এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • রাম নারায়ন রাম/ Ram Narayan Ram

    সৌম্য
    অন্যান্য | ০৪ জুলাই ২০১২ | ২০২৮৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Toba Tek Singh | 24.96.54.125 | ১৫ জুলাই ২০১২ ১৪:০০554385
  • যেখানে ডাক্তার নেই সেই রকম জায়গা সম্পর্কে এক ডাক্তারের বক্তব্য ছিলো যে কিছু বেসিক ফিজিওলজিক্যাল ডেটা/মেজারমেন্ট পেলে রিমোটলিও কিছু কিছু বেসিক ডায়গনোসিস সম্ভব। সেই জায়গাগুলোতে কোয়াকরা ট্রেনিং পেলে সাহায্য করতে পারে।

    এর প্র্যাক্টিক্যাল ইমপ্লিমেন্টেশন হচ্ছে চীনে। প্যারামেডিকরা পিঠে একটা ব্যাগ নিয়ে রুরাল এরিয়ায় ঘোরে, আর বাড়ি বাড়ি গিয়ে বেসিক কিছু ডেটা - যেমন প্রেসার, টেম্পারেচার, পাল্স রেট ইত্যাদি কালেক্ট করে। ওখানে কিছু কিয়স্ক আছে যেখান থেকে এই ডেটা আপলোড করা যায় - অন্য কোথাও কোনো ডাক্তার সেটার ওপরে বেসিক কিচু ডায়গনোসিস করতে পারেন। অনেকক্ষেত্রে ওদের পিঠের ব্যাগের মধ্যেই ওয়্যারলেস ট্রান্সমিটার থাকে - ডেটা নেওয়ার সাথে সাথে সেটা চলে যায় জায়গামত।

    আর অক্ষদা যে ওআরএস-এর কথা বল্ল, সেরকম বা ওই ধরণের আরো বেসিক কাজগুলো তো আছেই।
  • Blank | 69.93.244.84 | ১৫ জুলাই ২০১২ ১৫:০৩554386
  • পাহাড়ের অনেক ওপরের গ্রাম গুলোতে, গেলেই লোকজন খালি ওষুধ চায়। সামান্য জ্বর জারি, পেট ব্যথার যা ওষুধ থাকে এক্সট্রা দিয়ে দি।
    ঐ দুর্গম জায়গায় এমনকি কোনো কোয়াক ও নেই। রুগী কে হেঁটে পাহাড় ভেঙে যেতে হয় ১০/১২ কিমি। তবে গাড়ি চলার রাস্তা মেলে।
  • bb | 127.195.160.143 | ১৫ জুলাই ২০১২ ১৯:৩৩554387
  • দেখুন আমি কিছুদিন এই অন্ধ্রপ্রদেশে কিছু বেসরকারী হাসপাতালের সঙ্গে কাজ করেছি। সেখানে তাদের উদ্দেশ্য ছিল গ্রামের সেমি-স্কিল্ড স্বাস্থ্য কর্মীদের এক নেটওয়ার্কে নিয়ে আসা। সেখানে তাদের দ্বারা 'প্রাইমারী কেয়ার' (গর্ভবতী মায়েদের দেখা, সাপে কাটা, হাত ভাঙ্গা ইত্যাদি প্রাথমিক ব্যাপার সামলান)।
    এইভাবে গ্রামেও ভাল প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থা পৌঁছে দেওয়া ছিল তাদের উদ্দেশ্য।
    আমার ব্যপারটা ভাল লেগেছিল।
  • aka | 85.76.118.96 | ১৫ জুলাই ২০১২ ২০:৩৮554388
  • আমার নারায়ণন হ্রুদয়ালয়া মডেলও ভালো লেগেছে। মর্ডাণ, কিন্তু লো কস্ট।
  • নিশান | 84.67.102.197 | ১৫ জুলাই ২০১২ ২২:২৯554389
  • পুরোটা পড়ে উঠতে পারিনি! কিন্তু লেখাটা রাম নারায়ণ রাম থেকে এখানে এসে ঠেকলো কিকরে? সারাংশ?
  • সৌম্য | 151.0.11.29 | ১৬ জুলাই ২০১২ ০৭:৪৮554390
  • আরে মশাই কি দুর্ভাগ্য/সৌভাগ্য আমার বলুন দেখি! প্রথমে টইটা একদল বৈজ্ঞানিক আমার হাত থেকে ছিনিয়ে নিল, আমি বহুত কষ্টে উদ্ধার করলুম। পরে এসে দেখি টইটা একদল ডাক্তার ছিনিয়ে নিয়েছেন। তাই আর তাদের বিরক্ত না করে আমি আলাদা একটা টই খুলে বসলুম। রাম নারায়ন রাম।
  • aka | 85.76.118.96 | ১৬ জুলাই ২০১২ ০৭:৫৩554391
  • রানারা সৌম্য। ঃ)
  • সৌম্য | 151.0.11.29 | ১৬ জুলাই ২০১২ ০৭:৫৮554392
  • রাম নারায়ন রাম @aka
  • Ishan | 60.82.180.165 | ১৬ জুলাই ২০১২ ০৮:০৫554393
  • এই জন্যই বলেছিলাম ক্ক হয়ে বিশেষ লাভ নাই। যদ্দিন না "ডাক্তারের অভাবে তবেই অন্য ব্যবস্থা" এই মাইন্ডসেট থেকে না বেরোনো যাবে ততদিন কোত্থাও যাওয়া যাবেনা। নানাবিধ স্বাস্থ্যকর্মী, নার্স, ডাক্তার -- এদের সব্বার কাজ আলাদা আলাদা। ট্র্যাডিশনাল উইসডমকে কাজে লাগানো হলে তারও। কেউ কারো "বদলে" বা "অভাবে" নয়।

    এইটা হল এক নং পয়েন। আর দুই নং হল, এই গোটা সিস্টেমটার পরিকল্পনার দায়িত্ত্ব শুধু ডাক্তারদের নয়। কে কতটা "চিকিৎসা" করতে পারেন, সেটা নিশ্চয়ই ডাক্তাররাই বলতে পারবেন বা বলেন। কিন্তু কার কোনখানে কতটা দরকার, বা কাকে কোথায় কতটা কাজে লাগানো হবে, সেটা অন্য ধরণের সিদ্ধান্ত। তার অন্যান্য প্রচুর স্টেকহোল্ডার আছেন। যারা পরিষেবা পান তাঁরা তার মধ্যে অন্যতম। প্রত্যেক স্টেকহোল্ডারকে সিদ্ধান্ত নেবার প্রক্রিয়ায় যথাযথ গুরুত্ব দেবার প্রয়োজন আছে।
  • aka | 85.76.118.96 | ১৬ জুলাই ২০১২ ০৮:১৭554395
  • আমি বুইলাম না। খোলকে বোলা যায়ে।
  • Ishan | 60.82.180.165 | ১৬ জুলাই ২০১২ ০৮:১৮554396
  • কালকে হোগা। আজ কী-বোর্ডে ঠিক জুত হচ্ছে না। :)
  • pi | 82.83.87.188 | ১৬ জুলাই ২০১২ ০৮:৩০554397
  • পিনাকীদা, অনেক দিন আগে এনিয়ে কিছু কথা হয়েছিল। কথা বলে নিচ্ছি, থ্যাঙ্কু।

    কোথায় ডাক্তার লাগবে আর কোথায় লাগবে না, সেটা ডাক্তার ঠিক করতে পারবেন না, এমন কথা বোধহয় কেউই বলেন নি ঃ)
    কিন্তু ডাক্তার ছাড়া অন্য কেউও বলতে পারবেন না, এমন নয় ঃ)
    আর, অনেক ডাক্তাররেই এব্যাপারে কী বলে থাকেন, সেটাও একটু আধটু শুনলে হয় তো ঃ)

    সরকারি প্রোগ্রামে, যেখানে এঁরা কাজ করেন/করতে পারেন, তাঁর মাথায় ডাক্তাররাই থাকেন।

    আম্রিগায় এখন নার্স প্র্যাকটিশনার, ফিজিশিয়নস অ্যাসোসিয়েট , এই প্রোগ্রামগুলোর উপর প্রচুর জোর দেওয়া হচ্ছে। এখানের এক আন্ডারপ্রিভিলেজড অঞ্চলের কম্যুনিটি হাসপাতালের হেড বলছিলেন, কীভাবে ওখানে মূলত নার্স প্র্যাকটিশনারদের নিয়ে ওঁরা একটা ভাল সিস্টেম তৈরি করতে পেরেছেন। শুধু ডাক্তারদের দিয়ে করতে হলে যেটা কোনোদিনও হত না। এবারে এই নাঃ প্র্যাঃ বা ফিঃ অ্যাঃ এঁরা ডাক্তারি না পড়লেও অন্য কোর্স করেছেন। দেশে ইদানীং এরকম কিছু কোর্স চালু হয়েছে/হচ্ছে। কিন্তু এক্সিস্টিং লোকজনকে মেইনস্ট্রীমে আনার কথাও ভাবা দরকার।
  • pi | 82.83.87.188 | ১৬ জুলাই ২০১২ ০৮:৩১554398
  • টোবাদা, চিনে এখন কেন, অনেকদিন ধরেই তো। বেয়ারফুট ডক্টর্স।
  • aka | 85.76.118.96 | ১৬ জুলাই ২০১২ ০৮:৩২554399
  • নার্স আর হাতুড়ে এক নয়। আম্রিগার নার্স প্র্যাকটিশনারদের কারিকুলামটা একটু ঝালিয়ে নিলে ভালো হয়।
  • pi | 82.83.87.188 | ১৬ জুলাই ২০১২ ০৮:৪১554400
  • পোস্ট না পড়ে বা ভুল মানে করে মন্তব্য না করলেই কি নয় ? আমি এগুলো খুব ভাল করে জেনেই বলছি। নার্স প্র্যাকটিশনরদের সাথে আমি কাজ করেছি। আর এটাও পোস্টে লেখা আছে, দেশে এদেশের কীসের ইক্যুভ্যালেন্ট চালু হয়েছে, কীসের নয়। প্যারামেডিক্যাল বলতে কী বোঝায় সেটাও একটু জেনে নিলে ভাল হয়। ঃ)

    যাহোক, আমার সত্যিই তোমার সাথে তর্ক করার মত সময় নাই ঃ(
  • aka | 85.76.118.96 | ১৬ জুলাই ২০১২ ০৮:৪২554401
  • অঃ তা ভালো। ঃ)
  • aka | 85.76.118.96 | ১৬ জুলাই ২০১২ ০৮:৫২554402
  • আগেকার দিনের কবরেজরা শুনেছি নাড়ি ধরেই বলে দিত কি হয়েছে। হয় পিত্ত, নয় কফ, নাহয় বায়ু। দাও ফিরে সে অরণ্য(দা নয়), নাও ফিরে এ নগর (শুধু আমার শহরটুকু বাদে)।
  • aka | 85.76.118.96 | ১৬ জুলাই ২০১২ ১০:৪১554403
  • আম্রিগায় নার্সিং পড়ার খরচ

    At most colleges and universities, the cost of tuition for a bachelor's degree in nursing is typically the same as for other programs. The College Board website (linked in Resources) estimates that in 2008, the average cost for 4 years' worth of tuition was $26,340 at a public university and $100,572 at a private university.

    Read more: Average Cost of a Bachelor's Degree in Registered Nursing | eHow.com http://www.ehow.com/about_4674290_cost-bachelors-degree-registered-nursing.html#ixzz20l6eyeJN

    এরা সবাই স্বাক্ষর, অনেক পরীক্ষা টরীক্ষা দিয়ে নার্স হয়।

    আর প্যারামেডিক সার্টিফিকেশনের জন্য খরচ

    Paramedic training programs take one to two years to complete. Tuition costs vary from $3,000 to $13,000 or more, depending on the institution.

    আর বাইদা ওয়ে এরা কেউই ট্র্যাডিশনাল উইজডমকে সাংঘাতিক ভালো বলে সেসবএর প্রশিক্ষণ নেয় না। এস্টাবলিশড মেডিকাল প্রসিডিওরের প্রশিক্ষণ নেয়।

    ভারতে এসব হলে তো জম্পেশ ব্যপার। এগুলো করতে যা যা লাগে সব করতে পারলে ভারতই আম্রিগা হয়ে যাবে। সেটা বেশ হবে।
  • pi | 82.83.87.188 | ১৬ জুলাই ২০১২ ১১:০০554404
  • ভারতের ব্যাপারেও একটু খোঁজখবর নিলে হয় না ? ঃ)

    এনিওয়ে, নার্স মাত্রেই নার্স প্র্যাকটিশনর নয়।
    আয়ুর্বেদিক ডাক্তার মানেই হাতুড়ে নয়।

    প্যারামেডিক্যাল ওয়ার্কফোর্স, প্যারামেডিক ট্রেনিং, নার্স প্র্যাকটিশনর, নার্স, হাতুড়ে, ট্র্যাডিশনাল প্র্যাকটিশনর ... অনেক কিছু নিয়েই আলাদা আলাদা বক্তব্য ছিল। সেগুলো একসাথে ঘেঁটে ফেলে আর নিজে কনফ্যুসড হওয়া একরকম, অন্যদের কনফ্যুস করা ভাল নয় ঃ(

    সেটা করা হচ্ছে দেখে না লিখে পারা গেল না ঃ(
  • aka | 85.76.118.96 | ১৬ জুলাই ২০১২ ১১:০৫554406
  • আম্রিগায় কেমন করে নার্স প্র্যাকটিশনার দের ব্যবহার করা হচ্ছে সেই উদাহরণ দিলে বলেই আম্রিগার নার্স প্র্যাকটিশনারদের কথা হল। সেটা বলো নি? তাইলে বোধহয় পড়তে ভুল করেছি, বয়স হচ্ছে।

    ---
    আম্রিগায় এখন নার্স প্র্যাকটিশনার, ফিজিশিয়নস অ্যাসোসিয়েট , এই প্রোগ্রামগুলোর উপর প্রচুর জোর দেওয়া হচ্ছে। এখানের এক আন্ডারপ্রিভিলেজড অঞ্চলের কম্যুনিটি হাসপাতালের হেড বলছিলেন, কীভাবে ওখানে মূলত নার্স প্র্যাকটিশনারদের নিয়ে ওঁরা একটা ভাল সিস্টেম তৈরি করতে পেরেছেন। শুধু ডাক্তারদের দিয়ে করতে হলে যেটা কোনোদিনও হত না। এবারে এই নাঃ প্র্যাঃ বা ফিঃ অ্যাঃ এঁরা ডাক্তারি না পড়লেও অন্য কোর্স করেছেন। দেশে ইদানীং এরকম কিছু কোর্স চালু হয়েছে/হচ্ছে। কিন্তু এক্সিস্টিং লোকজনকে মেইনস্ট্রীমে আনার কথাও ভাবা দরকার।
    ---
  • pi | 82.83.87.188 | ১৬ জুলাই ২০১২ ১১:০৯554407
  • হ্যাঁ, তুমি পুরো ঠিক বোঝোনি। তর্ক করে লাইন বাই লাইন বোঝাতে ক্লান্ত লাগছে।
  • aka | 85.76.118.96 | ১৬ জুলাই ২০১২ ১১:১০554408
  • ও হবে বোধহয়। নার্স প্র্যাকটিশনার বললেও যে আসলে নার্স যেকিনা প্র্যাকটিশনার নয় সেতো বুঝিই নি।
  • পাই | 82.83.87.188 | ১৬ জুলাই ২০১২ ১১:১৪554409
  • আবারো পুরো ভুল বুঝলে। বা যা বলিনি, সেটা বল্লে। বহুবার এটা হতে দেখেছি বলেই তর্ক করতে চাইনা, তবু তাতেই ড্র্যাগড হবো ঃ(
  • aka | 85.76.118.96 | ১৬ জুলাই ২০১২ ১১:১৭554410
  • না সত্যিই বুঝি নি আম্রিগায় নার্স প্র্যাকটিশনারদের ব্যবহার করার সাথে ভারতের ব্যবস্থার কি সম্পর্ক। একেবারেই বুঝি নি।
  • pi | 82.83.87.188 | ১৬ জুলাই ২০১২ ১১:২১554411
  • সে আশাও করি নাই ঃ)
  • প্পন | 122.133.206.25 | ১৬ জুলাই ২০১২ ১১:৩৪554412
  • সান্টা না বান্টা সিং কে যেন রোজ সকালে ঘরের দরজা খুলে বেরোতে গেলে একবার করে বলত - "আজ শালা আবার কলার খোসায় পা পিছলোবে"।
  • প্পন | 122.133.206.25 | ১৬ জুলাই ২০১২ ১১:৩৮554413
  • এটার অন্য একটা ভার্সন আছে।

    ওয়েস্ট বেঙ্গলে দূরদর্শনের যুগে হাঁ করে লোক গোলদারবাবুর প্রেডিকশন শুনবে বলে বসে থাকত।

    (এইবার কেটে পড়ি ঃ-))
  • | 69.161.143.60 | ১৬ জুলাই ২০১২ ১২:১৩554414
  • ঃ-))))))))))))
  • | 132.248.183.1 | ১৬ জুলাই ২০১২ ১২:১৮554415
  • ঃ))))))
  • Toba Tek Singh | 131.241.218.132 | ১৬ জুলাই ২০১২ ১২:২১554417
  • ঃ-)))))))))))

    ডিঃ সবাই হাসছে বলে আমো হাসলুম, কিন্তু আমি এখনো বুঝিনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন