এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমাদের চোখে ইসলাম

    r
    অন্যান্য | ০৭ জুলাই ২০০৬ | ৫৫৭২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • shyamal | 64.47.121.98 | ১৭ জুলাই ২০০৮ ২০:০০634440
  • তুললাম। এবার থেকে আলোচনা নতুন থ্রেডে।
  • Suvajit | 60.229.2.183 | ১৭ জুলাই ২০০৮ ২০:২৫634441
  • হনুদার Date:17 Jul 2008 -- 05:39 AM পোস্টকে দুহাত তুলে সমর্থন। আর এটা বেশী করে পশ্চিমী মিডিয়া। যেমন একটা বেসিক উদাহরন। মুসলমান সংক্রান্ত কোনো সিনেমা হলেই দেখবেন একটা সিন থাকবে যে শ' দেড়শ' মুসলমান একজায়গায় জড়ো হয়ে নমাজ পড়ছে। একটা গুরুগম্ভীর আবহ, একটা ভয় ভয় ভাব, ভাবটা এরকম দেখ সব এককাট্টা, সব ফান্ডামেন্টালিস্ট, কি ভাবে অ-মুসলমানদের বাঁশ দেওয়া যায় তার তাল খুঁজছে।
    এদিকে ক্যাথলিক চার্চে রোব্বারে ছেলে বুড়ো চ্যাঙা ব্যাঙা নিয়ে ঘন্টা চারেক হোলি বাইবেল পাঠ শুনতে যাওয়া নেহাতই কম্যুনিটি একটিভিটি। সেরকম রথযাত্রায় লাখো লাখো হিন্দুর নেত্যগীত হলো সামাজিক উৎসব।
    আমার অভিজ্ঞতায় যতজন মুসলমানের সংগে পরিচিত হয়েছি, সে সমাজের যে শ্রেনী থেকেই আসুক না কেন, অধিকাংশই নিয়মিত নমাজ পড়ে না, আর না পড়ে বলে কোনো আক্ষেপও নেই।
  • Ishan | 12.163.39.254 | ১৮ জুলাই ২০০৮ ০১:৪২634442
  • শ্যামলবাবু লিখেছেন, যে, ওনার ধারণাটা ভুল হতে পারে। তারপরে আবার লিখেছেন, so? :)

    এই so এর উত্তরে এইটুকুই বলে রাখা ভালো, যে, কোনো যুগান্তকারী ধারণা প্রসব করলে, এবং সেটাকে সর্বসমক্ষে জোরগলায় বললে, তা প্রমাণ করার দায় বক্তার। প্রমাণ না দিয়ে বলেই চললে, লোকে উহাকে প্রলাপ বলে। :)
  • Suvajit | 121.216.72.140 | ২০ জুলাই ২০০৮ ২০:৩২634443
  • তুল্লাম।
  • S | 202.140.54.29 | ২২ জুলাই ২০০৮ ১১:০৩634445
  • সরফরোশ সিনেমাটা নিয়ে খানিক আলোচনা চলতে পারে এই থ্রেডে।
  • Blank | 65.218.154.195 | ২২ জুলাই ২০০৮ ১১:৩১634446
  • হু ঐ সিনেমা দেখেই তো বুঝলুম যে নসরত ফতে আলি খান একজন স্পাই হতেও পারেন
  • d | 117.195.38.219 | ০২ জুলাই ২০০৯ ২০:১৩634450
  • এই শেষের লিঙ্কটা কাজ করছে না।
  • dri | 117.194.228.89 | ০৭ জুলাই ২০০৯ ২০:৩৪634452
  • ঠিক আমাদের চোখে ইসলাম নয়, তবে আমরা সবাই রাজাদের চোখে।

    একটা আমেরিকায়। সাউথ ক্যালিতে এক ইমামকে কেউ খুন করে তার বাড়ির বাইরে গালাগাল আর সোয়াস্তিকার চিহ্ন এঁকে দিয়ে গেছে। http://www.mercurynews.com/breakingnews/ci_12765887

    আর একটা জার্মানীতে। জার্মান আদালতে এক প্রেগনেন্ট মুসলিম মহিলাকে আততায়ী ছুরি মেরে খুন করেছে। http://www.google.com/hostednews/ap/article/ALeqM5j5hAwHTYyudXwuL-hFiLsNKbyNKAD9994MIO0
  • h | 61.95.144.10 | ০৭ জুলাই ২০০৯ ২১:৪৭634453
  • জেনেরালি। আগেও বলেছি। এ ব্যাপারে মুশিরুল হাসানের লেখা অবশ্য পাঠ্য। ইন্ডিয়ান এক্সপ্রেসে বেরোনো লেখার সিরিজটাও শুনেছি, বই হয়ে বেরিয়ে গেছে। আর 1850s থেকে এখন পর্যন্ত সময়টা নিয়ে, মুশিরুল হাসান এই বিষয়ে অসংখ্য জাস্ট অসাধারণ লেখা লিখেছেন, লিখছেন।
  • kallol | 220.226.209.2 | ০৮ জুলাই ২০০৯ ১২:০৩634454
  • যদি কেউ বিষয়টা নিয়ে ভিতর থেকে উৎসাহী থাকো, তাদের জন্য - ইসলামের পুণর্পঠন - সম্পাদক - রেহনুমা আহমেদ - ঢাকা থেকে প্রকাশিত। সন্ধ্যে বেলা প্রকাশকের নাম দিয়ে দেবো।

    ও সুমেরু - তুই কি একটু জেনে বলতে পারবি ?

    সারা পৃথিবীর ইসলামে বিশ্বাসী মানুষেরা তাঁদের ধর্মের জায়গা থেকে কিভাবে মৌলবাদের মোকাবিলা করছেন। তাঁদের লেখা/সাক্ষাৎকার।

    সাধারনত: এই বিরোধীতাটা করে থাকেন, প্রায় সকলেই, ধর্মনিরপেক্ষতা বা ঈশ্বরে অবিশ্বাসের জায়গা থেকে। আমার জানা, বাংলা ভাষায় এই প্রথম প্রয়াস - ইসলামে বিশ্বাসী মানুষেরা তাদের কথা লিখেছেন/বলেছেন মৌলবাদের, বিশেষভাবে ইসলামী মৌলবাদের মোকাবিলায়।
  • debu | 72.130.151.116 | ১০ জুলাই ২০০৯ ০২:২৪634455
  • ২০০৩: সুটিং ছিলো আলি আকবর খাঁ স্কুলে।।সেখানে দেখ্‌লাম ওনি সরস্বতী এর মুর্তি রয়েছে,শুন্‌লাম ওনো একেই পুজো করেন। মৌলবিরা ফতেয়া দিলোনা কেনো?
    মাইকেল জ্যকসন তো মুসলিম ধর্মো নিয়েছিলো কিন্তু memorial ceremoney তে সেই মতো করা হোলনা কেনো?
    সবই কি media এর দোষ?
  • pi | 72.83.103.132 | ১৮ জুলাই ২০১১ ০৬:২৫634457
  • এটাও তুল্লাম।
  • pi | 72.83.103.132 | ১৮ জুলাই ২০১১ ০৬:২৯634458
  • হুম। তেঘরিয়া।

    nk, :)

    যাহোক, একটা কথা ক'দিন ধরে মনে হচ্ছে ..
  • pi | 72.83.103.132 | ১৮ জুলাই ২০১১ ০৬:৪৭634459
  • পোস্ট বেলাইন।:(
  • Y | 117.254.80.249 | ১৮ জুলাই ২০১১ ২২:০৯634461
  • হিঁদুরা অনেকেই বলে কাবা শরীফে ওরিজিনাল শিবলিঙ্গ আছে...ওর মাথায় গঙ্গাজল দিলেই নাকি আরবদেশ থেকে শিব ফুরুৎ করে উড়ে যাবে এইখানে বলে রাখি, হিঁদুরা যে পাথরটিকে শিবলিঙ্গ বলে দাবী করে সেটা হল আল হাজরে-আল আসওয়াদ...en.wikipedia.org/wiki/Al-Hajar_al-Aswad
  • Y | 117.254.80.249 | ১৮ জুলাই ২০১১ ২২:৩২634462
  • আর ইয়ে, এই জন্য নাকি আরব দেশে গঙ্গাজল নিয়ে যাওয়া নিষিদ্ধ...
  • | 127.203.223.121 | ০৭ মে ২০১৩ ১৯:৫৫634463
  • সামরানের লেখাটেতেই বিষয় বস্তু পেলাম। প্রকৃত ইসলাম বুঝতে অনেক সময় লাগে। কিন্তু মুসলমান মাত্রেই শরীয় মানতে বাধ্য। ইসলামে মানুষের থেকে প্রধান আল্লা। এতটাই তাঁকে অন্যনামে রেফার করলে গ্রহনীয় নয়। সাম্রানকে অনুরোধ ইসলামে ( অর্থাৎ কোরানে, কারণ কোরান আল্লা প্রদত্ত) এই কটা বিষয়ে কী বলা আছে; একটু বলুন -
    ১। অবৈধ মিলন জাত সন্তানের হেফাজত।
    ২। ইউনাখদের হেফাজত।
  • pi | 24.139.221.129 | ১১ মার্চ ২০১৫ ২৩:১০634464
  • এটা তুললাম।
  • sswarnendu | 198.154.74.31 | ১২ মার্চ ২০১৫ ১৬:২৬634465
  • আমিও তুলি ...

    ইসলাম as a belief system আসলে Arabization of Judaism...
    একটা গুরুত্বপূর্ণ তফাত আছে অবশ্য... Judaism তাদের শেষ মেসিহা র অপেক্ষা করছে, যার আবির্ভাবে পৃথিবীতে Kingdom of God প্রতিষ্ঠিত হবে... আর ইসলাম এ তাদের শেষ মেসিহা এসে গেছে অনেকগুলো শতাব্দী আগেই...
    তফাতটা বুঝতে আর একটা জিনিস বোঝা জরুরী... এই তিনটে বিশ্বাসতন্ত্র, Judaism, Islam আর Christinaity সবারই একটা গুরুত্বপূর্ণ বিশ্বাস আছে... ( Christinaity র তাই থেকে বিচ্যুতির ইতিহাস ও ঐতিহাসিক প্রেক্ষাপট পরে কখনো আলোচনা করা যাবে ) যে
    ঈশ্বরই আইনের প্রতিষ্ঠাতা "God is the one and only law maker " ।

    এবার যেহেতু আইনের অথরিটি শুধুই ঈশ্বরের এবং মেসিহা রা সেই আইনের প্রচারক... তাই শেষ মেসিহা এসে গেছে এইটা ক্রুশিয়াল।
    যার অর্থ ঈশ্বরের আইন পৃথিবীতে পৌঁছনোর কাজ ঈশ্বর শেষ করে ফেলেছেন... বাকিটা মানুষের দায়িত্ব সেই আইন যাতে সমগ্র মানবজাতি মেনে চলে তা নিশ্চিত করা...
    আর সেইজন্যেই এই আইন পাল্টানোর অধিকার কারও নেই... শুধু ছড়ানোর ও বলবৎ করার অধিকার আছে, এবং তা কর্তব্যও। আর তাইজন্যেই Islam আর Political Islam প্রথম থেকেই খুব সম্পৃক্ত ... অথচ Political Hinduism Hinduism এর মূলস্রোত গিলে ফেলেছে এরকম খুব মাঝে মাঝে হয়েছে বা Poltical Judaism আর Judaism মিলন ঘটেছে Israel সংক্রান্ত আন্দোলন ও nation state of Israel তৈরি হওয়ার পরে... Political Christianity ক্রমশ Christianity থেকে দুরে সরে যেতে যেতে Political Bourgoisie হয়ে গেছে... এই প্রত্যেকটা evolution ( বা revolution ) কে খুঁটিয়ে এবং historically না দেখলে ইসলাম কেন, আজকের দিনের কোন ধর্ম কেই বোঝা সম্ভব নয় বলেই আমার মনে হয়...
    আরও কারণ আছে, কিন্তু সেগুলো আলোচনা গড়ালে লিখব ...
    আর একটা তফাত ও আছে... judaism এর আইন jewish people এর জন্য, ইসলামের আইন সমগ্র মানবজাতির জন্য... এই universalism ই একটা মূল কারণ ইসলাম যার জন্যে Arab religion হয়ে থেকে যায়নি... ( judaism jewish people দের religion হয়ে থেকে গেছে ) Theocracy, soft theocracy, Caliphate system এগুলোও জরুরী Islam, Political Islam এবং তাদের আন্তঃসম্পর্ক বোঝার জন্যে।
    জনগণ মতামত দিলে আরো লিখব।
  • ranjan roy | 24.96.83.69 | ১২ মার্চ ২০১৫ ১৬:৪৬634466
  • Carry on Swarnendu!
    খুব ভালো জায়গা থেকে শুরু করেছেন। ভালো/,মন্দ জাজমেন্ট দিয়ে শুরু না করে হিস্টোরিক্যাল ইভোল্যুশনের প্রেক্ষিত থেকে।
    বইমেলায় হাসিম মল্লিকের একটি বই বেরিয়েছে --"বইপাড়া" প্রকাশনের।
    তাতে মুসলিম আচার-আচরণ, তার ধার্মিক ও লৌকিক ভিত্তি নিয়ে সুন্দর তথ্য দেওয়া আছে। যেম, ইবাদত/অকিকত/ - - -।
    লক্ষ্য একটাই অপর কে জানা।
    একই উদ্দেশ্যে সাংবাদিক মিলন দত্তের ইসলামি শব্দের অভিধান গোছের একটি বইও আছে। দুটো পরিপূরক।

    আপনি লিখুন।
  • pi | 24.139.221.129 | ১২ মার্চ ২০১৫ ১৭:৩৮634467
  • এভাবে পড়তে ইন্টারেস্টিং লাগছে। লিখতে থাক।
  • sswarnendu | 198.154.74.31 | ১২ মার্চ ২০১৫ ১৮:১০634468
  • যেটা ভীষণভাবে বোঝা জরুরী সেটা এই evolution বা revolution গুলোকেই... কিভাবে একই mythology ও philosophy থেকে যাত্রা শুরু করেও এই তিনটে বিশ্বাসতন্ত্র, Judaism, Islam আর Christinaity আলাদা আলাদাভাবে বিবর্তিত হল এবং কেন? এবং এই পুরোটাই historical ( historical materialist, আমার কাছে এ দুটো একই ) perspective থেকে... ইসলাম চিরকালই খুব গোঁড়া জাতীয় transhistoric principle থেকে নয় । ভালো/মন্দ জাজমেন্ট ( judgement by definition a priori judgement ) আমাদের কোথাও পৌঁছবে না, historical retrospection আর a posteriori analytical evaluation থেকেই আজকের strategy ও position ঠিক করতে হবে বলেই আমার মনে হয়...

    আর রঞ্জনদা, আমাকে আপনি বলবেন না
  • sswarnendu | 198.154.74.31 | ১২ মার্চ ২০১৫ ১৮:৫৫634469
  • এই তিনটে বিশ্বাসতন্ত্র, Judaism, Islam আর Christinaity.... এদের শুরুর জায়গাটা আগে দেখা যাক...

    যেগুলো কমন ছিল...

    ১) strong or absolute monotheism -- এখানে নানান polytheistic culture এর সাথে তুলনাগুলো খুবই ইন্টারেস্টিং...Greco-Roman polytheism বা hinduism এর সাধারণ ফর্মের polytheismটা খেয়াল করুন... Hierarchical polytheism সেগুলো... যারা আজকের Political Islam এর ভূত Monotheism এ খোঁজেন আর hinduism কে pluralistic বলে গ্লোরিফাই করেন তারা এই Hierarchical এবং Tributary culture নিয়ে কথা বলেন না.... অথচ একটা বিশাল ভূখণ্ডে রোমান সাম্রাজ্যে খ্রীষ্টধর্ম প্রসার ও দক্ষিণ এশিয়ার পশ্চিমে ইসলামের প্রসারে এই তফাত চালিকাশক্তির ভূমিকা পালন করেছে ... comparable absolute monotheism আমরা পাব Hinduism এ বেদান্ত-অনুসারী ফর্মে ...

    ( আরও লিখছি )
  • sswarnendu | 198.154.74.31 | ১২ মার্চ ২০১৫ ২০:৩৪634470
  • ২) একই creation mythology--- আলাদা আলাদা ইন্টারপ্রীটেশন যদিও... সেটায় পরে আসছি

    ৩) মেসিহা system..... as messenger of God...তাদের regular interval এ পৃথিবীতে আসা ( স্কুল ইন্সপেক্টর টাইপের কেস )...

    -- প্রসঙ্গত জৈনদের পার্শ্বনাথ রা messenger of God কিনা আমি জানিনা, কেউ জানলে বলবেন... হ্যাঁ হলে সেটা আর একটা প্যারালাল... আর গৌতম বুদ্ধের জাতকের গল্পগুলো প্যারালাল নয়... কারণ অন্যান্য জাতকগুলো ধর্মপ্রচার বা ধর্মরাজ্য স্থাপন মানসে জীবন কাটায় নি... বিষ্ণুর অবতাররা খানিকটা প্যারালাল... ধর্মপ্রচার করেননি, কিন্তু ধর্মরাজ্য স্থাপন ( বা অত্যধিক অধর্মের বিনাশ ) এইসব মোটিভে আগত...

    ৩) একই law, social law, personal law, code of conduct....যাই বলুন না কেন এইটা একটা all-pervasive system of laws....গোটাগুটি social organization.....
    এইটা বেশ অবাক করা তফাত অন্য অনেক religion এর সাথে... আর সেটা বেশ গুরুত্বপূর্ণ ...

    তার আগে একবার দেখব যে christianity হঠাৎ করে এই all-pervasive law থেকে ছাড়া পেয়ে গেলও কিকরে?

    christ এর teaching আর gospel system একটা ব্রেক... Kingdom of God পৃথিবীতে হবে না... সে শুধুই স্বর্গে... মানুষ পৃথিবীতে যেরকমভাবে জীবন কাটাবে সেই অনুযায়ী তার বিচার হবে মারা যাওয়ার পর...
    এইটার একটা এফেক্ট যে lawগুলোর জমি একটু নড়বড়ে হল... অবশ্যপালনীয় ঈশ্বরের বিধানের জায়গা নিল guiding principle টাইপ জিনিস... যা অনেক পরে capitalism এর হাতে পড়ে এইটুকু ফাঁক দিয়েই একদিন এই ধর্মীয় আইন ব্যাপারটারই অবলুপ্তি ঘটাবে christianity র মধ্যে।

    আর একটা কথা, ইসলাম কে এভিল মনে করেন অনেকেই, রিপ্রেসিভ ও... খেয়াল করে দেখুন এই rapture টা, মানে "Kingdom of God পৃথিবীতে হবে না... সে শুধুই স্বর্গে" এইটা মানুষের ইতিহাসে একটা বড় পর্ব জুড়ে শোষণকে justify করে গেছে... Greco-Roman polytheism বা hinduism এর সাধারণ ফর্মের polytheism ও তার Hierarchical এবং Tributary culture দিয়ে একই জিনিস করে গেছে... সে তুলনায় ইসলাম রীতিমত মডার্ন ও ডেমোক্র্যাটিক। ইতিহাসের গতিপথ আর জ্যান্ত ঐতিহাসিক প্রক্রিয়াই পারে একটা রিপ্রেসিভ ধর্মকে আজকের প্রগ্রেসিভ জায়গায় আনতে আর সেদিনের প্রগ্রেসিভ ধর্মকে আজকের রিগ্রেসিভ জায়গায় আনতে... আবারো বলি, এই ঐতিহাসিক প্রক্রিয়াগুলোই বোঝার, ধর্ম কেন, কোন কিছুতেই inherently কোন একটা রকম কিছু একটা দেখা ও তাই দিয়ে কিছু explain করাটা ahistoric...মানুষের philosophy সেই পর্যায় Marx এর হাত ধরে পেরিয়ে এসেছে...

    ফেরত আসি ... হঠাৎ করে law গুলো এমন all-pervasive কেন? সমকালীন অন্যান্য ধর্মের law এত all-pervasive নয়...
    আমার মত- কারণ Political Judaism ....... Egyptian empire এ Hebrew people দের একটা political force হয়ে উঠতে হয়েছিল... exodus achieve করতে... তাই এই rigid, regimented social organization structure......

    এই একই rigid, regimented social organization structure, একই কারণে, রোমান সাম্রাজ্যে early christianity থেকে আজকের political islam, political hinduism ( hindutwa ), political judaism ( zionism ) এমনকি communist party গুলো অবধি... একই রকম fiercely rigid, regimented.... uniformizing and homogenizing .... intolerence towards any and all criticisms.... both from inside and outside.....
  • sswarnendu | 198.154.74.31 | ১২ মার্চ ২০১৫ ২০:৪১634472
  • ওপরের পোস্ট এ একটা ভুল হয়ে গেছে...

    "প্রসঙ্গত জৈনদের পার্শ্বনাথ রা messenger of God ..." এর জায়গায় "প্রসঙ্গত জৈনদের তীর্থঙ্কর রা messenger of God ..." হবে...
    পার্শ্বনাথ ( যার নাম থেকে পরেশনাথ ) একজন তীর্থঙ্কর... মহাবীরের আগের তীর্থঙ্কর।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন