এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • স্বামী বিবেকানন্দ-একটি নির্মোহ ব

    Biplab Pal
    অন্যান্য | ১৫ জানুয়ারি ২০১২ | ৭৪৬১০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কারকশন | 119.163.234.9 | ১০ এপ্রিল ২০১৬ ২১:০৫515203
  • "উনিও বিধবাবিবাহকে ভালো চোখে দেখতেন না।"

    হেইডা কি কইলা ? ওনার ধারণা ছিল বিধবাবিবাহ প্যাচওয়ার্ক (যাতে আবার নিচের দুই বর্ণের অর্থাৎ মেজরিটির কোনো দরকারই নেই, সেখানে অলরেডি বিধবারা বিয়ে করে), শিক্ষা পেলে মেয়েরা নিজেদের সমস্যা নিজেরাই মেটাবে ।

    বিদ্যাসাগ্রকে শ্রদ্ধা না করলে বলবেন কেন - রামক্রিশ্ন ছাড়া আমি বিদ্যাসাগরের অনুগামী ?
  • রোবু | 233.29.204.178 | ১০ এপ্রিল ২০১৬ ২১:০৬515205
  • সেতো এরকম থিওরিও আছে, যে পৃথিবীর সবমানুষই অল্পবিস্তর মানসিকভাবে অসুস্থ, জানি না এ ব্যাপারে অভি-র (বাবু কাটিয়েছি) বক্তব্য।
    সেই হিসেবে, আমরা সবাই তারকাটা। আর রাক্রিমি প্লেস-হোল্ডার।
    আর পাইদি, সত্যিই ডিএসেলআর, দশটা লেন্স আর কন্টিনেন্ট ঘুরতে যাওয়া -কে প্লেসহোল্ডার বললে বলতেই হয়, একটু নাইভ হয়ে যাচ্ছ।
    এ পুরো তর্কেই আমি প্লেসহোল্ডার।
  • dc | 132.164.53.15 | ১০ এপ্রিল ২০১৬ ২১:০৮515206
  • ডারউইন দাদু মরে ভুত হয়ে গেছে, কিন্তু বুদ্ধিটা আগের মতই তীক্ষ্ণ আছে। ইচ্ছে করে পিয়ার রিভি প্রসেসটা ঘেঁটে দিতে চাইছে :p
  • রোবু | 233.29.204.178 | ১০ এপ্রিল ২০১৬ ২১:১৮515207
  • সবার পেটে ভাত না জুটলে কী কী করে সমবন্টন মাড়ানো যাবে, তারও একটা ডেটাবেস দরকার। সবার পেটে ভাত নেই, আমি সমবন্টন মাড়াচ্ছি, সেক্ষেত্রে কোনটা কোনটা এলাউড।
    ১। বিয়ে করা, ৫০০ লোক খাইয়ে।
    ২। ইন্টারনেটে গুরু আর ফেবু করা।
    ৩। ইঞ্জিনিয়ারিং পড়া।
    ৪। ডিএসএলআর, নো বিদেশভ্রমণ, চারটে লেন্স।
    ৫। সোনি এক্সপেরিয়া স্মার্ট ফোন
    ৬। কিন্ডল
    ৭। তেইশ লাখের ফ্ল্যাট
    ৮। মাসে এক দুবার মাঝারি হোটেলে খেতে ও পান করতে যাওয়া
    ৯। মাঝারি দামের আইএমএফএল খাওয়া

    আপাততঃ এইকটাই হোক, সমবণ্টন মাড়াব কী হোগায় দেব, ডিসাইড করা যাবে।
  • pi | 24.139.209.3 | ১০ এপ্রিল ২০১৬ ২১:২০515208
  • বললাম তো, এই তর্কটা করা যেতেই পারে। কোথায় কেউ 'প্রয়োজন' এর লাইন টানবে। আর টানাটা আদৌ তার কর্তব্য কিনা।
  • Abhyu | 107.81.102.141 | ১০ এপ্রিল ২০১৬ ২১:২১515210
  • বিবেকানন্দের মুশকিল হল ওনার বিভিন্ন সময়ের কথায় প্রচুর কন্ট্রাডিকশন, উনি এটাও বলেছেন বিধবাদের পতির সংখ্যা দ্বারা কোন জাতির উন্নতি মাপা যায় না বা ঐ জাতীয় কিছু। আমার ব্যক্তিগত ভাবে মনে হয়েছে উনি পাশ্চাত্য-শিক্ষা-প্রভাবিত সমাজ সংস্কারের প্রতি বিরূপ ছিলেন এবং সতীদাহ নিবারণ ও বিধবা বিবাহ সেই ক্যাটিগোরিতে পড়ত। সুতরাং উনি বিধবাদের পবিত্র জীবনের গুণগান করেছেন অনেক, কিন্তু ...

    ভালো কথা, "রামকৃষ্ণ ছাড়া আমি বিদ্যাসাগরের অনুগামী" কোটটা কোথায় পাবো?
  • টাঁড়বারো | 117.167.108.171 | ১০ এপ্রিল ২০১৬ ২১:২১515209
  • ইয়ে, চাকরির সময়কাল দিয়ে নর্মালাইজ করা হবে না?
  • sosen | 184.64.4.97 | ১০ এপ্রিল ২০১৬ ২১:২২515211
  • আমার দুইডা বক্তব্য আছিল।
    (১) টইটা ছিল খানিক হিস্ট্রি নিয়ে, অর্থাৎ রামকৃষ্ণ বিভিন্ন ধর্মাচরণ আদতে সঠিকভাবে করেছেন কিনা, নাকি পুরোটাই ফ্যাব্রিকেটেড ও শিক্ষিত ভক্তদের কল্পনাপ্রসূত, এই আলোচনাটা ভালো লাগছিল। একক ও NB আবার আলোচনাটাকে লাইনে এনে এখন অবধি ঘাঁটা তথ্যগুলোকে সামারাইজ করলে ভালো হয়। স্চ, অভ্যুদা, কেসিদার ইনপুট সহ।
    (২)ঈশ্বরকে এই টইতে অবস্থিত কেউ যেহেতু দেখেনি, ধরে নেওয়া যায় রামকৃষ্ণদৃষ্ট ও অপর স্পিরিচুয়াল মানুষজনের দৃষ্ট ঈশ্বর একটি ডিল্যুশন। এটা এখনো অবধি সকলেই বিভিন্ন ফর্মে জানেন, নাস্তিক বা অবিশ্বাসীরা অভি-কথিত মানসিক অবস্থার ফর্মে, আর সম্ভবত সাধনা বলতে বিশ্বাসীরা যা বোঝান তা হোলো বিভিন্ন প্রক্রিয়ায় ঐ বিশেষ ডিল্যুশনকে induce করা। বিভিন্ন মাদকের কথাও ভুললে চলবে না। ঈশ্বরকে দেখা এবং না দেখার সঙ্গে, সমাধি ও উপাসনার সঙ্গে লৌকিক ধর্মাচরণের যোগসূত্র আদতে ক্ষীণ। ধর্মগুরু হিসাবে রামকৃষ্ণের গ্রহণযোগ্যতা কতটা নিজে এই ডিল্যুশন ছড়ানোতে , আর কতটা হিন্দু ও ব্রাহ্মসমাজের একটা শিক্ষিত অংশ অ্যাকটিভলি ওনাকে সামনে দাঁড় করিয়ে একটা অল্টারনেট উদারপন্থী হিন্দুত্ব মডেল গড়ে তোলাতে, এটা নিয়ে আলোচনার অবকাশ আছে, সেটা হোক। মনে হয় গুলোকে সরিয়ে রাখা যায় না সম্পূর্ণ, কিন্তু যতটা সম্ভব অ্যাভয়েড করে।
  • sosen | 184.64.4.97 | ১০ এপ্রিল ২০১৬ ২১:২৪515214
  • কান্নাকাটি ও আইটি অবশ্য অতি উপাদেয়, ওগুলোকে রেখে দিন মাঝে মাঝে। আর মরালীমাসিমাকেও।
  • রোবু | 233.29.204.178 | ১০ এপ্রিল ২০১৬ ২১:২৪515212
  • লোকের পেটে ভাত (প্লেসহোল্ডার) নেই, চাকরি (প্লেসহোল্ডার) করাটাই তো লাক্সারি।
  • জ্জিও | 132.177.36.71 | ১০ এপ্রিল ২০১৬ ২১:২৫515215
  • জমে গেছে কিন্তু, ইয়ে, আপাতত আর কেউ উঁকি দিয়ে যাচ্ছেন না?
  • রোবু | 233.29.204.178 | ১০ এপ্রিল ২০১৬ ২১:২৮515217
  • পাইদি ৯ঃ২০। অরিজিনাল যে বক্তব্যর জন্য আমি পোস্ট করতে আরম্ভ করি, সেটা তর্কযোগ্য প্রমাণ করার জন্যই এতগুলো পোস্ট করা।
    এবার আশা যে অতিসরলীকরণ-এর কারণটা বোঝা যাবে।
  • Abhyu | 107.81.102.141 | ১০ এপ্রিল ২০১৬ ২১:২৮515216
  • স্যান মাদকের প্রভাবে ডিল্যুশন আর সমাধির কি তফাৎ এই নিয়ে বিস্তারিত আলোচনা আছে লীলাপ্রসঙ্গে।
  • sosen | 184.64.4.97 | ১০ এপ্রিল ২০১৬ ২১:৩০515218
  • ওটা আমি। লীলাপ্রসঙ্গ গুলে পড়েছি। তফাৎ সম্পর্কে সচেতন, শুধু পয়েন একটাই আমি বিশ্বাসী নই। তা বলে সমাধি ফ্যাব্রিকেটেড বলছি না, বলছি ইনডিউস করা সম্ভব। মাদক তাতে হেল্প করে।
  • sosen | 184.64.4.97 | ১০ এপ্রিল ২০১৬ ২১:৩৩515219
  • একা রামকৃষ্ণই তো নয়, সমাধি তো সাধকপুরুষদের মধ্যে অতি কমন, ওটি পাওয়ার জন্যেই তো সাধনা।
  • Abhyu | 107.81.102.141 | ১০ এপ্রিল ২০১৬ ২১:৩৮515221
  • উঁহু। মেন পার্থক্য হল মাদকের এফেক্ট চলে যায়। একবার নির্বিকল্প সমাধি হলে তার এফেক্ট চিরস্থায়ী। (বিবেকানন্দ গোলাপ মাকে বলেছিলেন যে গোলাপ মার শরীর সমাধিতেই যাবে, ব্রহ্মানন্দ মহারাজ বলতেন যে নির্বিকল্প সমাধির পরে আসল ধর্ম জীবন আরম্ভ হয়) - আর মাদক নেবার আগের লোক আর মাদকের ঘোর কেটে যাবার পরের লোক একই থাকে, সমাধি হলে মানুষ সর্বদা একটা আনন্দের মধ্যে থাকে (ঠাকুর বোধ হয় বলতেন নারকেলের বেল্লো খসে যায়)। মাদক দিয়ে সমাধি আনা গেলে আর এতো কিছুর দরকার হত না।
  • dc | 132.164.53.15 | ১০ এপ্রিল ২০১৬ ২১:৩৮515220
  • ইয়ে ডিএসএলার ইত্যাদি নিয়ে আমার কোন ডাইলেমা নেই। আমি তো ক্যাপিটালিস্ট, তাই তিন লাখের ডিএসএলার, কুড়ি লাখের গাড়ি আর এক কোটির ফ্ল্যাট নিয়ে আমার কোন আপত্তি নেইকো :p
  • Arpan | 233.227.40.155 | ১০ এপ্রিল ২০১৬ ২১:৪০515222
  • ব্রাহ্মরা আরো উচ্চকোটির পাব্লিক ছিলেন। ও এমনিতেই ভোগে যেত।
  • Abhyu | 107.81.102.141 | ১০ এপ্রিল ২০১৬ ২১:৪২515223
  • :)
    না এক ব্রাহ্মকে আমি খুবই পছন্দ করি, দাড়িদাদু।
  • avi | 233.191.52.103 | ১০ এপ্রিল ২০১৬ ২১:৪৩515226
  • আচ্ছা, মাদকের সাহায্যে সমাধি লাভ, এটাই কি হিপিদের সাধনার অঙ্গ ছিল? হিপিদের নিয়ে খুব কম জানি। :(
  • ইনফো | 96.104.15.15 | ১০ এপ্রিল ২০১৬ ২১:৪৩515225
  • @Abhyu, বিবেকানন্দ প্রথাগুলোর ভালোমন্দ দুটো দিকই দেখতেন । বিধবাবিবাহ নিয়ে এরকম বলেছেন -
    "আমাকে বারংবার জিজ্ঞাসা করা হইয়াছে, 'আপনি বিধবাদিগের ও নারীজাতির উন্নতির উপায় সম্বন্ধে কি চিন্তা করেন?'এ প্রশ্নের আমি শেষবারের মতো উত্তর দিতেছি—আমি কি বিধবা যে, আমাকে এই অর্থহীন প্রশ্ন করিতেছ? আমি কি নারী যে, আমাকে বারংবার এই প্রশ্ন জিজ্ঞাসা করিতেছ? তুমি কে যে, গায়ে পড়িয়া নারী জাতির সমস্যা সমাধান করিতে অগ্রসর হইতেছ ?তুমি কি প্রত্যেক বিধবা ও প্রত্যেক নারীর ভাগ্যবিধাতা স্বয়ং ঈশ্বর? "

    বিদ্যাসাগর বিষয়ে কোটটা নিবেদিতার লেখায় । যদ্দূর মনে পড়ছে The master as I saw him .
  • :( | 74.233.173.63 | ১০ এপ্রিল ২০১৬ ২১:৪৪515227
  • ওরে ভাই সমাধি অন্য জিনিস। হার্টবীট নেই। শ্বাসপ্রশ্বাস নেই। মহেন্দ্র ডাক্তার দেখে বললেন চিকিৎসা শাস্ত্রমতে মৃত। দুলাইন পড়ে নিয়েই নাহয় লেখ।
  • রোবু | 233.29.204.178 | ১০ এপ্রিল ২০১৬ ২১:৪৫515228
  • রেবাবুও তো।
    সবচেয়ে বড় কথা, এদিকে ভিয়েতনাম যুদ্ধটুদ্ধ নিয়ে এত কিছু বলালেন, এদিকে আবার অস্কার নিলেন। ব্যাপারটা ঘেঁটে যায়।
  • avi | 233.191.52.103 | ১০ এপ্রিল ২০১৬ ২১:৪৬515229
  • অভ্যুদা, ব্রাহ্মদের সাধনার ওপর বেস্ট বই চলচিত্তচঞ্চরী। এর লেখককেও ব্রাহ্ম হিসেবে পছন্দ করতেই হবে। :)
    শরৎচন্দ্রকে নাকি একজন জিজ্ঞেস করেছিলেন, আপনি ব্রাহ্মদের গাল দিয়ে লেখেন কেন? আপনি কি মনে করেন সব ব্রাহ্মই খারাপ? উনি নাকি তাতে বলেন, না না, আমি আর কটাকেই বা দেখেছি!
  • Abhyu | 107.81.102.141 | ১০ এপ্রিল ২০১৬ ২১:৪৭515230
  • @ ইনফো , এটা পরিষ্কার না বলব না কিন্তু হ্যাঁ-ও বলব না টাইপ উত্তর :)
  • sosen | 184.64.4.97 | ১০ এপ্রিল ২০১৬ ২১:৫০515231
  • মাদক দিয়ে সমাধি আনা যায় বলিনি। ঐ ডিল্যুশনাল ফেজে পৌঁছনোর জন্য কেমিক্যাল ইমব্যালেন্স হেল্প করে এটাই বললাম, সেই জন্য মাদকের সম্যক প্রচলন সাধুদের মধ্যে।
    আনন্দের ব্যাপারে জানিনা, গাঁজাও খাইনি, সমাধিও হয়নি। এসব উপলব্ধির ব্যাপার, দুটো জিনিস এক্সপিরিয়েন্স না করা অব্দি বিশ্বাস হবে না, আর সমাধি যখন হবেই না, গাঁজা খেয়ে লাভ নেই। কিন্তু যা বলছি সেটা হোলো বিশ্বাসী আর অবিশ্বাসীদের মধ্যে এই ফারাক তো থেকেই যাবে। তাতে ইতিহাসচর্চায় বাধা পড়ার কারণ নেই।
  • ইনফো | 47.187.129.166 | ১০ এপ্রিল ২০১৬ ২১:৫৩515233
  • @Abhyu, সে যা বলবেন । উনি তো Nation wants to know এর শোতে বসেননি । অন্যত্র বলেছেন -

    "ভাল মন্দ সব দেশেই আছে। আমার মতে সমাজ সকল দেশেই আপনা আপনি গড়ে। অতএব বাল্যবিবাহ তুলে দেওয়া, বিধবাদের পুনরায় বে দেওয়া প্রভৃতি বিষয় নিয়ে আমাদের মাথা ঘামাবার দরকার নেই। আমাদের কাজ হচ্ছে স্ত্রী পুরুষ-সমাজের সকলকে শিক্ষা দেওয়া। সেই শিক্ষার ফলে তারা নিজেরাই কোন‍্‍টি ভাল, কোন‍্‍টি মন্দ সব বুঝতে পারবে এবং নিজেরা মন্দটা করা ছেড়ে দেবে। তখন আর জোর ক’রে সমাজের কোন বিষয় ভাঙতে গড়তে হবে না।"
  • sosen | 184.64.4.97 | ১০ এপ্রিল ২০১৬ ২১:৫৩515232
  • ঃ(-এ পর্যন্ত কজনের সমাধি দেখেছেন? নাম ঠিকানা দেবেন প্লিজ।
    আমি কলাইন পড়েছি সে নাহয় পরে মিলিয়ে দেখছি।
  • avi | 233.191.52.103 | ১০ এপ্রিল ২০১৬ ২২:০২515234
  • সোসেনদি, এই দেখুন আরেকরকম জিনিস। উইকি বলছে,
    "Suspended animation is the slowing or stopping of life processes by exogenous or endogenous means without termination. Breathing, heartbeat, and other involuntary functions may still occur, but they can only be detected by artificial means.

    Tiny organisms (e.g. embryos up to eight cells) can be cryogenically preserved and revived. Some have been kept in suspended animation for as long as 13 years.

    Placing astronauts in suspended animation has been proposed as one way for an individual to reach the end of an interstellar or intergalactic journey, avoiding the necessity for a gigantic generation ship; occasionally the two concepts have been combined, with generations of "caretakers" supervising a large population of frozen passengers.

    Since the 1970s, induced hypothermia has been performed for some open-heart surgeries as an alternative to heart-lung machines. Hypothermia, however, provides only a limited amount of time in which to operate and there is a risk of tissue and brain damage for prolonged periods."
  • Abhyu | 107.81.102.141 | ১০ এপ্রিল ২০১৬ ২২:০২515236
  • এগ্রীড -- বাল্যবিবাহ তুলে দেওয়া, বিধবাদের পুনরায় বে দেওয়া প্রভৃতি বিষয় নিয়ে আমাদের মাথা ঘামাবার দরকার নেই -- আমার মতে না বলতে পারছি না, কিন্তু হ্যাঁ-ও বলছি না কেস। উনি সম্ভবতঃ বাল্যবিবাহ কেন ভালো সেই পক্ষেও যুক্তি দেখিয়েছেন, ঠিক মনে নেই, কিন্তু ঐ, যার সাথে প্রেম করার তার সাথেই করো গোছের যুক্তি।

    তবে আমার ধারণা ঠিক না-ই হতে পারে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন