এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমার সেই পথ হাঁটার গপ্পো

    kk
    অন্যান্য | ০৩ আগস্ট ২০১২ | ৯৭৫৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শিবাংশু | 127.201.160.126 | ০৭ আগস্ট ২০১২ ১৬:২৬564701
  • অভ্যু,
    এক্ষেপসন নিয়ম প্রতিষ্ঠা করে।

    'r'য়ের জয় হোক।

    DD,

    আপনের কি বেহেস্তে যাবার বাসনা হয়েচে ? এতো গুনে গেঁথে খাওয়াদাওয়া? বেহেস্তে গিয়ে স্যুসাইড বোমাবাজ ছাড়া কোনও বন্ধু পাবেন না। তার চে ভদ্দোলোকের মতো নরক এক্ষপ্রেসে টিকিট কাটুন। এমন কি বিনে টিকিটেও অ্যালাউড। সব বন্ধুবান্ধব ওখানেই গিজগিজ কচ্চে। যা পরান চায়, পানভোজন করুন। দারা সিংয়েরও মতো লোকও হৃদ্রোগে শিঙে ফোঁকে। আপনে আমি কোন ছার ....
  • aka | 178.26.215.13 | ০৭ আগস্ট ২০১২ ১৮:১৭564705
  • কেকে, থ্যাংকু, থ্যাংকু। মুশকিল হল এই যে প্ল্যান সেই অনুযায়ী নিজেদের অর্গানাইজড করা। মানে বাজার থেকে শুরু করে, প্রতিটা মিল গুছিয়ে নিয়ে যাওয়া ইত্যাদি। আর যা বুঝলাম মদ্য পরিমাণে একটু কমাতে হবে।
  • শিবাংশু | 127.201.160.126 | ০৭ আগস্ট ২০১২ ১৮:৪২564706
  • একবার বোতাম টিপে চারবার?
    ঠাকুরের কী লীলে...
    DD , এনিয়ে পোদোসংহিতায় কিচু আচে?
  • kk | 117.3.243.18 | ০৭ আগস্ট ২০১২ ১৯:৩৩564707
  • আকা,

    একদিনেই সব অভ্যেস পাল্টানোর দরকার নেই। আস্তে আস্তে এক এক করে করো। এক মাসের মধ্যেই দেখবে সেটাই লাইফস্টাইল হয়ে গেছে। তখন আর কোনৈ অসুবিধে হবেনা।

    মিলা,

    সিকিকে একবার লিখেছিলাম, আপনাকেও একই কথা বলি -- এই সেই খেয়ে ওজন বাড়াতে গেলে শুধু গুচ্ছের চর্বি বাড়তে পারে। সেটা কিছু ভালো জিনিষ নয়। আপনি কি সত্যিই ওজন বাড়াতে চান? তাহলে মাস্‌ল বাড়াতে হবে। তার জন্য কিছু রুলস মেনে খেতে ও ব্যয়াম করতে হয়।আপনি জিমে ঠিক কি কি করতেন যদি জানান তাহলে বুঝতে পারবো সেটা যথেষ্ট কিনা।

    কুমুদি,

    আপনি তো তেল সম্পর্কে ভালোভাবে জানেন, একটু সময় করে লিখতে পারেন তো বড় ভালো হয়।

    r,

    না সব বাদ নয়। বলেছি তো সপ্তাহে একদিন যা ইচ্ছে সবই খেতে পারেন।

    ব্ল্যাংকি, শিবাংশুদা,

    এই রকম খেতেই হবে তার কোনো মানে নেই তো। মর্জি হ্যায় আপকি, আখির জিন্দেগী হ্যায় আপ হি কি। (একটু মিসকোট হয়ে গেলো অবশ্য ঃ))
  • pi | 82.83.90.116 | ০৭ আগস্ট ২০১২ ১৯:৩৬564708
  • কুমুদি, তেল ছাড়াও খাবারে রং, ভেজাল, এগুলো নিয়ে লেখাগুলোও তাড়াতাড়ি শুরু ক'রে ফ্যালো।
  • kk | 117.3.243.18 | ০৭ আগস্ট ২০১২ ১৯:৪৪564709
  • সোসেন,

    প্রথমতঃ, আপনার দুপুরের খাওয়াটা একটু কম হচ্ছে। শুধু একটা ফল যথেষ্ট নয়। এই সঙ্গে আরো কিছু যোগ করার চেষ্টা করুন। একটা ডিমসেদ্ধ, কি এগ স্যান্ডুইচ কিম্বা সামান্য উপ্‌মা এই জাতীয় কিছু। মনে রাখবেন ঐ প্রোটীন-কার্ব কম্বিনেশনটা খুব জরুরী।

    দ্বিতীয়তঃ যতটা আপনি হাঁটছেন তাতে মনে হয় যথেষ্ট এক্সারসাইজ হচ্ছেনা। এতে যতটা ক্যালোরী পোড়া দরকার তা পুড়ছেনা। মনে রাখবেন এতটা ব্যয়াম দরকার যাতে বেশ ঘাম ঝরে।
    এর বাইরে কি আপনি মিনিট কুড়ি সময় বার করতে পারেন? তাহলে কিছু কার্ডিও এক্সারসাইজ বলতে পারি যেগুলো আপনি ঘরেই করতে পারবেন।
    চিকেন লেগ ঠিক করার জন্য পায়ের কিছু ব্যয়াম করতে হবে। সেগুলো মাস্‌ল বিল্ডিং ব্যায়াম। সেগুলোও বাড়িতে করা যায়। আগে দেখুন আমি ফোর্জিকে কতগুলো উপায় বলেছি। ঠিক ঐ ব্যয়ামগুলোই করলেও চলবে। সপ্তাহে তিনদিন, অল্টারনেট ডে তে।

    ওজন কমানোর জন্য খাওয়াই অল্টার করতে হবে সেটা সব সময় ঠিক হয়না। এখুনি ভাত একেবারে বন্ধ না করে দিয়ে আগে এক্সারসাইজ বাড়িয়ে দেখুন। আমার ধারনা তাতেই কাজ হবে।
  • r | 127.194.15.221 | ০৭ আগস্ট ২০১২ ২১:৫৫564711
  • জিলিপি, মিহিদানা, সীতাভোগ, বোঁদে, জিভেগজা, পাটিসাপ্টা, মালপো, নতুন গুড়ের সন্দেশ, পায়েস, বিরিয়ানী, চিকেন তন্দুরি, ক্যারামেল কাস্টার্ড, পুডিং এসব খেতে তো একটা চিটিং ডে তো হবে না, হায় হায়।
  • বিধিসম্মত সতর্কীকরণ | 223.210.236.146 | ০৭ আগস্ট ২০১২ ২২:০০564712
  • এই r কিন্তু সেই r নয়। সই মিলাইয়া লইবেন।
  • sosen | 111.63.141.53 | ০৭ আগস্ট ২০১২ ২২:২১564713
  • kk দি
    এক্সারসাইজ করব। আগে রেগুলার কত্তাম, তারপর , একটা বিচ্ছিরি আধা প্রাণঘাতী কার এক্সিডেন্ট হয়ে পিঠের মাসল টিয়ার হয়ে গেল। এখনো তার জের চলছে- কোমর পিঠ বাঁকালেই পেইন। তাই হাঁটা ছাড়া এখন কিছু পারিনা। কিন্তু চেষ্টা করে দেখব এইগুলো। আশা করি হাতের ব্যথা কমলেই পারব।
    খাওয়া টা বলে আমার বড্ড উপকার করেছেন। সবসময়েই মনে হয় আমি যে দুবেলা ভাত খাই সেটা ছাড়লে ভালো হত। কিন্তু রুটি বা পাউ খেতে পারি না। আর ভাত না খেলে খেলাম সেটাই মনে হয় না। পরিমান কম হলেও।
  • kk | 117.3.243.18 | ০৭ আগস্ট ২০১২ ২২:২৮564714
  • সোসেন,

    কোনো এক্সারসাইজ করার আগে একবার ডাক্তারের সাথে কথা বলে নিন। কি করা চলবেনা, কি চলবে সেগুলো জেনে তবে শুরু করাই ভালো।
  • Abhyu | 138.192.7.51 | ০৭ আগস্ট ২০১২ ২৩:৩৬564715
  • অ্যাঁ। আর আর কেউ?
  • mita | 217.245.177.7 | ০৮ আগস্ট ২০১২ ০৪:১৯564716
  • কলি,
    একটু দেরি হয়ে গ্যালো পড়তে/জানাতে, কিন্তু খুব, খুব, ভালো লেগেছে তোর লেখাটা। একে তো তোর লেখা, তার ওপর এতো relevant topic!
    অনেক প্রশ্ন ও আছে, দেখলাম বেশির ভাগ ই লোকে করে দিয়েছে, কিন্তু আমার কিছু স্পেসিফিক প্রশ্ন আছে, পরে তোকে জানাচ্ছি, আপাতত তোকে একটা গুড জব বলে যাই!
  • মিলা | 213.116.48.98 | ০৮ আগস্ট ২০১২ ০৮:২৪564717
  • kk দি,
    আমি যথেষ্ট পরিমান এ আর বারে বারে খাই, আর সাধারণত যেসব খাবার খেলে ওজন বাড়ে (ভাত প্রভৃতি ) খেয়ে যথেষ্ট পরিমান এ খেয়েও আমার ওজন বাড়েনা
    চর্বি বাড়াতে চাইনা, আমি প্রায় কিলো পাঁচেক আন্ডার ওয়েট , ঐটুকুই বাড়াতে চাই
    বছর পাঁচেক আগে বেশ কিছুদিন বাড়িতে ছিলাম, তখন একটি পাড়ার জিম এ যেতাম, তারা ওই সিট আপ, সাইক্লিং, বাটারফ্লাই (বাকি গুলোর নাম ভুলে গেছি ), এসব করাতো, মাস ছ এক করেছিলাম, কোনো পরিবর্তন হয়নি, তারপরে সময় দিতে পারিনি অবশ্য, সেটা আমার-ই দোষ
    আমেরিকা তো যাওয়া হয়নি, কিন্তু শীতএর দেশে বছর খানেক থেকে কিলো তিনেক বেড়েছিল, এক ই রকম খাবার এবং কাজকর্ম সত্বেও, কিন্তু সেটা দেশে ফিরে আবার আগের জায়গায় ফিরে এসেছে নিজে থেকেই
  • S | 82.83.222.57 | ০৮ আগস্ট ২০১২ ০৮:৩৯564718
  • r,
    যেসব খাবার গুলোর নাম করলেন সে সব ইচ্ছামতন খেতে পারবেন যদি মাইকেল ফেল্প্সের মত ট্রেনিং করতে পারেন। আজ পড়্লাম বেজিং অলিম্পিকের আগে ফেল্প্সের ব্রেকফাস্ট ছিল - three fried-egg sandwiches with cheese, lettuce, tomatoes, fried onions and mayonnaise; a five-egg omelet, a bowl of grains; three slices of French toast with powdered sugar; three chocolate-chip pancakes and two cups of coffee।
    ফেল্প্স অবশ্য বলেছেন রিটায়ারমেন্টের পর খাওয়া অনেক কমিয়ে দেবেন!!
  • riddhi | 118.218.136.234 | ০৮ আগস্ট ২০১২ ১১:২৯564719
  • নচিকেতা যেমন যমের রাজ্যে ঢু মেরে চলে এসেছিলো আমিও মোটা দুনিয়াই ৪ ৫ মাস স্বেচ্ছাই কাটিয়ে এসেছিলাম। বিন ডেয়ার , ডান ড্যাট, ইঃ। ওখানে গিয়ে জানলাম মোটা দের নিয়ে কিছু স্টিরিয়োটাইপ খুব সত্যি, আমার জন্য মিলে গেল। যেমন মোটাদের মাথাটও মোটা হয়। খালি হাসছি। নতুন জটায়ু ভিভু ভটচাজ কে দেখেও পেট ফেটে যাচ্ছে। তখন বুঝলাম টিপিকাল মোটা হয়ে গেছি।
    নিজেকে এটাও একটা পয়েন্টে বোঝালাম এটা করছি মোটাদের কে ভেতর থেকে জানার জন্য , জীবনে জীবনে যোগ করা। মেথড এক্টিং এর মত ব্যাপার। ফিরে এসে এই জীবনটা নিয়ে কিছু চর্চা করা যাবে।

    এরি মধ্যে দেশে ছুটিটে এসে টের পেলাম সকলে আমায় ঘেন্নার চোখে দেখছে। বিশেষ করে পিসীরা। এরাই সবসময় মোটা হ, আমেরিকায় গিয়ে মোটা হয়ে যা, বলত। বাবা মা মনের যন্ত্রনা লুকিয়ে ওয়েল্কাম করল।
    এখন এন্টনি ফিরিঙ্গীর লাস্ট সিন কারুর মনে অছে? এন্টনি(মহানায়ক) কোথাও একটা গান করতে গেছিল। এসে দেখে ফান্ডামেন্টালিস্ট হিন্দুরা ওর বাড়ি জ্বালিয়ে দিয়েছে। বাড়ির সাথে বারির ভেতেরের লোক, মানে তনুজাও গনফট। তো এনটনি শিলই মানুষ, সেন্সিটিভ। এতবড় ট্রাজেদিতে ওর কোন রাগ হল না। শুধু ঐ তনুজার দেহ টা পাজাকোলা করে নিয়ে একে একে ঐ ব্রাম্হনদের কাছে গিয়ে কাপা কাপা গোলয় জিগেস করতে থাকলো ' এটার কি কোন প্রয়োজন ছিল', 'আপনারা বলুন না, এটার সত্যি কোন প্রয়োজন ছিল কি' ( আমাদের বাড়ি প্রচন্ড উত্তম ফ্যান, তাই এইসব ছোট্ত ডয়ালগ/সিন সবার মুখস্থ, অনেকেই এই বিশেষ ডায়লগ আর স্টাইঅল নকল করে সেন্টুও দ্যান) আমেরিকা থেকে আসার এক হপ্তার মধ্যে এটার ডিটো সিন, পিসিদের জমায়েতে। বাবা আমার মোটা লাশ (চেতনা বুদ্ধি বলে তো তখন কিছু নেই, খালি হাসছি আর খাচ্ছি) টা ঘাড় ধরে এক একেক্টা পিসীর সামনে নিয়ে যাচ্ছেন আর বলছেন 'এটা, এটার কি সত্যি কোন প্রয়োজোন ছিলো?' আমাকেও জিগালেন। আমি প্রায় হাসতে হাসতে গড়িয়ে গিয়ে কোনরকমে বল্লাম 'না'
  • ডিডি | 120.234.159.216 | ০৮ আগস্ট ২০১২ ১২:২৫564720
  • খ্যাঃ খ্যা; খ্যাঃ। রিদ্ধি, বিভৎস তো। হ্যা হ্যা হ্যা।

    আমারও আর মোটার দুনিয়া দেখা হোলো না।জাস্ট অকাদেমিক ইন্টেরেস্টেই একবার বড়োলোকের ওয়ার্ল্ডটাও ঘুড়ে এলে বেশ হোতো।
  • শ্রাবণী | 127.239.15.102 | ০৮ আগস্ট ২০১২ ১২:৩২564722
  • :))
    রিদ্ধির লেখাটা আমার ভাইপোটাকে পড়াতে হবে, সেও রোগা আর আমি তাকে হাতে পেলেই খাওয়াতে চেষ্টা করি, একটু গত্তি লাগে যদি তাই জন্যে ! বলাই বাহুল্য সে খুব বিরক্ত হয় আর "ম্যায় ঠিক হুঁ, ইয়ে সব কী কোই জরুরত নহী" বলে চেঁচাতে থাকে!
    সেও অক্টোবরে ওদেশে যাবে কিনা!
  • শিবাংশু | 127.201.161.151 | ০৮ আগস্ট ২০১২ ১২:৩৪564723
  • kk

    সরি। একটু কি 'দিল'পে নিয়ে নিয়েছেন। ঃ-)
    আসলে আপনার লেখাটাই খুব সুস্বাদু হচ্ছে। আমি মন দিয়ে পড়েছি। ব্যক্তিগতভাবে খাওয়াদাওয়া নিয়ে আমিও কিঞ্চিৎ বাতিকগ্রস্ত। তবে অতোটা পারিনা। প্রায় ছাব্বিশ বছর ধরে ওজন বাড়তে দিইনি। খাওয়াদাওয়ার ব্যাপারে সামান্য অসতর্ক কাজকম্মো-ও যে ভোগায়, তা বেশ বুঝি।

    আমার মন্তব্যটা ddর সঙ্গে রহস্যালাপ মাত্র। আপনার সুললিত স্বাস্থ্যবিধি বর্ণন জারি থাকুক এই অনুরোধ করি। ঃ-)

    শিবাংশু
  • de | 190.149.51.67 | ০৮ আগস্ট ২০১২ ১৪:৩৩564724
  • কলি -- যোগব্যায়ামের সাথে সাথে ট্রেডমিলটাও শুরু করেছি, তুমিই মোটিভেট করলে, অনেক ধন্যবাদ সেজন্য! তবে ঐ রাত ন'টার আগে হচ্ছে না -- সকালে অসম্ভব, কারণ সকালে সাড়ে পাঁচটা থেকে সাড়ে ন'টা আমি এমনিতেই ছুটতে থাকি -- পুরো চরকিবাজি! বিকেলে মেয়ের পড়া দেখতে হয়!

    ট্রেডমিলে আমি মোটামুটি 5.5-6.5 এর মধ্যে স্পীড কমিয়ে বাড়িয়ে এক কিলোমিটার হাঁটছি -- খুবই কম হয়তো --

    ছোটদের ট্রেডমিল ইউজ করার কোন স্পেশাল নিয়ম আছে কিনা একটু বলবে? আমি হাঁটছি দেখে মেয়েও শুরু করেছে --

    খাবার-দাবার নিয়ে লেখাটা খুব ভালো হয়েছে, মেনে চলার চেষ্টা চালিয়ে যাবো!
  • | 24.99.173.250 | ০৮ আগস্ট ২০১২ ১৪:৪২564725
  • হ্যাঁ আমার প্রশ্নও লিখে রাখি।

    কার্ডিও এক্সারসাইজ কী?
    বাড়ীতে সেটা কীভাবে করা সম্ভব?
    টেনিস এলবোর জন্য সেটা করায় কোনোরকম বাধা আছে কিনা?
  • শ্রাবণী | 127.239.15.102 | ০৮ আগস্ট ২০১২ ১৪:৫১564726
  • হাঁটা, ছোটা, বাইকিং সুইমিং এগুলো কার্ডিও নয়?
  • san | 24.96.46.107 | ০৮ আগস্ট ২০১২ ১৪:৫৭564727
  • এগুলো তো কার্ডিও বটেই।
  • শ্রাবণী | 134.124.86.27 | ০৮ আগস্ট ২০১২ ১৫:১৮564728
  • স্যান,:)
    না আমার ধারণা ছিল কার্ডিও বলতে ট্রেডমিল, বাইকিং এই ধরণের এক্সারসাইজ গুলোর কথাই বলছে কলি!
  • শ্রাবণী | 134.124.86.86 | ০৮ আগস্ট ২০১২ ১৫:২৯564730
  • দে, হ্যাঁ মানে দেখলাম আমি যা জানি সেটা প্রায় ঠিকই। কার্ডিও বলতে আমি বুঝি যাকে বাংলায় বলে ঘাম ঝরানো ব্যাপার, পালস রেট বেড়ে যাবে।
  • | 24.99.142.202 | ০৮ আগস্ট ২০১২ ১৬:১০564731
  • ভেউ ভ্যাঁ। সবগুলোই আউটডোর।
  • san | 24.96.46.107 | ০৮ আগস্ট ২০১২ ১৬:১৯564733
  • কেন দমদি তুমি একটা ট্রেডমিল কিম্বা ইলিপ্টিকাল ট্রেনার কিম্বা স্টেশনারি বাইক কিনে বাড়িতে করতে পারবে ! জিমে গিয়ে করলে যা করতে !

    অবশ্য টেনিস এলবো সংক্রান্ত কিছু আমি জানিনা, কলিদি বলে দেবে।

    এই কিকবক্সিং টা আমার হেবি শিখতে ইচ্ছে করে।
  • de | 190.149.51.66 | ০৮ আগস্ট ২০১২ ১৬:২৫564734
  • আমারো ঐ ছবিটা দেখেই ধুরুম ধুরুম মারতে ইচ্ছে করছিলো --ঃ))
  • | 24.99.137.67 | ০৮ আগস্ট ২০১২ ১৬:৩১564735
  • ধুস ওসব কেনার পয়সা নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন