে জীবনে কোনো নারীর সঙ্গে সেক্স করা যাবে না, সন্ন্যাসিনীদের ক্ষেত্রে কোনো পুরুষের সঙ্গে সেক্স করবার পথ বন্ধ। এই ব্যাপারটায় হেটারোসেক্সুয়ালদের রাজী করানো কতটা সম্ভব? সাধন/ সাধনা ইত্যাদির দ্বারা কতটা কন্ট্রোল সম্ভব? মিশনের "মহারাজ" ইত্যাদিরা মারকুটে হন বলেও শুনেছি (রেফারেন্স গুরুচণ্ডা৯), অর্থাৎ ক্রোধ হিংসা ওপরেই কাবু নেই, তাহলে আদিরিপু জয় করবেন কীকরে? সে আরো কঠিন ব্যাপার তো।
  • Abhyu | 138.192.7.51 | ০৯ এপ্রিল ২০১৬ ২১:৩৭514954
  • সবই ঠিক কিন্তু এই নারী/পুরুষ সঙ্গ ত্যাগ টা ঠিক হোমোদের প্রটেক্ট করার জন্যে মিশনের আমদানি নয়। আনফরচুনেটলি তথাগতবাবু অনেকদিন আগেই এই রাস্তায় চলেছেন।
  • সে | 198.155.168.109 | ০৯ এপ্রিল ২০১৬ ২১:৪২514955
  • তথাগতবাবু কে?
  • Robu | 11.39.57.119 | ০৯ এপ্রিল ২০১৬ ২১:৪৮514956
  • বুদ্ধবাবু। গৌতমবাবু।
  • করঞ্জাক্ষ চাকলাদার | 203.55.36.42 | ০৯ এপ্রিল ২০১৬ ২১:৫১514959
  • কোন রকম সেক্সুয়ালিটিতেই আগ্রহ নেই এরকম লোক ও হয়, এই আশেপাশেই দেখা যায়।
  • Tim | 108.228.61.183 | ০৯ এপ্রিল ২০১৬ ২১:৫১514957
  • দেকেচো বিজেপির লোকটাকে বাদ্দিলো, দেশের প্রতি কোন ইয়ে নেই
  • আর দাদা | 95.25.103.119 | ০৯ এপ্রিল ২০১৬ ২১:৫২514960
  • শুধু কি তাই - রেস্তোরাঁয় খাওয়া যাবে না, ম্যাটিনি শো মেরে আসা যাবে না, টাকাপয়সা জমানো যাবে না, মদ গাঁজা রেস জুয়া কিছুই চলবে না । এই ব্যাপারটায় কাউকেই রাজি করানো কতটা সম্ভব ? যারা আসে সব মঙ্গলের বাসিন্দা না হয়ে যায় না ।
  • Abhyu | 138.192.7.51 | ০৯ এপ্রিল ২০১৬ ২১:৫৬514962
  • করঞ্জাক্ষবাবু, ঠিক করে গ্রুপ ফর্ম করতে হবা আর অপারেশন ডিফাইন করতে হবা, কোন রকম সেক্সুয়ালিটিতেই আগ্রহ নেই ওরকম লোকেরা আইডেন্টিটি এলিমেন্ট হবে।
  • করঞ্জাক্ষ চাকলাদার | 203.55.36.42 | ০৯ এপ্রিল ২০১৬ ২১:৫৬514961
  • দায়দায়িত্ব ঝক্কিঝামেলাও বিশেষ নাই, খাওনদাওন, বিদেশভ্রমণের সুবন্দোবস্ত, মজাও কিছু কম নাই।
  • Abhyu | 138.192.7.51 | ০৯ এপ্রিল ২০১৬ ২১:৫৮514963
  • না হে বিদেশভ্রমণের সুবন্দোবস্ত সবার জন্যে নাই। পানীয় জলের বন্দোবস্ত নিজেকেই করতে হয় এরকমও আছে, সেটাই সংখ্যায় বেশি। আমাদের ব্যাচে সরিষার একটি ছেলে পড়ত, তার মুখে শোনা
  • করঞ্জাক্ষ চাকলাদার | 203.55.36.42 | ০৯ এপ্রিল ২০১৬ ২১:৫৯514965
  • সাধু হবার সবচেয়ে বড় সমিস্যে কম বয়সে ঢুকতে হবে। মা, বাবা জ্যান্ত ভগবান, তারা থাকতে আমি সাধু হতে পারবুনি। নইলে সত্যিই ভালো ব্যবস্থা।
  • kc | 198.71.226.215 | ০৯ এপ্রিল ২০১৬ ২১:৫৯514964
  • মিশনের সাধুদের খাওনদাওন? বিন্দুমাত্র ধারণা আছে? নাকি "আমার এই কীবোর্ড পিষেই আনন্দ!"?
  • করঞ্জাক্ষ চাকলাদার | 203.55.36.42 | ০৯ এপ্রিল ২০১৬ ২২:০২514966
  • আজ্ঞে আমি রোজ দুপুরে খিচুড়ি আর রাতে গাজরসিদ্ধ দিয়ে পাঁউরুটি খাই। তাই খাওনদাওনের বন্দোবস্ত মানেই সুবন্দোবস্ত।
  • Abhyu | 138.192.7.51 | ০৯ এপ্রিল ২০১৬ ২২:০৩514967
  • না আপনার একেবারেই আইডিয়া নেই। সেই কেউ কেউ যেমন বলে - বাবু তোর আইটিতে ঢোকা উচিত ছিল, ওখানে তো বেশির ভাগ মাধ্যমিকে থার্ড ডিভিশন, এখন মাসে তিনলাখ, সেই রকম হচ্ছে।
  • লাইনেই ছিলাম | 202.42.116.16 | ০৯ এপ্রিল ২০১৬ ২২:০৪514968
  • ডাইনোসরের ব্যাপারটা জানি না, তবে ইলিশ আর পাঁঠা ভগবানের নিত্যপ্রসাদ, তাদের ছেড়ে সাধু হতে পারবুনি । নইলে তো ব্যবস্থা ভালোই ।
  • করঞ্জাক্ষ চাকলাদার | 203.55.36.42 | ০৯ এপ্রিল ২০১৬ ২২:০৫514970
  • যাদের গৃহকর্মসহায়িকা বা সহায়ক নির্ভর জীবন তাদের কাছে ওসব বড় ব্যাপার। আমার মত হদ্দ গ্রামের লোকেরা নিজের কাজ নিজেই করে অভ্যস্ত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন