এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পরীক্ষা ভীতি দূর করার ঊপায়- মতামত জানান

    bb
    অন্যান্য | ২৭ জুলাই ২০১২ | ৯২৭০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্পন | 122.133.206.25 | ২৯ জুলাই ২০১২ ১২:৩০565783
  • খুব সত্যি কথা। কিঞ্চিৎ মদ্যপান করলে (থ্রেশোল্ড না পেরিয়ে) টেনশন কমে ও ফোকাস বাড়ে।
  • bb | 24.96.36.160 | ২৯ জুলাই ২০১২ ১২:৩০565784
  • ব্যাং- মুখবইতে পেয়েই গেছেন, তাই খোলাপাতাই আর মেল-আইডি লেখলাম না।
  • ব্যাং | 132.167.209.246 | ২৯ জুলাই ২০১২ ১৩:৫৭565785
  • হ্যাঁ বিবি
  • maximin | 69.93.196.248 | ২৯ জুলাই ২০১২ ১৪:০৭565786
  • @subrata -- that's damned rude of you!
  • maximin | 69.93.196.248 | ২৯ জুলাই ২০১২ ১৪:১০565787
  • বিবি আমি একটা ছোট্ট বাক্য লিখেছিলাম -'বিবি, ভেবে দেখলাম টিচার রেখে ভালোই করেছেন। ভিত্তিটা আরো সলিড হবে।' অঙ্কের টিচার তো?
  • bb | 127.195.177.62 | ২৯ জুলাই ২০১২ ১৪:৩০565788
  • মিনিদি হ্যাঁ অংকের টিচার। আর বাচ্চা ছেলে - স্কুল টিচার যে এই রকম পরীক্ষা ব্যব্স্থার সঙ্গে পরিচিত আর ভালবেসে পড়ান।

    আর subrata ভাই ভাল থাকবেন, সবাই নিজের মত ভাবেন তাই নয় কি? সেটাই আমাদের লিমিটেশন ঃ(
  • VB | 161.141.84.239 | ২৯ জুলাই ২০১২ ২০:৪২565789
  • বিবি, আপনারা কি তিন নং ? মানে গ্রেটার দ্যান সাত লাখ? ও ভুল লিখেছিলো????
  • Abhyu | 109.172.116.143 | ২৯ জুলাই ২০১২ ২০:৫২565790
  • ধূর আই এস আইয়ের প্রফেসাররাই মাসে আশি হাজার পায়। ৮০*১২=৯৬০ হাজার। মানে ৯.৬ লাখ।
  • rimi | 85.76.118.96 | ২৯ জুলাই ২০১২ ২১:১০565791
  • হ্যাঁ, আমিও অবাক হলাম। ইন্ডিয়াতে এখন স্কুলের টিচারাই বছরে পাঁচ থেকে সাত লাখ পায়।
  • bb | 127.195.168.89 | ২৯ জুলাই ২০১২ ২১:১৭565793
  • @VB বছরে ৭ লাখ, মাসে নয়। আজকাল শুরুতে বাচ্ছারাই 3-3.5 লাখ পায় আইটি কোম্পানীতে।
    কুড়ি (সিকির নয়) বছর কাজ করার পর দু-জনে মিলে এরচেয়ে সামান্য বেশী হলে ও ৭ এর বেশী পাই।
    নিয়ম অনুযায়ী ১৩ বছরের (এটা গত বছরের ঘটনা) মেয়ের আমাদের জীবনযাত্রার মান দেখে ওর এটা বোঝা উচিত ছিল ঃ)
  • maximin | 69.93.196.248 | ২৯ জুলাই ২০১২ ২১:৫১565794
  • পে স্কেল বিষয়ে দেখছি আমারই জ্ঞান সবচেয়ে কম। অথচ ফিফথ পে কমিশন রিপোর্ট নিয়ে কলেজ স্কোয়ারে বিরাট সভায় বক্তৃতা দিয়েছিলাম। তখন তো সব পড়ে টড়ে গিয়েছিলাম।
  • প্পন | 122.133.206.25 | ২৯ জুলাই ২০১২ ২১:৫৭565795
  • সার্ভেটাই ভুলভাল ছিল। বা নিদারুণ ঠাট্টা।

    গুরুর লোকজন তাদের বাচ্চাকে যে স্কুলে পড়তে পাঠায় সেখানে পরিবারের বার্ষিক আয় পাঁচলাখের কম হলে অ্যাডমিশনই মিলবে না। পাঁচলাখের মাপকাঠি নিয়ে যদি সিওর নই, কারণ তার বেশিও হতে পারে স্কুলভেদে।
  • sosen | 126.203.194.180 | ২৯ জুলাই ২০১২ ২২:০০565796
  • আমার একমাত্র ভ্রাতৃদেব। রত্ন না হলেও বুদ্ধিমান, ছোট থেকে ক্লাসে প্রথম হত, ফাইভ পর্যন্ত তো হতই কারণ ছোট স্কুল। বড় নামী স্কুলে যাওয়ার সাথে সাথে একটু কম্পিটিশন বাড়ল, আর তার টেনসন। প্রত্যেক পরীক্ষার আগে রাত জাগা। ভালই rank হত কিন্তু এই টেনসন নিয়ে পুরোপুরি সারা বাড়ি শুয়ে পড়ত। কিছুতেই কমলনা, বরং বেড়েই চলল। অত্যন্ত ভালো রেজাল্ট করলো মাধ্যমিক, এইচ এস দুটোতেই, কি বলব, যেন প্রাণ হাতে করে পরীক্ষা দিতে যাওয়া। জয়েন্ট এ তত ভালো হল না আমরা বললাম, থাক, ইচ্ছে না হলে জেনারাল লাইন এ পড়। তাই সে পড়ল, এবং প্রত্যেক পরীক্ষার আগে ড্রপ দেওয়ার জন্য পাগল হয়ে যেত। নাকি সে ফার্স্ট ক্লাস পাবে না। তার কেরিয়ার বরবাদ হয়ে যাবে। যদিচ অসীম ধৈর্য্য নিয়ে তাকে নিয়ে যাওয়ার পর কোনদিন ই খারাপ হয় নি। বি এস সি ফিজিক্স পার হলো বেশ উঁচু ফার্স্ট ক্লাস নিয়ে, বন্ধুরা সকলে বি টেক ভর্তি হলো, তিনিও হলেন, instrumentation নিলেন। কলকাতা university তেই। এই তিন বছর যত্ন সহকারে পড়লেন, একটি প্রেম ও করলেন বলে শুনেছি। রেজাল্ট ও ভালই, আশি শতাংশের উপর নম্বর। ক্যাম্পাসিং এ পেলেন টি সি এস, এবং একটি দেশী স্টিল প্ল্যান্টে। বলল আই টি তে যাব না, কোর লাইন এ থাকব, বলে দেশী প্ল্যান্ট টিতেই চাকরি নিল। উরিস্যায় পোস্টিং। এক মাসের মধ্যে কেঁদে কেটে বাড়ি ফিরে এলো, প্ল্যান্টে চাকরি করবেনা, লোকে গালাগালি করে শুধু তাই নয়, engineering জব ই সে আর করবে না। আরো একটু পড় তবে, academics এ যা ? না, তাও না। বিগত এক বছর সে বাড়িতে। বুঝিয়ে, রেগে, মিনতি কোরে অবশেষে হাল ছেড়েছি। প্রেমিকা দিল্লিতে চাকরি করছে।
    আজ সে স্কুল সার্ভিসের পরীক্ষা দিয়ে এলো। মেধা ও ক্ষমতার ওয়েস্টেজ চোখের সামনে দেখছি।
    দু:খের কথা, কি বলব বুঝে পাই না। নিজে নিজে বিভিন্ন স্ট্রেস ও প্রবলেম ইনভেন্ট করে। মেধাবী পুত্রের এই হাল দেখে আমার মা বাবা অকালে বুড়িয়ে গেছেন। আমার চেয়ে ভাই আট বছরের ছোট,আমার কোলেই বড় হওয়া বলতে গেলে । এ এক অসহ্য পরিস্থিতি।
    ব্যক্তিগত যন্ত্রণা থেকেই কথা গুলো বললাম। বিবি, সময় মত প্রফেসনাল হেল্প নিন। এই স্বকৃত স্ট্রেস ভালো symptom নয়।
  • I | 24.99.45.45 | ২৯ জুলাই ২০১২ ২২:০৯565797
  • রিমির গল্পটা খুব ভালো লাগলো। ছেলে ও ছেলের মা'কে পড়ালাম।
  • maximin | 69.93.196.248 | ২৯ জুলাই ২০১২ ২২:১১565798
  • কেন? স্কুলে পড়ানো কি খারাপ? হয়তো সেখানেই সে সুখী হবে। আশা করি হবে।
  • pi | 82.83.90.116 | ২৯ জুলাই ২০১২ ২২:১৪565799
  • কিন্তু স্কুলে বাচ্চাদেরকে বাবা মা র আয় জিজ্ঞেস করবে কেন ?

    আর পাঁচ লাখ না হলে অ্যাডমিশন পাওয়া যাবেনা, এটা লিখিত নিয়ম নাকি ?
  • aka | 85.76.118.96 | ২৯ জুলাই ২০১২ ২২:২১565800
  • এই প্রশ্নটা আমারও মনে হয়েছে। কিন্তু লিখব কিনা ভেবে পাচ্ছিলাম না।
  • bb | 127.195.168.89 | ২৯ জুলাই ২০১২ ২২:২২565801
  • এই সার্ভেটা করেছিল একটি গ্রুপ , কোন একটা প্রডাক্টের জন্য। আমি উদাহরণটা দিলাম তার বাস্তব-বুদ্ধি বোঝাতে।
    আর sosen এই ভয়টাই আমি করছে, হাতের বাইরে যাবার আগে হেল্প নেবার কথা ভাবছি।
  • ব্যাং | 132.167.96.26 | ২৯ জুলাই ২০১২ ২২:২২565802
  • না এটা লিখিত নিয়ম নয়। তবে হাজার হাজার ফর্মের মধ্যে থেকে শর্টলিস্ট করার সময়েই পাঁচ লাখের নীচের ফর্মটি নীরবে "বিবেচনার অযোগ্য" ফাইলে ঠাঁই পাবে।
  • bb | 127.195.168.89 | ২৯ জুলাই ২০১২ ২২:২৪565804
  • তবে এটাও ঘট্না মেয়ের স্কুলে মাসে পাঁচ লাখ পাওয়া বাবা-মা থাকলেও অবাক হবনা। এইসব জায়গায় লোকের অগাধ পয়্সা।
  • pi | 82.83.90.116 | ২৯ জুলাই ২০১২ ২২:৩০565805
  • সোসেন, স্কুলে পড়ানোতে মেধার ওয়েস্টেজ কি ?
    এখন না হয়, আমাদের সমাজে সেটা আর তত হাই ফাই নেই। কারণ ততটা হাই পেইয়িং নয়। হাই পেইয়িং দিয়েই কি মাপতে হবে ?
    স্কুলে ভাল পড়ানোর জন্যে যে দক্ষতা, অনুভব , ক্রিয়েটিভিটি এবং আরো অনেক কিছু লাগে, সেটা ক'জনের থাকে ? মানে, যারা এখন পড়াতে যাচ্ছেন, তাঁদের অনেকের মধ্যেই হয়তো থাকেনা। আর যারা সো কলড হাই পেইয়িং জবে যাচ্ছেন, তাঁদের অনেকের মধ্যেই হয়তো এগুলো ছিল।

    আর ওয়েস্টেজ বলতে কি যা শিখেছে, তার ওয়েস্টেজ ? সেতো ইন্স্ট্রুমেন্টেশন পড়ে আইটি র চাকরি করলেও হত, না ? ঃ) স্কুলে পড়ালে তার থেকে বেশি ওয়েস্টেজ হবে ? ঃ)

    আর এই হাই পেয়িং হওয়ার ব্যাপারটাও মজার। দেশ, সমাজ অনুযায়ী বদলে যায়। এখানে যেমন ল অমনি একটা। দেশে, কিছু ব্যতিক্রম ছাড়া, কেউ খুব ভালো রেজাল্ট ইত্যাদি করে ল পড়লে এমনি মেধা ইত্যাদির ওয়েস্টেজ ই বলা হবে।

    একটা বই পড়েছিলাম। Do what you are। এরকম বই আমাদের স্কুলে পাঠ্য হওয়া উচিত।

    এখন এখানে দেখি পিএইচ্ডি পোস্ট ডক্টরেট করা লোকজনএর জন্যও ওয়ার্কশপ করা হচ্ছে, তাঁরা যদি স্কুল কি কলেজে পড়াতে ভালোবাসেন, তাহলে যাতে তাই করেন, তার জন্য ট্রেনিং দেওয়া ঃ)
    হ্যাঁ, এত সব ডিগ্রীর পরেও তার জন্য ট্রেনিং লাগে বলে মনে করা হয়। আর থাকতে হবে প্যাশন। নিজের কী ভাল লাগে, সেটা নিজেকে প্রশ্ন করা। সমাজ বলে দিয়েছে, এটাই ভাল লাইন, কেরিয়ার বলে মাছি মারা কেরানির মত সেটাকেই অনুসরণ করে না যাওয়া। এই অ্যাটিচুডের পরিবর্তন টা খুব খুব দরকার মনে হয়।
  • sosen | 126.203.194.180 | ২৯ জুলাই ২০১২ ২২:৩০565808
  • maximin , আশা আমরা ও করছি, এবং যে কোনভাবে সুখী হোক সেটা ই বান্ছনীয়। স্কুলে পড়ান খারাপ হবে কেন? কিন্তু সে যে কোনদিন স্কুলে পড়াতে চেয়েছিল তা তো নয়। এটা আপাতত ওর কাছে স্ট্রেস থেকে পালানোর একটা রাস্তা। ওর কাছে স্ট্রেস কখন কি ফর্ম নিয়ে আসছে আমরা বুঝতে পারিনা। সমালোচনা নিতে পারে না, কমপিটিসন থাকলে সেখান থেকে পালায়। আমাদের দিক থেকে কোনো চাপ নেই, কিন্তু কোথাও না কোথাও তো ওকে কমপিটিসনে পড়তে হবে এবং লড়ে বেরোতেও হবে। যেমন সকলকেই হয়। সেটা ও নিতেই পারছে না আর। সব জায়গায় তো পরিবারের কমফোর্ট জোন পাবে না। স্কুলে গেলেও যে সেখানে থাকতে পারবে এমন ও নয়। ওটা ওর প্যাসন , পড়াতে ভালবাসে, এমন ও নয়। বুঝতেই পারছেন এটা মানসিক সমস্যা। কিন্তু সেটা বলে আমরা ওকে আর নিরুত্সাহ করতে তো পারি না। দেখা যাক সাপোর্ট দিয়ে গেলে নিজের রাস্তা খুঁজে পায় কিনা।
  • প্পন | 122.133.206.25 | ২৯ জুলাই ২০১২ ২২:৩০565807
  • এই প্রশ্নটা মানে পাঁচলাখি প্রশ্নটা? এটা তো খুব সঙ্গত প্রশ্ন, খুব স্বাভাবিক ভাবেই মনে আসে।

    না, এইরকম কোন লিখিত নিয়ম নেই। কিন্তু বাবা-মায়ের ইন্টারভিউ নামে একটা জিনিস হয় ভর্তির আগে, তাতে সব ডেটা কালেক্ট করে, ইনক্লুডিং পরিবারের আয়। যে কারণে বাড়ির জন্য হোম লোন নিতে গেলে আপনাকে আয়ব্যায় ইত্যাদির সব পাইপয়সা হিসেব দিতে হয়, অতটা ডিটেলে না হলেও, বেসিক কারণটা একই।

    ভালো না লাগলেও, এইটাই চলে।
  • maximin | 69.93.196.248 | ২৯ জুলাই ২০১২ ২২:৩০565806
  • ভর্তির সময় সব স্কুলে পরিবারের আয় জিজ্ঞেস করে না। আশির দশকের মাঝামাঝি অবধি দক্ষিণ বিন্দুতে জিজ্ঞেস করত না।
  • pi | 82.83.90.116 | ২৯ জুলাই ২০১২ ২২:৩১565809
  • স্কুলে প্রোডাক্টের জন্য সার্ভে করতে অনুমতি দ্যায় ?
  • bb | 127.195.168.89 | ২৯ জুলাই ২০১২ ২২:৩৭565810
  • হ্যাঁ- এই যে ITC নুডুলস বার করল, বা unilever কোন প্রডাক্ট ফিরিতে দেয় বাচ্চাদের তার বিনিময়ে এই socio-economic data জোগাড় করে নেয়।
  • aka | 85.76.118.96 | ২৯ জুলাই ২০১২ ২২:৩৮565811
  • না স্কুলে সার্ভের ব্যপারটা জিজ্ঞেস করছিলাম। স্কুল ফর্মে কেন থাকবে সে বুঝলাম।
  • bb | 127.195.168.89 | ২৯ জুলাই ২০১২ ২২:৪১565812
  • আর বন্ধু সরাসরি জানতে কেন হবে , স্কুল প্রত্যেক বছর communication এর জন্য বাবা-মায়ের ডিটেলস চায় সেখানে কলাম থাকে কি পোজিশনে কাজ করেন।
    আমি ফাঁকা রেকেছিলাম বলে মেয়ে বলেছিল ভর্তি করে আনতে। এই থেকেই তো অনুমান করা যায় পারিবারিক আয় কত।
  • sosen | 126.203.194.180 | ২৯ জুলাই ২০১২ ২২:৪৭565813
  • পাই, স্কুলে পড়ানো তে মেধার ওয়েস্টেজ নেই। কিন্তু ও কোনদিনই স্কুলে পড়াতে চায় নি। এখনো যে সিরিয়াসলি চায় মনে হয় না। সব সময়েই যন্ত্রপাতি নিয়ে নাড়তেই ভালবাসত, গবেষণায় যেতে চাইত। এখন আর চায় না, কারণ ওর ধারনা ও সেসব কিছুই পারবে না। আর সত্য বলতে হাই পেয়িং ওসব কথা ভাবি ও নি, তবে যা শিখেছে তার ওয়েস্টেজ হয়ত হবে, হলেও তাতেও চাপ নেই। কিন্তু ওয়েস্টেজ হচ্ছে যে কম্পিটিসনের ভয়ে, নিজের মনের ভিতর তৈরী করা চাপে, ও গত একবছর বাড়িতেই বসে আছে। কোনো পরীক্ষা দিচ্ছে না, বলছে পারবে না। কোনো কাজ করতে চাইছে না। অথচ আমরা তো জানি যে যথেষ্ট ভালো ছাত্র। যদি কোনো এক্সট্রা কারিকুলার ইন্টারেস্ট থাকত সেদিকে ঠেলতাম। ও বই পড়া ছাড়া আর খেলা দেখা ছাড়া অন্য কিছু করে না। বন্ধু বান্ধব দের সাথে কোনো সম্পর্ক নেই। ঘরের মধ্যে কাটিয়ে দিচ্ছে, কিন্তু কিছু যে করছে তা নয়। এটা অসুস্থতা, সে বিষয়ে সন্দেহের খুব অবকাশ নেই। আর লক্ষণ গুলো bb র কন্যা র মতই ছিল। বেশিরভাগ ই হয়ত লড়ে বেরিয়ে যায়। কেউ কেউ পারে না। অথবা আশা করি, দেরী হলেও পারবে। কিন্তু এখন আমার মনে হয় আগে একটা মেডিক্যাল হেল্প নিলে হয়ত এমন হত না।
  • maximin | 69.93.196.248 | ২৯ জুলাই ২০১২ ২২:৫৩565815
  • বুঝতে পারছি সোসেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন