এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • আধুনিক বাংলা গানের কথা (২)

    pi
    গান | ২৮ এপ্রিল ২০১২ | ১২৫২৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাই | 82.83.81.233 | ০৬ মে ২০১২ ১০:৩৭542466
  • গানটা সুন্দর।

    পুরানো স্বর্ণযুগ বনাম এখনকার গান নিয়ে ঃ)
  • রোকেয়া | 213.110.246.230 | ০৬ মে ২০১২ ১১:০১542467
  • পাইপিসি কি চিরকুট-এর কথা বলছিলে? স্টুডিওর ভেতর এইটা
    , আর গ্রাফিক্স দিয়ে
  • পাই | 82.83.81.233 | ০৬ মে ২০১২ ১১:০৯542468
  • ইয়েসসসসস ! বেঁচে থাক ভাইপো ! ঃ)

    জনতা, এতে 'নারীস্বর' খুঁজে পান ? ঃ)
  • Generic Letter | 81.182.169.251 | ০৬ মে ২০১২ ১১:১৮542469
  • কৃষ্ণকলির সূর্যে বাঁধি বাসা albumএর গানগুলো এখানে পাবেন - সবকটা শুনে ফেলুনঃ http://www.fhiredekha.com/forum/index.php?topic=345.0
    অর্ণবের কাজ। লেখা মনে হয় কৃষ্ণকলির নিজেরই।

    আচ্ছা, এখানে কে কে অনুশে-র গান শোনেন নি হাত তুলুন। না শুনে থাকলে সমস্ত কাজ ফেলে শুনুনঃ
    , অথবা একটা চেনা গান
  • পাই | 82.83.81.233 | ০৬ মে ২০১২ ১১:২৫542471
  • আমার কৃষ্ণকলি-অর্ণব ব্যাপক লাগে । আনুশের চেয়েও বেশি।

    তবে এনার গানও ব্যাপক লেগেছিল। নাম বোধহয় সুমি।
    খাজনার এই ভারশনটা আগেকার থেকে খারাপ। মানে, রেকর্ডিং। কিন্তু প্রিলিউডটার জন্য দিলাম।



    সদা, এগুলোর পাশে এইসব ঝাঁটের লাগে না ? ঃ)
  • Generic Letter | 81.182.169.251 | ০৬ মে ২০১২ ১১:২৫542470
  • সায়ানের তৈরি গান শুনে খুব খুব ভাল্লাগলো।
  • generic letter | 81.182.169.251 | ০৬ মে ২০১২ ১১:২৮542472
  • চিরকুটের গানের চলনটা একটু চন্দ্রবিন্দুর মতন।
  • generic letter | 81.182.169.251 | ০৬ মে ২০১২ ১১:৩৩542473
  • না, উইথড্র করলাম - ওটা রোকেয়ার দেওয়া গানটা শুনে বলেছিলাম।

    একটা কথা আমি হলফ করে বলতে পারি - পশ্চিমবাংলার থেকে বাংলাদেশের ব্যান্ডগুলো মিউজিক্যালি ১০০ বছর এগিয়ে।
  • পাই | 82.83.81.233 | ০৬ মে ২০১২ ১১:৪০542474
  • চিরকুটের কথা বেশ লাগে।

    GL দা, কাটাকুটি, খাজনা - দুটুই ওদের।
  • পাই | 82.83.81.233 | ০৬ মে ২০১২ ১১:৪৫542476
  • হ্যাঁ, আমাদের এপারের বেশিরভাগ ব্যান্ডের গানের মধ্যেই গান কম, ইস্টাইল (তাও আবার নকলনবিশি) বেশি। আর গানগুলোর মধ্যে থেকে 'বাংলা' ব্যাপারটাই জাস্ট মিসিং মনে হয়, মানে ঐ প্রায় দুর্বোধ্য উচ্চারণের পাহাড় ডিঙ্গোতে পারলে যে ক'টা বাংলা শব্দ উদ্ধার করা যায়, তা বাদে। বাংলাদেশের গানগুলোর অনেকগুলোর মধ্যেই ( মানে, যা শুনেছি) গান ব্যাপার টা অনেক বেশি। বাংলা ব্যাপারটাও।
  • kc | 204.126.37.78 | ০৬ মে ২০১২ ১১:৫১542477
  • অ্যাক্চুয়ালি যে কোনও রকমের সাংস্কৃতিক চিন্তাভাবনা, নতুন আঙ্গিকের টেলিফিল্ম, বাংলা ভাষার চর্চা, রবীন্দ্রনাথ নজরুলের গান, সবকিছুতেই বাংলাদেশের মানুষেরা পশ্চিমবাংলার থেকে একশো বছর এগিয়ে গেছেন। এপারের লোকেরা কিছু তালবাদ্য আর পিওর ক্ল্যাসিক্যাল মিউজিকের চর্চা, আর নিজেদের ফাঁপা জয়ঢাক বাজানো ছাড়া সবকিছুতেই পিছিয়ে, অনেক পিছিয়ে আছেন।
  • রোকেয়া | 213.110.246.230 | ০৬ মে ২০১২ ১২:৪১542478
  • জয়ঢাক তো তালবাদ্যই :)
    আরেকজনের গান শোনো

    আমার একটা নদী ছিলো, জানলো না তো কেউ/ নদীর জল ছিলো না, কূল ছিলো না, ছিলো শুধু ঢেউ :)
  • sda | 127.194.194.92 | ০৬ মে ২০১২ ১২:৪৫542479
  • আমার মনে হয়, লিরিকের দিক দিয়ে চন্দ্রবিন্দু , শহর , মহীনের ঘোড়াগুলি বা হালফিলের অনুপম রায় অনেক এগিয়ে। বাংলাদেশের ব্যান্ড মিউজিক আমার ঝুল লাগে এই লিরিক এর জন্যেই। শুধু মনে হয় কিছু ভালো শুনতে শব্দ বসিয়ে দিয়েছে পাশাপাশি।

    যেমন ধরা যাক -

    চন্দন কাঠের বুকশেলফ্ -এ

    আজো আছে তোমার জীবনানন্দ

    কাঁধে কাঁধ মিলিয়ে রবীন্দ্র

    শুধু কেটে গেছে জীবনের ছন্দ

    দেয়ালের ফ্রেমে আজো বন্দী

    দু'জনার এক চোখে দেখা স্বপ্ন

    ওরা হাসছে, তবু হাসছে

    জানেনা আসছে ভাঙনের লগ্ন

    __________________________

    শুনলে মনে হয় সদ্য গোঁফ গজানো কোনো কিশোরের অপটু হাতে লেখা, জোর করে অন্ত্যমিল দেওয়ার চেষ্টা। আমাকে কাগজ পেন ধরিয়ে জোর করে গান লেখাতে গেলে এরকম ই কিছু একটা বেরোবে। মমোদিদির কবিতার বইতেও এরকম স্যাম্পল প্রচুর।

    পাশাপাশি রাখুন এপার বাংলার চন্দ্রিল বা অনিন্দ্যর লেখা লিরিক, শুনলে বোঝা যায় যে লিখছে সে বাংলা ভাষাটা নিয়ে রীতিমতো চর্চা করে এবং সেটা প্রফেশনাল লেভেলে (বোল্ড অ্যান্ড আন্ডারলাইন) ব্যবহারে সক্ষম। না হলে বন্ধু তোমায়, আড্ডা , আদরের নৌকো বা শহরের উষ্নতম দিনে র মতো লিরিক নামানো সম্ভব নয়।
  • পাই | 82.83.81.233 | ০৬ মে ২০১২ ১২:৫৩542480
  • চিরকুট শুনলি ?
  • পাই | 82.83.81.233 | ০৬ মে ২০১২ ১২:৫৪542481
  • অর্ণব শুনেছিস ?
  • পাই | 82.83.81.233 | ০৬ মে ২০১২ ১৩:০৫542482
  • তবে কেশীদার মন্তব্যটা কি একটাও মহীন না শুনেই ? ঃ)
  • পাই | 82.83.81.233 | ০৬ মে ২০১২ ১৩:০৮542483
  • আর সদাকে আরেকটা কোশ্চেন ছিল। জোয়ার, মাইল্স ,LRB এসব শুনেছিস ?
  • sda | 127.194.194.92 | ০৬ মে ২০১২ ১৩:৩৪542484
  • হ্যাঁ শুনেছি। সুর ভালো, ইন্স্ট্রুমেন্ট্স ফাটাফাটি, কিন্তু লিরিক সেই তুমি-আমিতেই আটকে। বুদ্ধিদীপ্ততা, স্যাটায়ার ইত্যাদি একেবারেই নেই। কোন যুক্তিতে ওগুলোকে আধুনিক গান বলা হয় জানি না, গানের সংগে ইলেকট্রিক গিটার আর ড্রামস বাজে বলেই কি ? তবে এটা ঠিক, সবাই বুঝতে পারে। সেই জন্যেই বিখ্যাত।
  • কল্লোল | 129.226.79.139 | ০৬ মে ২০১২ ১৪:৩৯542485
  • সদাকে ক্কক্ক। বাংলাদেশের ব্যান্ড্গুলো নিয়ে আমারও একই আপত্তি। ওরা পঃবঃ ব্যান্ডগুলোর চাইতে স্কিল্ড মিউজিসিয়ান। কিন্তু গানের কথা বেশ দুর্বল। অবশ্য পঃবঃএর ব্যান্ড (দু একটা বাদ দিলে) তার চেয়েও খারাপ।
  • ব্ল্যাঙ্ক | 69.93.204.66 | ০৬ মে ২০১২ ১৪:৪৯542487
  • সায়ানের গান এনেছিলাম সামরানদির থেকে। অর্নব তো খুবই ভাল লাগে। বাংলাদেশের ব্যান্ড গুলোর চেয়ে এদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স অনেক ভাল। ওপারের ব্যান্ড গুলোকে বেশ ধুর লাগে, সেটা হয়তো মিউজিকাল চয়েসের জন্য। হার্ড রক টাইপ গান পোষায় না।
    ওপার বাংলায় ক্লাসিকালের চর্চা কেমন? কেসি দা জানে কিছু ?
  • sda | 127.194.194.92 | ০৬ মে ২০১২ ১৫:০৩542488
  • বাংলাদেশের কিছু গিটারিস্টের বাজনা শুনে পুরো ফিদা হয়ে গেছি। ঐ লেভেলে সোলো বাজাতে এপারের ফসিলস ছাড়া কাউকে তেমন একটা শুনিনি।
  • ব্ল্যাঙ্ক | 69.93.204.66 | ০৬ মে ২০১২ ১৫:১৪542489
  • ফসিলস যেটা বাজায় সেটা কি আর বাজনা হলো। লো, বিলো etc হতে পারে
  • sda | 127.194.194.92 | ০৬ মে ২০১২ ১৫:৫০542490
  • মানছি যে আয়রন মেডেন বা স্ল্যাশ এর ধারে কাছে আসে না, তবু রক মিউজিক নিয়ে এপার বাংলায় যেটুকু যা এক্সপেরিমেন্ট সেটা ফসিলস ই করেছে।
  • কল্লোল | 125.241.92.121 | ০৬ মে ২০১২ ১৭:৫৯542491
  • সদা তুমি কি টুকিকে (ক্রস উইন্ড্স) শুনেছো? কিংবা ওদেরই নীল মুখার্জি? আমি এখনো ওদের থেকে ভালো সোলো বাজাতে শুনলাম না।
    ফসিলস ভালো, কিন্তু ওভাররেটেড। অবশ্য এটা আমার ধারনা।
  • একক | 24.99.21.65 | ০৬ মে ২০১২ ১৯:১৬542492
  • বাংলায় রক টা কিরকম জিনিস ?? ব্যান্ড অবধি ঠিকাছে , রক কী ? সেই সমাজ-রাজনৈতিক প্রেক্ষাপট নেই কিছু নেই , বিদেশী ইনস্ট্রু বাজিয়ে অন্যরকম টনে হুরুদ্দুম চেল্লালেই রক ?!
  • কল্লোল | 125.241.92.121 | ০৬ মে ২০১২ ১৯:৩৫542493
  • না বাংলা রক ওভাবে আসেনি।
    আমেরিকায় যে ভাবে রক এসেছে, ব্লুজ, রিদম অ্যান্ড ব্লুজ। তারপর তাকে আপবিট করে রক অ্যান্ড রোল। আর ছয়ের দশকের শুরুতেই ঐ টালমাটাল সময়কে ধরতে রক অ্যান্ড রোলের ৪/৪ সুইং থেকে থেকে বেরিয়ে রাগী রক। এমনটা বাংলা রকে হয় নি।
    বরং বাংলা মূলধারার আধুনিক গানের বন্ধ্যা সময়ে সমান্তরাল ভাবে অনেকেই কাজ করছিলেন "আলাদা" কিছু করতে। তাতে যেমন চাঁদ-ফুল-লতা-পাতা থেকে কথা কে বের করে আনা, তেমনি পেলব সুরের কাঠামো থেকে সুরকে একটা রাগী চেহারা দেবার চেষ্টাও ছিলো। ছিলো গায়কীতে হার্শনেস আনার চেষ্টাও।
    সেখান থেকেই বাংলা রক হয়ে ওঠার চেষ্টা। যদিও যারা প্রথমদিকে রক নিয়ে কাজ করেছেন, তারাও মেলডিকে অস্বীকার করতে পারেন নি। পরে তাদের কাজের উপরে দাঁড়িয়ে ফসিলস, শহর ইত্যাদি। ফলে ওটি রক নয়, বাংলা রক।
    এগুলো সবই পঃবঃএর প্রেক্ষিতে। বাংলাদেশের রক গল্প সম্ভবতঃ একদম অন্য। সে বিষয়ে অমি অধিকারী নই।
  • পাই | 82.83.81.233 | ০৬ মে ২০১২ ১৯:৫২542494
  • 'বাংলা' রক হয়ে ওঠবার চেষ্টা কি সত্যি কর হয়েছে ?
  • sda | 127.194.194.92 | ০৬ মে ২০১২ ২০:১৮542495
  • আমার মতে, ফসিলসের একমাত্র কৃতিত্ব হল ওরা বাংলা রক নামক বকচ্ছপ আইডেন্টিটি থেকে বেরিয়ে এসে আন্তর্জাতিক রক মিউজিকের স্বাদ দিয়েছিল শ্রোতাদের। এর আগে পরশপাথর, মহীন বা ক্যাকটাস কিছু কাজ করেছিল এই নিয়ে, কিন্তু সেগুলো মূলতঃ বাংলা আধুনিক গান , বড়জোর বলা যেতে পারে রক মিউজিকের পরিচিত কিছু ইন্সট্রুমেন্টস ব্যবহার করে গাওয়া। এঁরা গুরু মেনেছিলেন ষাট বা সত্তরের পাশ্চাত্য শিল্পীদের- ডিলান, সাইমন- গারফান্কেল, বিটলস,পিন্ক ফ্লয়েড, ডিপ পার্পল ইত্যাদি দের। কিন্তু , আশী এবং নব্বইয়ের দশকে পাশ্চাত্যের রক মিউজিকের দুনিয়ায় প্রচুর পরিবর্তন আসে। ১৯৮০ তে আয়রন মেডেনের প্রথম অ্যালবাম
    রিলিজ হয় যা হেভী মেটাল নামে রক মিউজিকের একটা নতুন শাখা সৃষ্টি করে। তৈরী হয় মেটালিকা, মেগাডেথ, গানস অ্যান্ড রোজেস এর মতো ব্যান্ড যারা এই ধরণের নতুন সাউন্ড নিয়ে এক্সপেরিমেন্ট শুরু করে। নব্বইয়ে পান্ক রক জনপ্রিয় হতে শুরু করে কার্ট কোবেন, রেজ এগেনস্ট দ্য মেশিন, লিন্কিং পার্ক ইত্যাদিদের হাত ধরে।
    ফসিলস, খুব সচেতন ভাবেই, তাদের মিউজিকে এই সমসাময়িক প্রগ্রেসিভ রক মিউজিকের ছাপ রেখেছে, যেটা আমি অন্য ব্যান্ডগুলোর গানে লক্ষ্য করিনি। শুধু নতুন বাংলা গান তৈরী নয়, বরং ফসিলসের লক্ষ্য ছিল ভালো রক মিউজিক তৈরী করা, যেটা ঘটনাচক্রে বাংলা ভাষায় গাওয়া হচ্ছে। সেই কাজ , অর্থাৎ ভালো মিউজিক তৈরী তাঁরা কতটা করতে পেরেছেন সেই নিয়ে আমি সন্দিহান, তবে এই সমসাময়িকতার কারণেই আমি ফসিলসকে আর পাঁচটা বাংলা রক ব্যান্ড থেকে আলাদা রাখবো।
  • sda | 127.194.194.92 | ০৬ মে ২০১২ ২০:২৬542498
  • কল্লোলদার সংগে একটা পয়েন্টে একমত নই - রক মিউজিক মানেই বেশ রাগী এবং হার্শ ভাষায় গাওয়া গান নয়। বিপক্ষে প্রচুর উদাহরণ আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন