এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • রবীন্দ্রনাথ বিষয়ে নির্মোহ বিশ্লেষণ-

    tatin
    অন্যান্য | ০৭ ফেব্রুয়ারি ২০১২ | ২৩৯০৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rimi | 168.26.205.19 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ০৩:২০532792
  • :-))) এই টই এক নির্মল আনন্দ।
  • name | 69.211.11.39 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ০৩:৩৩532793
  • আকাবাবু (২:৪৯), না, না আমি বললেই হবে কেন? সেই জন্য তো কোশ্চেন মার্ক দিলুম! আপনি অ্যাপ্রুভ করলে হবে!
    নারী নিয়ে তো আমি রেফারেন্স চাইলুম। তো কেউ দিতে নারল। তাইতে জানলুম ও কথা তিনি বলেন নাই।

    আর কাম কাঞ্চন না শুধু কাঞ্চন কি নিয়ে নেক্ষট আলুচনা হবে সেটি আগে হোম-মিটিনে ঠিক করে নিন। তারপর কথা হবে কারণ রিমিদিদি শুধু কাঞ্চনে ফোকাস করতে চাইছেন মনে লয় আর আপুনি কাম-কাঞ্চন একত্তরে। এখন কোন দিকে যাই? বলেন?
  • Tim | 198.82.29.150 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ০৩:৪০532794
  • নেম আপনার লাস্ট প্যারাটা বেশ আপত্তিকর লাগলো। একেবারে বিলো দ্য বেল্ট।
  • name | 69.211.11.39 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ০৩:৪২532795
  • আমি ডবল মিনিং করে কিছু লিখিনি, টিম (৩:৪০)। যে অর্থে ব্যবহার হচ্ছে শব্দগুলো সেই ভাবেই! তাতে খারাপ লাগলে দু:খিত।
  • nk | 151.141.84.81 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ০৩:৪৪532796
  • দারোয়ান রাখা দরকার।
  • Tim | 198.82.29.150 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ০৩:৪৬532797
  • না সে কথা বাদ দিলেও, এখানে তো সবাই আলাদা লোক। তাদের পারষ্পরিক সম্পর্কের দিকে ইঙ্গিত করার প্রয়োজন বোধয় নেই। ঐ হোম মিটিন ইত্যাদি বললেন কিনা, তাই বললাম এই কথা।
  • pi | 128.231.22.249 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ০৩:৪৮532798
  • টিমকে ক।

    যাই হোক, কাম কাঞ্চন নিয়ে গৌরী মা র কোটটা কেউ কনফার্ম করলেন না ? নেমবাবু ?
  • aka | 75.76.118.96 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ০৪:৪০532799
  • হা: হা: হা: নেমে রেফারেন্স খুঁজে না পেয়ে টালমাটাল হয়ে পড়েছে। আপনি চাইলে দুটো নিয়েও করতে পারেন, যেকোন একটা নিয়েও করতে পারেন, আপনার চয়েজ, আমার প্রশ্ন করার থাকলে করব। যেমন এখন প্রশ্ন, কাম-কাঞ্চন নিয়ে এত চেল্লামেল্লি করলেন, তার রেফারেন্স কই?
  • name | 69.211.11.39 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ০৪:৫৬532800
  • থ্যাংক্স আকা (৪:৪০), আপনি খারাপ ভাবে নেন নি। :-) এটা সত্যি, আন্তরিক ভাবেই বললাম। টিমের লেখা দেখে ভাবলাম, কি না কি মানে হল... যা দিনকাল!
    লোকে তো তক্কো না করতে পারলেই ইউজুয়ালি টাচি হয়ে যায়। তাই আরও...

    যাগ্গে, আমি ঠিক জান্তাম না, টিম, এখানে যে সাম-সুম বা মশা-মাসি-মেসো এটেসেটেরা যে ইঙ্গিত করা হয় সেগুলো ব্যক্তিগত সম্পর্কের ইঙ্গিত নয়!
    না কি ব্যক্তি বিশেষে নিয়ম পাল্টে যায়? পাইএর "ক" কি বলে?
    তো, আকা, আপনি সত্যিই রেফারেন্স চাইছেন? আপনিই তো সেদিন আমায় কাম-কাঞ্চনের লিং দিলেন, না কি সেটা আর কেউ দিল?
  • nk | 151.141.84.221 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ০৪:৫৭532802
  • হি হি হি :-)
  • aka | 75.76.118.96 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ০৫:০২532803
  • :))))) এইটা নেমে ভালো দিয়েছেন, তক্কো করতে না পারলেই ইউজুয়ালি টাচি হয়ে যায়। এটা কি আত্মসমালোচনা হিসেবে ধরব?

    শুনুন তক্কাতক্কি নিয়ে জেনারালি আমি নির্মোহ ব। ;)
  • Tim | 198.82.29.150 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ০৫:০৬532804
  • নেম,

    ঠিকই বলেছেন, সাম-সুম, মাসি-মেসো সবই চলে। কিন্তু সেটা নির্দোষ পা-টানার সময় হয়, মেইনলি ভাটে। একটা কূট তর্ক, যেখানে স্পষ্টতই আপনি প্রতিপক্ষ হিসেবে খেলছেন, সেখানে এই জিনিস আমার অন্তত দৃষ্টিকটু লাগলো। ঝগড়ার সময় কোন ইঙ্গিত করলে সেটা আর নির্দোষ রসিকতা থাকে কি? আর যাই হোক, আপনার-আকাদা-রিমিদির কথোপকথন পড়ে অন্তত মনে হচ্ছে না যে তিনবন্ধু পরষ্পরের পাটানাটানি করছে। বুঝতে ভুল হলে অবশ্য আমার অক্ষমতা।

  • name | 69.211.11.39 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ০৫:০৮532805
  • জানি, আকা (৪:৫৭), এইটুকু কনফিডেন্স আপনার উপর আমার আছে। এইটুকু শ্রদ্ধা না থাকলে এতক্ষন বকবক করতাম না কি?
    আর আত্মসমালোচনা? সেতো নিরন্তরই করি। প্রসংশার আছেটা কি? তবে টাচি কি আমি? তক্কো করার ক্ষমতা নেই জানি, কিন্তু সেজনিত টাচি হওয়া.... না:, সেটা আর ইহজন্মে হওয়া হইল না, আকাবাবু!
  • name | 69.211.11.39 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ০৫:১১532806
  • টিম (৫:০৮), আপনি এই আলোচনা সত্যি তক্কো বলে বিশ্বাস করেন না কি? আমি আকা রিমি কেউই তো করি না। সাড়ে সব্বোনাশ আর কাকে বলে। এই ভাটেরই এক্ষটেনশন। দেখছেন না দুখে কেমন কাজুর সঙ্গে, টি কেমন বাংলা বইয়ের টই-তে রিমির সঙ্গে খেলছে! না:, আপনার কিছুটা বোঝার ভুলই হয়েছে, হয় তো বা!
  • Tim | 198.82.29.150 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ০৫:১৮532807
  • না না তক্কো বিষয়ে আমিও আকাদার মতই নির্মোহ ব। :-)
    আপনেরা খেলুন। আম্মো সময় সুযোগ পেলে নেমে পড়বো।
  • name | 69.211.11.39 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ০৫:২১532808
  • পাই (৩:৪৮), তখন লিখতে গিয়ে ভুলে গেলাম। গৌরীমায়ের বইয়ের উল্লেখ আগের পোস্টে দিয়েছি। বইটা এই মুহূর্তে হাতের কাছে নেই। কিন্তু যতদূর মনে আছে তার থেকে বলতে পারি চেতনানন্দ স্বামীর লেখাটার অন্যতম উপাদান ঐ বইটা হবার সম্ভবনা খুবই বেশী। তাই কোটেশনটা তো ঠিক-ঠাকই লাগল। তবে ঐ যে বললাম, বইটা হাতের কাছে থাকলে লাইন বাই লাইন দেখার সুযোগ থাকত। এই আর কি!
  • lcm | 69.236.174.50 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ১২:৪৩532809
  • টপিকে ফেরৎ। রবীন্দ্রনাথের লেখা থেকে --
    ....
    ক্ষিতীশ: .... আজ তোমার সকালবেলাকার অসজ্জিত রূপ দেখাচ্ছে যেন সকালবেলাকার অলস চাঁদের মতো।
    ...
    ...

    বাঁশরি: আজ সকালে এই আমার শেষ অনুরোধ, গাঁজিয়ে-ওঠা রসের ফেনা দিয়ে তাড়িখানা বানিয়ো না নিজের ব্যবহারকে....

    ----
    রবীন্দ্রলেখায় তাড়ি-র এই ব্যবহার নিয়ে চুলচেরা বিশ্লেষণ চাই।
  • tatin | 210.212.18.226 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ১৩:১৯532810
  • আম্মো কাম-কাঞ্চন নিয়ে একি্‌পস দাদুমৃত দিয়েছিলাম- পাব্লিক ইগ্নোর কর্ছে :(
  • siki | 155.136.80.81 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৪১532811
  • কাকে কাকে টাচ করলে টাচি হয়ে যাচ্ছে? টাচ করে দেখা যাবে কি?
  • dukhe | 122.160.114.85 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৪৭532813
  • কিন্তু আমি অতীব হতাশ । ফর্মুলা মেনে ভক্ত পেলাম কই ? দাড়িদাদুর ভক্ত এক কাজু, সেও মাঝপথে পিছিয়ে গেল । আর এক sda রাকৃ বিবুদার হয়ে মৃদু লড়াই দিলেন । না:, ভক্তের এত আকাল পড়েছে দেশে - ব্ল্যাঙ্ক চেক কেউ দেছে না গো !
  • dukhe | 122.160.114.85 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৪৯532814
  • তবে সুচিত্রাদি টাচি ছিলেন । সপ্তপদীতে ।
    ওনার ব হয়ে গেছে কি ?
  • siki | 155.136.80.81 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৫৪532816
  • সুচিত্রাকে ব দেবার বিস্তর লোক আছে। আমার পার্সোনালি ওনার অভিনয় বেশ ভালো লাগে, কিন্তু এখানে অনেকেরই লাগে না।

    বিটিডাব্লু দুখে, আপনার ছবি দেখলাম, আপনার চেহারাটা তো ওয়ান লাইনার নয়! :-)
  • ppn | 202.91.136.71 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৫৪532815
  • হু, ধরেন উতুবাউর জন্য সুচিত্রাদি গাইছেন:

    z-আরা z-আরা টাচ মি টাচ মি টাচ মি
  • dukhe | 202.54.74.119 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ১৪:০৯532817
  • ই কী গেরো ! কম: সিকি কি এবার দুখের ব নিয়ে পড়লেন ? নাহয় দুখে এট্টু গোলগাল মানুষ, তাই বলে এমন হেনস্থা ধম্মে (বা বিজ্ঞানে) সইবে ?
  • omnath | 59.160.210.2 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৩৭532818
  • আম্মো একপীস "বিজ্ঞান ও যুক্তিবাদ" -এর নির্মোহ ব নামাবার তালে রয়েছি। নবারুণবাবু "মবলগে নবেল" টা বই করে ছাপিয়ে উঠতে উঠতেই লিখে ফেলবো আশা করি।
  • siki | 155.136.80.81 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৫৬532819
  • বিজ্ঞান না, বলুন জিরাফ। :-))
  • PM | 2.50.43.93 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৩৭532820
  • আমি আপনাদের কাউকে কখনো দেখি নি। আপনাদের লেখা পড়ে মনে মনে একটা চেহরা তৈরী হয়ে যায় অজান্তেই। রিমি, পাই, সিকি, আকা, দুখে,অরন্য, ব্রতীন, কুমুদি,শিবু সকলের। কোনোদিন মিলিয়ে দেখাটা আমার কাছে এক দারুন মজার ব্যপার হবে।

    আবার ছবি পাল্টেও যায় , মনে মনে। dd বাবুর ছবি ২ বছর আগে যেমন ভাবতুম এখন অনেকটা পালটে গেছে। লেখার বিবর্তনে মানুষের চেহারার-ও বিবর্তন হয় ....মনের চোখে :)
  • dd | 59.97.121.183 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৪৫532821
  • ক্ষী : !!!

    আমার লেখার বিবর্তন হয়েছে এতোই যে চ্যাহারাটাই পাল্টে গ্যালো?

    শুনি শুনি, ক্যামোন ভাবতেন আমার আগের আর পোস্ট বিবর্ত্তন অ্যাখনের চ্যাহারা? খুব কৌতূহল হচ্ছে।

    একদম নির্মোহ ব হয়ে ধাঁ করে লিখে দিন তো, দেখি।
  • omnath | 59.160.210.2 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৫০532824
  • দেখেননি কেন? "পাই, সিকি, দুখে, ব্রতীন" এর ছবি তো লিম্যা মেলা আর বইমেলার সময়েই আপলোড হয়েছে, বাকিদের ও মায় ডিডিদারও ফটো আপলোড হয়েছে। লিংক দেওয়া হয়েছে। এমনকি ফেস্বুক কি অর্কুটে "আকা রিমি" দের ও দেখতে পাবেন। খামোকা মনে মনে চেহারা তৈরি করছেন কেন? বড় হলে লোকে রামকৃষ্ণ বলে ডাকবে তো !!
  • i | 124.168.154.109 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৫০532822
  • খ্যাল করবেন পিএমের লিস্টে ছোটাই বড়াই কেহ নাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন