এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পরীক্ষা ভীতি দূর করার ঊপায়- মতামত জানান

    bb
    অন্যান্য | ২৭ জুলাই ২০১২ | ৯২৬৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 109.172.116.143 | ২৮ জুলাই ২০১২ ১৮:৩৬565583
  • ল্যাদোষদা, আমার বাবা মা কি আর গুরু পড়তেন?
  • lcm | 79.236.167.197 | ২৮ জুলাই ২০১২ ১৮:৩৮565584
  • ঃ)
  • Du | 127.194.203.197 | ২৮ জুলাই ২০১২ ১৯:০৮565585
  • প্পনের সময় আছে। আমিএটা নিজেই দেখেছি আমার ছেলের কান্না আমার মতন কিছু একটা আঁকতে পারি নি বলে এবং সেই সময়েই পড়ি বাচ্চাকে একেবারেই এঁকে না দেখাতে। বছর দশেকের আগে। আমার মনে হয়েছিল পাম্পাম বয়সের তুলনায় অনেক বেশি সুন্দর করে আঁকে এবং ভুল করলে দুঃখ পাচ্ছে। ওকে হয়তো এই আঁকাটাকেই ওর নিজের একস্প্রেশনের খোলা মাঠ করে দিয়ে দেখতে পারো, যেখানে কোন কমপেয়ার করার ব্যপারই থাকবে না, তুমি একেবারেই এঁকো না কিছুদিন। ওর বছর দশেকের আগে প্রথাগত আঁকা না শেখাতেও পারো।

    একটা জিনিষ পড়েছিলাম এক দাবা খেলোাড়ের লেখায়। বার বার বোঝানো যে তুমি আর তোমার এফর্ট দুটো আলাদা জিনিষ যেখানে সাফল্য হচ্ছে এফর্টের ফল আর ব্যর্থতাও তারই অভাব। তাহলে এই এক্সেলেন্সের চেষ্টাটাও নষ্ট হয় না অথচ নিজের ওপর বিশ্বাসটা অ্যাট স্টেক হয়ে যায় না কোন অবস্থাতেই। প্পন অবশ্য তাই করেছে।
  • aka | 85.76.118.96 | ২৮ জুলাই ২০১২ ১৯:১৬565586
  • দুদি একদম সঠিক কথাটা বলেছে লাস্ট প্যারায়।
  • pinaki | 132.164.243.160 | ২৮ জুলাই ২০১২ ২১:৩৫565587
  • ধুর, ব্যাং সমস্যাটাই বোঝে নি। এখানে তো মেয়েটির কোনো সমস্যা হচ্ছে না, দিব্যি আছে - এমন নয়। আমি যদ্দূর বুঝলাম তার যথেষ্ট অ্যাংজাইটি আছে। তজ্জনিত স্ট্রেস আছে। আর 'আর্কিমিডিসের সূত্র' সকালে উঠে তিনবার রিভিশন দিচ্ছে মানে নিজের কনফিডেন্স লেভেলটাও সবসময় যথাযথ থাকছে না ঐ অ্যাংজাইটি বা ইনসিকিওরিটির কারণে। এটাকে অব্শ্যই অ্যাড্রেস করা উচিৎ। সবজান্তা হয়ে জ্ঞান দেওয়া বা স্বপ্নকে কাটছাঁট করার প্রশ্নই উঠছে না। অভ্যুকে ক দিলাম।
  • a x | 109.50.243.38 | ২৮ জুলাই ২০১২ ২২:৩৭565588
  • আমিও ব্যাংএর সাথে একেবারেই একমত হতে পারলাম না আর অভ্যুর সাথে অনেকটাই একমত।

    বিবি, ওর স্কুলে এমনিতে পড়াশোনা নিয়ে কেমন চাপ? বাচ্চাদের কিভাবে ট্রিট করা হয়, রেসাল্টের ভিত্তিতে কি কোনো স্পেশ্যাল ট্রিটমেন্ট পায়? বন্ধুরাও কি কোনোরকম আলাদা ভাবে ট্রিট করে?

    ওকে কি এমন সব মেমোয়ার্স পড়ানো যায়, যেখানে তথাকথিত প্রাতিষ্ঠানিক পড়াশোনাতে সাংঘাতিক কিছু না করেও নিজের জায়গা খুঁজে পেয়েছে?

    আর ক্লাস নাইনে চারহাজার টাকা দিয়ে অংকের টিচার থাকলে এমনকি আমিও চাপ খেতাম মনে হচ্ছে। মানে যদি দেখি আমার বাবা-মা আমার "ভালো"র জন্য এতদূর করতে পারে, সেটা তো একটা একস্পেক্টেশনের চাপ? যদি মনে হয় অংকের টিচার রাখা জরুরী তাহলে গ্রুপ এ পড়ান এমন কারো কাছে পাঠানো যায়কি?

    আর কাউন্সেলিং করতে হলে, আমার মনে মেয়েকে বাদ দিয়ে আপনারা নিজেরা আগে গিয়ে কথা বললে ভালো। কারন এটা যে চিকিৎসাযোগ্য সমস্যা এরকম ও ভাবতে শুরু করলে সেটা ওর পক্ষে আরো কঠিন হবে।
  • a x | 109.50.243.38 | ২৮ জুলাই ২০১২ ২২:৪৯565589
  • অর্পণ, দু, তোমরা যখন ছেলেমেয়ের সাথে ছবি আঁক, তোমরা কি বড়দের মত করে আঁক? বাচ্চারা সবচেয়ে আগে লাইন আর গোল আঁকা শেখে। তারও পরে ক্রস, আর তারও পরে অন্যান্য শেপ। তাই আমি যখন বুঁচির সাথে ছবি আঁকতাম, তখন প্রথমে সব কিছুই গোল দিয়ে আঁকতাম। মানুষ, খরগোস, বেড়াল সব বিভিন্ন গোল। এখন ও নিজে নিজেই অন্যান্য জিনিস আঁকে। কিন্তু ধর ফ্রি-ফ্লোইং ফর্ম - যেমন মেঘ সেটা তেমন করে আঁকতে পারেনা। তাই আমি ওর সাথে যখন আঁকি, ঠিক ওর মত করেই আঁকি। দু'র ছেলে তো অনেক বড় হয়ে গেছে ঃ-), তবে অর্পণ এটা ট্রাই করে দেখতে পার।
  • a x | 109.50.243.38 | ২৮ জুলাই ২০১২ ২২:৫৬565591
  • আচ্ছা বিবি, এমন কি কোন স্পেসিফিক সাবজেক্ট আছে যা ও সবচেয়ে বেশি ভালোবাসে? তাহলে সেইটাকে নার্চার করতে পারেন - বিভিন্ন ক্যাম্পে/মঞ্চে/শিবিরে নিয়ে যাওয়া - এতে ওর এনার্জিটাতে জল ঢালাও হবেনা, আর চ্যানেলাইজও করা যাবে।
  • pi | 82.83.90.116 | ২৮ জুলাই ২০১২ ২২:৫৬565590
  • প্পন, মেয়েকে একবার আমার কাছে আঁকতে পাঠিয়ে দিও। সে সব কনফিডেন্স ফেরত পেয়ে যাবে ঃ)
  • Blank | 69.93.201.69 | ২৮ জুলাই ২০১২ ২৩:১৩565593
  • অভ্যু দার সাথে একমত। একদম একমত। আমার এক মাসতুতো দাদার এই সমস্যা ছিল। সেটা কাটেওনি। পরে বেশ সিরিয়াস হয়ে গেছিল এটা।
  • প্পন | 122.133.206.25 | ২৮ জুলাই ২০১২ ২৩:৪৭565594
  • ব্যাং আসলে সুযোগের অপেক্ষাতেই ছিল। বিবিকে ঝেড়ে কাপড় পরানোর। ঃ)
  • T | 24.139.128.15 | ২৮ জুলাই ২০১২ ২৩:৫১565595
  • ax এর ১০:৪৯ দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ল। ছোটোবেলায় বাবা আমাকে পাশে বসিয়ে ছবি আঁকতেন। খাতা পেন্সিল রঙ নিয়ে দিব্যি বেড়াল কুকুর মানুষ হাতি ঘোড়া গাছপালা ইত্যাদি আঁকা হচ্ছে। ঠিক যেমনটি দেখতে ঠিক সেরকমই। আমাকে হাতও লাগাতে দিতেন না। মানে ঐ এখানটা রঙ কর, ও খানটায় দাগ টান ইত্যাদি কিস্যু নয়। বাগানে বসে গাছপালার ছবি আঁকতেন। সেখানেও আমি দর্শক। মিলিয়ে দেখতুম ঠিক একইরকম হচ্ছে কিনা। ঐ চুপচাপ বসে বসে অবজার্ভ করা আর কি। ঘন্টার পর ঘন্টা এই কাজ হত। তারপর একটু বড় হয়ে দেখলুম আমি নিজেই দিব্যি ছবি আঁকতে পারছি। কাগের ঠ্যাঙ বগের ঠ্যাঙ নয়, দস্তুরমতো ছবি যাকে বলে।
  • প্পন | 122.133.206.25 | ২৮ জুলাই ২০১২ ২৩:৫৬565596
  • দু আর অক্ষদাকে থ্যাংকু।

    আসলে আমি মেয়ের জন্য আঁকতে একদমই চাই না। কিন্তু কাম্বাক্ত স্কুল ছাড়লে তো! আজ কম্পিউটারের পার্টস এঁকে/সেঁটে পাঠাও তো অমুক দিন পাঁচটা আলাদা কন্টিনেন্টের জীবজন্তুর চার্ট বানিয়ে সাজাও। কাহাতক আর দোকান খুঁজে খুঁজে চার্ট খুঁজে বেড়াবো, চাট্টি অন্য কাজও তো আছে সবার। অগত্যা রাতে বসে কিঞ্চিৎ এসব করতাম, নিজের কাজের স্ট্রেস লেভেলও কিছুটা কমত।

    এখন দেখছি বাড়িতে প্রিন্টার কিনতেই হবে, তাও কালার প্রিন্টার। ভাল্লাগে!
  • aka | 85.76.118.96 | ২৯ জুলাই ২০১২ ০০:০০565597
  • এসব শুনে কেমন ভেবলে যাই। প্পনের মেয়ে তো কেলাস ওয়ানে পড়ে। কম্পিউটারের পার্টস?????
  • প্পন | 122.133.206.25 | ২৯ জুলাই ২০১২ ০০:০৩565598
  • কম্পিউটার আলাদা সাবজেক্ট হিসেবে রয়েছে কমরেড।
  • aka | 85.76.118.96 | ২৯ জুলাই ২০১২ ০০:০৯565599
  • এসবে যে ছেলেমেয়েদের সমস্যা হবে সেটাই স্বাভাবিক। মানুষ তো রে বাবা, রোবট নয়। কি সাংঘাতিক।
  • a x | 109.50.243.38 | ২৯ জুলাই ২০১২ ০০:১৩565600
  • অর্পণের মেয়ের বয়স ৫ না?
  • প্পন | 122.133.206.25 | ২৯ জুলাই ২০১২ ০০:১৫565601
  • কম্পিউটার নিয়ে চাপের কি্ছু নাই। বইতে যা আছে, তার অনেক কিছু বাবার কাছে বাবার ল্যাপি থেকে অনেক আগেই শিখে ফেলেছে।

    মুশকিল হচ্ছে হিন্দি নিয়ে। বাড়িতে কেউ হিন্দি বলে না। কাজেই একটু সমস্যা হলেও হতে পারে। কিন্তু সেকন্ড ল্যাঙ্গুয়েজ শেখার এই তো বেস্ট সময়।

    ক্লাস ফাইভ থেকে এইট আবার ফ্রেঞ্চ নিতে হবে। ঃ(
  • প্পন | 122.133.206.25 | ২৯ জুলাই ২০১২ ০০:১৭565602
  • হুঁ, জানুয়ারিতে পাঁচে পড়েছে। ক্লাসে সবার থেকে ছোট। ফেবুতে জন্মালেই বোধহয় নেক্সট ব্যাচে চলে যেত।

    সেই নিয়েও একটা ভয় ছিল আমাদের, কিন্তু, কাষ্ঠস্পর্শ সেই নিয়ে শুরুর কয়েকদিন ছাড়া কোন প্রবলেম হয়নি।
  • a x | 109.50.243.38 | ২৯ জুলাই ২০১২ ০০:২০565604
  • :-o কিরম ভয় করে তোমাদের কথা শুনলে। সত্যি সত্যি।
  • প্পন | 122.133.206.25 | ২৯ জুলাই ২০১২ ০০:২২565605
  • আরে ভয় পাবে তো ওবামা। ;-)

    আর সিরিয়াসলি ভয় করে লাভ নেই সত্যি। হিম্মত সে কাম লেনা পড়েগা দাদারা।
  • ব্যাং | 132.167.94.77 | ২৯ জুলাই ২০১২ ০০:২৩565606
  • প্পনের ১১ঃ৪৭য়ে প্রবল আপত্তি জানালাম। আমার ছোটোদের সব ব্যাপারে বড়দের নাক গলানো আর সব কিছু নিজের আয়নায় ফেলে দেখা অত্যন্ত বিরক্তিকর লাগে। সে বিবিই হোক অথবা প্পন নিজেই। তাতে আমার সাথে কেউ একমত না হলেও।
  • rimi | 85.76.118.96 | ২৯ জুলাই ২০১২ ০০:২৫565607
  • আরে হ্যাঁ রে, অভ্যু ঐটা আমিই ছিলাম। তোর বক্তব্যের সঙ্গে এত বেশি একমত হয়ে গেছিলাম যে ভুল করে তোর নামটাই লিখে দিয়েছি। আর আজ আমার মাথাও একটু খারাপ আছে, সাম্পানের গার্লফ্রেন্ড এসেছে, সারাদিন থাকবে আজ, তারা সারা বাড়ি দাপিয়ে বেড়াচ্ছে আর কিছুক্ষণ বাদে বাদে এসে এ ওর নামে নালিশ করছে ঃ-(

    ঐ অংকে কেয়ারলেস মিসটেক আমারো শুরু হয়েছিল ক্লাস এইটে। ওফ সে যে কি জ্বালা!! আমাকে পরামর্শ দেওয়া হল প্রত্যেকটা অংক পরীক্ষার আগে একই অংক দশবার করে করতে। আমার মা, যিনি নিজে টিচার (ইংলিশের অবিশ্যি) থেকে শুরু করে স্কুলের টিচার, কোচিংএর টিচার সব্বাই এক পরামর্শ দিলেন। এই মহা যন্ত্রণা আমাকে এইচ এস পর্যন্ত সহ্য করতে হয়েছে। কিন্তু কেয়ারলেস মিসটেক, বলা বাহুল্য, কমে নি।
  • ব্যাং | 132.167.94.77 | ২৯ জুলাই ২০১২ ০০:২৭565608
  • বাছার বাবা-মা যদি বাচ্চা একেকেটা চ্যাপটার কতবার করে পড়ছে তার হিসেব রাখতে শুরু করেন, সেই বাচ্চা তার বাবা-মার থেকে অনেক বেশি চাপ খাবে।
  • rimi | 85.76.118.96 | ২৯ জুলাই ২০১২ ০০:৩০565609
  • না রে ব্যাং, এগুলো ঠিক ছোটোদের ব্যপারে বড়দের মাথা গলানো নয়। ছোটোদের অসুখ করলে যেমন বড়দের ব্যবস্থা নিতে হয়, কিম্বা অসুখ যাতে না করে তার জন্যে নানারকম প্রিভেন্টিভ মেজার নিতে হয়, এটাও তেমনি। মানসিক সমস্যার শিকার হয়ে অনেক ব্রাইট ছেলেমেয়েকে নষ্ট হয়ে যেতে দেখেছি। সবই এই ছোটোবেলার চাপের ফলে। বিবির মেয়ে যদি পরীক্ষা ব্যপারটাকে এনজয় করে পার্ফেক্শনিস্ট হবার চেষ্টা করত তাহলে বলার কিছু ছিল না। কিন্তু ও তো কষ্ট পাচ্ছে। আর অভ্যু যা বলেছে, মানুষ হিসেবে ওর মূল্য তো পরীক্ষার রেজাল্ট দিয়ে হয় না।
  • VB | 161.141.84.221 | ২৯ জুলাই ২০১২ ০০:৩৫565610
  • ক্লাস-ওয়ানে কম্পুটার প্রোগ্রামিং, আর্টিফিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ এরপরে শুনবো হিগস মেকানিজম ও ঢুকিয়ে দিয়েছে। ঃ-)
  • ব্যাং | 132.167.94.77 | ২৯ জুলাই ২০১২ ০০:৩৭565611
  • রিমি, ও কি একবারও বলেছে যে ও কষ্ট পাচ্ছে? আমি বিবির পোস্ট পড়ে যতটুকু বুঝেছি, সে লেখাপড়া করতে ভালোবাসে, পরিশ্রম করতে ভালোবাসে, পরীক্ষার আগে নার্ভাস ফিল করে, ইনসিকিওরিটিতে ভোগে। এখন এগুলোর মধ্যে কোনো অস্বাভাবিকতা আমি দেখতে পাই নি। বড়মানুষরাও কি নিজেদের কাজের জগতে বিভিন্ন সময়ে ইনসিকিওরিটিতে ভোগে না? আর একটা তেরো-চোদ্দ বছরের বাচ্চার থেকে আমরা একদম ১০০% পারফেক্ট স্থিতধী আচরণ এক্সপেক্টই বা করছি কেন?
  • প্পন | 122.133.206.25 | ২৯ জুলাই ২০১২ ০০:৩৯565612
  • দুটোই ডিজওর্ডার। বড় বা ছোট যেই করুক না কেন।
  • VB | 161.141.84.221 | ২৯ জুলাই ২০১২ ০০:৪২565613
  • পড়াশুনোর ধরন আর পরীক্ষাব্যব্স্থা না বদলালে বহু কচি কচি মন ও মাথা এই অত্যাচারে অত্যাচারিত হবেই।
    গাদা গাদা জিনিস ঠাসিয়ে মুখস্থ আর পরীক্ষা মানে কমিট টু মেমোরি অ্যান্ড ভমিট ইন্টু পেপার---এই অলাতচক্র থেকে বার হতে না পারলে বহু কিশোর কিশোরী কষ্ট পাবে আর আরো সিরিয়াস কিছু হয়েও যেতে পারে।
    চোদ্দো/পনেরো বছরের বাচ্চার পাঁচ ছটা কোচিং ক্লাস, কারুর কারুর আরো বেশি, কোনো কোনো সাব্জেক্টে ডবল কোচিং--- এসব কি কোনো যুক্তিওয়ালা জিনিস হতে পারে কোনো দেশে কোনো কালে? অথচ এইসব রমরম করে চলছে।
    মানুষের মস্তিষ্ক মুখস্থ করার জন্য তৈরী হয় নি, এটা চিন্তা করার জন্য, নতুন নতুন প্রব্লেম ফেস করলে কী করে সমাধান বের করতে হবে সেই পথ খোঁজার জন্য, কল্পনা ও আনন্দের দ্বারা নতুন নতুন সৃষ্টি করার জন্য---সেই মাথাকে যখন বাধ্য করা হয় শত শত হাজার হাজার ইন্ফো গাঁতানোর জন্য, তখন সেটা অনেক ক্ষেত্রে খুবই ক্ষতিকারক।
  • ব্যাং | 132.167.94.77 | ২৯ জুলাই ২০১২ ০০:৪৮565616
  • ডিজর্ডার বলে কিছুতেই মানতে পারলাম না। তাহলে আমাদের জীবনের আরো বহু কিছুকেই ডিজর্ডার বলে মানতে হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন