এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • আধুনিক বাংলা গানের কথা (২)

    pi
    গান | ২৮ এপ্রিল ২০১২ | ১২৫৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রামপ্রসাদ সেন | 24.99.238.78 | ২০ আগস্ট ২০১২ ১২:০০542633
  • এমন মানবজমিন রইল পতিত/ আবাদ করলে ফলত সোনা।
  • নচিভক্ত | 127.194.199.178 | ২০ আগস্ট ২০১২ ১২:০৩542634
  • নচিকেতা ভালো লিরিক লেখে আমি আবার কখন বললাম?
  • নচিভক্ত | 127.194.199.178 | ২০ আগস্ট ২০১২ ১২:০৫542635
  • নচিকেতা প্রচুর কালজয়ী বাংলা গান বানিয়েছে এমটাও বলেছি কি? ন্যাড়াদা পড়া করেন না। বলেছি গানটা বেটার গায়।
  • ন্যাড়া | 132.172.186.57 | ২০ আগস্ট ২০১২ ১২:৩৪542636
  • সরি, কালজয়ী রাগাশ্রয়ী গান - এরকম একটা কী বলা হয়েছিল না? তো সে লিস্টি পাওয়া যায়? বাই দ্য ওয়ে, এটা চ্যালেঞ্জ নয়, কৌতুহল। আমি প্রথম দুয়েকটা অ্যালবামের পরে নচিকেতার গান খুব মন দিয়ে শুনিনি, কোনরকম ইমোশনাল স্টিমিউল্যান্ট পাই না বলে। হয়তো ঐ করতে গিয়ে ভালো গান ফস্কে গ্যাছে।
  • নচিভক্ত | 127.194.199.178 | ২০ আগস্ট ২০১২ ১২:৫৫542637
  • ন্যাড়াদা নয় নং পাতা থেকে শুরু করে আমার পোস্টগুলো একটু পড়ে নিলেও তো পারেন। কীরকম কী একটা বলা হয়েছিল মনে না পড়লে। আর নচিকেতার ডিসকোগ্রাফি পাওয়া যাচ্ছে, বাদ পড়া গানপত্র শুনে নিতে পারেন। সব গান ভালো সেরকম কিছু বলছি না। অ্যাকাডেমিক ইন্টারেস্টে। জাস্ট লোকটার বিবর্তন স্টাডি করতে চাইলে। নেহৎ যদি চান আর কি। http://www.banglatorrents.com/showthread.php?32999-Nachiketa-Chakraborty-Discography-(1993-2012)-31-Albums-Other-Songs-MP3-128-KBPS-1-36-GB

    আর গান্ধী, নজরুল ভালো কবিতা লিখত শুনলে সজনীকান্ত দাশেও হাসবে। থাক।
  • সজনীকান্ত দাশ | 96.98.43.85 | ২০ আগস্ট ২০১২ ১৩:০৬542638
  • হ্যাঁ থাক বরং। আমার কাগজটাও উঠে গেছে, এখন আমি হাসলে ক্কেউ ছাপবে না, না আবাপ, না পতিদিন।

    আমি হাসছি না।
  • Rit | 213.110.246.230 | ২০ আগস্ট ২০১২ ১৪:৫৫542639
  • নচিভক্ত,
    ভালো কবিতা কে কে লিখত? বাংলাভাষার কবিতার সেরা ৫ এর লিস্ট পাওয়া যাবে? নচির নীলাঞ্জনা তো টপ ৫ এ আসবে। তাই না?
  • b | 135.20.82.166 | ২০ আগস্ট ২০১২ ১৫:০৩542640
  • Rit, না। নচিভক্ত কোথাও ক্লেম করেননি যে নচিকেতার লিরিক খুব ভালো। ওনার ১৬ আগস্টের ৪ঃ২৪ এর পোস্ট দেখুন।
  • Rit | 213.110.246.230 | ২০ আগস্ট ২০১২ ১৫:৩৭542641
  • ওকে। সরি। পুরো পড়াটা করিনি। তো টপ কবিতার (বা লিরিক) লিস্টে শুধুই রবি-সুমন-চোন্দিল আর শ্রীজাত? বাকি আর কেও নেই?
  • কল্লোল | 125.241.7.25 | ২০ আগস্ট ২০১২ ১৭:০০542643
  • গান্ধী। হ্যাঁ, আজকাল এসবই নির্মল আনন্দ। আমার তো কেমন মল মল লাগলো।
  • ন্যাড়া | 132.172.186.57 | ২০ আগস্ট ২০১২ ২০:২২542644
  • গভীর চাপ। হোমওয়ার্ক। নচিভক্ত বর্ণিত কটি গান ইউটিউবে খুঁজিলাম - যদি হঠাৎ আবার দেখা হয় দুজনে, পাতা ঝরা মরশুমে, শ্রাবণ ঘনায়, এ মন ব্যাকুল যখন তখন, বিভাবরী জাগো, রাত ঘুমাল, হায় আমায় বলে দে - ইত্যাদি। কিছু পেলাম, কিছু পেলাম না।

    যেগুলো শুনলাম তার মধ্যে একমাত্র 'এ মন ব্যাকুল যখন তখন' ছাড়া আর কোন গান আবার শুনতে ইচ্ছে করে না। বাকিগুলো একেবারে রান-অফ-দ্য-মিল লাগল - কম্পোজিশন, গায়কি সব দিক দিয়েই। এবং এই গানগুলোর ভিত্তিতে নচিকেতার ক্লাসিকাল গায়কি নিয়ে কথা বলতে গেলে, বস্‌, দম লাগে।

    তবে ওই, শেষ পর্যন্ত পসন্দ অপনা অপনা।
  • Abhyu | 107.81.70.229 | ২০ আগস্ট ২০১২ ২০:২৯542645
  • তীর্থদা তো আসে না, ওর হয়ে আমিই লিখে দি। ওর বাবা নাকি একবার রাস্তায় চলতে চলতে থমকে গিয়ে বলেছিলেন - এই রে - আবার কোথায় চোর ধরেছে হাতে নাতে - তীর্থদা বলল ও কিছু না, মাইকে গান হচ্ছে - তাড়াতাড়ি চল।
  • সিকি | 96.98.43.85 | ২০ আগস্ট ২০১২ ২২:৩৩542646
  • নচির গলায় জাগে জাগে রাত শুনলাম।

    কী বলব, সত্যিই পসন্দ আপনা আপনা।
  • aka | 178.26.215.13 | ২০ আগস্ট ২০১২ ২২:৩৫542647
  • কিছুই বোঝা গেল না। ভালো লাগল না খারাপ?
  • সিকি | 96.98.43.85 | ২০ আগস্ট ২০১২ ২২:৪১542648
  • আকা, বড় বেশি কৃত্রিমভাবে আরোপিত লাগল। রেওয়াজ আছে গলায়, সে নচি শুনলে মোটামুটি বোঝা যায়, কিন্তু যত্ন নেই।

    অবশ্য কাঁচা বয়েসে সুমনের জাগে জাগে রাত শুনে মনে কানে পার্মানেন্ট ছাপ পড়ে গেছে। সেখান থেকে এতটুকু বিচ্যুতিও এখন কানে লাগে। পছন্দ হয় নি একেবারেই।
  • aka | 178.26.215.13 | ২০ আগস্ট ২০১২ ২২:৪৫542649
  • সইত্যের খাতিরে কই, সুমনের জাগে জাগে রাত শুনে মনে হয় ধাঁই ধপাশ করে ভোর হচ্ছে। বাপরে।
  • a x | 138.249.1.194 | ২০ আগস্ট ২০১২ ২২:৪৭542650
  • কি কান্ড, আমিও তো কাঁচা বয়সে প্রথম সুমনের গলাতেই জাগে জাগে রাত শুনেছিলাম। কিন্তু নচিকে এই গানে ক
  • a x | 138.249.1.202 | ২০ আগস্ট ২০১২ ২২:৪৭542651
  • উফ্ফ্ফ। কিন্তু নচিকে এই গানে কৃত্রিম লাগাতে পারিনি।
  • siki | 96.98.43.85 | ২০ আগস্ট ২০১২ ২২:৫২542652
  • সেই জন্যেই তো কইলাম, পসন্দ আপনা ইঃ।

    সুমন নিয়ে আমার হ্যালু আছে। আমি সেটা জানি। :)
  • san | 24.99.105.113 | ২০ আগস্ট ২০১২ ২৩:০১542654
  • সুমন নিয়ে আমারও বহু কিছু আছে , কিন্তু জাগে জাগে রাত মোটেও ভাললাগেনি। তখনও না এবং এখনও না।
  • কল্লোল | 125.242.238.218 | ২১ আগস্ট ২০১২ ০১:০৮542655
  • সুমনের জাগে জাগে রাত বেশ কষ্ট করে শুনতে হয়। কিন্তু নচি গানটির প্রতি অবিচার করেছে। সব সময়ে - আমি কতো জানি/কতো পারি এটা না দেখালেও চলে। তাহলেই গানটা গান হয়ে ওঠে। গানটায় খামোখা আলাপ (ভৈরবীর চলনটা দেখানো) আর অযথা মুড়কীর কাজ না করে ভৈরবীর নাজুক চালটা রেখে গেলে গানটা অন্য জায়গায় যেতো।
    উদাঃ ঐ ভৈরবীতেই - দেখোরে নয়ন মেলে - গাওয়াটা শুনুন। অনুপ তৈয়ারী নচির চেয়ে কিছু কম না। কিন্তু সংযম বোধ্টা, গানের বোধ্টা অনেক বেশী। কৃতিত্ব অবশ্যই সুরকারের।
  • শিবাংশু | 127.197.253.233 | ২১ আগস্ট ২০১২ ০১:১৬542656
  • কোন কুক্ষণে 'জাগে জাগে রাত' গানটিতে নচিকেতার ওস্তাদের মার দেখানোর উল্লেখ করেছিলুম কে জানে? সুমনের 'জাগে জাগে রাত' ভবিষ্যতের ভাঁড়ারে নানা কারণে তাঁর শ্রেয়তর সৃষ্টি হিসেবে অবশ্যই থাকবে না। আমি তুলনামূলক বিচারে নচিকেতার গাওয়া একটি লাইভ অনুষ্ঠানের 'জাগে জাগে রাত' আর সুমনের 'সূর্যোদয়ের রাগে গান ধরে ভীমসেন জোশি' গানটির একটা বেশ মূঢ় সমান্তরাল টানার দুষ্প্রচেষ্টা করেছিলুম। সেখান থেকেই বোধ হয় সুমনকে ক্রুশবিদ্ধ করার প্রচেষ্টায় রোমান ফোরাম উদ্বেলিত হয়ে পড়েছে।

    আমি মার্জনাপ্রার্থী।
  • Abhyu | 107.81.70.229 | ২১ আগস্ট ২০১২ ০২:১৭542657
  • ও এখন মনে হচ্ছে যে ঐ "চোর" গানের গল্পটা তীর্থদার নয়, কাকলীদি বলে একজন বলেছিলেন।
  • কল্লোল | 230.226.209.2 | ২১ আগস্ট ২০১২ ০৯:৫৪542658
  • না শিবাংশু, ব্যাপারটা সেরকম নয়। সুমনের গাওয়া জাগে জাগে রাত ভালো নয়। ন্যাড়া বোধহয় কিছু পোস্ট আগেই লিখেছে, সুমনের গলা ভারী, ফলে কাব্যসঙ্গীতে মান্না দে বা মানবেন্দ্র জাতীয় মুড়কির কাজ ভালো আসে না। তাছাড়া অন্য একটা ঝামেলা আছে। সেটা সুমনের গায়কীর ঝামেলা। সুমন সুমনের মতো করে গেয়েছে, কিন্তু গানটার চলন তা নয়। বরং গাওয়ার কথা যদি বলো তো নচির অ্যাপ্রোচ সঠিক, কিন্তু সংযমের অভাব। ঐ যে নচি বল্লো, ও নাকি আলাপটা বেশী করে। বেশী কোন কিছু করাটাই ভালো না। আসলে ঐ আসরের শ্রোতারা (সাধারনভাবে) ধ্রুপদী গানের শ্রোতা নয়, কিন্তু ভিতরে ভিতরে ধ্রুপদী গান "না বোঝা"র হীণমন্যতা আছে। সেটা কাটানোর একটা রাস্তা হলো এটা। সোনা মুখ করে নচির আলাপ শোনা, বা গানের মাঝে একটু সরগম করলে হাততালি দেওয়া। এগুলো অনুপ জালোটা, পঙ্কজ উধাস, এমনকি বাহাবা পাওয়ার লোভে গুলাম আলি বা মেহেদী হাসানও করেছেন। এঁরা বোঝেন হয়তো, বা, কি জানি হয়তো বোঝেন না, এতে গানটা মার খায়।
    এখান থেকে (অফিস) লিংক দিতে পারছিনা। তবু চেষ্টা করছি - milansagar.com/এ গিয়ে সুরেশ বিশ্বাস দিয়ে খুঁজলে কিছু গান পাবে। সুপ্ত আগুন আছে ক্রোধে মিশে - অ্যালবামের নাম। ওতে বীর শহীদোঁ নামে একটা গান আছে। দরবারীতে বাঁধা গানটিতে ছোট দানার কাজ করার অজস্র জায়গা। কিন্তু সচেতনভাবে সেগুলো বাদ দিয়ে খাড়া সুর লাগিয়ে গানটা অন্য জায়গায় চলে গেছে। ঐ অ্যালবামের অ্যারেঞ্জমেন্ট খেয়াল কোরো আনন্দ পাবে।
  • কল্লোল | 230.226.209.2 | ২১ আগস্ট ২০১২ ০৯:৫৭542659
  • না শিবাংশু, ব্যাপারটা সেরকম নয়। সুমনের গাওয়া জাগে জাগে রাত ভালো নয়। ন্যাড়া বোধহয় কিছু পোস্ট আগেই লিখেছে, সুমনের গলা ভারী, ফলে কাব্যসঙ্গীতে মান্না দে বা মানবেন্দ্র জাতীয় মুড়কির কাজ ভালো আসে না। তাছাড়া অন্য একটা ঝামেলা আছে। সেটা সুমনের গায়কীর ঝামেলা। সুমন সুমনের মতো করে গেয়েছে, কিন্তু গানটার চলন তা নয়। বরং গাওয়ার কথা যদি বলো তো নচির অ্যাপ্রোচ সঠিক, কিন্তু সংযমের অভাব। ঐ যে নচি বল্লো, ও নাকি আলাপটা বেশী করে। বেশী কোন কিছু করাটাই ভালো না। আসলে ঐ আসরের শ্রোতারা (সাধারনভাবে) ধ্রুপদী গানের শ্রোতা নয়, কিন্তু ভিতরে ভিতরে ধ্রুপদী গান "না বোঝা"র হীণমন্যতা আছে। সেটা কাটানোর একটা রাস্তা হলো এটা। সোনা মুখ করে নচির আলাপ শোনা, বা গানের মাঝে একটু সরগম করলে হাততালি দেওয়া। এগুলো অনুপ জালোটা, পঙ্কজ উধাস, এমনকি বাহাবা পাওয়ার লোভে গুলাম আলি বা মেহেদী হাসানও করেছেন। এঁরা বোঝেন হয়তো, বা, কি জানি হয়তো বোঝেন না, এতে গানটা মার খায়।
    এখান থেকে (অফিস) লিংক দিতে পারছিনা। তবু চেষ্টা করছি - milansagar.com/এ গিয়ে সুরেশ বিশ্বাস দিয়ে খুঁজলে কিছু গান পাবে। সুপ্ত আগুন আছে ক্রোধে মিশে - অ্যালবামের নাম। ওতে বীর শহীদোঁ নামে একটা গান আছে। দরবারীতে বাঁধা গানটিতে ছোট দানার কাজ করার অজস্র জায়গা। কিন্তু সচেতনভাবে সেগুলো বাদ দিয়ে খাড়া সুর লাগিয়ে গানটা অন্য জায়গায় চলে গেছে। ঐ অ্যালবামের অ্যারেঞ্জমেন্ট খেয়াল কোরো আনন্দ পাবে।
  • শিবাংশু | 127.197.233.150 | ২১ আগস্ট ২০১২ ১২:২৫542660
  • কল্লোলদা,

    সরি। তোমার 01.08 য়ের ডাকটা দেখার আগেই আমার প্রলাপ পোস্টিত হয়ে গিয়েছিলো। সুমনের গানের টেকনিক্গত দুর্বলতা নিয়ে একাধিক বার আমিও লিখেছি । কিন্তু তাঁর শক্তির দিকটাই আমার উপজীব্য ছিলো।

    কয়েকদিন আসিনি। এসে দেখলুম ঐ 'জাগে জাগে রাত' শীর্ষক গানটি নিয়ে সুমনকে তুলোধোনা করা হচ্ছে। তখন একটু অপরাধবোধ জাগলো। যাই হোক, এই পাতায় ঐ গানটির প্রথম উল্লেখ আমিই করেছিলুম। তার দায় নিয়ে মার্জনা চাইলুম।

    তুমি যা লিখেছো তা স্বতঃসিদ্ধ, ন্যাড়াও এই নিয়ে লিখেছেন। বাংলা কাব্যগীতিতে অলংকরণের মাত্রা নিয়ে হাজার বিতর্ক রয়েছে। অতুলপ্রসাদ, ধূর্জটীপ্রসাদ, দিলীপ রায় প্রমুখ , দাদু ছাড়াও এঁরা অনেক কথা বলেছেন । এ যুগেও এই নিয়ে বহু প্রনিধানযোগ্য আলোচনা হয়েছে। কখনও লেখা যাবে এ নিয়ে।

    শিবাংশু।
  • কল্লোল | 230.226.209.2 | ২১ আগস্ট ২০১২ ১২:৩৫542661
  • শিবাংশু আর ন্যাড়াকে
    milansagar.comএ গিয়ে সুরেশদার গান শুনো। অ্যারেঞ্জমেন্ট মন দিয়ে শুনো।
    বীরেন চট্টোর কবিতা নিয়ে গানের সংকলন আগুলের ফুল বিনয় চক্রবর্তী সুর সিডি হয়ে বের হচ্ছে ২ সেপ্টেম্বর শিশির মঞ্চে। ওদিন বীরেনদার জন্মদিন।
  • Blank | 180.153.65.102 | ২১ আগস্ট ২০১২ ১৯:০৯542663
  • BHETORE DHOKAR KHOMOTA ACHE??SAHOSH ACHE??MUROD ACHE??PICHUTI CHOKHER PAGOL..AK MUKH DARI GNOF ER PAGOL BORNONA..SUKHEN DAS O KORECHEN,,OITIHASHIK...KAJ KORECHEN UNI..bhetore dhuke dekhechis pagol??phish phish sunish...toder chele meyeder ar toder gurudeb der sunte bolish,,bomi na kore fale..
  • Blank | 180.153.65.102 | ২১ আগস্ট ২০১২ ১৯:০৯542662
  • সুমন নিয়ে শিলাজিৎ,

    koto purbe pnouchonor khomota ache??koto purbo surider sikar korar murod ache..lalon,,,..nazrul,,d l roy..otul prosad,,rajanikanto..j baul gulo kjonodin mp hopye sorkar er poishay jonogoner poishay bneche thakte parlo na..j jhumur gayen gulor khobor rakhar moto murod nei..j composer gulo k media mone rakhte parlo na..jsangbadik der okhhomotar jonyo..tader chere akta manush purbosuri hoye galo..kis...er shikar korbo take,,j amar shonge show korte bhoy peto,,organiser der bole amake talika theke baad deoar chesta korto..se purbosuri..koyekta average manush er average budhhi,,limited intellectuality roshod kore bajar toiri koreche j se purbo suri??kotodur pnouchobi..prithibir protyhom sur srishtikorta k to chenate parlina,,haater kache duto kabyo peye ..tor bhalo legeche bole pujo to onek holo..ebar aaynar samne dnara..
  • Blank | 180.153.65.102 | ২১ আগস্ট ২০১২ ১৯:১১542665
  • goto kuri bochore akta gaaner naam bolto,,,akta composer er naam bolto..j prem k bishoy na koreo manusher moner kache pnouchote perechilo...akta gaan????jeta super duper hit bole???bol re sangbadik kul,,,bol..???GHUM PEYECHE BARI JA chara akta gaan bolto.pabi na..jara toder kache bhogobaan hoyeche,,tader jiboner shob theke bikhyato gaan ta prem er haat dhore..akmatro ei sangitik bejonma silajit ...k chineche loke e..akta oprem er gaan er jore e..chotkare..toder moto arsholar deshe onek kei pakhi mone hoyeche,,chaliye ja..ja khushi bol..ami amar kuri bochor aager sei sobdo guchho toder moto sangbadik der dilam,,abar...TODER GHUM PEYECHE,,,,,BARI JA...JA ..bhanga kake bole janish??bhanga mane ganer kolite kolite jinbonanondo..ganesh pain..solil sunil er naam gnuje modhyobittor kache pnouchono noy re.short cut chere berote parle bero,,noile amar naam baad diye de..toder bangla gaaner sumodhur itihaash theke..amar B C J

    সংগে থাকুন
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন