এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • রাম নারায়ন রাম/ Ram Narayan Ram

    সৌম্য
    অন্যান্য | ০৪ জুলাই ২০১২ | ২০২৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 82.83.87.188 | ১২ জুলাই ২০১২ ২৩:৪২554351
  • কোন কোন উইজডম নিয়ে কাজ করব, সেটা তো এখানে বসে ঠিক করা যাবেনা। করলে সেটা ঠিক হবে বলেও মনে করিনা। ঠিক করার যোগ্যতা আছে বলেও মনে করিনা। এই আইডেন্টিফিকেশন ও প্রায়োরেটাইজ করা ইটসেল্ফ একটা প্রোগ্রাম হওয়া উচিত । আর সেটা ঘরে বসে হয় না, ঘুরে ঘিরে দেখে শুনে করা উচিত।

    এবং অন্ততঃ এগুলো মানেই কেটে ছেঁটে ফেলবো, এই মানসিকতাটা থেকে বেরিয়ে এসে কাজ করা উচিত। তাহলেও অনেক , না লাভ বলব না, কিন্তু ক্ষতি অন্তত কম হবে। আর পলিসিওয়ালদেরও এটা মাথায় রাখা। কয়েক পোস্ট আগে কিছু ডাক্তারদের কথা লিখেছিলাম। WHO, unicef এর পরামর্শ আর অনুসরণ করা হচ্ছে না, ধাইদের মূলস্রোতে আনা হচ্ছে না বলে যাঁরা আক্ষেপ করছিলেন। বলেছিলেন, ঐ 'আশা' এসে এদের পুরো সরিয়ে দিচ্চে, অথচ তাতে ফল খুব ভাল হচ্ছে না। খুব হাতে গোণা কয়েকজন দাই প্রশিক্ষণের জন্য যোগ্য বলে বিবেচিত হচ্ছেন ( স্কুলের ডিগ্রি না থাকার জন্য)। ঐ অল্প কয়েকজন প্রশিক্ষণপ্রাপ্ত দাই দের মধ্যেই উনি একজন, যাঁর কথা আগের পোস্টে লিখলাম। কিন্তু না, এর পরেও , উনি পারছেন না মূল স্রোতে ফিঅতে। সাব সেন্টারের 'ভলান্টিয়ার' হতে পারেন, প্র্যাক্টিকালি সব কাজ করতে পারেন, কিন্তু এইট পাসও নন বলে আপিসিয়ালি চাকরি পাবেন না। টাআ পয়সা একেবারেই পাচ্ছেন না। অবস্থা খারাপ। এতো নাহয় তাও এমন জায়গায়, যেখানে সাব সেন্টার তৈরি করা গেছে, সেখানে 'অস্শা' দেওয়া গেছে। এঁদেরও সরকারিভাবে আনতে পারলে হয়তো আরো ভাল হত। এঁদের 'স্কিল' ও কিছু নলেজ অনেক সময়ই আশা দের থেকে ভাল। আর ট্রেনিং পেয়ে গেলে আরো ভাল।
    কিন্তু যে জায়গাগুলোতে, সাব সেন্টার করাই যাচ্ছে না, গেলেও স্বাস্থ্য কর্মী নেই, কিম্বা গ্রামের মানুষ সেখানে যেতে ভরসা পাননা, সেখানে এঁরা ট্রেইনড হয়ে সরকারি ভাবে টাকা পয়সা পেয়ে কাজ করতে পারলে সবার জন্যই ভালো বই খারাপ কিছু হত না।

    আর একটা ডিঃ দিয়ে যাই। কারণ এসবের পরেই তো আবার , পাই বলেছে বলেছি কাল ই গ্লোবাল ওয়ার্মিং হয়ে সব পুড়ে যাবে মার্কা স্টেটমেন্ট আসবে !ঃ) সেটা এই যে, এঁদের লোকায়ত জ্ঞান মানেই ভাল নয়। অনেক ভুলভাল টোটকাও আছে। সেগুলো ক্ষতিকর। সেজন্যই সব কিছুর একটা প্রপার ইভ্যালুয়েশন দরকার। কিন্তু শুধুই ট্রেনিং দেওয়া নয়, কিছু ক্ষেত্রে, তাদের কোন স্কিল কেও সম্মান দেওয়া, কার্যকরী কিনা দেখে সেটাকেও মূল স্রোতে আনা, একটা পারস্পরিক আদানপ্রদানের মানসিকতা থাকা দরকার। এটুকুই।
  • pi | 82.83.87.188 | ১২ জুলাই ২০১২ ২৩:৪২554352
  • 'আশা'
  • Sibu | 84.125.59.177 | ১৩ জুলাই ২০১২ ০০:০৮554353
  • না, আমি ঠিক এখানে বসেই কোন কোন উইজডম নিয়ে কাজ করা হবে সেটা ঠিক করতে বলছি না। যেটা বলছি, কি প্রসেসে ঠিক করা হবে কোনটা নিয়ে কাজ করা হবে। কোন প্রফেসর একটা গ্র্যান্ট লিখলেন যে উনি xyz লোকবিশ্বাস ইভ্যালুয়েট করতে চান। তাকে কিসের ভিত্তিতে ফান্ডিং দেওয়া হবে?

    এটা একটু জটিল। কেন না অনেক লোকায়ত বিশ্বাসই বেঠিক। কাজেই অনেক গ্র্যান্ট দিলে টাকা নয়-ছয় করার অভিযোগ উঠতেই পারে। একই কথা ধাইদের জ্ঞান অ্যাডপ্ট করার ক্ষেত্রেও। কোন ইনডিভিজুয়াল ডাক্তার কোন ধাইয়ের থেকে কিছু একটা টেকনিক শিখলেন ও সেটি প্রয়োগ করতে লাগলেন (কোন প্রফেশনাল বডির আশীর্বাদ ছাড়াই)। এবারে কোন রোগীর বেলায় কোন গন্ডগোল হলে আদালত এটাকে ভাল চোখে নাও দেখতে পারে।

    সুতরাং পপুলার উইজডমকে অ্যাডপ্ট করার প্রসেসটা কি হবে সেটা ঠিক ট্রিভিয়াল সমস্যা নয়।
  • পাই | 82.83.87.188 | ১৩ জুলাই ২০১২ ০০:১০554354
  • ট্রিভিয়াল তো নয়ই। কিন্তু সেজন্য এটাকে এড়িয়ে না গিয়ে এই প্রসেসটা নিয়ে মাথা ঘামানোর কথা বলছি, এতে গুরুত্ব দিয়ে ভাবনাচিন্তার কথা বলছি।
  • pi | 82.83.87.188 | ১৩ জুলাই ২০১২ ০০:১৫554355
  • Gargi Chakravarthy, a Delhi University historian and an activist with the NFIW, said the marginalisation of TBAs or 'dais' stretches back to British colonial times and has continued into contemporary India through policies drawn up by a bureaucracy with colonial moorings. "We need firstly to reorient the bureaucracy to current realities," she said.

    ব্যুরোক্রেসি, এবং শুধু তাই নয়, আমাদের সবারই এই মানসিকতাটা পরিবর্তনের কথা বলছি।
  • একক | 24.96.28.122 | ১৩ জুলাই ২০১২ ০০:২০554356
  • এরকম জিনিষ প্রচুর আছে . প্রচুর কাজ করলে ভালো হয় জায়গা আছে কিন্তু এতো ভাস্ট ফিল্ড যে প্রাইমারি স্টাডি করতেই বিশাল লোকবল দরকার. সেই স্টাডি টুকু না করলে, রিপোর্ট জমা না দিলে এক পয়সাও গ্রান্ট আসবেনা . এবার যারা কাজ টা করতে উত্সাহী তারা গ্রান্ট আনার জন্যে যে প্রাথমিক বিনিয়োগ সেটাই বা কোত্থেকে পাবে . এই চক্রের মধ্যে আটকে যায় . মেডিসিনাল প্ল্যান্ট এর স্যাম্পলিং নিয়ে একটা প্রজেক্ট আমি জানি অরুনাচল-ভুটানের জঙ্গলে শুরু হয়ে স্রেফ এই চক্করে আটকে গ্যালো .
    আর এগুলো একটু বড় ব্যানার-পার্টি হোল্ড না থাকলে হয় না . গ্রামের মানুষ রা (স্বাভাব্বিক্ভাবেই) প্রথম দিকে খুব নন-কোঅপারেট করেন . প্রাইমারি এক্সেপ্টেন্স পেতেই অনেক সময় লাগে .
  • pi | 82.83.87.188 | ১৩ জুলাই ২০১২ ০০:২১554357
  • তবে, একটা কূটকোশ্চেন পেয়ে গেল। একটা জিনিস লক্ষ্য করে। মনোবিজ্ঞানের টইতে ঐ যে লিখেছিলাম, সাইকোলজিস্টদের নিয়ে অভিযোগ রয়েছেঃ 'When confronted with evidence that treatments they offer are not supported by science, clinicians argue that they know better than some study what works. In surveys, they admit they value personal experience over research evidence, '

    এই অভিযোগটা অবশ্য অনেকের নেই, অথচ তাঁদের ট্র্যাডিশনাল সব প্র্যাকটিশ নিয়েই এই অভিযোগটা রয়েছে। এটা ফ্যালাসি না ? ঃ)
  • পাই | 82.83.87.188 | ১৩ জুলাই ২০১২ ০০:২৩554358
  • আরে এই চক্করটাকেই তো ভাঙতে বলছি।
    রিসার্চ গ্রান্ট দেওয়া ইত্যাদি নিয়ে একদম অন্যরকম করে ভাবা দরকার। ভীষণ দরকার। এই নিয়ে কিছু কথাও ছিল। সময় পেলে লিখবো।
  • Sibu | 84.125.59.177 | ১৩ জুলাই ২০১২ ০০:২৮554359
  • রিসার্চ গ্র্যান্ট দেওয়া নিয়ে এই অন্য ভাবনাটায় আগ্রহী। অপেক্ষা থাকল।
  • একক | 24.96.28.122 | ১৩ জুলাই ২০১২ ০০:২৯554361
  • সাইকোলজি একটা ইঞ্জিরি ইঞ্জিরি ব্যাপার না ? নামের পেচুনে লোজি কত্তো ইঞ্জিরি কেতাব তাই নিয়ে . সন্দেহ করার আগে দুবার ভাবতে হয় .
  • aka | 178.26.215.13 | ১৩ জুলাই ২০১২ ০০:৩১554362
  • এইতো পাই ব্যালান্সড কথাবার্তা লিখছে। ঃ)

    কিন্তু যে জায়গাগুলোতে, সাব সেন্টার করাই যাচ্ছে না, গেলেও স্বাস্থ্য কর্মী নেই, কিম্বা গ্রামের মানুষ সেখানে যেতে ভরসা পাননা, সেখানে এঁরা ট্রেইনড হয়ে সরকারি ভাবে টাকা পয়সা পেয়ে কাজ করতে পারলে সবার জন্যই ভালো বই খারাপ কিছু হত না।

    এর সাথে সম্পূর্ণ সহমত। যদিও ইমপ্লিমেন্টেশন নিয়ে প্রচূর প্রশ্ন আছে, নীতিগত ভাবে একমত। যেখানে নাই মামা সেখানে কানা মামাও ভালো।
  • pi | 82.83.87.188 | ১৩ জুলাই ২০১২ ০১:১৩554363
  • একক, সেটা অনেকটাই।

    এই এরিক জ্যাকবসনের কাজ নিয়ে কারুর জানা আছে ? থাকলে একটু শুনতে চাই। সাহানা ? এই টিবেটান টেকনিকগুলো মেইনস্ট্রিমে আসে ?

    Dr. Eric Jacobson, a medical anthropologist from Harvard University and one of our Editorial Advisors shares his candid views on the effectiveness of new emerging training courses on Tibetan medicine for Westerners.

    http://www.ittm.org/publications/AyurVijnana/Vol_06/AV_V06_0.htm

    Eric Jacobson, PhD, a medical anthropologist, is a lecturer in the Department of Global Health and Social Medicine at Harvard Medical School and a research associate at Spaulding Rehabilitation Hospital. He wrote his dissertation on the treatment of depression and anxiety in classical Tibetan medicine based on fieldwork in northern India. He has led the first studies investigated the experience of patients receiving placebo treatment

    আমার ধারণা, হার্ভার্ডের এই ইন্স্টটিউটটা ভারতে নানা স্টাডি করবে। করা উচিত।

    http://programinplacebostudies.org/about/people/

    রিসার্চ গ্রাণ্ট নিয়ে লিখবো। কয়েকজনের সাথে এনিয়ে কথা বলছি।
  • Sibu | 84.125.59.177 | ১৩ জুলাই ২০১২ ০২:০০554364
  • জ্যাকবসেনের কমেন্টটা খুব এনকারেজিং নয় বলেই মনে হল।

    http://www.ittm.org/publications/AyurVijnana/Vol_06/AV_V06_8.htm

    “Here in Massachusetts we already have people asking for training programs in Tibetan medicine. But I think it wise of us not to rush into offering such programs prematurely. Here’s how things seem to be going for now: There will be a lot of poor quality programs offering instruction which is really inadequate. Some such courses are already being offered, with training sessions of two-weeks or so, or the same period three times a year. How can students get any but the most superficial understanding of Tibetan medicine under these conditions? This is not to mention the fact that there is currently no English language translation of the latter two volumes of the Gyushi. So how are students who can’t read classical Tibetan expected to learn the subject?

    Also it is not at all clear how Western students can be effectively educated in Tibetan medicine. Frankly, nobody knows the answer to this right now, since only a handful of Westerners have succeeded in learning Tibetan medicine, mostly on their own as apprentices, and managed to become Emchis. Certainly the traditional Tibetan educational methods will not work very well with Western students accustomed to critical and creative thinking. There is also the very difficult problem of how Tibetan medical concepts and practices relate to biomedical terms.”

    I get the impression that some of the short programs currently being offered are not informing students of the magnitude of the obstacles to their learning Tibetan medicine. Eventually better programs will arise, but that will clearly take time. The question is which group do we want to be in? The poor quality programs will all die out when the better quality ones arise. So why not work on developing a high-quality program starting now and not waste time on the casualty-programs?”
  • pi | 147.187.241.6 | ১৩ জুলাই ২০১২ ০২:১৩554365
  • এই সব ট্রেনিং প্রোগ্রামগুলো হার্ভার্ডেই কেন হতে হবে ? হয়ে লাভই বা তেমন কি ? দেশের সাথে কোলাবোরেটিভ সেন্টার তৈরি করুক। আর আমাদের দেশের ইন্স্টিগুলোর নিজেদেরই এধরণের স্টাডি শুরু করা উচিত।
  • Sibu | 84.125.59.177 | ১৩ জুলাই ২০১২ ০২:১৯554366
  • এগ্রিড। এই স্টাডিগুলো দেশেই হওয়া উচিৎ। এবং আন্ডার গুড কোয়ালিটি কন্ট্রোল।
  • kiki | 69.93.192.119 | ১৩ জুলাই ২০১২ ০৭:৪৭554367
  • আমার তো বছর তেরো আগে কেডি ঘোষের আন্ডারে রামকেষ্ট মিশনের হাসপাতালে ছানা হলো। তো আমার যে অবস্থা তাতে যে কেউ সিজার করে দিতো। ফ্লুইড(কি বলে ভুলে গেছি) বেরোতে শুরু করেছিলো। কিন্তু আমায় স্যালাইন দিয়ে ফেলে রাখা হলো ও তিনি নর্মালি হলেন।( উরি ঃ নর্মাল হওয়া খুব খারাপ জিনিস) আর আমাকে আর ছানাকে শুধু একসাথে বেডে দিয়ে দেওয়া হলো যে তাই নয় উল্টে যাদের নর্মাল ডেলিভারি তাদের উপর সেখানকার ফর্মান জারি ছিলো যে কোনো আয়া রাখা চলবে না। একজন থাকতেন পুরো রুমে। ভুলভাল জায়গায় স্টিচ নিয়ে বসে সব করা যে কি দুর্ভোগ বাপ রে! তারপর আরেক চাপ ছি ছি খাওয়ানো। নইলেও কি বকা খেতে হতো। আমি তো সব থেকে বড় অবাক হয়ে গেলুম সেই প্রথম হওয়া ছানা দেখে, বোধায় নিজেরটাই অত ভালো নজর করে দেখেছিলুম। কি যাচ্ছেতাই। আর প্রথম পটি করে কালো রঙের । সে আরেক হুব্বা কেস। বাচ্চা কাচ্চা না হওয়ায় ভালো। এক তো পেটু ফুলিয়ে ঘোরার মতো অশ্লীল কিছু হয় না। পাপ করার চিহ্ন নিয়ে ঘুরে বেড়াও তারপর সেই যে পেইন উঠলো , সারাজীবন চল্লো।

    রানারা
  • dukhe | 212.54.74.119 | ১৩ জুলাই ২০১২ ০৯:০৪554368
  • কিংকির যেমন কথা ! অশ্লীল আবার কী ? আমিই তো বছরের পর বছর সিংহহৃদয়ে ভুঁড়ি ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছি । কেউ পারলে কমাক ।
  • Sibu | 118.23.96.4 | ১৩ জুলাই ২০১২ ০৯:১১554369
  • ওহে দুখে, কার্ডিনাল সিনের মধ্যে গ্লাটনি বোধহয় লেসার সিন।
  • শিবাংশু | 127.197.239.214 | ১৩ জুলাই ২০১২ ১৩:৩৪554370
  • ঠিক... এই উপদেশ দেবার অধিকার শিবুর নিশ্চয় রয়েছে।

    তবে জ্ঞানমার্গের পুরোহিতেরা এসে আমাদের মতো ইতরযানী ভক্তিমার্গের চুনোপুঁটিদের প্রতি ঘোর অবিচার শুরু করেছেন। কুমু কতো করে কাকুতিমিনতি করলেন, কিন্তু এই সব বিদ্যেবোঝাই সাহেবদের ভয়ে সৌম্য আর ফিরে আসতে চাইছেন না, শুধু লিং ( এরকম ক্যারিশ্ম্যাটিক টইওয়ালা গুরুতে আগে কখনও এসচেন কিনা জানিনা)। যতো বিদ্বান একজোট হয়ে কখনো ফাঁকি দিয়ে অঙ্ক শিকিয়ে দিচ্চে, কখনো বিষহরির মন্ত্র বা ধাত্রীবিজ্ঞান। আমরা বাবাকে চোকে হারাচ্চি।

    ডিডি, এই পরিস্থিতিতে ঠাকুর আমাদের কী কোত্তে বলেচেন, পোদোসংহিতায় তার কোনও উপায় রয়েচে কি?

    সৌম্য, আপনার পরীক্ষা নিশ্চয় বাবার কৃপায় খুউউউব ভালো হয়েচে। আপনি অবিলম্বে আপনার মণিমুক্তোর ভান্ডার নিয়ে ফিরে আসুন।

    পথ চেয়ে রবো,
    পদধূলি হবো... ইত্যাদি

    শিবাংশু
  • ranjan roy | 24.99.183.152 | ১৩ জুলাই ২০১২ ২১:৩৪554373
  • শিবাংশুর পিটিশনে সাইন করলাম।
    ডিঃ যদিও শিবু/পাই/আকার আলুচানা আমার খুব ভালো লেগেছে, এবং গুছিয়ে ভাবতে শিখিয়েছে।
  • Ishan | 214.54.36.245 | ১৩ জুলাই ২০১২ ২১:৪৮554374
  • আম্মো, বলাবাহুল্য ক। মানে পিটিশনে নয়, আলোচনায়। কিন্তু ক্ক হয়ে লাভ কি?
  • ডিডি | 132.167.47.122 | ১৩ জুলাই ২০১২ ২৩:৩৩554375
  • আমার মতোম বোতোলযানীরা যা দু এক কথা জানে.....

    বা ব'র ল্যাখা পড়ে ঠাকুর শিউড়ে উঠলেন, পোদোশ্রীকে কইলেন "ব্ব ব্ব ব্ব" । বাকীটা আর প্রকাশ পেলো না।
    পোদো একমনে দাঁত মাজন করতে করতে পুরাতনী শ্যামা সংগীত গাইলো "হে মোর দুর্ভাগা দ্যাশ....."
  • রিভু | 140.203.154.46 | ১৪ জুলাই ২০১২ ০৭:৪০554376
  • দুচ্ছাই কি যে হচ্ছে। লোকজন ফাঁক তালে এসে কিসব বলে যাচ্ছে। প্রথম পনেরোটা পাতা অকল্পনীয়।প্রতিদিন ল্যাবে অসহায় বসে চৈনিক হাসি শুনতে হয়, আজ মোহনলাল জাতীয় বাঙালি হাসি শুনে এরা এক্কেবারে ঘাবড়ে গেছে। চটপট পালিয়েছে।

    সৌম্য, শুরু হোক আবার। বাল্যলীলা কি এক প্যারাতেই শেষ? তাহলে যৌবন হোক। মোটকথা বাবার কথা হোক। রাম নারায়ন রাম। ওঝা, বিজ্ঞান, তুক তাক , ম্যানিফোল্ড, রিম্যান, টপোলজি, মার্ক্সবাদের সোশিও কালচারাল পিন্ডি, সব হোক, কিন্তু লক্ষ্যটা ভুলে গেলে চলবেনা।
  • pinaki | 132.164.236.218 | ১৪ জুলাই ২০১২ ১১:৪৫554377
  • পাই,

    আজকের আবাপর এই রিপোর্টটা দ্যাখ।
    http://www.anandabazar.com/14swasth2.html
    বিশুরা গতকাল হাতুড়ে ডাক্তারদের নিয়ে একটা প্রেস কনফারেন্স করেছে। এটা তার রিপোর্টিং। সেখানেও এদেরকে ট্রেনিং দেওয়া এবং পল্লী চিকিৎসক হিসেবে স্বীকৃতির দাবী তোলা হয়েছে। ১৭ তারিখ, মঙ্গলবার এনাদের একটা সমাবেশ আছে কলকাতায়। তুই ব্যাপারটা নিয়ে আগ্রহী হলে বিশুকে সরাসরি ফোন করে নে। শুনলাম ঐ সমাবেশে পুণ্যব্রত গুণদেরও আসতে বলা হয়েছে। রিসেন্টলি, এই আন্দোলনটা শুরু হওয়ার পর বিশুদের হাতে এই ডাক্তারদের কিছু পত্রিকা, লেখাপত্র এসেছে। সেগুলো খুবই ইন্টারেস্টিং। তুই বিশুর কাছ থেকে সেগুলো জোগাড় করার চেষ্টা করতে পারিস।
  • aka | 85.76.118.96 | ১৪ জুলাই ২০১২ ২৩:৪৯554379
  • আনন্দবাজারের শেষ লাইনটি খুবই ইম্পর্ট্যান্ট। মূল উদ্দেশ্য হল যাদের কাছে হেলথকেয়ার পৌঁছচ্ছে না তাদের কাছে আজকের দিনে সবথেকে প্র্যাকটিকাল ওয়েতে হেলথকেয়ার পৌঁছে দেওয়া।

    শেষে যদি এটা কিছু হাতুড়ে, ধাইমা এবং ওঝাদের অধিকার রক্ষার আন্দোলনে পরিণত হয় তাহলে খুব মুশকিল হবে।

    আর এটাও মনে রাখা দরকার যে হাতুড়েকে যতই ট্রেনিং দেওয়া হোক সে ডাক্তার হবে না। তাই এই নিয়ে সুচিন্তিত পরিকল্পনা খুব জরুরী।
  • a x | 109.126.93.155 | ১৫ জুলাই ২০১২ ০০:২৮554380
  • না হাতুড়েরা ডাক্তার হবেনা। কিন্তু সব ক্ষেত্রে ডাক্তারদের প্রয়োজনও হয়না। শুধু মাত্র ORS দিয়ে বাংলাদেশ কলেরা মৃত্যুর হার হু হু করে কমিয়ে দিল।
  • প্পন | 122.133.206.25 | ১৫ জুলাই ২০১২ ০০:৪২554381
  • এক্স্যাক্টলি, যেখানে ডাক্তারদের প্রয়োজন নেই সেইখানে ডাক্তারের প্রয়োজন কমানো। এইটাই উদ্দেশ্য হওয়া উচিত।
  • aka | 85.76.118.96 | ১৫ জুলাই ২০১২ ০৮:০৭554382
  • কোথায় ডাক্তারের প্রয়োজন নেই, আর কোথায় আছে সেটা বুঝতেও একজন ডাক্তারই লাগে। সিম্পল সলিউশন মানেই সিম্পল ডায়াগনসিস নয়।

    যেখানে ডাক্তার নেই এবং অদূর ভবিষ্যতে পাঠানো সম্ভব নয় সেই সব জায়গাতেই এই জাতীয় কর্মসূচী গ্রহণ করা উচিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন