এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • আধুনিক বাংলা গানের কথা (২)

    pi
    গান | ২৮ এপ্রিল ২০১২ | ১২৫৩৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ব্ল্যাঙ্ক | 69.93.241.105 | ০৭ মে ২০১২ ০০:৫৬542533
  • তা সদার মিউজিক নিয়ে চর্চা কি আছে জানতে পারলে খুব ভাল লাগবে
  • অর্ণব | 213.171.246.91 | ০৭ মে ২০১২ ০১:০৬542534
  • বাংলা রক বলে প্রথম যার/যাদের কথা মাথায় আসে তারা হল আর্টসেল এবং অর্থহিন।
    আর আধুনিক গান মাএই তো সুমন, এই নিয়ে বোধহয় দ্বিমত থাকা উচিৎ নয়।
  • অর্ণব | 213.171.246.91 | ০৭ মে ২০১২ ০১:০৯542535
  • চন্দ্রিল ফোন্দ্রিল এক কালে আমার হেব্বি লাগতো, সনয় এর সাথে সাথে পুরো হেজে গেছে। ঃ-(
  • anamitra | 127.194.10.210 | ০৭ মে ২০১২ ০১:১৭542536
  • দেখো বস, নীল হয়তো ঠিকঠাক সুর দিতে পারে না, কিন্তু গিটার টা ও ভালই বাজায়। বেকার ভাট দিয়ে লাভ নেই। কেউ যদি বলে যে নীল বাজাতে জানে না তাহলে সে কতটা বাজাতে জানে সেটা নিয়ে সন্দেহের যথেষ্ট অবকাশ থেকে যায় !! পিরিয়ড !!!
  • অর্ণব | 213.171.246.91 | ০৭ মে ২০১২ ০১:২২542537
  • আর্টসেল





    অর্থহিন



  • অর্ণব | 213.171.246.91 | ০৭ মে ২০১২ ০১:২৫542538
  • পিরিয়ড বলে দিলেই ল্যাঠা চুকে গেল নাকি? নিল এর গিটার নিয়ে এত মাতামাতি দেখে তো মনে হচ্ছে যে একটু fanboi গন্ধ আসছে। :P
  • sda | 127.194.194.92 | ০৭ মে ২০১২ ০১:২৭542539
  • একটা আধখ্যাচড়া রেকর্ডিং শুনেই প্রমাণিত হয়ে গেল নীল বাজাতে জানে না। রক-ফক এ বিশেষ ইন্টারেস্ট নেই, এদিকে ফসিলস যে জালি এটা যেন প্লেফেয়ারের স্বতঃসিদ্ধ।

    আমি ভাবছি এবার - "যদিও আমি রবীন্দ্রসংগীত শুনিনা তেমন, তবে সুচিত্রা মিত্র অতি ধুর গায়িকা" টাইপের একটা নামিয়ে দেব।
  • অর্ণব | 213.171.246.91 | ০৭ মে ২০১২ ০১:৩২542540
  • ফসিলস-এর চেয়ে জঘন্য কিছু আছে নাকি?
  • anamitra | 127.194.10.210 | ০৭ মে ২০১২ ০১:৪২542541
  • হা, ফসিলস এর চেয়েও জঘন্য আছে বৈকি। যেমন ধরুন ভূমি !
  • কল্লোল | 125.184.75.162 | ০৭ মে ২০১২ ০৬:১৫542543
  • সুমন গানটা ভালোই বোঝে। এখানে গান অর্থে সঙ্গীত। "কোন পথে গান" এই লেখাটা নিয়ে আমার নানান আপত্তি আছে, কিন্তু লেখাটা পড়লে বোঝা যায় মানুষটার সাঙ্গীতিক চিন্তা কতটা পরিপক্ক। সলিল চৌধুরী, সুধীন দাশগুপ্ত, ভি বালসারার অ্যারেঞ্জমেন্ট নিয়ে কথা বলাটা তারই পরিচয়। সে লোকটা গিটার বোঝে না, এসব বলার কোন মানে আছে কি?

    নীল কেমন গিটার বাজায় সেটা অনেকেই জানে। তুই না জানলে নীলের বাজনার কিছু এসে যায় না, তবে, তোর জানায় ভুল থেকে যায়, আমি নিশ্চিত।

    যাকগে। এই ঝামেলায় "কোন পথে গান" পড়া হয়ে গেলো। ধন্যবাদ ব্ল্যাঙ্কি।
    সুমনের মহীন, নগর ফিলোমেল নিয়ে মূল্যায়ন বেশ কৌতুহলদ্দীপক। অথচ প্রতুলদা নিয়ে বেশ গদগদ। প্রতুলদাকে অবশ্য গণসঙ্গীতের জঁরে ঠেলে দিয়েছে। ওর বাংলা নতুন ধারার গানে "ভগীরথ" হবার প্রকল্পে সেটা অন্তরায় হয় না। কিন্তু মহীন আর নগর ফিলোমেল.....................
  • কুলদা রায় | 77.243.132.73 | ০৭ মে ২০১২ ০৭:১২542544
  • বাংলাদেশের নীলুফার ইয়াসমিনের কিছু গান শুনুন। তাঁর ছোটো বোনের নাম সাবিনা ইয়াসমিন। আধুনিক গান তিনি খুব বেশী গাননি। অতুল প্রসাদ, রজনীকান্ত, দ্বিজেন্দ্রগীতি কীর্তনাঙ্গের গানেই তিনি স্বচ্ছন্দ ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষক ছিলেন প্রয়াত নীলুফার ইয়াসমিন।
    নীলুফারের গান--এক বরষার বৃষ্টিতে ভিজে--
  • কুলদা রায় | 77.243.132.73 | ০৭ মে ২০১২ ০৭:২০542545
  • নীলুফার ইয়াসমিন--
    নজরুলের কীর্ত্তন :

    এ আঁধার কখনো যাবে না মুছে--

    প্রতিদিন সন্ধ্যায়--

    আগুন জ্বলেরে নিভানোর কেউ নাই--

    নজরুল সঙ্গীত --নাচের নেশায় ঘোর লেগেছে--

    আধুনিক গান : এত সুখ সইবো কেমন করে-
  • কুলদা রায় | 77.243.132.73 | ০৭ মে ২০১২ ০৭:২১542546
  • নীলুফার ইয়াসমিন--
    নজরুলের কীর্ত্তন :

    এ আঁধার কখনো যাবে না মুছে--

    প্রতিদিন সন্ধ্যায়--

    আগুন জ্বলেরে নিভানোর কেউ নাই--

    নজরুল সঙ্গীত --নাচের নেশায় ঘোর লেগেছে--

    আধুনিক গান : এত সুখ সইবো কেমন করে-
  • পাই | 82.83.81.233 | ০৭ মে ২০১২ ০৭:৪৪542547
  • সমকামিতা নিয়ে আলোচনাটা থেকে হঠাত প্রশ্নটা মনে এল। কোন গানে সমকামিতা বা অন্য যৌনতার কথা এসেছে ?
  • কল্লোল | 129.226.79.139 | ০৭ মে ২০১২ ১০:০৬542548
  • নীলোফারের কীর্তন লা জবাব।
    ওগো যামিনী তুমি দিঘল হয়ো
    বজে মঞ্জুল মঞ্জরী
    বার বার শুনি আর বারবার মনে হয় পরের জন্মে যেন নীলোফার হয়ে জন্মাই।
  • কল্লোল | 129.226.79.139 | ০৭ মে ২০১২ ১০:২২542549
  • আছে তো। মনোজকুমারের একটা সিনেমা হয়েছিলো পহেচান। সেখানে একটা গান ছিলো। সেটাই এখন ভারতীয় গে-দের জাতীয় সঙ্গীত (খেয়াল করিস - লেসবিদের নয়)। গানটা কি ?
    আদমী হুঁ আদমীসে প্যার করতা হুঁ।
  • ঝিকি | 229.83.85.197 | ০৭ মে ২০১২ ১০:২৫542550
  • এই গানটার কথা আমারও মনে এসেছিল, কিন্তু এটা তো খিল্লি করতে ব্যবহার করা হয় ☺

    বস এহিঁ অপরাধ ম্যায় হরবার করতা হুঁ,
    আদমী হুঁ আদমীসে প্যার করতা হুঁ।
  • কল্লোল | 129.226.79.139 | ০৭ মে ২০১২ ১০:২৭542551
  • কিন্তু সিরিয়াসলি, যে কোন প্রেমের গানই হতে পারে।
    কোন পুরুষ যদি গায় - তোমায় হৃদকমলে রাখবো ছেড়ে দেবো না / ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। তখন সেটা সমকামী গান বলে রাখা যেতেই পারে।
  • কল্লোল | 129.226.79.139 | ০৭ মে ২০১২ ১০:৩২542552
  • এটা নিয়ে খিল্লি করে অনেক গে-ও। আমি তো এটা প্রথমে খিল্লি হিসাবেই শুনেছিলাম আমাদের এক গে বন্ধুর থেকে। তার কাছেই শুনেছিলাম, এই গানটা নাকি সিরিয়াসলি অনেক গে তাদের জমায়েতে গায়। গানের ইনর্টাপ্রিটেশন নিজের নিজের মতো করা যেতেই পারে।
  • পাই | 82.83.81.233 | ০৭ মে ২০১২ ১১:১১542555
  • নাঃ, কল্লোলদা, আমি যাদের সাথে কথা বলেছি, তাদের এটা নিয়ে একটা বিশাল শূন্যতা , না পাওয়ার জায়গা আছে। তাদের প্রে্ম , ্যৌনতাকে আইডেন্টিফাই করার জন্য গান, কবিতা, গল্প, সিনেমা ।।।প্রায় নেই , বা হাতে গোণা। অনেক কিছু নিয়ে আমাদের ভাললাগা তো সেই নিজেদের আইডেন্টিফিকেশনের জায়াগা থেকে আসে। বিশেষ করে রোমাণ্টিকতা।
    'আমার যৌনতা' চটির একটা লেখাতে ও এই বক্তব্য কিছুটা এসেছিল।

    এনিয়ে বড় বড় প্রবন্ধ প্রতিবাদ পত্র না লিখে এসবের মধ্যে যদি এই অন্য যৌনতার কথা অনেক বেশি করে আসে, না, আলাদা করে মেসেজধর্মীও হতে হবে না, সহজ, স্বাভাবিকভাবে আসে, যেমন স্বাভাবিকভাবে বিষমকামী প্রেম সম্পর্ক আসে, তেমনি করে, তাহলে সমাজের মূল স্রোতে মিশে যাওয়া অনেক সহজতর হত। এই 'অস্বভাবিকতা', 'অসুখ' এসব মনোভাব ও অনেক সহজে কেটে যেত বলে মনে হয়।
  • পাই | 82.83.81.233 | ০৭ মে ২০১২ ১১:১১542554
  • নাঃ, কল্লোলদা, আমি যাদের সাথে কথা বলেছি, তাদের এটা নিয়ে একটা বিশাল শূন্যতা , না পাওয়ার জায়গা আছে। তাদের প্রে্ম , ্যৌনতাকে আইডেন্টিফাই করার জন্য গান, কবিতা, গল্প, সিনেমা ।।।প্রায় নেই , বা হাতে গোণা। অনেক কিছু নিয়ে আমাদের ভাললাগা তো সেই নিজেদের আইডেন্টিফিকেশনের জায়াগা থেকে আসে। বিশেষ করে রোমাণ্টিকতা।
    'আমার যৌনতা' চটির একটা লেখাতে ও এই বক্তব্য কিছুটা এসেছিল।

    এনিয়ে বড় বড় প্রবন্ধ প্রতিবাদ পত্র না লিখে এসবের মধ্যে যদি এই অন্য যৌনতার কথা অনেক বেশি করে আসে, না, আলাদা করে মেসেজধর্মীও হতে হবে না, সহজ, স্বাভাবিকভাবে আসে, যেমন স্বাভাবিকভাবে বিষমকামী প্রেম সম্পর্ক আসে, তেমনি করে, তাহলে সমাজের মূল স্রোতে মিশে যাওয়া অনেক সহজতর হত। এই 'অস্বভাবিকতা', 'অসুখ' এসব মনোভাব ও অনেক সহজে কেটে যেত বলে মনে হয়।
  • lcm | 79.236.161.105 | ০৭ মে ২০১২ ১১:৪৩542556
  • কিন্তু, নিজের গিটার বাজানো নিয়ে সুমন নিজেই তো খিল্লি করেছেন, ওর দেওয়া এক ইন্টারভিউতে। যা বলেছিলেন (যেরকম মনে পড়ছে), যে, অনেক দেরীতে উনি গিটার শেখা শুরু করেন, জার্মনিতে এক সাহেবের কাছে কিছুদিন শিখতে যান। ওর মোটেই খুব একটা ভালো লাগত না গিটার বাজানো। কিন্তু, যে ধরনের গান গাইতে চাইছিলেন তাতে গিটার বাজানো টা লাগে। এবং, বলেছিলেন যে এমন আহামরি কিছু বাজান না তিনি, ঐ গানের সঙ্গে যেটুকু লাগে।
    এবারে এতে পুরোটাই বিনয় থাকতে পারে।

    কিন্তু, একটা মুশকিল হল - কল্লোলদা গানের জগৎ-এর মানুষ, বিভিন্ন সাঙ্গীতিক বৈঠকে যাতায়াত আছে। এখন তিনি যদি বলেন না এক বৈঠকে আমি নিজের চোখে দেখেছি সুমন কত তারিফ করলেন অমুকের বাজানোর - সুতরাং ... ...

    তরুন বয়েসে ভীমসেন যোশী রাগপ্রধান সঙ্গীত শিখবেন বলে লখনৌ থেকে একজনের সুপারিশ নিয়ে পাহাড়ী সান্যাল-এর বাড়িতে আসেন। আশা ছিল পাহাড়ীবাবুর কাছে থেকে গান শিখবেন। প্রথম দর্শনে ভীমসেনের গলা শুনে - এই ষাঁড়-এর মতন কণ্ঠস্বর নিয়ে সঙ্গীত শিখতে এয়েছো - বলে পাহাড়ী বাবু ভাগিয়ে দেন ভীমসেন-কে। এখন এই গপ্পো শুনে কেউ যদি, ইয়ে, মানে.... ....

    সুতরাং, কে কাকে কী বলেছেন, কার বাজনা শুনে চোখ বড় হল কি না, এগুলোকে এত সিরিয়াসলি নেবার কিছু নেই।

    বা, এই যেমন, আমি একটু আগে স্টিং-এর কোট দিলাম রক্‌ সঙ্গীত সম্বন্ধে - তাত এরম সঙ্গীতের ভারি বয়ে গেছে।
  • lcm | 79.236.161.105 | ০৭ মে ২০১২ ১১:৪৪542557
  • শেষ লাইনে,
    * তাতে রক সঙ্গীতের ভারী বয়ে গেছে
  • কল্লোল | 129.226.79.139 | ০৭ মে ২০১২ ১৪:১৯542558
  • মুশকিলটা আরও অন্য জায়গায়।
    নীলের গিটার নিয়ে কথা হচ্ছিলো।
    যাগ্গে, ছাড়ো। পসন্দ আপনা আপনা। কারুর নীলের গিটার ভালো লাগে, কারুর লাগে না। সে তো হতেই পারে।
  • কল্লোল | 129.226.79.139 | ০৭ মে ২০১২ ১৪:২৮542559
  • পাই। আমার দিক থেকে মুশকিল হলো, আমি কিছুতেই বিসমকামী প্রেমের সাথে সমকামী প্রেম, অন্ততঃ প্রেমভাবনার ক্ষেত্রে আলাদা করতে পারছি না। শারীরিক জায়গা থেকে আলাদা অবশ্যই। কিন্তু তাতেও তো সুবিধা কিছু হবে না।
    তুমি রবে নীরবে / হৃদয়ে মম - এটা তো যে কেউ যার খুশী তার জন্য গাইতে পারে। এমন মাথার দিব্যি কে দিয়েছে যে একটা ছেলে, একটা মেয়ের জন্য গাইছে বা উল্টোটা ধরেই নিতে হবে।
    কোন ছেলে যদি তু চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত একটা ছেলের জন্য গায় - তো? গানটা তো ঈশ্বরকে উদ্দেশ্য করে গাওয়া। কজেই ...........
  • কল্লোল | 129.226.79.139 | ০৭ মে ২০১২ ১৪:৪০542560
  • বরং তৃতীয় লিঙ্গ নিয়ে লেখা যায়। অবশ্য এই সব লেখা-গাওয়া সবই বাইরে থেকে দেখা। বিসমকামী হয়ে সমকামী প্রেম কে ধরতে চাওয়া। বা, পুং বা স্ত্রীং হয়ে তৃতীয় লিঙ্গকে ধরতে চাওয়া। ওঁরা নিজেরা লিখলে হয়তো অন্য একটা মাত্রা পাওয়া যেতো।
  • utsav roy | 212.142.116.124 | ২৩ জুন ২০১২ ১৯:৪২542561
  • বাংলা আধুনিক গান বলতে এক জনের কথায় মনে পরে, র সেটি হলো কবির সুমন, ৯০ এর দশক এ কিছু বাজার কাপানো শিল্পী, আমি নাম বলতে চায়না, রবীন্দ্র সঙ্গীত আর পুরনো বাংলা গান এর রেমিক্ষ দিয়ে বাংলা গান ক খাদের কিনারে নিয়ে গিয়ে দার করিয়ে ছিল, সেই সময় হাল ধরেন তিন জন, কবির সুমন, অঞ্জন দত্ত এবং নচিকেতা। সত্যি বলতে সলিল চব্ধুরী র পরে বাংলা গানের মধ্যে সময়ের কথা তা আর কেউ না বলুক, সুমন কিন্তু পেরেছে। এই সব মানুষ এরা সাতাব্দি তে এক বার এ জন্মায়, মানুষ এর কথায় বলতে আসে, এরা ক্ষণজন্মা, তাই এদের বিরোধিতা করতে নেই।
  • cb | 212.156.11.244 | ২৪ জুন ২০১২ ১০:৫৮542562


  • আর



    ২ টো গান, একই লিরিক, বাট অসাধারণ

    এত সহজ সরল কথা!! বাংলা তে অনুবাদ করলে হয়্ত অদ্ভুত ন্যাকা শোনাবে আজকের দিনে, কে জানে?
  • Lama | 127.194.237.105 | ২৪ জুন ২০১২ ১৪:৩৪542563
  • বাংলা গানে সমকামিতার প্রসঙ্গঃ

  • akash | 122.79.36.16 | ২৪ জুন ২০১২ ১৭:২০542565
  • যখন মহিলা কণ্ঠে "কৃষ্ণকলি আমি তারেই বলি........." শুনি, বা "ভালোবেসে সখী....." তখন কি ধরে নিতে হবে তাতে লেসবিয়ানিজ্ম প্রকাশ পাচ্ছে!!!!!!!!!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন