এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমি আমার বেলুড় জীবন নিয়ে একটা লেখা লিখছিলাম, highly non linear, কারণ linearity আমার ধাতে নেই, এন্তার বানান ভুল আছে, লেখার প্রথম তিনটে কিস্তি দিলাম, লোকজনের ভালো লাগলে আরো দেব,

    Nishan Chatterjee
    অন্যান্য | ০৯ মে ২০১২ | ২৭৭৯১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PM | 233.223.138.215 | ১৩ মে ২০১২ ১২:৩১546669
  • বেলুড়ে আমাদের অদ্ধেক ছেলেই স্মোকার ছিলো। বেশীর্ভাগ-ই বাইরে গিয়ে খেয়ে আসতো। জয়দেবের মতো দু একজন মাঝে মধ্যেই ঘরেই খেতো। কখনো কোনো সমস্যা হতে দেখি নি। অবশ্য আমাদের সুপার ছিলেন বিশ্বদেব মহারাজ। IIT KGP থেকে পাশ করা লোক। এই সব খুচরো ব্যপারে মাথা ঘামাতেন না বিশেষ। মুলতঃ নিজের পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতেন। আমি আর কয়েক্জন সকালের প্রর্থনা বেশীরভাগ দিন ডুব দিতাম। কোনোদিন ঝামেলা করেননি। তবে প্রচুর উপনিশদ জাতীয় বই পড়িয়েছিলেন। এই বিশ্বদেব মহারাজ পরে RKM থেকে আলাদা হয়ে যান। যদ্দুর জানি কন্যাকুমারীতে আছেন। খুব ইচ্ছা করে একবার দেখা করতে
  • ব্ল্যাঙ্ক | 69.93.245.216 | ১৩ মে ২০১২ ১৪:৪৬546670
  • এই একখানি সরকারি স্ট্যাট পেলাম। তাতে দেখা যাচ্ছে আম্রিগায় ৫ বছরে স্মোকিং হ্যাবিট কমেছে, ১৮-২৪ এর মধ্যে সবচেয়ে কমছে। তাও ২০১০ এ প্রায় ২৩% ইউথ স্মোকার,

    http://www.cdc.gov/mmwr/pdf/wk/mm6035.pdf#page=21

    এদিকে মদ খাওয়ার রেট বাড়ছে।
    http://www.gallup.com/poll/141656/drinking-rate-edges-slightly-year-high.aspx

    যে দেশে মদ এত সস্তা সে দেশে লোকে অন্য নেশা করবে কেন !!!
  • শ্রী সদা | 24.96.54.213 | ১৩ মে ২০১২ ১৪:৫৯546671
  • ভারতেও, অন্ততঃ আমাদের জেনারেশনে এটাই হচ্ছে। ভালো। আমি চাই সিগারেট বিক্রি আইনতঃ নিষিদ্ধ হোক।
  • অপু | 24.96.44.161 | ১৩ মে ২০১২ ২২:৪৮546672
  • প্রভাকর মহারাজ চিরদিন একটু অন্যরকম। উনি বোধহয় কানপুর IIT । বাইরে থেকে ডঃ। আর মানুষ টিকে অমি ব্যক্তিগত ভাবে চিনি।খুব পন্ডিত মানুষ আর ছেলে দের কথা খুব ভাবেন। খুব প্রাক্টিক্যাল। ছেলে পিলে রা সমস্যা হলে ওনার কাছে যেত/যায়।

    বিশ্নদেব মহারাজ আমাদের কিছু ক্লাস নিয়েছেন।

    PM দা গুদুম মাহারজ হলেন অরবিন্দ মহারাজ।ভালো মানুষ । ব্যাপাক TT খেলতেন। অনেক বার চেষ্টা করে হারাতে পারি নি। আমার মনে হয় কেউ মেধাবী হলে তাকে হোস্টেলের ঘরে বসে মদ খাবার পারমিশন দেওয়া যায় না । আর যদি দেওয়া হয় তাতে পুরো হোস্টেলের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে। এর পরে যে কোন x,y,z( যে তত মেধাবী নয়) সে ও ব্যাটা হোস্টেলে মাল খেতে শুরু করবে । তখন? বিদ্যামন্দের এত সাফল্যের পেছনে একটা কারন ডিসিপ্লিন ঃ মানবেন তো?
  • ব্ল্যাঙ্ক | 69.93.245.216 | ১৩ মে ২০১২ ২৩:১৫546673
  • নিজের ঘরে ১৮ প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে মদ খাবে, তাতে সমস্যা কোথায় ? এগুলো যাস্ট ফালতু হিটলারি নিয়ম।
    আর যদি ছেলেপিলেরা এই নিয়মে সই করে হোস্টেলে থাকতে ঢোকে সেক্ষেত্রে শাস্তি পেলে কিছু বলার নেই। কিন্তু এই হোস্টেল চলে কার পয়সায়? সরকারি সাহায্য আছে?
  • অপু | 24.96.44.161 | ১৩ মে ২০১২ ২৩:৩০546674
  • খানিক টা আছে।

    মিশন র নিয়ম কানুন একটু কড়া বুনান । এর সাথে ১৮ বছরের ইঞ্জিনিয়ারিং কলেজের নিয়ম কানুন র মিল পাবে না।

    হ্যাঁ Dos & Don`ts বাংলা করে বলা থাকে।

    যারা অ্যাডমিট হচ্ছে তারা এই সব জেনে শুনে ই আসে।
  • rimi | 85.76.118.96 | ১৩ মে ২০১২ ২৩:৫০546675
  • দেখো ভাই প্পন এবং গান্ধী, লজিক ব্যপারটা সবসময়ে খুব ইউনিভার্সাল নয়। যারা সিগ্রেট খায়, তাদের লজিক আর যারা সেটাকে বেজায় ক্ষতিকর বলে মনে করে তাদের লজিক এক হবে না সেটা বলা বাহুল্য।

    ধূমপানের নেশা এবং সেই নেশাকে কেন্দ্র করে ব্যবসা কয়েকশো বছর ধরে হয়ে আসছে। অন্যদিকে, ধূমপানের ক্ষতিকর দিকগুলোর কথা মানুষ জানছে খুব সম্প্রতি। কয়েকশো বছর ধরে চালু থাকা ব্যবসা আইন করে তুলে দেবার অনেক সমস্যা, অনেক সাইড এফেক্ট আছে।

    আমার মতে, মানুষের মন থেকে সিগ্রেটকে ধীরে ধীরে তুলে ফেলার রাস্তাটা একটু স্লো হলেও লং রানে অনেক বেশি এফেক্টিভ। মানুষ সিগারেট খেতে না চাইলে কিনতেও চাইবে না। ডিমান্ড কমলে মার্কেটও সেভাবেই ইভল্ভ করবে, আর ধীরে ধীরে এমনিই সিগারেট বিক্রি বন্ধ হয়ে যাবে। আমার কাছে এইটা বেশি লজিক্যাল লাগে। আমি জানি স্মোকাররা এইসব যুক্তি পছন্দ করবে না। অতএব কাটান দাও। বেলুড়ের গপ্পই শোনা যাক।
  • প্পন | 132.252.231.6 | ১৪ মে ২০১২ ০০:১৫546676
  • ইসে, কাটান দেওয়াই ভালো। তবে অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট, গান্ধী স্মোকার না। সদার কথা জানি না। ও নিজে সেটা কনফার্ম করতে পারবে।
  • প্পন | 132.252.231.6 | ১৪ মে ২০১২ ০০:১৯546677
  • আর ক্রীতদাস প্রথাও অনেকদিন ধরে অনেক হাজার বছর ধরে ব্যবসা হিসেবে প্রচলিত ছিল। ব্যবসা হিসেবে তুলনা টানলাম।

    যাগ্গে, যা গল্পগাছা হচ্ছিল তাতে ফেরা যাক।
  • PM | 233.223.132.50 | ১৪ মে ২০১২ ০০:২৪546679
  • অপু, আমি মদ খাবার পক্ষে বা বিপক্ষে কিছুই বলি নি। ঘটনাটা শেয়ার করলাম মাত্র।

    প্রভাকর মহরাজ এখন বিবেকানন্দ বিশ্ববিদ্যলয়ের VC। ফিসিক্স এ DSc , খুব সম্ভবত ক্যলটেক থেকে। দক্ষিন ভারতীয়, কিন্তু শুদ্ধ বাংলা বলেন। মানুষ হিসেবে সত্যি অসাধারন। ওনার স্পিরিচ্যাল হেরিটেজ ক্লাস করা সত্যি-ই অভিঞ্জতা।

    আমি কলকাতা শহরের ছেলে। যখন থাকতাম তখন বিদ্যামন্দিরের জীবন মোটেই ভালো লাগতো না।কিছু খুব ভালো বন্ধু পাওয়া ছাড়া। তবে এখন ফিরে দেখলে খারাপ লাগে না মোটেই
  • শ্রী সদা | 127.194.208.4 | ১৪ মে ২০১২ ০০:২৯546680
  • আমি গত ছয় বছর দিনে দু প্যাকেট ফুঁকে শেষমেষ ছেড়ে দিয়েছি , মাস পাঁচেক হল। ও বস্তু যত তাড়াতাড়ি বাজার থেকে বিদায় নেয় তত মঙ্গল। সঙ্গে ঐ গুটখা জাতীয় বিষ গুলো ও আইন করে বন্ধ করা উচিত। সরকারের উচিত এই শিল্পে জড়িত লোকজনের পুনর্বাসনের ব্যবস্থা করা, সে নিয়ে তো কোনো হেলদোল দেখি না। শুধু প্রত্যেক বাজেটে ট্যাক্স বাড়ানোর সময় সরকারের দেখা মেলে।
  • ব্ল্যাঙ্ক | 69.93.245.216 | ১৪ মে ২০১২ ০০:৩৮546681
  • ভাং আর গাঁজা বন্ধ না হলেই হলো
  • ranjan roy | 24.99.209.53 | ১৪ মে ২০১২ ০০:৪১546682
  • অপু কি আমাদের বালির ব্রতীন নাকি?

    যদি ডিসিপ্লিনটাই ( অর্থা`ৎ ওপর থেকে চাপানো ডিসিপ্লিন) শিক্ষার সাফল্যের নির্ণায়ক ফ্যাক্টর হয় তাহলে সৈনিক স্কুলগুলোকে সবচেয়ে ভালো স্কুল বলতে হবে। আর জে এন ইউ বা শান্তিনিকেতনের বা যাদবপুরের ভালো রেজাল্টের জাদুদন্ডটি কি?

    রামকৃষ্ণ মিশনে হোমোসেক্স? আসলে সমস্ত বয়েজ ওনলি হোস্টেলে এগুলো কমন বলে আমার ইম্প্রেশন। ষাটের দশকে আমরা খড়দহ বা নরেন্দ্রপুর বা পুরুলিয়া মিশনের ছেলেদের সঙ্গে দেখা হলে আলাপচারিতায় কমন প্রশ্নটি শুনতাম--- আপনাদের ওখানে চলে? উত্তর সদাই ইতিবাচক হত।
    বেলুড় বিদ্যামন্দির হল কলেজ। এখানে প্রাপ্তবয়স্ক ছেলেরা পড়ে। তারা স্বভাবতঃ নিজেদের ইচ্ছে হিসেবে চলবে। বাচ্চাদের মত বড়দের ডমিনেশন বা চাপিয়ে দেয়া ইচ্ছের শিকার হবে না। স্কুলের হস্টেলে ছোটো বাচ্চারা বড় ছেলে এবং ব্রহ্মচারীদের যৌনতার জবরদস্তির শিকার হয়। কলেজ লেভেলে কাউকেই ইচ্ছের বিরুদ্ধে রেপ করা সম্ভব নয়। তাই অপু বা তার পরিচিতরা কেউ বিদ্যামন্দিরে এ'ধরণের ঘটনা বিশেষ দেখেন নি বা শোনেন নি। কারণ কিছু এক্সেপসন ছাড়া হয় না। কিন্তু স্কুলের হস্টেল গুলো? অবশ্যই ধর্ষকামের আখড়া।
  • অপু | 24.96.44.161 | ১৪ মে ২০১২ ০০:৪৫546684
  • জানি । অসাধারন মানুষ। বিবেকানন্দ ইউনি তে মাস ছয়েক পড়িয়েছি।

    হ্যাঁ রঞ্জন দা।
  • ব্ল্যাঙ্ক | 69.93.245.216 | ১৪ মে ২০১২ ০০:৪৫546683
  • অপু | 24.96.44.161 | ১৪ মে ২০১২ ০০:৪৭546685
  • ওনার ভেক্টর অ্যানালিসিস র ক্ল্যাস করা একটা দারুন exp
  • অপু | 24.96.44.161 | ১৪ মে ২০১২ ০০:৫৩546686
  • ইয়ে গান্ধী বলতে কি মহাত্মার কথা হচ্ছে?
  • নিশান | 82.89.200.226 | ১৪ মে ২০১২ ০০:৫৯546687
  • সিগারেট খাওয়া নিয়ে হেবি বাওয়াল হচ্ছে দেখছি :) আমি চেষ্টা করেও ছাড়তে পারিনি, তবে আমারও মত সিগারেট বন্ধ হোক, মদও হোক ক্ষতি নেই, ভাং আর গাঁজা না বন্ধ হলেই হোলো :P

    তবে আমিও মনে করি বিদ্যামন্দিরে ঐ বয়সে অতটা বাড়াবাড়ি মোটেই ভালো নয়, অপুদা যেটা বললো সেটা ঠিক, ডিসিপ্লিন দরকার ঠিকই, কিন্তু বিদ্যামন্দিরের ডিসিপ্লিনকে Abuse করা মহারাজদের পক্ষে অত্যন্ত সহজ, যেটা আমাদের বেলায় হয়েছিলো! পাঁচজনের পাঁচরকম শাস্তি একই দোষে, এছাড়া আমি এমন ছেলের উদাহরণ জানি যার ট্রাঙ্কের ভেতর থেকে মদের বোতল পাওয়া গেলেও কিছু হয়নি, কেবল VP র পেয়ারের ছেলে বলে, ডিসিপ্লিন থাক, কিন্তু সেটা যতই কড়া হোক না কেন সেটা সবার জন্য একই হওয়া উচিৎ!

    এছাড়া শাস্তির দুটো উদ্দেশ্য থাকে

    ১। শুধু শাস্তি, প্রতিহিংসা গোছের
    ২।সংশোধনের জন্য শাস্তি

    বিদ্যামন্দিরের শাস্তি কখনোই সংশোধনের জন্য ছিলো না! হলে বাবা মায়ের সাথে বাজে ব্যবহার, পরীক্ষার আগে সাসপেণ্ড, এবং ডাকুর ক্ষেত্রে দুবার পরপর সাসপেণ্ড কোনোটাই হোতো না।

    প্রভাকর মহারাজ Harvard এর PhD যদ্দূর জানি, গুণী লোক, পলিটিক্সে মাথা ঘামাতেন না, কিন্তু ওরকম inert থাকার ফলে VP যা মন তাই করে বেড়াতো!

    তবে রঞ্জনদা, আমি নরেন্দ্রপুর ইশকুলের ছাত্র ছাত্রদের মধ্যে সমকামিতা দেখলেও ধর্ষকাম খুব একটা দেখিনি, দু একটা বিচ্ছিন্ন ঘটনা অবশ্য জানি, সেগুলো অবশ্য মহারাজদের কাছ থেকে ঘটা ঘটনা না, দীর্ঘদিন ধরে মিশনে থেকে বাস্তুঘুঘু হওয়া কিছু মাস্টারমশাই! সে ঘটনা না বলাই ভালো !!
  • অপু | 24.96.44.161 | ১৪ মে ২০১২ ০১:০৯546688
  • একমত, শাস্তি হলে সাবর এক রকম।

    তোমার কিছু কিছু exp খুব extreme দেখছি আমাদের সময়ের সাথে মিঅলছে না কিন্তু। আর আমাদের সময় দেখেছি ছাত্র দের ভালো যাতে হয় সেই দিক চোখ থাকতো । তারপরে ছেলে বুঝে ব্যবস্থা
  • Sibu | 118.23.41.126 | ১৪ মে ২০১২ ০২:২০546690
  • এই ডিসিপ্লিন নিয়ে তক্কোটা মিনিংলেস। যে যার সাপোর্টার সে তাকে ভাল দেখে। কেউ মার্ক্সের দাঁড়ি চোষে বলে কমিউনিস্ট পার্টির ডিসিপ্লিন ভাল দেখে। কেউ রামকৃষ্ণের ইয়ে নেড়ে দেয়, তাই বিদ্যামন্দিরের ইল্লুতে নিয়ম ভাল বলে। ব্যাড পার্ট ইজ, এই আলোচনাটা নট সাফিসিয়েন্টলি পেডাগজিক্যাল টু বি ইলুমিনেটিং, অর পার্সোন্যাল এনাফ (উইথ কালারফুল এপিথেটস) টু বি এন্টারটেইনিং। ফাক ইট।
  • Arin | 212.36.179.65 | ১৪ মে ২০১২ ০৮:৩৪546691
  • সিগ্রেট খাওয়াটা ক্ষতিকর? না, ধূমপান করা ক্ষতিকর? দুটো কিন্তু ঠিক এক নয় ।
    ধূমপানের বিষক্রিয়া বাদেও কিন্তু "সিগ্রেট খাওয়া" যায়, (e-cigarette ইত্যাদি) । শুধু ধূমপানের দিক থেকে বিচার না করলেও তো চলে?
  • নিশান | 82.89.200.226 | ১৪ মে ২০১২ ০৮:৫৪546692
  • কিছুই ভালো না কিছুই খারাপ না, ওসব passive smoking এযুগে চলে না, কারণ োকে তার দশগুণ দূষণ গাড়িঘোড়া থেকে ফুসফুসে টানছে

    আবার আমার খেতে ইচ্ছে করছে বলেই কারো মুখের সামনে গিয়ে ধাঁ করে ধোঁয়া ছেড়ে দেবো, তার পছন্দ অপছন্দের তোয়াক্কা না করে এটাও খারাপ।

    যে যার মত থাক না, অন্যের পেছনে কাঠি না করে, তাহলেই তো সব ঝামেলা চুকে যায়!
  • পাই | 82.83.81.233 | ১৪ মে ২০১২ ০৯:০৬546693
  • এই গাড়ি ঘোড়ার পয়েণ্টটাতেই আসব বলে কাল রিমিদিকে জিগাচ্ছিলুম ঃ)

    আর হ্যাঁ, রিমিদি আম্রিগার কার্বন এমিশনের হিসেব টা দেখেছে আশা করি ঃ)।
  • একক | 24.99.27.124 | ১৪ মে ২০১২ ০৯:৩৩546694
  • নন-স্মোকারের মুখের ওপর বা এক-ঘরে থেকে না খেলেই হলো. সেটা খুব খারাপ কাজ. এর বেশি কিছু বলতে যাওয়াটা ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ . জীবন-বিমা কোম্পানি গুলো হাস্যকর . যারা পিজ্জা -তে কাঁড়ি কাঁড়ি চীজ খায় আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিত্যক্ত ট্যাঙ্ক হয়ে ঘুরে বেড়ায় তাদের প্রিমিআমে হাথ পড়েনা. সেরা তামাকের চাষ টা ওখানে হয়না কিনা . রেভেনীউ-এর হিসেব অন্যরকম . এনিওয়ে, এসব আল-বাল বাদ দিয়ে বেলুড়-কাহিনী গো-আয়্হেড !
  • Nishan | 82.89.200.226 | ১৪ মে ২০১২ ১০:৩৬546695
  • আমেরিকায় ম্যাকসাহেবের নাতনীদের চেহারা দেখলেই বোঝা যায়। সিগারেট না খেয়েও অতি স্বাস্থ্যের বহরে লোকে চলতেই পারে না!

    আর সিগারেট বন্ধ করার সদুদ্দেশ্য থাকলে আরো অনেক কিছুই করতে পারতো! সবই ব্যবসা মাত্র!

    যেমন সবসময় অর্গানিক খাবারের দাম বেশি, যা কিছুই গ্রীন তারই দাম বেশী! কারণটা কি? এরা কি ভাবে যে প্রাকৃতিক জিনিস দিযে আমাদের লেহাল করে দিচ্ছে????

    ফলতঃ সাধারণ লোক আদৌ অর্গানিক মালটা কেনে না!

    অতএব এদিকে স্বাস্থ্য সংক্রান্ত ভাবনার সুফল জানা গেলো না!

    ওয়ালমার্টে অচল লোকেদের জন্য কার্ট থাকে, তাতে চেপে বাজার করে হাতির চেয়েও মোটা কিছু লোক ও লোকী! বোঝো কাণ্ড যাদের হাঁটা বেশি দরকার, তাদের ঐ জিনিস দিযে আরো বলা হচ্ছে হেঁটে কি হবে!

    উদ্দেশ্য যাতে হাতিরা ওয়ালমার্টে বাজার করতে বেশী আসে!

    সিগারেটের কথায় এলে মার্লবোরো তে নাকি সল্টপিটার মেশানো হয় যাতে তাড়াতাড়ি পোড়ে সেজন্য, এরকম সিগারেটের দাম যেখানে ১১।০০ সেখানে American Spirit এর দাম ১৫।০০ যাতে কিছু মেশানো নেই

    লোকে খাবে কোনটা? নিশ্চয়ই মার্লবোরো!!!

    এটা কি স্বাস্থ্যসম্মত নীতি বলা চলে?
  • নিশান | 82.89.200.226 | ১৪ মে ২০১২ ১১:০৬546696
  • দ্বিতীয় ভয়ঙ্কর জিনিস সোডা! বিশ্বের সর্বত্র চিনি দিয়ে বানানো হলেও মার্কিন জিনিস বানানো হয়েছে High Fructose Corn Syrup দিয়ে, যা মোটা করার জন্য আদর্শ, এসে এসে জানতাম না এত, তার প্রেক্ষিতে এক বছরে আমার ওজন বাড়ে ১১ কিলো, যেটা গরমের ছুটিতে বাড়ি গিয়ে কমিয়ে ফিরে আসি, এবং সতর্ক ভাবে চলি, কিন্তু সরকারের নীতি যদি এতই স্বাস্থ্যসচেতন হয় তাহলে কেবল মাত্র স্বাভাবিক থাকার জন্য আমাকে এত সতর্ক হতে হবে কেন?
  • অবাস্তব | 24.139.163.29 | ১৪ মে ২০১২ ১১:৫০546697
  • বিদেশে গেলে প্রথমটায় সবারই ওজন বাড়ে তবে তার কারণ সোডা নয়, মাংসে মাংস বৃদ্ধি।

    নিশানের কি কোন ISI connection নাকি?
  • নিশান | 82.89.200.226 | ১৪ মে ২০১২ ১২:৩২546698
  • না আমি TIFR-Bangalore, অতি অখাদ্য জায়গা, তাপ্পর Aarhus Uni, তাপ্পর এখেনে ঘাঁটি গেড়েছি।
  • নিশান | 82.89.200.226 | ১৪ মে ২০১২ ১২:৩৩546699
  • কিন্তু সোডা এবং আরো নানা জিনিসে যে ওই ভয়ানক জিনিসটা মেশায় এটা তো সত্যি কথা :(
  • | 24.99.161.117 | ১৪ মে ২০১২ ১২:৩৮546701
  • সিগারেট বিড়ি নিয়ে বেলুড়ে কড়াকড়িটা একটু আজব। কোনো ব্যক্তিস্বাধীনতা ইত্যাদি বড়োসড়ো কারণে নয়, স্রেফ ইতিহাসের দিকে তাকালে। বিবেকানন্দর নিজের তামাকের ঘোর নেশা ছিল। কোনোদিনই পুরোপুরি ছাড়তে পারেন নি। বরানগর মঠে প্রথম সন্ন্যাসজীবনের সময় খাওয়াদাওয়া না জুটলেও তামাকের অভ্যাস কোনো গুরুভাইই ছাড়েন নি। সবসময়ই হুঁকোকল্কের আয়োজন থাকত। তখন এঁদের সবারই হয় কলেজে পড়ার বয়স নয়তো সবে কলেজ থেকে বেরিয়েছেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন