এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গোর্খাল্যান্ড ???

    Ananyo
    অন্যান্য | ০৪ আগস্ট ২০১৩ | ২৭৮৯৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | 213.99.212.53 | ২১ আগস্ট ২০১৩ ১৩:১০615922
  • তিস্তা ব্যারেজ টা কে ভারী প্রকল্প বলা যেতে পারে। তাতে কিছু লোকের আপত্তি থাকতে পারে। তবে ভারী প্রকল্প হয় নি এটাও অন্য কিছু লোকের আপত্তি থাকতে পারে। এবং দু দলের ই রাজ্য চাহিদা হতে পারে। এই প্রবলেম টা এই আলোচনায় অ্যাড্রেস্ড হয় নি।

    আমার মনে হয়েছে, যে আর্বানাইজেশন এর একটা মডেল, (পূর্ব, দক্ষিন পূর্ব এশিয়া থেকে নেওয়া), সেটা র সংগে জুড়ে বসেছে, একটা হেজেমোনিক ধারণা যে মানুষের কাজের অধিকারের দরকার নেই, চাকরির দরকার নেই, সামাজিক সুরক্ষার দরকার নেই, শুধু এন্টারপ্রিনিয়োরশিপ হলেই চলবে(পড়ুন ক্রোনি ক্যাপিটালিজম) অর্থাৎ যে যা পারবে লো স্কিল ব্যবসা করে খাবে, এই ধারণাটার হেজেমোনিক শক্তি এতটাই ব্যাপক ও দৃঢ়, যে কৃষি আন্দোলন করা নেতা মন্ত্রী হওয়ার পরে, লোকের পেনসন খাতে বরাদ্দ কমিয়ে দিল, পাবলিক ট্রাঅন্স্পোর্ট প্রায় সাকসেসফুলি তুলে দিল, এবং বিমল গুরুং হয়তো দার্জিলিং এ হয়তো ঝিন্চ্যাক উন্নয়ন টা কেই একমাত্র উন্নয়ন মনে করবে। এটার লোকাল রেজিস্টান্স হবে। তবে হ্যাঁ তার আগে, সায়ত্ত্ব শাসন টা দরকার, কিছু তো লোকের চাগরি হবে রে বাবা।
  • pinaki | 148.227.189.8 | ২১ আগস্ট ২০১৩ ১৩:১২615924
  • বা ধরুন খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার, সিলেবাস কী হবে বা স্কুলের পাঠ্য বইতে কী থাকবে - সেটার নিয়ন্ত্রণই বা এখন কার হাতে? মানে জিটিএর এলাকার মধ্যের স্কুলগুলোর কথা বলছি?
  • h | 213.99.212.53 | ২১ আগস্ট ২০১৩ ১৩:১২615923
  • নিয়োগের সিদ্ধান্ত ডেফিনিটলি তার হাতে, তবে বাকি গুলো চুক্তি টা পড়ে বলতে হবে। প্রাইমারি এডুকেশন তার হাতে, আর মাধ্যমিক এডুকেশন রাজ্যের হাতে এটার সম্ভাবনাই বেশি, কারণ এটাই জেলাপরিষদ মডেল।
  • pinaki | 148.227.189.8 | ২১ আগস্ট ২০১৩ ১৩:১৩615925
  • চুক্তিতে কি পরিষ্কার করে এগুলো লেখা থাকবে? তাহলে চুক্তিটা পড়ে দেখব।
  • RM | 129.226.173.2 | ২১ আগস্ট ২০১৩ ১৩:৩৭615926
  • চুক্তিতে যা আছেঃ
    The administrative, executive and financial powers in respect of the subjects
    transferred will be vested in such a way that the new Body may function in an autonomous and effective way;
    The subjects alongwith all Departments / Offices to be transferred to the new Body is
    appended as Annexure – ‘A’.
    এই Annexure-A তে এডুকেশন রিলেটেড এগুলো আছেঃ
    (5) School Education including primary education, secondary education, higher
    secondary education (including vocational training): Physical Education;
    Government Schools.
    (6) College Education including Agricultural and Technical Colleges, Local
    Management of Government sponsored Colleges; Mass Education and Physical
    Education; Engineering, Medical, Management, and Information Technology with
    Government and Government sponsored colleges for which wings /cells shall
    have to be created by the GTA for the area under its jurisdiction;
    (7) Adult Education and Library Services;
  • cm | 120.225.155.56 | ২১ আগস্ট ২০১৩ ১৩:৪২615927
  • প্রস্তাবিত গোর্খাল্যান্ডে বিগু মুখ্যমন্ত্রী হবে আর পারিষদবর্গ কিছু হবে। এছাড়া আর কি হবে কেউ জানে? খুব সম্ভবত না। একে কি ধান্ধাবাজি বলা ভুল হবে?
  • PT | 213.110.243.23 | ২১ আগস্ট ২০১৩ ১৩:৪৯615928
  • "আর পিটি বুঝলো উল্টো।"

    কিজানি! বাংলা ভাষাটা এত কম বুঝতাম তা আগে জানা ছিল না।

    বাংলা কোন দিনই quantity-তে হিন্দির জায়গা নিতে পারবে নাঃ তার কারণ ভারতে বাংলার তুলনায় হিন্দিভাষী মানুষের সংখ্যা অনেক বেশী (8% vs 41% )। আর সেই কারণেই হয়ত ইদানিং টলিউডের কোন কোন পরিচালকও হিন্দিতে ছবি করা শুরু করেছে। এই কথাটা মূলতঃ কমার্শিয়াল ছবির ("টাকায় অনুদিত") প্রেক্ষিতে বলা।

    "পিটি - কুনাল বাংলায় লিখতো?"

    এবারে আমার বাংলা তোমার না বোঝার পালা, কল্লোলদা। কুণালকে আমি ছাত্র অবস্থা থেকে জানি-তাই জানি যে সে দক্ষতার সঙ্গে ভাল বাংলা লিখতে পারে (যে লেখে তাকেই বোধহয় লেখক বলা যায়?)। আমি লিখেছি কি যে সে বাংলায় উপন্যাস লিখেছে? সে যে ইংরিজিতেই (উপন্যাস) লিখতে শুরু করল তার একটা কারণ (সবটা নয়!) হতে পারে যে সে বড় সংখ্যার পাঠকের কাছে পৌঁছোতে চেয়েছে।
  • কল্লোল | 125.242.171.155 | ২১ আগস্ট ২০১৩ ১৫:২০615929
  • পিটি। আরে না না। কুনাল নিয়ে নো কটাক্ষ। আমি ভাবলাম তুমি তো কুনালকে অনেকদিন ধরে চেন। আমার চেনা তো ঐ প্রায় ঝগড়া করেই। কুনাল খুব ভালো ডিবেট করতো। লিখতো বলে জানতামই না। সত্যি কথা বলতে কি তুমিই তো আমায় বলেছো জাপানী বৌএর কুনালই আমাদের কুনাল। তাই ভাবলাম হয়তো তুমি ওর বাংলা লেখার খোঁজ জানো।
    নো কটাক্ষ মেন্ট, প্লিজ।

    বাংলা ভাষা পৃথিবীতে ৬ নম্বরে আর হিন্দি ৫ নম্বরে। http://en.wikipedia.org/wiki/List_of_languages_by_number_of_native_speakers
    ওটা ৮% আর ৪১%এর গপ্পো নয় বরং ২.৬৬%আর ২.৬৮%এর গপ্পো।
    কেন পারবে না?
  • PT | 213.110.243.23 | ২১ আগস্ট ২০১৩ ১৬:২৯615930
  • আমি বিশ্বের বাঙালী ধরে হিসেব কষিনি-ভারতের বাঙালী ধরেছি ("তার কারণ ভারতে বাংলার তুলনায় হিন্দিভাষী মানুষের সংখ্যা অনেক বেশী")।

    কারণ তত্বটা ভারতের সব ভাষার ক্ষেত্রে প্রয়োগ কর যায় কিনা বোঝার জন্য। তোমার লিংকে ভারতের আর অন্য কোন ভাষা খুঁজে পাবেনা। তার জন্য এবার এইটা দেখতে হবেঃ http://en.wikipedia.org/wiki/List_of_languages_by_number_of_native_speakers_in_India।

    তাহলে বোঝা যাবে যে ভাষা থেকে অর্থ উপায় এক দুরূহ প্রচেষ্টা। সেইজন্যেই বাংলা সিনেমার অধিকতর চালাক লোকেরা সরাসরি হিন্দি বা ইংরিজির আশ্রয় নিতে শুরু করেছে।

    আশায় রইলাম যে কোনদিন সাঁওতালী বা ভারতে তৈরি নেপালী ছবি অর্থ উপার্জনের সহায়ক হবে।
  • কল্লোল | 111.63.193.135 | ২১ আগস্ট ২০১৩ ১৬:৪১615932
  • উপার্জন বিষয়টি আপেক্ষিক।
    সাঁওতালী বা নেপালীতে শুধু ছবি নয়, ঈশেন যেমন বল্লো, "এর সঙ্গে বইয়ের বাজার, সিডির বাজার, সফটওয়্যারের বাজার, গ্রিটিংস কার্ডের বাজার, টিশার্টের বাজার -- সব যোগ করলে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে সে বলা ভারি শক্ত। ওহো, টিভি চ্যানেলের বিজনেস তো বাদই দিলাম।"
    এতে হিন্দিতে যদি ১০০টাকা হয় তো ইংরাজিতে ১লক্ষটাকা তো নেপালী বা সাঁওতালীতে ৩০টাকাই হোক।
    যে সংসারে রোজগার প্রায় নেই, তাতে যতটুকু হয় তাইই ভালো।
  • h | 213.99.212.53 | ২১ আগস্ট ২০১৩ ১৭:৫৩615933
  • কিন্তু একটা প্রবলেম আছে, যেটা হল, হয়তো সাঁওতালী র‌্যাপ এর খুব বাজার হল, কিন্তু আমরা যেটা সাঁওতালী সুর বলি, সেটা র বিক্রি কমে গেল। এটা মোর ইন্টারেস্টিং প্রবলেম।
  • PT | 213.110.243.23 | ২১ আগস্ট ২০১৩ ১৭:৫৪615934
  • Good luck!!
  • h | 213.99.212.53 | ২১ আগস্ট ২০১৩ ১৭:৫৮615935
  • কোরিয়ান গাঙ নাম স্টাইল যদি ভাইরাল হতে পারে, কোলাভেরি ডি যদি ভাই রাল হতে পারে, এটা হবে না কেন? হলে আসলে একটু অন্যরকম সমস্যা। তবে সেটা আলোচনা করে লাভ নেই।
  • PT | 213.110.243.23 | ২১ আগস্ট ২০১৩ ১৮:১৯615936
  • ঠিক, এসব নিয়ে যত কম আলোচনা হয় ততই ভাল। কে না জানে যে বাঙালী যুব-সম্প্রদায় সরকারি মদতে বাংলা ভাষা-সংস্কৃতির চর্চায় ও তার উন্নতিকল্পে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে!!



    একজন বাঙালী দর্শক/শ্রোতার মন্তব্য (You Tube কর্তৃপক্ষের নয়!) প্রণিধানযোগ্যঃ "Without Hindi Music things can be much worse if Done in Silence"!!
  • cm | 127.193.37.127 | ২১ আগস্ট ২০১৩ ১৮:৩৮615937
  • ঈশান আমি বক্রোক্তি নয় দুটি কথা বলতে চেয়েছি।
    ১)আমার অবস্থান বলে যা বলা হয়েছে তেমন কথা আমি কোথাও বলিনি। সেটি উল্লেখ করেছি এবং আমি যা বলেছি সেদিকে দৃষ্টি আকর্ষণ করেছি। আপনি অলমোস্ট একা একটি স্ট্যান্ড ডিফেন্ড করছেন, কে কি বলছেন সব মনে রাখা সম্ভব নয়, এ ভুল হতে পারে, গুরুতর কিছু নয়।

    ২) আপনার যে পোস্টটি সম্পর্কে বলছি সেটিতে অবস্থানের এক পরিবর্তন দেখছি। তাতে আমি খুশি হয়েছি তারই উল্লেখ করেছি। পরিমাপযোগ্য বিকাশ হল আমি গোদা ভাষায় যা বুঝি তাই। রোটি, কাপড়া আউর মকানের দাবী পূরণের বিকাশ। আপনিও অবশেষে তারই কথা বলেছেন আর তাতেই খুশি হয়েছি। (মনে হচ্ছে বিগু ইত্যাদি প্রভৃতি জনতার আবেগ নিয়ে খেলা করছেন, তা পছন্দ করিনে।)

    এখন এ কথা সহজেই অনুমেয় সেই বিকাশে স্থানীয় প্রজ্ঞা অবশ্যই কাজে লাগানো হবে। তার জন্য গোর্খাল্যান্ডের দরকার হয়না। আজ (Date:21 Aug 2013 -- 07:54 AM) আপনিই লিখেছেন "স্বশাসনের পদ্ধতি মানেই আলাদা রাজ্য হতে হবে তার কোনো মানে নেই। "

    ৩) সাহিত্যসভা বিষয়ক মন্তব্যটি ভুল বোঝা হচ্ছে তাই দুকথা লিখি। এই যে গুরুর পাতায় অনেকেই লেখেন, ভালই লেখেন। অনেকেই সিনেমা, থিয়েটার, নাটক গান বাজনায় উৎসাহী , এরা কি ব্যতিক্রমী ক্ষমতার অধিকারি? আমার তা মনে হয় না। (কাউকে আহত করতে চাইনে কিন্তু ) এরা দুবেলা উপযুক্ত পুষ্টিকর খাবার খাচ্ছেন, উপযুক্ত অবসর আছে, আর নিজের প্যাশনটির জন্য যে সামান্য পয়সাকড়ি দরকার তা আছে। অতএব তারা সংষ্কৃতির চর্চা করছেন। অর্থাৎ কিনা কিছু পূর্বশর্ত সিদ্ধ হলে সাহিত্য সংষ্কৃতির চর্চা আমাদের স্বতঃষ্ফূর্ত প্রবৃত্তি। আমি সেকথাই বলেছি। গোদা ভাষায় খাওয়া ঘুমের করোলারি।

    এই তো গপ্পো শেষ। এই টই মনে হয় আমরা হাত মিলিয়েই ক্লোজ করতে পারি।

    h কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে যাচ্ছেন। না দাদা আমরা সেদিকে কেউই যাচ্ছিনা। ওসব নিয়ে আলোচনা হলে এই রাজ্যের দাবী মনে হয় আরৈ টেঁকেনা। তবে তা নিয়ে চাইলে আপনারা বিতন্ডা করুন।

    গোর্খা সিনেমা নিয়ে কিছু বলতে চাইনা। তার সাফল্যের জন্য চাই হয় জনবিষ্ফোরণ নয় বিশ্বজুড়ে গোর্খা উপনিবেশ। কোনটিই কাম্য নয় অতএব...
  • ranjan roy | 24.96.13.26 | ২১ আগস্ট ২০১৩ ২০:২৪615938
  • সিএম,
    জন-বিস্ফোরণ কেন? গোর্খা সিনেমাকে ইংরেজি বা হিন্দি বা বাংলা সিনেমার সঙ্গে কেন কমপিট করতে হবে? ভোজপুরি বা ৩৬ গড়ি সিনেমার মত ক্যাপটিভ অডিয়েন্স নিয়েও একটা viable ইন্ডাস্ট্রি দাঁড়াতে পারে।
    আর টলিউডের বাংলা সিনেমা যেমন বাংলাদেশিরা দেখে এবং vice versa, তেমনি গোর্খাল্যান্ডের নেপালি সিনেমার দর্শক খাস নেপালেও তো হবে।
  • cm | 116.213.231.196 | ২১ আগস্ট ২০১৩ ২১:১৮615939
  • রঞ্জনদা, এই টই এ আমি এ নিয়ে আলোচনা করতে চাইনা। আশা করি ভুল বুঝবেননা। তবে দিদি কদিন আগে বললেননা টলিউড কে হলিউড বানাবেন!
  • aka | 80.193.76.236 | ২২ আগস্ট ২০১৩ ১৯:৫৫615940
  • আলাদা রাজ্য তৈরি হলে সেই ভাষার সিনেমা/গানের বাজার তৈরি হবে, সেই বাজারে সিনেমা ও গান বিক্রি করে উন্নতি হবে এই ব্যপারটা বেশ ইন্টারেস্টিং। যাঁরা জানেন একটু ব্যাখ্যা করলে ভালো হয়। যেমন অসমিয়া সিনেমার মার্কেট বা হিমাচলি গানের মার্কেট ইত্যাদি।
  • Ishan | 214.54.36.245 | ২২ আগস্ট ২০১৩ ২১:৩৪615941
  • চান্দুমামাকে একটাই কথা বলার আছে। "বিকাশ" কে পরিমাপযোগ্য করার জন্য অনেক চেষ্টাপত্তর হচ্ছে। HDI তাদের মধ্যে একটা। সেটাও যথেষ্ট না মনে হওয়ায় নতুনতর ইনডেক্স আসছে। ওটা ইভলভিং প্রসেস। কিন্তু এখনি HDI নামক যে ইনডেক্সটি আছে, তাতে যদি দেখেন, "শিক্ষা", বলাবাহুল্য মাতৃভাষায় শিক্ষা, একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। কাজেই বর্তমান মাপকাঠিতেই বিকাশ মানে শুধু রুটি-কাপড়া-মকান নয়। ভাষা-সংস্কৃতি তার সঙ্গে জড়িত।

    এখানে আপনি যে ধারণাটির প্রতিনিধিত্ব করছেন, সেটা হল বিকাশ মানেই প্রাথমিকভাবে রুটি-কাপড়া-মকান। বিকাশের বর্তমান "পরিমাপযোগ্য" ধারণার সঙ্গে সেটা ঠিক যায়না। এ ধারণা আরও বদলাচ্ছে বলাবাহুল্য।

    এবং আমার সমস্যা ঠিক এইখানেই। "একমাত্র" রুটি-কাপড়া-মকানই গুরুত্বপূর্ণ, বাকি সব পরে দেখা যাবে, এটা নয়। "রুটি-কাপড়-মকান" খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু বাকিগুলিও কম নয়। এইটাই প্রথম থেকে বলছি।

    আরও একটা কথা, দেখবেন, প্রথম থেকেই বলছি। যে, জাতিসত্ত্বাকে সম্মান দিন। স্বীকার করুন। আলোচনায় বসুন। তাতে যা বেরোবার তাই বেরোবে। রাজ্য প্রয়োজনীয় হলে হবে, অপ্রয়োজনীয় হলে হবেনা। কিন্তু প্রথমেই "জাতিসত্ত্বা আবার কি, খায় না মাথায় দেয়" স্ট্যান্ডে চলে যাবেন না।

    এইটুকুই।
  • cm | 233.177.134.66 | ২২ আগস্ট ২০১৩ ২১:৪০615943
  • এরম করলে খেলবনা। এই টই এ মিল হয়ে গেছে এখন আড়ি করলে হবেনা। আর জাতিসত্ত্বাতো আমি প্রথম দিন থেকেই স্বীকার করেছি। আমি থাকতে বিগু কি করে cm হয় আপনিই বলুন?
  • Ishan | 214.54.36.245 | ২২ আগস্ট ২০১৩ ২১:৪১615944
  • ঠিক আছে। ভাব ভাব ডাবডাব। তাইলে নিউক্লিয়ার পাওয়ার নিয়ে পড়া যাক।
  • aka | 34.181.43.79 | ২২ আগস্ট ২০১৩ ২১:৫৭615945
  • কিন্তু HDI তে মাতৃভাষায় শিক্ষার কথা বলা আছে?
  • h | 213.132.214.156 | ২২ আগস্ট ২০১৩ ২২:৩১615946
  • ভেরি গুড। ওয়েল ডান বোথ। অকারণে আক্রমণাত্মক হয়ে কি হবে। আমরা তো পাহাড়ের লোক ও নই, পুলিশ ও নই, তদুপরি ইরেলিভান্ট। জাস্ট চেষ্টা করি, কথা বার্তা বলতে।

    একটা জিনিস লক্ষ্য করেছেন সকলেই আশা করি, সেটা হল, কোন এজেন্সীর কি অধিকার হবে, কোনটা রাজ্য সরকার করবে, কোন টা জি টি এ করবে, তার একটা তালিকা সেদিন একজন দিয়েছিলেন। খেয়াল করে দেখবেন তাতে শিক্ষা, আমায় ভুল প্রমাণ করে, কলেজ এডুকেশন অব্দি ছাড়া ছিল জি টি এ কে। তো তালিকা ইত্যাদি নিয়ে একটাই কনফ্লিক্ট কিন্তু হয়েছে, সেটা হল, যেবার মমতা গেলেন, আর সভার মঞ্চ থেকে লোক কে রাজনীতি করবেন না আমি রাফ অ্যান্ড টাফ এইসব বলে বকুনি দিলেন। তো বিষয় হল, সেবার কনফ্লিকট টা ছিল মেনলি, জমির পাট্টা বিলি নিয়ে, গুরুং রা দের আপত্তি ছিল, জিটিএ চেয়ারম্যান থাকতে পাট্টা বিলি মুখ্যমন্ত্রী কেন করবেন। তখন ব্যাকগ্রাউন্ডে অবশ্য লেপচা পরিষদ ইত্যাদি নিয়ে একটা কনফ্লিকট ছিল।
    এই পার্টিকুলার আপত্তি টা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল।
    কারণ বেনেভোলেন্ট হওয়ার একটা প্রতিযোগিতা। কিন্তু দুজনের কারোর ই জমি র পাট্টা বিলি করার কোন কর্মসূচী নাই। প্লাস পাহাড়ি অঞ্চলে, যেখানে চাষ টাই কম, সেখানে, শুধু কৃষি জমির পাট্টা বিলি করে সোশাল ট্রান্সফর্মেশন করা যাবে এমন কোনো সম্ভাবনা নাই, তবু ঐখানে ক্ল্যাশ।

    অথচ, শিক্ষা নিয়ে ক্ল্যাশ হতে পারতো। লোকাল নলেজ, যেটার কথা ইশান বলছে, সেট সিলেবাসে আসবে না আসবে না সেটা নিয়ে, একট সংঘাৎ হতে পারতো।
    কিন্তু সেটা হল না। আদৌ। সময় পায় নি হতে পারে, আরো বড় লড়াই ছিল হতে পারে, কিন্তু একবারো তার কথা ওঠে নি, এটা তবু কেরালায় হয়েছিল, এখানেও কিসুটা হয়েছিল, ভাষা বিতর্ক টা যদি ধরি। কিন্তু মেন স্ট্রীম এর বাইরে, সত্যি ই বাইরে থাকা জায়্গায় এই মতাদর্শগত বিতর্ক হতে পারতো। কিন্তু হয় নি। এটা ইন্টারেস্টিং।

    আমার ধারণা, এটা আগেও বলেছি, যে আসলে, বিকল্প ভাবনা চিন্তা টা ততটা স্পষ্ট নয়, (কেবল মাত্র এক্ষেত্রে), হতে পারে, এতটাই এনার্জি যাচ্ছে, আলাদা একটা রাজ্য পেতে, পরেকার কর্মসূচী ভাবার সময় নাই। কিন্তু তাই বলে কি রাজ্য চাই না, চাই, কিন্তু এগুলো ভাবতে হবে। নইলে ফেডেরালিজম এর পথে এগোলেও, ফেডেরালিজম আসবে না। একটা কালচারাল স্টেজ শো হয়ে থেকে যাবে, সত্ত্বার এক্সপ্রেসন টা, বা অন্তত সেই হিসেবে মিসইন্টারপ্রিটেড হতে পারে।
  • Ishan | 202.43.65.245 | ২২ আগস্ট ২০১৩ ২২:৫৭615947
  • ঠিক। ফেডারালিজমটা দরকার। উন্নয়ন, সত্ত্বা, সবক্ষেত্রেই দরকার। সেইজন্যই ক্রমাগতঃ বিতর্কটাও দরকার।

    ইন ফ্যাক্ট, এই ক্ষেত্রে শুধু না। পঞ্চায়েতের ক্ষেত্রেও দরকার। পঞ্চায়েত তো একটা বিপুল উদ্যোগ। ম্যাসিভ বিকেন্দ্রিকরণ। সেটা ঠিক কোন কোন ক্ষেত্রে বাড়ানো দরকার, কোথায় কো-অর্ডিনেশন বাড়ানো দরকার, কোথায় কেন্দ্রিকতার হস্তক্ষেপ জরুরি, এগুলো নিয়েও বিতর্ক হওয়া প্রয়োজন।
  • ranjan roy | 24.99.71.33 | ২৩ আগস্ট ২০১৩ ০০:০৬615948
  • না, না, কারাতবাবু- ইয়েচুরিবাবু যা করেন তাই খারাপ নয়।
    জ্যোতিবাবুঅকে প্রধানমন্ত্রী হতে দেন নি --বেশ করেছেন।
    অর্থোডক্স মার্ক্সিস্ট স্ট্যান্ডপয়েন্ট থেকে ঠিকই করেছেন। এই বুর্জোয়া সংবিধানে শপথ নিয়ে দেশের প্রধানমন্ত্রী হওয়া শ্রমজীবি জনগ্ণের প্রতি বিট্রেয়াল! শোধনবাদী ইন্দ্রজিৎ গুপ্ত করতে পারেন, কিন্তু সিপিএম কদাপি নয়।!!
    তবে নিউক্লিয়ার ইস্যু ( যেটা আম জনগণের কাছে বোধগম্য নয়) তে সরকারের থেকে সমর্থন তুলে নেয়া সুইসাইডাল হয়েছে। হয়তো বঙ্গে এমন রেজালট হত না। সংসদেও না। এখন প্রণবকে রাষ্ট্রপতি করেও ভরপাই করা মুশকিল। পঞ্চায়েত ভোটে দেখা যাচ্ছে,
  • ranjan roy | 24.99.71.33 | ২৩ আগস্ট ২০১৩ ০০:১১615949
  • বাঃ! বক্তব্যের জন্যে হনু ও ঈশানকে ক। আর স্পিরিট ও ক্ল্যারিফিকেশনের জন্যে চান্দুমিঞাকে ক।
    আলোচনাটা এখন" আইদার অর " এর জায়গা থেকে সরে গিয়ে একটি কমন ফিল্ডের মধ্যে বিভিন্ন viable alternative এর মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আর কি চাই!
  • s | 182.0.249.87 | ২৩ আগস্ট ২০১৩ ০০:১৭615950
  • জাতিসত্বার লড়াইয়ের নেতার বিষয়ে কিছু তথ্য।
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=5872&boxid=23855515
    সবচেয়ে ইন্টেরেস্টিংঃ পাহাড়ে কানাঘুষোয় শোনা যায়, বিমলের এখন নামে বেনামে ১৩টি স্করপিও গাড়ি আছে। তাঁর ছেলেমেয়েরাও প্রতিষ্ঠিত। ছেলে নেপালি সিনেমার উঠতি নায়ক। মেয়ে অস্ট্রেলিয়ায় পড়াশুনো করে (নিশ্চয়ই গোর্খাভাষায় নয়)। সে পরতপক্ষে দর্জিলিংমুখো হয় না।
    ঃ)
  • ranjan roy | 24.99.71.33 | ২৩ আগস্ট ২০১৩ ০০:৩৪615951
  • হ্যাঁ, এগুলো কমন ফ্যাক্টর। নেপালের মাওবাদী আগুনখেকো নেতা পুষ্পকুমার দহল প্রচন্ডের ছেলে নাকি বিলেতে পড়ে। চারু মজুমদারের মেয়ে ১৯৭১ এর নির্বাচন ও শিক্ষা বয়কটের সময় প্রি-মেডিক্যাল টেস্ট এ বসেছিলেন আর ওঁর মা লীলা মজুমদার স্কুলে হাজির ছিলেন। জ্যোতিবাবুর ছেলে চন্দনবাবু লা মার্টিনিয়র পাশ ও শিল্পপতি।
    কিন্তু তাই দিয়ে এদের যে আন্দোলনগুলো তার চরিত্র নির্ধারণ হয় না, গুরুং এর আন্দোলনের ও না। আজ সুভাষ ঘিসিং এর মত এককালের ক্যারিশমা আজ অপ্রাসংগিক হয়ে গেছেন। কাল বিমল গুরুং ও হতে পারেন। ইতিমধ্যেই কিছু মতভেদ দেখা যাচ্ছে। কিন্তু গোর্খাল্যান্ড আন্দোলন অপ্রাসংগিক হবে কি?
  • s | 182.0.249.87 | ২৩ আগস্ট ২০১৩ ০০:৪৩615952
  • যে আন্দোলনের নেতৃত্ব ও মুখ এক বা একাধিক দুর্নীতিপরায়ন ব্যক্তি (জিটিএ থেকে কত টাকা ঝেরেছে, সেই খবরটা দেখুন), সে আন্দোলনে আমার সমর্থন নেই। অবশ্য তাতে কিছু এসে যায় না। কিন্তু এইটুকুই।
  • cm | 233.235.208.116 | ২৩ আগস্ট ২০১৩ ০৭:০৪615954
  • তাহলে কি বিগুকে ধান্ধাবাজ বলা যায়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন