এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | 123.242.248.130 | ০৯ জানুয়ারি ২০১২ ১৪:৪৫516720
  • রাতে খাবার টেবিলে বসে যখন এদের মুখগুলো দেখি বাংলা খবরে, যখন এদের সুললিত বাণীগুলো শুনি, কীরকম একটা অক্ষম রাগ হয়। কিছুই করতে পারব না। কীবোর্ডই নয় ফাটাই। রাতের ঘুমটা তো কমপ্লিট হবে :)
  • umesh | 80.254.147.148 | ০৯ জানুয়ারি ২০১২ ১৬:৪৬516721
  • সামান্য একটা ঘটনার জন্যে তিলক চৌধুরীর মতো নেতার বিরুদ্ধে কোনো স্টেপ নেবে, দিদি কি তেমন নির্বোধ বলে মনে হয়!

  • kallol | 119.226.79.139 | ০৯ জানুয়ারি ২০১২ ১৭:১৮516722
  • কলেজ অধ্যক্ষদের কোন সংগঠন নেই?
    সমস্ত কলেজের অধ্যক্ষদের পদত্যাগ করা উচিত। অবশ্য দলদাসগুলো করবে না। না করুক অন্যেরা তো আছে।
  • Salil Biswas | 203.147.88.10 | ০৯ জানুয়ারি ২০১২ ২১:৫৩516724
  • আজ কফি হাউজ গিয়ে দেখি জমিয়ে "রক্তদান শিবির" চলছে। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে দেখি ঝুড়ি ভরা কাটলেট ভাজা যাচ্ছে। গন্ধে রক্ত চলকে উঠল। ভেতরে স্বাস্থ্যমন্ত্রীর বক্তিমে চলছে। মনে হল না, কোথাও কেউ প্রিন্সিপ্যালদের প্যাঁদাচ্ছে। ঋষভ কণ্ঠে মাইকে ভাষণ এবং কবিগুরু দুই-ই চলছে এলাকা কাঁপিয়ে। এতকাল কফি হাউজ যাচ্ছি, এমনটি দেখিনি। আগেও লোকে কফি হাউজ-এ রক্ত দিত। এবারে -- কি দাপট! ভাই-দের হাতে ক্ষমতা এয়েছে না!
  • Salil Biswas | 203.147.88.10 | ০৯ জানুয়ারি ২০১২ ২১:৫৩516723
  • আজ কফি হাউজ গিয়ে দেখি জমিয়ে "রক্তদান শিবির" চলছে। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে দেখি ঝুড়ি ভরা কাটলেট ভাজা যাচ্ছে। গন্ধে রক্ত চলকে উঠল। ভেতরে স্বাস্থ্যমন্ত্রীর বক্তিমে চলছে। মনে হল না, কোথাও কেউ প্রিন্সিপ্যালদের প্যাঁদাচ্ছে। ঋষভ কণ্ঠে মাইকে ভাষণ এবং কবিগুরু দুই-ই চলছে এলাকা কাঁপিয়ে। এতকাল কফি হাউজ যাচ্ছি, এমনটি দেখিনি। আগেও লোকে কফি হাউজ-এ রক্ত দিত। এবারে -- কি দাপট! ভাই-দের হাতে ক্ষমতা এয়েছে না!
  • kallol | 115.241.2.207 | ০৯ জানুয়ারি ২০১২ ২২:১৭516725
  • কফি হাইসে র‌্যালা মরতে নেই, ওটা বামেদের (সব রংএর) ট্যাবু। এরা তো সে সবের ঊর্দ্ধে :-))
  • maximin | 59.93.170.197 | ০৯ জানুয়ারি ২০১২ ২২:৪৭516726
  • বিপ্লব
    ছাত্রছাত্রীদের মনে আশার সঞ্চার করার জন্যে বৃত্তিমুখী বিষয়ে সিট বাড়াতে বলছেন তো? সেইসঙ্গে ইংরেজি ইতিহাস ফিলজফি বাংলা ইত্যাদি অনার্স কোর্সে সিট কমিয়ে দিতে বলছেন। অন্যান্য রাজ্যে এরকমই ব্যাবস্থা?
  • PT | 203.110.246.230 | ০৯ জানুয়ারি ২০১২ ২৩:০৬516727
  • এই যে এদ্দিন শুনতাম যে আলিমুদ্দিনের লোক না হলে প্রধান শিক্ষক বা অধ্যক্ষ হওয়া যায় না, তা'লে সুরেন্দ্রনাথ লাহিড়ী কলেজের অধ্যক্ষ কি আলিমুদ্দিনের স্নেহচ্ছায়া ছাড়াই অধ্যক্ষের পদটি পেয়েছিলেন? নাহলে সিপিএমের লোককে ধরে SFI কেন প্যাঁদালো সেটা বোঝা যাচ্ছে না যে!!
  • ranjan roy | 14.97.244.251 | ০৯ জানুয়ারি ২০১২ ২৩:০৭516728
  • না ম্যাক্সিমিন!
    বিপ্লব বোধহয় ঠিক তা বলেন নি। পাসকোর্স তুলে দিতে বলছেন যেহেতু এর কোন ভ্যালু নেই। মেট্রোগুলো বাদ দিয়ে অধিকাংশ শহরে ( ধরুন, নাগপুর, ভোপাল, ছত্তিশ্‌গড়ে) একটাই স্নাতক কোর্স, অনার্স-পাস বলে কিছু নেই।

    বিপ্লব,
    আপনার সঙ্গে প্রায় একমত। কিন্তু দেখুন বঙ্গে কোপ্ন অরিজিনাল থিংকিং নেই। এতেও গো-বলয় এগিয়ে আছে।
    ছাত্র ইউনিয়ন নিয়ে ঝগড়ায় বিদ্যার্থী পরিষদের কিছু ছাত্র "" নিরপেক্ষ'' না থাকার কথিত দোষে প্রো সাবরওয়ালকে পিটিয়ে মেরে ফেলল। সরকারে বিজেপি, কেস হালকা করে দেয়া গেল, সাক্ষী বদলে গেল। কেউ শাস্তি পেল না। বঙ্গের ছাত্রদের উচিত ছিল অধ্যক্ষকে মেরেই ফেলা। তাহলে গোবলয়ের সমান হওয়া যেত।
  • ranjan roy | 14.97.244.251 | ০৯ জানুয়ারি ২০১২ ২৩:০৯516730
  • পিটি,
    হয়তো উনি হাওয়া বুঝে লাল থেকে সবুজ হয়েছেন, পাশে বসে ঘাসফুল নেতা।:)))
  • Suvajit | 59.177.204.9 | ১০ জানুয়ারি ২০১২ ০০:১৩516731
  • আজকে তারানন্দের প্রতিপক্ষে মদনাদা বলল কংগ্রেসের নেতারা নাকি তিনোমূলের ছাত্তরদের ভুলিয়ে ভালিয়ে কলেজে ঢুকিয়ে বলে দিয়েছিলো যে প্রিন্সিপালকে ক্যালা। ক্যালাবার পরে তিনোমূলের নাম করবি। সেই জন্যই ছেলেগুলো বিভ্রান্ত হয়ে মারামারি করে ফেলেছে। এসব কংগ্রেসের চক্রান্ত। এককান কাটারা গ্রামের বাইরে দিয়ে যায়। কংগ্রেস কিনা দুকান কাটা তাই মহাকরণে বসে নিজের সরকারের এগেনস্টে বক্তিমে দেয়। নিজেরা তো টুজি থ্রিজি সব কিছুতে ফেঁসে আছে, মমতা ব্যানার্জি এত স্বচ্ছতার সঙ্গে সরকার চালাচ্ছে, ওদের সহ্য হচ্ছে না। নইলে এই আট মাসে মমতা ব্যানার্জী যা কাজ করেছেন, পৃথিবীর ইতিহাসে এত কাজ কেউ করেনি।
    মাইরি, নিজের কানে শুনলাম। খুব আশ্চর্য আর ভীষণ অবাক হলাম।
  • Bratin | 117.194.105.164 | ১০ জানুয়ারি ২০১২ ০০:৩০516732
  • শুভজিত , সাপোর্টালাম।
  • Biplab Pal | 69.250.67.136 | ১০ জানুয়ারি ২০১২ ০৬:৫২516733
  • রঞ্জনদা এবং ম্যাক্সিমিন
    আমি আসলে আমেরিকার কমিনিউনিটি কলেজগুলোর ধাঁচে এগোতে বলছিলাম। এখানেও
    ইতিহাস, দর্শন , ইংরেজী পড়ানো হয়। ইংরেজি বাদে সব অপশনাল। আসল কোর্স গুলো হচ্ছে
    নার্সিং, একাউন্টইং, আই টি এডমিন, রিয়াল এস্টেট, মার্কেটিং কমিউনিকেশন এইসব। পশ্চিম বঙ্গে এসব আসে নি-কারন কোম্পানীই ত নেই। গুজরাটে স্কুল থেকে টাইপিং সেখানো হয়।

    আর দিদি এসে প্রথমেই প্রেসিডেন্সি নিয়ে নাচন কোঁদন শুরু করলেন-যেন চাইলেই বাংলার সবাই অমর্ত্য সেন হবে। বাকীদের হাতে ভাঙা হারিকেন ছিল-এখন সেটাও নিভু নিভু!

    পশ্চিম বঙ্গে কলেজ শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার।
  • siki | 123.242.248.130 | ১০ জানুয়ারি ২০১২ ০৯:১৮516734
  • ওহো, শুভজিৎদা বলে দিয়েছেন দুকান কাটার গল্প। আমি আবার অন্যত্র লিখে এলাম। :)
  • kallol | 119.226.79.139 | ১০ জানুয়ারি ২০১২ ১০:১৩516735
  • এসএফআই অধ্যক্ষ পেটালে পুলিশ হাজত, তৃণমূল ছাপ পেটালে জামিন। দলবাজীর নির্লজ্জ খেলা। ধীরে ধীরে দলতন্ত্র ফিরে আসছে, ফিরে আসছে ঔদ্ধত্য। অথচ প্রধান বিরোধী দল বিবৃতি দিয়েই খাল্লাস। একটা আন্দোলন গড়ে তোলার মুরোদও নেই।
    সলিলদা, আপনাদের সহমর্মীরা কি কিছু ভাবছেন অধ্যক্ষ পেটানো নিয়ে। আমি ২ ফেরুয়ারী থেকে ১১ ফেব্রুয়ারী কলকাতায় আছি। কিছু কি করা যায়? বই মেলাকে ব্যবহার করে কিছু কি করা যায়?
  • PT | 203.110.246.230 | ১০ জানুয়ারি ২০১২ ১১:৫১516736
  • মদন মিত্রর আরেকটা মণিমুক্তও রেকর্ড করে রাখার মত। বামফ্রন্টের প্রতিনিধিকে বললেন:-"আপনি যমেরও অরুচি"। মদনকে দেখলে আমার সেই কিশোরবেলায় দেখা নব কংগ্রেসিদের কথা মনে পড়ে। তৃণমূলে কংগ্রেসের সেই ঝাড়াই-বাছাই করা জঞ্জালেরাই জড় হয়েছে।
  • EL d | 220.227.106.153 | ১০ জানুয়ারি ২০১২ ১২:১৪516738
  • মণিমুক্তো বললে হবে ? উনি ত্রিশ হাজার ভোটে জিতে নিব্বাচিতো আর দেখেন নি স্বনামধন্য নাট্যকার শিশু সাহিত্য আকাডেমির চেয়ারপার্সন বাংলার অরওয়েল অর্পিতা ঘোষ কি সুন্দর মিষ্টি করে মাঝেমাঝেই মদোনদা মদোনদা বলে ডাক দিচ্ছিলেন !
  • abastab | 61.95.189.252 | ১০ জানুয়ারি ২০১২ ১২:২৩516739
  • দলতন্ত্র ফিরবেনা এরকম প্রত্যাশা কিসের ভিত্তিতে হয়েছিল সেটাই বুঝিনা।
  • PT | 203.110.246.230 | ১০ জানুয়ারি ২০১২ ১২:৫২516741
  • তথাকথিত বুদ্ধিমানেরা কতটা ""নাইভ"" সেটা নকশাল আমলে একবার প্রমাণিত হয়েছিল, মমতাকে তোল্লাই দিয়ে ক্ষমতায় আনায় সেটা তারা আরেকবার প্রমাণিত হল।
  • PT | 203.110.246.230 | ১০ জানুয়ারি ২০১২ ১২:৫৪516742
  • **সেটা আরেকবার প্রমাণিত হল।
  • kallol | 119.226.79.139 | ১০ জানুয়ারি ২০১২ ১২:৫৫516743
  • দলতন্ত্র আর ঔদ্ধত্য ফিরবে না এরকম আশা কেউ করে নি।
    পুরোনো প্রচুর পোস্ট আছে এসব নিয়ে, সে সব এতো তাড়াতাড়ি ভুলে গেলে হবে!
    যারা দলতন্ত্র ও ঔদ্ধত্যের রাজনীতি করতেন তাদের হঠানোর দরকার ছিলো। তার হঠে গেছেন। এবার নতুন দলতন্ত্রিক আর উদ্ধতদের সরাতে হবে।
    এই তো ব্যাপার। সহজ এবং সরল। নতুন সমীকরণ হবে হয়তো।
    কিন্তু প্রাধান বিরোধী দল এমন চুপসে ক্যানো? এই তো সময় সেই সব প্রতিশ্রুতি পালন করার - ভোটে হারার পরেই যে গৌদেব(সিপিএম) বলেছিলো - আন্দোলনের নাকি বন্যা বয়ে যাবে!
  • siki | 123.242.248.130 | ১০ জানুয়ারি ২০১২ ১৩:১১516744
  • মমতাকে ক্ষমতায় আনা নিয়ে কেউ বুদ্ধিজীবিদের দোষারোপ করে নি; কিছু গোঁড়া সিপিএম সমর্থক ছাড়া। পরিবর্তন অতি অবশ্যই দরকার হয়ে পড়েছিল, পকাবুরা তাতে কিছু অনুঘটকের কাজ করেছিলেন মাত্র। আমজনতাও চেয়েছিল, তাতে আশা করি এখন আর কোনও সন্দেহ নেই। মমতাকে ক্ষমতায় আনার জন্য শুধুই বুদ্ধিজীবিদের দোষ দেওয়াটা নিতান্তই মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেবার অপচেষ্টা।

    রাগটা হয় এখন, যখন মমতার এত কিছু অন্যায়ের একটারও প্রতিবাদ হয় না। মহাশ্বেতা দেবী প্রতিবাদ করায় মমতা কিছুদিন মাত্র আগেই তাঁকে যাচ্ছেতাইভাবে অপমান করেছিলেন। তাই নিয়েও কোনও বুদ্ধিজীবি একটিবারের জন্যেও মুখ খোলেন নি। রাগটা সেখানেই।
  • a | 208.240.243.170 | ১০ জানুয়ারি ২০১২ ১৩:১২516746
  • কল্লোলদা, কমেন্টটা কনসিস্টেন্ট হল না।

    দলতন্ত্র আর ঐদ্ধত্তের রাজনীতি মমতাও কম করেনি, কোনোদিনই। তো হঠানোর কথা ছিল সিপিয়েমকে, তারা হঠে গেছে, এইটা ঠিক।

    আর এটাও ঠিক যে মমতার হাত ধরে বিজেপি আরেকবার প:বঙ্গে পা রাখল বলে, যদি ইউপিতে কং ডোবে।

    আশ্চর্য লাগে কখন? যখন দেখি গৌদের "কুপন পোড়ানো"র ক্লেম নিয়ে (সঙ্গতভাবেই) পাতার পর পাতা "প্রমান দেওয়া" র দাবি ওঠে,
    আর কাকলি দেবী দিল্লীতে বসে আন্না হাজারের রামলীলা ময়দানের আন্দোলনকে স্রেফ পয়সা খাওয়ানো আন্দোলনবলে কটাক্ষ করেন তখন সেটা উল্লেখ পর্যন্ত হয়না। পক্ষপাত তথা দ্বীচরিতা, সে ন্যড়াদা আমাকে যাই বলুননা কেন :)
  • I | 14.96.132.48 | ১০ জানুয়ারি ২০১২ ১৩:১২516745
  • বুদ্ধিজীবীদের কথা আর বলবেন না মহায় ! ঘেন্না ধরে গ্যালো। ৭৭য়ে তাও বুঝিয়ে সুঝিয়ে মানুষ করা গেছিল, বছর চৌত্রিশ অবধি মাথায় বুদ্ধিসুদ্ধি ছিল, নিয়ম করে ভোটের আগে "ভোট দিন' কাগজে সইসাবুদ করে দিত, সে সুখ সহ্যি হল না। মাথায় পোকা নড়ে গেল। খাচ্ছিল তাঁতী তাঁত বুনে !
    নাইভ বলে নাইভ !
  • Ishan | 117.194.33.219 | ১০ জানুয়ারি ২০১২ ১৩:১৪516747
  • উফ গৌতম দেবের সেই রোমহর্ষক ইন্টারভিউ আরেকবার মনে পড়ে গেল। :)
  • EL d | 220.227.106.153 | ১০ জানুয়ারি ২০১২ ১৩:১৫516749
  • শীততাপনিয়ন্ত্রিত ঘরে বসে হস্তমুদ্রা দেখিয়ে কি আর আন্দোলন হয় !

    এই ব্যাপারে তৃণমুল যেকোন দিন সিপিএমকে দশ গোল দেবে

    এখনও কোথাও তৃণমুল কর্মীর ওপর হামলা হলে মমতা-মুকুল রায়-পার্থ চ্যাটার্জি যেভাবে ছুটে গিয়ে পাশে দাঁড়ান তাতে মানুষ বিরাট ভরসা পায় বৈকি, এমনকি ভোটের আগেও এরকম কোন ঘটনা ঘটলেই একইভাবে তৃণমুল নেতৃত্ব ছুটে যেতেন। কিছুটা প্রচারের লোভে গেলেও ঐ অঞ্চলের মানুষের মনে এই শীর্ষ নেতৃত্বের এসে পাশে দাঁড়ানোটা বিরাট অর্থবহ আর তাতে করেই তৃণমুলের সংগঠন আগের থেকে অনেক মজবুত হয়েছে।

    কোনও দিন দেখেছেন দু একটি ব্যাতিক্রমী ঘটনা ছাড়া বিমান -বুদ্ধ- সুর্যকান্তদের আক্রান্ত সিপিএম সমর্থক পরিবারের পাশে দাঁড়াতে ? এনারা এখনো সেই কর্পোরেট কায়দায় লোকাল বা ব্রাঞ্চ নেতাদের পাঠিয়েই হাত ধুয়ে ফেলেন ... তো লোকের বয়েই গেছে এইরকম পার্টির জন্য আন্দোলন-সংগ্রাম করতে !
  • quark | 14.139.199.1 | ১০ জানুয়ারি ২০১২ ১৩:১৫516748
  • আহা! এই ধরো গিয়ে অর্পিতা দেবী। ওসব "ছোটখাটো" (মহাশ্বেতা দেবীকে বকে দেওয়া) ঘটনার প্রতিবাদ কল্লে, তাঁকে কি আর কেউ তারানন্দে ডাকতো?
  • siki | 123.242.248.130 | ১০ জানুয়ারি ২০১২ ১৩:১৯516750
  • অ্যা:!

    কথাটা শীতাতপ নিয়ন্ত্রিত। :)
  • a | 208.240.243.170 | ১০ জানুয়ারি ২০১২ ১৩:২৩516752
  • কাল ২৪ ঘন্টায় অসীম বাবু (কাকা) যেটা বল্লেন, সেটা অনেক রিজনেবল। ভোটের আগে সিপিয়েমের প্রতি লোকের একটা তীব্র রাগ ছিল, সেটা মমতাকে ঘিরে কনসোলিডেটেড হয়েছিল।

    কিন্তু এখন সরকার পক্ষ বদলে গেছে, ফলে সেই রাগের তীব্রতায় ভাটা পড়েছে। ফলে বিরোধিতার রাজনীতি আর ডিভিডেন্ট দিতে পারছে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন