এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • আধুনিক বাংলা গানের কথা (২)

    pi
    গান | ২৮ এপ্রিল ২০১২ | ১২৫২৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | 138.249.1.202 | ১৬ আগস্ট ২০১২ ১১:৪৩542599
  • এইযে খুঁজে পেয়েছি। যারা শোনেনি তাদের জন্য। দুটো গান পাশাপাশি শুনুন - নচিকেতা কথা না বলে গাইলে আরোই ভালো হত।

    http://gaana.com/#!/search/jage%20jage%20raat
    পেজটাতে গিয়ে জাগে জাগে রাত দিয়ে সার্চ করুন। ৪ নং গান নচিকেতা, ১১নং সুমন।
  • সুকি | 168.161.176.6 | ১৬ আগস্ট ২০১২ ১১:৫৯542600
  • সোসেন এর সাথে এবং আরো যারা সুমন এর গান নিয়ে ভালো লাগার কথা বলছেন তাঁদের সাথে একমত।
    বিশেষ করে ওই যে সোসেন বললেন না "কিন্তু সুমনের গান বয়েস বাড়ার সাথে সাথে আর একটু করে প্রিয় কথা বলেছে- নতুন করে, পরিণত মস্তিষ্কের কাছে তার আবেদন বেশি বলেই হয়ত।" - এটা বড় খাঁটি কথা লাগল আমার কাছে। ক্লাস নাইন-টেন এ পড়ার সময় এই নিয়ে আমরা প্রায়ই তর্ক করতাম, সুমন নাকি নচিকেতা - সে তর্ক কে ভালো খেয়াল গাইতে পারে সেই নিয়ে নয়, বা কার গলা কোন স্কেলে পৌঁছাতে পারল সেই নিয়েও নয় - সেই তর্ক চলত গান নিছক ভালোলাগা নিয়ে। আমার বন্ধু অভিজিতের সুমনের গান ভালো লাগত বলে ওকে আমরা আঁতেল বলতাম - আমরা সবাই ছিলাম নচি ফ্যান। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে কেমন যেন সব বদলে যেতে লাগল - সুমনের গান আমার সামনে নতুন চেতনার পরত খুলতে লাগল একার পর এক। আমার আজ বদ্ধমূল ধারণা এই যে রবীন্দ্রনাথের পর বাংলা গানে এতো বড় গীতিকার আর আসে নি! আহা কি সব গানের ভাষা - নিজে একটু আধটু কবিতা লেখার চেষ্টা করি (আর পাঁচটা বাঙ্গালী ছেলের মতনই) - মাঝে মঝে ভাবি, আহা যদি সুমনের মত একটা কবিতাও লিখতে পারতাম!
  • aranya | 78.38.243.161 | ১৬ আগস্ট ২০১২ ১২:০৪542602
  • সুকি-কে অনেক ক, গানের কথার ব্যাপারে।
  • কল্লোল | 230.226.209.2 | ১৬ আগস্ট ২০১২ ১২:০৪542601
  • আসলে গান ভালো লাগা বিষয়টি এতোই ব্যাক্তিগত, যে এটা নিয়ে তক্কো চলে না। ব্যাক্তির ভালো লাগাও তো পাল্টায় সময়ে, বয়সে, পরিবেশে।
    যেমন সলিল। অসাধারণ সুরকার, যন্ত্রানুসঙ্গ পরিচালক, কিন্তু গীতিকার হিসাবে এখন আর ততো আসাধারণ লাগে না। সেটার জন্য দায়ী সলিল নন, পাল্টে যাওয়া সময়কে বরং দায়ী করা চলে। সব সৃষ্টিশীলতাকেই কোথাও না কোথাও থামতে হয়। কিন্তু শ্রোতা তো শোনা থামান না। ফলে কোথাও একটা ফাঁক তৈরী হয়। সলিল এখনো সুরকার ও যন্ত্রানুসঙ্গ পরিচালক হিসাবে আমার মননে ধাক্কা মরেন। গীতিকার হিসাবে এখন আমার বরং মহীন ভাবায়। আবার গীতিকার ও সুরকার হিসাবে এখন লালন আর ঈদম শাহ ও হাছন আমায় বাকরুদ্ধ করে দেন আজও। ইদানিং আমীর খসরু পাগল করে দিচ্ছেন তাঁর কাব্যে। কিন্তু আবার ঐ আমীর খসরু, জিলা খানের গলায় ছাড়া মনের গহীন ছুঁয়ে যায় না। আবিদা বা এমনকি নুসরৎও বড় ফিকে বা উচ্চকিত লাগে।
    তাই আমার তো মনে হয় কে কার চেয়ে বড়ো বা ছোট সেই তক্কে না গিয়ে, বরং আমরা আমাদের ভালোলাগাগুলোকে বিস্তারিত করি। তাতে আমরা হয়তো একে অন্যের ভালোলাগাগুলোকে সম্মান করতে পারবো। অন্যের সাঙ্গীতিক সফরে সামিল করতে পারবো নিজেকে।
  • lcm | 34.4.162.218 | ১৬ আগস্ট ২০১২ ১২:২৮542603
  • IMHO, সুমনের গানের গলাটা বেটার (নচিকেতার তুলনায়), মানে যাকে বলে কন্ঠমাধুর্য, মানে যা কিনা মূলত ভগবানদত্ত। মানে যেমন হেমন্ত-র ছিল - ডিভাইন ভয়েস।

    কিন্তু, নচিকেতার ক্লাসিক্যাল গান কোনটা?
  • lcm | 34.4.162.218 | ১৬ আগস্ট ২০১২ ১২:২৯542604
  • গীতিকার সলিল সম্বন্ধে কল্লোলদার সাথে একদম একমত, এক সময় কি না কি মনে হত, এখন মন দিয়ে শুনলে সেরকম মনে হয় না।
  • lcm | 34.4.162.218 | ১৬ আগস্ট ২০১২ ১২:৩৬542605
  • সিকি মান্নার ঐ "গেছে" টা পয়েন্ট আউট করেছে দেখে মনে পড়ল, ওটা আমারও কানে লেগেছিল। এক বন্ধুকে যখন বলেছিলাম, সে আমাকে বাঙালরা নাকি একমাত্র "গ্যাছে" বলে কিরকম একটা ব্যাখ্যা দিয়েছিল।
  • bb | 127.195.190.147 | ১৬ আগস্ট ২০১২ ১২:৪০542606
  • মান্নাদের ঐ 'গেছে'টা বোধহয় গায়কদের পোয়েটিক লাইসেন্স।
  • siki | 12.50.47.36 | ১৬ আগস্ট ২০১২ ১৩:৪২542607
  • আমি আমার বন্ধু দমদমের একটি ছেলেকে সমস্ত কথায় সুঠামভাবে "গেছে" ব্যবহার করতে দেখেছিলাম। আমার ঠিক আইডিয়া নেই উত্তর কলকাতার দিকে গ্যাছে-র বদলে গেছে উচ্চারণ করা হয় কিনা।
  • নচিভক্ত | 127.194.198.121 | ১৬ আগস্ট ২০১২ ১৬:২৪542609
  • রবীন্দ্রনাথের পর বাংলা ভাষায় সুমনের মতো লিরিক লেখেনি কেউ। একদম মেনে নিলাম। রবীন্দ্রনাথ - সুমন - চন্দ্রিল - শ্রীজাত। বাংলা গান আর কে লিখেছে? কেউ না।

    সুমনের গলা ভাগবানদত্ত, দরাজ, হেমন্তের মত ইত্যাদি মেনে নিলাম। ভরা যৌবনে নচিকেতার গলা ছিল মান্না দের মতো মিঠে, গানের একটা লাইন শেষ হত পরের লাইনের মধ্যে মিলিয়ে গিয়ে, ধরা যেত না আগের লাইন শেষ হল। মান্না দের ঘরানা। ক্লাসিকাল বেস, সুরের বৈচিত্র, গায়কীর বৈচিত্র - আমি নচিকেতাকে মান্নাদের মতোই হেমন্ত বা সুমনের চেয়ে আগে রাখব, গায়ক হিসেবে। দাবী করছিনা নচিকেতা খুব ভালো লিরিক লেখেন। দাবী করছিনা মিউজিক কম্পোজার হিসেবে তিনি অনন্যসাধারণ কিছু করেছেন। সুমনের চেয়ে বেটার করেছেন অবশ্যই, কিন্তু মূলত সুর কপি বেশি করেছেন। এটা সেটা মিশিয়ে, নতুন অদ্ভুত অসাধরণ জিনিস বানানো সেই সলিল - আর ডি তেই শেষ। ক্লাসিকাল ভাঙা নিয়ে কাজ অনেকের চেয়ে বেশি করেছেন নচি। তবে সেক্ষেত্রে, লিরিকের দূর্বলতায় সেই চেষ্টা গুলো মোট গান হিসেবে সেভাবে দাঁড়ায় নি। তো, যেটা দাঁড়ালো, সুমনের লিরিক নিয়ে পাতার পর পাতা লেখা যায়। সেখানে তিনি যুগস্রষ্টা। যদিও স্রেফ কবিতা হিসেবে আবার সেসব লিরিক মাপতে গেলে একটু চাপ হবে, তেমনটা করতেও চাই না। নচিকেতার সুর নিয়েও অতটা নয়, লিরিক নিয়ে তো নয়ই। তবে এখনো বলব, গান করা, গাওয়া, গাইয়ে হিসেবে নচিকেতা সমসময়ের অন্যদের চেয়ে অনেক আগে। উচ্চারণ নয়, সুরে গলাটা চালানো।
    গল্পের জন্য অনেক্র গান ভালো লাগে। সে তো গল্পের জন্যে অনেকের কবিতাও ভালো লাগে। কিন্তু বাঙালী যখন সুরে বাঁধা কথা শুনে অভ্যস্ত ছিল, সেই সময়েও কথায় নয় সুরেই বেশি উচ্ছ্বসিত ছিল। স্বর্ণযুগের গান শুনলেই বোঝা যায়। গানে সেই সুরের প্রাধান্য, যা গান কে গান বলে চেনায়, কবিতা থেকে আলাদা করে, সেখানে নচিকেতা দাঁড়িয়ে। সুমন তার লিরিক নিয়ে লিরিকের কবিতা ও বক্তব্য শোনানোর চেষ্টায় ও নিজের গায়নের হ্যান্ডিক্যাপ মেকাপ দিতে যে সুরস্বল্পতার ঢাল নিয়েছেন - সেখান থেকে আলাদা জঁর তৈরি হতে পারে, সুরেলা বাংলা গান নয়। যাদের সুমনের গান ভালো লাগে, দিনশেষে আসলে তাদের সুমনের কবিতাই ভালো লাগে। লাগলে আপত্তির ও কিছু নেই। শুধু সুমন নচির চেয়ে ভালো গায় বললে আপত্তি আছে।

    আর শতাব্দী শেষে দুজনেই সমান স্বল্পায়ু। আজকের যুবসমাজ ওদের গান শোনে? সুমন এখন রাজনৈতিক ও সামাজিক বিবেক হয়ে গান বানিয়েই চলেছেন। আগের দশটায় সাতটা দাঁড়াতো, এখন দশটায় দুটো ও দাঁড়ায় না, গান বা কবিতা যাই বলুন।
  • aka | 178.26.215.13 | ১৬ আগস্ট ২০১২ ১৮:১৩542610
  • জাগে জাগে রাত সুমন এবং নচিকেতা দুজনের গলায় শুনলাম।

    নচিকেতার গান শুনে মনে হল সত্যি একটা নির্মল ভোর হচ্ছে, সবুজ, শিশির ভেজা মাঠ দিয়ে কেউ হেঁটে যাচ্ছে।

    আর সুমনের গান শুনে মনে হল ৭:৪৫ এর রবীন্দ্রসংগীত হচ্ছে। প্রচণ্ড চেষ্টা চরিত্র করে কেউ একটা স্বরলিপি মানার চেষ্টা করে চলেছে। মাঝে একবার 'ভোরের' উচ্চারণ শুনে মনে হল বাপরে ভোর হল না আন্দোলনের শেষ হল।
  • cb | 202.193.160.10 | ১৬ আগস্ট ২০১২ ১৮:২১542611
  • শোষণ শেষ হলে শুনব গানটা, ২ জনের গলাতেই
  • aranya | 154.160.226.53 | ১৬ আগস্ট ২০১২ ২২:২৯542612
  • নচিভক্তের শেষ পোস্ট-কে মোটের ওপর ক, শুধু লাস্ট লাইনের '..এখন দশটায় দুটো ও দাঁড়ায় না' - ঐ পার্টটা ছাড়া, অবশ্যই লিরিকের পরিপ্রেক্ষিতে।
  • dukhe | 127.194.240.70 | ১৭ আগস্ট ২০১২ ২৩:২৮542613
  • "রবীন্দ্রনাথ - সুমন - চন্দ্রিল - শ্রীজাত। বাংলা গান আর কে লিখেছে? কেউ না।"
    হাসব না কাঁদব হেইডাই বুঝি না । মাইরি ।
  • Abhyu | 138.192.7.51 | ১৭ আগস্ট ২০১২ ২৩:৩৭542614
  • রবীন্দ্রনাথকে বাদ্দিলে চলত না?
  • dukhe | 127.194.228.6 | ১৮ আগস্ট ২০১২ ২০:০৫542615
  • অভ্যু মনের কথাডা কইল । :)
  • lcm | 34.4.162.218 | ১৮ আগস্ট ২০১২ ২০:৩৩542616
  • লেখক বলতে চেয়েছেন - বাকীরা সব হিন্দি গান লিখেছে, বাংলা গান আর কেউ লেখে নি।
  • Rit | 213.110.246.230 | ১৯ আগস্ট ২০১২ ১২:৫৯542617
  • নজরুল?
  • siki | 96.98.43.85 | ১৯ আগস্ট ২০১২ ১৪:৩৪542618
  • ধুদ্ধুর, নজরুল আবার তেমন গান লিখল কবে? চোন্দিলের ধারেকাছে আসে না।
  • Rit | 213.110.246.230 | ১৯ আগস্ট ২০১২ ১৪:৪৪542620
  • চোন্দিল তো ভগবান।
  • গান্ধী | 69.93.240.55 | ১৯ আগস্ট ২০১২ ১৫:১০542621
  • এবার একটা নজরুল-চন্দ্রিলের তুলনামূলক আলোচনা হয়ে যাক ??
  • Abhyu | 107.81.108.88 | ১৯ আগস্ট ২০১২ ১৮:৪৯542622
  • - আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান।
    - যদি না বাসো? পরোয়া করি না।
  • নচিভক্ত | 127.194.194.244 | ২০ আগস্ট ২০১২ ০৮:০৯542623
  • নজরুল কবিতাটাও লিখতে পারতেন না, গান ও তেমন লেখেননি কিছু, সুর ভালোই করতেন, কিন্তু সে নিয়ে তো কোনো কথা হচ্ছে না।
  • গান্ধী | 213.110.243.22 | ২০ আগস্ট ২০১২ ০৯:১০542624
  • এই টই থেকে নির্মল আনন্দে কপি পেস্ট করার পার্মিশন আছে তো ???

    হো হো হো হো --- পুরো কুঘো
  • Rit | 213.110.246.230 | ২০ আগস্ট ২০১২ ০৯:৩৭542625
  • কুঘো..:D
  • কল্লোল | 111.63.182.138 | ২০ আগস্ট ২০১২ ০৯:৫৮542626
  • গান্ধী, আপনি তো সাংঘাতিক লোক মশয়! কবে দেখবো মানুষ খুনের বিবরণ নির্মল আনন্দে তুলে বসে আছেন।
  • গান্ধী | 213.110.243.22 | ২০ আগস্ট ২০১২ ১০:৪৬542627
  • কল্লোলদা

    এক, আমাকে আপনি বলে লজ্জা দেবেননা। আমি অনেক ছোট।

    দুই, নচিভক্তর এই কালজয়ী উক্তিটি নির্মলে দিলে আমি সাংঘাতিক !!!
  • siki | 96.98.43.85 | ২০ আগস্ট ২০১২ ১১:২০542628
  • আমি গান্ধীর সঙ্গে দুশো পার্সেন্টে একমত। ঃ)
  • ন্যাড়া | 132.172.186.57 | ২০ আগস্ট ২০১২ ১১:৫৫542629
  • নচিকেতার কতকগুলো গানের লিরিক পাওয়া যায় - নচিভক্ত যেগুলো কালজয়ী মনে করেন? আপনার টপ থ্রি লিখে দিন না।
  • লালন | 24.99.238.78 | ২০ আগস্ট ২০১২ ১১:৫৮542632
  • হায় রে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন