এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • আধুনিক বাংলা গানের কথা (২)

    pi
    গান | ২৮ এপ্রিল ২০১২ | ১২৫২৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • asif imran ahmed | 121.221.7.5 | ০৫ মে ২০১২ ২১:১৮542433
  • বাংলা গানের কথা বলতে গালে প্রথমে বলে রাখা ভালো যে আমাদের বাংলাদেশী কালচার বা সংস্কৃতির জন্ম হয়েছিল বৃহত্তর ভারত বর্ষের সময় কাল থেকে । এর পর সময় এর সাথে তাল মিলিয়ে চলতে চলতে আমাদের বর্তমানের গানের ধারায় এসে আমরা উপস্থিত হয়েছি যদিও এরই মাঝে কেটে কাছে অনেক কাল অনেক যুগ ভাঙ্গা গড়া চড়াই উতরাই পেরিয়ে আমাদের আজকের বাংলা সংস্কৃতি আমি জানি না এই ব্লগে কেন বাংলাদেশীরা লিখতে সাচ্ছন্দ বোধ করে না ! বিষটা অবাক হবার মত । যাই হোক গান নাটক সিনেমা যাই বলেন এই গুলোর স্বর্ণালী যুগ ছিল ১৯৬০থেকে শুরু করে ১৯৮০ এর শেষ দিক পর্যন্ত কেবল এদেশেয়ী নই সমগ্র বিশ্বে । এখন আবার পুরনো গান গুলোকে সবাই নতুন ভাবে ফিরে পেতে চাইছে । তার পরেও সময়ের সাথ তাল মিলিয়ে তা এগিয়ে গেছে আপন গতিতে ।বাংলাদেশের বর্তমান গান বিগত এক দশকের চাইতে অনেক সম্বৃদ্ধ । সন্দেহাতীত ভাবে বলা যাই আধুনিক বাংলা গান একক সঙ্গীত বেপক জনপ্রযতা অর্জনে সক্ষম হয়েছে । বলতে গালে কিছু নাম চলে আসে যাদের কারণে এখন পর্যন্ত বাংলা গান টিকে আছে , সাবিনা যস্মিন ,রুনা লায়লা , শাহনাজ রহমতুল্লা ,কাদেরী কিবরিয়া ,সাদী মোহাম্মদ ,আব্দুল হাদি ,রথীন্দ্র রয় ,সুবীর নন্দী ,এন্ড্রু কিশোরে ,কুমার বিশ্বজিত ,রেজ্বানা চব্ধুরী বননা ,সেইখ ইশতিয়াক প্রমুখ ।এর আগের যুগটা ছিল স্বাধীনতা পূর্ব কাল শ্রীমতী লতা ,আশা ,আরতি ,গীতা দত্ত ,হেমন্ত ,মান্না দেয় ,কিশোর কুমার ,ভূপেন হাজারিকা এদের দখলে যদিও তখন এপার বাংলায় তেমন বড় কোনো গেয়ে বা গায়ক ছিলনা কিন্তু আমাদের নিজস্য লোকজ সংস্কৃতি অনেক সম্বৃদ্য ছিল। ...................।চলবে ।
  • একক | 24.96.52.83 | ০৫ মে ২০১২ ২২:০৭542434
  • একটা যাতা রকমের ভালো সন্ধ্যে কাটলো . কল্লোল দা আর ভুতোর ডাকে গেসলুম মৌসুমী ভৌমিক এর গান শুনতে . এখনো কী সাংঘাতিক কন্ঠ্যস্বর ! গানের কথা এসব তো সবাই শুনেছেন , জানেন.
    সঙ্গে পাওনা হলো সাত্যকি আর রোসালিন্ড . বন্নোনা করার ভাষা পাচ্ছিনা !!
  • Asif Imran Ahmed | 233.27.113.162 | ০৬ মে ২০১২ ০০:০২542435
  • বর্তমান বাংলাদেশী বাংলা গানে band সংগীতের বেপক জনপ্রিয়তা লক্ষ্য করা যাই ,পাশা পাশি দেশীয় লোকজ সঙ্গীত এর চর্চাও চলছে সমান তালে ,বর্তমান যুগ এর কিছু শিল্পীর একক গান এর কথা না বললে নই ,যেমন সায়ানের গান (আমি তাজ্জব বনে যাই ,এখানে সুখ ছিল একদিন ,এক্চকেয় তাকীয়না দুচোখ দিয়ে দেখো একপাশে চুরুলিয়া এক পাশে জোড়াসাকো ,ইত্যাদি কি করেছে তোমার বাবা, কি করেছে স্বামী
    গল্প সেসব তোমার চেয়ে কম জানিনা আমি
    তোমার যত কীর্তিকলাপ সেও তো আছে জানা
    ইচ্ছে করেই মুখ খুলি না, বলতে ওসব মানা

    স্বামী বাবার নাম ভাঙিয়ে আর কতকাল খাবে
    এবার ওদের ঘুমোতে দাও, আত্মা শান্তি পাবে
    তাঁদের প্রতি আমার সকল শ্রদ্ধা রেখে বলি
    খুব বেশী দিন আমার চোখে যায় না দেয়া ধূলি

    আমার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার দিন তো শেষ
    নাম আমার জনগণ, আমি'ই বাংলাদেশ

    বৃক্ষের নাম দিয়ে কি? ফলেই পরিচয়
    রাজারা মিছেই কেবল কথার খৈ ফোটায়
    কেবলই নিজের গীতে বিভোর হয়ে রয়
    দেবতা ফেরেশতা সব, ভুল কি তাদের হয়?

    পরের নিন্দা করেই ভাঙলে কেবল গলা
    নির্বাচনের আগে তোমার শতেক ছলাকলা
    কখনো শান্তি-প্রীতি, কখনো বিক্ষোভ
    আসলে তো জানি সবই সিংহাসনের লোভ

    আমায় দেখে ভাবছো বুঝি বুদ্ধু-বোকা-সোজা
    সময়ে টের পাবে ঠিক আসলে কে রাজা

    তোমার ওই মনটা বড় বড্ড বেশী ভুলো
    তোমার ওই ইশ্তেহারে কি কি যেন ছিলো
    যদি দেখি হাতের আঙুল, ভুলে তাদের কাজ
    দিনে দিনে ফুলে ফেঁপে হচ্ছে কলাগাছ

    যদিও তোমার চোখের চশমাটা রঙীন
    চোরেদের দশদিন আর গেরস্থের একদিন
    আমাকে রাখলে খুশি, মাথায় তুলে রাখি
    নরম নরম গদির 'পরে বসতে তোমায় ডাকি

    ধাপ্পাবাজি টের পেলে ঠিক পাল্টে দেবো মন
    সোনা দিয়ে মুড়োলে লাভ হবে না তখন
  • riddhi | 118.218.136.234 | ০৬ মে ২০১২ ০০:১৮542437
  • আসিফ, দারুন লিখেছেন। শুধু
    একটা খটকা। এই যে গায়িকাদের নাম করতে গিয়ে 'আশা' লিখলেন, উনি কি আর- ডির বৌ আশা?
    ওনার থেকে তো মগনলাল মেঘরাজ ও ভাল বাংলা গান গাইবে।
  • Asif Imran Ahmed | 233.27.113.162 | ০৬ মে ২০১২ ০০:১৮542436
  • সায়ানের গানের কথা : (এখানেয়ী সুখ ছিল একদিন)
    ওই দ্যাখো, ছড়ানো স্যান্ডেল

    ওখানেই সুখ ছিলো একদিন

    দেয়ালের ঝুলন্ত মাকড়সার জালে

    জড়িয়ে সুখ ছিলো একদিন

    একটাই ভাঙা এ্যাশট্রে

    ওটাতে'ও সুখ ছিলো একদিন

    সারা রাত কল থেকে পানির টিপ্ টিপ্ শব্দে

    কি দারুণ সুখ ছিলো একদিন

    আজ চলছেনা, ভালো লাগছেনা

    দু'জনার পাশাপাশি বনছেনা

    তবু শেষ বার তুমি ভেবে দ্যাখো

    এখানেই সুখ ছিলো একদিন

    এই তো সেই নড়বড়ে

    আমাদের সেই ছোট্ট খাট

    এখানেই উত্তাল সঙ্গমে

    কেটেছে কত কত রাত

    ভাঁজ করা আছে নীল মশারি

    শত ছিদ্রে সাজানো সে বাসর

    মেঝেতে শুয়ে আছে একজন

    বিছানায় অতৃপ্ত সে চাদর

    আজ খেলা শেষ, আর জমছেনা

    দু'জনার পাশাপাশি বনছেনা

    আছে দু'জনার শুধু নীরবতা

    তবু কল থেকে পানি পড়ছে টিপ্ টিপ্

    শার্টের ছেঁড়া বোতামে

    কি দারুণ সুখ ছিলো একদিন

    দেয়ালের ফাটলের ওই নকশাতে

    কি দারুণ সুখ ছিলো একদিন

    ওষুধের ওই বাক্সটা

    অসুখেও কত সুখী ছিলো একদিন

    কুঁচকানো ওই মলিন পর্দাটা

    সুখী ছন্দে দুলেছিলো একদিন

    জানালার ভাঙা কাঁচটা-তে

    দরজার বেয়াড়া হুড়কো-তে

    বিকেলের কলিং-বেলে

    কি দারুণ সুখ ছিলো একদিন

    এখানেই এখানেই এখানেই সুখ ছিলো একদিন

    চন্দন কাঠের বুকশেলফ্ -এ

    আজো আছে তোমার জীবনানন্দ

    কাঁধে কাঁধ মিলিয়ে রবীন্দ্র

    শুধু কেটে গেছে জীবনের ছন্দ

    দেয়ালের ফ্রেমে আজো বন্দী

    দু'জনার এক চোখে দেখা স্বপ্ন

    ওরা হাসছে, তবু হাসছে

    জানেনা আসছে ভাঙনের লগ্ন

    আজ এই ঠোঁটে নেই সেই তৃপ্তি

    তাই অবশেষে মুক্তির চুক্তি

    তবু শেষবার তুমি ভেবে দ্যাখো

    এখানেই সুখ ছিলো একদিন
  • Asif ImranAhmed | 233.27.113.162 | ০৬ মে ২০১২ ০০:২৪542439
  • আজ শিক্খিতো লোকে গোবেশোন কোরে
    কার চেয়ে কে বোরো
    কই নজ্রুল নকি রোবিন্দ্রোনথ
    বোলো কে বেশি বোরো ়

    এলো নজ্রুল এলো রোবিন্দ্রোনথ
    বঙ্গলি তোমর জোন্নো(২)
    তোবু গেলোন গেলোন অখোনো গেলোন
    বঙ্গলি মোনের দৈন্নো
    এলো নজ্রুল ়়

    কোথএ শোন্চোয়িতা আর শোন্চিতই ব কোথাএ
    শোন্চিত আর শোন্চোয়িতা আজ দরিপল্লএ (২)
    করো ওন্তোরে নোয় ন ন করো ওন্তোরে নোয়
    শোন্চিত আর শোন্চোয়িতা আজ দরিপল্লএ

    আজ নি্চে ওজোন দেখ্চে বঙ্গলি
    কোন্ত বেশি ভারি
    কোন্ত পোরিতজ্জো আর কোন্ত দোর্করি
    দেখো শোন্চিত আর শোন্চোয়িতার
    কোন্ত বেশি ভারি
    কোন্ত পোরিতজ্জো আর কোন্ত দোর্করি

    তোর্কে নেমেচে নেমেচে বঙ্গলি
    অজ্কে কোমোর বেধে
    মঝ্খনে পোরে মোর্চে শিল্পো
    পথোর চোখে কেদে

    অক্চোখে চুরুলিয় অক্চোখে জোর শকো
    অক্চোখ বুজে থেকোন বঙ্গলি
    দুচোখ দিয়ে দেখো ়

    (কোথও অমর হরিয়ে জর নেই মন মোনে মোনে
    মেলে দিলেম গানের শুরে এই দন মোনে মোনে

    আজি মোনে মোনে লাগি হোরি
    আজি মোনে মোনে লাগি হোরি
    আজ বোনে বোনে জাগে হোরি (৪)
    আজি মোনে মোনে লাগি হোরি )

    অক্চোখে চুরুলিয় অক্চোখে জোর শকো
    অক্চোখ বুজে থেকোন বঙ্গলি
    দুচোখ দিয়ে দেখো ়়

    কে চিলো ব্রম্মো কোবি আর কে চিলো মুসোল্মান
    কর কোবিতর শোন্খ বেশি কার বেশি চিলো গান
    কে চিলো দোকন্দার আর কার বব জোমিদার
    কে জিত্লো পুরোশ্কর আর কে পেলো করগার

    কার গান হোলো শুধু গীতি
    আর কর গান শোঙ্গীত
    কর শোরোলিপি অচে কর নেই বোলো
    কে বেশি পোন্দিত

    তোর্কে নেমেচে নেমেচে বঙ্গলি
    অজ্কে কোমোর বেধে
    মঝ্খনে পোরে মোর্চে শিল্পো
    পথোর চোখে কেদে

    অক্চোখে চুরুলিয়।।।।।।।।।।়়

    রোবিন্দ্রোনথ শন্তো শোমুদ্রো
    নজ্রুল তাতে তল্মতাল জোার
    রোবিন্দ্রোনথ মুক্তো মোহকশ
    নজ্রুল শেই মোহকশ জুরে
    তুফান অকা বোজ্রো হুন্কার

    মোর ঝোন্ঝর মোতো উত্তোম
    মোর ঝোর্নর মোতো চোন্চোল
    মোর বিধতর মোতো নির্ভোয়
    মোর প্রোক্রিতির মোতো শো্চোল

    এর শুখের লগি চহে প্রেম প্রেম মেলেন
    শুধু শুখ চোলে জাএ
    এমোনি ময়র চোলোনএ
    এর শুখের লগি চহে প্রেম প্রেম মেলেন

    তোর্কে নেমেচে নেমেচে বঙ্গলি
    অজ্কে কোমোর বেধে
    মঝ্খনে পোরে মোর্চে শিল্পো
    পথোর চোখে কেদে

    অক্চোখে চুরুলিয়।।।।।।।।।।়়
  • Asif ImranAhmed | 233.27.113.162 | ০৬ মে ২০১২ ০০:২৪542438
  • আজ শিক্খিতো লোকে গোবেশোন কোরে
    কার চেয়ে কে বোরো
    কই নজ্রুল নকি রোবিন্দ্রোনথ
    বোলো কে বেশি বোরো ়

    এলো নজ্রুল এলো রোবিন্দ্রোনথ
    বঙ্গলি তোমর জোন্নো(২)
    তোবু গেলোন গেলোন অখোনো গেলোন
    বঙ্গলি মোনের দৈন্নো
    এলো নজ্রুল ়়

    কোথএ শোন্চোয়িতা আর শোন্চিতই ব কোথাএ
    শোন্চিত আর শোন্চোয়িতা আজ দরিপল্লএ (২)
    করো ওন্তোরে নোয় ন ন করো ওন্তোরে নোয়
    শোন্চিত আর শোন্চোয়িতা আজ দরিপল্লএ

    আজ নি্চে ওজোন দেখ্চে বঙ্গলি
    কোন্ত বেশি ভারি
    কোন্ত পোরিতজ্জো আর কোন্ত দোর্করি
    দেখো শোন্চিত আর শোন্চোয়িতার
    কোন্ত বেশি ভারি
    কোন্ত পোরিতজ্জো আর কোন্ত দোর্করি

    তোর্কে নেমেচে নেমেচে বঙ্গলি
    অজ্কে কোমোর বেধে
    মঝ্খনে পোরে মোর্চে শিল্পো
    পথোর চোখে কেদে

    অক্চোখে চুরুলিয় অক্চোখে জোর শকো
    অক্চোখ বুজে থেকোন বঙ্গলি
    দুচোখ দিয়ে দেখো ়

    (কোথও অমর হরিয়ে জর নেই মন মোনে মোনে
    মেলে দিলেম গানের শুরে এই দন মোনে মোনে

    আজি মোনে মোনে লাগি হোরি
    আজি মোনে মোনে লাগি হোরি
    আজ বোনে বোনে জাগে হোরি (৪)
    আজি মোনে মোনে লাগি হোরি )

    অক্চোখে চুরুলিয় অক্চোখে জোর শকো
    অক্চোখ বুজে থেকোন বঙ্গলি
    দুচোখ দিয়ে দেখো ়়

    কে চিলো ব্রম্মো কোবি আর কে চিলো মুসোল্মান
    কর কোবিতর শোন্খ বেশি কার বেশি চিলো গান
    কে চিলো দোকন্দার আর কার বব জোমিদার
    কে জিত্লো পুরোশ্কর আর কে পেলো করগার

    কার গান হোলো শুধু গীতি
    আর কর গান শোঙ্গীত
    কর শোরোলিপি অচে কর নেই বোলো
    কে বেশি পোন্দিত

    তোর্কে নেমেচে নেমেচে বঙ্গলি
    অজ্কে কোমোর বেধে
    মঝ্খনে পোরে মোর্চে শিল্পো
    পথোর চোখে কেদে

    অক্চোখে চুরুলিয়।।।।।।।।।।়়

    রোবিন্দ্রোনথ শন্তো শোমুদ্রো
    নজ্রুল তাতে তল্মতাল জোার
    রোবিন্দ্রোনথ মুক্তো মোহকশ
    নজ্রুল শেই মোহকশ জুরে
    তুফান অকা বোজ্রো হুন্কার

    মোর ঝোন্ঝর মোতো উত্তোম
    মোর ঝোর্নর মোতো চোন্চোল
    মোর বিধতর মোতো নির্ভোয়
    মোর প্রোক্রিতির মোতো শো্চোল

    এর শুখের লগি চহে প্রেম প্রেম মেলেন
    শুধু শুখ চোলে জাএ
    এমোনি ময়র চোলোনএ
    এর শুখের লগি চহে প্রেম প্রেম মেলেন

    তোর্কে নেমেচে নেমেচে বঙ্গলি
    অজ্কে কোমোর বেধে
    মঝ্খনে পোরে মোর্চে শিল্পো
    পথোর চোখে কেদে

    অক্চোখে চুরুলিয়।।।।।।।।।।়়
  • শ্রী সদা | 127.194.198.49 | ০৬ মে ২০১২ ০০:২৫542440
  • আসিফের তুলে দেওয়া লিরিকগুলো অতিশয় ঝাঁটের। অবশ্য বাংলাদেশে শুনেছি আজম খাঁ কে বব ডিলানের সঙ্গে তুলনা করা হয় , সেদিক দিয়ে দেখলে ঠিকই আছে -ঃ)
  • riddhi | 118.218.136.234 | ০৬ মে ২০১২ ০০:৩৬542441
  • 'এখানেই সুখ ছিল একদিন' বেশ ভাল তো !
  • ব্ল্যাঙ্ক | 69.93.196.41 | ০৬ মে ২০১২ ০০:৪০542444
  • সায়নের বেশ কিছু গান শুনেছি। বেশ ভাল লেগেছে।
  • পাই | 82.83.81.233 | ০৬ মে ২০১২ ০০:৪০542443
  • ইনিই সায়ন ?


    সুরের সাথে শুনতে ভালই লাগল।
  • পাই | 82.83.81.233 | ০৬ মে ২০১২ ০০:৪১542445
  • সদা কি সুখ ছিল কে ঝাঁটের বল্ল ?

    বাকিগুলো ঠিক পড়া যাচ্ছে না। আসিফ ভাই, একটু ঠিক করে লিখে দেবেন ?আর গানের লিঙ্ক গুলো ও দেবেন একটু ?
  • শ্রী সদা | 127.194.198.49 | ০৬ মে ২০১২ ০০:৪৫542446
  • কি জানি আমার কেমন কলেজ ম্যাগাজিনের কবিতার মতো লাগলো। কনটেন্ট আছে, ফর্ম নাই।
  • পাই | 82.83.81.233 | ০৬ মে ২০১২ ০০:৫৫542448
  • এই গানটার সুর এত চেনা ঠেকছে কেন ?
    মানি , মানি , মানি ?
  • Asif Imran Ahmed | 233.27.113.162 | ০৬ মে ২০১২ ০০:৫৭542449
  • আশা ভোসলে কে এত নিচু করে দেখছেন কেন জানিনা উনি কিন্তু গানের গ্রাম্মের বোঝেন র তাছাড়া একটু ভিন্নমাত্রায় গান গেয়ে থাকেন @রিদ্ধি । আমি দিব্বি বলছি মগন লাল আর মেঘ রাজের নাম কখনো শুনিনি । তবে হা মতের বীরদ থাক্তেয়ী পারে সব্বার রুচি তো র এক রকম নই তাই না যাই হুক আমার কিন্তু ভারতের পুরনো দিনের বাংলা গান গুলো বেশ লাগে সেই মাপের বা সেই উচ্চতার গান র ফিরে পাব যাবে না তাই ভেবে আক্ষেপ হই ।
  • asif imran ahmed | 233.27.113.162 | ০৬ মে ২০১২ ০১:০১542450
  • riddhi | 118.218.136.234 | ০৬ মে ২০১২ ০১:০৫542451
  • উচ্চারণ টা কি কিছু না? আসলে অনেকে ভাবে বম্বের লোক বাংলাতে গেয়ে যাচ্ছে, এটাই যেন খ্ব বড় প্রাপ্তি। সন্ধ্যা মুখার্জি 'হিট মি বেবি ওয়ান মোর টাইম' বাংলা এক্সেন্টে গাইলে তো সমালোচনার ঝড় বয়ে যেত। সুচিত্রা সেন কে বাংলা উচ্চারণে হিন্দি বলা নিয়ে অনেক কথা শুনতে হয়েছে।
  • পাই | 82.83.81.233 | ০৬ মে ২০১২ ০১:০৯542452
  • বাংলাদেশের একটা গান খুঁজছি। একবার ই শুনেছিলাম। কথা টথা কিছু মনে নেই। গানটা বেশ ভাল লেগেছিল, এটাই মনে আছে। একটা না, অই ব্যান্ডের দুটো গান শুনেছিলাম। লিড সিঙ্গার একটি মেয়ে। ভিডিও গুলোও বেশ অন্যরকম। একটা ভিডিও ছিল পুরো স্টুডিও তে। অন্যটা একটা বহুতলের গ্রাফিক্স।
    যাহক, খুঁজতে গিয়ে শিরোনামহীন আর আর্টসেলের কিছু গান শুনে ফেললাম। খারাপ লাগল না। যেটা ভাল লাগে, গায়কদের গলা, গায়কী, উচ্চারণ বেশ সুন্দর। ্খুব সুরে। এপারের অনেক ব্যান্ডের গান ভাল লাগেনা গাওয়ার ভঙ্গি, বেসুরো গলা, প্রাণপণে বিকৃত করে উচ্চারণ, এসবের জন্য।
  • শ্রী সদা | 127.194.198.49 | ০৬ মে ২০১২ ০১:১০542454
  • http://www.mkgandhi.org/prayer.htm এখানে পাবেন মগনলাল এবং তাঁর গানের সম্পর্কে আলোচনা।
    আর প্রখ্যাত লিরিসিস্ট শ্রী হর্ষল পাটিলের ডাকনাম যে মেঘরাজ , এটা কে না জানে ?

    কবি বলেছেন না জানা কোনো পাপ নয়, তবে গুগুল সার্চে অনীহাও ভালো নয় ঃ-)
  • পাই | 82.83.81.233 | ০৬ মে ২০১২ ০১:১১542455
  • ্তাহলে লতা ? Sখি ভাবনা কাহারে বলে ? ভালবাSa ভালবাSa ভাল Suনতে লাগে, ঋদ্ধি ? ঃ)
  • পাই | 82.83.81.233 | ০৬ মে ২০১২ ০১:১৭542456
  • লালন না।
  • সিদ্ধার্থ | 141.104.241.62 | ০৬ মে ২০১২ ০৭:১৪542457
  • আসিফের বাংলা দেখে আমার দৃঢ় ধারণা হচ্ছে উনি-ই মগনলাল মেঘরাজ
  • a x | 138.249.1.202 | ০৬ মে ২০১২ ০৭:৩৭542458
  • এই সায়ন ছেলেটির বয়স কত? আমার তো বেশ বেশ ভালো লাগল। বয়সের তুলনায় মনে হল অনেক বেশি সাবলীল গলা।
  • পাই | 82.83.81.233 | ০৬ মে ২০১২ ০৭:৪০542459
  • মেয়ে।
  • a x | 138.249.1.202 | ০৬ মে ২০১২ ০৭:৪৮542460
  • রিয়্যালি? আরো ইন্টেরেস্টিং।
  • পাই | 82.83.81.233 | ০৬ মে ২০১২ ০৭:৫৫542461
  • এখানে পড়ো ঃ
    http://banglamusic.com/reviews/shayan-a-singer-lyricist-and-composer-for-jibonmukhi-gaan-3144.html

    এই সায়নকে নিয়ে খুঁজতে গিয়ে আজ দেখলাম অর্ণবের ও আসল নাম সায়ন । অর্ণব, কৃষ্ণকলির মনপুরার গানগুলো আজ আবার শুনে ফেললাম। কী ভালো।
  • a x | 138.249.1.194 | ০৬ মে ২০১২ ০৮:০৪542462
  • এই কথাটাই মেয়ে শোনার পর মনে হয়েছিল, বেশ কিছু চেনা স্টিরিওটাইপ ভেঙ্গেছেন। কয়েকটা জায়গা একটু ন্যাসাল, কিন্তু মোটের ওপর বেশ ভালো লাগল।
  • a x | 138.249.1.202 | ০৬ মে ২০১২ ০৮:১০542463
  • ও, আর সায়ন না, সায়ান ঃ-)
  • lcm | 79.236.161.105 | ০৬ মে ২০১২ ১০:১৭542465
  • সায়ান-এর নাম এবং গান শুনলাম। এই যেমন, এই গানটা -

    মন চল নির্বাসনে যাই,
    তুই আর আমি চল পালাই
    ওরে মন, আমার মন
    চল দুজনে সব ভুলে যাই
    ... ...
    ভারী সুন্দর বেঁধেছে গানখানা।


    *ক্লিপে গানটা শুরু 1:30 থেকে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন