এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পরীক্ষা ভীতি দূর করার ঊপায়- মতামত জানান

    bb
    অন্যান্য | ২৭ জুলাই ২০১২ | ৯২৭৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 109.172.116.143 | ২৯ জুলাই ২০১২ ০২:৩৯565716
  • VBটা কি আমাদের নিশি? আমার পৈতের ওপর খুব শখ। ঐ জন্যে বামুন দেখে বিয়ে করেছি।
  • যাই হোক | 127.194.196.115 | ২৯ জুলাই ২০১২ ০২:৪০565717
  • পৃথিবীতে যুগে যুগে গাঁতু লোকজন জন্মেছে, বড় হয়েছে, ভালো রেজাল্ট করেছে গুছিয়ে কেরিয়ার করেছে, অতঃপর বিন্দাস হয়ে গিয়ে ফূর্তিতে জীবন কাটিয়েছে।

    আবার গুচ্ছ জনতা বিন্দাস থেকেও ভালো রেজাল্ট ও বাকী সব করেছে।

    ততোধিক জনতা ভালো রেজাল্ট না করেও বাকী সব করেছে।

    এখন কথা হল কোনো একজন বিন্দাস ব্যক্তির সন্তান গাঁতু হলে তার কীধরনের স্ট্রেস হবে। খানিকটা সেইরকম, যেমনটি কোনো গাঁতু ব্যক্তির সন্তান বিন্দাস হলে হত।

    এবার স্ট্রেস সারাতে কাউন্সেলিং তো সর্বসম্মত উপায়। যেমতি বয়ঃসন্ধিকালে, পরীক্ষাভীতি কাটাতে, বয়ঃকালে হাফসোল খেলে, পাত্রী নির্ধারণকালে ও বিয়ের সিদ্ধান্ত নেবার আগে, সন্তান আনার সঙ্কল্পের আগে, সন্তানের পরিচর্যাকালে, সন্তানের বয়ঃসন্ধিকালে, সন্তানের পরীক্ষাভীতি কাটাতে, বয়ঃকালে সন্তান হাফসোল খেলে... ইত্যাদি, চক্রাকারে। এখানে জনৈক bb বোধায় কাউন্সেলিং বাদে অন্যান্য সাজেশনের কথা শুনতে চেয়েছিলেন, কারণ কাউন্সেলিং এর কেসটা উনি জানেন। গোদাভাবে শহুরে শিক্ষিত মধ্যবিত্ত থেকে উপরের দিকে সবাই জানে। আর পৃথিবীর যেকোনো সমস্যাই যে প্রকৃত প্রস্তাবে সাইকোলজিক্যাল - তাই বা কে না জানে। প্রথম পোস্টে, এই টইতে তাই বোধায় কাউন্সেলিং বাদে আর কার কী সমাধান সম্ভাবনা মাথায় আসছে তা জানাতে অনুরোধ ছিল।

    তো, স্বতঃসিদ্ধ সমাধানঝোঁক দেখে ব্রেনস্ট্রমিং কিছু কম পড়িয়াছে বলেই মনে হল ....
  • VB | 161.141.84.221 | ২৯ জুলাই ২০১২ ০২:৪১565718
  • আর্কিমিডিসের সূত্র যদি সরাসরি জলে পাথর কাঠ এইসব ফেলে দেখানো হয়, এর উপরে কোনো গ্রুপ প্রোজেক্ট করতে দেওয়া হয় যেখানে ছাত্রেরা নিজেরা চিন্তা করে ঠিক করবে কী করবে---তাহলে সে জিনিস কত ভালো বুঝতো ছেলেপিলেরা।
  • ব্যাং | 132.167.94.77 | ২৯ জুলাই ২০১২ ০২:৪২565719
  • যাই হোক ঃ-)))
    এটা কী ঋদ্ধি? নাকি একক?
  • VB | 161.141.84.221 | ২৯ জুলাই ২০১২ ০২:৪৬565720
  • অভ্যু যদি ভিবিকে দত্তক নেয়(হাইপোথেটিকালি), তাইলে পৈতে দিয়ে দেবে! তিনদিন দন্ডীঘরে বন্দী রাখবে আর কী যেন সব মিশ্রণ খাওয়াবে! আকা হবেন আচার্য না উপাচার্য। ওরে বাবা রে। ঃ-)
  • lcm | 34.4.162.218 | ২৯ জুলাই ২০১২ ০২:৪৭565721
  • আবার কথা হল গিয়ে, কেউ যদি ১০০-র মধ্যে ৯৯ বা ১০০ পাবার জন্যে সারারাত জাগে - তাতে তো প্রবলেম কিছু নেই। এর জন্যে যদি একটু টেনশনে থাকে তাতেই বা সমস্যা কি? পরের দিন বেলা অবধি ঘুমিয়ে নিলেই হবে।
    সুতরাং, কোনো সমস্যা নেই। সব ঠিক আছে। মানুষের আরো কত সব সমস্যা, সে তুলনায় ---
  • Abhyu | 109.172.116.143 | ২৯ জুলাই ২০১২ ০২:৪৮565722
  • হ্যাঁ টেনশন কি আমারই কম এখন? পায়েসটা কেমন হবে...
  • VB | 161.141.84.221 | ২৯ জুলাই ২০১২ ০২:৪৯565723
  • সেই তো, কত অষ্টমীতে হোল নাইট প্রোগ্রাম হতো আমাদের, পরে নবমীতে বেলা অবধি ঘুমিয়ে উঠে দইখই খাওয়া হতো। ঃ-)
  • aka | 85.76.118.96 | ২৯ জুলাই ২০১২ ০২:৫০565724
  • আবার আকা কি করল। আকা মন দিয়ে পায়েস বানাচ্ছে।
  • aka | 85.76.118.96 | ২৯ জুলাই ২০১২ ০২:৫২565727
  • আরে অভ্যুও পায়েস বানাচ্ছে। কিন্তু অভ্যু ফুচকা বানাচ্ছে না, কাঁচা আমের চাটনিও বানাচ্ছে না। আমি এগিয়ে। আমার কোন টেনশন নেই।
  • VB | 161.141.84.221 | ২৯ জুলাই ২০১২ ০২:৫২565726
  • পায়েস খাওয়ালে পৈতে নিতে পারি। আর কোনো গব্য না, শুধু গব্যঘৃত আর চাট্টি আলোচাল ফুটিয়ে দিলেও আপত্তি নেই, কিন্তু সিরিজের শেষ গব্যগুলো চলবে না। ঃ-)
  • VB | 161.141.84.221 | ২৯ জুলাই ২০১২ ০২:৫৪565728
  • আকা, ফুচকা বানাতে পারো???
  • Abhyu | 109.172.116.143 | ২৯ জুলাই ২০১২ ০২:৫৭565731
  • নিয়মনীতির ব্যাপারে আমি বড়ই খুঁতখুঁতে। দাদার বিয়ের সময় পুরোহিত বললেন গঙ্গামাটি লাগবে। বাবা বলল কোনো প্রব্লেম নেই, পুরো এই এলাকাটাই গঙ্গার ব-দ্বীপ। যা তো বাগান থেকে একটু মাটি নিয়ে আয়, ওটাই গঙ্গামাটি।

    আমি বললাম ইয়ার্কি হচ্ছে? বলে পাশের বাড়ির বাচ্চাটাকে নিয়ে তপতী মিসের বাড়ি গেলাম। ওনার মা কলসীতে করে গঙ্গামাটি রাখতেন। সেই কলসীর ভিতর হাত গলিয়ে তলানি পলি বার করে আনা হল - আসল গঙ্গামাটি।
  • a x | 109.50.243.38 | ২৯ জুলাই ২০১২ ০২:৫৭565730
  • ওটা একক। আরে প্রথমে তো তাই অন্য জিনিসই লিখেছিলাম। তারপর ব্যাংএর পোস্টের পর মনে হল, নানামুনির নানামতের চেয়ে কাউন্সেলারই ভালো।
  • VB | 161.141.84.221 | ২৯ জুলাই ২০১২ ০২:৫৭565729
  • পায়েস খাই নি বহুদিন, অভ্যু আর আকা, ফেডেক্স করে দিও দুই হাতা করে। হাতায় তোলার সময় পেস্তা কাজু কিস্মিস যেন বেশি ওঠে। ঃ-)
  • pi | 82.83.90.116 | ২৯ জুলাই ২০১২ ০২:৫৮565732
  • এককের ২ঃ৪০ এ ক। ঃ)
  • VB | 161.141.84.221 | ২৯ জুলাই ২০১২ ০৩:০৬565733
  • ওরে বাবা, তাইলে ভিবি র আর পৈতা হইলো না আদায়, মানে দত্তকিত ই হওয়া হইলো না।
    নিয়মনীতির ফাঁসে পড়ে শেষে পাঁচ গব্যই রাখবে!!!
    উফ্ফ, শেষে উ পো টইয়ের কেস হবে।
    ঃ-)
  • Abhyu | 109.172.116.143 | ২৯ জুলাই ২০১২ ০৩:১৮565734
  • এককের পরে দশক, শতক এই সব বাদিয়ে একেবারে যাইহোক?
  • VB | 161.141.84.221 | ২৯ জুলাই ২০১২ ০৩:২৬565735
  • ওপেন রেখেছে আরকি। ঃ-)
  • VB | 161.141.84.221 | ২৯ জুলাই ২০১২ ০৩:৩১565737
  • আচ্ছা, এই কাউন্সেলার কারা হন? আমি একবার কাউন্সেলিং এর জন্য গেছিলাম, কিন্তু তার অ্যাসিস্স্টেন্ট এসে হাজারে হাজারে প্রশ্নোত্তর লিখতে লাগলো, মানে প্রশ্ন করে আর উত্তর শুনে খুদে খুদে অক্ষরে টুকে নেয় হাতের খাতায়। এইসব করে টরে বল্লো আগামী হপ্তার বেস্পতিবারে আসবেন, কাউন্সেলর ম্যম দেখবেন।
    আর যাওয়া হয় নি, সোমবারেই বদলি হয়ে গেলাম, কাউন্সেলরকে আর দেখা হোলো না।
  • Abhyu | 109.172.116.143 | ২৯ জুলাই ২০১২ ০৫:০৫565738
  • এই আমার 02:57 AM পোস্টে একটা টাইপো ছিল, কলসীতে গঙ্গাজল রাখতেন, সেখান থেকে তলানি মাটি :)
  • aranya | 78.38.243.161 | ২৯ জুলাই ২০১২ ০৫:৪১565739
  • তপতী মিসের উল্লেখ দেখে ভাল লাগল।
  • aranya | 78.38.243.161 | ২৯ জুলাই ২০১২ ০৬:৩৫565740
  • পুরো টই-টা পড়ে উঠলাম। আমারও একটু বেশী স্ট্রেস, অ্যাংজাইটি এরকমই মনে হচ্ছে। আশংকা, উদ্বেগ -এসব জাস্ট অল্প একটু ('অল্প একটু' - বোল্ড & আণ্ডারলাইন) কমানো দরকার, সেটা সবচেয়ে সহজে কি ভাবে করা যাবে জানি না, তাই বিবি-কে বেস্ট অব লাক বলা ছাড়া গত্যন্তর নেই।

    আমার ছাত্রবয়সে, সে বহু অতীতের ব্যাপার, বরাবর উল্টো সমস্যাই (যদি সেটাকে সমস্যা বলা যায়) দেখে এসেছি - বাচ্চারা এনাফ পড়ছে না সেটাই স্ট্যাণ্ডার্ড অভিযোগ ছিল, বাবা মা র।

    ভিবি-র পোস্ট গুলো আলাদা করে ভাল লাগল - মুখস্ত বিদ্যা নির্ভর শিক্ষাব্যবস্থা পালটাতে পারলে সত্যিই খুব ভাল হত।
  • kaktarua | 109.229.208.131 | ২৯ জুলাই ২০১২ ০৭:১৩565741
  • ব্যাং কে ক. আমার মনে হয় কোনো বাবা মা বা কাউন্সেলার-ই বাচ্চা কে প্রেসার নেই বা আছে বোঝাতে পারে না. এই স্ট্রেস বা anxiety এগুলো সব-ই মানুষের নিজের realization যা মানুষ জীবনের নানা অভিজ্ঞতা থেকে অর্জন করে. ধরে নিচ্ছি বাবা মায়ের জ্ঞান টাও পার্ট অফ দ্য experience. @ pi- বাবা মায়ের কথায় আমরা কোনদিন-ই convinced হই না যতক্ষণ না নিজেদের মধ্যে থেকে উপলব্ধি হয়েছে যে জীবনে অনেক কিছু করার আছে পরীক্ষা ছাড়াও. ব্যাং যেটা বলেছে সেটাই বাবা মা বেস্ট করতে পারে. ওকে নিজেকে আবিষ্কার করার রাস্তা টা আরো ইজি করে দেওয়া, ওকে হেল্প করা যাতে ও ওর নিজের স্বপ্ন গুলোকে সঠিক ভাবে চিনতে ও প্রকাশ করতে শেখে. আমরা আমাদের স্বপ্ন গুলোকে সঠিক ভাবে চিনতে শিখি না বা চিনলেও প্রকাশ করতে পারি না নানা রকম সংকোচ-এর কারণে. আর ছোটো বয়সে অভিজ্ঞতা কম থাকার জন্য পরীক্ষায় নম্বর পাওয়াটাই একমাত্র solution মনে হয় নিজেদের স্বপ্নের কাছাকাছি পৌছনোর জন্য . নিজেদের ছোটো বেলা মনে করে দেখুন ভালো নম্বর পাওয়া টা শুধু বাবা মায়ের নয় , আমাদের নিজেদের-ও স্বপ্ন ছিল. কারণ আরো যে নানা রঙের স্বপ্ন হতে পারে বা আছে আমরা সেটাই তখন-ও বুঝতে শিখিনি. তাই বাবা মা চাপ নেই, চাপ নেই বললেই কাজ হবে বলে মনে হয় না. এই মুহুর্তে বিবি-র মেয়ের মনে হচ্ছে archimedes চারবার পরাটাই ওকে ওর স্বপ্ন কে ছুঁতে সাহায্য করবে. ছোটো বেলায় আমায় কেউ বড় হয়ে কি করবে জিগেস করলেই বলতাম IIT তে পড়ব. তখন আমার সাত- আট বছর বয়েস. কেউ IIT পাওয়ার চাপ দেইনি বলাই বাহুল্য ওই বয়সে. আর আমারো কখনো IIT পরা হইনি. actually তখন বোধই এটাও জানতাম না IIT খায় না মাথায় মাখে. কিন্তু সেই মুহুর্তে জানি না কথা থেকে কার কাছে থেকে শুনে মনে হয়েছিল ওটাই আমার/সবার স্বপ্ন হওয়া উচিত. সবাই বেশ হেহে করে হেসেছিল/ হাসতো. মা লজ্জিত হয়েছিল বলেছিল কাউকে ওরকম বলবে না. আমার জানা হয়ে গেছিলো নিজের স্বপ্ন নিজের কাছে রাখো. প্রকাশ কর না. আমার মনে হয় এটাই dangerous. পরে স্বপ্ন পাল্টেছে কিন্তু আর প্রকাশ করতে পারিনি. নিজেই নিজের রাস্তা খুজতে গেছি না খুঁজে পেলে frustration, stress. তাই সব চেয়ে ভালো হয় বাবা মা যদি স্বপ্ন টাকে ছুঁতে পারে যতই absurd লাগুক সেটা শুনতে. সেটাই বোধই ব্যাং বলতে চেয়েছে. স্ট্রেস মানুষের নিজেদের creation. বাবা মা মেয়েকে জীবনের অনেক experience -er সাথে পরিচয় করাতে পারে ex: সাহিত্য, গান, social media, scientific societies, social works, etc. ( ধরে নিচ্ছি এগুলো সব-ই আমাদের experience যা আমাদের নিজেদেরকে চিনতে শেখায়). কিন্তু রাস্তা টা বার করতে হবে মেয়েকেই সে এখন রাত ৪ টে উঠে পরেই হোক বা অন্য কিছু.
  • rimi | 85.76.118.96 | ২৯ জুলাই ২০১২ ০৭:৩৭565742
  • বাকি ফুলারের কোটঃ
    If I ran a school, I’d give the average grade to the ones who gave me all the right answers, for being good parrots. I’d give the top grades to those who made a lot of mistakes and told me about them, and then told me what they learned from them.
  • I | 24.99.197.92 | ২৯ জুলাই ২০১২ ০৭:৫০565743
  • আমার তো এখনো পরীক্ষা ভীতি হয়।রাত্তিরে শুলেই বীভৎস সব স্বপ্ন দেখি। বলা বাহুল্য সে সবই পরীক্ষারস সংক্রান্ত। এই সেদিন দেখলাম, কেমিস্ট্রি বই পড়া তো দূরস্থান, কেনাই হয় নাই এখনো। অথচ পরীক্ষার দুইদিন বাকি।
    আচ্ছা, এটা কি স্বপ্নের টইতে যাবে?

    আর দুইনম্বর কথা, আমি তো ফুলারের গুড প্যারট দেখছি। মনটাই খারাপ হয়ে গেল রোববারের সকালে। এই নিয়ে আবার স্বপ্ন দেখবো না তো?

    আমার পরীক্ষা ও প্যারটভীতি দূর করে দাও ঠাকুর ! নিজে না পারলে পোদোকে পাঠাও।
  • rimi | 85.76.118.96 | ২৯ জুলাই ২০১২ ০৭:৫৮565744
  • স্ট্রেস বা অ্যাংজাইটি ম্যানেজমেন্ট একটা খুব গুরুত্বপূর্ণ ব্যপার যেটা সব বাবা মার নিজেদের শেখা উচিত এবং বাচ্চাকেও ছোটো থেকে শেখানো উচিত, জ্ঞান দিয়ে নয়, হাতে কলমে করে দেখিয়ে।

    সেদিন আমার ছেলের সঙ্গে একটা গল্পের বই পড়ছিলাম, Little Bear's Bad Day"। ছোট্টো ভালুক যা কিছুই করছে সব গন্ডোগোল আর ভুলভাল হচ্ছে। যেমন ভোরে ঘুম ভাঙার আগে স্বপ্ন দেখল সে উড়ছে, কিন্তু তারপরেই ধপ করে পড়ে গেল। ঘুম ভেঙে দেখে মাটিতে পড়ে গেছে ও খাট থেকে, আর নাকে বেজায় ব্যথা। তারপরে সে ব্রেকফাস্ট খেতে গেল। দুধ খেতে গিয়ে হঠাৎই দুধের কাপটা হাত থেকে মাটিতে পড়ে ভেঙে গেল, আর রান্নাঘরে দুধ থই থই করতে লাগল।

    ***********************************************************************************
    এইখানে প্রশ্নঃ আপনার ৬ বছরের বাচ্চা এরকম কোনো ঝামেলা বাধালে আপনার কি রিঅ্যাকশন হয়? কেন হয়?
    ***********************************************************************************

    মা ভালুক শান্তভাবে বলল, "চিন্তা করো না। আমরা দুজনে মিলে ঐটা পরিষ্কার করে ফেলব।"

    তারপরে ছোট্ট ভালুক ঠিক করল ছবি আঁকবে। ও ছবি আঁকতে শুরু করেছে, এমন সময় এল ভালুকের বন্ধু বেড়ালটি। বেড়ালেরও ছবি আঁকতে ইচ্ছে হল। ভালুক যখন বেড়ালকে রঙের প্যালেট দিচ্ছে, সেটা গেল উল্টে, টেবিলে রং গড়িয়ে পড়ল। মা ভালুক এসে সেটা দেখে বল্ল, "চিন্তার কিছু নেই, চল আমরা সবাই মিলে পরিষ্কার করে ফেলি এটা।"

    এরপরে ছোট্টো ভালুক আর বেড়াল বাইরে মাঠে খেলতে গেল। সেখানে এল বন্ধু মুরগী। মুরগী একটা নতুন ঘুড়ি এনেছে সঙ্গে। ছোট্টো ভালুক ঘুড়ির সুতোটা ধরল। মুরগী ঘুড়িটা উড়িয়ে দিল। খুব জোর হাওয়া দিচ্ছিল। ঘুড়ি অনেক উঁচুতে উঠে গেল। এমন সময় ভালুক হোঁচোট খেয়ে পড়ে গেল। ওর হাত থেকে সুতো খুলে বেরিয়ে গেল। ঘুড়ি সুতোসুদ্ধু উড়তে উড়তে মেঘের মধ্যে হারিয়ে গেল।

    ছোট্টো ভালুক খুব মন খারাপ করে গাছে উঠে শুয়ে রইল। বেড়াল আর মুরগী জানতে চাইল কি হয়েছে। ছোট্ট ভালুক বল্ল, "আজ আমি যা করছি সব গন্ডোগোল হয়ে যাচ্ছে। আমি সব ভুল কাজ করছি। এখন যদি অন্য কিছু করতে যাই নিশ্চয়ই সেটাও ভুল হবে। তাই আমি আর কিচ্ছু করব না। শুধু শুয়ে থাকব। "

    তখন বেড়াল আর মুরগী বল্ল, "ছোট্ট ভালুক এক্দম চিন্তা করো না। তুমি দুধ ফেলেছ, কিম্বা রং ফেলেছ কিম্বা নতুন ঘুড়িটা হারিয়ে ফেলেছ তো কি হয়েছে? তুমি সারাদিন আমাদের খুব ভালো বন্ধু হয়ে ছিলে। তাই আমরা খুব খুশি। তুমিও খুশি হও। আমরা এবার অন্য কিছু খেলব।"

    ব্যস!! গল্প শেষ।

    অ্যাংজাইটি ম্যানেজমেন্টের এই সহজ পাঠ আমার খুব ভালো লেগেছে।
  • rimi | 85.76.118.96 | ২৯ জুলাই ২০১২ ০৭:৫৯565745
  • ইন্দোদা, গপ্পটা পড়ে যদি মন ভালো না হয় তাইলে আমার কান মুলে দিয়ো।
  • aka | 85.76.118.96 | ২৯ জুলাই ২০১২ ০৮:০২565746
  • কাকতাড়ুয়ার পোস্টের পরে কিছু লিখতে ইচ্ছে হল।

    কাকতাড়ুয়া যা লিখেছেন তা বঙ্গদেশে খুব স্বাভাবিক। বিশেষত মধ্যবিত্ত, শিক্ষিত বাঙালী পরিবারে। অ্যাকাডেমিক এক্সিলেন্সকে আমরা বরাবর উচ্চ আসন দিয়ে এসেছি সমাজ হিসেবে। কেন? বহুবিধ কারণ আছে এবং পৃথিবীর সমস্ত কিছুর মতন এই নিয়েও আমার একটি থিওরি আছে, কিন্তু থাক সে কথা। তাই আমাদের মধ্যে অবচেতনেও এই কথা ঢুকে যায় যে আইআইটি মানে সেরা আর সেরা না হলে লাভ কি? অতএব আমাকে আইআইটিয়ানই হতে হবে। এটা একটা সোশাল কন্ডিশনিং বা আমার মতে সামাজিক ব্যধি। একটি মানুষকে তার অন্যান্য দোষগুণ বাদ দিয়ে একটি অ্যাচিভমেন্ট দিয়ে বিচার করে এক ধরণের সোশাল হায়ার্কি তৈরি করা। হ্যাঁ এ কথা সত্য আইআইটি পড়লে কেরিয়ার ভালো হবার সম্ভাবনা বেশি। একথাও সত্যি যে আইআইটি যে পায় তার সায়েন্সের অ্যাকাডেমিক স্কিল অনেকের থেকে বেশি। তার মানে এই নয় যে সে দেবতা এবং বাকিরা মনুষ্যেতর। আমরা আইআইটিয়ানদের দেবতা জ্ঞানে পুজো করতে গিয়ে ভুলে যাই সে কথা। ছোটরা সমাজের এই সম্মিলিত কিউ সহজেই ধরে ফেলে এবং নিজেকে অ্যাচিভমেন্টের সাথে সমার্থক করে ফেলে। তাবলে কি লোকে এক্সিলেন্সের কথা ভাববে না? নিশ্চয়ই ভাববে। তাহলে কোনটা ঠিক?

    আমি পৃথিবীতে একটা আপ্তবাক্য শিখেছি। সমস্ত প্রশ্নের সঠিক উত্তর হল "ইট ডিপেন্ডস"। শচীন তেন্ডুলকর হেলমেট খোলে না অতএব আমার মেয়ের চারটেয় উঠে পড়া মুখস্ত করতে হবে এই একই জুতো দুজনকে পড়ানোর কোনো মানে নেই। ভুলে যাবেন না প্রতিটা সৌরভের আড়ালে ঢাকা পড়ে আছে অন্তত হাজার খানেক স্নেহাশীষ গাঙ্গুলি। যাদের অনেকেই প্রত্যাশ্যা মতন অ্যাচিভমেন্ট না পেয়ে গুমড়ে মরছে যেমন আমাদের যুবরাজের বাবা যোগিন্দার সিং। কেরিয়ারে সাকসেস দরকার, কিন্তু সেটা অনেক কিছুর যোগফল। সাময়িক সাকসেসের থেকেও লং টার্ম সাস্টেনিবিলিটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট। অতএব নিজের সন্তানকে বুঝুন, অকোয়ার্ড ফিল করলে এক্সপার্টদের পরামর্শ নিন। কোন একটি বিশেষ বিশ্বাসে আটকে থেকে গোঁয়ার্তুমি না করে ইন্টারনেটে খুঁজুন। এখন বহু অথেন্টিক মেটিরিয়াল অ্যাভেইলেবল।

    বিবিরা যে এটা নিয়ে সচেতন সেটা খুবই সদর্থক।
  • Abhyu | 109.172.116.143 | ২৯ জুলাই ২০১২ ০৮:১৪565748
  • ভাল্লুকের গল্পটা ভারি ভালো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন