এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • রবীন্দ্রনাথ বিষয়ে নির্মোহ বিশ্লেষণ-

    tatin
    অন্যান্য | ০৭ ফেব্রুয়ারি ২০১২ | ২৩৭৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | 198.82.29.150 | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪০532692
  • না কাঞ্চনে অসুবিধে না থাকারই কথা। কাঞ্চনে (মল্লিক না) এম্পাওয়ারমেন্ট আসে। সেইটে হলে বেসিকালি খিস্তি দেবার স্বাধীনতা হয়। মানে কিনা কোদালকে কোদাল ই: প্র:।

  • nk | 151.141.84.239 | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২২:৫০532693
  • কবি বলেছেন, "ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল/ ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল।"

    আম্মো কথামৃত খানিকটা পড়েছি অনলাইনে, গল্পগুলো বেশ ভালো, কোনো কোনো জায়গায় নাটকের মতন ও মনে হয়। কেন জানি একজায়গায় এসে থেমে গেলাম, আবার শুরু করতে হবে।

    একটা জিনিস লক্ষ্য করে মজা পাচ্ছি, সাধুসন্ন্যাসীরা মেয়েদের খারাপ বলেছেন সেটা বেশ খুঁজে খুঁজে দেখায় অনেক সংসারী পুরুষেরা, এর কারণ কি একধরনের ইন্সিকুরিটি? মানে মেয়েরা যদি মুক্তির আশায় এইসব সাধুসন্ন্যাসীদের দিকে চলে টলে গিয়ে ভিক্ষুণী সংঘে টংঘে চলে টলে যায়, এরকম একটা হারাই হারাই ভয় হয় পুরুষদের? :-)

    কারণ সংসারে মেয়েদের যা অবস্থান এখনো বেশীরভাগ ভারতীয় পরিবারে, তার তুলনায় অন্তত একটু বেশী মুক্তির অবস্থা বৈষ্ণব ধর্ম বা বৌদ্ধধর্মসংঘগুলো দিয়েছিলো। কিন্তু মুশকিল হোলো মেয়েরা ঈশ্বরলাভের আশায় মীরা বাঈয়ের মতন বেরিয়ে পড়বে এটা পুরুষরা কেন জানি একেবারেই মেনে নিতে পারে না। :-)

    কেন? মনের গভীরে এক সেবাকারিণী গৃহিনী সচিব সখী কে কি পুরুষেরা নিত্য ধ্যান করে মানসিক আশ্রয়ের জন্য? আমার দেখা প্রচুর বাঙালি পুরুষ কে মনে হয়েছে এতো হ্যালাভ্যালা বালক টাইপ, স্ত্রী না সামলালে মেলায় হারিয়ে যাওয়া বালকের মতন অসহায়। এই ব্যাপারটা কি বৃহত্তর অর্থে সব সংসারী পুরুষের ক্ষেত্রেই সত্য?
  • Sibu | 74.125.59.177 | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২২:৫৪532694
  • বস আপিসে আসেনি এখনো। তাই এট্টুস টাইম পাওয়া গেল।

    সোমনাথ, তোমার কথাটি যুক্তিসঙ্গত। রা-বাবু তার সময়ের ও সমাজের ফসল। মুশকিল হল, উনি যে আবার ঈশ্বর-জানিত পুরুষ। আর কে না জানে, ঈশ্বরের সাথে হট-লাইনে যে সব কথা হয় সে সব একেবারে শাশ্বত, অনাদি, অনন্তকালের কথা। এখন তুমি যদি বল তো যে ওনার ঐ ভবতারিনী/ব্রহ্ম ইত্যাদি হল গে ডিলিউশন, তবে আমার মানতে অসুবিধা নেই যে রা-বাবু তার সময়ের মতই (অথবা এট্টুস কমবেশী)। নইলে তোমাকে বলতে হয় যে ওনার কথাবার্তা ওনার সময়ের পক্ষে ভালই, তবে কিনা সেগুলো শাশ্বত সত্য। সে ওনার কথা এখনকার যুগে যাই হোক।

    তাতিন, তুমি বলেছ যে যে সব জাতি যৌনতার ব্যাপারে রক্ষণশীল তারা যুদ্ধ কম করে। আমার মনে হয়েছে তুমি বলতে চাইছ যৌ-র জাতিরা অধিক দয়ালু, ক্ষমাশীল ইত্যাদি (যেটা কিনা তাদের কম যুদ্ধ করাতে প্রতিফলিত হয়)। তোমার কি মনে হয় ভারতীয়রা উরোপীয়দের তুলনায় বশী দয়ালু/ক্ষমাশীল? দেশের ভেতরে ব্রাহ্মণ্য-শাসনের নিষ্ঠুরতা দেখেও তুমি যদি সে-কথা বলতে চাও তো সেটা তোমার প্রিরোগেটিভ। বস্তুত:, ক্ষমা, দয়া ইত্যাদি গুনের সাথে যৌনতার একটা পজিটিভ কোরিলেশন আছে। দেখবে বাচ্চা ফড়িং ধরে জাস্ট মজা করার জন্য পাখনা ছিঁড়ে দেয়, কুকুরকে ঢিল ছোঁড়ে। যৌনতার বোধের উন্মেষের সাথে সাথে এই অকারণ নিষ্ঠুরতা কমে আসে। আর আজকেই নিউ ইয়র্ক টাইমসে একটা লেখা পড়লাম। তার একটা অংশ এই আলোচনায় রেলেভ্যান্ট। কোটটা তুলে দেই:


    http://www.nytimes.com/2012/02/09/opinion/kristof-the-decline-of-white-workers.html?hp

    One study of low-income delinquent young men in Boston found that one of the factors that had the greatest impact in turning them away from crime was marrying women they cared about. As Steven Pinker notes in his recent book, “The Better Angels of Our Nature”: “The idea that young men are civilized by women and marriage may seem as corny as Kansas in August, but it has become a commonplace of modern criminology.”


    তোমার কয়েকটা পোস্ট থেকে মনে হল (যেটা দেম্বাও খেয়াল করেছে) তুমি এখন পর্য্যন্ত এই civilizing company of women you care about থেকে বঞ্চিত। মাই হার্টফেল্ট সিমপ্যাথি।
  • Tim | 198.82.29.150 | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২২:৫৫532695
  • আরে না না কনফিউশনে চুরচুর সব। মাত্তর কয়েকজন পুসি বাদে ( এক্ষেপশন প্রুভস দ্য রুল) বাকিরা সব কনফিউজড। তাই হারিয়ে যায়। ;-)
  • Tim | 198.82.29.150 | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২২:৫৭532696
  • আগের পোস্টটা নিশিকে। প্লেন ভাট।
  • dukhe | 117.194.233.86 | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২২:৫৯532697
  • দ্যাহো ভাই কাজু, আমি আপাতত: জনে জনে ভক্তিরস খুঁজছি। ভক্তিতঙ্কÄ কিলিয়ার হওয়া কি সোজা বাপু ? দাড়িদাদুর সবেধন নীলমণি ভক্ত তোমাকে পেলাম। এবার নিচের বক্তব্য রাখলাম -
    ১। রামকেষ্ট লন টেনিস খেলতে পারতেন না।
    ২। বিবেকানন্দ আইপড ব্যবহার বিষয়ে অজ্ঞ ছিলেন।
    ৩। বুদ্ধদেব (আদি) চন্দ্রাভিযানে কোন দিশা দেখাননি।
    ৪। শ্রীচৈতন্যকে কাবুলিওয়ালার রোলে নামালে পুরো ঝুলিয়ে দিতেন।

    এনাদের ভক্ত কেউ থাকলে ব্ল্যাঙ্ক চেক বাগিয়ে লড়ে যান দিকি ।
  • aka | 168.26.215.13 | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০১532698
  • কি আশ্চর্য্য নিউটনও এগুলো পারতেন না।

    অতএব নিউটন = রামকেষ্ট
    নিউটন = বিবুদা
    নিউটন = চৈতন্যদেব

    তাই বলি এত বুদ্ধি এল কোদ্দিয়ে।
  • T | 14.139.128.11 | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০৩532699
  • টুপ।
  • dukhe | 117.194.233.86 | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০৫532700
  • আকা কি নিউটনের ভক্ত ? নিউটনের নির্মোহ ব লাগবে?
  • Tim | 198.82.29.150 | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০৬532702
  • বিপ্পাল কো বুলাও... এখুনি নিউটনের নির্মোহ ব খুলে দেবে
  • nk | 151.141.84.239 | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০৭532704
  • আকা হে আকা, আরেকটু ভালো করে অবজার্ভ করুন। নিউটন তিন নম্বর পয়েন্টে পেরে গেছেন তো!
    :-)
  • Tim | 198.82.29.150 | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০৭532703
  • বিটিডব্লু, নিউটন একটি বদমাইশের ঝাড় ছিলেন। ব্ল্যাঙ্ক চেক দিয়ে ঠগবেন্না।
  • nk | 151.141.84.239 | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০৯532706
  • নিউটন সাহেবের কাছে এয়ার্কি না, উনি চুরি টুরি ধরে দেশের অনেক উপকার করেছিলেন, তখন উনি মাস্টার অব দ্য মিন্ট ছিলেন, চোরেরা বড়লোক বলে রেয়াৎ করেন্নি, সোজা ঝুলিয়ে দিয়েছেন ফাঁসিতে।
  • Tim | 198.82.29.150 | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০৯532705
  • নিউটন = বুদ্ধদেব
    লেখেনি তো! হুঁ হুঁ বাওয়া ধম্মের ব্ল্যাংক চেক। বল্লে হবে?
  • dukhe | 117.194.233.86 | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১২532710
  • এছাড়া সম্প্রতি দেখা গেছে ভারতীয় রেল বিজ্ঞাপন দিচ্ছে অচেনা সহযাত্রীর দেওয়া খাবার খাবেন না, বিপদ হতে পারে। এতদ্বারা আমার অচেনা যাবতীয় সহযাত্রীকে অপমান করা হল।

    ভারতীয় রেল সম্পর্কে নির্মোহ ব চাই ।
  • Tim | 198.82.29.150 | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১২532709
  • বোঝো। ফাঁসি দেয়া নাকি ভালো কাজ!
  • nk | 151.141.84.239 | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১২532708
  • আমাদের এক স্যর ছিলেন হাইজেনবার্গ ভক্ত, কেউ আইনস্টাইনকে টেনে খেলাতে গেলেই ক্ষেপে উঠে হাইজেনবার্গ বিষয়ে বলতে শুরু করতেন, কারণ হাইজেনবার্গ নাকি কখনো সেকেন্ড হন নি। :-)
    আরে সে তো অনেকেই হন নি!!!! :-))))
  • pi | 72.83.83.28 | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১২532707
  • নিশির অনেকগুলো পোস্ট লাইকিয়ে গেলুম।
  • pi | 72.83.83.28 | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৩532711
  • আগের কিছু পোস্ট।
  • sda | 117.194.199.87 | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৪532714
  • ১। পারতেন না কে বলেছে , খেলতেন না। খেলাধূলো - মাসল গ্রোথ, ফিটনেস ই: - নারীদের মধ্যে জনপ্রিয়তা - নরকের দ্বার। সব ইকুয়েশন ছকেই রেখেছিলেন।

    ২। আমাদের প্রাচীন হিন্দু দর্শনে আইপ্যাডটা কোথায় আছে দেখান দিকি ? ঋকবেদে আইপ্যাড আছে ? রামায়ণে ? বিবুদার খেয়ে দেয়ে কাজ নেই ? আমার-আপনার মতো অফিস টাইমে নেট করতেন না , মনে রাখবেন।
  • saikat | 116.203.197.18 | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৪532713
  • হাত নিশপিশ করে লিখতে, কিন্তু জীবনে এখন প্রচুর চাপ। তাই, 9th February-র 2:48 PM-এর সোমনাথের লেখাটাকে ছোট করে "ক" দিয়ে রাখলাম। ও, হ্যাঁ, কথামৃত পড়ার সময় মনে রাখবেন, ঠাকুর বলেছেন - "কথা ইশারা বটে"।
  • nk | 151.141.84.239 | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৬532715
  • আই প্যাড কে বাংলাদেশের ছেলেরা বলে আইপাদ। :-)
  • aka | 168.26.215.13 | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৭532717
  • ও বোঝো!

    আসলে লুইপ্যাড, ভাসুকপ্যাড। এও বিদেশী মাল। বোঝো।
  • dukhe | 117.194.233.86 | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৭532716
  • ফু: । আইপড আর আইপ্যাড এক হল ?
  • nk | 151.141.84.239 | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৮532718
  • আরে টিম, সেইজন্যেই তো অন্য ব্রিটিশ সাহেবেরা নিউটনকে ভালো চোখে দেখেন্না অনেকে, বলা যায় না হয়তো অনেকেদের ঠাকুদ্দার ঠাকুদ্দা চুরি করে ধরা পড়ে ঝুলে গেছিলো।
    আর সেই ৪০০ বছর আগের বৃটেন, ওখানে তো রাজারা প্রকাশ্যে গলা কাটার হুকুম দিতো!!!!
  • dukhe | 117.194.233.86 | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২০532719
  • লুকিয়ে গলা কাটা ভালো না । ধরা পড়লে ফাঁসিও হতে পারে।
  • nk | 151.141.84.239 | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২২532720
  • জর্জ না কে সেই রাজা, একের পর বিয়ে করতো, আর কিছুদিন পর পর বৌগুলোর মুন্ডু কাটতো। ভাবুন, কী পরিমাণ মগের মুল্লুক ছিলো সেটা, আর সেই সেখানকার ছেলেপিলে এসে আমাদের শাসন করে গেল দুইশো বছর!!!!!
  • rimi | 168.26.205.19 | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৩532721
  • nk10.50 এর পোস্ট সম্পর্কে:

    এই কথাটা বৃহত্তর ক্ষুদ্রতর সব অর্থেই বাঙালী (ভারতীয় ও বলা যায়) সংসারী পুরুষদের ক্ষেত্রে সত্য। এদের এভাবেই গ্রুম করা হয়।

    রামকৃষ্ণ যদি ভক্তদের কামিনীদের থেকে দূরে থাকো না বলে কামিনীদের মতন কাজ কত্তে শেখো, কামিনীদের মতন পরিশ্রমী হও বলতেন তাহলে ভালো হত।

    আর ইয়ে, কামিনী নিয়ে তো অনেক কথাই হল। এবার কাঞ্চন নিয়ে হোক না খানিক। কামিনীর থেকে দূরে থাকার না হয় একটা বিরাট উপযোগীতা পাওয়া গেল - যৌন রোগের হাত থেকে রেহাই পাওয়া, বেশ্যাদের দাপট কমা (ওমনাথ কৃত বিশ্লেষণ)। কাঞ্চনের ব্যপারটা সম্পর্কে কি মত?
  • Tim | 198.82.29.150 | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৫532722
  • দুর্বৃত্ত হতে হলে ওরম হওয়াই ভালো। বেঁচে থাগতে লোকে পা চাটবে, মরে গেলেই বীররসের হদ্দমুদ্দ হয়ে খিস্তি। তাতে তাদের ভারি বয়েই গ্যাছে।
    রাকৃ, বিবুদা এদের মত সফট দুর্বৃত্ত হলে সমসময় এবং ভবিষ্যৎ সর্বত্র লাথি খেতে হয়।
  • dukhe | 117.194.233.86 | ০৯ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৬532725
  • কাঞ্চন এখন কত যাচ্ছে ? ২৮০০০ ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন