এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পরীক্ষা ভীতি দূর করার ঊপায়- মতামত জানান

    bb
    অন্যান্য | ২৭ জুলাই ২০১২ | ৯২৭৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ব্যাং | 132.167.94.77 | ২৯ জুলাই ২০১২ ০২:০৬565683
  • এখানে কী করে জানা গেল পাড়াশুনো ওর প্যাশন নয়?
  • a x | 109.50.243.38 | ২৯ জুলাই ২০১২ ০২:০৭565685
  • থ্রেশহোল্ড ক্রস করে যেতে পারে না, করে গেছে।
  • VB | 161.141.84.221 | ২৯ জুলাই ২০১২ ০২:০৭565684
  • আসলে যে যাই বলুক, "তুমি জেতো হারো আমরা তোমার পাশে আছি", বুদ্ধিমান বাচ্চারা পরিশ্কার বুঝতে পারে "রাম যদি হেরে যেতো রামায়ণ লেখা হলে রাবণ দেবতা হোতো সেখানে।"
    ঃ-)
  • a x | 109.50.243.38 | ২৯ জুলাই ২০১২ ০২:০৮565686
  • আরে অভ্যু তো বলল, কেন এটা পড়াশোনার প্রতি প্যাশনের থেকে আলাদা।
  • ব্যাং | 132.167.94.77 | ২৯ জুলাই ২০১২ ০২:১০565687
  • পাই, তুই কি কখনো দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা ছোটদের ক্রিকেট কোচিংয়ে কাটিয়েছিস? তাহলে দেখতিস, একেকটা বাচ্চা কী অসম্ভব একাগ্রতায় এক জিনিস ঘন্টার পর ঘন্টা করে যায়, এই নয় যে সেতা বারবার করেও, সফল হতে পারছে না বলে করে যায়, তারা নিশচিৎ হতে চায় কোনো একবারও যেন তারা মিস না করে। এর থেকে আর্কিমিডিসের সূত্র বারবার পড়ার মধ্যে আলাদা কী, আমি এখনো বুঝি নি।
  • a x | 109.50.243.38 | ২৯ জুলাই ২০১২ ০২:১৩565689
  • ক্রিকেটে প্র্যাকটিস, প্যারালাল বারে প্র্যাকটিস আর আর্কিমিডিসের সূত্রের মধ্যে তফাৎ আছে। একটাতে যত প্র্যাকটিস তত পার্ফেকশনের দিকে এগোনো। আর্কিমিডিসের সূত্র ৩০ হাজার বার পড়লেও বদলাবেনা।
  • ব্যাং | 132.167.94.77 | ২৯ জুলাই ২০১২ ০২:১৩565688
  • অক্ষ, আমার ২ঃ০৬য়ের প্রশ্ন পাইকে। অভ্যুকে নয়।
  • ব্যাং | 132.167.94.77 | ২৯ জুলাই ২০১২ ০২:১৫565690
  • আর্কিমিডিসের প্রশ্ন ত্রিশহাজার বার পড়লেও বদলাবে না, একদম ঠিক কথা। কিন্তু একজনের যদি মনে হয় যে আমি বেশিবার পড়লে আমার ভুল করার প্রোবাবিলিটি কমবে, এটা মনে হওয়া ডিজর্ডার কেন?
  • VB | 161.141.84.221 | ২৯ জুলাই ২০১২ ০২:১৬565693
  • এই ধরনের সংখ্যানির্ভর জাজমেন্ট লোপ পাওয়া দরকার। এর সঙ্গে টিচারদের, বাবামায়ের আর বড়ো বড়ো বোর্ড পরীক্ষার আগে সমস্ত স্কুলের একস্পেক্টেশন তৈরী হয় ঐ পরীক্ষায় ভালো রেকর্ড থাকা বাচ্চাগুলোর উপরে, জিতলে সে সিকান্দর, হারলে সে ভিলেন।
    জিতলে সম্বর্ধনা, ইন্টার্ভু, সাংবাদিক কত কী। হারলে অন্ধকার ও দোষারোপ আর ঈর্ষাপ্রবণ শত্রুগণের উল্লাস।
    দুই দিকই দেখেছে এইরকম লোকের কাছেই শুনছিলাম এইসব।
  • Abhyu | 109.172.116.143 | ২৯ জুলাই ২০১২ ০২:১৬565691
  • ব্যাংদি এটা তক্কো করার টই নয়। বিবি যা বুঝবার বুঝে গেছেন আশা করি :)
  • চোতা করার | 127.194.196.115 | ২৯ জুলাই ২০১২ ০২:১৮565695
  • অপশন থাকলেই গাঁতাতো না। যেমন আমি, বিশেষ গাঁতাই নি, ভুল হবার অপশনই রাখিনি। চোতা সাথে রাখতাম। অনেক সময় দরকার হতও না, কিন্তু যদি দরকার হয়? কখনো কখনো তো হয়েওছে?
  • a x | 109.50.243.38 | ২৯ জুলাই ২০১২ ০২:১৮565694
  • তার মানে সে আর্কিমিডিসের সূত্র বোঝা বা জানার চেয়ে মুখস্থ এবং পরীক্ষার খাতায় গিয়ে লেখাটাতে কন্সানট্রেট করছে। এবং তার জন্য সে ৪ ঘন্টা ঘুমোচ্ছে।
  • ব্যাং | 132.167.94.77 | ২৯ জুলাই ২০১২ ০২:২১565696
  • পরীক্ষার খাতায় পাওয়া নম্বর যেখানে ঠিক করে দেয়, নম্বরের মালিকটি নিজের পছন্দমতন বিষয়, নিজের পছন্দমতন কলেজ এবং নিজের পছন্দের কাজ বেছে নিতে পারবে কিনা। সেখানে নম্বরের মালিকের কাছে অন্য কোনো অপশন থাকে কী?
  • ব্যাং | 132.167.94.77 | ২৯ জুলাই ২০১২ ০২:২২565697
  • হুঁ অভ্যু, ঠিকই বলেছিস। তোর এই কথাটা মেনে নিলাম। ঃ-)
    তক্কে দাঁড়ি টানি।
  • VB | 161.141.84.221 | ২৯ জুলাই ২০১২ ০২:২৩565698
  • ঐ গাঁতানো টাও চোতা করাই, কাগজের বদলে মগজে।
    নানাধরনের নতুন চিন্তাভাবনা ও হাতেকলমে করা প্রজেক্ট বেসড পরীক্ষা নেওয়া কি খুবই কঠিন? অনেক বেশি রির্সোর্স আর ম্যান পাওয়ার লাগে?
    আর কতকাল মুখস্থবিদ্যা চলবে? আরো কত নতুন মাথা বলি প্রদত্ত হবে?
  • ব্যাং | 132.167.94.77 | ২৯ জুলাই ২০১২ ০২:২৪565699
  • আর্কিমিডিসের সূত্র আর্কিমিডিসের থেকেও বেশি ভালো করে বুঝলেও, বইয়ের ভাষায় না লিখলে আজও এইদেশের বহু স্কুলের বহু পরীক্ষায় পুরো নম্বর দেওয়া হয় না।
  • pi | 82.83.90.116 | ২৯ জুলাই ২০১২ ০২:২৭565700
  • ক্রিকেটকোচিং নাই বা দেখি, আমি একাগ্রতার সাথে অনেককেই অনেককিছু করতে বা করাতে দেখেছি ঃ) ক্লাসিকাল গানের তালিমে একটা রাগের দুটো লাইন টানা দু বছর ধরে শিখিয়ে যেতে ও প্র্যাকটিস করতে দেখেছি।ঃ)

    হ্যাঁ,ক্রিকেটকোচিং এর বাচ্চাটাকেও যদি দেখি, অমুক ইয়েতে চান্স না পেলে জগত মিথ্যা হয়ে গেলো ভাবতে, আর শুধু সেইজন্যই প্র্যাকটিশ করে যেতে আর কী ফল হল তার জন্য খুব উদ্বিগ্ন ও স্ট্রেসড আউট হয়ে থাকতে, তালে সেখানেও বলব তো।

    আর এটা বাচ্চা বলে তো না, কোন প্রাপ্তবয়স্ককের এরকম করতে দেখলে (সেটা পড়াশুনার নম্বরের জন্য দৌড়ানো না হয়ে যেকোন রকমের ইঁদুরদৌড় হতে পারে), সেখানেও বলব।

    এক্ষেত্রে আমার মনে হয়নি, মেয়েটি অন্য অপশন, অন্যরকমের জীবন দেখার বিশেষ সুযোগ পেয়েছে। চারপাশের দুনিয়া যেমন দেখছে, সেই অনুযায়ী এক্সেল করার কথা ভেবেছে। যেটা ওর জানা মতে এক্সেল করার উপায়। এক্সেল করার চেষ্টা নিয়ে কোন অসুবিধা নেই তো। কিন্তু এক্সেল করতে গেলে ১০০ এ ৯৯ পেতেই হবে বা ১০০ এ ৯৯ পাওয়াই একমাত্র উপায়, নইলে সব ই ভেঙ্গে পড়বে, আর সেইজন্যই পেতে হবে, এই ধারণাটুকু ভেঙ্গে দেবার কথা বলা হচ্ছে কেবল। এই ১০০ র মধ্যে ৯৯ এর ধারণাটা ওর নিজের তৈরি করা নয় কিন্তু, এটাকে ইগনোর করে গেলে কীকরে হবে।
  • pi | 82.83.90.116 | ২৯ জুলাই ২০১২ ০২:২৮565702
  • 'আর্কিমিডিসের সূত্র আর্কিমিডিসের থেকেও বেশি ভালো করে বুঝলেও, বইয়ের ভাষায় না লিখলে আজও এইদেশের বহু স্কুলের বহু পরীক্ষায় পুরো নম্বর দেওয়া হয় না।' সেটাই তো সমস্যার। পড়ানোর সিস্টেমের। আর ও সেই সিস্টেমের চাপে পড়েছে। এটা কি পড়ার প্রতি প্যাশন?
  • Abhyu | 109.172.116.143 | ২৯ জুলাই ২০১২ ০২:২৮565701
  • চলো ব্যাংদি মশলা খাই (এখন পায়েস বানাচ্ছি) - আর ছোটোবিবি যে প্রণাম করে আশীর্বাদ চাইছে সেটাই কাফি ইন্ডিকেশন যে আর্কিমিডিসের সূত্র ওর প্রেমের সূত্র নয়।
  • ব্যাং | 132.167.94.77 | ২৯ জুলাই ২০১২ ০২:৩০565704
  • বছর দুয়েক আগে ব্যাঙাচি ক্লাস টুয়ে পড়ার সময়ে প্রশ্নের অংক করতে গিয়ে এমনি লম্বা লম্বা সেন্টেন্স লিখছিল এবং সেই সেন্টেন্সের গ্রামার ঠিক আছে কিনা সেটা দেখতে গিয়ে এমনি মাথা ঘামাচ্ছিল যে আমি ওকে বল্লুম "ওরে এটা অংক, লিটরেচার নয়, স্টেট্মেন্ট নিয়ে অত মাথা ঘামাস নি, অংকটা বুঝতে পেরে ঠিকমত করতে পারিস কিনা দ্যাখ। স্টেট্মেন্তে যতটুকু না লিখলেই নয় ততটুকুই লেখ"
    ছেলে মায়ের কথা শুনল পরীক্ষায় লিখল, "NO of chocolates" ইত্যাদি, খাতা পাওয়ার পরে দেখা গেল প্রতিটি অংক ঠিক হওয়া সত্ত্বেও অংকগুলোয় পাঁচে আড়াই করে দেওয়া হয়েছে, কারণ অন্যরা ওর থেকে লম্বা স্টেটমেন্ট লিখেছে।
  • Abhyu | 109.172.116.143 | ২৯ জুলাই ২০১২ ০২:৩১565706
  • ব্যাংদির কপালটাই খারাপ :)
  • VB | 161.141.84.221 | ২৯ জুলাই ২০১২ ০২:৩১565705
  • হ্যাঁ ব্যাং, সেই জন্যেই তো ভিশাস সাইকল এই নম্বরনির্ভরতা।
    প্রাণটি বাঁচাতে মাথাটি খোয়াতে হয়।
    একজনকে জানি, নিজের ভালোবাসার বিষয়টি নিয়ে ভালোবাসার জায়্গায় ভালোবাসার কাজ করার জন্য দাঁতে দাঁত চেপে ঐ গাঁতিয়েছে, কোনোক্রমে জাল ছিড়ে বেরিয়ে ভালোবাসার কাজটিতে পৌঁছে সে দেখে তার মাথা কন্ডিশন্ড হয়ে গেছে, সেখানে নতুন কিছু করবার আর সাহস নেই, ছিলো একদিন কিন্তু আর নেই, এখন সে শুধু পাথর টুকরো করতে পারে মাত্র, বড় বড় জায়ান্টরা পাহাড় ভেঙে দেয়, সে পিছনে পিছনে স্টোন চিপ বানাতে বানাতে যায়। তবু ভালোবাসার কাজটি তো হাতে ছোঁয় যায়, এই সান্ত্বনা।

    নাকের বদলে তাই তার নরুণ দিতে হয়েছে।
  • a x | 109.50.243.38 | ২৯ জুলাই ২০১২ ০২:৩২565707
  • হ্যাঁ অসুস্থ রকমের রোগা না হলে সুপারমডেল হওয়া মুশকিল। সেরকমই।

    তবে আশা করি বদলাবে, মডেলিংএ একটু একটু বদলাচ্ছে। এদেশে ওপেন বুক, ওপেন টাইম পরীক্ষা হয়। যতদিন না বদলায়, ততদিন শিশুটি নিজেকে অসুস্থ করে তুললে বাবা-মার কিছু দায়িত্ব থাকে।

    খুবই ভালো কথা বিবি কাউন্সেলিং এর কথা ভাবছেন, নিজেরা যাবেন বলেছেন।
  • rimi | 85.76.118.96 | ২৯ জুলাই ২০১২ ০২:৩৩565708
  • হ্যাঁ, পড়াশুনো ভালোবাসার ব্যপারে অভ্যুর সঙ্গে একমত। (অভ্যুর ছেলেপুলের কি সৌভাগ্য যে ওর মত বাবা পাবে ঃ-)
  • ব্যাং | 132.167.94.77 | ২৯ জুলাই ২০১২ ০২:৩৪565710
  • "এটা কি পড়ার প্রতি প্যাশন?"
    কেন নয় পাই? আমরা কি কেউ ওর লক্ষ্যটা ঠিক কোথায়, তা কি জানি? হয়তো ওর লক্ষ্যে পৌঁছাতে ওকে এই নম্বরগুলোকেই সোপান হিসেবে ব্যবহার করতে হবে, তাই ও এত মাথা ঘামায়, এত সতর্ক থাকে। আর অন্যরকমের মানুষ, অন্য ধরণের পৃথিবী যে কেমন সেতো বিবি ওকে দেখিয়েইছেন, সে কথাও তো বিবি লিখেছেন।
  • Abhyu | 109.172.116.143 | ২৯ জুলাই ২০১২ ০২:৩৪565709
  • "হ্যাঁ অসুস্থ রকমের রোগা না হলে সুপারমডেল হওয়া মুশকিল। তবে আশা করি বদলাবে, মডেলিংএ একটু একটু বদলাচ্ছে। এদেশে ওপেন বুক," এই পর্যন্ত পড়ে মনের যা ভাব হল সেটা লেখা যাবে না।
  • a x | 109.50.243.38 | ২৯ জুলাই ২০১২ ০২:৩৫565711
  • কালে কালে কি হল, অভ্যুও পেকে গেল!
  • ব্যাং | 132.167.94.77 | ২৯ জুলাই ২০১২ ০২:৩৬565712
  • সত্যি রে অভ্যু। হঠাৎ করে তোর প্রতিটা কথায় ভীষণরকম একমত হতে শুরু করেছি। সবচেয়ে বেশি একমত হলাম, কপাল খারাপের কথাটায়। ঃ-))
  • VB | 161.141.84.221 | ২৯ জুলাই ২০১২ ০২:৩৮565713
  • অভ্যু বলেছে ছেলে হলে বা মেয়ে হলে পৈতেও দেবে!
  • Abhyu | 109.172.116.143 | ২৯ জুলাই ২০১২ ০২:৩৯565716
  • VBটা কি আমাদের নিশি? আমার পৈতের ওপর খুব শখ। ঐ জন্যে বামুন দেখে বিয়ে করেছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন