এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 168.26.215.13 | ১৩ জানুয়ারি ২০১২ ২৩:৪২516549
  • মুখ ছাড়াও আর কোন কোন জায়গা দিয়ে বলা যায়? (ডি: এটা টেকনিকাল প্রশ্ন)
  • ppn | 112.133.206.18 | ১৩ জানুয়ারি ২০১২ ২৩:৪৯516550
  • সেইটা বিমানবাবুকে জিগান কমরেড। কিছুদিন আগেই প্লেন চালানোর ভঙ্গি করে কিছু একটা বলতে চেয়েছিলেন!
  • Sibu | 74.125.59.177 | ১৩ জানুয়ারি ২০১২ ২৩:৫১516551
  • প্পন কি সিওর ওটা মুখ দিয়ে বলা হয়েছিল? মানে অন্য কিছু দিয়ে বলে ভেনট্রিলোকুইস্টদের মত ;)।
  • siki | 122.177.189.106 | ১৩ জানুয়ারি ২০১২ ২৩:৫৫516552
  • দুটি কথা কইতে মঞ্চায়।

    কলেজে একটা স্টুডেন্টস বডি ছিল। কোনও পলিটিকাল কালার ছিল না। কলেজে পলিটিকাল পার্টির এϾট্র ব্যানড ছিল। আজও আছে, প্রায় দু দশক হয়ে গেল।

    কোনওদিন মনে হয় নি আমরা শিক্ষকদের দ্বারা বা ম্যানেজমেন্টের দ্বারা নিপীড়িত, শোষিত, বঞ্চিত।

    হ্যাঁ, আমাদের রিমোট গ্রামের ইঞ্জিনীয়ারিং কলেজ, অনেক কিছু ছিল না, কিন্তু কখনও মনে হয় নি কজেলে পলিটিক্সের কালার এনে সে সবের সমাধান হতে পারে।

    নিজেকে অসীম সৌভাগ্যবান মনে করি যে আমি যতগুলো স্কুল কলেজে পড়েছি, যেখানে অনায়াসে পার্টি পলিটিক্স থাকতে পারত, তার একটাতেও পার্টি পলিটিক্স ছিল না। মন্দ ভালো মিশিয়ে, মনে হয় না খুব খারাপ ছিলাম ছাত্রজীবনটায়।
  • PT | 203.110.246.230 | ১৪ জানুয়ারি ২০১২ ০০:০৯516553
  • pi
    শুধু কেন্দ্রের ঘাড়ে দোষ চাপালাম? 06:49 PM-এর পোস্টিংএর প্রথম লাইনটা আবার পড়ুন।

    অন্যান্য রাজ্যের স্বাস্থ্যের অবস্থা মোতেই ভাল নয় - সেসব নিয়ে লম্বা আলোচনা হয়েছে। অন্য কোন টইতে এই নিয়ে বিশদ তথ্য আছে। এ নিয়ে চক্রাকারে তক্ক করে কোন লাভ নেই। ভারতের ৪২% অভুক্ত শিশু কি প: বঙ্গে থাকে - নাকি অভুক্ত থাকাটা খারাপ স্বাস্থ্যব্যবস্থার মধ্যে আসেনা?

    এই অবস্থা থেকে বুদ্ধ উত্তরণ ঘটাতে পারেননি কেননা আমার বোধশক্তি অনুযায়ী সেটা হওয়ার কথা নয়। মমতাও পারবেন না। কিন্তু আমি মমতার মুখ থেকে সত্যি এবং বাস্তবসম্মত কথাটা শুনতে চাই। যেমন ধানের ক্রয়মূল্য এবং সারের দাম প্রসঙ্গে প্রথম বারের মত কেন্দ্রের অবস্থান নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য হয়েছেন।

  • a | 208.240.243.170 | ১৪ জানুয়ারি ২০১২ ০০:১২516554
  • এইটা খুব জরুরি কথা সিকি, ছাত্র সংসদ ছাত্রের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলার জন্যে থাকবে, নিশ্চয় থাকবে। কিন্তু রাজনৈতিক রং দিয়ে কি সুবিধা হয় সেটা বুঝিনা।

    এইটা হলে "বহিরাগত" সমস্যাও অনেকটা কমে যাবে
  • byaang | 122.172.247.101 | ১৪ জানুয়ারি ২০১২ ০০:১৬516555
  • আমি মাইরি, পুরো হাঁ হয়ে যাচ্ছি এখানে এর আগে কেউ অধ্যক্ষদের গায়ে হাত দেওয়া, ধাক্কাধাক্কি করা এইসব দেখে নি, শোনে নি, জানে না, এই টাইপের রিঅ্যাকশন দেখে।
    আমি যেসময়ে কোলকাতার কলেজে পড়েছি, তখন তো তিনোমুলি ছাত্র পরিষদ ছিল না। তখন ছিল শুধু ছাত্র পরিষদ আর এসেফাই। ছাত্র পরিষদের নেতা ছিলেন তাপস রায়। এসেফাইয়ের কে ছিলেন, ভুলে গেছি। তো সেই সময়ে কোলকাতার সাধারণ কলেজগুলোতে ইলেকশনের দিনে ব্যাপ্পোক কেলাকেলি হত, প্রিন্সিপাল-প্রফেসরদের ধাক্কা মারা, টেনে পাঞ্জাবি ছিঁড়ে দেওয়া, এক কলেজ থেকে অন্য কলেজে ভোট দিতে যাওয়া, একটা-দুটো পেটো পড়া এসব তো হামেশাই দেখেছি। নকশাল আমলের কথা বলছি না। আজ থেকে পনেরো-কুড়ি বছর আগের কথা বলছি।
  • byaang | 122.172.247.101 | ১৪ জানুয়ারি ২০১২ ০০:১৯516556
  • এক সময় এই বহিরাগতদের ঝামেলা মেটানোর জন্য আমাদের সব্বাইকে কলেজে ঢুকতে গেলে আইকার্ড দেখিয়ে ঢুকতে হবে নিয়ম করায়, ইউনিয়ন থেকে আমরা গিয়ে আবার একপ্রস্থ ঘেরাও করলাম প্রিন্সিপাল আর ভাইসপ্রিন্সিপালকে।সেদিনের ফটো যদি কেউ তুলত, রামপুরহাট কলেজের ফটোর থেকে সে ফটো আলাদা কিছু হত না।
  • aka | 168.26.215.13 | ১৪ জানুয়ারি ২০১২ ০০:২৫516557
  • দুর ব্যাঙ সব ভুলে গেছিস, সেই সময়ে কলেজে কলেজে কৃষ্ণচূড়া গাছের তলায় বসে সবাই শুধু অংক কষত আর কবিতা পড়ত, আর বন্ধ ট্রাম ঠেলে স্টার্ট করিয়ে দিয়ে সমাজ সেবা করত। বলি বয়স কত? এর মধ্যেই সব ভুলে গেলি গা?
  • pi | 128.231.22.198 | ১৪ জানুয়ারি ২০১২ ০০:৩১516559
  • কে বলেছে রাজ্যের কিছু করার ছিল না ?
    যে রাজ্যগুলো ভাল করছে, তারা এই কেন্দ্রীয় সরাকারের অধীনে থেকেই করছে কিন্তু।
    অনেক অনেক তথ্য দিয়ে অনেক অনেক উদা: দেওয়া যায়। আপাতত জাস্ট একটা দি। ইম্যুনাইজেশনের কভারেজ তামিলনাড়ু , কেরালায় ৯০% এর উপর। প: বঙ্গের হিসেবটা একটু দেখবেন। সেটার জন্য রাজ্যের দায় নেই?
    মূল সিস্টেমে গলতা তো আছেই। কিন্তু তার মধ্যে থেকেও যা করা যেত রাজ্য তার বেশিরভাগই করেনি।
    কেন্দ্র সরকারের কত টাকা ব্যবহার না হয়ে ফেরত গেছে/যায় তার হিসেবটা দেখেছেন কি ?
    বুদ্ধবাবুরও ছিল, মমতাদেবীরও আছে। না করলে সেটা তাঁদের দুজনেরই ব্যর্থতা আর তার জন্য সমালোচনাও শুনতে হবে।
  • PT | 203.110.246.230 | ১৪ জানুয়ারি ২০১২ ০০:৩৩516560
  • সরকারের "পরিবর্তন"" হলে ঔদ্ধত্য বিদায় নেবে আর দলতন্ত্র বলে কিছু থাকবে না এইসব কথাবার্তা বলে মাচা গরম করেছিলেন অনেক পন্ডিতেরা। এখন বাম সরকারের কর্মপদ্ধতিকে মাপকাঠি ধরে এই সরকাররে কাজকর্ম মাপলে তো নিন্দুকেরা একটু আধটু প্রশ্ন তুলবেই!

    ppn
    সুজাতকে এখনো বিশ্বাস করার কোন কারণ দেখিনা। মুখ খুলেছেন কবীর সুমনও, যিনি মাত্র বছর খানেক আগেই আমাদের পরস্পরকে ""জয় মমতা"" বলে সম্বোধন করতে বলেছিলেন। দুজনেই বিস্তর লাথি-ঝ্যাঁটা-গলা ধাক্কা খেয়েছেন দিদির কাছে - তার পরেই মুখ খোলার কথা ভেবেছেন। এই দুই পন্ডিত ব্যক্তির "নাইভ" বোধবুদ্ধি আর বিচারশক্তি আমাকে চমৎকৃত করেছে।
  • PT | 203.110.246.230 | ১৪ জানুয়ারি ২০১২ ০০:৩৬516561
  • ভারতবর্ষকে যে পোলিওমুক্ত দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে সেটা কি প: বঙ্গকে বাদ দিয়ে?
  • pi | 128.231.22.198 | ১৪ জানুয়ারি ২০১২ ০০:৩৭516562
  • কবীর সুমন আজ মুখ খুলেছেন ??!! ডেটগুলো দেব নাকি ?
    লাথি ঝাঁটা খেয়েছেন বলে মুখ খুলেছেন নাকি মুখ খুলেছেন বলে লাথি ঝাঁটা খেয়েছেন ?
  • byaang | 122.172.247.101 | ১৪ জানুয়ারি ২০১২ ০০:৩৮516563
  • আকা, :-)))। একবার গরমকালে দুপুরবেলায় ক্যান্টিনে বসে সব্বাই ঝিমোচ্ছি আর ল্যাদ খাচ্ছি। হঠাৎ কয়েকটা ছেলে এসে বলল সেন্ট পলসের সামনে হেব্বি বাওয়াল হচ্ছে। ব্যাস সব্বাই ২৪০, ৩৪, ২১৯ এই বাস ধরে চল্লাম হেদুয়া থেকে আর্মহার্স্ট স্ট্রীটে বাওয়াল দেখতে। অন্য সময় হলে হয়তো হেঁটে যেতাম, কিন্তু পাছে বাওয়াল দেখা মিস হয় তাই তাড়াতাড়ি করার জন্য বাসে চড়ে গেলাম। তারপর গিয়ে দেখি শুধু সেন্ট পলস নাকি, সামনেই সিটি কলেজ থেকেও প্রচুর ছেলে এসেছে, আমরাও এদিকে স্কটিশ থেকে গেছি। সেন্ট পলসে গিয়ে দেখি সব্বাই সশস্ত্র - লাঠি, উইকেট, হকিস্টিক, সাইকেল চেন, চেয়ারের ভাঙ্গা পায়া, দোকানের শাটার ফেলার রড, বৈচিত্রের অভাব নেই।। প্রফেসররা থামাতে গেলে তাদেরকে থাপ্পড় কষিয়ে দিচ্ছে ছেলেরা, নয়তো ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছে। স্কটিশ, সিটির ছেলেরাও তারপর সেই বাওয়ালে মিশে গেল, সব্বাই সব্বাইকে হেব্বি কেলালো। তো এখন এইটে লিখতে গিয়ে মনে হচ্ছে গাঁজাখুরি গল্প বানিয়ে লিখছি। তা হবেও বা।
  • pi | 128.231.22.198 | ১৪ জানুয়ারি ২০১২ ০০:৪২516564
  • ঘটনা হল, এ বছরে পোলিওর একমাত্র অ্যাক্টিভ কেস রিপোর্টেড এই প:বঙ্গে।
    পৃথিবীজোড়া নানাবিধ কনফারেন্সের টকে প:বঙ্গের নাম উঠে আসে। গুচ্ছ গুচ্ছ পেপারে এখন প:বঙ্গের নাম। এই অ্যাচিভমেন্টটির কারণে :)

    আপনি ঠিক কী নিয়ে তর্ক করছেন, বলবেন ? স্বাস্থ্য ব্যবস্থার অবনতির জন্য রাজ্য সরকারের কোন দায় ছিল না ? :)
    এটা শুনলে ঘোড়াতেও হাসবে :)

    আর এই যুক্তিতে মমতার কোন সমালোচনাও করতে পারবেন না কিন্তু, সেটাও ভেবে দেখবেন :)
  • PT | 203.110.246.230 | ১৪ জানুয়ারি ২০১২ ০০:৪৪516565
  • ডেট দেবেন দিন। তবে শেষ কবে ""মমতাকে মূখ্যমন্ত্রী দেখতে চাই"" বলেছিলেন সেই ডেটটাও জানিয়ে দেবেন।
  • pi | 128.231.22.198 | ১৪ জানুয়ারি ২০১২ ০০:৪৭516566
  • হ্যাঁ, দেখতে চাই বলেছিলেন। দেখার পর যেখানে ভুল মনে করছেন, সমালোচনা করছেন। এতে অসুবিধেটা কীসের ? :)
    হয় অন্ধ সমর্থন করতে হবে, নয় অন্ধ বিরোধিতা ? :)
  • PT | 203.110.246.230 | ১৪ জানুয়ারি ২০১২ ০০:৪৯516567
  • অ! পৃথিবীতে কোনো আলোচনাতে ভারতের অভুক্ত শিশু, রক্তাল্প মা কিংবা ফুটপাতে জীবন-যাপন ইত্যাদি শোনেননি বুঝি? শুধু প: বঙ্গের জন্যই ভারত UNDP-র রিপোর্টে ১৩৬ নম্বরে দাঁড়িয়ে আছে? পৃথিবীর যে দেশে যান সেখানকার ঘোড়াদের সঙ্গে একবার এই নিয়ে আলোচনা করে দেখবেন তো!!
  • pi | 128.231.22.198 | ১৪ জানুয়ারি ২০১২ ০০:৫১516568
  • না, সেই নিয়ে আলোচনা হলেও প:বঙ্গ স্পেসিফিক কেস হলে তাকে বাদ দিতে হবে , এমন তো নয় :)

    অন্ধ সমর্থন ভালো নয় :)
  • PT | 203.110.246.230 | ১৪ জানুয়ারি ২০১২ ০০:৫৯516570
  • অন্ধ সমর্থন বা বিরোধীতার কথা নয় - প্রশ্নটা judgement-এর। সাত মাস আগে যাকে মূখ্যমন্ত্রী দেখতে চেয়েছি, আজ তার বিরুদ্ধে আন্দোলন করতে নামছি - এটা অত্যন্ত হাস্যকর অবস্থান। মাঝ খানে মমতা যে MP কবির সুমনের টুঁটি চেপে ধরে তাকে চুপ করিয়ে রেখেছেন সেটা ভুলে গেলেই বা চলবে কেন। সুমনও তো MP-র পদ থেকে ইস্তফা দেননি। আগে অন্তত: পদত্যাগ করুন। নাহলে সুমনের রাজনীতি নিয়ে প: বঙ্গের সকল ঘোড়াই এবার সত্যি সত্যিই হাসবে।
  • bb | 14.96.24.30 | ১৪ জানুয়ারি ২০১২ ১০:২১516571
  • যে কবীর সুমন খোলা মাঠে দাঁড়িয়ে রোজ দুটি সিপিএম মারুন গোছের বক্তিতা দিয়েছিলেন তাকে আর যাই হোক ভদ্রলোক বলে মানি না। তার গানের খুব ভক্ত ছিলাম, কিন্তু মানুষটির নয়।

  • ppn | 122.252.231.10 | ১৪ জানুয়ারি ২০১২ ১৬:৩৫516572
  • সুজাতকে কে বিশ্বাস করবেন কে করবেন না, করলেও কতটুকু করবেন সেটা তাঁদের ব্যপার। আপনি রোজ একবার করে জিগ্যেস করতেন সুজাতবাবু এখন কী করছেন সেই প্রসঙ্গে পোস্টটি করা।
  • ppn | 122.252.231.10 | ১৪ জানুয়ারি ২০১২ ১৬:৩৮516573
  • আর ভুল তো উনি বলেছেন সে তো বোঝাই যাচ্ছে, নইলে বলেন ১৩ই মে ২০১১-এর আগেও শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য ছিল!
  • maximin | 59.93.206.137 | ১৪ জানুয়ারি ২০১২ ১৭:১৯516574
  • মমতা ব্যানার্জি সবেতেই ফেইলিয়োর নন। এইটে পড়ুন। নীচে লিঙ্ক দিচ্ছি।
  • | 14.98.61.203 | ১৪ জানুয়ারি ২০১২ ১৭:৩৭516576
  • Swapan Dasgupta

    The Right is an endangered community in India's English-language media. I happen to be one of the few to have retained a precarious toehold in the mainstream media. I intend this blog as a sounding board of ideas and concerns. You can read the details of my education, professional experience and political inclinations on Wikipedia (http://en.wikipedia.org/wiki/Swapan_Dasgupta). RIGHT ANGLE is an archive of my published articles. USUAL SUSPECTS is my blog.



    তো ইনি মনে করছেন তিনি সফল

    তো সফল !
  • maximin | 59.93.206.137 | ১৪ জানুয়ারি ২০১২ ১৭:৫২516577
  • তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় যে অ্যামেন্ডমেন্ট প্রস্তাব এনেছিল, মমতা ব্যানার্জি বলেছিলেন অ্যামেন্ডমেন্টসহ বিল পাস করুন এবং আজই করুন। সীতারাম ইয়েচুরি বলেছিলেন অ্যামেন্ডমেন্ট অ্যাকসেপ্ট করুন ও বিল পাস করুন। সেদিন দুই দলের মধ্যে মতৈক্য হয়েছিল। কিন্তু রুলিং পার্টি একদিন ছুটি নিয়ে পরদিন সভার কাজ পন্ড করার ব্যাবস্থা করে শেষ মুহূর্তে বলল না, সময় এক্সটেন্ড করা হবে না।

    স্পিকার মশাই-এর কথা কী আর বলা যায়? আগে শুধু প্লিজ প্লিজ বলে যাচ্ছিলেন, যেন তিনি কতই অসহায়! রাত ১১টা ৫০ মিনিটে তাঁর গলায় বেশ জোর এসে গেল, বলে উঠলেন যান যান সিটে যান, আমাকে বলতে দিন। তো তিনি বললেনটা কী? কিছুই বললেন না, শুধু বললেন এই অবস্থায় কাজ চালানো যায়না -- অবস্থার মধ্যে তো কাগজ ছেঁড়াছিঁড়ি আর কংগ্রেস সদস্যরা পিঠে হাত বুলিয়ে বলছেন ছিঁড়বেন না ছিঁড়বেন না -- তারপর ন্যাশনাল অ্যানথেম বাজানোর নির্দেশ হায় বন্দে মাতরম হায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

    গুরুতে এটা নিয়ে টই হয়নি, এও কি আশ্চর্যের কথা নয়?
  • maximin | 59.93.206.137 | ১৪ জানুয়ারি ২০১২ ১৭:৫৯516578
  • স্পিকার মশাই একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। প্রধান মন্ত্রী একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক। তারা যদি এতটা নির্লজ্জ হন তাহলে কী করে আমরা রায়গঞ্জের কয়েকটি ছাত্রের কাছে আশা করতে পারি যে তারা তাদের নিজের দলের স্থানীয় নেতাকে মারপিট করতে বাধা দেবে?
  • maximin | 59.93.206.137 | ১৪ জানুয়ারি ২০১২ ১৮:০৭516579
  • ৫-৩৭ (নাম দেন নি) ভুল যুক্তি দিলে স্বপন দাশগুপ্ত অ্যাকাউন্টেবল হন, আপনি কিন্তু যুক্তিই দিলেন না, আপনার অ্যাকাউন্টেবিলিটি কার কাছে?
  • | 14.98.61.203 | ১৪ জানুয়ারি ২০১২ ১৮:১১516581
  • অতো এবো রায়গঞ্জ হয়েছে বেশ হয়েছে

    ভবিষ্যতেও দিদির ছোট ছোট "তিলক" ছেলেরা দিকে দিকে দলতন্ত্রবিহীন শিক্ষা অর্ডিন্যান্স দ্বারা অনুপ্রাণিত হয়ে রায়গঞ্জ ঘটিয়ে দেবে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন