এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমি আমার বেলুড় জীবন নিয়ে একটা লেখা লিখছিলাম, highly non linear, কারণ linearity আমার ধাতে নেই, এন্তার বানান ভুল আছে, লেখার প্রথম তিনটে কিস্তি দিলাম, লোকজনের ভালো লাগলে আরো দেব,

    Nishan Chatterjee
    অন্যান্য | ০৯ মে ২০১২ | ২৭৮১৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 147.187.241.6 | ১২ মে ২০১২ ০৪:৩১546947
  • এগুলো করলে নাহয় কিছু হয়না শেষমেশ , কিন্তু না করলে ও যে কিছু হয়না, সেই নিয়েও সন্দেহ নেই ঃ)

    আর, সত্যি , করার দরকারটাই বা কি ? না করলে নিজের কিছু আসে যাবে, তা তো না। বরং ঐ সময়ে পড়াশুনা কেরিয়ার কি নিদেনপক্ষে মস্তি করলে অনেক কাজের কাজ হবে।
  • Nishan | 82.89.200.226 | ১২ মে ২০১২ ০৭:১৭546948
  • আমি নিজে না ভুগলে একই কথা বলতাম কিনা! সাসপেন্ড করা নাকি ঠিক হয়েছিল, ইয়ার্কি নাকি????????
  • সিদ্ধার্থ | 141.104.241.62 | ১২ মে ২০১২ ১১:১৬546949
  • এ তো আজব যুক্তি! কেউ বিড়ি খাবে কি খাবে না, সেটা বড় হয়ে যাবার পর তো সে নিজেই ঠিক করবে।

    বিড়ি খাবার বিরুদ্ধে ক্যাম্পেন করা এক কথা, আর বিড়ি খেলেই কান ধরে বিবেকানন্দের ছবির সামনে ওঠবোস করানোর মানে হল আমার স্বাধীনতায় হাত দেওয়া হচ্ছে। ব্যাপারটা ডিজগাস্টিং।

    আমেরিকার কথা শুনলে তো রিমিদির দরদর অশ্রু-বিগলিত আঁখি হয়ে যায়। ওই দেশে অথরিটিকে একবার এই মেথডটা অ্যাপ্লাই করে দেখতে বলবেন নাকি? বিড়ি খেলেই ফাইন?

    যেখানে কাজ করেন, সেখানকার ম্যানেজমেন্টকে এই স্টেপ নিতে বলুন। আর আপনি নিজেই ম্যানেজমেন্ট হলে স্টেপটা নিন। কোনো ছেলে বা মেয়ে বিড়ি খেলেই তাকে ফাইন করবেন।

    জেল জীবনের জন্য শুভেচ্ছা রইল। ঃ)))
  • অপু | 24.96.231.75 | ১২ মে ২০১২ ১২:২০546950
  • আমার জীবনের একটা বড় আফসোস আমি প্রেসি তে পড়তে পারি নি। বাবা প্রেসি তে পড়াতেন বলে ছোটবেলা থেকে স্বপ্ন ছিল প্রেসি তে স্ট্যাট পড়বো। আমি ওয়েটিং লিস্টে ছিলাম। ঠিক আমার আগের জন অবধি চান্স পেল পরে। সে আশুতোষ ছেড়ে প্রেসি তে চলে এল আমি আশুতোষে ই ঃ-((।

    ও ই দুঃখ এখনও মাঝে মাঝে হয়। তবে আমার ক্লোজ বান্ধবী বলছিল বেশ হয়েছে তুই প্রেসি চান্স পাস নি তাহলে তু ই ওদের মতো ( MSc তে পড়া ২ পিস প্রেসি র উল্লেখ করে) আঁতেল হয়ে যেতিস।

    (ইয়ে, সে দিন ই বুঝলুম আমি আঁতেল নই ঃ)
  • সিদ্ধার্থ | 141.104.241.62 | ১২ মে ২০১২ ১২:৪৭546951
  • আশু তো স্ট্যাটে বেশ ভাল কলেজ। কাশীনাথ চ্যাটার্জী ছিলেন না তখন? .
  • একক | 24.99.179.33 | ১২ মে ২০১২ ১৪:৪০546952
  • @ সিকি

    আমার ফেবু নাম শান্তনু দেবনাথ . অফিসিয়াল নাম. এছাড়া নেট জগতে সর্বত্র একক নামে লিখি . এখানেউ এ বা একক নামে লিখি. এখানে যিনি শান্তনু নামে লিখছেন তিনি অন্য কেউ . ব্রাজিলের রিও দে জেনেরো বা তার আশপাশ থেকে লিখছেন . আমি তো লুরু তে.
  • santanu | 186.205.206.73 | ১২ মে ২০১২ ১৪:৫৪546953
  • সিকি, আমি চ্যাটার্জি, অপু, গনানাথ মহারাজ (তবে তখনও তিনি গেরুয়া হন নি), একক, ব্রাজিল দেখায় বুঝি? আসলে শারজা।
  • একক | 24.99.179.33 | ১২ মে ২০১২ ১৫:০৪546954
  • আরে , আইপি এরকম ই ভুলভাল দেখায় . :D আমি সিকি-র বোঝার সুবিধের জন্যে বল্লুম . আর কিছু নাহ. মিশন নিয়ে লেখা জমছে . আপনিও আরো লিখুন . আম্মো লিখবো .
  • PM | 233.223.132.104 | ১২ মে ২০১২ ২১:৫১546955
  • আমাদের সিনিয়ার দুটি ছেলে পার্ট-১ দিয়ে হস্টেল-এ ফিরে রাতে বোতল খুলে বসেছিল রুম-এ। বিনয় ভবনের তিন তলায়। এমনিতে দুজনেই পড়াশোনায় ভালো ছেলে। সকলে পছন্দ করতো। সেদিন কি যে অ্যাড্ভেন্চার-এর নেশা চাপলো! মহারাজ দের তেল মারার মতো ছেলের অভাব নেই। কেউ গিয়ে "গুদুম" কে ( মহারাজ এর আসল নাম মনে নেই) লাগালো। রাতে দরজায় টোকা। বোতল উপুর করা বালতির মধ্যে চালান করে তারা দরজা খুলল। গুদুম ভেতরে ঢুকেই আগে বালতি তুলল। ব্যস আর যায় কোথা। তখন গননাথ মহরাজ প্রিিপাল। প্রভাকর মহারাজ ভাইস প্রিন্সিপাল। গননাথ মহারাজ ওদের TC দেবেই, প্রভাকর মাহারাজ আপ্রান চেষ্টা করছেন আটকাতে। ওদের বললেন " বাবা খেতে ইচ্ছ হয়েছে তো বাইরে থেকে খেয়ে আসতে পার্তিস তো? ঘরেই খেতে হোলো"

    শেষ মেষ TC আটকানো গেলো না। প্রভাকর মহারাজ নিজে উদ্যোগী হয়ে একজনকে শ্রীরামপুর কলেজ-এ আর একজনকে BKC কলেজ-এ ভর্তি করে এলেন।

    ঘটনাচক্রে দুজন-ই প্রথম শ্রেনীতে পার্ট-১ পাশ করেছিল ( তখন পার্ট-১ আর পার্ট-২ হতো)। পার্ট-২র খবর পাই নি।
  • PM | 233.223.132.104 | ১২ মে ২০১২ ২২:০৬546646
  • বিদ্যামন্দিরে মহারাজ দের মধ্যে কোনো সমকামী প্রবনতা দেখি নি বা বুঝি নি।

    আমাদের ব্যাচ-এ একটা জুটি ছিল। সকলে জানতাম ওদের ব্যপারটা, অনেকেই দেখেওছিল ওদের অসতর্ক অবস্থায়। আড়ালে একটু ফিস ফাস হতো।কিন্তু কেউ ওদের বিরক্ত করতো না বা আওয়াজ টাওয়াজ দিতো না। ইন ফ্যক্ট ওদের মধ্যে যে ডমিনেন্ট পার্টনার সে খুব জনপ্রিয় ছিলো। খুব ভালো খেলতো আর খুব পরোপকারী ছিলো। সে এখন একটি কলেজ এর প্রফেসর। দুজনেই পরে স্বাভাবিক বিয়ে করেছে আর নিজের নিজের বৌ বাচ্ছা নিয়ে সুখেই দিন কাটাচ্ছে।
  • ব্ল্যাঙ্ক | 69.93.201.53 | ১২ মে ২০১২ ২৩:৪৮546647
  • দারুন লাগছে নিশান। তবে কলেজ জীবনের আনন্দ গুলো নানা ভাবে না পাওয়াটা বেশ একটা সময় হারিয়ে ফেলার মতন ব্যাপার।
    ভাগ্যিস এই রকম কলেজে কখনো পড়িনি। জিন্দেগী কাঁচি হয়ে যেত পুরো।
  • Nishan | 82.89.200.226 | ১৩ মে ২০১২ ০৪:৩৪546648
  • আরে আমিই কি আর সাধ করে ঢুকেছিলাম, পরিবার্বান্ধব দাদা এবং কাকুদের চক্রান্তে, সাথে বাবার বিশ্বাসঘাতকতা!
  • rimi | 85.76.118.96 | ১৩ মে ২০১২ ০৭:১২546649
  • হাহাহাহা সিদ্ধার্থ তুমি বাপু সেদিনের ছেলে, কতটুকুই বা zআনো?

    এখানে বিল্ডিংএর ভিতরে কিম্বা বিভিন্ন পাব্লিক প্লেসে ধূমপান এমনিই বারণ।
    আর এখন বিভিন্ন জায়গায় স্মোক ফ্রি ক্যাম্পাস হয়ে যাচ্ছে। আমাদের ইউনি গত বছর থেকে স্মোক ফ্রি ক্যাম্পাস হয়েছে। ক্যাম্পাসের ভিতরে বিড়ি খেলে, সে যেই হোক, ছাত্র বা শিক্ষক বা ওবামা কিম্বা স্বয়ং ভগবান - একই রকম শাস্তি। শুধু তাই নয়, এমপ্লয়িদের মধ্যে যারা স্মোকার তাদের ইনসিওরেন্সের প্রিমিয়াম অনেক বেশি দিতে হয়।

    এম্নি এম্নি কি আর আম্রিগার নামে অশ্রু ঝরে রে ভাই?? এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি.....সকল দেশের দাদা সে যে... হুঁহুঁহুঁহুঁহুঁ
    খ্যাক খ্যাক খ্যাক
  • সিদ্ধার্থ | 141.104.241.62 | ১৩ মে ২০১২ ০৭:২৬546650
  • আরে ফাইন করা এক। এখানে বড় বড় ছেলেদের ধরে পেটাচ্ছে। সাসপেন্ড করে দিচ্ছে !

    আম্রিগায় এই জিনিস করার চেষ্টা করে দেখুন না! .
  • সিদ্ধার্থ | 141.104.241.62 | ১৩ মে ২০১২ ০৭:২৮546651
  • আর ক্যাম্পাসের বাইরে বিড়ি খেলে?

    নিশানরা তো ক্যাম্পাসের বাইরে খেয়েই কেস খেয়েছিল।

    আপনার প্রিয় দেশের ব্য্ক্তি-স্বাধীনতার কনসেপ্ট কি বলে? .
  • rimi | 85.76.118.96 | ১৩ মে ২০১২ ০৭:৪৭546652
  • আম্রিগা করবে এরকম কাঁচা কাজ? কও কি? তওবা তওবা। তাহলে তো আর্শোলাকেও পাখি বলা যেত।

    আম্রিগার হইল গিয়া সূক্ষ্ম কূটনীতি, এম্নি এম্নি কি আর দাদা হয়েছে রে ভাই?

    ১। ছোট্টোবেলা থেকে ইস্কুলে পাখিপড়া করে শেখানো হচ্ছে সিগ্রেট খাওয়া খারাপ। ইস্কুলে সিগ্রেট খেলে তো অবশ্যই সাস্পেন্ড।
    ২। ডাক্তারের আপিসে যাও, চারিদিকে গ্রাফিক পোস্টার - সিগ্রেট খাবার ফলাফল কি ভয়ানক।
    ৩। পাব্লিক প্লেসে অধিকাংশ জায়গায় স্মোক বারণ।
    ৪। রাস্তার মোড়ে মোড়ে বিশাল বিলবোর্ড, বক্তব্য এরকম - তোমার প্রিয়জনকে ধূমপান হইতে বিরত রাখো, কিম্বা ধূমপানে ক্যান্সার হয়।
    ৫। হস্পিটাল থেকে ধূমপান ছাড়ার জন্যে ফ্রিতে ক্লাস অফার করা হয় ( যে ক্লাস করে আকা ধুমপান ছাড়ল)
    ৬। আমাদের ইউনিতে (তার মানেই আরো বহু জায়গায়) ধূমপান ছাড়ার জন্যে ফ্রি কাউন্সেলিং এমপ্লয়ি প্যাকেজের মধ্যে আছে।
    ৭। ইন্সিওরেন্সের বাড়তি প্রিমিয়ামের কথা তো বললামই।
    ৮। ধূম্পায়ী লোকেদের (যাদের মধ্যে রিমার্কেবলি মহিলাদের সংখ্যা বেশি) সামাজিক ভাবে সুনজরে দেখা হয় না, বিশেষ করে যদি তারা পাব্লিকে প্লেসে ধোঁয়া খায়, আইন না ভেঙে হলেও।

    এই রকম মানসিক চাপের মধ্যে সিগ্রেট খেলেও কেউ কি তা উপভোগ করতে পারে?? লুকিয়ে বাড়ির বাথরুমে খেলেও গিল্টি ফিলিং-এ ভুগবে।

    এরপরেও যদি আম্রিগা আর স্মোকিং নিয়ে প্রশ্ন থাকে, তাহলে কাকুরে শুধো, কাকু এখনি গাদা গাদা স্ট্যাটস দেবে গত কুড়ি বছরে আম্রিগাতে ধূমপানের কিরকম ট্রেন্ড। তাহলেই পোষ্কার বুঝবে ঐরকম একটা কলেজে গোটা কয় ছাত্রকে সাস্পেন্ড করে ধূমপান বন্ধ করার মতন বুদ্ধুমি আম্রিগা কেন করে না।
  • একক | 24.99.104.102 | ১৩ মে ২০১২ ০৮:০৩546653
  • রিমি র লেখা পড়ে মনে হচ্ছে আম্রিকা ধুমপান কে বেশ একটা উচ্চ পর্যায় এর লাক্সারী-র স্টেটাস দিয়েছে. গাঁটএর কড়ি ফেলে বেশি টাকা প্রিমিআম গুনে , জায়গা বুঝে ধুমপান করো . সিগার এর দাম ও নিশ্চয় বেশি . কাজেই যারা এসব আফোরড করতে পারবেনা তারা দেখবে আর জ্বলবে ! ভাল্লাগ্লো বেশ ব্যাপার টা .
  • পাই | 82.83.81.233 | ১৩ মে ২০১২ ০৮:০৯546654
  • এই সিগ্রেট খাওয়া মানে সমাজের চোখে অপরাধী, সমাজের কুনজরে , এই কি ভাল ?
    সিগ্রেট খাওয়ার সাথে গ্ল্যামার, ম্যাচোগিরি, ক্যারিশমা কি স্টিগমা কোনটা জড়িয়ে দেওয়াই আপত্তিকর। অন্তত আমার কাছে।
  • একক | 24.99.104.102 | ১৩ মে ২০১২ ০৮:১৩546655
  • একটা জড়ালে তো আরেকটা আসবেই :) নইলে কিচ্ছু নাহ !
  • নিশান | 82.89.200.226 | ১৩ মে ২০১২ ০৮:৩০546657
  • সামন্ততন্ত্র

    বেলুড়ে এসে প্রথম ধাক্কাটা লাগে সেটা হোলো সাধুদের মহারাজ বলতে হবে জেনে, মানে নরেন্দ্রপুরের নিয়ম ছিলো সব্বাইকে দাদা বলতে হবে, যেমন আমাদের জুনিয়ার সেকশনের মালি ছিলো বুধনদা, আমাদের সবার প্রিয় শিক্ষক অজিতদা, হেডমাস্টার অশোকদা, হস্টেল সুপার তপনদা, ইত্যাদি ইত্যাদি, উদ্দেশ্য কেউ ছোট নয়, এই বোধ ছোটবেলা থেকে চারিয়ে দেওয়া! কিন্তু এ বাবা বেলুড়! মহারাজদের মহারাজ না বলার মত কুশিক্ষের এখানে চল নেই, সেটা নকলী বাবা হায়েনার হাসি দিয়ে প্রথমেই স্পষ্ট করে দিয়েছিলো,

    তো এই মহাপুরুষরা যখন ক্লাস নিতেন, সাধারণতঃ সোমবারের শুরুর অধ্যাত্ম তত্ত্বের কেলাস, কিম্বা বাংলা, জনসমাগম হোতো প্রবল।

    রোলকলের সময় আমি পূর্ব অভ্যেস বশতঃ প্রেজেণ্ট স্যর, বা ইয়েস স্যর বলতুম, কিন্তু রামকৃষ্ণ ভাবাদর্শে উদ্বুদ্ধ নব্য তরুণদলের কক্ষণো ভুল হোতো না, সদা সর্বদা ইয়েস মহারাজ, আর আমি আমার মত বললেই, বসে দেখতাম পাশের ছেলের মুখে হাল্কা দয়ালু হাসি, কারণ জানতে চাইলেই “ঐ যে তুই ইয়েস স্যর বললি না!”

    লে হালুয়া!

    তো সে যা গেল গেল, বাংলায় একটি পুরোন প্রবাদ আছে বাঁশের চেয়ে কঞ্চি দড়! সে জিনিস বেলুড়েও দেখা যেত বৈকি, বেলুড়ে সবাই রাজা, সে ডাইনিঙের কর্মচারীই হোক, কি দারোয়ান, আমরা সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে! আর ছেলেপিলের কথায় আসবো পরে, শুধু একটা উদাহরণ দেবো, আমাদের কলেজ ছাড়ার আগে একটা ঠিকানার বই দেওয়া হোত, তাতে আবার লিখতে হোত সবচেয়ে স্মরণীয স্মৃতি কি? আমার স্মৃতি ছিলো একপিস, কিন্তু সেটার জন্য বেলুড়ের সময়টা দায়ী হলেও বেলুড় দায়ী নয়, সেখানে একটি ছেলে লিখেছিলো, সে রোজ অ্যাকুয়াগার্ডের জলে নাকি শ্যাম্পু করতো, আর তার প্রিয় সময় ছিলো যখন জল চুরি করতো। মানে বেলুড়ে অ্যাকুয়াগার্ডের তলায় রাখা থাকতো একটা করে স্টিলের ড্রাম, মাঝে মাঝে যন্তর চালিয়ে ভরে দেওয়া হোতো, এ ছোকরা রোজ সকালে লুকিয়ে লুকিয়ে ড্রাম থেকে বালতিতে জল নিয়ে নিতো! বেলুড়ের চানের জল খারাপ ছিলো সবাই জানে, কিন্তু এ ধরনের বিরল ঘটনা আমি বিশেষ ঘটতে দেখিনি।

    তো ছাত্রদের কথায় আসা যাবে 'খন, দেখা যাক খাবারের হাল হকিকত কেমন?

    খাবার জায়গায় মাটিতে বসতে হোতো, আর দরজার বাইরেই থালা ধোয়ার কল, এবং চটি রাখার জায়গা, তার মধ্যে বিবেক ভবনের খাবার জায়গার মেঝেটা নিচু ছিলো বলে, খাবার সময়ও একটা কৎকতে ব্যাপার চারদিকে লক্ষ্য করা যেত, খাবার দাবার টাঁড়বাড়োর আমল ছাড়া কি হত পরে বলবো কোনো সময়, মোটামুটি ভাবে, মাঝে মাঝে ভাতে আরশোলা, বিছে পাওয়া যেত, আর ভাত দেওয়ার বালতি সম্বন্ধে জনৈক নরেন্দ্রপুরের সাধু বলেছিলেন "ও বাবা, এখানে তো কাপড় কাচার বালতিতে করে ভাত দেয়!", আর ঝোল, সে যারই হোক মাছ মাংস ডিম, ঝোল দেবার সময় এপার ওপার দেখা যায়, তো সেই খাদ্যমণ্ডলীতে খাবার দিতেন মহান শ্যামাদা, সেই শ্যামাদা একবার ঝোল দিচ্ছে, আমি পরিষ্কার লুঙ্গি এবং কালো ঠ্যাং দেখতে পাচ্ছি, আমি বললাম "শ্যামাদা, এটা কিরকম ঝোল, তোমাকে পরিষ্কার দেখতে পাচ্ছি তো!" মালটা বলে কিনা "বেশী বোকো না তো, এই ঝোল খেয়েই কত ছেলে আমেরিকা ইংল্যাণ্ড চলে গেল..."
    আমি বললাম "আর তুমি এখানেই রয়ে গেলে, কি বলো?" শ্যামাচরণ আর কথা বাড়ায়নি!

    তবে সবচেয়ে উৎকৃষ্ট নমুনা ছিলো কলেজ অফিস, হেড ক্লার্ক ছিলেন রঞ্জনদা, তাঁকে রঞ্জনদা বলেই ডাকা যেত, তাঁর মত অমায়িক, ভালোমানুষ এবং ভদ্রলোক এ জীবনে আর দেখিনি আরেক ছিলেন সুশীলদা, তাঁর দোষের মধ্যে ব্যাং কে ন্যাং বলতেন, এছাড়া তেমন সমস্যা করতেন না, বাকিদের সবাইকে স্যার বলতে হবে! আমাদের রাজু ভুল করে ক্যাশীয়ার অমিয়বাবুকে অমিয়দা ডাকায় সে খেপে গিয়ে নকলীবাবাকে জানায়, নকলী বাবা রাজুকে বাধ্য করে অমিয়বাবুর পায়ে ধরে ক্ষমা চাইতে।

    একটা ঝাঁকড়াচুলো মাল ছিলো, সম্ভবত পিংকির পরে "যার নাম করতে নেই" তার বেয়ারা ছিলো, সে একবার বলেছিলো " আমরা তোমাদের পোফেসরদের চেয়ে কম কিসের, ওরা নেহাৎ মাস্টার ডিগ্রী করে পড়াতে এসেছে তাই নাহলে ওরাও যা আমরাও তা, আমাদের স্যর বলতে পারবে না কেন?"

    বোঝো কাণ্ড, সবাই সম্মানের জন্য মাটিতে লুটোপুটি খাচ্চে প্রায়!

    এই প্রথম বেলুড়ে এসে অ্যাণ্টনির ইতিহাসের উত্তরের তাৎপর্য বুঝলাম, অ্যাণ্টনি লিখেছিলো "যারা খোল, কত্তাল বাজিয়ে গান করে, আর লোকেদের নিজেদের দলে টানে তারাই হোলো সামন্ততন্ত্র"

    ******
    ক্রমশঃ
    ******
  • নিশান | 82.89.200.226 | ১৩ মে ২০১২ ০৮:৪৩546658
  • নিউ ইয়র্ক সবচে' বাজে জায়গা, এক প্যাকেট (২০টা) সিগারেটের মিনিমাম দাম ১০.২৫!!!

    সিদ্ধার্থদা, আমরা ভেতরে খেয়ে ধরা পড়েছিলাম, কিন্তু বাইরে খেয়ে ধরা পড়ার উদাহরণ আছে, এবং সেটা নিয়ে যথেচ্ছ বাওয়াল দেওয়া হয়! সিগারেট খাওয়া ( মহারাজদের পেটোয়া না হলে) ধর্ষণের মত অপরাধ!
  • একক | 24.99.104.102 | ১৩ মে ২০১২ ০৮:৫৩546659
  • এটা নির্ঘাত বেলুরের বাড়াবাড়ি . বরানগর এ বেশ কিচ্ছু ছেলে ক্লাস এইট থেকে ফুকত . টিসি কেস নেই. আর বেলঘরিয়া তো এন্তার ফোঁকার জায়গা , মহান্ত মহারাজ কে নতুন বাচ্চারা একটু এড়িয়ে চলে কিন্তু বাকি গেরুয়া /সাদা দের সামনে কোনো চাপ নেই . ভাগ্যিস লাইফ এ বেলুড় যাই নি :(
    উছমাধ্যমিক এর পর বিড়ি ফোঁকা নিয়ে কেউ ব্যগ্র দেয় এই প্রথম শুনছি. টেন থেকে ইলেভেন লুকিয়ে খেয়েছি.
  • rimi | 85.76.118.96 | ১৩ মে ২০১২ ০৯:৩০546660
  • হঃ বাংলাদ্যাশে জন্ম, আর ক্লাস টেন থেকে বিড়ি সিগ্রেট খাবে না অ্যামন ছ্যালে কোটিকে গুটিক... বিড়ি সিগ্রেট আর বামপন্থা - বাঙ্গালী ছ্যালের ট্রেডমার্ক বুলে কতা।
  • পাই | 82.83.81.233 | ১৩ মে ২০১২ ০৯:৫৮546661
  • রিমিদি, সামাজিক কুনজরটা নিয়ে কী বক্তব্য ?
  • গান্ধী | 213.110.243.22 | ১৩ মে ২০১২ ১০:০৬546662
  • সিগারেট যদি বন্ধ করার ইচ্ছা থাকে তাহলে বিক্রি বন্ধ কর, সিগারেট যদি দোকানে পাওয়া যায়, তাহলে আমি খাব কিনা সেটা আমি ডিসাইড করব। কোনো সরকার বা মহারাজ নয়। আমি ট্যাক্স নিয়ে বিক্রি করতে দেব, পাব্লিক খেলে ফাইন করবো। সিগারেটের প্যাকেটে smoking is injurious to health লিখব। খুব বোকা বোকা কনসেপ্ট
  • শ্রী সদা | 127.194.199.151 | ১৩ মে ২০১২ ১০:০৯546663
  • গান্ধীকে ক্ক।
  • rimi | 85.76.118.96 | ১৩ মে ২০১২ ১০:২৯546664
  • পাই, সামাজিক কুনজরটা খুবই ভালো ব্যপার - বিড়ি সিগ্রেটের ক্ষেত্রে ঃ-))

    গান্ধী, হেঁ হেঁ, তুমি যে এইটা কইবা জান্তাম, নাম দেখেই আন্দাজ করেছি। বুদ্ধিদীপ্ত কনসেপ্ট, মানে A ইমপ্লায়েস B এবং B ইম্প্লায়েস C হলে A ইম্প্লায়েস C ইত্যাদি শুধু থিওরীতেই চলে ভায়া, আর সত্যযুগে।
  • পাই | 82.83.81.233 | ১৩ মে ২০১২ ১০:৩১546665
  • সামাজিক অপরাধ করছে বলে ? বিড়ি সিগ্রেটের ধোঁয়ায় অন্যদের, পরিবেশের ক্ষতি বলে ?
  • গান্ধী | 213.110.243.22 | ১৩ মে ২০১২ ১০:৪৮546666
  • রিমিদি/পিসি

    নাম শুনে সব ভেবে নিলে গন্ডগোল। আমি কিন্তু সিগারেট খাইনা। লোককে খেতেও বারণই করি।

    কিন্তু পাব্লিক প্লেসে সিগু খেলে ফাইন, অথচ নিজের রুমে খেতেই পার, দুষন যদি হয় দুটোতেই সমান, নয় কি ? একটাতে সামনের লোকের ডাইরেক্ট প্রব্লেম, আরেকটায় একটু ঘুরে। যে খাচ্ছে তার কথা ছেড়েই দিলাম।

    যাই হোক। এই নিয়ে আলোচনা করতে থাকলে বেলুড়ের গপ্পই শোন যাবেনা
  • প্পন | 132.252.231.6 | ১৩ মে ২০১২ ১১:৩৩546668
  • গান্ধীর 10:06 AM-এর পোস্টে তো ভুল কিছু পেলুম না। বুদ্ধিদীপ্ত কিনা জানি না, কিন্তু লজিকালি চিন্তা করলে এই প্রশ্নই মনে আসা স্বাভাবিক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন