এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পরীক্ষা ভীতি দূর করার ঊপায়- মতামত জানান

    bb
    অন্যান্য | ২৭ জুলাই ২০১২ | ৯২৬৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ব্যাং | 132.167.209.246 | ২৯ জুলাই ২০১২ ০৮:৩৫565749
  • রিমি , ছোট্ট ভালুকের গল্পটা খুব ভালো লাগল। ঐ মা ভাল্লুকের মতন কথা বলতেই বলেছিলাম আমার প্রথম পোস্টে।

    বিবি, আপনার ইমেল আইডিটা পাওয়া যাবে কি? একটু দরকার ছিল।
  • pi | 82.83.90.116 | ২৯ জুলাই ২০১২ ০৮:৪০565750
  • কাকতাড়ুয়া আমাকে উদ্দেশ্য ক'রে লিখলেন কেন জানিনা। আমি বোধহয় কোথাওই বলিনি, মেয়েটিকে নিজেকে রিয়েলাইজ করতে হবে না। পরিচিত করানোর কথাই বলেছিলাম। আর এও স্পষ্ট করেই বলেছিলাম, সেটা পরিচিত করানোই, জোর ক'রে করানো না।
  • kaktarua | 109.229.208.131 | ২৯ জুলাই ২০১২ ০৮:৪৭565752
  • রিমি-র গল্প টা সত্যি ভালো পুরো বেপারটা বোঝার জন্য . আর pi কে সমর্থন করে লিখলাম. @ টা লেখা বোধয় ঠিক হয় নি. লিখতে চেয়েছিলাম "as you said". বাবা মা বলায় কাজ হয় নি.
  • pi | 82.83.90.116 | ২৯ জুলাই ২০১২ ০৮:৫২565753
  • আচ্ছা।
    হ্যাঁ, খুব সুন্দর গল্পটা। বড়দের জন্যেও ঃ)
  • a x | 109.50.243.38 | ২৯ জুলাই ২০১২ ০৮:৫৪565754
  • নাহ পরীক্ষায় ভালো নম্বর পাওয়া কোনোকালে আমার স্বপ্ন ছিলনা। আর দুঃস্বপ্নও দেখিনি। এরজন্য আমার বাড়ি না স্কুল দায়ী। ক্লাস ফাইভ অবধি পরীক্ষাই ছিলনা। শেষ পরীক্ষা (কোয়ালিফায়ার) অবধি, পরীক্ষার আগেরদিন গল্পের বই পড়ে, সিনেমা দেখে পরীক্ষা দিয়েছি।
  • sch | 125.241.11.57 | ২৯ জুলাই ২০১২ ০৯:০৫565755
  • Little Bear's Bad Day ভীষণ ভালো লাগলো। মনটাই ভালো হয়ে গেল সক্কালবেলা। রিমিদিকে ক্ক।

    আসলে পড়াশুনার ক্ষেত্রে সব বাচ্চাকেই বাবা মা-র বোধহয় একটা কথা বলা দরকার যে follow your passion. শুধু একটা কথা মনে রেখ, সেই passion follow করে তুমি জীবনে আনন্দ পাবে কিনা সেটা জেনে নাও। এরপর তাকে সাহায্য করা সঠিক passion টা বেছে নিতে। তাতে সে ইতিহাস, ভূগোল, অঙ্ক, যা খুশী নিয়ে পড়ুক ক্ষতি নেই। তাহলেই আর একটা জিনিস দরকার যে জিনিসটাকে উপলব্ধি করতে সাহায্য করা। কেউ আর্কিমিডিসের সূত্র বুঝতে পারলেই আর মুখস্ত করবে না। এই চোতা, গাঁতানো, মুখস্থ সব কিছু কিন্তু আসে বিষয়টাকে সম্পুর্ণ না বোঝা থেকে। এর পরেও নিশ্চই কিছু মুখস্থ করতে হয় - কিন্তু সেটা হয়তো একটু কম

    অল্প anxiety কিন্তু অনেক সময় helpful হয়. আমার এক বস ছিলেন - ( ex IIM cal, তুখোড় presenter) - তিনি আমায় বলতেন জানো, এখনো কোনো client presentation এর আগে আমার বেশ Tension হয়, তবে ওটুকু না হলে খুব অস্বস্তি হয় - মনে হয় আজ খারাপ হবে। কাজেই... এই সব টেনসন থাকা ভালো
  • bb | 127.195.162.13 | ২৯ জুলাই ২০১২ ০৯:৪৪565756
  • গতকাল রাত থেকে গুরু দেখিনি- তাই একে একে উত্তর দিচ্ছি।
    অক্ষ 10.37am, ও পচ্ছ্ন্দ করে physics আর english। এই কদিন আগেই international english exam পরীক্ষায় state এ প্রথম হয়ে প্রাইজ পেয়েছে। আমরা জানতাম ও না পরীক্ষা আছে।
    স্কুলে ওকে রেসাল্টের ভিত্তিতে ক্ষমাসুন্দর চোখে দেয়া হয়। আর চারহাজারের টিচার দেয়া হয়েছে, কারণ আমরা maths পড়ালে ওর চাপ আরওবেশী হচ্ছিল। ও না বুঝলেও ভয় পেয়ে বলত বুঝে গেছি। পরে ভুল করলে য্খন প্রশ্ন করতাম তখন বলতো বুঝি নি। তাই টিচারকে দিয়েছি যাতে অসুবিধা না হয়, নিজে ফ্রী হতে পারে।
    আগে গ্রুপে দিয়েছিলাম - তাতে বেশীরভাগ সময় ও অন্যদের থেকে আগে থাকে বলে ওর অসুবিধা হয়।
    কাউন্সিলং এর জন্য এক বাঙালী পাওয়া গেছে, আগে আমরাই যাব প্রথমে বুঝতে কি কার প্রবলেম, আমাদের না ওর।
  • bb | 127.195.162.13 | ২৯ জুলাই ২০১২ ০৯:৪৮565757
  • প্পন - তোমার এই লেভেলটাও আমরা পেরিয়ে এসেছি। 6,7,8এ রাত জেগে চার্ট বানাতাম। কালার প্রিন্ট আউট তো নরমাল, এক দু-বার স্পাইরাল বাইন্ডিং তাও রাত ৯টার পর - অফিসের পর দৌড়াদৌড়ি।
    আমিও প্রশ্ন করেছিলাম সবার বাবা-মা কি ভাবে করে, তারা সবাই কি ক্ম্পু বিশেষঞ্জ, বাড়ীতে কালার প্রিন্টার আছে!!!
  • bb | 127.195.162.13 | ২৯ জুলাই ২০১২ ০৯:৫৭565759
  • ব্যাং -আমার টপারের উদাহরণটা অন্য ছিল, বোঝাতে পারিনি। ট্পারকে দেখিয়ে বললাম এই আংকেলটা আমাদের ট্পার ছিল এখন এখানে আছে- এই কোম্পানীর জিএম - খুব ভাল।
    তারপর আমার খুব ভাল বন্ধু যে অন্য জায়গায় আরও একটু ভাল কাজ করে তাকে দেখিয়ে বলেছিলাম এই আন্কেল্টা কিন্তু কোনদিন র‌্যাংক করে নি কিন্তু আজ সবচেয়ে ভাল জায়গায় আছে। এর মধ্যে দিয়ে আমি বোঝাতে চেয়ে ছিলাম র‌্যাংকে কোন দাম নেই। ফ্যার্স্ট বয় কে কেন লুজার বলব, সেও নিজের জায়গায় খুব ভাল আছে।
  • pi | 82.83.90.116 | ২৯ জুলাই ২০১২ ১০:০৮565760
  • জি এম বা তার চেয়ে ভাল না হয়েও যে ভাল থাকা যায়, সেটাও মনে হয় বলা দরকার কোথাও। তথাকথির প্রফেশনাল সাফল্য না পাওয়া মানেও তো লুজার নয়।

    আর বিবিদা, ও স্টেট লেভেলে স্কিলকে রিপ্রেজেন্ট করে সবচে ভাল ক'রে এল, আপনারা জানতেও পারেননি, তাহলে ও তো নিজের মত ক'রে ভালোভাবেই সামলে নিচ্ছে মনে হয়। নাকি, ইংলিশটা প্যাশন বলে এনিয়ে সেভাবে চাপ নেয় না ?
  • নিকুচি করেছে | 127.194.196.115 | ২৯ জুলাই ২০১২ ১০:২৮565762
  • এই যে আকা এবং আরো জনতা নিজে নিজেই ডায়াগনসিস সম্পুর্ন করে কী প্রকার মনোরোগ - যথাঃ অ্যাংজাইটি ডিসঅর্ডার ইত্যাদি নির্ণয় করে ফেলল, উক্ত "ডিসঅর্ডার"এর সলিউশন ও প্রয়োজনীয় রিডিং মেটেরিয়াল বাতলাতে শুরু করল - এদের সবার আশু কাউন্সেলিং প্রয়োজন বলেই তো মনে হচ্ছে। অনর্থক বাবা মা ও সন্তানকে যথেষ্ট মানসিক ডিস্টার্ব্যান্স প্রদানে এদের মন্তব্যসমূহই কাফি। মানসিক অত্যাচারের মামলাও রুজু করা যায়।

    প্রকৃত মনোবিদের মন্তব্য অলরেডি আপনারা পেয়ে গেছেন ( Name: কেও Date:28 Jul 2012 -- 02:24 AM ) মানবেন না চ্যলেঞ্জ করবেন স্বচয়েস।

    আমার নিজের ধারণা এই মেয়েটি নিজের মতো চললে অনায়াসে আই আই টি পেত। কনসিস্টেন্সি বজায় রাখলে টেন পয়েন্টারও হত। নন-অ্যাকাডেমিক ক্রিয়েটিভ রাইটিং-এ ও (ইংলিশ এ) বেশ ভালো করত। ওকে ওর ছোট্টো সিলেবাসের (যা ও অনেক আগেই আয়ত্ব করেছে) বাইরে বড় মাঠের জিনিসপত্র এনে দিলে রীপিটেটিভ রিক্যাপিচুলেশনের দরকার পড়ত না। নাইনেই যদি টেন ইলেভেন টুয়েলভের সিলেবাস ও প্রবলেম হেলায় সলভ করতে থাকে (কোনো চাপ ছাড়াই) তবে কনফিডেন্স বাড়তে থাকবে। আর প্রয়োজন ক্লাসের বাকী গাঁতুদের পীয়ার প্রেসার থেকে রক্ষা করা। এখন প্রচুর সোর্স থেকে প্রচুর প্রবলেম, যোগাড় করা যায়। সিলেবাসের সাথে রীলেটেড সিলেবাসের বাইরের জিনিসও প্রচুর পাওয়া যায়। যেগুলো আগে ভাগে করে রাখলে বৈচিত্র, এফিসিয়েন্সি, বিষয়ের প্রতি সর্বৈব জ্ঞান বাড়ে। পরীক্ষার জন্যে মাগ্গা মারতেই হবে। আমাদের সিস্টেমটাই এরকম, এখনো পর্যন্ত। সেটা যেটুকু দরকার ওই সবচেয়ে ভালো বুঝবে। ওর স্ট্রেস হচ্ছে মনে হলে অন্যভাবে ওর স্ট্রেস রীলিফ করার চেষ্টা করুন। আদর, ভালোবাসা, লাইট মিউজিক, অন্তত খাওয়ার সময়টায় ব্যাকগ্রাউন্ডে। ওর মানসিকতাটাকে আগে অ্যাক্সেপ্ট করতে হবে। সাপোর্ট দিতে হবে, আপনার বক্তব্যটা বলে বলে আরো কনফ্লিক্ট তৈরি না করে। অবসরে অ্যাকাডেমিকস ছাড়া ওর আরো বাড়তি যে গুণগুলো আছে সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করা তো থাকবেই।

    তবে আপনি যখন কাউন্সেলিং ই করাবেন এসব বলার বেসিকালি তো কোনো মানে নেই আর।
  • subrata | 151.0.9.89 | ২৯ জুলাই ২০১২ ১০:২৮565761
  • There is no issue. Under the disguise of fake concern, this guy wants to show off his daughter's accomplishments. What a jerk!
  • pi | 82.83.90.116 | ২৯ জুলাই ২০১২ ১০:২৯565763
  • যাহোক, একটু প্রসঙ্গন্তরে যাই। এই টইতে তোলা কিছু পোস্টের প্রসঙ্গেই অবশ্য। আমাদের ট্র্যাডিশনাল পড়ানোর বিপরীতে যে 'অন্যরকম' শিক্ষাব্যবস্থার কথা উঠে আসে, তার মধ্যে একটা হল ঐ 'প্রোজেক্টের' মাধ্যমে বোঝানোর ট্রেণ্ড, যেটা আবার ক্রমবর্ধমান।
    ক'দিন আগে ভাটে ঋদ্ধি এই ইস্যুটা তুলেছিল। এটা কতটা কার্যকরী ? বাকিদের মতামত জানতে চাই।
    আমার সীমিত অভিজ্ঞতায় মনে হয়, কিছুটা দরকার আছে, কোন কোন জিনিস ভালোভাবে বোঝায়, আনন্দ ক'রে করতে শেখায়, বাড়িতে বাবা মা র সাথে একসাথে কিছু করতে শেখায়, এসব নাহয় হল। কিন্তু সেটা ঐ কিছু কিছু জিনিসি, আর কিছুটা মাত্রায়ই, তাই না ?
    শেষ মেশ তো ঐ বাবা মার মাথাব্যথা, রাত্রিজাগরণ, কম্পুর প্রিন্টাঅউট ইত্যাদি। আর আদৌ ও পথে না হেঁটে, পাতি বাংলা উপায়ে শেখালেই দিব্বি চলেও যেত অনেক ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে তাতে হয়তো বেটার ও হত। ঋদ্ধি এরকম কিছু উদাঃ দিয়েছিল।
    আমি এটা এখানে আগে লিখেছিলাম কিনা মনে নেই। কয়েকবছর আগের ঘটনা। ভাইঝি তখন ক্লাস ওয়ান বা টু। যেমন মনে আছে, লিখি।
    বৌদিকে ফোন করেছি, বৌদি বল্লো বেরুচ্ছে। কোথায় জিগাতে করুণ গলায় বল্লো, আর বলিস না, পালক কিনতে যাচ্ছি। ঘাবড়ে যাওয়াতে এক্ষপ্লেইন করলো, ভাইঝির স্কুলে পরেরদিন কোন এক সায়েন্স প্রোজেক্টের জন্য নুড়ি আর পালক চেয়ে পাঠিয়েছে। নুড়িটা মাঠ থেকে জোগাড় হয়ে গেছে। এখন নাকি সারা ছাদ ঘুরে এসেছে। কোথাও কোন কাকের পালক টাকল পড়ে নেই। কাদের বাড়িতে ঘুঘু না পায়রা বাসা করেছিল, সেখানেও খোঁজ করে এসেছে, তারা বাসা ভেঙ্গে দিয়েছে। পালক নেই। এছাড়া আর যে যে রাস্তাঘাটে পাবার সম্ভাবনা ছিল, সেগুলোর স্টক ইতিমধ্যেই ফুরিয়েছে। ওদের ক্লাসের আর ক'জন ছেলেমেয়ের মায়েরা বিকেল থেকে পালকাভিযানে বেরিয়ে সব সংগ্রহ করে নিয়েছেন। বেচারী বৌদি সন্ধের ঘোরে আপিস থেকে এসে পিছিয়ে পড়েছে।
    এখন অগত্যা তাই দোকানে চলেছে। যদিও জানেনা, কোন দোকানে পালক পাওয়া যেতে পারে। কোন দোকানে পাওয়া যেতেই বা পারে।
    আমি মনে করিয়ে দিলুম, টিভির উপরে সাঁওতালের মুখোশ আছে। তার মাথাতে এক দুখান পালক আছে। খুলে নাও।

    পরেরদিন ফোন করতে বৌদির গলা গম্ভীর। জিগালাম, সাঁওতালী পালকে কাজ হয়েছিল। বল্লো, কেন ঐ পালক , নুড়ি চেয়েছিল জানিস ?
    কেন ?
    ওদের ভারি, হাল্কা বোঝাবে বলে।

    তারপর আরো গম্ভীর হয়ে জিজ্ঞাসা করলো, হ্যাঁরে, আমাদের তো সবাইকে ক্লাসে এমনি পালক ফালক উড়িয়ে হাল্কা বুঝতে হয়নি ! আমরা কি ভারি , হাল্কা বুঝিনা ?
  • bb | 24.96.36.160 | ২৯ জুলাই ২০১২ ১০:৪১565764
  • @VB টিচারকে কত টাকা দেওয়া হয় ও জানে না। ও এইসব ব্যাপারে অনেক সরল।
    গতবছর স্কুলে ফর্ম ফিলাপ ছিল - তোমার পেরেন্ট্স এর অ্যানুয়াল ইনকাম গ্রুপ কত - ১) <৫ লাখ, ২) ৫-৭ লাখ, ৩) > ৭ লাখ। উনি ২ নং লিখে এসে বললেন, ক্লাসে অনেকেই তিন দিয়েছে ওরা কত বড়লোক না!!!
    আর VB জীবনে একবারই রিইউনিয়নে নিয়ে গেছি। তাও ব্ড় হয়ে যখন জেনেছেন মা ও আমি একই কলেজের একই ব্যাচ তখন তার কৌতুহল হয়েছিল। আর এই রিইউনিয়নটা ছিল ফ্যামিলি নিয়ে, রাত্রে কলকাতা সুইমিং ক্লাবে।
  • bb | 24.96.36.160 | ২৯ জুলাই ২০১২ ১০:৪৩565765
  • পাই ও ইংরাজী ও ভালবাসে, প্যাশন।
  • ব্যাং | 132.167.209.246 | ২৯ জুলাই ২০১২ ১০:৪৮565766
  • বিবি, আপনাকে এত প্রশ্নের উত্তর দিতে হচ্ছে দেখে বেশ অপরাধবোধেই ভুগছি। আপনার ইমেল আইডি দিতে যদি কোনো আপত্তি না থাকে তাহলে একটু দিতে পরেন, প্লিজ?
  • ব্যাং | 132.167.209.246 | ২৯ জুলাই ২০১২ ১০:৪৯565767
  • নিকুচি করেছের বক্তব্য খুব ভালো লাগল।
  • bb | 24.96.36.160 | ২৯ জুলাই ২০১২ ১০:৫১565768
  • নিকুচি ও অন্যরা - এতখনে নিশ্চয় বুঝেছেন মেয়ে নয় কনফিউজড আমি। এই বার আমার কি করা উচিত এটাই ভাবছি।
    ১) এটা আমার প্রবলেম -আমাদের কাউন্সেলিং করা উচিত। ফাইন, তাতে করে কি মেয়ের টেনশন কমবে? নাকি ঐ টেনশন ঠিক আছে। আমারাই অভার-রিয়্যাক্ট করছি।
    ২) এটা ওর প্রবেলম - তাহলেও কাউন্সেলিং করা উচিত - আমরা আগে, মেয়ে পরে।
    ৩) এটা কোন প্রবলেম নয় - আমি নিজে ইমাজিন করছি- কিছু করার নেই -শুধু মেয়েকে সাপোর্ট দিয়ে যাওয়া।
  • dukhe | 24.99.23.129 | ২৯ জুলাই ২০১২ ১০:৫৩565770
  • কীসব বিভীষিকাময় প্রজেক্টই না আজকালকার ইস্কুলে করতে হয় - মা গো মা ! কী সৌভাগ্য আমার ছোটবেলায় আধুনিক শিক্ষা ছিল না ।
    পরীক্ষা তো এসবের পাশে নস্যি । অন্ততঃ মাধ্যমিক অবধি ঐ চটি চটি বই - সাত দিনেই পড়া হয়ে যেত । হ্যাঁ - বাপের নাম ভুলিয়ে দিয়েছিল এইচ এসের ফিজিক্স কেমিস্ট্রি ।
  • ব্যাং | 132.167.209.246 | ২৯ জুলাই ২০১২ ১০:৫৭565772
  • ওঃ পইয়ের পালক সং গ্রহরে গল্প পড়ে আমার নিজের পালক সংগ্রহর গল্প মনে পড়ে গেল। পাইয়ের বৌদির মতন আমিও নানা চেষ্টাচরিত্র করে কোথাও না পেয়ে মুর্গির দোকানে গিয়ে পালক চেয়ে এনেছিলাম। রাতে বাড়ি এসে রক্তমাখা পালক গরম জলে চুবিয়ে পরিষ্কার করে হেয়ার ড্রায়ার দিয়ে শুকোলাম। মাগোমা, কত পাপ যে করেছিলাম আগের জন্মে!
  • bb | 24.96.36.160 | ২৯ জুলাই ২০১২ ১০:৫৭565771
  • আর আমি সবার সব রকম মতামতই চেয়েছি - ব্যাং এই নিয়ে চাপ নেবেন না।
    অনেক নীপা বা সপা অন্য নামেও ভাল উপদেশ দিয়েছেন সেটাই আমার পাওনা।
    আমি জানতে চেয়েছি আমার বোঝার ভুলটা কি এবং এই কাউন্সেলিং এর পথটা ঠিক কিনা। কেউ কেউ আমাকে কাউন্সেলিং এ যেতে বারণ করেছেন - যেটা আমি মানি না। তবু এই গ্রুপের মাধ্যমে একটা মত পাওয়ার চেষ্টা করছি।
    অন্য কেউ যদি মত দিতে চান - দিতে পারেন।
  • riddhi | 118.218.136.234 | ২৯ জুলাই ২০১২ ১০:৫৯565773
  • এই প্তোজেক্ত (বিশেষ করে প্রোজেক্তের আঁকা জোকা) আর বাবা মা দের ব্যস্ততা ইত্যাদি নিয়ে আমি আমার স্মৃতি থেকে কিছু লিখেচিলাম একটা সময়ে। একটু বড়। আলাদা টই খুলে পরে কোনদিন দেব।
  • ব্যাং | 132.167.209.246 | ২৯ জুলাই ২০১২ ১১:০৪565774
  • তবে কিনা ইদানিং আমার ছেলের যাবতীয় প্রোজেক্ট আকামামা, অভ্যুমামা এবং লামামামা দায়িত্ব সহকারে করে দেন, আমাকে অখন্ড ভাটানোর সুযোগ দিয়ে। আপনারাও ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভারি সদাশয়, সহৃদয় মানুষ সব।
  • kiki | 69.93.192.110 | ২৯ জুলাই ২০১২ ১১:০৮565775
  • একিরে! কত কত টই খুলে যাচ্ছে আর ছুটে যাচ্ছে, ধরা যায় না। ক্ষিন্তু আমায় ক্ষেউ বলে দেবে কিভাবে পরীক্ষা ভীতি আনানো যায়? আমার বিন্দাস ব্যাটাকে দেখে আমার কেমন কান্না পায়। অন্ততঃ ভয় পেলেও যদি পড়াশুনাটা করে।ঃ(
  • তাতিন | 127.197.71.130 | ২৯ জুলাই ২০১২ ১১:১২565776
  • পরীক্ষাভীতি খুব দরকারি জিনিস। সেই ভয় থেকেই জীবনে কাজগুলো কয়া হয়ে ওঠে। ভুলেও কাটাতে যাবেন না। ডেভিলকে তার প্রাপ্য প্রদানই বিধেয়
  • a x | 109.50.243.38 | ২৯ জুলাই ২০১২ ১১:৫৭565777
  • বিবি, এখানে লিখে খুব একটা লাভ হবেনা। আমরা সবাই জ্ঞান দেব। যাদের বাচ্চার ডেভেলপমেন্ট ও সাইকোলজি সম্বন্ধে বিন্দুমাত্র ধারণা নেই তারাও জ্ঞান দেবে। তাতে আপনার কনফিউশন বাড়বে বই কমবে না। এর চেয়ে প্রফেশনাল অ্যাডভাইস নেওয়া অনেক কাজের হবে। আরেকটা জিনিস। বাবা এবং মা হিসেবে আপনাদের দুজনের ইনস্টিংক্টকে গুরুত্ব দেবেন। যদি দুজনেরই মনে হয় দেয়ার'স সামথিং রং, তাহলে মোর দ্যান লাইকলি দ্যাট দেয়ার'স সামথিং রং।
  • riddhi | 118.218.136.234 | ২৯ জুলাই ২০১২ ১২:২০565778
  • এটা বিবিবাব্বুর মেয়ের জন্য একেবারেই নয়ঃ
    কিন্তু নিজ নিজ রাজ্যের এজ লিমিত ক্রস করে থাকলে, যে কোন ভীতি দূর করার একটা ভাল উপায় হল কিন্চিত মদ্যপান করা। কলেজ লেভেলের পরীক্ষা গুলোয় খুব কাজে দেয়।
  • bb | 24.96.36.160 | ২৯ জুলাই ২০১২ ১২:২৩565779
  • আবার লিখি - ব্যাং কে সমর্থন করে।
    আমি u-tube দেখেয়েছি যেখানে পড়ানো অন্য উপায় আছে। mathsএ বলেছি কনসেপ্ট ক্লিয়ার হলেই হল। কিন্তু ঐ statement ঠিক না লিখলে ২ নং কাটা যায় সেটা ও মিস করতে রাজী নয়।
  • bb | 24.96.36.160 | ২৯ জুলাই ২০১২ ১২:২৮565782
  • আকার ইট ডিপেন্ড্স ভাল লাগল। আমার কনসাল্টিং জগতে এইটা খুব চলে, কারন ওয়ান সাইজ ডাস নট ফিট অল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন