এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • স্বামী বিবেকানন্দ-একটি নির্মোহ ব

    Biplab Pal
    অন্যান্য | ১৫ জানুয়ারি ২০১২ | ৭৪৫৮৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Pinaki | 95.229.73.124 | ১০ এপ্রিল ২০১৬ ১৩:৫৮515071
  • ei 'trans' niye janar amar khub i ichche....nijer shorire ekta anyorakom bhalolagar feeling - ei byapar ta religious ba spirituality r sathe kibhabe connected holo historically, setao janar ichche
  • বাঃ বেশ | 186.10.99.206 | ১০ এপ্রিল ২০১৬ ১৪:০০515072
  • আমি তো দাদা বলিনি পুরাণ থেকে পেয়েছেন । সিদ্ধান্ত আপনার, আমাকে অন্য কিছু প্রমাণ করতে বলে কী হবে ? আমি নাস্তিক বা আস্তিক না ফর্ন্কাটা আবুইদ্যা তার সঙ্গে আপনার তত্ত্বের কী সম্পর্ক বলে আপনার বিশ্বাস ?

    চোখ বিড়ালের মত হলে অলুক্ষুনে হয় । - এটা কোন কথকতায় আছে দেখান দিকি ?

    বা ধরুন - যেটা ছেড়ে গেছেন -
    " হাত হালকা হলে সরল হয় - এটা কোন পট থেকে জানা যায় ?"
  • Pinaki | 95.229.73.124 | ১০ এপ্রিল ২০১৬ ১৪:০১515073
  • ekhon to abar sam harris 'spirituality without religion' - ei concept dichche...tate bodhhoy bolchhe je apni atheist hoyeo trans feel korte paen yoga kore
  • PM | 233.223.153.28 | ১০ এপ্রিল ২০১৬ ১৪:০২515074
  • নরেনের মতো এতো মারত্মক যুক্তিবাদী , নাস্তিক ছোকরা--কিভাবে এই সব সস্তা নাটক/ পাগলামো দ্বারা প্রভাবিত হলো???
  • Pinaki | 95.229.73.124 | ১০ এপ্রিল ২০১৬ ১৪:০৩515075
  • o naki nije feel korechhe....or baktobyo joddur bujhechhi je etar sathe ishwar biswas er kono samparko nei
  • নরেন | 95.25.103.12 | ১০ এপ্রিল ২০১৬ ১৪:০৮515076
  • উনি ট্রান্স ট্রান্সমিট করতেন । আমি গুরু পড়ার সুযোগ পাইনি তো ।
  • সে | 198.155.168.109 | ১০ এপ্রিল ২০১৬ ১৪:১৫515077
  • মেডিক্যাল কন্ডিশান এগুলো প্রাইভেট ব্যাপার। সেক্সুয়ালিটির থেকেও বেশী। ভক্ত্ রা এবারেও চাপাতিসহ ফ্রাস্ট্রেশান মেটাতে না ছুটে আসেন। বেশ এনজয় করবার মত।
  • Ekak | 212.62.91.51 | ১০ এপ্রিল ২০১৬ ১৪:২৪515078
  • সস্তা নাটক কোনটা ? "ভাব হওয়া " সস্তা নাটক ক্যান হতে যাবে ? এটাত একটা চেষ্টাকৃত আরোপ । এবং যিনি আরোপ করছেন তিনি পরিস্কার বলছেন যে এটা আরোপ । "ইস্বার্দর্শন এই শরীর এ হয়না । তাঁর কথা চিন্তা করতে করতে একটি প্রেমের শরীর হয় । তার প্রেমের চক্ষু " । এটা তো একটা প্রজেকশন মডেল । রীতিমত পোক্ত মডেল । এরমধ্যে সস্তা নাটকের তো কিছু দেখছিনা ।
    দেখুন রাম্ক্রিশ্নের ভক্তি মডেল একদম ক্লিয়ার -কাট জিনিস । এর মধ্যে ফাঁক নেই বিশেষ । এখন একদল "ভক্ত " আছে যাদের দশা ওই মন্দিরের পদোর মত । এরা আস্তিক্য ব্যাপারটাও বোঝেনা । নাস্তিক্য দূর কি বাত । এদের ধারণা হলো বিবেকানন্দ বিশ্বাস করে নিয়েছেন মানে নিশ্চই ঠাকুর চর্মচক্ষে জিভ বের করা কালী , ষাঁড়ে চড়া মহাদেব এসব দেখেছেন । এদের সঙ্গে সময় নষ্ট করে লাভ নেই । রামকৃষ্ণ নিজে ওনার ভক্তি মডেল ক্লিয়ারলি বলে গেছেন । সেটা দেখুন । বোঝা যাবে । কথাও কোনো সস্তা নাটক নেই । আরোপ কে আরোপ ই বলেছেন ।
  • Ekak | 212.62.91.51 | ১০ এপ্রিল ২০১৬ ১৪:৪০515079
  • নরেন -কেশব এরা বিশ্বাস করেছিল তর্কে হেরেছিল বলে । সময় টা ভাবুন । ভারতীয় জ্ঞান-চিন্তা তখন বেশ পিছিয়ে । পরিস্কারভাবে বলতে গেলে ইউরোপ ও তখন আজকের তুলনায় অনেকটা পিছিয়ে । ঠিক রাম্ক্রিশ্নের সময়ে দাঁড়িয়ে দেখুন তখনকার ইন্ডিয়ান স্কলার রা পাশ্চাত্য দর্শন বলতে ঠিক কোন বই গুলো পড়ছেন । তাঁরা পড়ছেন মিল -কান্ট্-হেগেল । এখন হেগেল-কান্ট্ এর পক্ষে ডিভাইন থিওরির বিরোধিতা করা জাস্ট সম্ভব না । হেগেল তো এমনিতেইবিরধিতার রাস্তায় যাবে না । কান্ট্ ও ব্যর্থ । ডিভাইন থিওরি একটা বিরাশি সিক্কার থাপ্পর খেল পাস্কাল এর হাতে ।

    রামকৃষ্ণের বলা একটা গল্প খেয়াল করুন। এক রাজার দুই ছেলে । রাজা তাঁদের ব্রহ্ম বিদ্যা নিতে পাঠালেন । বিদ্যার শেষে রাজা একজন কে জিজ্ঞেস করলেন ব্রহ্ম কি । সে অনেক অবল তাবোল বকলো । আরেকজন একদম চুপ করে রইলো । রাজা বুঝলেন যে চুপ করে আছে সে ব্রহ্ম কে জেনেছে ।

    এইখান থেকে মুশকিলের শুরু । যে চুপ করে আছে সে যে ফাঁকিবাজ নয় , আদৌ ক্লাস করেছে কিনা কিকরে বোঝা গ্যালো ? চুপ মানেই জেনেছে ? এই যে জানা যায়না অথচ তাকে "পাওয়ার " একটা পথ আছে এটা কিন্তু ধর্মের একার সমস্যা না । দর্শন-বিজ্ঞানের ও সমস্যা । বিবেকানন্দের সময়ে দাঁড়িয়ে ইন্ডিয়ান স্কলার রা কান্ট্ পড়ছিলেন । কান্ট্ নিজেই এই জানা-অজানা র ঝুপ করে পর্দা ওঠা সামাল দিতে ট্রানসেনডেন্টাল পারসেপশন থিওরি আমদানি করেছেন । তাতেও সমস্যার সমাধান হয় নি । রামকৃষ্ণ ও একই রাস্তায় হেন্তেছেন । উনি অত খটমত জার্গন না বলে বলেছেন "তিনি জানিয়ে দেন " । অর্থাত ডিভাইন সীডিঙ । কাজেই বিবেকানন্দ কে খুব একটা দশ দেওয়া যায়না কারণ ওনাদের চিন্তাভাবনার পুছ অতদূর ছিল না । পারসেপশন ওয়ান থেকে পারসেপশন টু , থ্রী হয়ে ওঠার যে পাস্কাল মডেল সেটা এই ডিভাইন সিডিং এর প্রয়োজন টাকেই অস্বীকার করলো । সেই সব বিদ্যা তখনও বঙ্গীয় ব্রাহ্ম কুলের আয়ত্বে ছিল না । আর বিবেকানন্দ কোনকালে নাস্তিক ছিলেন না । ব্রাহ্ম ছিলেন । বেদান্তবাদী । ডিভাইন সীদিং চটপট খেয়ে যাওয়ার সেটাও একটা কারণ । বেদান্ত দাঁড়িয়ে আছে সীদিং এর ওপর । এব্রাহামিক ধর্মে যা ইম্যাকুলেট পারসেপশন , বেদান্তে তাই অপৌরুষেয । জমি তৈরীই ছিল ।
  • পেটরোগা | 186.10.107.180 | ১০ এপ্রিল ২০১৬ ১৪:৪৪515081
  • "নরেন -কেশব এরা বিশ্বাস করেছিল তর্কে হেরেছিল বলে "

    - কবে ? কোন তর্ক ? কোন হজমযোগ্য তথ্য ?
  • সে | 198.155.168.109 | ১০ এপ্রিল ২০১৬ ১৪:৪৫515082
  • এই লাস্ট পোস্টটা পাবলিক খাবে।
  • Ekak | 212.62.91.51 | ১০ এপ্রিল ২০১৬ ১৪:৪৭515083
  • আমি তো পেটরোগা দের জন্যে রান্না করিনা ভাইডি। আমি শুধু তেল-লঙ্কা দিয়ে কালিয়াই রান্ধি । এবং ইচ্ছে করে যাতে কিছু লোক হেগে মরে অটো ফিল্টার হয়ে যায় । বাত্সল্য আমার চিরকালই কম :) আসতে পারেন ।
  • যাক | 208.50.200.139 | ১০ এপ্রিল ২০১৬ ১৪:৪৯515084
  • তথ্য নাই - এটাই একমাত্র তথ্য ?
    ভালো, আপনার বিশ্বাসে আঘাত করতে চাই না । যা বাজার ।
  • Ekak | 212.62.91.51 | ১০ এপ্রিল ২০১৬ ১৫:০০515085
  • সে , কেও চাপাতি হাতে আসবেনা :) এদের বিশ্বাস বা অবিশ্বাস কোনো দম ই নেই :) চাপাতি তুলতে গেলেও কনভিকশন লাগে । এদের একটা আলগা পীরিত "বাঙালি-আম্কিষ্ণ -বিবেকানন্দ-অবিন্দনাত " গোছের আছে আর অনেকটা গাধা ব্যাচা দক্ষতা । নাসিরুদ্দিনের সেই গাধার গল্পটা স্মরণ করবেন । গাধার দালাল গাধার গুণপনা বাড়াতে বাড়াতে এমন জায়গায় নিয়ে গেসলো যে শেষে নাসির গাধা বাড়িতে ফেরত নিয়ে যায় । এও তেমন । প্রথম দফায় প্রমানিত হয়েছে রামকৃষ্ণ কোনো সাধনা করেন নি । পারসনাল ফিলিং থেকে যা বলার বলেছেন । কোনো ধর্মসমনবয় ও করেন নি । ইস্বার্লাভ এর পথ সব এক বলেছেন । এগুলো কোনটাই আমি বলিনি। উল্টোদিক থেকেই এসেছে ।
    এবার আবার প্রমানিত হবে কেশব ও নরেন বিশ্বাসী ছোকরা ছিল , কোনদিন রাম্ক্রিশ্নের মুখে মুখে কোনো উত্তর দেয়নি , উনি যা বলেছেন গলবস্ত্র হয়ে মেনে নিয়েছে । কোনো বিচার -বিশ্লেষণ হয়নি । নিজেদের পাঁচন নিজেরাই গিলবে । চাপাতি পার্টি অন্যরকম হয় । এনারা নিজেরাই নিজেদের চাপাতি । নিস্চিন্তে থাকুন :)
  • sch | 125.187.38.98 | ১০ এপ্রিল ২০১৬ ১৫:৪৪515086
  • ন একক চাপাটি হাতে কেউ তেড়ে আসবে না কেন জানেন তো - কারণ রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারায় বিশ্বাসটা কোনো ধর্ম না। এটা একটা ভালোলাগা ভালোবাসা, সেটা একজন হিন্দুরও হতে পারে, মুসলমানেরও হতে পারে খ্রীস্টানেরও হতে পারে। এমনকি একজন নাস্তিকও কঠিন সময়ে বিবেকানন্দ রচনাবলী পড়তে পারেন মানসিক শান্তির খোঁজে এবং নিজেকে বিবেকানন্দের admirer হিসেবে ভাবতে পারেন । কাজেই তাদের কনভিকশান ঠিক চাপাটী হাতে আসে না। আর তার প্রয়োজনও তো নেই।

    চাপাটি কেন আসে হাতে? কারণ মানুষ যখন মনে করে তার আধিপত্য ক্ষুণ্ণ হতে পারে তখন চাপাটি তুলে নেয়। যে ব্লগারদের লেখা পড়ে সাধারণ মানুষ কিছু অন্ধ বিশ্বাস থেকে বেড়িয়ে আসত (যদিও এতে আমার ঘোর সন্দেহ আছে ক পার্সেন্ট এই সব তাত্বিক আলোচনা বুঝতে পারে), ধর্মগুরুদের প্রাধাণ্য চলে যেত - তারা চাপাটির শিকার হয়।

    রামকৃষ্ণ বিবেকানন্দ সঙ্ক্রান্ত লেখা পত্তর কেউ ১% বুঝে থাকলেও জানবে রামকৃষ্ণ হোমো ছিলেন কি না - বিবেকানন্দর সত্যিই হিন্দু মহসভায় দেশের প্রতিনিধিত্ব করার মতো যোগ্যতা ছিল কি না , রামকৃষ্ণের মৃগীরোগ ছিল কি না - এ নিয়ে যত সময় লোকে ব্যয় করেছে গত ১০০ বছরে তাতে গোটা দুই রামায়ণ মহাভারত লেখা হয়ে যেত। কিন্তু তাতে খুব কিছু লাভ হয় নি। কারণ বাংগালী এই deconstruction -এ যতটা দক্ষতা দেখিয়েছে - constructive কাজে ততটা না। ্সে বরং ওই হোমো সন্ন্যাসীদের আখড়া রাকৃমিই কিছু করেছে। কাজেই কোথাকার কোন আবালচোদা গাণ্ড কি বলল না বলল তার জন্য লোকে চাপাটি হাতে ছুটবে কেন নিজের কনভিকশান দেখানোর জন্য।
    জাস্ট ইগনোর করবে,
  • dc | 132.164.53.15 | ১০ এপ্রিল ২০১৬ ১৫:৫২515087
  • আমি অবশ্য রোজই হাতে চাপাটি তুলে নি। তাও একটা না, অন্তত খানপাঁচেক, আমি এমনই হিংস্র স্বভাবের।
  • সে | 198.155.168.109 | ১০ এপ্রিল ২০১৬ ১৫:৫৭515088
  • আমি রাকৃকে হোমো বলেছি। এতে রেগে গিয়ে গাল পাড়ছেন কেন? ওঁর হাবভাব আচরণ সম্বন্ধে যেটুকু জানলাম, হোমো মনে হয়। এটুকু বলবার পরেই রেগে কাঁই হচ্ছেন কেন? হোমো হবার মধ্যে দোষের তো কিছু নেই। স্বাভাবিক ব্যাপার।
    এমনিতে এলজিবিটি নিয়ে ইকুয়ালিটি নিয়ে দুনিয়া কাঁপিয়ে সাম্য প্রতিষ্ঠা করেন, অথচ রাকৃ বা বিবেকানন্দ হোমো ছিলেন বললে এত রেগে যান কেন?
  • রোবু | 233.29.204.178 | ১০ এপ্রিল ২০১৬ ১৬:০২515089
  • মোল্লা নাসিরুদ্দিন তার বাড়ির বাইরে বাগানে কি যেন খুঁজছেন?
    তা দেখে এক প্রতিবেশী জিজ্ঞাসা করল, ‘ ও মোল্লাসাহেব, কি হারালেন?’
    ‘আমার চাবিটা’, বলল নাসিরুদ্দিন।
    তাই শুনে লোকটিও বাগানে এসে খুঁজতে লাগল। কিছুক্ষন খোঁজার পর সে জিজ্ঞেস করল, ‘ঠিক কোনখানটায় ফেলেছিলেন চাবিটা, মনে পড়ছে?’
    ‘আমার ঘরে’
    ‘সে কি! তাহলে এখানে খুঁজছেন কেন?’
    ‘ঘরটা অন্ধকার’, বললেন নাসিরুদ্দিন।‘ যেখানে খোঁজার সুবিধা সেখানেই তো খুঁজব।’
  • সে | 198.155.168.109 | ১০ এপ্রিল ২০১৬ ১৬:০৭515090
  • মোল্লা নাসিরুদ্দিনের গল্পটা একদম উপযুক্ত এইখানে। গাল পাড়বার জন্য ফ্রাস্টরেশান উগরানোর জন্য সে কে পাওয়া গেছে। তাই বলে চলে যাচ্ছি না কিন্তু। থাকছি, দেখছি, কিন্তু গাল পাড়ব না। সেটা যাদের পাড়বার তারা পাড়ুক। যাদের নাকি কান্না কাঁদার তারা কাঁদুক।
  • ইয়ে | 233.225.103.215 | ১০ এপ্রিল ২০১৬ ১৬:১১515092
  • নাস্তিক হিসেবেই বলছি। বিবেকানন্দ পড়ে এতটুকু মানসিক শান্তি আসে না। বড্ড বোরিং লাগে।
  • রোবু | 233.29.204.178 | ১০ এপ্রিল ২০১৬ ১৬:২৫515093
  • গল্পটা যাদের জন্য দেওয়া, সে তাদেরই একজন যদিও (একমাত্র নন) ।
  • :) | 132.177.36.71 | ১০ এপ্রিল ২০১৬ ১৬:২৮515094
  • :)
  • অচ্ছুৎ | 198.155.168.109 | ১০ এপ্রিল ২০১৬ ১৬:৩০515095
  • বেশ, তাহলে এই নামটা বেটার সুট করবে।
  • অচ্ছুৎ | 198.155.168.109 | ১০ এপ্রিল ২০১৬ ১৬:৩৩515096
  • গাল ফাল পাড়া হয়ে যাক, পরে আসব। ততক্ষণে অন্য টেক্স্ট এসে যাবে মনে হচ্ছে।
  • dc | 132.164.53.15 | ১০ এপ্রিল ২০১৬ ১৬:৩৫515097
  • আমাদের দেশে ভক্তিভাব বেশী তাই ঠাকুর দেবতা নিয়ে হ্যালুসিনেট করে। রামকৃষ্ণ বামাখ্যাপা ইত্যাদি ফোকহিরো তৈরি হয়, গণেশ দুধ খায়। আমেরিকায় টেকনোলজির প্রভাব বেশী তাই টেকনোলজি নিয়ে হ্যালুসিনেট করে। এরিয়া ৫১, উফো, এমাইবি ইত্যাদি ফোক হিরো তৈরি হয়।
  • ধুর | 132.177.36.71 | ১০ এপ্রিল ২০১৬ ১৬:৩৬515098
  • নাম পাল্টে কি গাল পাড়া আটকানো যায়? আর বাতিক এই লেভেলের, দখিনা হাওয়া বইলেও যিনি পার্সোনাল অ্যাটাক বলে মনে করেন, তাঁর নাম সে হোক বা অচ্ছুৎ, কী এসে যায়?
  • খ্যাক খ্যাক | 195.100.85.132 | ১০ এপ্রিল ২০১৬ ১৬:৩৭515099
  • যে রেটে "আমার ধারণা", "আমার মনে হয়" অথবা বিনা তথ্যে "প্রমাণিত হয়েছে" চলছে, সুকুমারকে না মনে পড়ে উপায় নেই । একসঙ্গে এক পাতায় মাল্টিপল ভোলানাথের উদয় দেখলে উনি নতুন লেখার কথা ভাবতেন ।
  • Abhyu | 107.81.102.141 | ১০ এপ্রিল ২০১৬ ১৬:৪১515100
  • সিকির বিবেকানন্দ পড়ে এতটুকু মানসিক শান্তি আসে না বড্ড বোরিং লাগে এক অতি খাসা অবজারভেশন। ভারতে বিবেকানন্দ পড়ানো হত - তার থেকে অর্গ্যানিক কেমিস্ট্রি বেশি ইন্টারেস্টিং।
  • Abhyu | 107.81.102.141 | ১০ এপ্রিল ২০১৬ ১৬:৪৪515103
  • এককের উপর ভরসা আমার চিরকালই একটু বেশি - "প্রমানিত হয়েছে রামকৃষ্ণ কোনো সাধনা করেন নি " এরকম যুগান্তকারী থিওরী এতো সহজে প্রমাণ করল - এবার একটা ঠিক্ঠাক যায়গায় পাবলিশ করা যায়?
  • san | 11.39.40.26 | ১০ এপ্রিল ২০১৬ ১৬:৪৪515101
  • প্রজেকশন মডেলের বিষয়টা আমার পছন্দ হয়েছে। পুরো পোস্টটাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন