এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পরীক্ষা ভীতি দূর করার ঊপায়- মতামত জানান

    bb
    অন্যান্য | ২৭ জুলাই ২০১২ | ৯২৬৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 109.172.116.143 | ২৯ জুলাই ২০১২ ০১:৪১565649
  • ব্যাংদি, "পড়াশুনা নিয়ে সিরিয়াস হাওয়াটা তো মেয়েটির নিজের চয়েস" না, পরিবেশের চাপ। যে পড়াশুনা নিয়ে সিরিয়াস সে ক্লাসে খারাপ রেজাল্ট করেও কোর্সের বাইরের থিওরেম শিখবে, বা ধুতুরা ফুলের ছবি আঁকবে, বা ব্যাবিলনের ইতিহাস পড়বে যেটা কোনোমতেই পরীক্ষার নম্বর বাড়াবে না। কিন্তু চোদ্দ বার আর্কিমিডিস পড়বে না। ওটা পড়াশুনো নিয়ে সিরিয়াস হওয়া না, স্ট্রেসের বহিঃপ্রকাশ মাত্র। বিবি ঠিক সময়ে খেয়াল করেছেন। এখনো বাচ্চাটি ৯৭এর কম পায় না, কেয়ারলেস মিসটেক করে না। এগুলো আরম্ভ হওয়ার আগেই ওকে বোঝানো দরকার, মা ক্লাসে ফার্স্ট না হলেও কিচ্ছুটি, একদম কিচ্ছুটি এসে যায় না, সে তোমার বন্ধু বা মিসরা যাই বলুন না কেন।
  • a x | 109.50.243.38 | ২৯ জুলাই ২০১২ ০১:৪৩565650
  • এক্স্যাক্টলি।
  • ব্যাং | 132.167.94.77 | ২৯ জুলাই ২০১২ ০১:৪৪565652
  • কনফিউজ
  • ব্যাং | 132.167.94.77 | ২৯ জুলাই ২০১২ ০১:৪৪565651
  • অভ্যু, একথাটাই তো আমি বোঝাতে পারছি না কিছুতেই যে বাচ্চাটিকে অলরেডি এই কথাগুলো বলা হয়েছে, তারপরেও সে কিন্তু নিজের লক্ষ্য থেকে সরে নি। এরপরে বেশি চাপাচাপি করা মানে বাচ্চাটিকে কনফিজ করা যে তোমার রাস্তায় অনেক বিপদ আছে, আমার দেখানো রাস্তায় কম রিস্ক।
  • aka | 85.76.118.96 | ২৯ জুলাই ২০১২ ০১:৪৫565654
  • এবারে ব্যাং বলবে শচীন তেন্ডুলকর ও যে হেলমেট পড়ে বসে থাকে সেটা মিডিয়ার চাপ। মিডিয়া না থাকলে, ক্রিকেটে এত টাকা না থাকলে শচীন কারুর বাড়ির কাঁচ ভাঙত, নতুন নতুন শট বের করত, বা প্রতিটা বলের সময়ে নতুন স্টান্স নিয়ে দাঁড়াত ইত্যাদি।
  • ব্যাং | 132.167.94.77 | ২৯ জুলাই ২০১২ ০১:৪৫565653
  • প্পন, ১১ঃ৪৭ সোজাসুজি বলা বলেই আমিও ওটার উত্তর সোজাসুজিই দিলাম ঘন্টাখানেক আগে। ঃ-)
  • VB | 161.141.84.221 | ২৯ জুলাই ২০১২ ০১:৪৬565659
  • আর, দামী টিউটর দেওয়া হচ্ছে, এই ব্যাপারটা বেশ বোল্ড করে যদি ঝুলে থাকে অনুচ্চারিত হলেও---সেটা বাড়তি টেনশন তৈরী করতে পারে। অনেকটা গিভ অ্যান্ড টেক এর মতন, ওরা এত খরচ করছে, আমি সেই দামের উপযুক্ত জিনিস দিতে পারলাম তো? ---এই জিনিসও দেখেছি মধ্যবিত্ত ঘরের কিশোর বয়সী ছেলেমেয়েদের মধ্যে, অনেক টেনশন তৈরী করেছে। কারণ তারা তখন বাবামায়ের অর্থের উপরে নির্ভর, নিজেদের রোজগার নেই, তাদের জন্য ওদের বোঝা বাড়ছে, এই বোধটা সেন্সিটিভ ছেলেমেয়ের মধ্যে কষ্ট তৈরী করে। সে বাবামা যতই বলুন যে তারা খরচ করে সুখী।
  • ব্যাং | 132.167.94.77 | ২৯ জুলাই ২০১২ ০১:৪৬565657
  • আকা, বাজে কথা বলে ঘাঁটিস না, প্লিজ।
  • প্পন | 122.133.206.25 | ২৯ জুলাই ২০১২ ০১:৪৬565656
  • আর আমি সোজাসুজিই বলি যে সেইটা আমি জানি। এইবার বাকিরা কী করবে তার আমি কী জানি!
  • a x | 109.50.243.38 | ২৯ জুলাই ২০১২ ০১:৪৬565655
  • আচ্ছা ব্যাংকে একটা প্রশ্ন। আজ যদি ব্যাঙ্গাচি বলে স্কুলে যাবনা, পুরো সময়টা খেলাতে দেব। তুমি কি করবে?
  • ব্যাং | 132.167.94.77 | ২৯ জুলাই ২০১২ ০১:৪৮565662
  • অক্ষ, চোখ বন্ধ করে বলতে পারি, আমি ব্যাঙাচির কথা শুনব।
    অক্ষ, আমার দেড়বছর আগেও এই স্ট্যান্ডটা ছিল না, এখন হয়েছে। হয়েছে যে, তার কারণ ব্যাঙাচি নিজেই এবং তার স্কুলের এক এক্সস্টুডেন্ট। পরে কোনো এক সময়ে তার কথা লিখব।
  • a x | 109.50.243.38 | ২৯ জুলাই ২০১২ ০১:৪৮565661
  • অর্পণের কথা আমার খুব জেনেরালাইজড মন্তব্য বলেই মনে হয়েছে। সত্যের খাতিরে কইলাম।
  • প্পন | 122.133.206.25 | ২৯ জুলাই ২০১২ ০১:৪৮565660
  • অভ্যুর 1:41 PM-এর লিস্টে অপরাজিতা ক্রস করার ব্যপারটাও আসবে। ;-)
  • aka | 85.76.118.96 | ২৯ জুলাই ২০১২ ০১:৪৯565664
  • ওরে ব্যাং তুই কি জানিস এই বিরাট খেলোয়াড়দের বিরাট পয়সা দিয়ে পোষা কাউন্সিলর থাকে।

    আর মনে রাখিস নাদিয়া কোমানিচির বুলিমিয়া হয়েছিল।
  • Abhyu | 109.172.116.143 | ২৯ জুলাই ২০১২ ০১:৪৯565663
  • ব্যাংদি জেনুইনলি কথাগুলো বলছে, কিন্তু আমাদের পয়েন্টগুলো কমপ্লিটলি মিস করে যাচ্ছে। টু বি ফেয়ার, আমার মনে হয় ব্যাংদি নিজের ছোটোবেলার সিচুয়েশনের সাথে বিবির মেয়ের সিচুয়েশন গুলিয়ে ফেলছে। কিন্তু তা তো নয় বলেই আমার ধারণা। (পোস্টটা একটু পার্সোনাল হয়ে গেল, কিছু মনে করবে না জানি, তবু আর বলব না।)
  • Abhyu | 109.172.116.143 | ২৯ জুলাই ২০১২ ০১:৫১565665
  • আমি অপরাজিতা লিখেও সেটা মুছে ধুতরো লিখলাম, জানি দিনকাল ভালো না :(
  • a x | 109.50.243.38 | ২৯ জুলাই ২০১২ ০১:৫২565666
  • মানে স্কুল ছাড়িয়ে দেবে? একদিক দিয়ে আই রেস্পেক্ট দিস, কেননা, যদি সত্যিই তাই কর, তাহলে স্রেফ কথার কথা বলছনা, কিন্তু তাহলে অভিভাবক আর শিশুর মধ্যে তফাৎ কোথায়? শিশু যদি ১৮ বছর বয়সে গিয়ে বলে, আমি ছোট ছিলাম, নিজে বুঝিনি, তুমি কেন ঠিক স্টেপ নাও নি?
  • ব্যাং | 132.167.94.77 | ২৯ জুলাই ২০১২ ০১:৫৩565667
  • না অভ্যু, আমার ছোটবেলার সাথে আমি একবারেই গোলাচ্ছি না। কারণ আমার ছোটবেলা বা ক্লাস নাইন বিবির মেয়ের ক্লাস নাইনের থেকে একদম আলাদা ছিল। কিন্তু হলেও হতে পারে অসুখ ভেবেনিয়ে একটা ছোট মেয়েকে কনফিউজ করা, ডিস্টার্ব করাটা একদমই আমার নাপসন্দ।
  • প্পন | 122.133.206.25 | ২৯ জুলাই ২০১২ ০১:৫৫565671
  • যাতা মিলিয়ে দিয়েছি তো (অপরাজিতার কেসটা)। বড় হয়ে কাউন্সিলর হবই হব। B-)
  • VB | 161.141.84.221 | ২৯ জুলাই ২০১২ ০১:৫৫565668
  • তবে একটা কথা সইত্যের খাতিরে আমার কইতে হবে, আমার কিশোর বয়সে যদি বাবা আমাকে তাদের স্কুলবন্ধুদের রি ইউনিয়নে নিয়ে গিয়ে লোক চেনাতো আর তাদের সম্পর্কে পরে নানা ইন্ফো দিত, আমি কোনোদিন আর সে রি ইউনিয়নে যেতাম না, খুব ঠান্ডা গলায় না করে দিতাম। একবার সয়, দুইবার সয় না। একেই বুড়ো বুড়ো শালিকের মুখ দেখতে আমার ঘোর অনীহা, তার উপরে এরা আবার রোয়াব-ওয়ালা শালিখ।
    ঃ-)
  • ব্যাং | 132.167.94.77 | ২৯ জুলাই ২০১২ ০১:৫৬565672
  • হ্যাঁ অক্ষ, ছাড়িয়ে দেব স্কুল, ও যদি চায়। খুব ভেবেচিন্তে ঠান্ডামাথায় বললাম, তক্কো বন্ধ করতে বললাম না।
    বড় হয়ে ও আমাকে কী বলে দোষারোপ করবে, সেটা ভেবে অ্যান্টিসিপেটরি স্ট্যান্ড আমি নেব না।
  • a x | 109.50.243.38 | ২৯ জুলাই ২০১২ ০১:৫৭565673
  • মেয়েটি অলরেডি কনফিউসড নয় এটা জানা গেল কি ভাবে? সে অ্যাপ্রুভাল/ভালোবাসা/রেস্পেক্ট/বন্ধুত্ব সব কিছুর সাথে পরীক্ষার রেজাল্ট ইকুইয়েট করছেনা, এটাও কি জানা গেছে? আর অভ্যু যেটা বলল, শুধু ভালো লাগা না এটা। এটা পারফর্মেন্স অ্যান্কসাইটি। অল্পবিস্তর সবার তো থাকেই, কিন্তু সেই জন্য থ্রেশহোল্ড এত জরুরী জিনিস। নার্ভাসনেস আর নার্ভাস প্যানিক এক জিনিস না।
  • ব্যাং | 132.167.94.77 | ২৯ জুলাই ২০১২ ০২:০০565674
  • অক্ষ, এই সেদিন অব্দি আমি কিন্তু এর উল্টোমেরুতে অবস্থান করতাম। ওর লেখাপড়া নিয়ে বেজায় চিন্তা করতাম, ওকে পাড়াশুনা করতে বেজায় চাপ দিতাম। তার প্রমাণ এইসব ভাটের পাতায় বা টইয়ের পাতায় রয়ে গেছে। কিন্তু এখন আমি নিজের ছেলের উপর বিশ্বাস রাখতে শিখেছি। এটাও শিখেছি যে ওকে নিজের উপর বিশ্বাস করতে শেখানোটাই আমাকে ওকে শেখাতে হবে। আর সেটা সেখানোর একটা উপায়ই আমার জানা আছে, ওকে ক্রমাগত বিশ্বাস জোগানো যে আমি আছি, তোমার পাশে।
  • VB | 161.141.84.221 | ২৯ জুলাই ২০১২ ০২:০১565677
  • অভ্যু, যাই কও, অপরাজিতা ফুলের ছবি আঁকা টাফ, ধুতুরা সেই তুলনায় সহজ। ঃ-)
  • ব্যাং | 132.167.94.77 | ২৯ জুলাই ২০১২ ০২:০১565676
  • মেয়েটা থ্রেশহোল্ড ক্রস করে যেতে পারে সেই আশংকা থেকে ওকে বোঝাতে চেষ্টা করব জে ওর বেছে নেওয়া রাস্তাটা ভুল, আমার দেখানো রাস্তাটাই ঠিক?
  • সব টইই | 127.194.196.115 | ২৯ জুলাই ২০১২ ০২:০১565675
  • দিনশেষে মনোবিজ্ঞানের টই। ক্ষী দিঙ্কাল !
  • ব্যাং | 132.167.94.77 | ২৯ জুলাই ২০১২ ০২:০২565678
  • ভিবিটা কি নিশি?
  • VB | 161.141.84.221 | ২৯ জুলাই ২০১২ ০২:০৪565679
  • মনোবিজ্ঞানের টই? তা তো হবেই!
  • a x | 109.50.243.38 | ২৯ জুলাই ২০১২ ০২:০৫565682
  • ব্যাং, সবাই নিজের সন্তানকে তার নিজের ফিলোসফি দিয়ে বড় করে, সেটাই স্বাভাবিক। তার ছাপও বাচ্চার মধ্যে পড়ে, কোনো না কোনোভাবে। সেটা আনয়াভয়েডেবল। কিন্তু যেহেতু আমি একজন শিশুকে নিয়ে ডিল করছি, এবং আমি প্রাপ্তবয়ষ্ক। আমার কিছু দায়িত্ব আছে। শুধু বন্ধু হলেই আমার চলবেনা। আমিও মনে প্রাণে বিশ্বাস করি, আমার বাচ্চার মধ্যে আমি যেন এই সেন্সটুকু ঢোকাতে পারি, যে সে যাই করুক, আমার তাতে সায় না থাকলেও সাপোর্ট থাকবে। কিন্তু ধর সে যদি মডেলিং করতে চায়, আর তাই করতে গিয়ে বুলেমিয়া বা অ্যানোরেক্সিয়ার শিকার হয়, আমাকে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে।
  • pi | 82.83.90.116 | ২৯ জুলাই ২০১২ ০২:০৫565680
  • খেলা নিয়েই জীবনে দাঁড়াতে চাওয়া, নেট প্র্যাকটিশ করে যাওয়া আর বারম্বার আর্কিমিডিস সূত্র মুখস্থ করা তুলনীয় নয়।
    পড়াশুনার জন্য প্যাশন কাটানোর কথা বোধহয় কেউ বলেনি। এক্ষেত্রে সেটা চিন্তার বিষয়ও নয়। পড়াশুনার কি কোনোকিছুর জন্য প্যাশন আর পরীক্ষার নম্বরের জন্য বলিপ্রদত্ত হবার মধ্যে তো তফাত আছে। প্যাশন প্রচুর ডিভোশন ডিমান্ড করে, সেই ডিভোশন নিয়েও এখানে কোন কথা হচ্ছে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন