এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • রবীন্দ্রনাথ বিষয়ে নির্মোহ বিশ্লেষণ-

    tatin
    অন্যান্য | ০৭ ফেব্রুয়ারি ২০১২ | ২৩৭২৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • omnath | 59.160.210.2 | ০৮ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৪৯532526
  • যখন কন্ডোম আবিষ্কার হয়নি, আর সামাজিক অবস্থানগত কারণে মেয়েরা স্বামীদের কথার উপর কথা বলতে পারেন না, যৌনতায় অস্বীকারের অর্থ নির্দয় রেপ বা প্ত্রালয় নির্বাসন, , শহরে বাইজিবাড়ি ও বেশ্যাগমনের রমরমা, তখনকার কনটেক্সটে শিবুদার বাণী শুনতে উদগ্রীব রইলাম, কারণ " এইডস বা সিফিলিস বা আনওয়ান্টেড প্রেগন্যান্সি " তো আর "রসিকতার ব্যপার নয়" ! :-)
  • omnath | 59.160.210.2 | ০৮ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৫২532527
  • আর সামাজিক ও ঐতিহাসিক কনটেক্সট -

    আঠার শতকের বাবু কলকাতায় - যখন ১৩-১৪ বছরের ছেলেও ইয়ার দোস্তদের সাথে সগৌরবে বেশ্যালয়ে যান, বাড়ির মেয়ে বৌদের সমস্ত কৃতিত্ব ও শিক্ষা-সম্ভাবনা ডজন ডজন বাচ্চা বিয়োনোয় পর্যবসিত, জন্মনোরোধক টেকনোলজি দূরস্থান স্বামীর কথার উপর "না" বলা সামাজিক দৃষ্টিভঙ্গিতে ধৃষ্টতা, তখন রামকৃষ্ণ ফ্রীসেক্সের মন্ত্র না জপে নিদারুণ বালখিল্যতা করেছিলেন নি:সন্দেহে।
  • omnath | 59.160.210.2 | ০৮ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৫৫532528
  • ** পিতৃ-আলয়
  • name | 69.211.0.154 | ০৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:০২532529
  • ঠিক, ডিডি, বিচার বুদ্ধির স্বেচ্ছা বিসর্জন আমরা দিয়েই থাকি। বিশেষ রূপে সৃজন করেই চলি জীবনভর। আপনিই সেদিন বলছিলেন না, ভক্তি আনুগত্যের ব্ল্যাংক চেক -- এই টাইপের কিছু। আসলে, কোনও না কোনও ব্যাংকে অ্যাকাউন্ট আমরা প্রত্যেকেই খুলি। বিষয় বাসনা জর্জরিত জগৎ ব্যাংকে অথবা ঈশ্বর ধারণার ব্যাংকে। আর ক্রমাগতই সই করে চলি ব্ল্যাংক চেকে। কোনওটাই কোনওটার থেকে বেটার কিছু না। তুল্য-মূল্য। টাকাও বিসর্জন, মাটিও! দিনের শেষে কোনও কথাই উল্টো-পাল্টাও থাকে না -- গন্ব্যে পৌঁছে একই!
  • name | 69.211.0.154 | ০৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:০৩532530
  • **গন্তব্যে
  • dd | 59.97.120.165 | ০৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:১৯532531
  • নেম স্যার হুবহু ভুল লিখলেন।

    বিশ্বাসের ব্যাংকে চেক নয়। আমাদের লাইফের নিজস্ব বিচার বুদ্ধির ব্ল্যাংক চেক আমরা তুলে দেই আরাধ্যের কাছে। আর কিছু করার নেই। নট নড়ন চরন নট কিচ্ছু। সারা জীবন দিয়েই যেতে থাকি।

    কোনো মতবাদ বা দলে বা আরাধ্যের কাছে (যেমতি সিপিএম বা সাঁই বাবা বা ইষৎ বেংগল)অমন টিকি বাঁধা না থাকলে মনে হয় অনেক স্বাধীন জীবন। কোনো কৈফয়্‌ৎএর দরকার নেই,নিজের কাছেও।

    তবে অমন লোকনাথ বাবা থাকলে হয়তো আখেরে শান্তি ই বেশী হয়। যা করবেন বাবা করবেন - এমন চির কৃতজ্ঞ চির খোকা হয়ে থাকা যায় সহস্র জীবন। জানি না।
  • omnath | 59.160.210.2 | ০৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:২৫532532
  • কাজু,
    তবেই বোঝ, ২৪ বছরের ছেলেটি ৫ বছরের মেয়েটির সাথে ফুলশয্যার রাতে সেক্স না করে কেন পুজো করল - স্বাভাবিক যৌনতাবোধসম্পন্ন লোকেদের কাছে তা সেকালেও যতটা আশ্চর্যের, আজও তেমনি - দেখাই যাচ্ছে।
  • dd | 59.97.120.165 | ০৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৪৫532533
  • ওমনাথকে, রশোমন তো নিশ্চয়ই দেখেছিস? ধ্রুব সত্য বলে কিছু নেই। একই ঘটনা নানান ভাবে দেখা যায়।

    ঠাকুর আর সারদামায়ের দাম্পত্য জীবনের এই দুটো সিনারিও দেখ

    (১) ঠাকুরের কাছে সারদা মা ছিলেন চিন্ময়ী মাতৃ মুর্ত্তি,তিনি সেই সদ্য বিবাহিতা কন্যার মাঝে দেখেছিলেন জগৎমাতার চিন্ময়ী রূপ। তাই সেই অমায়া বিদ্যার চিন্ময়ী রূপেবিভোর ঠাকুর তখন সেই রাতেই পুজো করেছিলেন ...... ইত্যাদি

    (২) গদাধর বাবুর তখন উন্মাদের অবস্থা। সারাদিন নিজের মনে বিড় বিড় করেন,হয়তো মৃগী রোগও ছিলো। সে সময়ের কথা ভেবে ঐ ২২/২৩ বছরের অপ্রকিতিস্থ তরুণের সাথে ৬ বছরের একটি মেয়ের বিয়ে দেওয়া হয়। কিন্তু তার বাবা মায়ের আশা পুর্ন হলো না। গদাধর বাবু শুধু নামেই বিবাহ করলেন ....

    দুটো ই একদম সত্যি। পসন্দ আপনা আপনা।
  • de | 180.149.51.67 | ০৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৫৪532536
  • সমসাময়িক কালের শ'-দু'শ বছর পরেও যাঁদের চিন্তা,ভাবনা,বিচার নিয়ে পাতার পর পাতা নির্মোহ ব হয় তাঁদের সব কথার আজকের নিরিখে দাঁড়িয়ে এতো জাস্টিফিকেশনের প্রয়োজন আছে কি? আজকের দিনে দাঁড়িয়ে কথাগুলোয় একটা ফিল্টার লাগান না! ফিল্টারের পোর সাইজ টা সময় আর ব্যক্তি-ডিপেন্ডেন্ট! সব কথা হয়তো সবাই মানতে পারেন না, কিন্তু প্রত্যেকেরই তো কিছু না কিছু নেওয়ার আছে তাঁদের থেকে। অতো অ্যাগ্রেসিভলি না দেখে সেটুকু দেখলেই তো হয়!
  • tatin | 122.252.251.244 | ০৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৫৪532534
  • ভদ্রলোক কলকাতার তৎকালীন আঁতেলসমাজকে যেমন চরিয়ে খেয়েছিলেন, তাঁকে নেহাৎ অপ্রকৃতিস্থ বলাটা একটু কেমন যেন না?
  • de | 180.149.51.67 | ০৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৫৮532537
  • ঝিকি যাদের কথা লিখলো সেই বারো-পনেরোর গ্রুপে আমার নিজের মেয়েও পড়ে যাচ্ছে কাল থেকে, শিবুদা যা উপদেশ দিচ্ছে সেটা ভাবতেই শিউরে শিউরে উঠছি! সব কিছুরই তো একটা সময় আছে!
  • tatin | 122.252.251.244 | ০৮ ফেব্রুয়ারি ২০১২ ১৫:০১532538
  • আর ddদা, নিজস্ব বিচার-বুদ্ধি কী? সত্যিই কি একদম নিজস্ব কারও কিছু হয়? যদি হয়ই, আরাধ্য বলে যাঁকে ঠিক করব, যাঁর হাতে ঐ নিজস্বকে তুলে দেব, সেই চয়েসটাও কি নিজস্ব বিচারবুদ্ধি থেকে হচ্ছে না?
  • de | 180.149.51.67 | ০৮ ফেব্রুয়ারি ২০১২ ১৫:১০532539
  • আরেকটা কথা না লিখলে সত্যের পথ থেকে বিচ্যুত ই:

    কেউ মেয়েদের সম্মান দিল কি না সেটা ভাবার অনেক আগে মেয়েদের আগে সেই সম্মানের জায়গাটা মাথার ঘাম পায়ে ফেলে অর্জন করতে হবে! শুধু নিজেরা মাথা উঁচু করে দাঁড়ালেই হবে না, হাত বাড়িয়ে টেনে তুলতেও হবে। এটাই বা আমরা ক'জন করি?

    ঘ্যান-ঘ্যান করে কান্নাকাটি অনেক হয়েছে, তাতে কিছু বদলিয়েছে কি? নেটে লড়াই তো ছায়াযুদ্ধ!
  • dd | 59.97.120.165 | ০৮ ফেব্রুয়ারি ২০১২ ১৫:১৯532540
  • তাতিন । নিজস্ব বিচার বুদ্ধি কি সেটা গুছিয়ে বলতে পারবো না,লিখতে তো নয়ই।

    তবে মোটামুটি ভাবে গোদা বাংলায় ওটা হচ্ছে একটা নন অ্যালাইন্ড অবস্থান। কারুর প্রতি "ভক্তি" নেই, কোনো দলে,মানুষে,মতবাদে শ্রদ্ধা, ভালোবাসা,বিরক্তি এইসব আছে - কিন্তু কোনো অবসেসিভ রাগ বা আনুগত্য নেই।

    আর রা কৃকে আমি অপ্রকিতিস্থ বলি নি, দেখালাম একেবারে দুই মেরুর অবস্থিতি। একই ঘটনার সম্পুর্ন দুই রকমের বিবরণ কতো তফাৎ হতে পারে।

    তাতিন আর দে, দুই জনেই কি শুধু দ্বিতীয় সিনারিওটাই পড়লো না কি?
  • siki | 122.177.201.225 | ০৮ ফেব্রুয়ারি ২০১২ ১৫:২১532541
  • ১। হাল্কা করে ছড়িয়েছি। গদাধরবাবুর বিয়ের বয়েস নিয়ে। খ্যাল ছিল না। পরে কাকুরে জিগিয়ে কনফাম কল্লাম।

    ২। দ্বিজত্বের এই ব্যাখ্যাটা গুরুতেই অনেকদিন আগে কেউ দিয়েছিলেন, কোন সুতো এখন আর মনে নেই, খুঁজতে টাইম লাগবে। দ্বিজত্ব এমনিতে যে কারণে হয়, সেটা জানা আছে। ব্যাপটিজম এবং ব্রহ্মকে জানার সমাপন, তাকে নতুন জন্ম হিসেবে ধরা হয়, এবং ব্যাদের হিসেবে দ্বিজত্ব কেবলমাত্র ব্রাহ্মণদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, পরে ব্রাহ্মণ্যবাদের ঠেলায় ওটা বাকিদের হাত থেকে চলে যায়। মেয়েদেরও উপনয়ন হত, সেটা অবিশ্যি জানতাম না, জানানোর জন্য ওমনাথকে থ্যাংকু।

    বলি কি, আরেন্টি স্যারের নির্মোহ ব টইতে এসব পিণ্ডি না চটকে অন্যত্র একটা সুতো খুললে হয় না? নইলে আবার কবে কে নন অ্যানেকডোটাল ইয়ে চাইবে, আর আমি আবারও দিতে পারব না। :(
  • aka | 75.76.118.96 | ০৮ ফেব্রুয়ারি ২০১২ ১৭:১৯532542
  • দে সেক্স এডুকেশন খুব জরুরী। এটা নিয়েও বহু কাজকম্মো হয়েছে। ছোটদের সেক্স এডুকেশন জটিল ব্যপার, নিজেদের বুদ্ধির ওপর আস্থা না রেখে এই নিয়ে যা কাজকম্মো হয়েছে তাই দিয়েই কাজ চালাব। আমার ছেলের স্কুলে ইন অ্যাপ্রোপ্রিয়েট টাচিং কি, কেন উচিত নয়, কোনটা প্রাইভেট পার্টস এসব অলরেডি বলছে।

    বাংলায় অন্তত টিন এজার ছেলেদের - যে বয়সে যৌন চিন্তা বয়সের ধর্ম মেনেই আসে - এরকম কোন সোর্স থাকলে দফা ৩০২, পরিচয় গুপ্ত থেকে বিকৃত সেক্স এডুকেশন হত না।
  • ppn | 202.91.136.71 | ০৮ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৩২532543
  • আইসিএসসি সিলেবাসে তো সেক্ষ এডুকেশন কভার করে।
  • jhumjhumi | 117.194.241.73 | ০৮ ফেব্রুয়ারি ২০১২ ১৮:০৬532544
  • এই টইটা দাড়িদাদুর নামে অথচ তাকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। নামটা পাল্টে দিন।
  • Du | 117.194.201.18 | ০৮ ফেব্রুয়ারি ২০১২ ১৯:০৭532545
  • তাতিন যুদ্ধ নিয়ে পুরো অন্য ফান্ডা দিলো। এই ফান্ডায় চীনদেশে মেয়ে কমে যাওয়ার সাথে সাথে যুদ্ধের সম্ভাবনা বাড়ার ভয়টা রইলো না। যদিও ইউরোপের সম্‌স্‌ত দেশ যখন পৃথিবী দখল করার চেষ্টা চালিয়েছিল সেই সময় তাদের দেশে মেয়েদের সংখ্যা প্রচুর কমে জাওয়া , একই জিনিষ বিশ্বযুদ্ধপূর্ব জার্মানীতে হওয়া নিয়ে পন্ডিতেরা কোরিলাশন টেনেছেন।
  • aka | 168.26.215.13 | ০৮ ফেব্রুয়ারি ২০১২ ১৯:১০532547
  • তা এই টই এখন ঝুমঝুমি যা কইল, এক্কেরে খিচুড়ি বনে গেছে। অতএব যা খুশী তাই নিয়েই কথা বলা যায়। তা বলি :)

    প্রথমত নেমেকে, আজ্ঞে বলেছেন না, ঠাকুর নাকি অনেক মহিলার সাথে সম্পর্ক রাখতেন। তার উত্তরে আমি বলেছি হ্যাঁ নিজ স্ত্রীকে মাতৃজ্ঞানে পুজো করতেন, একে যদি সম্পর্ক রাখা বলেন বলবেন। কিন্তু এ মহিলাদের প্রতি ডিফর্মড চেতনা থেকেই আসা, নইলে উন্মাদনা, যাইহোক সেটা আনন্যাচারাল।

    দ্বিতীয়ত, আমি আমার ছেলেকে কখনোই কোন বয়সেই বিপরীত লিঙ্গের কথা চিন্তা করলে খুব খারাপ হবে এই কথা বলব না। আমার যে বয়সে ছোঁকছোঁকানি এসেছে সেই বয়সেই ছেলেরও আসবে - প্লাস মাইনাস স্ট্যান্ডার্ড এরর। একটু বেশি বয়সে এলে বোধহয় ভালো হত, কিন্তু হর্মোনের ওপর হাত নেই। এই অবস্থায় সেই ছোঁকছোঁকানি যাতে আনএডুকেটেড সেক্সে না পৌঁছয়, টিন এজ প্রেগনেন্সিতে না পৌঁছয়, বা যৌন রোগের কারণ না হয়ে দাঁড়ায় তার জন্য সেক্স এডুকেশনই পন্থা। এমনিতে যে দেশে আছি সেখানে একটা বয়সের পরে ছেলে, মেয়ে কাউকেই দাবড়ানি দেওয়া সম্ভব নয়। আর অযৌক্তিক কারণ তো অবশ্যই নয়। একদিকে ভাবব ছেলে লজিক লাগিয়ে অংক কষুক আর অন্যদিকে বলব সেক্স ইজ ব্যাড বিকজ আই অ্যাম সেইং সো দুটো একসাথে যায় না। এই অবস্থায় প্রপার সেক্স এডুকেশনই একমাত্র উপায়। আর হল এমন একটা রিলেশনশিপ যাতে ছেলে কোন কিছু বাপ-মায়ের সাথে শেয়ার করতে পারে। করা খুব কঠিন, কিন্তু চেষ্টা ওটাই করব।

    তৃতীয়ত দে, খুব খাঁটি কথা, মেয়েদের জন্য হাহুতাশ না করে কিছু একটা যার যার নিজের ক্ষমতা অনুযায়ী করে দেখানো উচিত। তবে আমি নিজে বিশ্বাস করি অন্য অনেক কিছুর মতন এটা একটা সিস্টেমেটিক এফর্ট। যেমন আমি এখন যে রাজ্যে থাকি সেখানে STEM (Science, Technology, Engineering, Mathematics) এ মেয়েরা খুব কম আসে, কি করে জানা গেল? কারণ এক, মেয়েদের এই ফিল্ডে যাওয়া উচিত সেটা নিয়ে কেউ চিন্তা করেছে, দুই, কোন একটি সংস্থা ডেটা কালেক্ট করে, তিন, কেউ কেউ এই নিয়ে ক্রমাগত রিসার্চ করে চলেছে। রিসার্চ তো এমনি এমনি হয় না, এই নিয়ে রিসার্চ করার জন্য সরকারী গ্রান্ট আছে। প্রায় প্রতিটি ইউনিভার্সিটি সামারে ফ্যকাল্টিদের দিয়ে এক্সট্রা কাজ করায় মেয়েদের টেকনলজি সামার ক্যাম্প, স্কুলে স্কুলে মেয়ে টিচারদের দিয়ে প্রচার করায় যাতে মেয়েরাও বোঝে যে হ্যাঁ মেয়েরাও স্টেম ফিল্ডে যায়, ভালো করে। আমাদের ইউনিতে এই নিয়ে গত কয়েকবছরে অনেক কাজ হয়েছে, এবং রেজাল্ট বেশ ভালো। আর এই পুরো সিস্টেমটা শুধু এক বা দুইজনকে টেনে তোলার থেকে নয়, বরং একটা ওভারঅল অ্যাওয়ারনেস থেকে আসে যার শুরু এই আমাদের মতন নগণ্য পাতি পাব্লিকদের থেকেই।

    (ডি: টই পুরো বিপথগামী, এরজন্য কর্তৃপক্ষ দায়ী নয়)
  • ppn | 202.91.136.71 | ০৮ ফেব্রুয়ারি ২০১২ ১৯:১২532548
  • দু'দির পোস্টটা বুঝিনি। যুদ্ধের সময় ফিমেল পপুলেশন কমে গেছিল ইওরোপে?
  • ppn | 202.91.136.71 | ০৮ ফেব্রুয়ারি ২০১২ ১৯:১৪532549
  • নাকি যুদ্ধকালীন প্রস্তুতির সময়?
  • Du | 117.194.201.18 | ০৮ ফেব্রুয়ারি ২০১২ ১৯:১৯532550
  • যুদ্ধ প্রস্তুতির বেশ কিছু বছর আগে থেকেই এরকম হয়েছিল। ঋদ্ধি রেগে যাবে :) কিন্তু অমর্ত্য সেনের একটি লেখা থেকে কইলাম।
  • ppn | 202.91.136.71 | ০৮ ফেব্রুয়ারি ২০১২ ১৯:২৭532551
  • কী লিখেছেন একটু ডিটেলসে লিখবে? এটা নিয়ে কিছুই জানি না।

    আর তখন জেন্ডার ডিটারমিনেশনের (এবং ক®¾ট্রালের) পদ্ধতি বেরিয়ে গেছিল?
  • Du | 117.194.201.18 | ০৮ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৩৮532552
  • না ন্যাচারালিই হয়েছিল। আমি খুব সম্ভবত: নিউজউইকে পড়েছিলাম। এখন নেটে এইটা ছাড়া কিছু দেখছিও না There is an even more interesting phenomena in which the ratio of male/female births actually increases -- with even more males being born years prior to major wars! There is the suggestion -- originally made by Helen Wambaugh -- that prior to major wars there is a notable increase in the male population.
  • rimi | 168.26.205.19 | ০৮ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৫০532553
  • তাতিনের যুদ্ধের পোস্টখানা জাস্ট নির্মল :-))

    সত্যি, সায়েবগুলো যাতা, কেন যে কন্ডোম আবিষ্কার করল?? আহা কন্ডোম আবিষ্কারের আগের যুগে মানুষ (মানে পুরুষ মানুষ) কি অসাধারণ যৌনদায়িত্ববোধে পরিপূর্ণ ছিল গো!!!

    খৌ খৌ খৌ
  • ppn | 112.133.206.22 | ০৮ ফেব্রুয়ারি ২০১২ ২০:২০532554
  • টইটাতে এত বিচিত্র বিষয়ের আলুচানা চলছে যে ট্র্যাক রাখা মুশকিল।

    তবু সিকির একটা পোস্টে চোখ আটকে গেল। সিকির মেয়ের স্কুলে কো-এডুকেশন নাই? তাও ওই 'পু ন দ্বা' শেখায়!!
  • blahblahblah | 201.245.167.28 | ০৮ ফেব্রুয়ারি ২০১২ ২০:৩৬532555
  • "যৌনতা স্বাভাবিক"- কেন? "অযৌনতা" অস্বাভাবিকই বা কেন?

    এটা "স্বাভাবিক" আর ওটা "স্বাভাবিক"- এই ধারণার জন্ম হয় কিভাবে?

    স্ত্রী বা স্বামীর সঙ্গে সম্পর্কে যৌনতা "স্বাভাবিকভাবে" অপরিহার্য- কেন?

    "স্বাভাবিকতা" নির্মাণেরও একটা রাজনীতি থাকে।
  • omnath | 59.160.210.2 | ০৮ ফেব্রুয়ারি ২০১২ ২০:৪৮532556
  • আর আমি কিন্তু এখনো ২৪ বছরএর ছেলের সাথে ৫ বছরের মেয়ের ফুলশয্যার স্বাভাবিক যৌনতাটুকু বুঝতে চাইছি।
  • tatin | 117.197.70.162 | ০৮ ফেব্রুয়ারি ২০১২ ২০:৫৩532558
  • মেয়ে থাকা না থাকার সংগে 'যৌনতা' নামক ধারণার চালিকশক্তি হওয়ার সম্পর্ক কতটুকু? যৌনতাকে জয় না করে রিপ্রেস/সাপ্রেস করলে লোকে যৌন আনন্দলাভের ইচ্ছা থেকে মুক্ত হবে না। সেই অভিলাষে যুদ্ধ, যুদ্ধকালীন ধর্ষণ, ধর্ষণ এসবই করবে।

    আর, ব্লা ব্লা একটা অসাধারণ পয়েণ্ট তুলেছেন: যৌনতা স্বাভাবিক এটাও একটা ডেফিনিট রাজনৈতিক স্টেটমেন্ট। ইন ফ্যাক্ট উভয়ভারতী আর শংকরের ডিবেটে কামসূত্র টপিক হয় এই রাজনীতির থেকেই।

    অন্যদিকে, এংগেলস দেখিয়ে গ্যাছেন ব্যক্তিগত সম্পত্তি, পরিবার, রাষ্ট্র সবগুলির সম্পৃক্তি এবং যৌন সম্পর্কের স্ট্রাকচার নির্ধারণের মাধ্যমে অর্থনীতির সূচনা ও বিকাশ।
    এক্ষণে যৌন সম্পর্ক ব্যাপরটাকে যদি হিসেব থেকে বাদ দেওয়া হয়, অর্থনীতির কিম্বা যেকোনো স্ট্রাকচার্ড সমাজের প্রেমিসটাই টেকে না। ফলে 'যৌনতা স্বাভাবিক এবং অনতিক্রম্য' রাজনৈতিক স্টেটমেন্ট আসতে বাধ্য, পাশাপাশি যৌন-মিলনে অক্ষম-অনিচ্ছুকদের অস্বাভাবিক হিসেবে দ্যাখানো- হিজড়ে থেকে শ্রীরামকৃষ্ণ সবাইকে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন