এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমাদের চোখে ইসলাম

    r
    অন্যান্য | ০৭ জুলাই ২০০৬ | ৫৫৭৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r | 61.95.167.91 | ০৭ জুলাই ২০০৬ ১৪:১৯634282
  • কেউ খোলাখুলি এই নিয়ে কথা বলে না। চার হাজার বছর আগের ধর্মীয় গ্রন্থ, ল্যাটিন আমেরিকার সাহিত্য, বিশ্বকাপ ফুটবল, বাংলা কবিতা- সব কিছু নিয়েই আমরা উৎসুক, তৎপর, কারণ সত্যি সত্যি বলতে গেলে, এইসব আমাদের মননের চুলকুনি ছাড়া আর কিছু নয়। অথচ কিছু কথা জনসভায় ঠাঁই পায় না, কারণ "কখন কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না"। যদিও কথাগুলো বলা খুব জরুরী। কাজেই খোলাখুলি কথা হোক।
  • Juju | 60.48.151.34 | ০৭ জুলাই ২০০৬ ১৬:১১634393
  • শুনেছি মক্কার কাবার নীচে আছে নাকি আসলে একটি শিবলিঙ্গ। সত্যি নাকি?
  • Juju | 60.48.151.34 | ০৭ জুলাই ২০০৬ ১৬:২০634486
  • ইসলামের কয়েকটি ভালো দিক:

    ১। উপাস্য একমাত্র আল্লা। হিন্দুদের মত অত দেব দেবতা উপদেবতা অপদেবতা নেই, তাই উপাসনা করা খুব সোজা। আর একাধিক দেবতা না থাকায় তাঁদের মধ্যে ভক্তের পূজা পওয়া নিয়ে বিবাদ কলহও নেই, যেমন আমাদের মনসা আর দূর্গার মধ্যে ছিল। একটা উদাহরণ দিলাম, এরকম আরও অনেক আছে।

    ২। ইসলাম ধর্ম খুব ডিসিপ্লিনড। যাঁরা সঠিক ভাবে মানেন, তাঁদের জীবনযাত্রাও খুব ডিসিপ্লিনড হয় শুনেছি। যেমন নিয়ম করে নামাজ পড়া, রমজানের উপোস, মদ্যপান হারাম প্রভৃতি।

    আরো আছে, আমার এই মুহূর্তে এই দুটি ই মনে পড়ছে।

    খারাপ দিক:

    ১। তালাক। তালাক তালাক তালাক বল্লেই নাকি বিবাহবিচ্ছেদ সম্পূর্ণ। ইল্লি আর কি!

    ২। কোরানে নাকি বলা আছে, বিধর্মী দের যেখানেই পাবে কেটে ফেলবে। এটাই নাকি জেহাদ। যদি সত্যি হয়, এ আবার কি বর্বরোচিত কথা?

  • Somnath | 59.145.225.101 | ০৭ জুলাই ২০০৬ ১৬:২২634497
  • ""আমাদের"" শব্দটার মানে বই দাও।

    সামহোয়ারইন এর ব্লগগুলোতে এ নিয়ে গুচ্ছ বকাবকি হয়ে গেছে। হচ্ছে। গুচ্ছ এফিশিয়েন্ট বকাবকি।
  • Parolin | 213.94.228.210 | ০৭ জুলাই ২০০৬ ১৬:২৬634508
  • আমার এক মুসলিম বন্ধুর কাছে শুনেছিলাম ইসলামে নাকি পরিচ্ছন্নতার ওপরে যথেষ্ট জোর দেয়। খাবার সময় কিছু নিয়ম পালন করা হয় ।
    ছেলেদের প্যান্ট ঝুল নাকি গোড়ালি পর্যন্তই হওয়া দরকার , তার নিচে নয়। কারণ তাতে রাস্তার নোংরা লাগবে না।
    এমন কি হিসু করার পরে কি ভাবে পরিষ্কার করা উচিত তার ও নাকি নির্দেষ আছে।

  • dd | 202.122.18.241 | ০৭ জুলাই ২০০৬ ১৬:৫০634519
  • এটা নাকি আছে, ওটা নাকি আছে ..... !!

    কোরান খুব বড় বই কিছু নয়। সর্বত্র অনুবাদ পাওয়াযায় । নেটেও। এছাড়া কোরানের খুব ভালো সুচীপত্র থাকে (সচরাচর)। বিষয় খুঁজে পেতে এক মিনিট লাগে।

    একবার পড়েই নিন না।
  • r | 61.95.167.91 | ০৭ জুলাই ২০০৬ ১৬:৫৩634530
  • আমরা মানে গুরুচন্ডালীতে যারা নিয়মিত লেখালেখি করি- অসাম্পোদায়িক, সমোস্কিতিবান, কিঞ্চিৎ সাম্মোবাদী। এবং উচ্চোসিক্ষিতো, মোদ্ধোবিত্তো থেকে উচ্চোবিত্তো। তারেক, সামরানের মতো কিছু মানুষকে বাদ দিলে যাদের বেশির ভাগ হিন্দু (নাস্তিকতার প্রবল দাবী সঙ্কেÄও "হিন্দু" শব্দটা আন্ডারলাইন করলাম)। হল?
  • dd | 202.122.18.241 | ০৭ জুলাই ২০০৬ ১৭:১৭634541
  • কোরান অবশ্যি পড়িচি। বাড়ীতেই আছে এক কপি।

    লিখছি। কিন্তু ইসলম আর কোরান -কছাকাছি হলেও সমার্থক নয়।
  • b | 61.95.167.91 | ০৭ জুলাই ২০০৬ ১৮:০৬634552
  • এটা কি তুলনামূলক পরিচ্ছনতা সম্পর্কে আলোচনা?
  • saa (su) | 217.206.227.224 | ০৭ জুলাই ২০০৬ ১৮:৩৬634283
  • প্রকৃত ইসলাম আমাদের কাছে অজানা! তবে ইসলামী ভাস্কর্য্যের উৎকৃষ্টতা দেখে মোহিত হতে হয়। ভারতীয় শাস্ত্রীয় সংগীতেও ইসলামী প্রভাব অনস্বীকার্য্য!
    মোগল আমলের যে টুকু ধ্বংসাবশেষ আছে সেখানে উৎকর্ষ ই প্রত্যক্ষ করা যায়।
    তবে আজকের যুগে মৌলবাদী ইসলাম বোধহয় প্রকৃত ইসলামীদের কাছে ও যথেষ্ট নিন্দনীয়!
    বেগম মেরী বিশ্বাস বই তে পড়েছিলাম প্রচুর ধনরত্ন নিয়ে বৃটিশ রা ভেগেছিলো সিরাজউদ্দৌল্লার কোষাগার থেকে, তো অসম্ভব ধনী ও ছিলেন এই মোঘল রাজেরা!
    (তখন ও কি তেলের পয়সা ছিলো? এটা ঠাট্টা)
    প্রচুর ইসলামী বিজ্ঞানীর সন্ধান পাওয়া যায় ইতিহাস ঘাঁটলে।
    আজকের ইসলাম আর সেদিনের ইসলামে অবশ্যই অনেক পার্থক্য থাকবে, সে তো যে কোনো ব্যাপারে ই হয় ...
    কেউ যদি এ ব্যাপারে আরো লেখেন পড়তে ভালো লাগবে।
    সা (সু)
  • dam | 199.244.214.30 | ০৭ জুলাই ২০০৬ ১৮:৪২634294
  • 'হিন্দু' কি কোন ধর্ম? আমার তো মনে হয় এটা একটা ফিলোসফি, যদিও এটাকে ধর্ম বানানোর আপ্রাণ চেষ্টা জারি আছে। ইসলাম কিন্তু একটা ধর্ম, পৃথিবীর ইতিহাসে তরুণতম ধর্ম।
  • samik | 202.131.141.197 | ০৭ জুলাই ২০০৬ ১৮:৪৯634305
  • তরুণতম? শিখধর্মের চেয়েও?
  • saa (su) | 217.206.227.224 | ০৭ জুলাই ২০০৬ ১৮:৫৯634316
  • শুনেছি প্রতি হিন্দু পরিবারের বড় ছেলে কে শিখ হিসেবে নিযুক্ত করা হয়েছিলো মুসলমানের আক্রমন থেকে বাঁচানোর জন্যে। তাহলে তো শিখ ই পরে হয় তাই না?
  • tan | 131.95.121.251 | ০৭ জুলাই ২০০৬ ১৯:৩৮634327
  • ব্রাহ্মধর্ম কি তরুণ না অতরুণ?মানে এই ইসলাম ও শিখের চেয়ে?
  • saa | 217.206.227.224 | ০৭ জুলাই ২০০৬ ২০:৩৪634338
  • ব্রাহ্মধর্ম তো শিখের থেকেও তরুন হবার কথা! তাই ই তো মনে হয়। আজকাল একদল চাইনীস বলে যে তাদের কোনো ধর্ম নেই। এও এক নতুন ব্যাপার।
    লেখে ফর্ম এ নো রিলিজিয়ান!

  • tan | 131.95.121.251 | ০৭ জুলাই ২০০৬ ২০:৪০634349
  • হ্যাঁ,এটা দেখেছি চাইনিজদের মধ্যে,কেউ কেউ এমন বলে,বলে কোনো ধর্ম নেই।কেউ কেউ আবার দেখি খ্রীষ্টধর্মে উৎসহী,চার্চে যায়,চাইনিজ বাইবেল পড়ে(ছবির ভাষা দেখে দারুণ লাগে!), রীতিমতও বাইবেল স্টাডি গ্রুপও খুলে ফেলেছে কজন!
    বেশ কটা খ্রীষ্টান মিশন দেখলাম পর পর গ্রীষ্মে চীনে গেলো।অল্পবয়সী মার্কিন ছেলেমেয়েরা গেলো মিশনারী হয়ে,এমনিতে এরা সাধারণ সংসারী,ছাত্র,চার্চে থাকে না,বাড়ীতে থাকে। এখন চীন এদের কাছে একটা দারুণ টার্গেট, ঐ বিপুল জনসংখ্যাকে কায়দা করতে পারলে...
    যাহ,সরে যাচ্ছি টপিক থেকে।
  • saa | 217.206.227.224 | ০৭ জুলাই ২০০৬ ২০:৪৬634360
  • এখানে খৃষ্ট ধর্ম নিলে, মানে চার্চে নিয়মিত গেলে অনেক সুবিধে পাওয়া যায়। আমি দেশ থেকে আসা তেলুগু এক পরিবার কে এমন করতে দেখেছি। হিন্দু পরিবার আসলে, মেয়ের জন্মদিনে কপালে লাল হলুদ (হলদি কুম্‌কুম) লাগায় এমনিতে, কিন্তু প্রতি রবিবারে চার্চ এ যেতো।
    সুবিধের মধ্যে একটা হল ক্যাথলিক স্কুল এ যেখানে খুব ডিম্যান্ড ভর্তি করানোর, সেখানে ভর্তি করাতে সুবিধে হয় আরো আছে, ওদের প্রায় ই নেমন্তন্ন থাকতো চ্যাপেলে খাওয়াদাওয়ার এর ওর বাড়িতে। জামাই খাতির আর কি?

  • tan | 131.95.121.251 | ০৭ জুলাই ২০০৬ ২০:৪৯634371
  • বোধহয় ব্রাহ্ম শিখ এসব খুব বড়োসড়ো জোরদার ব্যাপার নয় বলেই লোকে কাউন্ট কম করে।তাই কি?
    ইহুদী,খ্রীষ্টান,ইসলাম,হিন্দু,বৌদ্ধ-এদেরই কি কাউন্ট করে শুধু?
  • saa | 217.206.227.224 | ০৭ জুলাই ২০০৬ ২০:৫২634382
  • ব্রাহ্ম, শিখ, বৌদ্ধ, আর জৈন ধর্ম তো হিন্দু ধর্মের ই একটু স্পেশাল ভার্সান! যদি ও বৌদ্ধরা এতোটা স্বীকার করতে চায়না। ওরা যেন একটু হিন্দু দের ব্যাপারে.....
    সেই আগেকার ইতিহাস আসলে আমরা ভুলে গেলে কি হয় ....
  • tan | 131.95.121.251 | ০৭ জুলাই ২০০৬ ২০:৫৩634394
  • দেশে আমাদের পাড়াতেও এরকম কেস দেখেছিলাম। বাবামা রামকৃষ্ণ আশ্রমের দীক্ষা নিয়ে রামকৃষ্ণমিশনের বিখ্যাত স্কুলে সহজে ভর্তি করে দিয়েছে ছেলেকে।লোকে বলতো, সত্যিমিথ্যে জানিনা।
    কিছু ইন্সেন্টিভ তো থাকেই!
  • saa | 217.206.227.224 | ০৭ জুলাই ২০০৬ ২০:৫৬634405
  • বিখ্যাত রামকৃষ্ণ আশ্রমের ব্যাপারে অনেক শুনেছি তো। ডোনেশান , মন্ত্রীর চিঠি, জানিনা সত্যি মিথ্যে কি
  • tan | 131.95.121.251 | ০৭ জুলাই ২০০৬ ২০:৫৭634416
  • দক্ষিণ আমেরিকায় নাকি উচ্চবিত্তদের মধ্যে এখন বৌদ্ধধর্মের দারুণ ডিমান্ড।অনেক লোকে বৌদ্ধধর্মে দীক্ষা নিচ্ছেন।
    এটা হয়তো কোনোকিছুর প্রতিক্রিয়ায় হয়েছে।
    তবে বাইরের লোকেদের কাছে হিন্দুধর্ম আজও রিচুয়াল্‌সর্বস্ব একটি অদ্ভুত ধর্মমাত্র,এর ফিলোসফি খুব কমই আমরা বাইরে প্রচার করতে পেরেছি।সে যতই বিবেকানন্দ একশোর বেশী বছর আগে বাইরে গিয়ে বলে থাকুন বক্তৃতা দিয়ে থাকুন,বাইরের খুব কম লোকই জানে তার নাম ও কাজ,দু:খের সঙ্গে মনে হচ্ছে।বেদান্ত সোসাইটির কাজ কতটা ছড়ানো?
  • tan | 131.95.121.251 | ০৭ জুলাই ২০০৬ ২১:০৩634427
  • রঙ্গনের মুখে ইসলামের কথা শুনবো বলে বসেছিলাম,ওপেক দেশগুলোতে কিরকম ব্যাপার চলে সেইসব।আংখো দেখা কাহিনি,সবিস্তারে। কিন্তু, কই? কিছুই বলে না তো?
  • saa | 217.206.227.224 | ০৭ জুলাই ২০০৬ ২১:০৫634438
  • আমরা এখানে মিল্টনকিন্স এর কাছে একটা জাপানীস প্যাগোডা তে গেছিলাম। কি প্রাচুর্য্য! ধনী দেশে ধনী ধর্ম যে সেটা পরিষ্কার বোঝা যায়! আর আমাদের হিন্দু মন্দির গুলো (যে কটা আমি দেখেছি) কি মলিন ওর কাছে। অবাক কান্ড ওরা হিন্দুদের কে কেমন একটা ফরেনার হিসেবে ট্রিট করে! বুদ্ধদেব তো নিজে হিন্দু ছিলেন, তার কি কোনো দাম নেই?
  • tan | 131.95.121.251 | ০৭ জুলাই ২০০৬ ২১:১৪634449
  • সবই টাকার খেলা।স্ট্যটাসের খেলা।
    ডকুর পর ডকু জুড়ে দেখিয়ে যায় হাজারে হাজারে লোকে গ্রহণস্নান করছে,বা কুম্ভস্নান করছে, নোংরা জলে হাজার হাজার লোক গাদাগাদি করে খালিগা হয়ে স্নান।এরা অনুবাদ করে হোলি ডিপ! আর কিকরে যেন বেশী গাঢ় বাদামী হাড়গিলেমার্কা লোকের ছবি তোলে!
    মন্দিরগুলো দেখায় পচা ফুল প্রসাদ দুধে একেবারে যাচ্ছেতাই নোংরা হয়ে আছে আর হাজারে হাজারে লোকে ওর মধ্যেই পুজো দিতে যাচ্ছে।
    বহু বছর ধরে হিন্দুধর্মের পরিচয় এদের কাছে এই।আমরা পাল্টাবার চেষ্টা করেছিই বা কোথায়?
  • dri | 199.106.103.254 | ০৭ জুলাই ২০০৬ ২৩:১৫634460
  • যুযুর তোলা তালাক বিষয়টি নিয়ে একটু আলোচনা চাইছি। তালাক ব্যাপারাটা যত অ্যাব্রাপ্ট হোক বিবাহ বিচ্ছেদ ব্যাপারটাকে স্বীকৃতি দেয়। হিন্দু ধর্মে কি বিবাহ বিচ্ছেদের কনসেপ্টটা আদৌ আছে? আমার মনে হয় হিন্দু মতে বিয়ে ব্যাপারটা ইরিভার্সিব্‌ল। সেই অর্থে তো মুসলিম ধর্ম হিন্দু ধর্মের চেয়ে এক পা এগিয়ে, নয় কি? অবশ্য সেটা হওয়া স্বাভাবিক। মুসলিম ধর্ম তো অনেক পরের।
  • b | 124.7.128.46 | ০৭ জুলাই ২০০৬ ২৩:১৯634471
  • তাইলে মোটামুটি সংক্ষেপে এই:

    হেন্দো ধম্মের সমস্যা:

    ১।পোচার নেই।
    ২। পচ্চিমের অপপোচার।
    ৩। পোয়্‌সা পাওয়া জায় না।
    ৪। conversion এর উপায় টা well defined নয়। তাই ৩ টা সমস্যা।
    ৫। এটা ধম্ম কিন বোজা যায় না।
    ৬। হিন্দু দের মদ্যে জে সবাই গরীব নয় এইত কেউ জানে না।
    ৭।পরিচ্ছন্নতা কেস টা গুবলেট। chaos আছে।
    ৮। জথেশ্‌টা মিসন নাই, অন্যেরা পোচারে আগায়ে জাচ্চে। জেই মিসন টা আচে সেইটার আবার কোরাপছন করার খপর বার হয়েচে।

    আর সুবিদে গুলো হল:

    ১। এটা পাচীন। অনেক ধম্মই এর নানা ভাস্‌সান।
    ২। chaotic nature... টাই উদারতার লক্ষন, কারন scripture nei
    ৩। ভালো একটা Code book নাই।
    ৪। intra tribe competition বেসী। কোনো ইউনিটি নাই।
    ঊইক্য থেকেই বিজয় আসে এই টা মনসা আর শিব বোজেন নাই, অতএব হিঁদু ধম্ম ড্যামোক্কেটিক।

    র, তুমি এতো খচ্চর কেন? কি দিয়ে গেলে মাইরী, রাংগায়ে দিয়ে।

  • tan | 131.95.121.251 | ০৭ জুলাই ২০০৬ ২৩:২৪634482
  • ব ব ব,
    অসুবিদে আট্টা আর সুবিদে চাট্টে?
    সুবিদে তো ভোটে হটে গেলো দেকচি!:-)))
    আপনি কি সত্যি ব ব ব,বোধিসত্ব?
    আমি আবার ব ব ব দের এট্টু ভয় পাই,মহর্ষিও নাকি পেতেন শুনেচি!

  • samran | 59.93.196.149 | ০৮ জুলাই ২০০৬ ০০:০৩634485
  • ওপাড়ায় একবার ধম্মো নিয়ে কথা কইতে গিয়ে বেশ হ্যাপায় পড়েচিলুম। তখন সবে এয়েচি। তাই আজ এই টপিক দেখে কথা কইতে এট্টু দ্বিধা বোধ কচ্চিলাম। কিন্তু সহস করে নেমেই পড়লাম।

    দমু,
    ইসলাম নবীনতম ধর্ম নয়। এই ধর্ম প্রথম প্রচার করেন পৃথীবির আদিমতম মানব হযরত আদম (আ:)। এরপরে যুগে যুগে অনেক নবী ( ধর্ম প্রচারক) এসেছেন ও ইসলাম প্রচার করেছেন। এদের এক একজনের আসার মাঝে কেটেছে কয়েকশ করে বছর। কাজেই পরের জন যখন এসেছেন তখন ধর্ম বলে আর কিছুই থাকেনি। হযরত মুহম্মদ (স:) সর্বশেষ নবী। তিনি এই ধর্মের প্রচার সবচাইতে ভালোভাবে করতে পেরেছিলেন। তাও তার জীবদ্দশায় মক্কায় মাত্র ২১০ জন মত ( সংখ্যাটা ২/১ জন এদিক ওদিক হতে পারে) এই ধর্ম গ্রহন করেছিলন। এর প্রচার ও প্রসার ঘটে ওঁনার ওফাত ( মৃত্য) এর পরে।

    সামরান
  • samran | 59.93.196.149 | ০৮ জুলাই ২০০৬ ০০:৫৭634487
  • যুযুৎসু, দ্রি,
    'তালাক তালাক তালাক' বললে 'তালাক' হয়ে যায় বটে যেমন 'কবুল' বললে বিয়ে হয়। কিন্তু তার আগে পিছে অনেক কথা আছে। আইন যেমন আছে তার ফাঁক ফোকরও তেমনি আছে। তিন তালাক হচ্ছে চরম পন্থা। ইসলামে তিন তালাকের মতবাদ আছে বটে কিন্তু সাথে সাথেই কঠিন ভাবে নিষেধও করা হয়েছে এই তিন তালাক প্রয়োগের ব্যাপারে। ইসলাম সর্বদাই মধ্যপন্থায় বিশ্বাস করে ও আভাজনদের এই পথ অবলম্বন করতেই উপদেশ দেয়।

    বাংলাদেশ আইন করে তিন তালাক নিষিদ্ধ করা হয়েছে। পবিত্র কোরান অনুসারে আবার মানুষ যে দেশে বাস করে সেই দেশের রাষ্ট্রিয় আইন মানতে সে বাধ্য।

    ইসলাম তালাক অনুমোদন করে। কিন্তু সেটা ঐ তিন তালাক পদ্ধতিতে নয়। সেটা ৩ মাস ব্যাপী এক প্রক্রিয়া। তাতে সমাজ আত্মীয় স্বজন সবাইকেই ইনভলভ হতে হয় যেমন বিয়েতে হতে হয়। এই তিন মাস ( স্ত্রীর তিনটি ঋতুকাল) সময় নেওয়া হয় যদি নিজেদের মধ্যে বোঝা পড়া করে নেয় ঐ স্বামী-স্ত্রী। এর মধ্যে যদি নিজেরা মিটিয়ে নেয় তো সেই তালাক বাতিল হয়ে যায়। তা নইলে তিন মাস পার হওয়ার পরে সকলের উপস্থিতিতে তালাক কার্যকরী করা হয়।

    মাঝের এই তিন মাস সময় মেয়েটি তার পিতৃগৃহে থাকবে। যদি তার সে রকম বন্দোবস্ত না থাকে তবে ভাই, মামা, কাকা স্থানীয় কারও কাছে থাকবে। আর সে যদি তার স্বামীগৃহেই থাকে তবে স্বামী-স্ত্রী আলাদা থাকবে। আর এই তিনটি ঋতুকালের হিসেব রাখবেন বাড়ির মহিলারা।

    গর্ভবতী অবস্থায় তালাক হয় না।

    বিয়েতে যেমন দু'তরফেরই কবুল করার ব্যপার থাকে তালাকেও তাই। যদি মেয়েটি তালাক না চায় তবে সমাজ,আত্মীয়-সজন, বাড়ির বড়রা সেই চেষ্টাই করেন যেন তালাক না হয়। কিন্তু অপরপক্ষের বিবাহ বহির্ভুত কোন সম্পর্ক প্রমান করা গেলে খুব সহজেই তালাক হয়ে যায়। অনেকক্ষেত্রেই যে তালাক চায় সে এই ধরনের কিছু ঘটনা তৈরী করে নেয়। তাতে করে খোরপোষ দেওয়ার ব্যপারে সে ছাড় পেয়ে যায়।

    পুরুষের যেমন তালাক দেওয়ার অধিকার আছে ঠিক তেমনি মহিলাদের ও তালাক দেওয়ার অধিকার আছে। সেই মহিলা তালাকের আবেদন করবেন গ্রাম পঞ্চায়েতে, ক্কাজীর অফিসে কিংবা আদালতে।

    সামরান

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন