এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মায়ের হাতের রান্না

    Sumit Roy
    অন্যান্য | ০৬ এপ্রিল ২০১২ | ৩৮৩৫৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rimi | 168.26.205.19 | ১৭ এপ্রিল ২০১২ ০০:০৩537065
  • কেসিদা ঐ ছেলেদের রামায়ণের কথা কইছো নাকি? ঐটা "ছেলেদের" জন্যে লেখা তো।
  • byaang | 122.172.241.58 | ১৭ এপ্রিল ২০১২ ০০:০৫537068
  • আমিও জন্টির সঙ্গে একদম একমত।
    আর ম্যাক্সিদি, সীতা অত্যন্ত বুদ্ধিমতী মহিলা ছিলেন। সীতার কাছে সেই মুহুর্তে রাম-লক্ষণের বিরুদ্ধে যাওয়ার মতন কটা অপ্‌শন ছিল? গেছেই অমন গহন জঙ্গলে দুটো আকাট-হামবাগ-গোঁয়ার পুরুষের ভরসায়, যাদের মধ্যে দয়া-করুণা-মমতার কিচ্ছুটি নাই, শিখেছে খালি খুনোখুনি করতে! আমি যে আমি, যার রোজ ইচ্ছে করে অন্তত পাঁচটা করে বিবাহিত পুরুষকে খুন করতে, সেই আমিও ঐ সিচুয়েশনে চাচা আপন প্রাণ বাঁচা পলিসি নিতাম রাম-লক্ষণের সঙ্গে বওয়ালে যেতাম না।
  • kc | 178.61.96.29 | ১৭ এপ্রিল ২০১২ ০০:০৫537067
  • রিমি মেয়েছেলেদের রামায়্‌ণ আছে নাকি? ব্যাটাছেলেদের রামায়ণও নাই অবশ্য।
  • byaang | 122.172.241.58 | ১৭ এপ্রিল ২০১২ ০০:০৭537071
  • কেসি রে, উপেন্দ্রকিশোরের ছেলেদের রামায়ণ ছাড়াও আরো অসংখ্য রামায়ণ আছে, সময় করে পড়ে দেখিস। নাহয় নবনীতা দেবসেনকে দিয়েই শুরু কর?
  • jonty | 151.141.84.81 | ১৭ এপ্রিল ২০১২ ০০:০৭537070
  • আসলেই তাই। পুরোটাই দখল এর মানসিকতা থেকে। "ওরা" দের সাফ করে দাও, "আমরা" সুখে থাকি। বাল্মিকীবাবুর ক্ষেত্রে আমরা-ওরা স্পষ্ট ভাগ, ঐ ব্যাটা রাক্ষসগুলো মরুক, সব শ্রোতারাই একমত হতেন ও আনন্দ পেতেন, কারণ শ্রোতারা নিজেদের মনে করতেন আর্যবংশীয়, রামের দলের।
    মহাভারতে বরং কেস জটিল অনেক, কাজিনে কাজিনে লড়াই। নইলে সভায় দুর্যোভায়ারা অমন অসভ্যতা করে পার পেতো? এই যদি একলব্যের দল এসে অসভ্যতাটা করতো? সোজাসুজি একেবারে কচুকাটা হয়ে যেতো না?

    আকা হে, সাম্রাজ্যবাদ কোথায় নেই?
  • rimi | 168.26.205.19 | ১৭ এপ্রিল ২০১২ ০০:০৭537069
  • আকা তোর আর ব্যাখ্যার দরকার নেই রে। রামায়ণ নিয়ে বিভিন্নরকম আলোচনা হয়েছে, যেমন মহাভারত নিয়েও হয়েছে। রামায়ণের অনেক রকম ইন্তারপ্রিটেশন আছে। যেমন ম্যাক্সিদি একটা বল্লেন ভারতী রায়ের লেখা। সেরকম আমিও দু চাট্টে ইন্টারপ্রিটেশন পড়েছি, বুদ্ধদেব বসুর লেখা ছিল কি একটা? মনে নেই কার লেখা। কিন্তু সাম্রাজ্যবাদী অ্যাঙ্গেলটা বহু আলোচিত।
  • rimi | 168.26.205.19 | ১৭ এপ্রিল ২০১২ ০০:০৮537072
  • আরে কেসিদা যে কি কও? উপেন্দ্রকিশোরের লেখা রামায়ণের নামই হল "ছেলেদের রামায়ণ" অর্থাৎ কি না ছোটোদের। ছেলে মানে এখানে ছোটো, মানে, বয়সটা ফ্যাক্টর না, যাদের বুদ্ধি শুদ্ধি ম্যাচিউরিটি কম।
  • byaang | 122.172.241.58 | ১৭ এপ্রিল ২০১২ ০০:০৯537073
  • মাইরি এদের রামায়ণের লেভেল দেখলে হাঁ হয়ে যেতে হয়। রামবাবুর যদি রামানন্দ সাগর তো লক্ষণবাবুর উপেন্দ্রকিশোরের ছেলেদের রামায়ণ!!
  • rimi | 168.26.205.19 | ১৭ এপ্রিল ২০১২ ০০:১০537074
  • এই যেমন ব্রতীন, আকা, কেসি ইত্যাদি। :-))))
  • jonty | 151.141.84.81 | ১৭ এপ্রিল ২০১২ ০০:১১537076
  • অন্তত রাজশেখর বসুরটা পড়ুন কেসি, তাছাড়া মূল রামায়ণ তো আছেই। কিন্তু সে পড়া খুবই কঠিন। কৃত্তিবাসেরটা কিন্তু ঠিক অনুবাদ নয়, বাংলার রসেজলে খানিকটা নতুন করে কাহিনি রচনা, মূলের ছায়ায়।
  • rimi | 168.26.205.19 | ১৭ এপ্রিল ২০১২ ০০:১২537077
  • সত্যি রে ব্যাং!! এই জ্ঞান নিয়ে আবার তক্কো!
    এদের ঐ "ছেলেদের রামায়ণ"ই ঠিক।

    আকা কিন্তু নবনীতার লেখাগুলো পড়েছে, যথারীতি মনে নেই। রামানন্দের সিরিয়ালটাই মাথায় ঢুকে গেছে।
  • aka | 168.26.215.13 | ১৭ এপ্রিল ২০১২ ০০:১২537078
  • ঠিক কাল্পনিক ঘটনা তাও আবার হাজার হাজার বছরের পুরনো ব্যাখ্যা ও যার যার নিজস্ব।

    বিজেপিকে জিজ্ঞেস করলে একরকম, নবনীতা দেবসেনকে জিজ্ঞেস করলে একরকম, প্রকাশ কারাতকে জিজ্ঞেস করলে একরকম। সবগুলোর মধ্যে একটাই মিল, সবটাই দিনের শেষে একই দোষে দুষ্ট। নিজস্ব ইন্টারপ্রিটেশন দোষে।
  • maximin | 59.93.205.14 | ১৭ এপ্রিল ২০১২ ০০:১৩537079
  • হিটলারের সঙ্গে তুলনাটা মানতে পারলাম না জন্টি। রাক্ষস আর ইহুদী এক হল? সীতা বলেছিলেন 'আমাদের' ক্ষতি করেনি, রাম বললেন অন্যের ক্ষতি করে, গায়ে পড়ে এসে যুদ্ধ লাগায়। নিরীহ মানুষকে রক্ষা করার দায়িত্ব পেয়েছিলেন রাম।
  • aka | 168.26.215.13 | ১৭ এপ্রিল ২০১২ ০০:১৪537080
  • তা এসব ইন্টারপ্রিটেশন বাদ দিয়ে যদি বেস গল্পটা পড়েন।

    সর্বত্রই এই একই গপ্পো দেখবেন। গপ্পোটা স্ট্যান্ডার্ড। শূর্পনখা বাওয়াল করেছিল। যদি অন্য কোনরকম গপ্পো দেখাতে পারেন - ইন্টারপ্রিটেশন নয় - তারপরে কথা হবে। জয় রাম।
  • rimi | 168.26.205.19 | ১৭ এপ্রিল ২০১২ ০০:১৫537083
  • ম্যাক্সিদি হিটলারও এরকম কথাই বলেছিলেন।
    দুরাত্মার ছলের অভাব হয় না। সাম্রাজ্যবাদীদেরও না।
  • Siddhartha | 131.104.32.147 | ১৭ এপ্রিল ২০১২ ০০:১৫537082
  • সীতাকে অগ্নিপরীক্ষায় প্রবলেম কি?

    সীতার মনে রাবণের প্রতি ইন্টু-মিন্টু ছিল বলেই কাঁউ কাঁউ করেছিল। ঠিকঠাক থাকলে হাসিমুখে আগুনে ঢুকে যেত
  • byaang | 122.172.241.58 | ১৭ এপ্রিল ২০১২ ০০:১৫537081
  • আকাটা একেবারে ছেলেমানুষ। যেই দেখেছে রামানন্দ সাগর নিয়ে আওয়াজ খাচ্ছে, অম্নি রাজনীতি এনে বিজেপি-প্রকাশ কারাতকে ডেকে ডজ করার চেষ্টা! যেন চাট্টি গোমড়া লোকের নাম করলেই আমি, রিমি, জন্টি ভয় পেয়ে চুপ করে যাব!!!
  • rimi | 168.26.205.19 | ১৭ এপ্রিল ২০১২ ০০:১৭537084
  • আচ্ছা রে আকা, হাতের কাছে পরশুরামের রামায়ণ নেই। কেউ কি আছে যে বাল্মিকীরটা পড়েছ? ম্যাক্সিদি? শিবুদা?
  • jonty | 151.141.84.81 | ১৭ এপ্রিল ২০১২ ০০:১৮537085
  • ম্যাক্সিমিন, ঠিক আছে, অন্যের ক্ষতি করে, কোনো কোনো ক্ষেত্রে সেগুলো জায়্‌গাজমি নদী পাহাড় ভাগাভাগি করে ঠিক করে নেওয়া যেতো। কোথাও তা হতো না, সেক্ষেত্রে লড়াইয়ের ময়দানে ফয়সালা হতো। কিন্তু তা বলে বংশধ্বংস? জেনোসাইড?
    সবাইকে একধারসে মেরে ফেলা, যেহেতু ওরা রাক্ষস? এ তো নগরে বোমা ফেলার মতন কেস! দে সাবাড় করে যে যেখানে আছে, বাপ মা ভাইবোন যে যেখানে আছে, সব দে পুড়িয়ে। শত্রুর শেষ রাখতে নেই।
    সেই নাগমেধ এর মতন, সব নাগবংশীয়দের আগুনে দিলো। কারণ কী? না, এক তক্ষক কামড়ে দিয়ে মেরে ফেলেছিলো এক আর্যরাজাকে।
  • Siddhartha | 131.104.32.147 | ১৭ এপ্রিল ২০১২ ০০:১৯537087
  • ইন ফ্যাক্ট রাম যথেষ্ট বুদ্ধিমান পুরুষ। জানত যে চোদ্দ বছর ধরে কোন মেয়ে একজন লোকের সাথে একসঙ্গে থাকার পর যদি বলে শুইনি, তাহলে পাতি ঢপ মারছে।

    জানত, কিন্তু বউকে ভালবাসত। ফেলতেও পারবে না। তাই একতা অপশন বাগিয়ে নিজের মনকে শান্ত করে দিল।
  • aka | 168.26.215.13 | ১৭ এপ্রিল ২০১২ ০০:২০537088
  • সূর্য্যবংশ সাম্রাজ্যবাদী বহোত আচ্ছা।

    তাহলে এরকম একটা ইন্টারপ্রিটেশন আমি পড়েছি যে সীতা আসলে জমির প্রতীক - নইলে হলকর্ষন করতে গিয়ে জন্মই বা হয় কি করে - তাহলে জমি নিয়ে লড়ালড়ির মধ্যে মাইয়া আইল কোদ্দিয়ে? বোঝান এইডা আমারে এবার।
  • maximin | 59.93.205.14 | ১৭ এপ্রিল ২০১২ ০০:২৩537090
  • রিমি অল্প খানিকটা পাঠ্য ছিল কিষ্কিন্ধ্যাকান্ড থেকে। 'অয়ম স কাল: সম্প্রাপ্ত:' দিয়ে শুরু করেছিলেন দেবার্চনা। মনে হল বাইরে মেঘ ঘনিয়ে এল। অসাধারণ কাব্যগুণ।
  • jonty | 151.141.84.81 | ১৭ এপ্রিল ২০১২ ০০:২৩537089
  • হাতে নাতে। আবহমানের পুরুষ এসে গেছেন। :-)
    চিরকাল এরা ভাবলো দখলে রাখা বৌটা বুঝি অন্যের সঙ্গে শুলো রে!
    আরে, মেয়েদের নিজস্ব চয়েস বলেও একটা ব্যাপার থাকে, শুধু শোয়ার জন্যেই মেয়েরা ছোঁক ছোঁক করে না, বহু মেয়ে স্বেচ্ছায় সন্ন্যাসিনী ও স্বাধীন জীবনও বেছে নিতো ও নেয়, বহুকাল ধরে, সেই পুরানের কাল থেকে আজ অব্ধি।
    কিন্তু পুরুষের ভয় যায় না, কী হবে ওরা যদি আমাকে বিট্রে করে? কাকের বাসায় কোকিল পালে?
  • byaang | 122.172.241.58 | ১৭ এপ্রিল ২০১২ ০০:২৫537091
  • পুরো পোস্টটা লিখে তারপর না পোস্টিয়েই কাটিয়ে দিলাম, কারণ জন্টি একদম অক্ষরে অক্ষরে কথাগুলো লিখে দিয়েছে ১২:২৩এর পোস্টে।
  • aka | 168.26.215.13 | ১৭ এপ্রিল ২০১২ ০০:২৯537093
  • মানে হতে পারে ঠিক। তো তাতে ভুল কোথায়? এই নিয়ে সারা জীব সমাজে লড়ালড়ি হয় তো। মেয়েদের নিয়ে লড়ালড়ি সর্বত্র ভাইসব। একটু জীবজগতে তাকালেই টের পাবেন। প্রচণ্ড ভায়োলেন্ট সব।
  • rimi | 168.26.205.19 | ১৭ এপ্রিল ২০১২ ০০:২৯537092
  • সিদ্ধার্থ মনে হয় আমাদের খোঁচানোর জন্যে লিখছে রে। অবশ্য আকাও বরাবর তাই করে। এদের পাত্তা না দেওয়াটাই ঠিক। আসল পুসিরা চুপ চাপ থাকে, কিছু লেখে না। :্‌((

    ম্যাক্সিদি, কিষ্কিন্ধ্যা কান্ডে কি কি পড়েছিলে লেখো না, যদি মনে থাকে?
  • maximin | 59.93.205.14 | ১৭ এপ্রিল ২০১২ ০০:৩০537094
  • মনে তো আছে কিছু। লিখলে আবার নাম কান কেটে দেবে না তো?
  • rimi | 168.26.205.19 | ১৭ এপ্রিল ২০১২ ০০:৩২537095
  • কি?????
    জীব জগতে মেয়েদের নিয়ে লড়ালড়ি হওয়ার সঙ্গে সীতার অগ্নিপরীক্ষার তুলনা?? জীব জগতে এমন কোনো জীব নেই যে তার "বৌ"কে অন্যের সঙ্গে শোয়ার অপরাধে মারে বা তাড়িয়ে দেয়। বরম উল্টোটা হয়। জীব জগতে মারামারি হয় ছেলেতে ছেলেতে। যেমন ইউরোপে ডুয়েল লড়া হত তেমনি।
  • rimi | 168.26.205.19 | ১৭ এপ্রিল ২০১২ ০০:৩৩537098
  • ম্যাক্সিদি লিখে ফেলো। ভার্চুয়াল জগতে নাক কান কাটা গেলেই বা কি? আবার গজিয়ে যাবে। আমার, ব্যাংএর যেমন সমানেই কাটা যাচ্ছে :-))
  • byaang | 122.172.241.58 | ১৭ এপ্রিল ২০১২ ০০:৩৩537096
  • রিমি, সেটা আমি আগেই বুঝেছি। সিদ্ধার্থ, আকা, কেসি কারুরই কোনো মতামত নেই এই ব্যাপারে, জাস্ট খুঁচিয়ে মজা পাচ্ছে।

    এদিকে এই টইয়ের জন্যই কিনা জানি না, আমি কাল রাত্রে আবার আকাকে স্বপ্ন দেখেছি, ঘেমেনেয়ে একটা বিশাল ডেকচিতে করে পোলাও রাঁধছে, ঠেসে কাজু-কিশমিশ দিয়ে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন