এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পরীক্ষা ভীতি দূর করার ঊপায়- মতামত জানান

    bb
    অন্যান্য | ২৭ জুলাই ২০১২ | ৯২৭৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bb | 24.96.60.0 | ২৮ জুলাই ২০১২ ১৬:০১565924
  • ওরে প্পন ওকে বল ওর একটা কপিক্যাট দিদি আছে হাইডে।
  • bb | 24.96.60.0 | ২৮ জুলাই ২০১২ ১৬:০৮565925
  • ব্যাং আপনার কথাগুলো অন্যরকম এবং হয়ত সঠিক।এখানে বাবা হিসাবে আমার চাপ। আমরা কনফর্মিস্ট, বেসিকালি সায়েন্সের লোক তাই ২+২=৮ হলেই সন্তুষ্ট। আপনার কথা অনুযায়ী আমরা ওকে আমাদের মত করতে চেয়ে ওর নিজের জায়গা থেকে সরানোর চে্ষ্টা করছি যা ওরমধ্যে instability সৃষ্টি করছে।
    বাবা হিসাবে আমার এই ব্যবহারটাই আমি হয়ত বুঝতে পারছি না আর ভাব্ছি আমি ঠিক ও ভুল।
    গুরুত্বপুর্ণ কথা নিশ্চয় ভেবে দেখব।আমি ও ভেবেছি কিছু নিশ্চই আমাদের দোষ আছে। এই চোখে আঙুল দাদা হয়ে দেখানর জন্য ধন্যবাদ।
    আমি কি আপনার পয়েন্টটা ঠিক বুঝেছি?
  • ব্যাং | 132.167.94.77 | ২৮ জুলাই ২০১২ ১৬:১৫565926
  • হ্যাঁ। মনে হয় কিছুটা ঠিক বুঝেছেন।
    তবে ওর মধ্যে ইনস্টেবিলিটি সৃষ্টি করছেই এমনটা জোরের সাথে বলতে পারি না, তবে ওকে প্রচুর ডিস্টার্ব করছেন আপনি, এটা আমার মনে হয়। ওকে এটুকু বোঝানোর জন্য কোনো কসুর করছেন না, যে ও যা কিছুই করছে, তার অনেক কিছুই ভুল। আর এই ভুল বলে যে মনে করছেন সেটা আপনার ব্যক্তিগত মতামত, ওর নয়।
  • ব্যাং | 132.167.94.77 | ২৮ জুলাই ২০১২ ১৬:২৩565927
  • বিবি, আমি যেসময়ে বড় হয়েছি, পরীক্ষা দিয়েছি, তখন একটা জিনিস আমার বিতিকিচ্ছিরি লাগত। দেখতাম যে সব্বার বাবা-মা চাইছেন সব্বার ছেলেমেয়েরাই যেন সব সাবজেক্টে সমান ভালো হয়। ধরুন আমি ইংরাজিতে পঁচাশি পেলাম, আর অঙ্কে পঞ্চাশ। অমনি আমাকে কেসিনাগ করতে বসিয়ে দেওয়া হবে, কেউ বলবে না যে এই নে, এই ইংরাজি বইঅটা পড়, ভাষাটাকে আরো বেশি করে ভালোবাস। আবার উল্টোটাও ছিল। অঙ্কে ভালো করলাম, ইতিহাসে চল্লিশ। ব্যাস কিরণ চৌধুরি আর প্রতুল গুপ্তর সাঁড়াশি আক্রমণ। অবসর সময়ে ইতিহাস পড়ে অ্যাট পার হতে হবে অংকের সাথে। কিন্তু অংক নিয়ে আরো বেশি মাথা ঘামালে যে অঙ্কে আরো বেশি দিগ্গজ হতাম, সেটা কেউ মাথায় রাখবে না। ছোটদের তার পছন্দের জায়গা থেকে টেনে সরিয়ে নিজের চেনা কোটরে ঢুকিয়ে দেওয়া ব্যাপারটা আমার ভালো লাগে না, তাই এতগুলো কড়া কথা বললাম আপনাকে। কিছু মনে করবেন না। ওভাররিয়াক্ট যে করেই থাকি প্রায়ই, সেটা তো অ্যাদ্দিনে বুঝে গেছেন আশা করি।
  • maximin | 69.93.209.65 | ২৮ জুলাই ২০১২ ১৬:৪১565928
  • কাল সকালে পরীক্ষার আগে 'পুরো চ্যাপটারগুলি' উনি ৩বার পড়বেন, আর তাই সকাল ৪ টে উঠতেই হবে। এটা খারাপ? আমরা পরীক্ষার আগে একবারই পড়তাম না ভাল করে। এটা ভালো?

    ব্যাং এর প্রতিটা বাক্যের সঙ্গে একমত। প্রতিটা শব্দের সঙ্গে একমত। পুরো বক্তব্যের সঙ্গে একমত।
  • maximin | 69.93.209.65 | ২৮ জুলাই ২০১২ ১৬:৪৩565929
  • মানে, ব্যাং এর আগের পোস্টের সঙ্গে একমত।
  • bb | 24.96.60.0 | ২৮ জুলাই ২০১২ ১৬:৪৮565930
  • না না এই কন্ট্রা থিয়োরীটা আজকাল আমিও মানি। আজ ৪০+ বছরের আমার SWOT অ্যানালিসিস করে লোকে বলে weakness টায় কনসেন্ট্রেট কর। আরে বস আজ এত বছরেও য্খন হয় নি তখন আর হবে না। চলুন না বরং স্ট্রেন্থ নিয়ে একটু লড়ি
  • bb | 24.96.60.0 | ২৮ জুলাই ২০১২ ১৬:৪৯565931
  • মিনিদি ঐ ট্রিভিয়ালাইজেশন টা ইচছে করেই করা, যাতে ও আর সিরিয়াস না হয়।
  • maximin | 69.93.209.65 | ২৮ জুলাই ২০১২ ১৭:০৯565932
  • ওকে, বুঝলাম বিবি।
  • aka | 85.76.118.96 | ২৮ জুলাই ২০১২ ১৭:২৪565560
  • একটা বাচ্ছা মেয়েকে নিয়ে সবাই মিলে জ্ঞান দিয়ে চলেছি একটু খারাপ লাগছে। মন খুব জটিল, কখন কি হয় বলা মুশকিল।

    আমি আমার আগের পোস্টের থেকে একটু ডিফার করছি। একজন ব্রাইট ছাত্র আর্কিমিডিসের সূত্র পরীক্ষার আগে অতবার পড়লে কোথাও একটা একটু অসুবিধা হচ্ছে। জানে না, বোঝে না এমন না। কিন্তু তাও মনে হচ্ছে আবার পড়ি, যদি না পারি। তার মানে না পারলে কি হবে ভেবে অ্যাঙ্গজাইটি হয়। বেশি অ্যাঙ্গজাইটি হওয়া ঠিক নয়।

    বিবি আপনি খুঁজুন, আমি রিমির কাছে জিজ্ঞেস করছি। বিভিন্ন প্যারেন্টিং ইস্যুস নিয়ে প্রচূর বই আছে। সেগুলো বেশ ভালো। আমাদের কমন সেন্স থেকে এক্সপার্ট বেটার হবে।

    এগুলো এমনভাবে আমাদের মনের মধ্যে চেপে বসে, আমাদের স্কুল, পরিবার, সমাজে পারফর্ম্যান্স প্রেসার এত বেশি যে বোঝা মুশকিল কোথা থেকে চাপটা আসছে। এখনও অবধি আমার ছেলের পরীক্ষা নিয়ে, পড়াশুনো নিয়ে কোন চাপ নেই। কবে পরীক্ষা হয় জানিও না। একদিন এসে বলে আজ পরীক্ষা হল। তাতে ফেল টেল না করলে কোন চাপ নেই। ওর কম্পিটিশন নিজের সাথেই। মানে গেলবার ১ পেলে এবারে ২ পেতে হবে, ২ পেলে ৩ পেতে হবে। না পেলেও অসুবিধা নেই। টীচারদের ডিসক্রিমিনেশন নেই। অতএব ক্যাজ। ওদের একটা জঘন্য পরীক্ষা আছে তাহল ম্যাথ ফ্যাক্টস। এক মিনিটে ৩০ টা অ্যাডিশন করতে হবে। এটা ছেলের কিছুতেই ভালো লাগে না। করতেও চাইত না। আমরাও খুব চাপ দিয়েছি তা নয়। কিন্তু যখন দেখল অনেকবার ২ পেয়েছে - মানে ঠিক এক্সপার্ট নয় - তখন নিজেই তেড়েফুড়ে কদিন করল। আবার এখন কাটিয়ে দিয়েছে। আবার সেকেণ্ড গ্রেডে শুনেছি ১ মিনিটে ১০০ টা করতে হবে। পরিষ্কার বুঝতে পারছি প্রাথমিক ভাবে ছড়াবে, ও নিজেও জানে কিন্তু চাপ বিশেষ নেই।
  • Abhyu | 109.172.116.143 | ২৮ জুলাই ২০১২ ১৭:৪৬565561
  • maximin লিখেছেন "কাল সকালে পরীক্ষার আগে 'পুরো চ্যাপটারগুলি' উনি ৩বার পড়বেন, আর তাই সকাল ৪ টে উঠতেই হবে। এটা খারাপ? আমরা পরীক্ষার আগে একবারই পড়তাম না ভাল করে। এটা ভালো?" ব্যাপারটা এরকম নয়। পরীক্ষার আগে না পড়া ভালো নয় সেটা সবাই জানে। বিবির মেয়ের সমস্যা অন্য। সে ভালো এবং সিরিয়াস মেয়ে, কিন্তু ইন্সিকিউরিটিতে ভুগছে। এর সাথে ব্যাংদির চল্লিশ পাওয়া কেসের কোনো সম্বন্ধ নেই। আমি মেয়েটির সমস্যা ভালোই বুঝতে পারছি। আকাদা যেমন বলছে "তার মানে না পারলে কি হবে ভেবে অ্যাঙ্গজাইটি হয়।" এটা সিরিয়াস প্রবলেম। সেটাকে অ্যাড্রেস করতে হবে, মেয়ে তো নিজের মতো সিরিয়াস, সে "বেজায় রকমের পারফেকশনিস্ট, তো তাতে আপনার এত টেনশনের কী কারণ?" বলে ইগনোর করলে মুশকিল। আপনি ইগনোর করছেন না, সেটা ভালো কথা। মেয়েকে পরীক্ষায় খারাপ করতে উৎসাহ দিতে কেউ বলছে না, কিন্তু ওকে বোঝাতে হবে পরীক্ষায় খারাপ করলে কিছু এসে যায় না। দুটোকে গোলাবেন না। 'ভাবুন, আশুতোষ মুখুজ্জ্যের মা বলছেন "ওরে অত পড়িস নি, বাইরে গিয়ে ডাংগুলি খেলে আয়।" অথবা আলাউদ্দীন খাঁয়ের মা বলছেন "সারাদিন কী বাজনা বাজাস, সব্বাই কি ওস্তাদ হতে পারে! চল তোকে সেলাই শেখাই" !!!' এগুলো জাস্ট ভুলভাল উদাহরণ। এমন কথা কেউ বলে নি। এমনও বলা হয় নি যে তুমি আল্লাউদ্দিন খাঁ বা ব্রেট লি হতে চেয়ো না। বলা হচ্ছে কালকের পরীক্ষায় ফেল করলেই তোমার তপন বন্দ্যোপাধ্যায় হওয়া আটকাবে না। মেয়ের স্বপ্নকে বাধা দিতে বলা হয় নি, বলা হয় নি যেখানে তার স্ট্রেংথ সেটাকে ইগনোর করে তবলা বাজানোতে সময় দিতে, শুধু বোঝান যে তুমি যা হতে চাও তাই পারবে হতে, একটা পরীক্ষা খারাপ হলে কিছু এসে যায় না। দীপেশ চক্রবর্তীর উদাহরণটা ঐ জন্যে দিয়েছিলাম। ফিজিক্স থেকে শুরু করে এম বি এ হয়ে ঐতিহাসিক ! এটা মেয়েকে বোয্হাতে হবে, আস্তে আস্তে। কাজটা সহজ না।
  • Abhyu | 109.172.116.143 | ২৮ জুলাই ২০১২ ১৭:৪৭565562
  • *বোঝাতে
  • Abhyu | 109.172.116.143 | ২৮ জুলাই ২০১২ ১৭:৫৬565563
  • বাই দ্য ওয়ে, ইতিহাসে চল্লিশ পাওয়ার ব্যাপারে তপন রায়চৌধুরী মীন করেছিলাম। তপন বন্দ্যো নিজের মতো থাকুন :)
  • maximin | 69.93.209.65 | ২৮ জুলাই ২০১২ ১৭:৫৯565564
  • বলা হচ্ছে কালকের পরীক্ষায় ফেল করলেই তোমার তপন বন্দ্যোপাধ্যায় হওয়া আটকাবে না। এগুলো আমি অনেক শুনেছি, বিয়ের পরে। তাতে আমার কোনও লাভ হয়নি।
  • maximin | 69.93.209.65 | ২৮ জুলাই ২০১২ ১৮:০২565565
  • এগুলো বাচ্চাদের নয়, আমাকেই বলা হত, যাতে আমি ভালো করে পড়াশোনা করি।
  • maximin | 69.93.209.65 | ২৮ জুলাই ২০১২ ১৮:০৪565566
  • আশা করি রায়চৌধুরির কথা বলছ অভ্যু।
  • Abhyu | 109.172.116.143 | ২৮ জুলাই ২০১২ ১৮:০৭565567
  • এখানে লাভ লোকসানের কথা বলা হচ্ছে না। কথাগুলো সত্যি তাই বলা হচ্ছে। এখন বাবা মা নিশ্চয় বোঝেন যে সবার পক্ষে তপন বাবু হওয়া সম্ভব না (এবং একজন টিন এজারকে বোঝানোর কথা হচ্ছে, বিয়ের পর প্রাপ্তবয়স্ক মানুষ কি করবেন সেটা তাঁর নিজের দায়িত্ব)। বাচ্চাকে বোঝানো দরকার যে পরীক্ষাই এন্ড ওফ দ্য রোড নয়, তার পরেও অনেক সম্ভাবনা থাকে। পরীক্ষার সাফল্য/ব্যর্থতা দিয়েই তার ভাবী জীবন নির্ধারিত হয়ে যায় না। মেয়েকে উৎসাহ দেওয়া যেমন জরুরী, তার স্বপ্ন শেয়ার করা যেমন জরুরী,তেমনি এটাও জরুরী যে তাকে বোঝানো মানুষ হিসেবে মূল্য তার পরীক্ষার ফলাফল দিয়ে নির্ধারিত হয় না।
  • Abhyu | 109.172.116.143 | ২৮ জুলাই ২০১২ ১৮:১১565569
  • হ্যাঁ আমি আগেই বলেছি রায়চৌধুরীর কথাটা। তবে তপন বন্দ্যোপাধ্যায় বলেও একজন লেখক আছেন।
  • bb | 127.195.160.247 | ২৮ জুলাই ২০১২ ১৮:১১565568
  • তাইতো বলছি এতো বাপ হয়ে চাপ ঃ(
  • lcm | 79.236.167.197 | ২৮ জুলাই ২০১২ ১৮:১৩565571
  • হিউমার, লাফটার...।
    আর্কিমিডিস, ডারউইন, নিউটন এসব হবে, হতেই হবে, আজ না হলে কাল, কালের নিয়মে হবে, স্কুলে না হলে উইকি আছে, উইকিতে না হলে গুগল কাকু আছে, খান আকাডেমি আছে.... .... কিন্তু হিন্দি সিনেমায় ভাটের সিন অ্যানালিসিস করতে করতে চল্লিশোর্ধ্ব বাবা কিশোরী মেয়ের সাথে ফ্যা ফ্যা করে হাসতে হাসতে সোফা থেকে প্রায় পড়ে যাচ্ছে --- এটা, এটা, এই দুর্লভ সময়টুকু ..... তাই, ফর এভরিথিং এল্‌স দেয়ার ইস্‌ লাফ্‌টার। (কৃতজ্ঞতাঃ মাস্টার কার্ড)
  • abhyu | 85.76.118.96 | ২৮ জুলাই ২০১২ ১৮:১৫565572
  • আরে অভ্যু একদম আমার মনের কথাগুলো লিখে দিলি রে।
    হ্যাঁ, বিবি যা লিখেছেন এইটা অ্যাংজাইটি ডিসর্ডারের মতন শোনাচ্ছে। আমার একদম এই জিনিশ ছিল। আর এতো অ্যাংজাইটির ফলে পরীক্ষায় রেজাল্ট ভালো হলেও যত ভালো হতে পারত তত ভালো কখনো হত না। মনে কোনো শান্তি ছিল না। আমাকেও সবাই পারফেকশনিস্ট বলে স্বান্ত্বনা দেবার চেষ্টা করত।

    বড়ো হয়ে এখানে এসে জানতে পারলাম আমার অ্যাংজাইটি প্রব্লেম আছে। জানলাম 3 Ps of perfection হয়েছে আমার - মানে পার্ফেক্শন অ্যাংজাইটি, তা থেকে প্রোক্রাস্টিনেশন, তার থেকে প্যারালিসিস। যেটা প্রফেশনাল কাজকম্মের মানও কমিয়ে দিয়েছে।

    মোটমাট, অ্যাংজাইটি ব্যপারটা, তাও এতো ছোটো বয়সে একেবারে ঠিক নয়।
  • Abhyu | 109.172.116.143 | ২৮ জুলাই ২০১২ ১৮:১৬565573
  • এই উপরের অভ্যুটি কে বটে? রিমিদি?
  • maximin | 69.93.209.65 | ২৮ জুলাই ২০১২ ১৮:২১565575
  • তর্ক করতে চাইছি না। সংক্ষেপে বলি মানুষের জীবনে সন্ধিক্ষণ বিভিন্ন সময়ে আসতে পারে, যখন তার হঠাত করে ইনসিকিয়োর লাগে। টিন-এজ ছাড়াও সন্ধিক্ষণ হয়।
  • pi | 82.83.90.116 | ২৮ জুলাই ২০১২ ১৮:২১565574
  • কী জানি, ব্যাংদির কথায় খুব একমত হতে পারলাম না। আর অভ্যুর পোস্টের বেশ কিছু জায়গায় একমত।
    নিজের মধ্যে একসময় এই সিনড্রোম কিছুটা ছিল বা আসতে শুরু করেছিল বলেই জানি, এটা নিজের জন্য খুব ভালো না। পুরো একরকম নয়, পরীক্ষার পরে রেজাল্ট নিয়ে নয়, কিন্তু পরীক্ষার আগে অব্দি, হলে ঢুকে খাতায় লেখা শুরু করার আগে অব্দি এমনি হত। আর অমুক এন্ট্রান্সে পেতে হবে, এই হতে হবে, এই চাপটাও নিতাম না কখনো। বরং এখানে একটা উল্টো ব্যাপার ছিল। অন্যেরা যেটা করার জন্য দৌড়াচ্ছে, সেটা নিয়ে কেমন একটা বিকর্ষণ চলে আসতো । কিন্তু আমার বেলায় শুধু পড়া নয়, এমনকি গানের অনুষ্ঠান, প্রতিযোগিতা থাকলেও এরকম হত। খালি বাঁচোয়া ছিল, একবার খাতা পেয়ে লিখতে শুরু করে দিলে কি গান গাইতে শুরু করে দিলেই সব চাপ কর্পূর হয়ে যেত।

    পারফেকশনিস্ট হওয়া ভাল, কিন্তু এটা বোধহয় তার চেয়ে বেশি কিছু, আর সেটা পরীক্ষার নম্বর তাড়িত হয়ে গেলে বা মাত্রা ছাড়ালে বোধহয় আর ভালো থাকে না। উল্টে ক্ষতি করতে থাকে। আর আর্কিমিডিসের সূত্র চারবার ক'রে পরে সত্যিই কিছু লাভ নাই।

    অল্প কিছু সময়ের জন্য খুব স্ট্রেস খারাপ না, কিন্তু ক্রনিক স্ট্রেস মোটেই ভালো না। আর, এর জন্য জীবনের অনেক কিছু মিস হয়ে যেতে পারে, যায়ও, যা নিয়ে পরে আফশোস হয়। তবে, যখনই নিজের থেকে সেগুলোর একটু আন্দাজ পাওয়া যেতে শুরু করে, এর বাইরেও অনেক কিছু থেকে অনেক কিছু পাওয়ার আছে, অনেক কিছুতে আমারো দেবার থাকতে পারে, তখন এই সিন্ড্রোমটা আস্তে আস্তে কাটতে থাকে। আর, আমার বেলায় আর দুটো জিনিস কিছুটা সাহায্য করেছিল। না, এই নিয়ে মা বাবার বকাবকি বা উপদেশ নয় ( মা বাবাও অনেকটা আপনার মত কথাই বলতো), তাতে খুব কাজ কিছু হয়নি, বরং আমার মত থাকতে দিচ্ছে না, বাধা দিচ্ছে বলে রেগেই যেতাম। কিন্তু দাদা এনিয়ে, মানে ওভারসিরিয়াস হতে দেখলেই প্রচুর ইয়ার্কি মারতি, পিছনে লাগতো, খিল্লি করতো। সেই দাওয়াইটা আস্তে আস্তে কাজ করতে শুরু করেছিল। ওভার সিরিয়াস হওয়াটা যে কিছুটা খিল্লির বিষয়, এটা মাথায় ঢুকতে শুরু করেছিল।
    আর আমার অ্যাডিশনালে মা সবার সাথে প্রচুর যুদ্ধু করে অঙ্কের বদলে গান দিয়েছিল। গান নিয়ে আলাদা চাপ থাকলেও ওটা সত্যি একটা অন্য দুনিয়া তো ছিল বটে।
    আর , তিন ন`, , মনে পড়লো, রেডিও। আমাদের স্কুলের শেষ দিকেই , যদ্দুর মনে পড়ে, রেডিও তে এফ এম চলে এসেছিল, অনেক ভাল (মানে তখন ভালৈ লাগতো) টক শো হত, ভাল গান হত। আমার রেডিও চালিয়ে পড়ার অভ্যেস ছিল। এটাও একরকম করে স্ট্রেস, উদ্বেগ কমাতো কিন্তু !

    অন্য কিছুর এক্সপোজার পাওয়াটা খুব জরুরি মনে হয়। যখনি 'নিজের' মনে হবে, আর্কিমিডিসের সূত্র চারবার পড়তে গিয়ে অন্য দারুণ কিছু মিস করে যাচ্ছি, তখনি এটা আস্তে আস্তে কমতে শুরি করবে বলে মনে হয়।
  • bb | 127.195.160.247 | ২৮ জুলাই ২০১২ ১৮:২৩565576
  • LCM হ্যাঁ, ঠিক ঐ ভাবেই কাল পরীক্ষা শেষের পর তাকে নিয়ে গিয়ে "বোল বচ্চন" বলে একটা ভাটের সিনেমা দেখে এলাম। এই রবিবার আমাদের বাড়ীতে তার বন্ধুদের স্লিপ-ওভার করা হবে। চেষ্টা চলছে- সঙ্গে থাকুন ঃ)
  • lcm | 79.236.167.197 | ২৮ জুলাই ২০১২ ১৮:২৫565577
  • এবারে পরীক্ষার দুদিন আগে ট্রাই করো।
  • Abhyu | 109.172.116.143 | ২৮ জুলাই ২০১২ ১৮:২৮565578
  • বিবির মেয়ের পক্ষে ভালো খবর যেটা সেটা হল ও এখনো পর্যন্ত পরীক্ষায় ভালো করছে। একবার খারাপ রেজাল্ট হলেই মুশকিল। কাজেই সেটা হবার আগেই ওকে বোঝাতে হবে সো হোয়াট?

    নিজের গল্প বলি। ক্লাস নাইনে হঠাৎ প্রবলেম শুরু হল, পরীক্ষায় অঙ্ক ভুল হওয়া। সহজ জিনিস, চেনা জিনিস কিন্তু কেয়ারলেস মিসটেক। ওফ সে কি জিনিস। টিউশানিতে সপ্তাহে দুটো করে স্পেশাল টেস্ট হতে লাগল আমার জন্যে, কিন্তু যতো কেয়ারফুলিই করি না কেন, কেয়ারলেস মিস্টেক হয়েই চলে। অঙ্ক স্যার বলেন ফ্রী ইলেক্ট্রনের মতো! এটা সারতে সময় লেগেছিল। সেরেছিলও বড়ো অদ্ভুত উপায়ে। আমার কিছু খুব ভালো বন্ধু ছিল। তারা লুকিয়ে আমার খাতা দেখে দিত স্যার দেখার আগে। (কে বলে স্কুলেই শুধু টোকাটুকি হয়!)
  • Abhyu | 109.172.116.143 | ২৮ জুলাই ২০১২ ১৮:৩৩565579
  • maximin 06:21এর সাথে একমত। (ঐ পোস্টটা বক্তব্য ওনার "কালকের পরীক্ষায় ফেল করলেই" বা "সেটা ভালো" পোস্টের সাথে এক নয়।) এই নিয়ে তর্কের দরকার নেই এই টইতে।
  • Abhyu | 109.172.116.143 | ২৮ জুলাই ২০১২ ১৮:৩৪565582
  • আমার 06:16 PM পোস্টের কেউ জবাব দিলে না?
  • lcm | 79.236.167.197 | ২৮ জুলাই ২০১২ ১৮:৩৪565580
  • 'কেয়ারলেস মিসটেক' সারানো সহজ - দুটো স্টেপ। প্রথমে, শুরুর 'কেয়ার' পার্ট টা বাদ দিতে হবে। সেটাতে সাকসেসফুল হলে, ট্রাই টু রিপ্লেস 'লেস' উইথ 'নো'।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন