এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • রবীন্দ্রনাথ বিষয়ে নির্মোহ বিশ্লেষণ-

    tatin
    অন্যান্য | ০৭ ফেব্রুয়ারি ২০১২ | ২৩৯০৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • tatin | 122.252.251.244 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২০:১৮532859
  • নন্দিনী। সেই অচেনার ধার থেকে এখানে যক্ষপুরীর সুড়ঙ্গ খোদার কাজে কে তোমাকে আবার টেনে আনলে।

    বিশু। একজন মেয়ে। হঠাৎ তীর খেয়ে উড়ন্ত পাখি যেমন মাটিতে পড়ে যায়, সে আমাকে তেমনি করে এই ধুলোর মধ্যে এনে ফেলেছে; আমি নিজেকে ভুলেছিলুম।

    নন্দিনী। তোমাকে সে কেমন করে ছুঁতে পারলে?

    বিশু। তৃষ্ণার জল যখন আশার অতীত হয়, মরীচিকা তখন সহজে ভোলায়। তার পরে দিকহারা নিজেকে আর খুঁজে পাওয়া যায় না। একদিন পশ্চিমের জানলা দিয়ে আমি দেখছিলুম মেঘের স্বর্ণপুরী, সে দেখছিল সর্দারের সোনার চূড়া। আমাকে কটাক্ষে বললে, ‘ঐখানে আমাকে নিয়ে যাও, দেখি কত বড়ো তোমার সামর্থ্য’। আমি স্পর্ধা করে বললুম, ‘যাব নিয়ে’। আনলুম তাকে সোনার চূড়ার নীচে। তখন আমার ঘোর ভাঙল।

    ****** এইবার সাধু সাবধান বললে যত দোষ ঠাকুরের?******
  • pinaki | 138.227.189.8 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২০:১৯532861
  • হ্যাঁ, ছেলেরা তো নির্লোভ, নিরাসক্ত। মেয়েরা সোনা সোনা করে চাপ সৃষ্টি করে বলেই না তারা অপরের দাসত্ব করতে যায়। নইলে তো তারা সবাই ঈশ্বরলাভের রাস্তায় লাইন দিত চাকরি বাকরি ছেড়ে। :-)

    দাদু কনফার্মস। (আবার কালো চশমা)
  • tatin | 122.252.251.244 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২০:১৯532860
  • নন্দিনী। সেই অচেনার ধার থেকে এখানে যক্ষপুরীর সুড়ঙ্গ খোদার কাজে কে তোমাকে আবার টেনে আনলে।

    বিশু। একজন মেয়ে। হঠাৎ তীর খেয়ে উড়ন্ত পাখি যেমন মাটিতে পড়ে যায়, সে আমাকে তেমনি করে এই ধুলোর মধ্যে এনে ফেলেছে; আমি নিজেকে ভুলেছিলুম।

    নন্দিনী। তোমাকে সে কেমন করে ছুঁতে পারলে?

    বিশু। তৃষ্ণার জল যখন আশার অতীত হয়, মরীচিকা তখন সহজে ভোলায়। তার পরে দিকহারা নিজেকে আর খুঁজে পাওয়া যায় না। একদিন পশ্চিমের জানলা দিয়ে আমি দেখছিলুম মেঘের স্বর্ণপুরী, সে দেখছিল সর্দারের সোনার চূড়া। আমাকে কটাক্ষে বললে, ‘ঐখানে আমাকে নিয়ে যাও, দেখি কত বড়ো তোমার সামর্থ্য’। আমি স্পর্ধা করে বললুম, ‘যাব নিয়ে’। আনলুম তাকে সোনার চূড়ার নীচে। তখন আমার ঘোর ভাঙল।

  • tatin | 122.252.251.244 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২০:২২532862
  • ঠকুর মিট্‌স ঠাকুর B-)
  • pi | 72.83.83.28 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২০:২৩532863
  • When speaking to women, he warned them against purusha-kanchana, or "man and gold." Gauri Ma, one of Ramakrishna's prominent women disciples, said that:
    Ramakrishna has uttered this note of warning, against gold and sensuality, against a life of enjoyment, but surely not against women. Just as he advised the ascetic-minded men to guard themselves against women's charms, so also did he caution pious women against men's company. The Master's whole life abounds with proofs to show that he had not the slightest contempt or aversion for women; rather he had intense sympathy and profound regard for them.

    Chetanananda, Swami (1989). They Lived with God. St. Louis: Vedanta Society of St. Louis. pp. 146–147. ISBN 0916356833.

  • aka | 168.26.215.13 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২০:২৫532864
  • হ্যাঁ কামিনির জন্য কাঞ্চন চাই এই বিশ্লেষণ নিয়ে লোকের আজকেও যা আদিখ্যেতা!! নিজের যখন ক্যান্সার হয়েছিল তখন কলকাতার সেরা ডাক্তাররা দেখেছিল। কার একটা বাগান বাড়িতে গঙ্গার ধারে গিয়ে ছিলেন। এরজন্য ওনার মতন সেলিব্রিটির কাঞ্চন লাগে না, কিন্তু বাকি সবার লাগে। এখানে কাঞ্চন বলতে বৃহত্তর অর্থে মেটিরিয়ালিস্টিক জিনিষ পত্তর ধরে নিয়েছি।
  • Tim | 198.82.22.9 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২১:২৮532865
  • তখন কলকাতা লংডং কি এর মত ছেলো? তাই আরকে পিথিবির সেরা চিকিৎসা পেয়েছিলেন? এইদুটো পোশ্নো, নির্মোহ ব অবস্থায় কল্লাম। ;-)
  • aka | 168.26.215.13 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২১:৫২532866
  • আরে সেরার কাঞ্চন শুধু সেরারাই বইতে পারে স্থান, কাল নির্বিশেষে। - ইহা একটি নির্মোহ ব কনজেকচার। :)
  • siki | 122.177.201.225 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২১:৫৬532867
  • হেব্বি জমেছে কিন্তু।

    হায়, এ জন্মে আমার আর কোটেশন দেওয়া হবে না, রেফারেন্সও দিতে পারি না।

    আমি বরং গ্যালারিতেই বসি। :)
  • aka | 168.26.215.13 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২২:০৩532869
  • রাকৃ: নারীদের উদ্দেশ্যে তো বললেন যে ওদের চামড়ার নীচে রক্ত, রস, হাগু, হিসু ইত্যাদি রয়েছে, তাই কামিনিদের মায়ায় জড়ানোর তেমন কিছু নেই (অবশ্যই প্যারাফ্রেজ করলাম), কিন্তু সেই ভক্তরা যখন ঠাকুর ঠাকুর করে লুটিয়ে পড়ছে তাদের কখনো বলেছেন কি যে আমিও মানুষ, আমারও চামড়ার নীচে রক্ত, রস, হাগু, হিসু ইত্যাদি রয়েছে,এনি রেফারেন্স?
  • tatin | 117.197.68.45 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২২:০৬532870
  • ভক্তরা কি ঠাকুরের শরীর উপভগ করতে লুটিয়ে পড়ছিল নাকি?
  • aka | 168.26.215.13 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২২:০৮532871
  • না কিন্তু ঠাকুরের বাণী উপভোগ করতে লুটিয়ে পড়েছিল যার বেসও সেই রক্ত, হাগু, হিসু, রস, বীর্য এটসেট্রা।
  • tatin | 117.197.68.45 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২২:১৯532872
  • সে তো গুচ্ছ লোক পায়খানায় বসে খবরের কাগজ পড়ে, অংক কষে
  • nk | 151.141.84.239 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২২:২২532874
  • এ যে তোমার বাণী নয় গো, এ যে তোমার তরবারি---এরকম কী যেন একটা ছিলো না?

    একেবারে নির্মোহ ব-ত্ব প্রাপ্তির দিকে এগোচ্ছি। :-)
  • siki | 122.177.201.225 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২২:২২532873
  • তারা কি রাকৃবাবুর লাইনে ভাবনাচিন্তা করে?

    যদিও এই যুক্তিটার আমি কোনও পারম্পর্য খুঁজে পেলাম না :)
  • dukhe | 117.194.230.8 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২২:৩৬532875
  • পিনাকীর মনে হয়েছে ঘৃণা । আমার আদৌ মনে হয়নি । বরং মনে হয়েছে মেয়েদের সর্বোচ্চ সম্মান দিয়েছেন। দোষ দিয়েছেন সেই দৃষ্টির যা মেয়েদের ভোগ্যবস্তু হিসেবে দেখে। ঈশ্বরলাভের পর দৃষ্টিও শুদ্ধ হয়, আলাদা করে সংযম লাগে না ।
    যাঁর প্রথম (?) গুরু এক নারী, মা দু:খ পাবেন বলে যিনি সন্ন্যাসের অনুষ্ঠান গোপন রেখেছিলেন, যিনি স্বয়ং নারীবেশে মধুরভাবে সাধন করেছিলেন, যিনি সারদাকে বলেন - তুমি আমার আনন্দময়ী, তাঁর সঙ্গে নারীঘৃণার সম্পর্ক দেখি না।

    তবে কারো মনে হলে কী আর বলব ? তক্কে কিছু পাল্টাবে না সে তো মাধ্যাকর্ষণ শক্তিকে দিয়েই বোঝা যায় !
  • gobardhan | 166.205.139.174 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২২:৩৮532876
  • Ramakrishna'spreachingisnotaboutsexualactivity.Hewasnotacounselor.Amongmanyotherthings, hispreachingsweremainlyabouthowtoconcentrateandfocusonreligiousthinking.Howtoavoiddistractions.HebadicallyadvisedtocutdownotheractivitiesandconcentrateonGod ( tothosewhoareinterestedindoingso).Thereferencetoconjugalitycameinthisrespect.Justpickingonhimonthisisunfairpractice.
  • Tim | 198.82.22.9 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪২532877
  • তাতিন মনে হয় বলছে যে দুটো উপভোগে তফাৎ আছে। একটা আধ্যাত্মিক মেটেরিয়াল, সেইটার সাথে রক্ত হাগু ইত্যাদির সম্পর্ক নাই, চিন্তার সম্পর্ক। অন্যটা পিওরলি শারিরিক উপভোগ, সেখানে শরীর একটা বাল এই আইডিয়াটাই ভোগ করার ইচ্ছেটা নিভিয়ে নেবার জন্য যথেষ্ট। এখন কেউ যদি বোঝাতে পাত্তো যে আরকে একটি বালের লোক, এবং ওর চিন্তাভাবনাগুলোও একেকটা বাল তাইলে ভক্তরা রাকৃকেও পাতা দিত না। সেটা হয়নি, কারন ভদ্রলোক বেশ কিছু ভালো কথাও বলেছেন।
    বিশুদ্ধ ভন্ডগুরুর সন্তান দলকেই লোকে বোঝাতে পাল্লোনা, রাকৃ তো অনেক বড়ো ব্যাপার!
  • nk | 151.141.84.239 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪৬532878
  • এখন ভেবে দেখছি, সারদামণি রাসমণি আর বিনোদিনীর সঙ্গে আসলে সেদিন মতি কামারনীর কথাটাও বলা উচিত ছিলো। ভাবা যায়, ঐ ভয়ানক "এই রে বুঝি জাত গেল রে" র সমাজে উপনয়নের পরে গদাধর প্রথম ভিক্ষা নিয়েছিলেন মতি কামরনীর কাছে।(মতি মনে হয় ধাইমা ছিলেন, কেউ একটু কনফার্ম করুন)
  • nk | 151.141.84.239 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪৯532880
  • আরে টিম, সে তো সাঁইবাবা মাচানবাবা অমুকবাবা তমুকবাবা রাম ঠাকুর অনুকুল ঠাকুর---কারুর ভক্তদেরই তো কেউ বোঝাতে পারে না। ভক্তকুল ঠিকই যে যার উপাস্যকে অচলা ভক্তি করেন। :-)
  • dukhe | 117.194.230.8 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২২:৫৮532881
  • টিম প্রায় বিবেকানন্দের কথা বলল কিন্তু । মানুষের ইন্টেলেকচুয়াল উপভোগ বিষয়ে উনি এরকম বলেছিলেন । এইবার আমি কি টিমের ভক্ত হয়ে যাব ?
  • pinaki | 85.231.137.195 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২২:৫৯532882
  • না, ঘৃণাটা ইম্পোজড। বেসিসটা হল মেয়েরা 'অবজেক্ট অফ ডিসট্র্যাকশন'। ঘৃণা করতে বলা হচ্ছে যাতে ডিস্ট্র্যাকশনটা এড়ানো যায়। আমার বক্তব্য হল মেয়েদেরকে ঐভাবে 'অবজেক্ট অফ ডিসট্র্যাকশন' হিসেবে দেখাটা মেয়েদের পক্ষে খুব একটা সম্মানজনক নয়। কারণ একটা ইনফিরিয়রিটির সেন্স তার মধ্যে লুকোনো আছে। যদি এটা ইন জেনারেল বলা হয়ে থাকে দুপক্ষকেই যে মেয়েরা পুরুষ থেকে এবং পুরুষরা মেয়ে থেকে দূরে থাকো, কারণ কামের দিকে মন গেলে ঈশ্বরলাভে বিঘ্ন হবে, তাহলে আলাদা করে এই ইনফিরিয়রিটির ইস্যুটা উঠত না। কিন্তু মনে হচ্ছে ওভার অল ঝোঁকটা মেয়েদের দিকেই। কারণ পুরুষদের সম্বন্ধে এত এলাবরেটলি 'কামুক' ইত্যাদি প্রভৃতি বলা হয়েছে বলে এখনো কেউ দেখান নি।

    তবে সাথে এটাও বলব, ইন জেনারেল মিশনের প্র্যাকটিসে আমার মনে হয়েছে মেয়েদের এমপাওয়ার্মেন্টে তাদের একটা সদর্থক ভূমিকা অছে। আমার নিজের বাড়ী দিয়ে আমি সেটা দেখেছি। এই উক্তিগুলো ছাড়াও তার মানে রা: বি: কালচারে এমন কিছু আছে যা মেয়েদের জন্য এমপাওয়ারিং। সেই জায়গাটা কেউ অ্যাড্রেস করলে ভালো হত।
  • tatin | 117.197.68.45 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০২532884
  • তুমিই করো, দেখেছ যখন
  • dukhe | 117.194.230.8 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০২532883
  • nk গোলাপসুন্দরী অঘোরমণিদেরও ঢোকাবেন নাকি ?
  • tatin | 117.197.68.45 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০৩532885
  • কুসুম আসবে না? কুসুম?
  • aka | 168.26.215.13 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০৫532886
  • আছে তো। কেউ বলল না তো সেকথা। গৌরি মাকে ঠাকুর কয়েছিলেন মেয়েদের দেখতে। উনি মেয়েদের শিক্ষা ইত্যাদি নিয়ে কাজও করেছিলেন।

    তো, রাকৃ: কে নিয়ে আপত্তি কম, অনেক বেশি আপত্তি ধর্মীয় ইন্সিটিটিউশন এবং রাকৃ: প্রেমী যাঁদের হাটে বাজারে গুরু মাঝারে দেখা যায়। যাঁরা কামিনি বলতে নিম্ফোম্যানিয়াক বোঝেন এবং ঠাকুর বলতে রা:কৃ:। যাঁরা একদিকে কথায় বার্তায় ম্যাচিস্মো ছড়িয়ে নির্মোহ ব এর গুনগান করেন। এইসব আর কি।
  • dukhe | 117.194.235.116 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০৭532887
  • পিনাকী, ডিস্ট্র্যাকশন তো বটেই । এভারেস্টে কেউ সচরাচর পরিবার নিয়ে যায় না। বাচেন্দ্রি পালও বোধহয় তাই । একক নির্জন পথ । যাতে কিছু সহযাত্রী থাকতে পারে । কিন্তু নিত্যদিনের দায়িত্ব উদ্বেগ এসব নেই ।
  • dukhe | 117.194.235.116 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০৯532888
  • হায় আকা, ইদিকে আমি গুরুতে ভক্ত খুঁজতে বসায় কাজু আর sda-র মৃদু সাড়া পেলাম মাত্র । যার যেমন কপাল ।
  • dukhe | 117.194.235.116 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১০532891
  • তবে নির্মোহ ব এর যে আমি ভক্ত এ নিয়ে কোন সংশয় নাই । ও নিয়ে কেউ বাগড়া দিলে পা দুটো খুলে হাতে ধরিয়ে দেব । কার পা আর জিগাবেন না ।
  • nk | 151.141.84.239 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১০532889
  • আরে দুখে, বৃন্দে কেও তো একঝলক দেখা গেছিলো কথামৃতেই। :-)
    সিরিয়াস, খুব অল্প জানতে পারি মহিলাভক্তদের কথা, অথচ অনেকেই ছিলেন।

    সেদিন আমার এক বন্ধুনী দু:খ করছিলো, ও দিল্লি মুম্বাই বেঙ্গালুরু ইত্যাদি সব জায়্‌গার RKM এ গেছে, কিন্তু মানবসেবার কাজে পুরুষদের অ্যাঅকটিভিটি যতো তার তুলনায় মহিলা অ্যাকটিভিটি খুব খুব কম। মহিলাদের জন্য ব্যবস্থাও খুব কম। অথচ খুব বিরাট না হলেও আর কিছুটা তো হতে পারতো। দেশে সামাজিক সমস্যা তো মহিলাদেরই অনেক বেশী, নানারকম বাধাবিঘ্ন তো পুরুষদের তুলনায় বেশী পেতে হয় নারীদেরই। তাই এত বড়ো একটা প্রতিষ্ঠান যদি স্টেপ নিতো আরো কিছু, তাহলে হয়তো ভালো অনেক হতো। রা কৃ মিশন দুনিয়া জুড়ে, সেই তুলনায় সারদা মঠ মিশন কোথায় ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন