এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • আধুনিক বাংলা গানের কথা (২)

    pi
    গান | ২৮ এপ্রিল ২০১২ | ১২৬১০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | 135.20.82.166 | ২১ আগস্ট ২০১২ ১৯:৫০542666
  • এ কি গো বিস্ময়। কোথা থেকে পেলেন?
  • Rit | 213.110.246.230 | ২১ আগস্ট ২০১২ ২০:০০542667
  • এটা বাংলা ফন্টে নেই? শিলাজিৎ কবে বলল এটা?
  • intellidiot | 125.113.49.98 | ২১ আগস্ট ২০১২ ২০:০৯542668
  • শিলাজিৎ নিজের ফেবু অ্যাকাউন্ট থেকেই এইসব মণিমুক্তো ছড়াচ্ছেন...
  • pinaki | 132.164.232.187 | ২১ আগস্ট ২০১২ ২০:১৯542669
  • এইবার জমেছে। নচি বনাম সুমনটা ঠিক জমছিল না। ঃ-)
  • a x | 118.207.195.138 | ২১ আগস্ট ২০১২ ২০:২২542670
  • কল্লোলদা, শিবাংশু,

    আপনারা যদি আপনাদের থেকে ভিন্ন পছন্দের শ্রোতাদের "অশিক্ষিত" বা "হীনমন্যতায় ভোগা" শ্রোতা কিম্বা ঠিক "সেরিব্রাল" শ্রোতা না এইভাবে চিহ্নিত না করে আলোচনাটা চালান, তাহলে আপনাদের মতামতগুলো আরো একটু গ্রহণযোগ্য হবে বলে আমার মনে হয়। অন্যের অপছন্দটাও ক্রুশবিদ্ধ ইত্যাদি না ভেবে সহজে নিতে পারাটাও শিক্ষার (সবরকমের) অঙ্গ বলেই জানতাম।
  • | 116.212.3.110 | ২১ আগস্ট ২০১২ ২১:০৫542671
  • আধুনিক গানের কথা কী অনেক পাল্টে গেছে ? বোঝাতে গিয়ে কয়েক টা উদাহরন দিঃ

    ১। পরীক্ষার র ঐ ফল ট যদি হত গাছের ফল ঃ ছবি বলিদান। সময়্কাল ৯১/৯২/৯৩

    ২। জঙ্গলে লেগে যায় অগুন যেমন,সুন্দরী রুপসীর রাগ ও তেমনঃ ছবি ছোট বৌ।

    ৩। নেশা নেশা , আগুন আগুন,জানো কী এ নেশা আছে কত দূরঃ ছবি আগুন

    ৪। আমি মন দিয়েছি,মন টা নিতে চাই ঃ কোন সিনেমা?
  • শ্রী সদা | 127.194.213.114 | ২১ আগস্ট ২০১২ ২২:৩৬542672
  • বোতিন্দা সব ভুলে গেছে। ৪ এর টা তো অমর সঙ্গী, বাপ্পিদা।
  • sinfaut | 127.194.242.246 | ২১ আগস্ট ২০১২ ২৩:২৫542673
  • ইসে, দুটো জাগে জাগে রাতই শুনলাম।

    নচিকেতাকে পাকা লাগল যেমন লাগে। শুধু প্রথম ফ্রেজটা ঠিকঠাক লাগল, তারপর ঐ আরকি গলা খে -এ-এ-ই-লি-য়ে-এ-ই-এ এদিক-সেদিক রাগ মারানো। অসহ্য টাইপ্স।২ মিনিট শুনেছি।

    সুমনের টা ভোরটোরের ইসে মেরে দিয়েছে।

    দুটোর একটাও পোষালো না।

    অব্শ্য আমি হীনম্মন্য না হলেও অশিক্ষিত বটি।
  • pinaki | 132.164.237.250 | ২১ আগস্ট ২০১২ ২৩:৩১542674
  • সুমনের জাগে জাগে রাতটা 'অসাধারণ' ক্যাটেগরিতে পড়বে না হয়তো, কিন্তু সূর্যোদয়ের আগে গান ধরে ভীমসেন যোশী আমার মতে অসাধারণ।
  • | 127.99.168.9 | ২১ আগস্ট ২০১২ ২৩:৩৫542676
  • 'এক কাপে চায়ে আমি তোমকে চাই' টু গুড!! এখনো ভালো লাগে।

    আরো বেশ কিছু গান যেমনঃ

    'যখন সময় থমকে দাঁড়ায়'
    'নীলাঞ্জনা '।
    ' নীল ফিতে সাদা মোজা'
    নচিকেতার বৃদ্ধাশ্রম
  • pinaki | 132.164.237.250 | ২১ আগস্ট ২০১২ ২৩:৪১542677
  • নচিকেতার ঐ অকারণ কালোয়াতি আমার মোটেই পোষায় না। যদিও সইত্যের খাতিরে বলতে হবে নচির গলা সুমনের চেয়ে 'সুরেলা' এবং কিছু গান হয়তো নচি সুমনের চেয়ে বেটার গাইবে। বিশেষতঃ রাগপ্রধান যেগুলো। জাগে জাগে রাত নচির টা বেটার লাগছিল শুরুতে। কালোয়াতি মারানো শুরু করতেই ঝাঁট জ্বলে গেল।

    আর কথা, সুর, গায়কি, ইনস্ট্রুমেন্ট বাজানোর দক্ষতা - সব মিলিয়ে সুমন একটা টোটাল প্যাকেজ। সেখান থেকে খামোকা 'গলার সুর' টুকু বের করে নিয়ে সেই ডোমেনে নচির সাথে তুলনা কেন করব? সুমন যে আমাদের কাছে নচির তুলনায় একটা অন্য উচ্চতায় আছে তা কি শুধু সুরের বা গানের গলার জন্য নাকি?
  • pinaki | 132.164.237.250 | ২১ আগস্ট ২০১২ ২৩:৪২542678
  • বাবা বোতিন, ওটা লাল ফিতে সাদা মোজা। আর ওটাই নীলাঞ্জনা। ঃ-)
  • | 127.99.168.9 | ২১ আগস্ট ২০১২ ২৩:৪৪542679
  • ওহো ।

    আমি আসলে 'রঞ্জনা আমি আর আসবো না' টা বলতে চেয়েছিলুম।ঃ))
  • pinaki | 132.164.237.250 | ২১ আগস্ট ২০১২ ২৩:৪৯542680
  • বোঝো! কোথায় আমড়াগাছি আর কোথায় দামড়া খাসি।
  • Lama | 127.194.228.247 | ২২ আগস্ট ২০১২ ০০:১৪542681
  • অ ব্রতীন, ফিতে তো লাল ছিল।

    একেই বলে লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ
  • siki | 96.98.43.85 | ২২ আগস্ট ২০১২ ০০:৫৪542682
  • কিংবা চন্দ্রবিন্দুর চ আর বেড়ালের তালব্য শ। :)
  • | 233.179.139.162 | ২২ আগস্ট ২০১২ ০৪:৫৪542683
  • আহা , বয়স্ক লোক টাকে একটু ক্ষমা ঘেন্না করে দাও। পিনাকী ,আকা,ব্যাঙ সব আমার ডান হাঁটুর বয়েসী। বললে হবে? ঃ))
  • Lama | 127.194.225.208 | ২২ আগস্ট ২০১২ ০৪:৫৬542685
  • তুমি বয়স্ক? সাধে কি আর একক "ইন্ডিয়ানরা কেন" টই খুলেছে?
  • | 233.179.139.162 | ২২ আগস্ট ২০১২ ০৪:৫৬542684
  • সুর তো বটেই কিন্তু আমার মনে হয় তার থেকে ও কথা। সুমন অনেক এগিয়ে।
  • | 233.179.139.162 | ২২ আগস্ট ২০১২ ০৫:০২542687
  • ইয়ে, এমনি তে তেমন বয়েস নয়। কিন্তু এখানে স্মৃতি শক্তি নিয়ে একটু চাপ আছে বলে বয়েসে দোহাই দিচ্ছি। মনে 'যখন যেমন ' আর কী!! ঃ))
  • কল্লোল | 111.62.124.249 | ২২ আগস্ট ২০১২ ০৬:৩২542688
  • অক্ষ। ওভাবে লেখা ঠিক হয়নি। তুমি ঠিকই বলেছো। শিবাংশু নয়, দায় আমারই। ক্ষমাপ্রার্থী।

    তবে এটাও ঠিক যে এই সব বালখিল্য কালোয়াতী শুনে যখন ভক্ত বলেন - গুরুর ক্লাসিকালে বেসটা দেকেচো? তখন কুলকুল করে হাসি পায়।
    নচি যাকে আলাপ বললেন, সেটা আসলে ভৈরবীর একটা চলন মাত্র। আলাপ, ধ্রুপদী গানের এই টেকনিকাল টার্মটার মানে সম্পূর্ণ আলাদা। এই সব গায়কেরা সেটা যে জানেন না, তা নয়। তার পরেও এই সব টার্মগুলো ব্যবহার করে, বাহবা কুড়োন। আর তখন, গয়ক একটা ছোট তান (আকার বা সরগম দিয়ে) করলে শুনতে হয় - গুরু গানটায় যা রাগ করলো না, প্পুরো এগ্ঘর। তখন বড় ইয়ে টাইপের হয়।
  • বেসিক প্রশ্ন | 69.160.210.2 | ২২ আগস্ট ২০১২ ১২:৪৬542689
  • ৯০ থেকে ২০১২ তে যাঁরা যাঁরা বাংলা গান গাইছেন তাদের মধ্যে কার কার ক্লাসিকাল বেস নচিকেতার চেয়ে বেটার বলে কল্লোলদা মনে করেন?
  • lcm | 79.236.172.240 | ২২ আগস্ট ২০১২ ১৩:৪১542690
  • ক্লাসিক্যাল বেস দিয়ে কি হবে, নচিকেতার ভালো এবং জনপ্রিয় গানগুলোর সঙ্গে ক্লাসিক্যালের কি সম্বন্ধ।
    এই ট্রেন্ডটা সুমন, নচিকেতা - দু জনের মধ্যে দেখা গেছে। দুজনেই জীবনমুখী গান (নাগরিক লোকগান) গেয়ে নাম করেছেন, পরিচিতি পেয়েছেন। নাম যশ হবার পরে এরা উঠে পড়ে লাগলেন জনগণকে বোঝাবার জন্যে যে এনারা শুধু নাগরিক লোকগানের গায়ক নন, এনারা অন্যান্য ধরনের গানেও সমান পারদর্শী। রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, রাগাশ্রয়ী গান, পুরাতনী গান - ফটাফট সিডি/ক্যাসেট বেরোতে থাকল। অথচ, এরা এসব না গাইলেও কিস্যু এসে যেত না - এনাদের নয়, শ্রোতাদেরও নয়। সুমন দেবব্রত নন, নচিকেতাও রশিদ খান নন - এর মানে এই নয় যে এনারা সংগীত বোঝেন না। কিন্তু, জনপ্রিয়তা ভাঙিয়ে যতটা নিংড়ে নেওয়া যায় তার একটা প্রচেষ্টা মনে হয়।
  • কল্লোল | 125.241.76.176 | ২২ আগস্ট ২০১২ ১৪:৩০542691
  • বেসিক প্রশ্ন।
    এক্ষুনি চারটে নাম মনে আসছে - মনোময়, শ্রীকান্ত, রূপঙ্কর, রাঘব।
    কিন্তু সেটা কথা নয়। যেটা উপরের পোস্টে লসাগু বলেছে, সেটা আমারও কথা।
    নচি আর রাঘব গানটা ভালোই গায়, সংযমের অভাব। বড় বেশী দেখনদারি। এতে শেষ বিচারে গানটার ক্ষতি হয়।
  • bb | 127.195.181.182 | ২২ আগস্ট ২০১২ ১৪:৫২542692
  • আরে বাবা কালোয়াতী যদি শুনব তবে নচিকেতা কেন? এটাই প্রশ্ন? বাকি সবার নিজের নিজের পছন্দ।
    সুমনের প্রথমদিকের প্রতিটা গানই আমার দারুণ লাগে - তুই হেসে উঠলেই সুর্য লজ্জা পাই, কতটা পথ পেরলে পরে ইত্যাদি।
    নচিকেতাও দারুণ শুরু করেছিলেন - নীলাঞ্জনা আর য্খন সময় থমকে দাঁড়ায় বা আমি এক ফেরিওয়ালা দিয়ে।
    কিন্তু তারপর দুজনেই জনপ্রিয়্তার জালে পড়ে গেছেন। দুজনেই অক-দুটি পুরাণ ঝ্লক দেখিয়েছেন, কিন্তু সেই যোশ অনুপস্থিত।
  • বেসিক প্রশ্ন | 69.160.210.2 | ২২ আগস্ট ২০১২ ১৫:১০542694
  • কল্লোলদা এই সব কথা বলছেন একটা মাত্র গানের লাইভ প্রোগ্রামে পরিবেশনার ভিত্তিতে।
    প্রথমতঃ লাইভ প্রোগ্রামে শ্রোতাদের আনন্দদানের দিকটায় গায়কের মনোনিবেশ থাকেই। উপস্থিত শ্রোতারা যদি একটু কালোয়াতি দেখনদারিতে বেশি খুশি হয়, শিল্পী সেটা সম্পূর্ণ স্বাভাবিকতই নজরান্দাজ করব্ননা।
    দ্বিতীয়তঃ এই গানটার একটু আগেই সুমন গেয়েছেন "যখন সময় থমকে দাঁড়ায়", পুরোপুরি নিজের মতো করে। সেটা একটা অভিঘাতের মত, যে প্রথম সেরকমটা শুনল, তার কাছে। এবার সুমনের একটা গান গাইতে গিয়ে নিজস্বতা বা শ্রোতাদের অন্যরকম লাগানোর চেষ্টা নচিকেতা করেছেন, একটা লাইভ প্রোগ্রামে। সেটা রেকর্ড হয়ে ঘটনাক্রমে ক্যাসেট হয়েছে বলেই পরিপ্রেক্ষিত ভুলে ঐ একটা প্রোগ্রামে ঐ একটা গান দিয়ে নচিকেতার সামগ্রিক গায়কীর মূল্যায়ণ অযৌক্তিক।
    তৃতীয়তঃ বেসিক গান হিসেবে রেকর্ড হয়েছে নচিকেতার এমন কোনো গানে তাঁকে এহেন আলাপ বা রাগের চলন বিস্তার করতে শুনেছেন, যে শেষ বিচারে গানটির শ্রুতিসুখতা ক্ষুন্ন হয়েছে? হয়েছে অনেক গানেই, তবে নিতান্ত অন্য কারণে।
    চারঃ মনোময় বেশি শুনিনি। রূপঙ্কর শ্রীকান্তের গলা ভালো ও সুরে। কিন্তু এদের ক্লাসিকাল বেস নচিকেতার থেকে ভালো? নাঃ পসন্দ আপনা আপনা।
  • | 116.209.85.17 | ২২ আগস্ট ২০১২ ১৫:১০542693
  • বা`লা সিনেমা গান নিয়ে কালকে লিখছিলাম । আরো কিছু গান দেখুনঃ

    ১। 'ফুল কেন লাল হয়, তা কি বোঝা যায়; ভালো এ কথা কি মুখে বলা যায়'ঃ ( কী চাপ!!)
    সেই বিখ্যাত গুরুদক্ষিনা। আমাদের তাপস আর শতাব্দী।

    ২। 'সব লাল পাথর ই তো চুনী হতে পারে না, সব প্রেম মিলনের মাল পেতে পারে না'ঃ
    মন্দিরাঃ পোসেনজিত আর ?

    ৩। 'তুমি আমার নয়ন গো, যে নয়নে দেখি গো; তুমি আমার সেই নয়নের মণি' ঃ নয়নমণি( কী চাপ!!)

    ৪।' ও বড় মানুষের দল একটা শোন, এই ছোট্ট ছেলে একটা কথার জবব দিয়ে যাও'ঃ রেমা লাহিড়ী ঃ নয়নমণি।

    ৫। 'পাহড়ে আর জঙ্গলে এক মানুষ খেকো বাঘ থাকে,গায়ে নাকি তাদের ডোরা ডোরা দাগ থাকে'ঃ পোসেনজিত আর দীপিকা ( সীতা খ্যাত) সেই
    সিনেমা।নাম ভুলে গেছি

    ৬।'বলছি তোমার কানে কানে আমার তুমি'ঃ আমার তুমি। পোসেন্জিত ও ফাড়া।

    তবে ভালো কথা ও আছেঃ

    ৭। 'আজকের দিন টাকে মনের খাতায় লিখে রাখোঃ কিশোর। মুনমুন সেন আর চিরঞ্জিত।সিনেমার নম পূজারিনী।

    ৮। 'অনেকে ই জমানো ব্যথা বেদনা, কী করে গান হলো জানি না'ঃ কিশোরঃ পরাবত প্রিয়া খুব সম্ববতঃ

    ৯। 'পারি না সইতে না পারি কইতে; তুমি কি কুয়াশা ধোঁয়া ধোঁয়া ধোঁয়া' ঃকিশোর। জীবনের শেষ বাংলা সিনেমা তে গান । জ্যোতি।
  • আরও বেসিক প্রশ্ন | 132.248.183.1 | ২২ আগস্ট ২০১২ ১৫:৩০542695
  • "সব প্রেম মিলনের মাল পেতে পারে না"???
  • ডিডি | 120.234.159.216 | ২২ আগস্ট ২০১২ ১৫:৩৫542696
  • এই মিলন কে? চেনা কেউ না তো ?
  • নেতাই | 131.241.98.225 | ২২ আগস্ট ২০১২ ১৫:৫০542698
  • এখনো অনেক ভালো ভালো গান আসছে বাংলায়।
    প্যায়ারীলাল রে গানটা শুনেছো?
    লায়্লা আর মজনু, কে যেনো কাকে সশা গিফ্ট করবে বলছে।
    এরকম কালজয়ী আইডিয়া আগে দেখেছে কেউ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন